Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: warhero on January 02, 2021, 03:09:32 AM

Title: Code : [Select] অপশন কিভাবে যোগ করা যায় ???,🤔🤔
Post by: warhero on January 02, 2021, 03:09:32 AM
আসসালামু আলাইকুম, সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। অনেকদিন যাবত আমি এই ফোরামে আছি। অনেক পোস্ট দেখেছি অনেক কিছু শিখেছি। তবে Code : [Select] খুঁজে আমি পাইনি সেটা হলো অনেক পোস্ট কিংবা বাউন্টি ক্যাম্পেইন করার সময় দেখা যায় । Code : [Select] করার অপশন থাকে সেখান থেকে বিভিন্ন কোড সিলেক্ট করা যায়। উদাহরণস্বরূপ
(https://i.imgur.com/YeySja9.png)
কেউ দয়া করে জানাবেন কি এই Code : [Select] আমি কিভাবে তৈরি করব যদি জানো তাহলে খুব উপকৃত হব ধন্যবাদ আপনাদের সবাইকে।
Title: Re: Code : [Select] অপশন কিভাবে যোগ করা যায় ???,🤔🤔
Post by: Msweet on January 02, 2021, 03:46:39 AM
ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আসলে আপনি যেটা জানতে চেয়েছেন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি মনে করি সকলেরই এটি জানার প্রয়োজন আছে। এটি করতে হলে আপনাকে প্রথমেই [*code][*b] আপনার লেখা[*/b][*/code]  এরকম করে দিলেই হয়ে যাবে অর্থাৎ, আমি যদি এই লেখাটাকে Code : [Select] এরকম করতে চায় তাহলে আমার লিখতে হবে,

[*code]
[*b]
#PROOF OF REGISTRATION
Forum Username:
Forum Profile Link:
Telegram Username:
Participated Campaigns:
ERC-20 Wallet Address:
[*/b]
[*/code]

[*code] এরমধ্যে। " * " প্রত্যেক স্টার চিহ্নটি উঠিয়ে দিবেন।
Title: Re: Code : [Select] অপশন কিভাবে যোগ করা যায় ???,🤔🤔
Post by: Nostoman on January 03, 2021, 12:30:55 AM
নিচের দেওয়া তথ্য ফলো করুন।

Code: [Select]
#PROOF OF REGISTRATION
Forum Username:
Forum Profile Link:
Telegram Username:
Participated Campaigns:
ERC-20 Wallet Address:

ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আসলে আপনি যেটা জানতে চেয়েছেন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি মনে করি সকলেরই এটি জানার প্রয়োজন আছে। এটি করতে হলে আপনাকে প্রথমেই [*code][*b] আপনার লেখা[*/b][*/code]  এরকম করে দিলেই হয়ে যাবে অর্থাৎ, আমি যদি এই লেখাটাকে Code : [Select] এরকম করতে চায় তাহলে আমার লিখতে হবে,

[*code]
[*b]
#PROOF OF REGISTRATION
Forum Username:
Forum Profile Link:
Telegram Username:
Participated Campaigns:
ERC-20 Wallet Address:
[*/b]
[*/code]

[*code] এরমধ্যে। " * " প্রত্যেক স্টার চিহ্নটি উঠিয়ে দিবেন।

সমস্যাটি সমাধান হয়েছে। তাই টপিকটি লক করা হলো।