follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Paglamon

Pages: 1 [2] 3 4 ... 105
16
ইথার এর দাম অনেক কম ছিল। বর্তমান সময়ে ইথার এর দাম আবার পুনরায় বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীব্যাপী যখন ক্রিপ্টোকারেন্সি এগুলোর চাহিদা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বিভিন্ন কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। যে মুদ্রাগুলোর ফান্ডামেন্টাল নিউজ যত বেশি সুদীর্ঘ সে কয়েন গুলো তত বেশি উন্নতি লাভ করেছে। বর্তমানে ইথার এর দাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে বিভিন্ন বিষয় সমূহ এবং মার্কেট এনালাইসিস থেকে বোঝা যায় ইথেরিয়াম এর দাম 20 হাজার ডলারে যাওয়ার প্রবণতা রয়েছে। তাই হোল্ড করুন।

17
প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে নতুন লোক যুক্ত হচ্ছে। কেউবা বিনিয়োগকারী হিসাবে অথবা কেউ বিভিন্ন কাজের বা চাকরির খোঁজে। তাই ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি অনেক বড় আকার ধারণ করেছে। এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। থাই প্রতিনিয়ত মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীব্যাপী লেনদেনের একটা সুদীর্ঘ পথ রয়েছে ‌‌। তাই প্রতিনিয়ত এখানে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। ভবিষ্যতে কিছু কিছু কয়েনের দাম ট্রিলিয়ন ডলার স্পর্শ করবে। ইতোমধ্যেই বিটকয়েনের মোট সম্পদ ট্রিলিয়ন ডলারে প্রবেশ করেছে।

18
আর্টিকেল লেখকরা বা রিপোর্টাররা এরকম বিভিন্ন নিউজ করে থাকে। তবে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক গুলো ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে ইচ্ছুক। তবে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের সরকারের কারণে অনুমোদন পাচ্ছে না। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেয়, তাহলে দেশের প্রত্যেকটা ব্যাংক ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও বাণিজ্য করতে অনুমোদন দেবে। এবং নতুন নতুন কিছু এজেন্সি গড়ে উঠবে। তাই বাংলাদেশের ব্লকচেইন প্রযুক্তি সর্বোপরি অনুমোদন পাওয়া জরুরি।

19
6 বছর হতে চলেছে ফ্রিল্যান্সিং করি। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে 2017 সাল থেকে পরিচিত। 2017 সালের ক্রিপ্টোকারেন্সি এর সাথে পরিচিত হয়েছি। আমার পরিবার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে 2018 সালে। কারণ তখন যেমন পেমেন্ট পেয়ে বাড়ির বিভিন্ন খরচ চালাতাম তখন তারা বিশ্বাস করেছে যে অনলাইন থেকে ইনকাম করা যায়। এবং ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি থেকে। তাই বর্তমানে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত। তবে প্রতিবেশীরা নেগেটিভ মন্তব্য করে।

20
ধৈর্য ধরেন। বাংলাদেশ সরকার ভারতের অনেক কিছুই অনুসরণ করে। কিন্তু আমার মাথায় আসেনা কেন বাংলাদেশ সরকার ভারতের অর্থনীতির অগ্রগতি লক্ষ্য করেন না। অর্থাৎ ভারত ক্রিপ্টোকারেন্সি বৈধতা দিয়ে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকার দিক থেকে অনেক পিছিয়ে। আমি মনে করি বাংলাদেশের বিটকয়েন বৈধতা দেওয়ার সময় এসেছে। মাঝে মাঝে সরকারদলীয় কিছু লোকের বিটকয়েন সম্পর্কে পজেটিভ মন্তব্য শোনা যায়। পরবর্তীতে তারা কেন আলোচনা বাদ দিয়ে দেয়, এই সম্পর্কে আমার ধারণা নাই। তাই আশা করি বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ হবে।

21
ইন্ডিয়া ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দিয়েছে। তাদের দেশের যুব সমাজ এবং প্রত্যেকটা খাতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। এতটাই উন্নতি লাভ করেছে যে তারা ইচ্ছে করলে ক্রিপ্টোকারেন্সি ছাড়তে পারবে না। আশা করা যায় ক্রিপ্টোকারেন্সি তাদের দেশ উপার্জনের এর দ্বিতীয় অংশ হিসেবে খুব তাড়াতাড়ি স্বীকৃতি পাবে। আমরা বাংলাদেশীরা শুধু বিভিন্ন দিক নিয়ে কথা বলতে পারি, কিন্তু কার্যকর করতে পারিনা। এজন্য দায়ী আমাদের আইন ব্যবস্থা। তবে ইন্ডিয়ায় বর্তমানে সার্বিক পরিস্থিতি ঠিক আছে। আশা করি বাংলাদেশ ইন্ডিয়া থেকে কিছু শিখবে। এবং ভাববে যে কিভাবে ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেওয়া যায়। এই সময় আমাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি এর প্রয়োজন।


নোট

Coin63@, প্রথম কথা হচ্ছে কেন আপনাকে বাংলা ফোরামে পাওয়া যায় না? ফোরামে এক্টিভ থাকার চেষ্টা করেন। আপনার চরণে ভক্তি রইল। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

22
বাংলাদেশের সরকারের বা কেন্দ্রীয় ব্যাংকের যে মতিগতি। তাতে আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ অনুমোদন পাবে। তবে আশা করি ক্রিপ্টোকারেন্সি বৈধতা পাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন তথ্য উপদেষ্টা ও আইসিটি বিষয়ক মন্ত্রণালয়ের বা বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করা উচিত। বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধ হয় তাহলে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। যেমন দেশের বাহিরে অন্য কোন দেশের সাথে লেনদেন করতে এই মাধ্যম ব্যবহার করতে পারবে। যারা বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারা ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে। তাই এই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি অনুমোদন দেওয়া উচিত।

23
বিটকয়েন কখনো এমন দাম আগে বৃদ্ধি পায়নি। বর্তমানে বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে অতি জরুরী ভাবে বিটকয়েন সবচেয়ে উর্ধ্বগতি সম্পন্ন হয়েছে। তাই বর্তমান সময় বিটকয়েনের জন্য রেকর্ড।

বিটকয়েনের দাম এর উপর ডিপেন্ড করে সমস্ত কারেন্সি মার্কেটের অবস্থা। এখানে বিটকয়েনের দাম যদি কমে যেতে থাকে, তাহলে সেটা বিভিন্ন নেগেটিভ নিউজ এর কারণে হয়ে থাকে। কারণ বিটকয়েনের নিয়ন্ত্রণ বর্তমানে ডিসেন্ত্রালাইজ। তাই বড় বড় বিনিয়োগকারীরা বিটকয়েন নিয়ে বাণিজ্য করতে বিভিন্ন পজেটিভ ও নেগেটিভ দিকগুলো তুলে ধরে। তবে বর্তমানের সেরকম কোন নেগেটিভ নিউজ না থাকায় বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং আশা করি এইবার সর্বোচ্চ রেকর্ড গড়বে।

24
ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম পাম্পিং ও ডাম্পিং এটা নির্ভর করে বিভিন্ন পজেটিভ ও নেগেটিভ নিউজ এর উপর। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ বিটকয়েন নিয়ে কোন নেগেটিভ নিউজ নেই, তাই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম যদি 67 থেকে 68000 এ পৌঁছে যায় তাহলে অন্যান্য  কয়েন গুলোর সিজন শুরু হবে। তাই যারা হোল্ডার রয়েছেন তারা সমস্ত কয়েন ধরে রাখার চেষ্টা করুন।

25
যেহেতু গত কয়েক মাস যাবত বিটকয়েন সম্পর্কে খারাপ কোন নিউজ নেই, তাই বিটকয়েন বিটকয়েনের দাম বাউন্স করে উপরের দিকে উঠে যাচ্ছে। এবং বিভিন্ন শর্ট টাইম ইনভেস্টররা বিটকয়েন এর উপর বিনিয়োগ করছে। কিছু বিনিয়োগকারী আছে যারা নেগেটিভ কোন নিউজ শুনলেই বিক্রি করে দেবে। এই দিক থেকে বিটকয়েন সেভ আছে। তাই বাজারে প্রতিনিয়ত বিটকয়েনের দাম ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল উপরের দিকে যাওয়ার প্রবণতা আছে।

26
বিটকয়েন মুদ্রাটি বর্তমানে বিভিন্ন উন্নয়নশীল দেশে আলোচিত। এবং যেসব দেশ অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজকর্মে পারদর্শিতা অর্জন করছে, তারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ইতোমধ্যেই শিখে গেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে উন্নতি করা যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে লেনদেনগুলো কিভাবে সহজ করা যায়। এই মাধ্যমগুলো মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের মানুষ ক্রিপ্টোকারেন্সি কে ওতপ্রোতভাবে গ্রহণ করবে। সুতরাং যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে এবং বুঝে তারা বিটকয়েনের অনুমোদন নিয়ে চিন্তা করে। তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে।

27
Cryptocurrency discussions / Re: Stock Market Impact on Crypto??
« on: November 07, 2021, 04:20:53 PM »
It’s a strange question. If the stock market collapses, everything will fall without exception. Because this will mean that a severe economic crisis has come. And during this period absolutely everyone will not be interested in crypto. So it’s better that the stock market does not fall.
Agree. Because if the stock market collapses, the state of the economy will get a little worse. The candles will look red. But I don't think the Keep to Currency market will be completely affected. Cryptocurrency market prices fluctuate volatile. However, I think the cryptocurrency market is more popular than the stock market. However, investing in the cryptocurrency market and the stock market has a high level of risk.

28
Coins with good fundamentals exist in the market. Investing here is more likely to be profitable and more likely to be detrimental. So investing in the cryptocurrency market is very risky. But the top 100 cryptocurrency investments are great. So I think you should buy high level coins if you don't want to make risky investments. So before investing, you must choose the best coins. And so try to know about top 100 coins.

29
Cryptocurrency discussions / Re: Your Biggest Mistakes in Cryptocurrency
« on: November 07, 2021, 04:07:09 PM »
Since the price of cryptocurrency fluctuates all the time, the level of risk in investing here is the highest. I basically like to invest in the cryptocurrency market the most. I have made many risky investments. I have suffered a lot of times. Some coins have turned into shit coins. And have enjoyed various benefits by trading. Because there is a level of risk, there is still a high risk of profit. So let's trade with cryptocurrency.

30
Cryptocurrency is more likely to be approved in every country in the world. Hopefully cryptocurrency will be approved in most countries around the world. The proliferation of cryptocurrencies around the world has grown exponentially. Cryptocurrency is already being used by users in different countries in every sector. So once upon a time cryptocurrency could not be controlled by any country's government even if it wanted to. So we should think positively about cryptocurrency.

Pages: 1 [2] 3 4 ... 105
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod