Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on June 23, 2021, 03:55:56 PM

Title: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Cristiano on June 23, 2021, 03:55:56 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Ramesh Mondal on June 24, 2021, 05:14:38 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
ধন্যবাদ সিনিয়র বড় ভাই আপনার মাধ্যমে আমি জানতে পেরেছি ট্রেডিং সাপোর্ট ও রেসিস্টেন্স বিষয়ে,খুব ভালো বলেছেন।আপনার মাধ্যমে আমি স্প্যাম ও ফার্মিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দোয়া করে বলবেন।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Mistroy on June 27, 2021, 12:26:58 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে এত সুন্দর একটা পোস্ট করে আমরা যারা জুনিয়ার আছি তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: rashedul426 on June 27, 2021, 02:20:10 PM
ভাই আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স নিয়ে এখানে সুন্দরভাবে বুঝিয়েছেন। বিষয়গুলো ফোরামের নতুন মেম্বারদের এবং যারা নতুন ট্রেডার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ট্রেডাররা এ বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত রাখে। এ বিষয়ে গুলির মাধ্যমে কোন কয়েন ফোল্ড করা যায় তা নির্ধারণ হয় ওই কয়েনের সাপোর্ট এবং রেসিসটেন্স এরিয়ার উপর ভিত্তি করে। ধন্যবাদ আপনাকে বিষয়টি সকলকে খুব সহায়তা করবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Mosarof on June 27, 2021, 06:07:30 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটাটপিকঃ তুলে ধরেছেন যা আমাদের নতুন ইউজারদের অনেক কাজে আসবে আসলে আমার ট্রেডিং সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিলনা আপনি টপিকটি পড়ে বুঝতে পারলাম।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: bmw1 on June 27, 2021, 07:54:16 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফর্মেশন আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আশা করি এর পরেও আপনি সুন্দর সুন্দর টপিক এর মাধ্যমে সবাইকে নতুন কিছু শিখিয়ে দিতে পারবেন।
ট্রেডিং সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না আপনার এই পোস্টটি পড়ে আমি পুরোপুরি ধারণা পেলাম এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: RSRS on June 28, 2021, 08:42:51 AM
আপনি অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। যা ট্রেডিং করতে সবাইকে সাহায্য করবে। অনেকেরই হয়তোবা জানা নেই ট্রেডিং কিভাবে করতে হয়। যারা ট্রেডিং সম্বন্ধে জানেনা আমার মনে হয় আপনার এই পোস্টটি পরলে তারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবে। আশা করব আরও ভালো ভালো পোস্ট করে নতুনদের সাহায্য করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: abir khan on June 28, 2021, 11:22:34 AM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
ধন্যবাদ বড় সিনিয়র ভাই কারণ আপনার পোস্ট পড়ে আমি অনেক ভালভাবে জানতে পেরেছি এবং কি আশা করি আরো নতুন ইউজার যারা আছে তারাও বুঝতে পেরেছে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Gentle on June 28, 2021, 11:39:46 AM
আমিও দীর্ঘদিন যাবৎ ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছি অনেক সিনিয়রদের কাছ থেকে ট্রেডিংয়ের কিছু কিছু বিষয় সম্পর্কে ধারনা পেয়েছি। তবে আপনার পোস্টের মাধ্যমে ট্রেডিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে অনেক উপকৃত হলাম।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Brithyislam on July 01, 2021, 08:07:39 AM
ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স এর মধ্যে ট্রেডিং সাপোর্ট বেশি প্রাধান্য দিয়ে থাকে । কারন এই ফোরামে কাজ করার জন্য টেডি সাপোর্ট দিয়ে থাকে এখানে সব সময় কাজ করতে হয় এবং ভালো মানের সাপোর্ট দরকার বলেই  এখানে কাজ করা খুব দরকার।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Phython on July 03, 2021, 02:05:14 PM
ট্রেডিং সাপোট এবং রেসিপ্টেন্স এর মধ্যে আমি টেডিং কেই বেশি ভালো লাগে । কারণ টেডিং  বলতে আমরা বলতে আমরা রাতারাতি ধনী হওয়াকেই বোঝায় । আমিও রাতারাতি ধনী হওয়ার জন্য আমি ট্রেটিং করেথাকি । এক সময় না এক সময় আমি খুব তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য আমি বতমান সময়ে বেশি সময় দিয়ে থাকি । কারণ আমি ট্রেডিং করার জন্য আমি আমার সিনিয়ার ভাইদের কাছে প্রায় আমি শিখছি । মারকেট সম্পকে পরিপূন হয়ে আমি মরেকেটে নামতে চাইতেছি । কারণ আমার ট্রেডিং এর মধ্যে আমি লসে আছি । আমার সাপোট হিসাবে আছে আমার বড় ভাই । আপনে যদি ট্রেডিং করতে চান তহেলে আপনাকে আগে আপনার সাপোট নিয়ে আপনাকে টেডিং করতে হবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Diknel on August 05, 2021, 11:34:12 AM
ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে ট্রেডিং সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এতে ফোরামের যারা ট্রেডিং সম্পর্কে জানত না আপনার এই পোষ্টটিতে আশাকরি জানতে পারবে। ভবিষ্যতে আরো এরকম গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Rima28 on August 28, 2021, 05:51:17 PM
ট্রেডিং এন্ড এবং রেমিটেন্স এ দুটির মধ্যে আমি ট্রেডিংকে বেশি নিব কারণ ট্রেডিং এর মাধ্যমে তাড়াতাড়ি বড়লোক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রেমিটেন্স এর মাধ্যমে তেমন কোনো সম্ভাবনা দেখা যায় না তাই আমি অনেকের পরামর্শ দেখে বুঝি এবং তাদের পড়ালেখাকে পরে বুঝতে পারলাম যে ট্রেডিং করে সহজে বড় হওয়া সম্ভব হয় এবং এর ট্রেডিং এর মাধ্যমে অনেক বড় হয়েছে বলে আমি মনে করছি এবং বড় ভাইদের মতামত সর্বোপরি মডারেটরদের মতামত শুনে আমার ট্রেডিংকে মনের মধ্যে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: MD Shakib Islam Joy on August 30, 2021, 03:24:55 PM
আসসালামু আলাইকুম
প্রথমেই বলে নিচ্ছি যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে এডমিন পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই ফর্মে আমি নতুন।আমি এই আপনাদের প্রশ্ন সম্পর্কে কিছু বুঝতে পারিনি তাই যদি কোন সিনহার ভাই থেকে থাকেন  আমাকে বুঝিয়ে দিলে আমার একটু ভালো হতো ধন্যবাদ।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: MD Shakib Islam Joy on August 30, 2021, 03:28:18 PM
আসসালামু আলাইকুম
প্রথমেই বলে নিচ্ছি যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে এডমিন পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই ফর্মে আমি নতুন।আমি এই আপনাদের প্রশ্ন সম্পর্কে কিছু বুঝতে পারিনি তাই যদি কোন সিনহার ভাই থেকে থাকেন  আমাকে বুঝিয়ে দিলে আমার একটু ভালো হতো ধন্যবাদ।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Dark Knight on September 28, 2021, 11:28:57 AM
আসসালামু আলাইকুম
প্রথমেই বলে নিচ্ছি যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে এডমিন পক্ষ থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই ফর্মে আমি নতুন।আমি এই আপনাদের প্রশ্ন সম্পর্কে কিছু বুঝতে পারিনি তাই যদি কোন সিনহার ভাই থেকে থাকেন  আমাকে বুঝিয়ে দিলে আমার একটু ভালো হতো ধন্যবাদ।

ভাই আপনি একই ধরনের পোস্ট বারবার করে যাচ্ছেন। দয়াকরে স্পামিং করবেন না ফোরামের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে যেগুলো আপনাদের এবং আমাদের সবাইকে মানা উচিত। তাই ফোরামের রুলস মেনে কাজ করে যান এবং স্পামিং যাতে না হয় সেদিকে লক্ষ রাখুন।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Riddi on October 13, 2021, 04:42:16 PM
ট্রেন্ডিং সম্পর্কে আমার খুব ভালো কোন জ্ঞান নেই। কারণ আমি কখনো ট্রেন্ডিং করি নাই। তবে ইতিপূর্বে সিনিয়র ভাইদের কাছ থেকে ট্রেন্ডিং সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তবে আজ আরও ভালোভাবে ট্রেন্ডিং সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম।আমি ব্যক্তিগতভাবে ট্রেন্ডিং সাপোর্ট কে আমি বেশি পছন্দ করি। কারণ আমি যতদূর জানি ট্রেন্ডিং সাপোর্ট করে খুব তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Jaya60 on October 13, 2021, 05:40:51 PM
প্রথমত ট্রেডিং করতে হলে কি প্রকারের সম্পর্কে ভাল অভিজ্ঞতা রাখা প্রয়োজন। কিন্তু শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে হলে অবশ্যই মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। তাছাড়া ট্রেডিং করে লাভবান হওয়া সম্ভব নয়। ট্রেডিং করে যেভাবে ইনকাম করা যায় আবার কোন এক সময় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। এজন্য একজন ট্রেডার কে অবশ্যই মার্কেট সম্পর্কে এনালাইসিস করা শিখতে হবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Jaya60 on October 13, 2021, 05:44:36 PM
ট্রেন্ডিং সম্পর্কে আমার খুব ভালো কোন জ্ঞান নেই। কারণ আমি কখনো ট্রেন্ডিং করি নাই। তবে ইতিপূর্বে সিনিয়র ভাইদের কাছ থেকে ট্রেন্ডিং সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তবে আজ আরও ভালোভাবে ট্রেন্ডিং সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম।আমি ব্যক্তিগতভাবে ট্রেন্ডিং সাপোর্ট কে আমি বেশি পছন্দ করি। কারণ আমি যতদূর জানি ট্রেন্ডিং সাপোর্ট করে খুব তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
আসলে ট্রেডিং করে আমি মনে করি কখনোই ধনী হওয়া সম্ভব নয়। কারণ আমি নিজে ট্রেডিং করেছি এবং কি বর্তমানে করছি। এক সময় ভালোই লাভবান হওয়া যায় আবার কোন এক সময় তার থেকে বেশি ক্ষতি হয়ে যায়। বিশেষ করে আমি বলবো কেউ কখনো ফিউচার ট্রেড করবেন না। কারণ ফিউচার ট্রেড করে কেউ কখনো লাভবান হতে পারেনি। দিয়ে কোন সময় লাভ করেছে কিন্তু এক সময় তার থেকে বেশি পরিমাণ ডলার ক্ষতি হয়েছে। জন্য আমি সব সময় বলব ক্রিপ্টোকারেন্সি মধ্যে যার অত্যাধিক জ্ঞান রয়েছে এবং কি মার্কেট সম্পর্কে হান্ডেট পার্সেন্ট অ্যানালাইসিস করতে পারে তাহলে অবশ্যই ট্রেডিং করে লাভবান হওয়া যাবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Mrkadir85 on October 13, 2021, 06:35:33 PM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।


আপনি যে টপিক তৈরি করেছেন তা নতুন পুরাতন সকলের জন্য শিক্ষনীয় একটি বিষয়। অনেক ইউজার রয়েছে যারা ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স বিষয় জানার চেষ্টা করে থাকে। বর্তমান সময়ে সকলেই শুধু ফোরামে বাউন্টি করতে আসে না এখান থেকে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে আসেন ।অনেক ইউজার এখন ট্রেডিং করতে বেশি পছন্দ করে। আপনার এই টপিকটি তাদের জন্য সময় উপযোগী।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Sumi on October 14, 2021, 05:29:25 AM
আপনি অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। যা ট্রেডিং করতে সবাইকে সাহায্য করবে। অনেকেরই হয়তোবা জানা নেই ট্রেডিং কিভাবে করতে হয়। যারা ট্রেডিং সম্বন্ধে জানেনা আমার মনে হয় আপনার এই পোস্টটি পরলে তারা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবে। আশা করব আরও ভালো ভালো পোস্ট করে নতুনদের সাহায্য করে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Lifetime on October 14, 2021, 05:38:30 AM
কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো  ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।


ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।

সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।

চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

(https://i.imgur.com/QjR9Ukl.jpg)
সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।

যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।

প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।

প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।

এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।
ট্রেডিং সাপোট এবং রেসিপ্টেন্স এর মধ্যে আমি টেডিং কেই বেশি ভালো লাগে । কারণ টেডিং  বলতে আমরা বলতে আমরা রাতারাতি ধনী হওয়াকেই বোঝায় । আমিও রাতারাতি ধনী হওয়ার জন্য আমি ট্রেটিং করেথাকি । এক সময় না এক সময় আমি খুব তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য আমি বতমান সময়ে বেশি সময় দিয়ে থাকি । কারণ আমি ট্রেডিং করার জন্য আমি আমার সিনিয়ার ভাইদের কাছে প্রায় আমি শিখছি । মারকেট সম্পকে পরিপূন হয়ে আমি মরেকেটে নামতে চাইতেছি । কারণ আমার ট্রেডিং এর মধ্যে আমি লসে আছি । আমার সাপোট হিসাবে আছে আমার বড় ভাই । আপনে যদি ট্রেডিং করতে চান তহেলে আপনাকে আগে আপনার সাপোট নিয়ে আপনাকে টেডিং করতে হবে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Bitrab on October 14, 2021, 08:13:52 AM
ট্রেডিং সম্পর্কে আমার ধারণা আছে। আমি 2017 সাল থেকে বিটকয়েন ফোরামে কাজ করি। আরও টুকটাক ট্রেডিং করে যাচ্ছি। বর্তমানে আমি বিভিন্ন প্রজেক্টে প্রোমোটার হিসেবে কাজ করি। এবং ট্রেডিং করি। বড় বড় এক্সচেঞ্জ সাইটগুলোতে ট্রেডিং করি। তবে বর্তমানে যেহেতু ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেকটা ভালো। এখন ট্রেডিং করে লাভবান হওয়া সম্ভব। সুতরাং ট্রেডিং পড়তে সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে ধারনা না থাকলেও লাভবান হওয়া সম্ভব। কেননা বর্তমানে বিটকয়েনের বাজার ভালো হতে চলেছে।
Title: Re: ট্রেডিং সাপোর্ট এবং রেসিস্টেন্স কি?
Post by: Madmax789 on November 13, 2022, 04:58:32 PM
প্রথম দিকে উল্লিখিত হিসাবে, ক্রিপ্টোকারেন্সিগুলি সহজাতভাবে ঝুঁকিপূর্ণ, বেশিরভাগ টোকেন শেষ পর্যন্ত শূন্যে চলে যাবে। এটি মাথায় রেখে, আপনার হারানোর সামর্থ্যের চেয়ে বেশি বিনিয়োগ করবেন না।

ক্রিপ্টো মার্কেটে কাজ করার জন্য যে তহবিলগুলি রাখা হয় তা জীবনের সমস্ত খরচের যত্ন নেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তা থেকে আসা উচিত এবং জরুরী অবস্থার ক্ষেত্রে একটু অতিরিক্ত আলাদা করে রাখা হয়েছে। আপনি একটি টোকেনে যে মানটি রেখেছেন তা দীর্ঘমেয়াদে ধরে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, এবং এমনকি যদি তা করেও, একটি ভালুকের বাজার সেট হয়ে গেলে যা হারিয়ে গেছে তা ফিরে পেতে প্রায়শই কয়েক বছর সময় লাগতে পারে।