Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Altcoin1998$ on May 05, 2021, 08:45:51 AM

Title: কোন পথে Usogui?
Post by: Altcoin1998$ on May 05, 2021, 08:45:51 AM
প্রথমদিকে মনে হচ্ছিল এই প্রজেক্টটি অনেক ভালো হবে কিন্তু আজকে দেখতে পেলাম এই প্রজেক্ট এর ওয়েবসাইট ঢুকছে এমনকি তাদের টুইটার একাউন্ট কেমন যেন সাসপেন্ডেড সাসপেন্ডেড মনে হচ্ছে। তারা তাদের টেলিগ্রামে ভিন্নধর্মী আলাপ-আলোচনায় মত রয়েছে। দেখে মনে হচ্ছে প্রজেক্ট খুব একটা ভালো হবে না। তাই বাউন্টী  হান্টারদের একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা উচিত।
Title: Re: কোন পথে Usogui?
Post by: Fighter on May 10, 2021, 02:09:12 PM
USOGUI বাউন্টি প্রজেক্ট 4 সপ্তাহ চলার কথা ছিল কিন্তু সেখানে মাত্র দুই সপ্তাহ বাউন্টি প্রজেক্ট চালিয়ে বাউন্টি ম্যানেজার বাউন্টি বন্ধ করে দিয়েছে।সেই দুই সপ্তাহে যারা কাজ করেছিল তাদের কাজের অনুযায়ী টোকেন ডিসট্রিবিউশন করে সবাইকে নিজস্ব ওয়ালেটে দিয়ে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় এই টোকেন কোন এক্সচেঞ্জে লিস্ট না থাকায় কেউ বিক্রি করতে পারছে না। এ প্রজেক্ট হয়তো পুরোপুরি স্কাম।
Title: Re: কোন পথে Usogui?
Post by: rashedul426 on May 10, 2021, 03:24:56 PM
বাউন্টির হোয়াইট পেপার ও ওয়েবসাইট দেখ মনে হয়েছিল প্রোজেক্ট ভালোই হবে।কিন্তু তাদের ওয়েবপেজে এখন ঢোকাই যাচ্ছে না। এখন এর অবস্থা দেখে কাজ করার সিদ্ধান্ত নিব। আর আপনাদের উপদেশের অপেক্ষায় রইলাম।
Title: Re: কোন পথে Usogui?
Post by: Malam90 on May 11, 2021, 10:39:52 AM
এটা স্কাম করেছে ভাই। পেমেন্ট দিয়েছি ঠিকই কিন্তু তারা ২৩০ বিএনবি নিয়ে উধাও হয়ে গেছে। পুরাই স্কাম প্রজেক্ট। আমি নিজেও সামান্য কিছু ইনভেস্ট করে ধরা খাইছি। নতুন প্রজেক্টে বিনিয়োগ করা খুবই রিস্কি।