Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Jaya60 on December 26, 2020, 12:27:44 AM

Title: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Jaya60 on December 26, 2020, 12:27:44 AM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Mayajal on December 26, 2020, 03:08:35 AM
বিটকয়েন ও ইথেরিয়াম সারা যেগুলো কয়েন রয়েছে মার্কেটে সবগুলো কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো হবে যেমন রয়েছে রিপুল কয়েন লাইট কয়েন নিও কয়েন মনেরও কয়েন আরো যেগুলো কয়েন রয়েছে সবগুলো কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো হবে। বিটকয়েন ও ইথেরিয়াম এর মতই একদিন জনপ্রিয়তা অর্জন করবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Trumpet on December 26, 2020, 03:40:56 AM
ক্রিপ্টোকারেন্সি তে সাধারণত যে দুটি জনপ্রিয় কয়েন রয়েছে সে দুটি কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন। এই দুটি কয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা এবং রাণী বলা হয়। একটা বিষয় হয়তো সকালে জেনে থাকবেন যে বিটকয়েনের দাম বৃদ্ধি বা কমা এর প্রভাবটা ক্রিপ্টো বাজারের অন্য সকল কয়েন এর উপর পড়ে।তাই বিটকয়েন এবং ইথিরিয়াম বাদ দিয়ে অন্য সকল কয়েনের অস্তিত্ব চিন্তা করা যায় না।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Kangaro45 on December 26, 2020, 03:54:34 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি শুধু বিটকয়েন এবং ইথিরিয়াম বৃদ্ধি পাচ্ছে।  অন্যান্য কয়েনের দাম আরো  কমেছে । বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাবে আপনার ধারণাটা ঠিক নয়। তবে বিটকয়েন এবং ইথিরিয়াম কে বাদ দিয়ে অন্যান্য কয়েন এর অস্তিত্ব ভাবা যায় না। কেননা এ দুটি কয়েন সারা পৃথিবী জুড়ে সবচেয়ে জনপ্রিয়। আমি মনে করি সামনের দিনগুলোতে অবশ্যই এ দুটি কয়েন ছাড়াও অন্যান্য কয়েন গুলোর ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Mahindra on December 26, 2020, 07:32:36 AM
বর্তমানে ক্রিপ্টো কারেন্সি মার্কেটগুলোর সবচেয়ে উন্নত মানের কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে সকল কয়েন আছে সেগুলো ভবিষ্যৎ হয়তো ভালো হতে পারে আমি মনে করি বিটকয়েন এবং ইথিরিয়াম সারা আরো অনেক কয়েন রয়েছে বিশেষ করে বিট ক্যাশ এবং লিটকয়েন এ কয়েন দুটি আমরা লক্ষ করে দেখলে দেখা যাবে যে এদের ভবিষ্যৎ সামনে অনেকটা ভালো হতে যাবে এর ভবিষ্যত কিন্তু খুবই ভালো এটা আমরা খেয়াল করে দেখলে বলতে পারব।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Markuri33 on December 27, 2020, 12:49:04 AM
বর্তমানে আসলেই সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ইথিরিয়াম এর প্রাইস।আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অন্য সকল কয়েন গুলোর দাম কিন্তু কিছু কিছু বৃদ্ধি পেতে শুরু করেছে। বিটকয়েনের প্রাইস বাড়লে সকল কয়েনের প্রাইস বাড়বে এটা স্বাভাবিক।আমরা যখনই দেখতে পাবো বিটকয়েন ইথেরিয়াম এর দাম শুধু বৃদ্ধি পাচ্ছে অবশ্যই সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম না বাড়লেও বেশ কিছুদিন পর থেকে দাম অবশ্যই বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Jaya60 on December 27, 2020, 02:33:15 AM
বর্তমানে আসলেই সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন ইথিরিয়াম এর প্রাইস।আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অন্য সকল কয়েন গুলোর দাম কিন্তু কিছু কিছু বৃদ্ধি পেতে শুরু করেছে। বিটকয়েনের প্রাইস বাড়লে সকল কয়েনের প্রাইস বাড়বে এটা স্বাভাবিক।আমরা যখনই দেখতে পাবো বিটকয়েন ইথেরিয়াম এর দাম শুধু বৃদ্ধি পাচ্ছে অবশ্যই সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম না বাড়লেও বেশ কিছুদিন পর থেকে দাম অবশ্যই বৃদ্ধি পায়।
আপনি যে মতবাদ প্রকাশ করেছেন আমারে রকমটাই মনে হচ্ছে। আমার বিশ্বাস আর বিটকয়েনের প্রাইস যখনই 30 হাজার ডলার ছাড়াবে তার পরবর্তীতে কিন্তু সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাবে।শুধু বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে না অন্য সকল কয়েন গুলোর দাম কিন্তু এখন বৃদ্ধি পেতে শুরু করেছে। আসলে এটা বর্তমান সময় হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে এটা আমার ধারণা।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Rony on December 27, 2020, 02:38:15 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর ভবিষ্যৎ বাণী করতে পারা যাই না। কারণ কিন্তু কারেন্সি মার্কেটে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না কোথা থেকে কোন কয়েন কোথায় চলে যায় এটা ধারণার বাইরে। বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পেতে দেখা যায়। ভবিষ্যতে বিটকয়েন এর দাম বৃদ্ধি পাবে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Niloy on December 27, 2020, 02:59:49 AM
ক্রিপ্টোকারেন্সি জগতে কোন কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস পাবে তা সঠিকভাবে ভবিষ্য বাণী করা কোনদিনও সম্ভব নয়। কারণ ক্রিপ্টো মার্কেটে কয়েনের দাম সবসময় উঠানামা করে। তবে বিটকয়েন ও ইথেরিয়াম কয়েনের দামের উপর অনেকটা নির্ভরশীল অন্যান্য সকল কয়েন গুলো। বিটকয়েন ও ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পেলে অন্যান্য কয়েন গুলো দাম বৃদ্ধিও পায়।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Lovepro Max on December 27, 2020, 03:13:19 AM
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত আমরা জানতাম যে বিটকয়েন ওই ইথেরিয়াম এর দাম বৃদ্ধির সাথে সাথে সকল মুদ্রার দাম বৃদ্ধি পায় কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেলেও অন্য সকল মুদ্রা দাম বৃদ্ধি পাচ্ছে না তাই এখনও বলা যাচ্ছে না যে বিটকয়েন ও  ইথেরিয়াম বাদে সকল মুদ্রার ভবিষ্যৎ কি হবে
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Tamsialu$$ on January 12, 2021, 03:20:17 AM
এখন আসলে আমরা দেখছি বিটকয়েন ও মারিয়াম এর প্রাইস সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। অবশ্যই অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পয়েন্টগুলোর প্রাইস বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন ও ইথিরিয়াম এর প্রাইস যেহেতু ভালো পজিশনে রয়েছে আস্তে আস্তে সকল কয়েন গুলোর দাম এখন বৃদ্ধি পাবে। বিট কয়েন ইথারিয়াম এর মত হঠাৎ করেই এতটা বৃদ্ধি না পেলেও আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Crypto Banglu on January 12, 2021, 03:46:20 AM
আমার মনে হয় বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যখন বৃদ্ধি পায় তখন অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে থাকে।  বিটকয়েন এবং ইথিরিয়াম এখন অনেক ভালো পজিশনে রয়েছে। বিটকয়েন ও ইথিরিয়াম এর প্রাইস যেহেতু ভালো পজিশনে রয়েছে আস্তে আস্তে সকল কয়েন গুলোর দাম এখন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আমি মনে করি বিটকয়েন এবং ইথিরিয়াম এর সাথে অন্য সকল কয়েনের কিছুটা হলেও সম্পর্ক রয়েছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Tunir Baap on January 12, 2021, 04:33:10 AM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??
আপাত দৃষ্টিতে আমি মনে করি বিটকয়েন বা ইথেরিয়াম কে বাদ দিয়ে অন্য সকল কয়েন এর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে। কারণ পৃথিবীর টপ ইনভেস্টর রাযে দুটি কয়েনের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে থাকেন তা হলো বিটকয়েন এবং ইথিরিয়াম। তাই এটা খুব সহজেই বলা যায় যে বিটকয়েন বা ইথেরিয়াম কে বাদ দিয়ে ক্রিপ্টো মার্কেটের অন্য সকল কয়েন এর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। বিটকয়েন এবং ইথিরিয়াম হচ্ছে ক্রিপ্তমারকেট এর সবচেয়ে ডিপেন্ডেবল কয়েন।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Markuri33 on January 12, 2021, 06:50:18 AM
বর্তমানে বিটকয়েন ও ইথেরিয়াম প্রাইস শুধু বৃদ্ধি পাচ্ছে এই ধারণা অনেকেই করছে। কিন্তু আমরা যদি মার্কেট ক্যাপ এর দিকে একটু তাকাই তাহলে দেখতে পাব বেশকিছু কয়েনের প্রাইস বৃদ্ধি পেতে শুরু করেছে। যেহেতু বিটকয়েন এর প্রাইজ বৃদ্ধি পেয়েছে অবশ্যই আস্তে আস্তে সকল কয়েনের প্রাইস এখন বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Markuri33 on January 12, 2021, 06:54:05 AM
আমার মনে হয় বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যখন বৃদ্ধি পায় তখন অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে থাকে।  বিটকয়েন এবং ইথিরিয়াম এখন অনেক ভালো পজিশনে রয়েছে। বিটকয়েন ও ইথিরিয়াম এর প্রাইস যেহেতু ভালো পজিশনে রয়েছে আস্তে আস্তে সকল কয়েন গুলোর দাম এখন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। আমি মনে করি বিটকয়েন এবং ইথিরিয়াম এর সাথে অন্য সকল কয়েনের কিছুটা হলেও সম্পর্ক রয়েছে।
অবশ্যই বিটকয়েন ও ইথারিয়াম এর সাথে অন্য সকল কয়েন গুলোর সম্পর্ক রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখব কোন কয়েন কারো সাহায্য ছাড়া কখনই এগিয়ে যেতে পারবে না। আমরা যদি বিটকয়েনের দিকে লক্ষ্য করি আমরা তো সবাই জানি বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা। তারপরেও কিন্তু অন্য সকল কয়েন এর উপর কিছুটা হলেও নির্ভরশীল। তাই বিটকয়েন ও ইথেরিয়াম এর প্রাইস বর্তমানে ভালো পজিশনে আছে এখন আবার দেখা যাবে অ্যালার্ট কয়েন গুলোর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Paglamon on January 12, 2021, 09:16:26 AM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ ভালো। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি গুলোর সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অনুমোদন পেলে নতুন মুদ্রাগুলো তৈরিতে বাংলাদেশি বিভিন্ন কোম্পানী নিজস্ব মুদ্রা তৈরি করার কথা বিবেচনা করবে। সব মিলিয়ে সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি গুলোর ভবিষ্যৎ ভালো। তবে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো মার্কেটের লিস্ট হওয়ার পরেও দাম কমে যায়। বা ভবিষ্যতে shit কয়েনে পরিণত হয়। যখন কোন উপাদানের উপর বিনিয়োগকারী থাকবে না, সেই কয়েন সিট কয়েন এ পরিণত হবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: babu10 on January 12, 2021, 11:50:41 AM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??

এতোদিন আমরা বিটিসি এবং ইথারিয়াম এর দাম বাড়তে দেখেছি সামনে অল্টা কয়েনের দাম বাড়বে আশা করা যায় কারন মার্কেট স্টাবল হলে অবশ্যই অল্টা কয়েনগুলির দাম বাড়বে নিসন্দেহে। তবে মার্কেট স্টাবল না হলে দাম বাড়বেনা কারন ইনভেস্টারা বুঝতে পারছেনা মার্কেট কোনদিকে যাবে বিটিসির দাম যাতে আনুপাতিক হারে অল্টা টোকেন কিনলে লাভবান হবে নাকি লস হবে। তাই মার্কেট স্টাবল হবার সময় দিতে হবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Mental on January 12, 2021, 12:42:29 PM
হ্যাঁ আমার ধারণা সামনে বিটকয়েন এবং ইথিরিয়াম এ ছাড়াও অন্য যে কোন কয়েন এর দাম বৃদ্ধি পাবে। যেমন বিটকয়েনের দাম এক সময় একদম কম ছিল তখন বিটকয়েন কে কেউ মূল্যায়ন করত না।  কিন্তু এখন বিটকয়েন এর দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পেতে চলেছে। পাগলা ঘোড়ার মতো বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Sonjoy on January 12, 2021, 01:21:51 PM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??
আমার মনে হয় বিটকয়েন ও ইথেরিয়াম সারা যেগুলো কয়েন রয়েছে মার্কেটে সবগুলো কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো হবে যেমন রয়েছে রিপুল কয়েন লাইট কয়েন নিও কয়েন মনেরও কয়েন আরো যেগুলো কয়েন রয়েছে সবগুলো কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো হবে। বিটকয়েন ও ইথেরিয়াম এর মতই একদিন জনপ্রিয়তা অর্জন করবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: saidul2105 on January 12, 2021, 01:30:50 PM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??

ভাই বিটকয়েন ও ইথেরিয়াম এই দুটি কয়েন ক্রিপ্টোকারেন্সিতে শ্রেষ্ঠ কয়েন।  কয়েনমার্কেটক্যাপে এদের অবস্থান প্রথম এবং দ্বিতীয়।  কিছু দিন যাবৎ এই দুই কয়েনই খুব বেশি পাম্প করতেছে যা আমাদের সকলেরই কল্পনারও বাইরে। 
বাজারে এই দুই কয়েনের পাশাপাশি আরও অনেক স্টাবল কয়েন রয়েছে যাদের প্রাইস খুব একটা পাম্প করতেছে না।  তবে যেহেতু ক্রিপ্টোর সেরা দুই কয়েনের প্রাইস বেড়েছে, সেহেতু তার প্রভাব টা কিছুটা হলেও স্টাবল কয়েনের উপর পরবে।  সেক্ষেত্রে বলা যায় যে অন্যান্য কয়েনের প্রাইসও কিছুটা বাড়বে তবে সেটা খুব বেশি না।                                                           
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: XM8 on January 12, 2021, 05:03:01 PM
ক্রিপ্টোকারেন্সি তে সাধারণত যে দুটি জনপ্রিয় কয়েন রয়েছে সে দুটি কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন। এই দুটি কয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা এবং রাণী বলা হয়। একটা বিষয় হয়তো সকালে জেনে থাকবেন যে বিটকয়েনের দাম বৃদ্ধি বা কমা এর প্রভাবটা ক্রিপ্টো বাজারের অন্য সকল কয়েন এর উপর পড়ে।তাই বিটকয়েন এবং ইথিরিয়াম বাদ দিয়ে অন্য সকল কয়েনের অস্তিত্ব চিন্তা করা যায় না।
আপনি সঠিক কথা বলেছেন কারণ ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত দুটি হল ইথারিয়াম এবং বিটকয়েন। এই দুটি কয়েন ছাড়া আমরা ক্রিপ্তমারকেট কল্পনাও করতে পারি না। দিন দিন এই কয়েন দুটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি ক্রিপ্টো মার্কেটের একটি কয়েন অন্য কয়েন এর উপর নির্ভর করে।অর্থাৎ বিটকয়েনের দাম বৃদ্ধির প্রভাব ক্রিপ্টো বাজারের অন্য সকল কয়েন এর উপর ভালোভাবে লক্ষ্য করা যায়।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Tamsialu$$ on January 15, 2021, 12:15:55 AM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ ভালো। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি গুলোর সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অনুমোদন পেলে নতুন মুদ্রাগুলো তৈরিতে বাংলাদেশি বিভিন্ন কোম্পানী নিজস্ব মুদ্রা তৈরি করার কথা বিবেচনা করবে। সব মিলিয়ে সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি গুলোর ভবিষ্যৎ ভালো। তবে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো মার্কেটের লিস্ট হওয়ার পরেও দাম কমে যায়। বা ভবিষ্যতে shit কয়েনে পরিণত হয়। যখন কোন উপাদানের উপর বিনিয়োগকারী থাকবে না, সেই কয়েন সিট কয়েন এ পরিণত হবে।
হ্যাঁ ঠিক বলেছেন মূলত আমরা দেখি ভালো এক্সচেঞ্জার এর লিস্ট হয়েছে তারপরেও সেগুলো অনেক সময় দেখা যায় shit কয়েনের পরিণত হয়েছে।এজন্য আমরা কখনো যদি বিটকয়েন এবং ইথিরিয়াম ব্যতীত ইনভেস্ট করতে চায় তাহলে একটুদেখে শুনে তারপরে করব তা না হলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে।বিটকয়েন ও ইথিয়াম ব্যতীত কোন কয়েন এর মধ্যে ইনভেস্ট করতে চাইলে অবশ্যই সিনিয়র ভাইদের সাথে পরামর্শ করে তারপরে করবেন।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Dark Knight on January 15, 2021, 04:41:08 AM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??
বর্তমানে ক্রিপ্টো জগতের কয়েন এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় দুটি কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম। এই দুটি কয়েন ছাড়া অন্য কয়েন গুলোর অস্তিত্ব আশা করা যায় না।এখন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের দাম তার পরপরই বৃদ্ধি পাচ্ছে ইথারিয়াম এর দাম। আমরা জানি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সেই দাম বৃদ্ধি ক্রিপ্টো জগতের অন্যান্য কয়েন এর উপর ও প্রভাব ফেলে। কেননা বিটকয়েন ও ইথেরিয়াম এর সাথে অন্যান্য কয়েন এর কিছু না কিছু সম্পর্ক আছে । আমার ধারণা বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বৃদ্ধির সাথে অন্যান্য যেসব কয়েন আছে সেগুলোর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Riddi on January 15, 2021, 06:11:17 AM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েনের মূল্য অনেক বৃদ্ধির পেয়েছে।বাজারে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন বিটকয়েন ও ইথেরিয়াম পাশাপাশি অন্যান্য কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করি ভবিষ্যতে বিটকয়েন ও ইথেরিয়াম কয়েনের পাশাপাশি অন্যান্য কয়েনগুলো মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Casual on January 15, 2021, 06:11:40 AM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়াও বেশকিছু টোকেন রয়েছে যেগুলোর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।আমি বেশ কিছু টোকেন এর মধ্যে ইনভেস্ট করেছি আমি দেখতে পাচ্ছি সেগুলোর ভবিষ্যৎ অনেক ভালো। বেশকিছু কয়েন কিনেছি যেগুলো বাইনান্স এক্সচেঞ্জে মধ্যে রয়েছে। আমার বিষয় যদিও এখন বর্তমানে কিছুটা প্রাইস কম রয়েছে ভবিষ্যতে অবশ্যই এগুলো ভাল প্রফিট দেবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Lutera94 on January 28, 2021, 02:52:06 PM
বর্তমান প্রেক্ষাপটে বিটকয়েন ও ইথিরিয়ামের পরে সবচেয়ে ভালো দুটি কয়েন হলো LINK and DOT। ইতিমধ্যে তারা দুজন সেরা ১০ কয়েনের ভিতরে আছে। কিন্তু মার্কেটে হাজার হাজার কয়েন আছে তবে সবাই তা সারভাইবস করতে পারে না।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: babu10 on January 28, 2021, 03:23:39 PM
বর্তমান প্রেক্ষাপটে বিটকয়েন ও ইথিরিয়ামের পরে সবচেয়ে ভালো দুটি কয়েন হলো LINK and DOT। ইতিমধ্যে তারা দুজন সেরা ১০ কয়েনের ভিতরে আছে। কিন্তু মার্কেটে হাজার হাজার কয়েন আছে তবে সবাই তা সারভাইবস করতে পারে না।

আপনি ঠিকই বলেছেন তবে সিএমসি মার্কেটে বর্তমানে 1-10 এর মধ্যে যে কয়েনগুলো আছে সবগুলো কয়েনই মোটামুটি ভালো এবং তাদের ভবিষ্যৎও ভালো বলে আমি মনে করি। কারন এই কয়েনগুলো অনেক কম্পিটিশান করে মার্কেটে টিকে আছে এবং টপ রেঙ্কে আছে তাই আপনি কোনটাকেই খারাপ বলতে পারবেননা। তবে কম রেটের মধ্যে হলে ডট এবং আডা টোকেন দুটি সবচেয়ে ভালো বলে আমি মনে করি।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Lutera94 on January 28, 2021, 03:43:04 PM
বর্তমান প্রেক্ষাপটে বিটকয়েন ও ইথিরিয়ামের পরে সবচেয়ে ভালো দুটি কয়েন হলো LINK and DOT। ইতিমধ্যে তারা দুজন সেরা ১০ কয়েনের ভিতরে আছে। কিন্তু মার্কেটে হাজার হাজার কয়েন আছে তবে সবাই তা সারভাইবস করতে পারে না।

আপনি ঠিকই বলেছেন তবে সিএমসি মার্কেটে বর্তমানে 1-10 এর মধ্যে যে কয়েনগুলো আছে সবগুলো কয়েনই মোটামুটি ভালো এবং তাদের ভবিষ্যৎও ভালো বলে আমি মনে করি। কারন এই কয়েনগুলো অনেক কম্পিটিশান করে মার্কেটে টিকে আছে এবং টপ রেঙ্কে আছে তাই আপনি কোনটাকেই খারাপ বলতে পারবেননা। তবে কম রেটের মধ্যে হলে ডট এবং আডা টোকেন দুটি সবচেয়ে ভালো বলে আমি মনে করি।
আডা এর সার্কোলেশন সাপ্লাই অনেক কম তাই ক্যাপ বেশি হলেও দাম অনেক কম। তবে আডা অত্যন্ত ভালো একটা কয়েন । আসলে ঠিক ই বলেছেন টপ ১০ সব কয়েনগুলি অনেক ভালো। তবে এক্সারপি কয়েনের বর্তমান পরিস্থিতি কিন্তু ভিন্ন
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Magepai on January 28, 2021, 07:01:16 PM
ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে প্রাইস বেশি দুইটি কয়েনের দুটো হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম । এই দুটি কয়েন সারা পৃথিবীতে ব্যাপক ব্যবহার করা হচ্ছে এবং পপুলারিটি পেয়েছে ওনেক সারা পৃথিবীতে বিটকয়েন এবং ইথিরিয়াম কে চিনে থাকে।কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অন্য সকল কয়েনগুলি প্রাইস আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে।এখন অন্য সকল পয়েন্টগুলোর প্রাইস আরো বৃদ্ধি পাবে যখন বিটকয়েনের প্রাইস আরও কিছুটা বৃদ্ধি পাবে ঠিক তার পরপরই।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: AlviNess on February 22, 2021, 07:23:15 AM
যেহেতু ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলো অনেকটাই নির্ভর করে বিটকয়েন এবং ইথিরিয়াম এর উপর তাই বিটকয়েন বা ইথারিয়াম বাদ দিয়ে  ক্রিপ্টো মার্কেট আমরা কল্পনাও করতে পারি না। কারণ বর্তমানে যে দুটি প্ল্যাটফর্ম সাইটে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে বিটকয়েন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এবং ইথারিয়াম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Angel jara on February 22, 2021, 09:12:23 AM
বিটকয়েন ইথেরিয়াম বাদে অন্য সকল কয়েনের ভবিষ্যৎ খুবই ভালো। বর্তমান সময়ে নতুন কয়েনের দিকে সবার যোগ বেশি। সময়ের সাথে সাথে কয়েন গুলোর দাম প্রচুর পরিমাণ বাড়তে থাকে। ইথেরিয়াম এর দাম বর্তমান সময়ে অনেক আর বিটকয়েনের দাম পুরো আকাশ ছোঁয়া। এছাড়া অন্য সকল কয়েন এর নাম অনেক কম তাই সবাই নতুন কয়েন নিয়ে কাজ করা হলে এর চাহিদা অনেক বাড়ছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Azharul on February 24, 2021, 04:59:12 AM
বর্তমান সময়ে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম। ধারণা করা যায় যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে।তাই আমি মনে করি বিটকয়েন বা ইথারিয়াম বাদে অন্য কয়েন গুলোর দাম দিনের পর দিন আরো বাড়বে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Newron on February 24, 2021, 10:57:34 AM
সময় যাওয়ার সাথে সাথে সকল কারেন্সি জনপ্রিয়তা বাড়তে দেখা গিয়েছে। বর্তমান সময়ে পুরাতন কারেন্সিগুলো বাদ দিয়ে নতুন কারেন্সির দিকে সবাই ধাবিত হচ্ছে।এর মূল কারণ হলো কোন কারেন্সি কোথা থেকে কোথায় চলে যায় এটা কেউ সঠিকভাবে বলতে পারে না তাই কম দামে কারেন্সি দিকে সবাই যকে পড়ছে।ে
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Tubelight on March 21, 2021, 04:48:18 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন বাদ দিয়ে ক্রিপ্টোকারেন্সি অন্য সকল কয়েন এর অস্তিত্ব কল্পনা করা যায় না। কারণ ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব ধরে রেখেছে বিটকয়েন এবং ইথিরিয়াম। তাই ক্রিপ্টোকারেন্সি তুই এই দুটি কয়েন এর ভূমিকা অপরিসীম।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Acifix on March 22, 2021, 02:30:30 AM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর মূল্য অনেক বেশি বৃদ্ধি করে‌। কারণ ক্রিপ্টোকারেন্সি অস্তিত্ব ধরে রেখেছে ইথারিয়াম এবং বিটকয়েন। তাই আমি মনে করি বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকলের ভবিষ্যৎ মোটামুটি ভালো হবে মনে হয়।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: RSRS on May 29, 2021, 06:01:01 PM
বিটকয়েন ও ইথেরিয়াম এর পাশাপাশি সব কয়েনের ভালো অবস্থান হবে একসময়। বাজারে যেমন বড় পণ্যের চাহিদা থাকে পাশাপাশি অন্য ছোট পণ্যের ও চাহিদা থাকে। তেমনি ভাবে বিটকয়েন ও ইথেরিয়াম এর পাশাপাশি অন্য সকল কয়েন ক্রিপ্টোকারেন্সি তে ভূমিকা রাখবে। অন্য যেসকল কয়েন আছে সে কয়েনের ও ভবিষ্যৎ অনেক ভালো হবে বলে আশা করি।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Random203 on May 29, 2021, 09:18:57 PM
আমি মনে করি বিটকয়েন এবং ইথেরিয়ামের পাশাপাশি বাজার ঠিক রাখার জন্য অন্যান্য কয়েনেরও প্রয়োজন আছে।  বাজারে অন্যান্য কয়েনের জন্য এই দুই কয়েনের গ্রহণযোগ্যতা কয়েক গুন বেড়ে গেছে।  আমি মনে করি বিটকয়েন এবং ইথেরিয়ামের পাশাপাশি এই অন্যান্য কয়েন গুলোও অনেক বছর বাজারে টিকে থাকবে।                             
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Sr boy on May 30, 2021, 01:50:22 AM
আমার যতটুকু মনে হয় বিটকয়েন এর পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য কয়েন এর অনেক প্রয়োজন রয়েছে। অন্যান্য কয়েন আজ না হোক কাল অনেক ভালো হবে।এ কারণে আমি বুঝতে পারি তারা ভবিষ্যতে অনেক ভালো একটি কয়েন হয়ে উঠবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Mistroy on May 31, 2021, 03:21:47 PM
যেকোনো জিনিস সম্পর্কে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা ঠিক না কারণ কখন কি হয় তা বলা যায় না। যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি জগত ক্রিপ্টোকারেন্সি জগতে কোন কয়েনের মূল্য বৃদ্ধি পাবে বা মূল্য রাস পাবে তা আমরা আগে থেকে কেউ বলতে পারবো না। তবে ক্রিপ্টোকারেন্সি জগতি বিটকয়েন ইথেরিয়াম সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই বিটকয়েন ও ইথারিয়াম কয়েনের অনেক বৃদ্ধি পেয়েছে। যেহেতু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায় না। তারপরেও বিটকয়েন পরিত্রান ছাড়া অন্যান কয়েনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। যতদিন যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনন্য মুদ্রাগুলো পরিচিতি লাভ করবে তবে না ভবিষ্যতে এদের মূল্য বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Triedboy on May 31, 2021, 04:50:20 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পূর্ণ ডিপেন্ড করে বিটকয়েন মার্কেটের উপর। এবং যে সমস্ত কয়েন ইথার এর সাথে পেয়ার রয়েছে সে কয়েন গুলো ডিপেন্ড করে ইথিরিয়াম প্রাইস এর উপর। যদি বিটকয়েন প্রাইস বৃদ্ধি পায় তাহলে দেখা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সমস্ত কয়েনগুলি প্রাইস বৃদ্ধি পেতে থাকে। আবার বিটকয়েন প্রাইস যখন কমে যায় তখন প্রায় সব কয়েন এর প্রাইস কমে যায়। তাই মনে করে অবশ্যই সামনে মার্কেট পজিশন ভালো হবে সেই সাথে যত কয়েন রয়েছে সমস্ত কয়েনের প্রাইস বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: AIam333 on June 03, 2021, 08:40:07 AM
ক্রিপ্টোকারেন্সি বাজার ডিফেন্ড করে বিটকয়েন মার্কেটের উপর।বিটকয়েন মার্কেটের সাথে যে সমস্ত কয়েন রয়েছে সে সবগুলো কয়েন শেয়ার করে। যদি কিপটে কারেন্সি মার্কেটে ক্রিপ্টোকারেন্সি দাম যদি না করেন তাহলে সবগুলো কয়েনের দাম বৃদ্ধি হবে না। আর যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথারিয়াম কয়েন পাম্পিং করেন তাহলে সব কয়নি পাম্পিং হবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: ranaprime on June 03, 2021, 12:08:25 PM
বিটকয়েন এবং ইথার বাদেও অনেক কয়েন আছে যেগুলোর ভবিষ্যত অনেক ভাল। যেমন আডা,ইউনিসোয়াপ চেইনলিংক, লা্ইট কয়েন সহ আরও অনেক কয়েন আছে যেগুলো অদূর ভবিষ্যতে ভাল কিছু করবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Rifan Khan on June 17, 2021, 02:51:15 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন বাদ দিয়ে আর যেসব কয়েন গুলো রয়েছে সেইসব কয়েনগুলো ভবিষ্যতে অনেক ভালো হবে।আমরা একটা জিনিস খুব ভালো ভাবে জানি যে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন এই দুটি কয়েন এর উপর ভিত্তি করে অন্যান্য সব কয়েন। ক্রিপ্টোকারেন্সি তে অনন্য যতগুলো কয়েন রয়েছে সবগুলো কয়েন ভবিষ্যতে অনেক ভালো হবে। এইটুকু আসা আপনারা করতে পারেন।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Terrasin on June 18, 2021, 08:06:59 AM
আপনি ভাই সঠিক 1 টি পোস্ট করেছেন কারণ বিটকয়েন ও ইথেরিয়াম কয়েন দুটি ক্রিপ্টোকারেন্সি মধ্যে সেরা। কিন্তু আরো যে অন্য সকল কয়েন রয়েছে এগুলোর ভবিষ্যৎ সম্পর্কে আসলে আমরা দিমত। অন্য যে সকল কয়েন রয়েছে প্রায় সব কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Mosarof on June 18, 2021, 08:28:09 AM
বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এর ভবিষ্যৎ ভালো। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি গুলোর সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অনুমোদন পেলে নতুন মুদ্রাগুলো তৈরিতে বাংলাদেশি বিভিন্ন কোম্পানী নিজস্ব মুদ্রা তৈরি করার কথা বিবেচনা করবে। সব মিলিয়ে সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি গুলোর ভবিষ্যৎ ভালো। তবে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো মার্কেটের লিস্ট হওয়ার পরেও দাম কমে যায়। বা ভবিষ্যতে shit কয়েনে পরিণত হয়। যখন কোন উপাদানের উপর বিনিয়োগকারী থাকবে না, সেই কয়েন সিট কয়েন এ পরিণত হবে।
বিটকয়েন ও ইথীরিয়ামের কিপটো জগতে সবচেয়ে সেরা কয়েন এদুটি কয়েনের সাথে অন্যান্য কয়েনের অনেকটাই ভালো হবে ভবিষ্যৎ। বিটকয়েন ইথেরিয়াম কয়েন পাম্পিং হলে তাদের সাথে অন্যান্য কোন কোয়েন পাম্প করবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Jobayer Hasan Rahi on June 18, 2021, 08:35:20 AM
বাংলাদেশে বিটকয়েন

যদিও বাংলাদেশে খুব সীমিত আকারে বিটকয়েন কেনাবেচার কথা জানা যাচ্ছে, তবে বাংলাদেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কোন ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা বা সংরক্ষণ করা বেআইনি বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, বাংলাদেশে বিটকয়েনের কোন অনুমোদন নেই। যেহেতু অনুমোদন নেই, সুতরাং এই জাতীয় লেনদেন বৈধ নয়।

হ্যাকাররা চুরি করা অর্থ কেন দান করছে

বিটকয়েনের ব্যবসা নিষিদ্ধ করে ফতোয়া জারি

"যদি আমাদের নোটিশে এই জাতীয় লেনদেনের খবর আসে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিয়ে থাকি"।

২০১৭ সালে বাংলাদেশ ব্যাংক বিটকয়েনে লেনদেনের ব্যাপারে সতর্কতা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, ভার্চুয়াল মুদ্রা কোন দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিধায় এর বিপরীতে আর্থিক দাবির কোন স্বীকৃতিও নেই।

ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে দিয়েছে।

এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Diknel on August 05, 2021, 12:29:51 PM
যদিও বলা যায়না যে বিটকয়েন এবং ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলোর ভবিষ্যৎ কি হবে। তবে আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়াম এর পাশাপাশি অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার বিটকয়েন এর উপর ভিত্তি করে। আমার মনে হয় বিটকয়েন এর দাম বাড়লে সকল কয়েনের দামও বাড়বে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: HeartBit143 on August 06, 2021, 06:09:36 PM
ক্রিপ্টো মার্কেট সদা পরিবর্তনশীল।  একেক সময় একেক কয়েনের দাম বেড়ে থাকে আবার কমেও যায়। তবে বিটকয়েন এবং ইথেরিয়ামের উপর অনেক কয়েনের দাম নির্ভর করে থাকে।  যদি বিটকয়েনের দাম পাম্প করে তবে সকল কয়েনের দামই পাম্প করে।                       
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Red bake on August 07, 2021, 04:00:19 PM
বিটকয়েন ও ইথেরিয়াম কয়েন অনেক জনপ্রিয় একটি কয়েন এবং মূল্য অনেক বেশি বিটকয়েন উঠানামা করে থাকে. বিটকয়েন আরিফের ই আম কয়েনের দাম যখন কমে যায় তখন সব ধরনের কয়েনের দাম কমে যায়. তবে একসময় বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন এর পাশাপাশি সব কয়েনের মূল্য বৃদ্ধি পাবে.
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: MD Shakib Islam Joy on August 23, 2021, 01:22:51 PM
আমার মনে হয় বিটকয়েন এবং ইথেরিয়াম এই দুইটা আমার মনে হয় সব কয়েন এর হেড কারণ এই দুইটা যখন দাম বাড়ে তখন সব কয়েনের দাম বাড়ে আবার যদি এই দুইটার দাম কমে তাহলে সব কয়েন গ্যালারি দাম বাড়ে আমার মনে হয় বিটকয়েন আর ইথেরিয়াম এই দুইটাই সব
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Lorix on November 04, 2021, 05:21:47 PM
বাজার সবথেকে জনপ্রিয় করেন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম । বিটকয়েন এবং ইথিরিয়াম কিপটো কারেন্সি তে ব্যাপকভাবে সাড়া ফেলেছে । এছাড়াও অন্যান্য কয়েন দাম বৃদ্ধি পেয়েছে তবে বিটকয়েন এবং ইথিরিয়াম এর মত না । তবে ক্রিপ্টোকারেন্সি বাজার ভবিষ্যতে আরো ভাল হয় তাহলে হয়তো অন্যান্য কয়েনের ও ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে তবে সেটা বিটকয়েন অতিক্রম করতে পারবে না । কারণ বিটকয়েন হচ্ছে সর্বকালের সেরা কয়েন ।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Damrai5$ on November 04, 2021, 05:34:28 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবথেকে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম। যখনই বিটকয়েন প্রাইস বৃদ্ধি পেতে থাকে তার সাথে সাথে কিন্তু ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পায়। এবং সেইসাথে সমস্ত কয়েনগুলি প্রাইস বৃদ্ধি পায়। আপনি যদি বর্তমানে মার্কেটের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অবশ্যই বর্তমানে বিটকয়েনের প্রাইস যেভাবে পাম্পিং করছে সেই সাথে সাথে প্রায় সব কয়েনগুলি প্রাইস পাম্পিং করছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Maxtel on November 04, 2021, 06:00:19 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম এ দুটি কয়েনের সাথে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কয়েনের কোন তুলনা হয় না। কারণ বিটকয়েন হচ্ছে সবচেয়ে প্রথম ক্রিপ্টোকারেন্সি এবং জনপ্রিয় কয়েন  এবং ইথেরিয়াম হচ্ছে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। এদুটি কয়েনের সাথে সাথে অন্যান্য কয়েনের দাম একযোগে দ্রুত বৃদ্ধি না পেলেও আমরা দেখেছি মোটামুটি অনেক কয়েন এর জনপ্রিয়তা ও দাম বৃদ্ধি পেয়েছে।‌ এবং বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থান অন্যান্য যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো।




Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Hasan986 on November 04, 2021, 08:15:12 PM
বিটকয়েন ছাড়া সব কয়েন ই এল্ট কয়েন। বর্তমানে মার্কেটে অনেক স্কাম কয়েন আছে। যারা লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অনেক গুলো আছে যাদের ভবিষ্যত টিম নিজের হাতে গড়বে। মেক্সিমাম প্রজেক্ট ই ভবিষ্যতে ডেথ হয়ে যাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: JISAN on November 05, 2021, 02:27:51 PM
বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য আরো কয়েকটি কয়েন আছে যেগুলোর ভবিষ্যৎ অনেক ভালো। যেমন BNB, TRX, MATIC, DOT, ADA, SOL ইত্যাদি। এবং বিশেষ করে coinmarketcap.com এখানে Top 100  এর মধ্যে যে কয়েনগুলো আছে সেই কয়েন গুলো অনেক ভালো। এবং এগুলোরও ভবিষ্যৎ ভালো
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Centus on November 06, 2021, 03:36:02 AM
আশা করি বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ ভালো হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথারিয়াম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই আশা করি, বিটকয়েন এবং ইথিরিয়াম এর সাথে সাথে অন্যান্য কয়েনন গুলির ভবিষ্যৎ অনেক ভালো হবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Meta on November 08, 2021, 03:19:22 AM
বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে অন্য সকল কয়েন গুলোর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শুধু বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম যে বৃদ্ধি পাচ্ছে তেমনটা নয়। বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে অন্য সকল কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Riddi on November 08, 2021, 05:03:23 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক পাম্প করেছে।ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথেরিয়াম কয়েন সহ সকল অন্যান্য কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বি কয়েনের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পেয়ছে।আর বিটকয়েনের পরেই ইথেরিয়াম কয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথেরিয়াম সবচেয়ে জনপ্রিয় মুদ্রা। অনেক সময় এই দুটি কয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Kangaro45 on November 08, 2021, 06:37:05 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি প্রধান দুটি কয়েন এদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এদুটি কয়েনের দাম প্রতিনিয়ত পাম্পিং করছে। কিন্তু সে তুলনায় অন্যান্য কয়েনের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে না এটা একদম ঠিক কথা। কিন্তু মার্কেট সম্পর্কে ভালো পর্যালোচনা করলে দেখা যায় অনেক অপরিচিত কোন বর্তমানে অনেক পাম্প করছে । এমনকি কিছু কিছু কয়েন এর দাম এতটা বৃদ্ধি পেয়েছে যে কেউ কল্পনাও করতে পারেনি। তাই ভবিষ্যতে অবশ্যই বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়াও অন্যান্য কয়েন গুলোর দাম অনেক বৃদ্ধি পাবে ।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Power420 on November 08, 2021, 07:02:34 PM
এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং যারা কাজ করে তারা অবশ্যই এই সম্পর্কে জানে যে বর্তমান ক্রিপ্টোকারেন্সি অবস্থা কেমন। তার পরেও আমি একটু আবার নতুন করে বলি যে এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিন দিন শুধু উন্নতির দিকে যাচ্ছে। কারন মানুষ আধুনিক হচ্ছে যার কারণে শুধু যত টাকা পয়সা ক্রিপ্টোকারেন্সি অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে। তাই বিক্রয় নাইজেরিয়ান বাদ দিয়ে অন্য সকল কয়েনের এরকম অবস্থা হয়েছে। তাই বাকি যে কয়েন গুলো রয়েছে সকল কয়েন অনেক ভালো অবস্থানে অবস্থান করবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: rajput on November 09, 2021, 03:10:06 AM
ইথারিয়া কয়েনের এখন জনপ্রিয়তার দিন যতই যাচ্ছে তত কমে যাচ্ছে তার কারণ হচ্ছে তাদের গ্যাস ফেটে একটু অনেক বেশি সেই কারণে ইথারিয়াম এর জনপ্রিয়তা কমে যাচ্ছে বিশেষ করে এখন অন্য গানগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: EKRA13 on November 09, 2021, 06:13:38 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যত সদস্য রয়েছে প্রায় সকলেই মার্কেট সম্পর্কে অবগত। মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে তুলনায় অন্যান্য কয়েনের দাম কতটা বাড়েনি এটা ঠিক। ইদানিংকালে মার্কেটের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এ দুটি কয়েন ছাড়াও আরো অনেক কয়েনের দাম অনেক বেশি পাম্প করেছে। মার্কেটে বর্তমানে অনেক ভালো ভালো কয়েন রয়েছে কোন গুলোর মুভমেন্ট পর্যবেক্ষণ করে যদি ধরে রাখা যায় তবে ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: rajput on November 09, 2021, 08:30:31 AM
বর্তমান সময়ে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম। ধারণা করা যায় যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে।তাই আমি মনে করি বিটকয়েন বা ইথারিয়াম বাদে অন্য কয়েন গুলোর দাম দিনের পর দিন আরো বাড়বে।
আমি যদি তাহলে এখন কিছু ইথারিয়াম কিনে রাখি তাহলে কি আমি সামনে ভালো কিছু পেতে পারি সে বিষয়ে আমাকে একটু জানাবেন আমি কিছু ইথারিয়াম কিনে রাখতে চাচ্ছি
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Papusha20 on November 09, 2021, 09:02:23 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি মূল ভিত্তি। কারণ ইথিরিয়াম কয়েন ও বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সি অচল। তাই অন্যান্য যেসকল কয়েন রয়েছে এগুলোর ভবিষ্যৎ অনেক ভালো কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে ওই টোকেনের টিমের উপর। কারণ টিম শক্তিশালী হলে কয়েন গুলো ভালো এক্সচেঞ্জে লিস্ট করলে সেটা অবশ্যই ভালো পজিশনে চলে যায়। তো সেখান থেকে টোকেন এর ভবিষ্যৎ অনেকটাই উন্নতির দিকে ধাবিত হয়।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: EKRA13 on November 09, 2021, 05:28:56 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়া অন্যান্য কয়েন গুলোর দাম খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। এতে ক্রিপ্টোকারেন্সি এর বাকি কয়েনগুলো মার্কেট থেকে হারিয়ে গেছে এটা মনে করা বোকামি ছাড়া কিছু নয়। হয়তোবা আজকে কোন কয়েনের দাম অনেক কম রয়েছে যেকোনো সময় মার্কেটে ওইসব কয়েন এর চাহিদা বাড়তে পারে সাথে সাথে কয়েনের দাম ও বেড়ে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ধৈর্যশীলদের জন্য। ধৈর্য ধরে এখানে পড়ে থাকলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Tepona on February 25, 2022, 01:08:38 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব কয়েন এর অবস্থা খারাপের দিকে রয়েছে। সব কয়েনের দাম ডাম্পিং করছে। কিন্তু আবার যেকোনো সময়ে মার্কেটের অবস্থা অনেক ভালো হতে পারে। বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে সকল কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো বলে আমি মনে করি। কেননা বর্তমানে সব কয়েনের অনেক জনপ্রিয়তা রয়েছে। এবং ভবিষ্যৎ অনেক ভালো হওয়ার সম্ভাবনা বেশি।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Rayhankhan78 on February 25, 2022, 04:52:25 PM
বেশিরভাগ কয়নি বিটকয়েন বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় আর বিটকয়েন ডাম্পিং হলে কয়েনগুলো ডাম্পিং করে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Rayhankhan78 on February 27, 2022, 08:40:20 AM
বর্তমান সময়ে আমরা সবাই লক্ষ্য করেছি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বিটকয়েন ও ইথেরিয়াম এর। অনেকেই ধারণা করেছে যে বিটকয়েন ও ইথারিয়াম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু শুধু বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে অন্য সকল  কয়েন এর প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার অনেকেই ধারণা করেছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে আমরা খ্রিস্টধর্মের সবথেকে বড় দিন হিসেবে জানি।সেই দিনের জন্য সবাই ব্যস্ততায় রয়েছে যে কারণে অন্য সকল কয়েন গুলির দাম বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু বড় দিন তো শেষ হয়ে গেল সামনে অন্য সকল কয়েনগুলো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কেমন।
যদি কারো সঠিক ধারণা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই আলোচনা করবেন আসলে সামনের দিনগুলিতে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী রকম হতে পারে??

বিটকয়েন বেশি বৃদ্ধি পাওয়ার কারণ হলো বিটকয়েন বড় বড় রাষ্ট্রে বেশি ব্যবহার হয়। এমনি কারনে কোনদিন বিটকয়েন এত বৃদ্ধি পায় নাই একসময় বিটকয়েন ও এক ডলার ছিল তখন বিটকয়েন খুব একটা ব্যবহার হতো না। বর্তমান প্রায় দেশি বিটকয়েন ব্যবহার হয় এবং আমি আশা করি সামনে বাংলাদেশ বিটকয়েন ব্যবহার বৈধ হবে। যে কয়েন যত বেশি মানুষ ব্যবহার করবে সে কয়েন তথ্য মার্কেটে বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Cinno3 on February 27, 2022, 08:54:42 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে সকল কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো।  আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিটকয়েন এবং ইথিরিয়াম এই কয়েন গুলো কে ছাড়া একেবারে অচল। বর্তমানে মার্কেটের অবস্থা অনেক নিম্নগতির দিকে রয়েছে। কিন্তু ভবিষ্যতে মার্কেটের অবস্থা অনেক ভালো হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে এর জনপ্রিয়তাও অনেক হারে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: বিটকয়েন ও ইথারিয়াম বাদে অন্য সকল কয়েন গুলির ভবিষ্যৎ কী??
Post by: Madmax789 on November 13, 2022, 11:26:10 AM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ক্রিপ্টোকারেন্সি তে সাধারণত যে দুটি জনপ্রিয় কয়েন রয়েছে সে দুটি কয়েন হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন। তাছড়া বিভিন্ন মূল্য বিভিন্ন ধরণের কয়েন/টোকেন পাওয়া যায় বাকি টা আমি সিনিয়র দের দৃষ্টি আর্কশন করবো।।