Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Micky on January 14, 2021, 05:22:19 AM

Title: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Micky on January 14, 2021, 05:22:19 AM
কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজারের একটি বাউন্টি ছিল সেটি হলো moondefi । এই প্রজেক্টটি 8 সপ্তাহ চলার কথা ছিল। কিন্তু চার সপ্তাহ পর একটি অফ করে দিয়েছে। তাদের কথা ছিল চার সপ্তাহ পর পর এটি পেমেন্ট করা হবে। কিন্তু পেমেন্ট না করার কারণে এটি অফ করে দেওয়া হয়েছে।এডমিনের সাথে কথা বলে জানতে পারলাম তারা 28 ফেব্রুয়ারি তারিখে পেমেন্ট করবে। সত্যিই কি moondefi পেমেন্ট করবে না কি স্কাম করবে। সবার মতামত আশা করছি।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: saidul2105 on January 14, 2021, 03:50:59 PM
কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজারের একটি বাউন্টি ছিল সেটি হলো moondefi । এই প্রজেক্টটি 8 সপ্তাহ চলার কথা ছিল। কিন্তু চার সপ্তাহ পর একটি অফ করে দিয়েছে। তাদের কথা ছিল চার সপ্তাহ পর পর এটি পেমেন্ট করা হবে। কিন্তু পেমেন্ট না করার কারণে এটি অফ করে দেওয়া হয়েছে।এডমিনের সাথে কথা বলে জানতে পারলাম তারা 28 ফেব্রুয়ারি তারিখে পেমেন্ট করবে। সত্যিই কি moondefi পেমেন্ট করবে না কি স্কাম করবে। সবার মতামত আশা করছি।

ভাই বিগত দিন গুলোতে  বাউন্টি ডিটেকটিভ এর আনা বাউন্টি গুলো বেশ ভালো মানের ছিলো। তার আনা বাউন্টি গুলো বেশির ভাগই সাকসেস হয়েছে। তাই আমার মনে হয় যে  MoonDefi  ও সাকসেস বাউন্টি।  যেহেতু আপনি এডমিনের সাথে কথা বলে জানতে পেরেছেন যে তারা ২৮ ফেব্রুয়ারিতে পেমেন্ট দেবে, তাই যতো দিন না ২৮ তারিখ পার হয় ততো দিন তো অবশ্যই অপেক্ষা করতে হবে।  দেখা যাক কি হয়............                         
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Tamsialu$$ on January 14, 2021, 10:44:03 PM
এই প্রজেক্ট সাকসেস হবে কিনা তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।তার কারণ হচ্ছে আপনি যে প্রজেক্টে কাজ করেন না কেন যে পর্যন্ত প্রেমেন্ট না পাবেন সে পর্যন্ত বলা যায় না যে এটা আমি পাব।তাই অবশ্যই সবাইকে 28 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে টিম কি দেবে কি দেবেনা তখনই বোঝা যাবে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Malam90 on January 18, 2021, 02:10:38 PM
MOONDEFI বাউন্টি তো স্কাম করেছে বলে মনে হচ্ছে। কারণ তাদের নভেম্বর মাসের পেমেন্ট এখনো দেয়নি টিম থেকে। তাই বাউন্টি ডিটেকটিভ আপাতত স্টপ রাখছে যদিও বাউন্টি শেষ হওয়ার কথা ছিলো আরো ১ সপ্তাহ আগেই। তাই টিম যতটুকু কাজ করেছে তার পেমেন্ট দেয় কিনা দেখা যাক তবে তাদের একটিভিটি দেখে মনে হচ্ছে তারা স্কাম করেছে। বাউন্টি ডিটেকটিভ চেষ্টা চালিয়ে যাচ্ছে হান্টারদের জন্য। তাদের চেষ্টাকে স্বাগত জানাই।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Zero0 on January 18, 2021, 03:14:41 PM
ভাই MoonDefi প্রজেক্ট সাকসেসফুল। কিছুদিন আগে MoonDefi নামে যে একটা ক্যাম্পেইন চলছিল ক্যাম্পেইন টা সাকসেস হয়েছে কিন্তু আমাদের পেমেন্ট দিবে কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। আমি মনে করি যেহেতু স্প্রেডশিট এ টোকন বসিয়েছে। আশা করব যেন ঠিকঠাক পেমেন্ট করে দেয়।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Tunir Baap on January 19, 2021, 09:57:40 AM
MoonDefi বাউন্টি প্রযুক্তি নভেম্বর মাসের দিকে একটি প্রেমেন্ট করার কথা ছিল কিন্তু নভেম্বর মাসে কোন প্রেমেন্ট করে নি বিধায় বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার বাউন্টি চালানো বন্ধ করে দিয়েছে।অনেকেই বলছে নভেম্বরের প্রেমেন্ট জানুয়ারি শেষ হওয়ার আগেই দিয়ে দিবে। তবে তাদের কাজের গতি দেখে মনে হচ্ছে প্রজেক্ট স্কাম হবে। তবে আশা করছি আমরা এই বাউন্টি ক্যাম্পেইন সম্পর্কে ভালো কিছু নিউজ শুনতে পারব বাউন্টি ডিটেকটিভ এর পক্ষ থেকে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Kangaro45 on January 19, 2021, 12:10:30 PM
বাউন্টি ডিটেকটিভ ভালো একজন বাউন্টি ম্যানেজার। তার বেশিরভাগ প্রজেক্ট সাকসেশ হয় এবং পেমেন্ট করে থাকে। গত নভেম্বর মাসে প্রজেক্টির পেমেন্ট করার কথা ছিল কিন্তু টিম প্রেমেন্ট না দেওয়ায় বউন্টি ডিটেকটিভ প্রজেক্টিভ বন্ধ করে দেয়। এখন আগামী ফেব্রুয়ারির 28 তারিখ পেমেন্ট দিতে চেয়েছে। তাই আমাদের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Blue_sea on January 20, 2021, 06:41:50 PM
এই প্রজেক্টি শুরু থেকেই দেখছি প্রজেক্ট ওনার এর সাথে আমাদের ম্যানেজারের কথায় পড়েনি। অর্থ্যাৎ তারা ম্যানেজারকে যে কথা দিয়েছিল তা রক্ষা করেনি। আবার এখন পেমেন্টরও কোন নউজ নাই। আমার মনে হয় না পেমেন্ট টি তারা পে করবে। তবে এখনো যেহেতু সেলিং শেষ হয় নি তাই বলা যায় না পেমেন্ট দিতেও পারে তবে সময় সাপেক্ষ ব্যাপার।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Casual on January 21, 2021, 08:55:03 AM
কোন প্রজেক্ট যদি কম হয় তাহলে আমরা ম্যানেজারকে দোষারোপ করে থাকি মূলত দোষ হচ্ছে টিমের।এই প্রজেক্টটি চালানোর পর পরই ম্যানেজারের সাথে টিমের পড়েনি যে কারণে যে কয় সপ্তাহ চলার কথা ছিল চালাইনি আগেই শেষ করে দিয়েছে। এখন এটি সাকসেস হবে কিনা বলা সম্ভব হচ্ছে না।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Criminal on January 22, 2021, 06:43:16 PM
কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজারের একটি বাউন্টি ছিল সেটি হলো moondefi । এই প্রজেক্টটি 8 সপ্তাহ চলার কথা ছিল। কিন্তু চার সপ্তাহ পর একটি অফ করে দিয়েছে। তাদের কথা ছিল চার সপ্তাহ পর পর এটি পেমেন্ট করা হবে। কিন্তু পেমেন্ট না করার কারণে এটি অফ করে দেওয়া হয়েছে।এডমিনের সাথে কথা বলে জানতে পারলাম তারা 28 ফেব্রুয়ারি তারিখে পেমেন্ট করবে। সত্যিই কি moondefi পেমেন্ট করবে না কি স্কাম করবে। সবার মতামত আশা করছি।
এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে প্রজেক্টে স্ক্যাম হবে নাকি প্রজেক্ট টি আবার প্রেমেন্ট করবে। MoonDefi প্রজেক্ট ছিল বাউন্টি ডিটেকটিভ ম্যানেজারের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এই প্রজেক্টটি 2 টি ধাপে পেমেন্ট করার কথা ছিল। কিন্তু প্রযুক্তি যখন প্রথম স্টেপ এ প্রেমেন্ট করেনি তখন এই প্রোজেক্টের ম্যানেজার এ বাউন্টি ক্যাম্পেইনকে বন্ধ করে দেয়। এখন দেখার বিষয় যে প্রজেক্টে আদৌ প্রেমেন্ট করে কিনা।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Lutera94 on January 27, 2021, 06:27:26 PM
ব্যাক্তিগতভাবে প্রজেক্টের কাজের ধারা আমার ভালো লাগেনি যদিও আমি কাজ করেছি। আমার মনে হয় প্রজেক্ট অলরেডি স্ক্যাম করে ফেলেছে। তেমন কোন আপডেট পাচ্ছি না।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: LazY on February 01, 2021, 10:07:32 AM
কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজারের একটি বাউন্টি ছিল সেটি হলো moondefi । এই প্রজেক্টটি 8 সপ্তাহ চলার কথা ছিল। কিন্তু চার সপ্তাহ পর একটি অফ করে দিয়েছে। তাদের কথা ছিল চার সপ্তাহ পর পর এটি পেমেন্ট করা হবে। কিন্তু পেমেন্ট না করার কারণে এটি অফ করে দেওয়া হয়েছে।এডমিনের সাথে কথা বলে জানতে পারলাম তারা 28 ফেব্রুয়ারি তারিখে পেমেন্ট করবে। সত্যিই কি moondefi পেমেন্ট করবে না কি স্কাম করবে। সবার মতামত আশা করছি।
এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।কারণ তারা বলেছে ফেব্রুয়ারির 28 তারিখে তারা পেমেন্ট করবে।যদি ফেব্রুয়ারির 28 তারিখে পেমেন্ট না করে তাহলে বলা যেতে পারে স্কাম করবে। ধৈর্য সহকারে অপেক্ষা করুন।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Zixr on February 04, 2021, 03:19:41 AM
কিছুদিন আগে বাউন্টি ডিএক্টিভেট ম্যানেজারের একটি বাউন্টি ছিল সেটি হলো moondefi । এই প্রজেক্টটি 8 সপ্তাহ চলার কথা ছিল। কিন্তু চার সপ্তাহ পর একটি অফ করে দিয়েছে। তাদের কথা ছিল চার সপ্তাহ পর পর এটি পেমেন্ট করা হবে। কিন্তু পেমেন্ট না করার কারণে এটি অফ করে দেওয়া হয়েছে।এডমিনের সাথে কথা বলে জানতে পারলাম তারা 28 ফেব্রুয়ারি তারিখে পেমেন্ট করবে। সত্যিই কি moondefi পেমেন্ট করবে না কি স্কাম করবে। সবার মতামত আশা করছি।
28 তারিখে পেমেন্ট করার কথা। অবশ্যই তারা প্রেমেন্ট করে দেবে আমার মনে হয়।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Sagor Sarkar on February 04, 2021, 04:36:18 AM
আমার মনে হয় 28 তারিখে তারা পেমেন্ট করবে । এখন সবারই ধৈর্য ধরে থাকতে হবে সামনে পেমেন্ট করতে পারে ।এটা আমার ধারণা । ব্যক্তিগতভাবে প্রজেক্ট টি আমার অনেক ভালো লেগেছে ।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Malam90 on February 04, 2021, 05:20:21 AM
বাউন্টি ডিটেকটিভ ভালো একজন বাউন্টি ম্যানেজার। তার বেশিরভাগ প্রজেক্ট সাকসেশ হয় এবং পেমেন্ট করে থাকে। গত নভেম্বর মাসে প্রজেক্টির পেমেন্ট করার কথা ছিল কিন্তু টিম প্রেমেন্ট না দেওয়ায় বউন্টি ডিটেকটিভ প্রজেক্টিভ বন্ধ করে দেয়। এখন আগামী ফেব্রুয়ারির 28 তারিখ পেমেন্ট দিতে চেয়েছে। তাই আমাদের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
MOONDEFI ২৮ ফেব্রুয়ারী যদি পেমেন্ট দেয় তাহলে তো ভালোই। আমি তো স্কাম ভেবে আশাই ছেড়ে দিছি। বেশি ক্ষতিগ্রস্থ হবেন যারা সিগনেচার করেছিলেন যদি পেমেন্ট না পান কারণ সিগনেচার করে পেমেন্ট না পেলে সেটা অনেক কষ্টের কারণ। তাই বুঝা যাবে ২৮ তারিখে পেমেন্ট দেয় কিনা। অপেক্ষায় থাকি আর কি।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: LeziT on February 06, 2021, 12:17:24 PM
বাউন্টি ডিটেকটিভ ভালো একজন বাউন্টি ম্যানেজার। তার বেশিরভাগ প্রজেক্ট সাকসেশ হয় এবং পেমেন্ট করে থাকে। গত নভেম্বর মাসে প্রজেক্টির পেমেন্ট করার কথা ছিল কিন্তু টিম প্রেমেন্ট না দেওয়ায় বউন্টি ডিটেকটিভ প্রজেক্টিভ বন্ধ করে দেয়। এখন আগামী ফেব্রুয়ারির 28 তারিখ পেমেন্ট দিতে চেয়েছে। তাই আমাদের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
MOONDEFI ২৮ ফেব্রুয়ারী যদি পেমেন্ট দেয় তাহলে তো ভালোই। আমি তো স্কাম ভেবে আশাই ছেড়ে দিছি। বেশি ক্ষতিগ্রস্থ হবেন যারা সিগনেচার করেছিলেন যদি পেমেন্ট না পান কারণ সিগনেচার করে পেমেন্ট না পেলে সেটা অনেক কষ্টের কারণ। তাই বুঝা যাবে ২৮ তারিখে পেমেন্ট দেয় কিনা। অপেক্ষায় থাকি আর কি।
ঠিক বলেছেন সিগনেচার করে যদি প্রেমেন্ট না পাওয়া যায় তাহলে অনেক কষ্ট পেতে হয়। কারন একটি অ্যাকাউন্ট দিয়ে একটি প্রজেক্টে সিগনেচার করা যায়। যার কারণে অন্যরা অন্য কোন প্রোজেক্টের জয়েন করতে পারে না।যদি 28 তারিখ পেমেন্ট না করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা সিগনেচার করেছিল।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Malam90 on February 14, 2021, 05:30:00 AM
২৮ ফেব্রুয়ারী পেমেন্ট দিতে পারে। টেলিগ্রামে দেখলাম -বললো তারা ডিস্ট্রিবিউশন শুরু হলে জানাবে।
তাই ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত টেলিগ্রামে চোখ রাখতে আপডেট জানা যেতে পারে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: LeziT on February 14, 2021, 08:34:19 AM
২৮ ফেব্রুয়ারী পেমেন্ট দিতে পারে। টেলিগ্রামে দেখলাম -বললো তারা ডিস্ট্রিবিউশন শুরু হলে জানাবে।
তাই ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত টেলিগ্রামে চোখ রাখতে আপডেট জানা যেতে পারে।
আমার মনে হচ্ছে 28 তারিখ তারা পেমেন্ট করে দেবে। আমি ইদানিং সবচেয়ে বেশি সময় তাদের টেলিগ্রাম গ্রুপ এ ব্যয় করছি। 28 তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু করবে। যদি প্রেমেন্ট করে তাহলে যারা এই প্রজেক্টে কাজ করেছিল প্রত্যেকেই ভালো রকমের প্রফিট অর্জন করবে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Alt20 on February 15, 2021, 03:59:05 PM
যদি তারা পেমেন্ট করে তাহলে তো বলাই যায় ভাল হবে। তবে তাদের অবস্থা কেমন তারা কেমন সেল দিতে পেরেছে। প্রজেক্ট যদি সাকসেস হয় তাহলে আমাদের পেমেস্টও যদি তারা দেয় তাহলে নিঃসন্দেহে ভাল হবে। তাদের প্রচারনাও দেখেছি যে কয়দিন হয়েছে ভালই হয়েছে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: AGM on February 16, 2021, 06:27:26 PM
যারা মুন ডেফিতে কাজ করেছে তারা সবাই আগামি 28 তারিখের জন্য ওয়েট্ করছে।যদি কোন সমস্যা না হয় তাহলে সেদিন থেকে টোকেনের ড্রিসটিবিউশন শুরু করবে দেখা যাক কি হয়।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Tepona on February 17, 2021, 04:32:39 AM
সবাই অনেক ভাল প্রফিট পাবে, যদি এই টোকনটি দেয়। দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং দোয়া করি বিতরণ করে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: kulkhan on February 18, 2021, 03:36:38 AM
আমি এখনো পর্যন্ত আশাবাদী যে MoonDefi ভালো করবে। এবং আমরা যে যেটুকু কাজ করছি সেটার পেমেন্ট আমরা পাব। প্রোজেক্ট ম্যানেজার বলছেন ফেব্রুয়ারীর মধ্যে এটির পেমেন্ট করবে। দেখাযাক শেষপর্যন্ত কি হয়। আমি এর সিগনেচার ও করছিলাম। পেমেন্ট দিলে ভালো এমাউন্ট পাবো।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Lukamaxin on February 18, 2021, 07:22:47 PM
আমিও বিশ্বাস করি যে এরা পেমেন্ট দিবে। এটি একটি বড় প্রজেক্ট টিম চাইলে এটি সাকসেস হবে। তারা যদি স্ক্যাম করে কিছুই করার নেই। সবার ভিতরে একিট সন্দেহ যে এত পেমেন্ট তারা কি করবে? আসলে এ ব্যাপারে একটু কনফিউশন সবার ভিতরেই কাজ করে। তবে আশা থেকেই যাবে 28 তারিখ পর্যন্ত।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 11:02:23 AM
আমি বিশ্বাস করি এরা পেমেন্ট করবে কারণ এরা অফিশিয়ালি জানিয়েছে যে এই মাসের শেষের দিকে পেমেন্ট করা হবে। সে অনুযায়ী তারা অবশ্যই পেমেন্ট করার কথা রয়েছে। তবে এখন পেমেন্ট করলেও তেমন কোনো লাভ নেই কারণ এই টোকেন এর প্রাইস এখন অনেক কমে গিয়েছে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Goldlife on March 05, 2021, 05:52:39 PM
অনেক আশা নিয়েই করেছিলাম এই বাউনটির  কাজ শেষ পর্যন্ত কিছু অর্থ এখান থেকে পাওয়া আশা নিয়েই কাজ করেছিলাম নিশ্চিন্তে কিন্তু অনেকেই এখন মনে হচ্ছে প্রজেক্ট স্কাম করবে আপনাদেরকে ধারণা স্কাম করবেে কি করবে না আপনাদের মতামত আশা করছি এখানে করবেন পেশ করেন।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: LazY on March 06, 2021, 07:52:29 PM
মুনডেফি দল প্রতিনিয়ত তাদের ডিসট্রিবিউশন ডেট চেঞ্জ করে যাচ্ছে। তারা আপডেট নিউজ জানাচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে নাকি তারা প্রেমেন্ট করে দেবে। বিনান্স স্মার্ট চেইন মাধ্যমে। ধৈর্য ধরে আছি যদি প্রেমেন্ট করে তাহলে ভালো কিছু পাব।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: ExtraPoint on March 11, 2021, 12:39:52 PM
Moondefi ফেব্রুয়ারি মাসের 28 তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা দেয়নি। এই বাউন্টি প্রজেক্ট এর ম্যানেজমেন্টরা বারবার তারিখ চেঞ্জ করছে।তারা যেমন তালবাহানা শুরু করেছে তাতে মনে হয় যে Moondefi স্কাম করে দেওয়া হবে।এ বিষয়ে আমি শিওর হয়ে বলতে পারছিনা যদি কোনো বড় ভাই জেনে থাকেন তাহলে জানাবেন প্লিজ।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Malam90 on March 12, 2021, 05:40:58 PM
Moondefi ফেব্রুয়ারি মাসের 28 তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা দেয়নি। এই বাউন্টি প্রজেক্ট এর ম্যানেজমেন্টরা বারবার তারিখ চেঞ্জ করছে।তারা যেমন তালবাহানা শুরু করেছে তাতে মনে হয় যে Moondefi স্কাম করে দেওয়া হবে।এ বিষয়ে আমি শিওর হয়ে বলতে পারছিনা যদি কোনো বড় ভাই জেনে থাকেন তাহলে জানাবেন প্লিজ।

মুন ডেফি পেমেন্ট দেওয়ার কথা ছিলো কিন্তু দেয়নি তার কারণ হচ্ছে গ্যাস ফি। গ্যাস ফি কমলে বা টিম বেশি ফি দিলে তখন ম্যানেজার সেন্ড করবে যেটা আমি জেনেছি কথপোকথন থেকে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Ronald on March 17, 2021, 06:32:25 PM
স্ক্যাম করার জন্য যদ গুলো লক্ষন দরকার তার বেশির ভাগই আছে মুন ডেফিতে। প্রথমত তারা বাউন্টি ম্যানেজারের সাথে কথা রাখে নাই। দ্বিতীয়তা তারা হান্টারদের পেমেন্ট আরও আগে দেওয়ার কথা সেটি রাখেনি। তৃতীয়ত তাদেরে একটিভিটিস নিয়ে কোন তৎপড়তা নেই। আমার মনে হয় যে তারা স্ক্যাম করবে।
Title: Re: MOONDEFI প্রজেক্ট কি স্কাম করবে।
Post by: Tubelight on March 18, 2021, 07:44:10 AM
আমার মনে হয় বাউন্টি ডিটেকটিভের এই প্রজেক্টটি স্কাম প্রজেক্ট হবে।কারণ ইতোমধ্যে অনেকগুলো ডিসট্রিবিউশন করার ডেটে দিয়ে তারা ডিস্ট্রিবিউট করেনি। তাতে তো প্রমান হয় যে এই প্রজেক্ট আর ডিসট্রিবিউশন করবে না অর্থাৎ এই প্রজেক্ট একটি স্কাম প্রজেক্ট।