follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - C 98

Pages: [1]
1
Binance will open trading for AVAX/AUD, AVAX/BRL, AXS/ETH, FTM/ETH, LUNA/AUD, SOL/ETH and TROY/BUSD trading pairs at 2021-10-15 10:00 AM (UTC).
Please note: AUD and BRL are fiat currencies and do not represent any other digital currencies.
click

2
DeFi tokens / Uniswap recent Developments of 2021?
« on: October 12, 2021, 07:20:16 PM »
Uniswap had a satisfying entrance into Q4 of 2021 as Grayscale Investments, the world’s largest crypto asset manager, listed Uniswap (UNI) on one of its large-cap investment funds.

The Grayscale Digital Large Cap Fund (GDLC) is the first large-cap fund UNI will feature, despite being in the Grayscale Defi Fund since it launched in July 2021. While UNI contributes about 1% to the large-cap fund, it dominates the Grayscale DeFi fund, with approximately 45.20%.
source

3
ক্রিপ্টোগ্রাফিক কয়েন ভার্চুয়াল মুদ্রা বিট কয়েনের ব্যবহার ক্রমাগত বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি ও ভারতের মতো বিশ্বের বেশ কিছু দেশে বিকেন্দ্রীকরণ পদ্ধতির এই ডিজিটাল মুদ্রাব্যবস্থার প্রচলন শুরু হয়েছে।

অনলাইনে পণ্যমূল্য পরিশোধ করে বিট কয়েনের মতো লাইট কয়েন, পিয়ার কয়েন, রিপল, ড্রাক কয়েন, ডগ কয়েন, নেম কয়েন- এমন অন্তত ডজনখানেক ভার্চুয়াল কয়েন দিয়ে কেনা যাচ্ছে প্রয়োজনীয় পণ্যও। অনলাইন থেকে পণ্য ক্রয়ে এই মুদ্রার কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশেও।

২০০৯ সালের জানুয়ারি মাসে অনলাইন বিশ্বে বিটকয়েনের আবির্ভাব ঘটে। ২০০৮ সালে সাতোশি নাকামোতো নামের জনৈক সফটওয়্যার ডেভেলপার এই বিটকয়েন আবিষ্কার করেন। এটিই বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।

ইলেকট্রনিক উপায়ে সৃষ্ট এই বিনিময় মাধ্যমটি পিয়ার টু পিয়ারের মাধ্যমে আদান-প্রদান হয়। বর্তমানে কানাডা, মেক্সিকো, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি ও ডেনমার্কে বিটকয়েনের প্রতিনিধিত্ব রয়েছে।

তবে এখনও বৈধ বা আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে স্বীকৃতি পায়নি। কেবল নিরাপত্তা ও বিকেন্দ্রীকরণ সুবিধায় জনপ্রিয়তার বিচারে বিস্তৃতি লাভ করছে।

বিট কয়েন আসলে কোনো কয়েন নয়। এটি একটি ভার্চুয়াল মুদ্রা, যা কম্পিউটারের মাধ্যমে আদানপ্রদান করা হয়। বিট কয়েনের সাংকেতিক প্রতীক হল BTC, এবং এর ক্ষুদ্র একক হল সাতোশি। ১ বিট কয়েন সমান ১০০০ মিলি বিটয়েন এবং সাতোশি ১ বিটকয়েন সমান ১ কোটি সাতোশি।

বিট কয়েন কোনো ক্যাশবাক্স বা ব্যাংকে রাখা যায় না। এই মুদ্রার নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারী সংস্থাও নেই।এটি অনলাইনের মাধ্যমে লেনদেন করা হয়।

যেহেতু এটি একটি ক্রিপ্টোক্রারেন্সি সিস্টেম তাই অনলাইনে সকল প্রকার বৈধ ও অবৈধ কাজে এটি ব্যবহার করা হয় এবং যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা নেই তাই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করলে কে বা কারা করছে এটি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।

কোন কোন কাজে বিট কয়েন

সাধারণত আইনশৃঙ্খলা পরিপন্থি কাজেই বিট কয়েন ব্যবহার করা হয়। মাদক কেনাবেচা, অস্ত্র ব্যবসা এমনকি খুন খারাবির কাজেও বিট কয়েন ব্যবহার করা হচ্ছে।

২০০৯ সালে বিটকয়েনের উদ্ভাবন হয়। সাতোশি নাম ব্যবহার করে এক ব্যক্তি এই মুদ্রার উদ্ভাবন করেন। পরে ওই বছরই একটি সফটওয়্যার চালুর মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে।

প্রথম দিকে বিট কয়েনের বাজার মূল্য খুব কম ছিল। ১৩০৯ বিট কয়েন সমান ছিল ১ ডলার। পরে নানা রকম অবৈধ কাজে বিটকয়েনের ব্যবহার বাড়লে এর বাজার মূল্যও বাড়তে থাকে।

বর্তমান ১ বিটকয়েনের মূল্যমান ৯ হাজার ৯৯৯ ডলারের সমান যা বাংলাদেশি টাকায় ৮ লাখ ৪৯ হাজার ৯১৫ টাকা।

ড্রাক-অয়েবে বিট কয়েনের মাধ্যমে সব লেনদেন করা হয়। ড্রাক-অয়েব ইন্টারনেটের একটি গোপন অন্ধকার জগৎ।

বিট কয়েনের জনপ্রিয়তা ও দাম বৃদ্ধি পাওয়ায় অনেকে বিট কয়েন সংগ্রহ করে রাখছেন।

বিট কয়েন সংগ্রহ করে রাখার জন্য কোনো ব্যক্তির অবশ্যই একটি অনলাইন ওয়ালেটের বিপরীতে একটি ইউনিক আইডি বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যেখান থেকে গ্রাহক বিটকয়েন খরচ বা জমা করতে পারেন। অনেক উপায়ে বিটকয়েন উপার্জন করা যায়, যেমন কিছু ওয়েবসাইটের কাজ করে, কোনো মুদ্রা বিনিময়ের মাধ্যমে, কোনো কিছু বিক্রয়ের মাধ্যমে। তবে বিটকয়েন উপার্জনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিটকয়েন মাইনিং করা।

ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ইন্টারনেটের জগতে অনেকটা শেয়ার বা মুদ্রার মতো লেনদেন হয় বিটকয়েন নামের এই ভার্চুয়াল কারেন্সিটি। নিয়মিত এর দর বা বিনিময়মূল্য ওঠানামা করে। এটি নিজেই ডলার বা ইউরো_ এসব আন্তর্জাতিক মুদ্রাগুলোর মতো বিনিময়মাধ্যম। পৃথিবীর কোনো কোনো দেশে সীমিত পরিসরে বিটকয়েনকে ব্যবহার করা হয় নিজস্ব মুদ্রার মতো। বিট কয়েনের লেনদেনটি বিটকয়েন ইউজারদের পিসিতেই সংরক্ষিত থাকে। পিয়ার টু পিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর ইউজার রেফারেন্স অনুযায়ী লেজার হালনাগাদ করে দেয়। অর্থাৎ কোনো ক্লিয়ারিং হাউসের খবরদারি নেই এখানে। ক্রিপ্টোগ্রাফিক প্রক্রিয়ায় বিটকয়েনের লেনদেন সম্পন্ন হয়।

বিটকয়েনের বাজার

আমাদের দেশে এখনও বিটকয়েনের ব্যবহার চালু হয়নি। বিশ্বে এখন ৭০২ কোটি ডলারের ওপর ভার্চুয়াল মুদ্রাবাজার রয়েছে। এর মধ্যে বিশ্বের প্রায় ৩৭টিরও বেশি দেশে বিটকয়েন ভার্চুয়াল মুদ্রাটির ব্যবহৃত হচ্ছে। এখনও তৈরি হচ্ছে বিটকয়েন মুদ্রা। প্রতিদিন মাইনিংয়ের মাধ্যমে এই মুদ্রা উৎপাদন করা হচ্ছে। নেটওয়ার্কের মধ্যে প্রতি দশ মিনিটে অ্যালগরিদম সমস্যার সমাধান করায় ২৫ মাইনারকে দেওয়া হচ্ছে বিটকয়েন। বর্তমানে এক কোটি ২৪ লাখ বিটকয়েন প্রচলিত আছে। এর মোট বাজারদর এখন ৬২০ কোটি ডলার। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্টি হওয়া বিট কয়েনগুলো প্রতি চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরি হয়ে গেলে আর কোনো নতুন বিটকয়েন তৈরি করা হবে না। তাই চাইলে বাংলাদেশ থেকেও যোগ্য কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই ভার্চুয়াল মুদ্রাটি উৎপাদনে অংশ নিতে পারেন। একটি বিটকয়েনের বর্তমান বাজার দর অনুযায়ী তিনিও দশ মিনিটে আয় করতে পারেন ৫০৮ ডলার বা ৩৯ হাজার ৫০০ টাকা।
source

4
DeFi tokens / Clever Defi (CLVA) price daily update news.
« on: June 02, 2021, 04:00:00 PM »
Clever DeFi Price Today
Clever DeFi Price   $1.83
Price Change
24h
$-0.5899
24.39%
24h Low / 24h High   
$1.57 /
$2.87
Trading Volume
24h
$26,671.85
13.48%
Volume / Market Cap   0.01939
Market Dominance   0.00%
Market Rank   #1602
Clever DeFi Market Cap
Market Cap   $1,375,460.15
24.53%
Fully Diluted Market Cap   $17,411,403.59
7.23%

Link: https://coinmarketcap.com/currencies/clever-defi/

5
এটিএম প্রযুক্তির পর আর্থিক প্রযুক্তি খাতে দীর্ঘদিন নতুন উদ্ভাবন ছিল না। ২০০৮ সালের আর্থিক সংকটের পর ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান পল ভোকার অনেকটা আক্ষেপ নিয়েই এ কথা বলেছিলেন। এরপর গত দেড় দশকে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের দৃশ্যমান উন্নতি হয়েছে। উদ্যোক্তারাও আর্থিক খাতের বিকেন্দ্রীকরণ করেছেন, যার সবচেয়ে জলজ্যান্ত নজির হচ্ছে বিটকয়েন। বিটকয়েন ব্যাপারটা ভার্চ্যুয়াল হলেও প্রথাগত আর্থিক খাতের সঙ্গে নানামাত্রায় তার সম্পর্ক আছে।

শুধু বিটকয়েন নয়, গত এক দশকে বিভিন্ন ধরনের পেমেন্ট প্ল্যাটফর্মের উদ্ভব হয়েছে। আর্থিক বাজারে এরাও এখন বড় খেলোয়াড়। এই ই-ওয়ালেট এবং পেমেন্ট অ্যাপের গ্রাহকসংখ্যা এখন ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।

আর্থিক প্রযুক্তি খাতের পরবর্তী সংযোজন হতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ডিজিটাল মুদ্রা। কিন্তু এই ব্যাপারটা অত সহজ-সরলভাবে আসবে না। ধারণা করা হচ্ছে, এতে রাষ্ট্রের ক্ষমতা বরং আরও বাড়বে, কমবে না। এমনকি বেসরকারি খাতেও একচেটিয়াতন্ত্র সৃষ্টি হবে না। এর পেছনের চিন্তাটা অবশ্য বেশ সরল। ডিজিটাল মুদ্রার যুগে গ্রাহককে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে হিসাব খুলতে হবে না, বরং তখন মানুষ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করবে। মাঝখানে থাকবে আলি পে বা ভেনমোর মতো অ্যাপ। চেক লেখা বা অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার বদলে কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা ডিজিটাল মুদ্রায় সরাসরি লেনদেন হবে তখন।

টাকার নিরাপত্তা দেবে কেন্দ্রীয় ব্যাংক—ভুঁইফোড় কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। ব্যাপারটা হলো, রেস্তোরাঁয় খেয়ে বিল দেবেন বা ভগ্নহৃদয় আত্মীয়কে সহযোগিতা করতে অনলাইনে কমান্ড বা এসএমএসের এজেন্টের কাছে যেতে হবে না, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই তা পাঠানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংক এভাবে ধীরে ধীরে ধরায় নেমে আসবে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বের ৫০টি মুদ্রানীতি প্রণয়নকারী সংস্থা এখন ডিজিটাল মুদ্রা প্রবর্তনের চিন্তা করছে। বাহামা দ্বীপপুঞ্জ ইতিমধ্যে ডিজিটাল মুদ্রা ছেড়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক ই-ইউয়ানের পাইলটিং শুরু করেছে—পাঁচ লাখ মানুষের মধ্যে এই মুদ্রা ছেড়েছে তারা। ইউরোপীয় ইউনিয়ন ২০২৫ সালের মধ্যে ভার্চ্যুয়াল ইউরো নিয়ে আসতে চায়। ব্রিটেন টাস্কফোর্স গঠন করেছে। আর বিশ্বের আর্থিক ব্যবস্থার শিরোমণি হাইপোথেটিক্যাল ই-ডলার ছেড়েছে।

সরকারি ডিজিটাল মুদ্রার ধারণার পেছনে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও কাজ করছে। এখন দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির প্রভাব বৃদ্ধিতে ব্যাংকিং ব্যবস্থা কাজে লাগায়। পেমেন্ট, আমানত ও ঋণ ব্যাংকিং ব্যবস্থা থেকে বেসরকারি ডিজিটাল জগতে চলে গেলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে অর্থনৈতিক চক্র বজায় রাখা কঠিন হবে। সংকটের সময় তারা ব্যাংকিং ব্যবস্থায় টাকা ঢুকিয়ে যেভাবে তা মোকাবিলা করে, তা করা আরও কঠিন হবে। এ ছাড়া অনিয়ন্ত্রিত ডিজিটাল জগৎ জালিয়াতির স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা মোটেও অমূলক নয়।


তবে ডিজিটাল মুদ্রার কল্যাণে আর্থিক খাতের উন্নয়ন হতে পারে। আদর্শিকভাবে মূল্য সংরক্ষণের খুবই নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে অর্থ, তাতে যেমন হিসাব রাখা সুবিধা, তেমনি পেমেন্টের সুবিধাজনক মাধ্যম। টাকার ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। ব্যাপারটা হলো, ব্যাংকে গচ্ছিত অর্থের বিমা না থাকলে ব্যাংক পড়ে গেলে মানুষের টাকাও হারিয়ে যাবে। বিটকয়েন সবখানে গৃহীত হয় না। আর ক্রেডিট কার্ড তো হাতি পালার মতো ব্যাপার। সে কারণে সরকারি ডিজিটাল মুদ্রা হালে পানি পাবে, এমন সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে বলা যায়, সরকারি ডিজিটাল মুদ্রার কল্যাণে বৈশ্বিক আর্থিক খাতের পরিচালন ব্যয় কমতে পারে। দ্য ইকোনমিস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় পৃথিবীর সব মানুষের মাথাপিছু বার্ষিক ৩৫০ ডলার। বিশ্বের ১৭০ কোটি মানুষের ব্যাংক হিসাব নেই, এই বেঁচে যাওয়া টাকা দিয়ে তাঁদের আর্থিক খাতের আওতায় নিয়ে আসা যায়। এ ছাড়া ডিজিটাল মুদ্রা থাকলে সরকার তাৎক্ষণিকভাবে জনগণকে টাকা পাঠাতে পারে এবং সুদহার কমিয়ে শূন্যের নিচে নামিয়ে আনতে পারে। আর মানুষের কাছে ডিজিটাল মুদ্রার আবেদন তো চিরন্তন—তাৎক্ষণিক, নিরাপদ ও সর্বজনীন।

আবার ঠিক এ কারণেই ডিজিটাল মুদ্রা বিপদ ঘটাতে পারে। নিয়ন্ত্রণহীন এই মুদ্রা খুব তাড়াতাড়ি অর্থায়নের মূল উৎস হয়ে যাবে। নেটওয়ার্কের কারণে মানুষের পক্ষে এই নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে উঠলে পরিস্থিতির আরও অবনতি হবে। এতে ব্যাংকিং ব্যবস্থা অস্থিতিশীল হয়ে যেতে পারে।

দ্য ইকোনমিস্ট অবলম্বনে প্রতীক বর্ধন

Source Link: https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/feature/pro-business/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16213141146397&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Ffeature%2Fpro-business%2F%25E0%25A6%25A1%25E0%25A6%25BF%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B2-%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A7%259F-%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%259A%25E0%25A7%258D%25E0%25A6%259B%25E0%25A7%2587-%25E0%25A6%2585%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%2595-%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580%25E0%25A7%259F-%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%2595

Pages: [1]
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod