Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on June 07, 2021, 06:29:59 PM

Title: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: Malam90 on June 07, 2021, 06:29:59 PM
Bitop Exchange বাউন্টি পোস্ট হয়েছে আজকে।
এটা বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি যেটারে পেমেন্ট হবে বিইউএসডি তে।
জয়েন করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=216317.0
পেমেন্ট শুনলাম এস্ক্রু করা। মানে পেমেন্ট সেফ।
Title: Re: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: rajput on June 15, 2021, 06:29:30 AM
Bitop Exchange বাউন্টি পোস্ট হয়েছে আজকে।
এটা বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি যেটারে পেমেন্ট হবে বিইউএসডি তে।
জয়েন করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=216317.0
পেমেন্ট শুনলাম এস্ক্রু করা। মানে পেমেন্ট সেফ।
ভাই এই বাউনটি তে কি সিকনেসার এর জন্য প্রতি সপ্তায় পেমেন্ট করবে না কি কাজ শেস হবার পরে পেমেন্ট করবে আমি যদি আগে যানতাম তাহলে আমি বাউনটি তে যয়েন হতাম আমি মনে করি অনেক বড় মিস করছি আমি
Title: Re: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: Malam90 on June 15, 2021, 07:52:34 AM
Bitop Exchange বাউন্টি পোস্ট হয়েছে আজকে।
এটা বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি যেটারে পেমেন্ট হবে বিইউএসডি তে।
জয়েন করুন: https://www.altcoinstalks.com/index.php?topic=216317.0
পেমেন্ট শুনলাম এস্ক্রু করা। মানে পেমেন্ট সেফ।
ভাই এই বাউনটি তে কি সিকনেসার এর জন্য প্রতি সপ্তায় পেমেন্ট করবে না কি কাজ শেস হবার পরে পেমেন্ট করবে আমি যদি আগে যানতাম তাহলে আমি বাউনটি তে যয়েন হতাম আমি মনে করি অনেক বড় মিস করছি আমি

এটার সিগনেচার শুধুমাত্র বিটকয়েনটক ফোরামের সদস্যদের জন্য। অলটকয়েনটকে সিগনেচার নেই কারণ বাজেট কম বলে তারা এখানে সিগনেচার দেয়নি। দিলে তো আমিই জয়েন করতে পারতাম।  :)
Title: Re: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: sohel8090 on July 14, 2021, 05:11:21 AM
Bitop exchange আজকে distribution করেছে এটি একটি ভালো বাউন্টি ছিল। এটা থেকে আমি পেমেন্ট পেয়েছি। আসা করি বাউন্টি ডিটেকটিভ আরো ভালো ভালো বাউন্টি নিয়ে আসবে। বাউন্টি ডিটেকটিভ এর জন্য সুভকামনা রইলো। মালাম বাই আপনার জন্যও সুভকামনা রইলো
Title: Re: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: Clearman on October 27, 2021, 03:16:11 PM
বিটপ এক্সচেঞ্জ বাউন্টি থেকে অল্প কিছু পরিমাণ ডলার পেয়েছিলাম। যা থেকে এমবি খরচ হয়ে এসেছে যদি পার্টিসিপেট কম থাকতো তাহলে বেশি পরিমাণ ডলার পাওয়া যেত।
Title: Re: Bitop Exchange বাউন্টি আপডেট।
Post by: Diknel on October 28, 2021, 05:28:56 PM
বিটপ এক্সচেঞ্জ বাউন্টি থেকে অল্প কিছু পরিমাণ ডলার পেয়েছিলাম। যা থেকে এমবি খরচ হয়ে এসেছে যদি পার্টিসিপেট কম থাকতো তাহলে বেশি পরিমাণ ডলার পাওয়া যেত।
যে বাউন্টি গুলোর ডলারের পরিবর্তে চালানো হয়, অর্থাৎ টোকেন প্রদান করে। সেই প্রকল্প যদি সাকসেস হয় তাহলে অনেক বেশি পেমেন্ট পাওয়া সম্ভব হয়। কারণ টোকেন এর দাম আইসিও দাম থেকে অনেক বেশি হয়। যে প্রকল্পগুলোর প্রচারণা ডলারের মাধ্যমে চালানো হয়, এই প্রকল্পের পেমেন্ট খুব একটা বেশি পাওয়া যায় না। কারণ সেখানে নির্দিষ্ট করে করে দেওয়া থাকে। তাই আমি মনে করি যেকোনো প্রচারণায় টোকেন বাজেট ভালো।