Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 08, 2021, 05:20:57 AM

Title: ফোরামের President এবং Vice President
Post by: Malam90 on February 08, 2021, 05:20:57 AM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: babu10 on February 09, 2021, 05:51:53 AM
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা ভাই। অনেক উপকারী একটা পোস্ট করলেন যেটা এই ফোরামের আদ্য প্রাস্ত সম্পর্কে সবাইকে জানিয়ে দিবে। বুঝাই যাচ্ছে আপনি অনেক খাটাখাটুনি করে এই পোষ্টগুলো বানিয়েছেন আর এজন্যই আপনাকে সবসময় আদর্শ মনে করি। আপনার ধৈয্য গুনটা আছে যেটা আপনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবং এই দোয়াই করি।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: ttcsalam on February 09, 2021, 05:58:08 AM
অনেক সুন্দর এ্যাডমিন এবং সভাপতি এবং সহসভাপতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ন তথ্য জানতে পারলাম । আমার মনে হয় এত দিন কেউ এ সর্ম্পকে এত তথ্য জানতে পারে নাই । আপনার বংলা পোষ্টের মাধ্যমে জানতে পেরে অনেক ভালো লাগলো।আমার একটা অনুেোধ আছে আপনি যেহেতু অনেক বড় পদে আছেন । আইডি ভ্যারিফিকেশন টা একটু দ্রুত যদি এ্যাডমিন ব্যাবস্থা করেন অনেক ভালো হয়।আপনাকে প্রস্তাব রাখার জন্য অনুরোধ করছি।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Markuri33 on February 09, 2021, 04:16:38 PM
মালাম ভাই আপনার এই পোস্টটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম। আসলে এই পোস্টটি পড়ে নতুন যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের সম্পর্কে জানতে পারলাম এবং তাদের কাজ কি কি সেগুলো কিন্তু আসলেই জানতাম না।আপনার পোস্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার বিশ্বাস সবাই এই বিষয়ে জানতে পারবে।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Malam90 on February 09, 2021, 04:21:01 PM
মালাম ভাই আপনার এই পোস্টটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম। আসলে এই পোস্টটি পড়ে নতুন যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের সম্পর্কে জানতে পারলাম এবং তাদের কাজ কি কি সেগুলো কিন্তু আসলেই জানতাম না।আপনার পোস্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার বিশ্বাস সবাই এই বিষয়ে জানতে পারবে।

আমি ফোরামের গুরুত্বপূর্ণ পোস্টগুলোর অনুবাদ করে সমস্ত বাংলা ভাষীদের সুবিধার্থে পোস্ট করতেছি। যাতে সবাই ফোরামের খুঁটিনাটি জানতে পারে। আর জানলে তখন তারাও আগ্রহী হয়ে উঠবে। কাজে দক্ষ হয়ে উঠবে। ফোরামের নিয়মকানুন, আপডেটগুলোও জানতে পারবে যা খুবই জরুরী। আর এই অনুবাদগুলো করতেও অনেক সময় লাগে, কষ্ট হয়, পরিশ্রমও হয়। তবুও আমাদের ভাইয়েরা উপকৃত হবে এটাই প্রত্যাশা।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: kulkhan on February 10, 2021, 06:05:17 AM
আমরা যারা এই ফোরামে কাজ করি তাদের জন্য জানা অনেক জরুরি যে এই ফোরামের প্রেসিডেন্ট ভাইস, প্রেসিডেন্ট, এডমিন কারা। আমি সবাইকে একসাথে জানতাম না। এখন সবার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। আপনার জন্য শুভকামনা রইল এত সুন্দর তথ্য সরবরাহ করার জন্য।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Malam90 on February 10, 2021, 07:12:12 AM
মালাম ভাই আপনার এই পোস্টটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম। আসলে এই পোস্টটি পড়ে নতুন যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের সম্পর্কে জানতে পারলাম এবং তাদের কাজ কি কি সেগুলো কিন্তু আসলেই জানতাম না।আপনার পোস্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার বিশ্বাস সবাই এই বিষয়ে জানতে পারবে।

আমি নিজেও জানতে পারলাম প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও এডমিনের দায়িত্ব কি। আগে জানলেও সেটা ছিলো ভাষা ভাষা জ্ঞান। অনুবাদ করতে গিয়ে জানতে পারলাম বিস্তারিত। আসলে ভাই জানার শেষ নেই, জানতে আমারও ভালো লাগে। জানলে কাজ করতে সুবিধা হয়। আপনাদের মত যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারাও উপকৃত হবেন, সামনের দিনে ভালো কাজ করবেন সেটাই প্রত্যাশা।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Herry on February 10, 2021, 06:26:20 PM
ভাই আপনি অনেক তথ্যবহুল একটি টপিক তৈরি করেছেন। যেহেতু আমরা এই ফোরামের ইউজার সেজন্য ফোরাম সম্পর্কে আমাদের সঠিক ধারণা এবং ফোরামের সব বিষয় জানা থাকা প্রয়োজন। আমার মনে হয় আমাদের এই ফোরামের অধিকাংশ ইউজার সম্পর্কে জানেন না। যেহেতু আপনি টপিকটি আমাদের মাঝে শেয়ার করেছেন অবশ্যই তারা এ সম্পর্কে এখন অবগত থাকবে।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Mj joy on February 10, 2021, 08:10:16 PM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ফোরামে  কে কোন পোস্ট অবস্থান করছে  তা অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন আসলে আপনি অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন আপনার পোস্ট  থেকে নতুন-পুরাতন সবাই অনেক জ্ঞান অর্জন করতে পারে। এরকম মূল্যবান পোষ্ট সবাই করলে আমাদের মত নতুনরা আরো অনেক বেশি উপকৃত হবে। তাই মালাম ভাইয়ের মতো সিনিয়র আরো ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এরকম মূল্যবান পোষ্ট করবেন।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Batch18-19 on February 12, 2021, 02:39:30 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করার জন্য। আমরা কি এখন পর্যন্ত জানি না যেটা বর্তমানে ফোরামে কে কোন অবস্থানে আছে।তবে আপনি যেহেতু আমাদের সাথে বিস্তারিত বিষয় আলোচনা করেছেন সেহেতু আমরা বিষয়গুলো সব সময় মাথায় রেখে কাজ করার চেষ্টা করব।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: saidul2105 on February 12, 2021, 05:34:52 PM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
ভাই ফোরামে কার কোন দায়িত্ব রয়েছে সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না, হয়তো আমার মতো আরও অনেকেরই এই বিষয়টি জানা ছিলো না।  কিন্তু আপনার এই অনুবাদমূলক পোস্টের মাধ্যমে উচ্চ পদস্থ স্যারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারলাম।
ধন্যবাদ ভাই।
+১ কারমা রইলো।                                   
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: salukhe on February 12, 2021, 07:25:36 PM
আপনার মত যদি সবাই এই ফোরামে এত ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেয় তাহলে আমরা যারা ছোট আছি বা ফোরামে যারা নতুন আসবে তাদের কাজ করতে কোন সমস্যা হবে না। আরে ফোরাম সম্পর্কে সবাই ভালোভাবে জল না পেয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে বর্তমান প্রেসিডেন্ট এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে জানতে পারলাম। আরো অনেক খুঁটিনাটি আছে যেগুলো আমাদের অজানা। আস্তে আস্তে সব কিছু সম্পর্কে ধারণা নিতে পারব যদি ফোরামে নিয়মিত কাজ করে যাই।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: bmw1 on February 17, 2021, 06:59:11 PM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
অনেক সুন্দর পোস্ট করছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে কিছু ধারনা হলো।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Sumaiya2 on February 17, 2021, 07:24:54 PM
ভাই আপনি খুব ভালো একটি টপিক তৈরি করেছেন এই টপিক এর আলোচনা থেকে নতুন ইউজার রা শিখতে পারবে এবং অনেক পুরাতন ইউজাররাও সব তথ্য সম্পর্কে জানতে পারবে। কারন অনেকেই এগুলো তথ্য সম্পর্কে অজানা ছিল। তাই এখন সবাই জানতে পারবে।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Lovepro Max on February 18, 2021, 04:13:15 AM
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা ভাই। অনেক উপকারী একটা পোস্ট করলেন যেটা এই ফোরামের আদ্য প্রাস্ত সম্পর্কে সবাইকে জানিয়ে দিবে। বুঝাই যাচ্ছে আপনি অনেক খাটাখাটুনি করে এই পোষ্টগুলো বানিয়েছেন আর এজন্যই আপনাকে সবসময় আদর্শ মনে করি। আপনার ধৈয্য গুনটা আছে যেটা আপনাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবং এই দোয়াই করি।
100% খাটি কথা বলেছেন আমাদের এই ভাই অনেক পরিশ্রম করে আমাদের এই ফোরামের জন্য বিশেষ করে বাংলা লোকাল বোর্ড এর জন্য ‌ হ্যাঁ তাকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। আমরা সবসময় চায় তার আদর্শে চলার তার মতো হতে চাই আমরা সকলেই।দোয়া করি আমাদের এই সিনিয়র ভাইয়ের আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Dark Knight on February 18, 2021, 04:20:17 AM
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।আমরা এই ফোরামে কাজ করি ঠিকই কিন্তু কোন বড় ভাই কোন দায়িত্বে আছে সেটা কিন্তু আমরা জানি না। আপনি সেটা জানিয়ে দিলেন। আমরা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যেতে চাই।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Alvida on February 19, 2021, 09:22:34 AM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। এই তত্ত্ব সম্পর্কে আমি আগে কোন কিছু জানতাম না কিন্তু আপনার এই পোস্টটি থেকে আমি সবার পদ সম্পর্কে জানতে পারলাম। এবং আপনার এই পোস্টটি থেকে আমার মত অনেকেই এই তথ্যটি পরে তারা অনেক কিছু জানতে পারবেন।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Ogma on February 19, 2021, 09:29:52 AM
আপনাকে একটি ধন্যবাদ না দিলেই নয় কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেক কষ্ট করে আপনি এই তথ্যগুলো আমাদের জন্য দিয়েছেন ।প্রেসিডেন্ট কে বা কারা ছিল এগুলো আমাদের জানা দরকার ।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: bmw1 on February 19, 2021, 02:13:23 PM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
আমাদের অবশ্যই জানা থাকা উচিৎ যে আমাদের বাংলা বোর্ডের বা ফোরামের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট কারা
প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর কাজ কি, তারা এই ফোরামের জন্য কি কি করে থাকেন এবং তাদের জন্য আমাদের অনেক সাহায্য করা উচিত কেননা তারা আমাদের অনেক সাহায্য করে থাকে। এবং আমাদের জন্য তারা অনেক সময় ব্যয় করে।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: AlviNess on February 21, 2021, 04:04:42 PM
(https://i.imgur.com/J8Uhc5P.png) => বর্তমান প্রেসিডেন্ট dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)

(https://i.imgur.com/iMKbfFw.png)=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)

সভাপতির তালিকা:
১স প্রেসিডেন্ট: mnixxo (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=5616) [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]

২য় প্রেসিডেন্ট: dragononcrypto (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=12484)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


ভাইস প্রেসিডেন্টদের তালিকা:

১ম ভাইস প্রেসিডেন্ট: Mbah Jenggot (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=34072)  [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]


সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:

কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? নির্বাচিত সিনেটররা (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) ক্রিপ্টো সিনেটে একটি নির্বাচনের (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0) মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে অধিকাংশ ভোটে (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0) নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে?   আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।


প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:
দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।
তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি  এবং -কারমা অপসারন

ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।
তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা

প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ
-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা

প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:
-স্পামের বিরুদ্ধে ‍লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া

এডমিনের দায়িত্ব:
-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।

ইংরেজি টপিক লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে ফোরামের এত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য।ফোরামের অনেক ব্যক্তি আছে যারা এ বিষয়ে কিছুই জানে না যে ফোরামের প্রেসিডেন্টকে বা ফোরামের ভাইস প্রেসিডেন্ট কে। তবে আপনি যেভাবে বাংলা এদের বিবরণ দিয়েছেন তার পরে হয়তো কারো বুঝতে কোন সমস্যা থাকবেন আশা করছি।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: JISAN on February 21, 2021, 04:09:08 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান একটা পোস্ট করছেন। পোস্টটা সবার জন্য অতি উপযোগী এখানে অনেক মূল্যবান তথ্য আমি খুজে পেয়েছি।
Title: Re: ফোরামের President এবং Vice President
Post by: Tubelight on March 22, 2021, 05:55:39 AM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ফোরামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে বিস্তারিত লিখে এত সুন্দর ভাবে একটি পোষ্ট করার জন্য। নিঃসন্দেহে আপনার পোস্ট একটি শিক্ষনীয় পোস্ট হয়েছে। আশা করছি আপনার পোস্ট পড়ে ফোরামের সকলে ভালো কিছু জানতে পারবে।