Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Lutera94 on May 11, 2021, 10:56:29 AM

Title: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Lutera94 on May 11, 2021, 10:56:29 AM
আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেখে আসছি যে BULL মার্কেট চলছে, তারই জের ধরে বিটকয়েন, ইথিরিয়াম সহো সব ধরনের কয়েনের অসাধারণ ভাবে দাম বেড়েছে। বর্তমানে বিটকয়েনের দাম ৫৫ হাজার ডলারের বেশি ও ইথিরিয়াম এর দাম ৪ হাজারের ও বেশি। যা গত বছরের শুরুতে অনেক কম ছিলো। আর বর্তমানে অনেক প্রজেক্ট পাম্প হচ্ছে যাদের কোন বাস্তবিক অর্থে পটেনশিয়াল নেই। তবে অনেকেই মনে করছে যে BULL মার্কেট হয়তো এই বছরেই শেষ হয়ে যাবে। তাই আপনাদের মতামত চাচ্ছি, কারণ এটা জানা সব ক্রিপ্টো লাভারদের জন্য জরুরি।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: babu10 on May 11, 2021, 05:14:22 PM
বাস্তবে এই মার্কেটের কি অবস্থা হয় সেটা এই মুহুর্তে বলা মুশকিল কারণ এখন 2017 সালের মত হবার সম্ভাবনা খুবই কম কারণ মানুষ এখন এই মার্কেট সম্পর্কে অনেক পরিনত। আগে যেমন একটা খারাপ খবর আসলেই মার্কেটে প্রভাব পড়ত সেটা এবার দেখিনী বরং কোভিড সময়ে মানুষ উল্টা এই মার্কেটে ইনভেস্ট করেছে এবং করে যাচ্ছে এখনো তাই আমার মনে হচ্ছেনা এই মার্কেট আর নিচে নামবে।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Malam90 on May 11, 2021, 05:26:19 PM
মার্কেট তো নিচে নামার কোন লক্ষণ দেখছিনা। তবে যে যে প্রজেক্টে ( শিট প্রজেক্ট) ইনভেস্ট করেছেন এবং লাভে আছেন তারা চাইলে আউট হয়ে ভালো ভালো প্রজেক্টে যেমন, ডট, ট্রোন, চেইনলিংক, বিএনবি, আডা তে বিনিয়োগ করে রাখতে পারেন লংটার্মের জন্য। সেটা আপনার সাময়িক লস হলেও দীর্ঘমেয়াদে আপনার অনেক প্রফিট দিবে যেমন বিএনবি কয়েকমাস আগে আমি ৪২ ডলারে সেল করেছিলাম। তখন কিনতেও মন চাইতোনা। এখন বিএনবি ২০০০ ডলার যাবে যদি এই ট্রেন্ড থাকে কারণ বিএনবির চাহিদা এখন তুঙ্গে। ইথারিয়াম ৪০০০ ডলারে গেছে তাই বিএনবি কি দোষ করলো, সেও তো ২০০০ ডলারের পথে হাঁটছে।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Review Master on May 15, 2021, 06:47:44 PM
বর্তমানের বুল মার্কেট আর পূর্বের বুল মার্কেটের মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য হলো প্রাতিষ্ঠানিক বিনিয়যোগ। বর্তমানের বুল মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অনেক হয়েছে বিটকয়েনে এবং পূর্বের বুল মার্কেটে সেটি ছিল না। তাই এই বুল মার্কেটের পূর্বের বুল মার্কেটের তুলনায় একটু বেশিদিন টিকে থাকবে। আর বর্তমানের অল্টকয়েনের মার্কেট উর্ধ্বগতিতে রয়েছে। আর আশা করা যায় যে, বিটকয়েনের বুল মার্কেট যেমন অনেক সময় ধরে চলেছে, তেমনি অল্টকয়েনের বুল মার্কটেও অনেক সময় পর্যন্ত চলবে। আর কখন বুল মার্কেট শেষ হবে, সেটি আমরা সঠিকভাবে বলতে পারবো নাহ, তাই সকলের উচিত সাবধান থাকা।  ;)
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Herry on May 19, 2021, 06:03:05 PM
আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই দেখে আসছি যে BULL মার্কেট চলছে, তারই জের ধরে বিটকয়েন, ইথিরিয়াম সহো সব ধরনের কয়েনের অসাধারণ ভাবে দাম বেড়েছে। বর্তমানে বিটকয়েনের দাম ৫৫ হাজার ডলারের বেশি ও ইথিরিয়াম এর দাম ৪ হাজারের ও বেশি। যা গত বছরের শুরুতে অনেক কম ছিলো। আর বর্তমানে অনেক প্রজেক্ট পাম্প হচ্ছে যাদের কোন বাস্তবিক অর্থে পটেনশিয়াল নেই। তবে অনেকেই মনে করছে যে BULL মার্কেট হয়তো এই বছরেই শেষ হয়ে যাবে। তাই আপনাদের মতামত চাচ্ছি, কারণ এটা জানা সব ক্রিপ্টো লাভারদের জন্য জরুরি।
এখনো সঠিক করে বলা যাচ্ছে না যে বুল মার্কেট শেষ হতে যাচ্ছে কিনা। তবে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ডাম্পিং করেছে সকল মুদ্রার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল তার থেকে দ্রুত মুদ্রা গুলোর দাম কমে যাচ্ছে। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম অনেক বেশি ডাম্পিং করেছে। বর্তমানে বিটকয়েনের দাম 37 হাজার ডলার যা অর্ধেক দামের থেকে একটু বেশি। হয়তো বিটকয়েনের দাম আরো ডাম্পিং করবে। তাই বলা যায় না যে মার্কেট এর বুল রান শেষ হতে যাচ্ছে কিনা।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Malam90 on May 21, 2021, 06:31:10 AM
বুল (ষাঁড়) মার্কেট শেষ। গত কয়েকদিন ধরে বিয়ার (ভল্লুক) মার্কেট দেখেছে ক্রিপ্টো বিশ্ব। সবাই ধারণা করতে শুরু করেছিলাম যে আবার ২০১৭ পরবর্তী কিছু ঘটতে যাচ্ছে। যাই হোক সেটা হয়নি। আবার রিকভার শুরু হয়েছে। তাই এখন থেকে সাবধান হতে হবে। মার্কেট যখন আবার বুল হবে তখন অন্তত ৫০% ব্যালাঞ্চ স্টাবল কয়েনে কনভার্ট করে রাখা।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Maxtel on May 28, 2021, 05:39:52 PM
Bull মার্কেট শেষের দিকে কিনা সেটা আমি নির্দিষ্টকরে বলতে পারছিনা ।তবে মার্কেটে অনেক বড় ডাম্পিং শুরু হয়েছে প্রদান কয়েন সহ বিভিন্ন কয়েনের দাম অনেক দ্রুত কমতে শুরু করেছে। অনেকে ধারণা করেছিল বিটকয়েন হয়তো 80 হাজার ডলার থেকে 1 লক্ষ ডলারে পৌঁছাবে কিন্তু তা হয়নি কয়েন 60 হাজার ডলারের উপরে পাম্প করেছিল তারপর থেকে দ্রুত দাম পড়তে থাকে ।বর্তমানে বিটকয়েনের দাম 36 হাজার 750 ডলার এবং ইথেরিয়াম যেখানে 4 হাজার ডলার অতিক্রম করেছিল সেখান থেকে বর্তমানে দাম কমে 2500 ডলারে অবস্থান করছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তো আরো কিছুদিন কারেকশন হবে তারপর হয়তো বিটকয়েন 35000 k থেকে 45000k এরমধ্যে স্টাবল হতে পারে।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Suma Islam on July 04, 2021, 05:43:45 PM
BULL শব্দের অর্থ হলো ষাড় । আবার অনেকে বলে থাকে লাল ষাড়। কিন্তু সবাই বলাবলি করছে BULL মার্কেট একদম শেষ।BULL মার্কেটে শেয়ারের দাম প্রচুর পরিমাণ কমতে শুরু করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান সময়ের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা ঠেকানোর জন্য ইলন মাস্ক একটি টুইট করেছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দাম কিছুটা বাড়তে দেখা গিয়েছিল।BULL মার্কেটের অবস্থা এখন খারাপ কিন্তু সময় যাওয়ার সাথে সাথে মার্কেটের অবস্থা আমার পূর্বের অবস্থায় ফিরে আসবে বলে আশা করি।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Fulshai on December 14, 2023, 02:54:15 AM
আগে আমার BULL মার্কেট সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। কিন্তু ফোরামে সিনিয়রদের পোস্টগুলো পড়ে BULL মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভবিষ্যতে সিনিয়র ভাইয়েরা মার্কেট সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ পোস্ট করবে।
Title: Re: BULL মার্কেট কি শেষের পথে?
Post by: Perfect540 on January 24, 2024, 07:12:05 AM
আগে আমার BULL মার্কেট সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। কিন্তু ফোরামে সিনিয়রদের পোস্টগুলো পড়ে BULL মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভবিষ্যতে সিনিয়র ভাইয়েরা মার্কেট সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ পোস্ট করবে।
Bull market কখনো শেষ হয় না বরং একটি নির্দিষ্ট সাইকেল অতিক্রম করে কয়েক বছর পর পর অথবা একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তন হয়। এখন আপাতত বুলরান কিছুটা কারেকশনে গিয়েছে পরবর্তীতে আবারো একটা নির্দিষ্ট সময় পর আবার আসবে। ভেয়ার/ভাল্লুকের বাজারের পর ষাঁড়ের বাজার আসবে এটা স্বাভাবিক। কখনোই একটানা ভাল্লুকের মার্কেট থাকবে না আবার কখনো একটানা ষাঁড়ের মার্কেট থাকবে না। এই দুটো মার্কেট একটি নির্দিষ্ট সাইকেল পর পর পর্যায়ক্রমে আবর্তিত হবে।