follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Dark Knight

Pages: 1 [2] 3 4
16
Trading volumes at the largest exchanges, including Coinbase, Kraken, Binance and Bitstamp, fell more than 40% in June, according to CryptoCompare
In June the price of bitcoin hit a monthly low of $28,908; a daily volume maximum of $138.2 billion was down 42.3% from the intra-month high in May.
GP: Bitcoin banner at convention 210604
Art at the cryptocurrency conference Bitcoin 2021 Convention at the Mana Convention Center in Miami on June 4, 2021.
Marco Bello | AFP | Getty Images
Cryptocurrencies are in a summer slump as they navigate a two-month correction period following a string of negative stories.

Trading volumes at the largest exchanges, including Coinbase, Kraken, Binance and Bitstamp, fell more than 40% in June, according to data from crypto market data provider CryptoCompare, which cited lower prices and lower volatility as the reason for the drop.

source

17
Crypto Wallets / BEST FOR SECURITY Trezor Model T
« on: July 13, 2021, 10:35:04 AM »
We chose Trezor as best for security because it comes with the strongest security features and track record of any reviewed hardware wallet.

source

18
The number of Bitcoin held on centralized exchanges has consistently fallen since late May, with roughly 2,000 BTC (worth roughly $66 million at current prices) flowing out of exchanges daily.

Glassnode’s July 12 Week On-Chain report found that Bitcoin reserves on centralized exchanges have fallen back to levels not seen since April, the month that saw BTC blast to its all-time high of roughly $65,000.

source Link

19
Following its approval for a Nasdaq listing, Canadian Hive Blockchain Technologies has bought more than 3,000 Bitcoin (BTC) mining rigs to get involved in the Bitcoin mining shift from East to West.

Purchased from Digital Currency Group subsidiary Foundry Digital LLC, the 3,019 MicroBT M30S miners acquired as part of the deal are already located at Hive’s facilities in Lachute, Quebec and Grand Falls, New Brunswick. Foundry will be issued cash and 1.5 million warrants of Hive, according to an official.

source

20
Tron is considered one of the most sought-after currencies in the crypto world. Before you invest in Tron, Read this complete guide on the Tron coin. What is the future of Tron? Is it safe to invest in Tron? Check out these detailed predictions and forecasts of Tron.


21
XRP - Ripple Forum / Crypto-based decentralized Finance explained
« on: July 10, 2021, 07:18:50 AM »
Though they potentially have more access to resources, even billionaire investors aren't immune to risk when it comes to decentralized finance, or DeFi.

That includes Mark Cuban, who revealed on Wednesday evening that he was trading a DeFi token from Iron Finance called titan that ended up crashing to zero in one day.


"I got hit like everyone else," Cuban, owner of the Dallas Mavericks and an investor on ABC's "Shark Tank," tweeted on Wednesday.

source Link

22
Don’t expect to play a game of “hide and seek” and win – that’s the message for the more than half a million Aussies that have cryptocurrency investments.
It comes after the Australian Taxation Office revealed it had extended a partnership with Australia’s cryptocurrency exchanges requiring them to hand over their trading data until 2022-23.

It’s part of a campaign from the ATO, which is out to smash the myth that cryptocurrency gains are tax-free or only taxable when the holdings are cashed back into Australian dollars – and its partnership with exchanges is helping it to target taxpayers.


ATO assistant commissioner Tim Loh warned Aussies that when it comes to crypto investments its “not a game of hide and seek”, with the exchanges offering excellent data-matching capabilities.

“It’s the way we want to go about making sure people comply with their tax obligations in relation to cryptocurrency,” he told news.com.au.

“Cryptocurrency prices have skyrocketed over last 12 to 18 months. In June last year, bitcoin was worth $13,000, in April this year it was $80,000 and today it’s about $46,000. It’s something we know people are going to be investing in more in upcoming years and we want to make sure people understand what their tax obligations are.”

source

23
প্রচলিত মুদ্রার সঙ্গে বিটকয়েনের বড় পার্থক্য হলো, এর নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের হাতে নেই। স্টক বা বন্ডে বিনিয়োগের সঙ্গেও রয়েছে বিস্তর ফারাক। কারণ এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করে বুঝবেন, তা কোন পথে এগোচ্ছে।

বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ বা কারা ভার্চ্যুয়াল মুদ্রাটি উদ্ভাবন করে। বিটকয়েনে লেনদেন লিপিবদ্ধ হয় ব্লকচেইন প্রযুক্তির ভার্চ্যুয়াল খতিয়ানে। বিটকয়েন কার কাছ থেকে কার কাছে গেল, তার হিসাব থাকে সেখানে। এটিই বিটকয়েনের মালিকানা প্রমাণ করে।

বিটকয়েনের মূল্য নির্ধারণ হয় কীভাবে
কেন্দ্রীয় ব্যাংক বা সরকারব্যবস্থার নিয়ন্ত্রণ না থাকায় কোনো দেশের অর্থব্যবস্থা, আর্থিক নীতিমালা, মুদ্রাস্ফীতির হার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলো বিটকয়েনের মূল্য নির্ধারণ করতে পারে না। এর মূল্য নির্ধারণে যে বিষয়গুলো প্রভাব ফেলে, তা হলো—

বিটকয়েনের চাহিদা ও জোগান

মাইনিংয়ের মাধ্যমে বিটকয়েন তৈরির খরচ

ব্লকচেইনে লেনদেন যাচাইয়ের মাধ্যমে প্রাপ্ত পারিশ্রমিক

প্রচলিত বিটকয়েনের পরিমাণ

যে মাধ্যমে বিনিময় হয়

বিটকয়েনে লেনদেনে নানা রাষ্ট্রের বিধিনিষেধ

বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা

বিটকয়েন মাইনিংয়ে সচরাচর এমন কম্পিউটার যন্ত্রাংশ ব্যবহার করা হয়বিটকয়েন মাইনিংয়ে সচরাচর এমন কম্পিউটার যন্ত্রাংশ ব্যবহার করা হয়
চাহিদা ও জোগান দিয়ে শুরু করা যাক
কেন্দ্রীয় ব্যাংক যেমন নতুন ব্যাংক নোটের প্রচলন করে, বিটকয়েনের প্রচলন হয় ‘মাইনিং’ নামের প্রক্রিয়ায়। যে কেউ বিটকয়েনে লেনদেন সম্পাদনে এবং বিটকয়েন নেটওয়ার্কের সুরক্ষা নিশ্চিতে সাহায্য করতে পারেন। এ জন্য বিশেষ কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করতে হয়, গাণিতিক সমস্যার সমাধান দিতে হয়। এটি মাইনিং হিসেবে পরিচিত। বিনিময়ে পুরস্কার হিসেবে তাঁরা বিটকয়েন পেয়ে থাকেন।


বিটকয়েনের জোগান দুভাবে প্রভাবিত হয়। প্রথমত, মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরির হার আগে থেকেই নির্ধারিত। এই হার সময়ের সঙ্গে কমতে থাকবে। যেমন ২০১৬ সালে মোট বিটকয়েন বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। ২০১৭ সালে ৪ দশমিক ৪ এবং ২০১৮ সালে এই হার ছিল ৪ শতাংশ। এতে বিটকয়েনের চাহিদা যত দ্রুত বাড়ছে, জোগান সে হারে বাড়ছে না।

দ্বিতীয়ত, বিটকয়েন প্রোটোকল অনুযায়ী সর্বসাকল্যে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন হবে। মোট বিটকয়েনের পরিমাণ সেই সংখ্যা ছুঁলে মাইনিংয়ের মাধ্যমে নতুন বিটকয়েন তৈরি আর সম্ভব হবে না। অর্থাৎ মোট বিটকয়েনের পরিমাণ সীমিত।

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে মোট ১ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার বিটকয়েন প্রচলিত ছিল। সেটি সম্ভাব্য মোট বিটকয়েন জোগানের ৮৮ দশমিক ৫ শতাংশ। সংখ্যাটি এত দিনে আরও বেড়েছে নিশ্চয়।

এথেরিয়াম, টেদারসহ বিটকয়েনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিনদিন বাড়ছে। ছবির মুদ্রাগুলো অবশ্য প্রতীকীএথেরিয়াম, টেদারসহ বিটকয়েনের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দিনদিন বাড়ছে। ছবির মুদ্রাগুলো অবশ্য প্রতীকী
প্রতিযোগিতার কথাও মাথায় রাখা জরুরি
বিটকয়েন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা। তবে আরও অনেক এমন মুদ্রার প্রচলন হচ্ছে। বিটকয়েনের ‘নিকটবর্তী’ প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে এথেরিয়াম, টেদার, বাইন্যান্স কয়েন, কারডানো ও পলকাডট। ক্রিপ্টো মুদ্রার এই প্রতিযোগিতা বিনিয়োগকারীদের জন্য ভালো। এতে মূল্য চট করে আকাশচুম্বী হতে পারে না। তবে বিটকয়েনের বেলায় এটা এতটাই মানুষের মুখে মুখে ছড়িয়েছে যে প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় অনেক এগিয়ে থাকার সুযোগ পেয়েছে।

নতুন বিটকয়েন তৈরির খরচও তো বাড়ছে
ভার্চ্যুয়াল মুদ্রা হলেও বিটকয়েন তৈরির খরচ তো আছেই। কম্পিউটার যন্ত্রাংশ সেটআপ করার খরচ আছে, সেগুলো পরিচালনায় বিদ্যুতের খরচ আছে।

মনে করুন, বর্তমান হারে প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন তৈরি হবে। এখন যদি একজন মাইনার বিটকয়েন মাইনিং করেন, তবে তিনি প্রতি ১০ মিনিটে একটি করে বিটকয়েন পাবেন।

দিন কয়েক আগে এল সালভাদরে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন করা হয়। সে ঘোষণার পর দেশটির রাজধানী সান সালভাদরে স্থাপিত বিটকয়েন এটিএম বুথের ছবি তুলছেন এক নারীদিন কয়েক আগে এল সালভাদরে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন করা হয়। সে ঘোষণার পর দেশটির রাজধানী সান সালভাদরে স্থাপিত বিটকয়েন এটিএম বুথের ছবি তুলছেন এক নারী
১০০ জন সে কাজ করলে প্রতিযোগিতাই কেবল বাড়বে। ওই ১০ মিনিটে একটির বেশি বিটকয়েন তো আর তৈরি হবে না। এবার কল্পনা করুন, বিশ্বব্যাপী ১০ লাখ মানুষ একই সময়ে একই কাজ করে যাচ্ছেন। অর্থাৎ সেই যন্ত্রাংশের খরচ, শ্রমের খরচ এবং সম্মিলিত বিদ্যুৎ বিল হু হু করে বাড়লেও বিটকয়েন তৈরির হার একই থাকছে। অর্থাৎ বিটকয়েন তৈরির খরচ বেড়ে যাচ্ছে। আর তৈরির খরচ বিটকয়েনের মূল্যে বড় প্রভাব ফেলে।

নীতিনির্ধারকদের বিভ্রান্তি
বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রা দ্রুত জনপ্রিয় হওয়ায় বিশ্বব্যাপী নীতিনির্ধারকেরা এমন ভার্চ্যুয়াল সম্পদ কী হিসেবে শ্রেণিবদ্ধ করবেন, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ক্রিপ্টো মুদ্রা ‘সিকিউরিটিজ’ হিসেবে শ্রেণিবদ্ধ। আবার একই দেশের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন এই মুদ্রাগুলোকে ‘পণ্য’ হিসেবে উল্লেখ করেছে। এতে কোন সংস্থা বিটকয়েনের মতো মুদ্রার নিয়ন্ত্রণ করবে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।


ইলন মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতির তুলনা করে ছবিটি বানিয়েছেন কেউ। ইলন প্রায়ই টুইটারে বিটকয়েন নিয়ে আলোচনা করেনইলন মাস্কের রকেট তৈরির প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে বিটকয়েনের মূল্যে ঊর্ধ্বগতির তুলনা করে ছবিটি বানিয়েছেন কেউ। ইলন প্রায়ই টুইটারে বিটকয়েন নিয়ে আলোচনা করেন
বিটকয়েনের অভ্যন্তরীণ পরিচালনব্যবস্থা
কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় বিটকয়েনে লেনদেন সম্পন্ন করতে এবং নেটওয়ার্ক নিরাপদ রাখার ভার অনেকটা সফটওয়্যার ডেভেলপার এবং মাইনারদের ওপর। সাধারণ সমস্যার সমাধান দীর্ঘ সময়ের আগে সম্ভব হয় না। এতে বিটকয়েন কমিউনিটিতে হতাশা বাড়ছে।

বিটকয়েনে লেনদেন বর্তমানে যে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তা সেকেন্ডে কেবল তিনটি লেনদেন সম্পন্ন করতে পারে। শুরুর দিকে সেটা কোনো সমস্যা না হলেও বিটকয়েনে লেনদেনের চাহিদা বাড়ায় এখন সে সফটওয়্যারের কারণেই লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। একসময় হয়তো বিরক্ত হয়ে বিনিয়োগকারীরা অন্য ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বেশি আগ্রহী হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বিটকয়েনের দাম কখন বাড়ে, কখন কমে?
বিটকয়েনের মূল্য ওঠানামায় প্রচারিত সংবাদ, অনুমান, প্রাপ্যতা প্রভৃতির প্রভাব আছে। যেমন নেতিবাচক সংবাদ প্রকাশ হলে অনেক বিনিয়োগকারী তড়িঘড়ি করে তাঁদের বিটকয়েন বিক্রি করে দেন। এতে দাম কমে যায়। আবার ইতিবাচক সংবাদ প্রকাশ পেলে হয় উল্টোটা।

চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছেচীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে
তা ছাড়া, বাজারে বিটকয়েন বিক্রির পরিমাণ বাড়লে মূল্য কমে। আবার যত বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং বিনিময়ের মাধ্যম হিসেবে বিটকয়েন গ্রহণ করছে, এর দাম তত বাড়ছে।

আরেকটি ব্যাপার হলো, অনেকে মানুষ প্রচলিত মুদ্রায় বিশ্বাস না রাখতে পেরে বিকল্প মাধ্যম খুঁজতে থাকেন। বিটকয়েনের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় এটিকে বেছে নিচ্ছেন অনেকে। এতেও দাম বাড়ছে।

বিভিন্ন দেশে বিটকয়েনের মতো ক্রিপ্টো মুদ্রায় লেনদেনে বিধিনিষেধ আছে। সেটাও বিটকয়েনের মূল্যে প্রভাব ফেলে। সম্প্রতি চীনা ব্যাংকগুলোকে বিটকয়েনে যেকোনো ধরনের লেনদেন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে বিটকয়েনের দাম পড়ে যায়।

তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া
source

24
DeFi tokens / A guide to decentralized exchanges of DeFi
« on: June 26, 2021, 05:02:27 AM »
If you are here for the exchanges and not the story behind them, we recommend that you skip these sections and head straight to our Top 5 DEXs list. Otherwise, satiate your curious mind by discovering both their importance and powerful influence on the entire crypto market.

Decentralized exchanges have almost casually entered the crypto space in 2020, when all seemed lost as a result of increased volatility. Cryptocurrencies have once again had trouble with protecting their value, as the onset of a pandemic and economic crisis have critically worsened the state of financial markets.

Slowly but surely, DEXs have increased in size and began to ‘steal’ liquidity from CEXs. The chain of events resulted in the creation of a new market segment: decentralized finance (DeFi).

DeFi took the world by storm as it went from a valuation of $1 billion to $10 billion over the course of the summer. Almost a year later, since the fun started, DeFi is worth more than $40 billion.

Let’s be real. Everyone thought that DeFi was a fad and that it would ‘pop’ just like ICOs did a few years ago. All projects were token swapping platforms rather than proper exchanges, often carrying weird food names. Decentralized exchanges had the status of a ‘meme’ in the crypto community, and there was nothing serious about it that could convince us otherwise.

Not to mention, the crazy returns brought on by yield farming has cemented that line of thought by making us believe that the segment will not last for long - lo and behold, here we are.
source

25
Ethereum , like bitcoin, currently uses an energy-intensive process called “mining” to create and distribute new cryptocurrency. The thousands of people globally who help make that happen, known as miners, operate millions of dollars worth of machinery in a race to solve computational problems and earn ETH, the network’s native cryptocurrency.

But at some point within the next year, Ethereum will undergo a major upgrade that will fundamentally change how the network operates and how new ETH is created. Ethereum mining will become a thing of the past.

So where will all the Ethereum miners go?

The Proof
When the Bitcoin white paper was released in 2008, it borrowed a cryptographic concept as a way of making a decentralized network safe for sending money: proof of work.

The Ethereum blockchain, launched in 2015, uses that same consensus protocol. In a nutshell, it's a way for making sure the computers agree on the transactions and the status of the database at any given time. This secures the network from attacks that could allow funds to be spent multiple times.
source

26
ক্রিপ্টোকারেন্সির লেনদেনে সমর্থন বন্ধ করতে ব্যাংক এবং অর্থ আদান-প্রদানের প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে চীন। শুক্রবার দেশটির সিচুয়ান প্রদেশে বিটকয়েন মাইনিংয়ের কাজ বন্ধ করে দেওয়ার পর এই আদেশ এলো। এরপর সোমবার বিটকয়েনের দাম আরো ১০ শতাংশ হ্রাস পেলেও মঙ্গলবার এশীয় বাজারে এটি  স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এপ্রিলে ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড সর্বোচ্চ ৬৩ হাজার ডলারে ওঠার পর থেকে এ পর্যন্ত এটির মান প্রায় ৫০ শতাংশ কমেছে। সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছে, তারা সম্প্রতি বেশ কয়েকটি বড় ব্যাংক এবং অর্থ প্রদানকারী সংস্থাকে তলব করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর তাতে ক্রিপ্টোকারেন্সির ব্যবসায় আরো কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ  দেওয়া হয়েছে।

অন্যদিকে আর্থিক প্রযুক্তি জায়ান্ট অ্যান্ট গ্রুপের মালিকানাধীন চীনা মোবাইল ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে বলেছে, অবৈধ ক্রিপ্টোকারেন্সির লেনদেন শনাক্ত করতে তারা একটি মনিটরিং ব্যবস্থা চালু করবে।  সূত্র : বিবিসি
source

27
DeFi tokens / What is SushiSwap? (SUSHI)
« on: June 22, 2021, 09:51:24 AM »
SushiSwap is a software running on Ethereum that seeks to incentivize a network of users to operate a platform where users can buy and sell crypto assets.

Similar to platforms like Uniswap and Balancer, SushiSwap uses a collection of liquidity pools to achieve this goal. Users first lock up assets into smart contracts, and traders then buy and sell cryptocurrencies from those pools, swapping out one token for another.  source

28
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিমসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। হামিম ২০১৩ সালে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের ওপর দক্ষতা লাভ করে। এরপর সে নিজেই একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ৫০ জনকে বিটকয়েন জালিয়াতির প্রশিক্ষণ দিয়ে আসছিল।

Advertisement


এ চক্রের কয়েক হাজার সদস্য রয়েছে। প্রতি মাসে তারা দেড় কোটি টাকা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করত। তারা ভার্চুয়াল জগতে অবৈধ ডার্ক পর্নোসাইট থেকে পর্নোগ্রাফি ক্রয় করে। এরপর পর্নোগ্রাফিগুলো বেশি অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেয়।

রোববার (২০ জুন) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বিটকয়েন চক্রের অন্যতম হোতা হামিম প্রিন্স খান (৩২)। এ চক্রের অন্য সদস্যরা হলেন- রাহুল সরকার (২১), সঞ্জিব দে ওরফে তিতাস (২৮) ও মো. সোহেল খান (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়।

Advertisement


সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা দল জানতে পারে, একটি চক্র অবৈধ ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন লেনদেনের সঙ্গে জড়িত। চক্রটি ডার্ক সাইট থেকে ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন ব্যবহার করে পর্নোগ্রাফি কেনাবেচার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৪ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, গ্রেফতাররা ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে অ্যাকাউন্ট করে ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন ক্রয়-বিক্রয় করে। তারা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক মানি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশি বেশকিছু অসাধু ডোমেইন হোল্ডার ও ব্যবসায়ী চক্রের সঙ্গে অর্থ লেনদেন করে। তারা ভার্চুয়াল জগতে অবৈধ ডার্ক পর্নোসাইট থেকে পর্নোগ্রাফি ক্রয় করে। এরপর পর্নোগ্রাফিগুলো বেশি অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেয়।

চক্রটির সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন অত্যন্ত লাভজনক বলে প্রচারণা চালায়। এ প্রচারণার মাধ্যমে যুবক-যুবতীদের অবৈধ লেনদেনে প্রলুব্ধ করত। আগ্রহীদের তারা অর্থের বিনিময়ে ক্রিপ্টো কারেন্সি প্রশিক্ষণ দিয়ে অর্থ হাতিয়ে নিত।

এছাড়া তারা বেশকিছু আগ্রহীকে প্রলুব্ধ করে। তারা তাদের কাছ থেকে নেয়া কোটি কোটি টাকা বিনিয়োগ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপের সঙ্গে জড়িত যেখানে বিটকয়েন ব্যবসায় আগ্রহীরা যুক্ত করত। গ্রুপের কয়েক হাজার সদস্য রয়েছে। তারা প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকা লেনদেন করে।

Advertisement


যেভাবে অবৈধভাবে ক্রেডিট কার্ড হ্যাকিং করে বিটকয়েন ক্রয়-বিক্রয়ের জগতে প্রবেশ

চক্রের অন্যতম হোতা গ্রেফতার হামিম প্রিন্স খান ২০১৩ সালে ফরিদপুরের একটি কলেজ থেকে ইংরেজিতে বিএ (সম্মান) পাস করেন। এরপর ২০১৩ সালে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের ওপর দক্ষতা লাভ করে প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।

পরবর্তীতে তিনি ক্রিপ্টো কারেন্সির ওপর দক্ষতা লাভ করে প্রায় ৫০ এর অধিক বিটকয়েন লেনদেন প্রশিক্ষণ দিয়েছে। বিটকয়েন ছাড়াও সে লিটকয়েন, ডগকয়েন, ইথারিয়াম, ব্রাস্ট ও ন্যানো লেনদেনের সঙ্গে জড়িত।

সে মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ উন্নত বিশ্বের অন্যান্য দেশে এ কার্যক্রম চালিয়ে দেশের বিপুল পরিমাণ অর্থপাচার করে আসছিল। তার বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ রয়েছে। সে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে অন্যের ক্রেডিট কার্ড হ্যাক করে বিট কয়েন ক্রয় করে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। ভার্চুয়াল জগতে তার ১৫-১৬টি ওয়ালেট রয়েছে।

গ্রেফতার রাহুল সরকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামিমের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে হামিমের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ২০২০ সালের শেষ দিকে তিনি বিটকয়েন লেনদেনের সঙ্গে জড়িত হয়। তার বিনান্স ওয়ালেটসহ বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে।

গ্রেফতার সঞ্জিব দে ওরফে তিতাস ফরিদপুরের স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামিমের সঙ্গে পরিচয়ের পর থেকেই হামিম তাকে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে বিট কয়েন লেনদেনে উদ্বুদ্ধ করে। তিনি হামিমের কথায় উদ্বুদ্ধ হয়ে নিজের নামে বিটকয়েনে ‘ক্লোনিক্স ওয়ালেট’ ও ‘বেটলেক্স ওয়ালেট’ নামে অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করে আসছিল।

গ্রেফতার সোহেল খান মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েভ ডেভেলপিং ও গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে অল্প কিছু অর্থ উপার্জন করত। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকাদার বিজ্ঞাপনের লোভে পড়ে হামিমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিটকয়েনে নিজের নামে ওয়ালেট খোলে এ অবৈধ লেনদেন করে আসছিল। অনলাইনে তার বিমান্স ওয়ালেটসহ বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

টিটি/এমআরএম/এমকেএইচ

Source: https://www-jagonews24-com.cdn.ampproject.org/v/s/www.jagonews24.com/amp/677122?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16242068428977&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fnational%2Fnews%2F677122

29
বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্ক সম্প্রতি আলোচনায় এসেছেন বিটকয়েন নিয়ে টুইট করে। গত রোববার সেই টুইটে মাস্ক জানান, ক্রিপটোকারেন্সি তৈরিতে নিরাপদ জ্বালানির ব্যবহার বাড়ায় টেসলা এখন বিটকয়েন ব্যবহার করবে। এই ঘোষণার পরে গতকাল সোমবার এক দিনেই বেড়ে গেছে ক্রিপটোকারেন্সি বিটকয়েনের দাম।

মাস্ক লেখেন, ‘এখন যখন বিষয়টি নিশ্চিত যে ক্রিপটোকারেন্সি প্রস্তুতকারকেরা যথেষ্ট পরিমাণ (প্রায় ৫০ শতাংশ) নিরাপদ জ্বালানি ব্যবহার করছেন, তখন টেসলাও বিটকয়েন গ্রহণ করবে।’

ভবিষ্যৎ লেনদেনে বিটকয়েন গ্রহণের ঘোষণা দিলেও ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে নিরাপদ জ্বালানি ব্যবহার কীভাবে নজরদারি করা হবে, সে বিষয়ে কোনো ধারণা ইলন মাস্ক বা তাঁর কোম্পানি টেসলা দেয়নি।

গত রোববার মাস্কের ঘোষণার পরেই ক্রিপটোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম কয়েনবেস জানায়, সোমবার সকাল নাগাদই ক্রিপটোকারেন্সির দাম ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে।


গত মার্চের শেষেই টেসলা লেনদেনে বিটকয়েন গ্রহণ শুরু করে। মে মাসে টেসলা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন স্থগিত করে। তখন মাস্ক বলেছিলেন, ক্রিপটোকারেন্সি মাইনিংয়ে পরিবেশের ঝুঁকি বেশি, তাই তিনি তা ব্যবহার থেকে বিরত থাকবেন।

বিটকয়েনের দাম এ বছরের শুরু থেকেই অস্থিতিশীল ছিল। কয়েনবেস জানায়, জানুয়ারিতে একটি বিটকয়েনের দাম ছিল ২৯ হাজার ৪০০ মার্কিন ডলার। এপ্রিল নাগাদ একটি কয়েনের দাম দাঁড়ায় ৬৪ হাজার ৮৯৯ মার্কিন ডলার।


মাস্ক আগে থেকেই এই দাম হ্রাস–বৃদ্ধিতে ভূমিকা রাখছিলেন। গত মে মাসে মাস্কের ক্রিপটোকারেন্সি বর্জনের ঘোষণা পর দাম ১২ শতাংশ কমে যায়।

কয়েনবেস বলছে, মাস্কের ঘোষণার পরে বিটকয়েন ছাড়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। ইথেরামের দাম বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ, ডজকয়েনের দাম বেড়েছে ৫ শতাংশ।
Source: https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/business/world-business/%E0%A6%87%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16237455159465&csi=1&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fbusiness%2Fworld-business%2F%25E0%25A6%2587%25E0%25A6%25B2%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%2595%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%259F%25E0%25A7%2581%25E0%25A6%2587%25E0%25A6%259F%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25B2-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25AE

30
The teams behind decentralized exchange protocol 0x and Ethereum scalability platform Polygon today announced they are spending $10.5 million in a bid to get users to use the Polygon network.

The cash, they say, will make it easier for developers to build DeFi infrastructure on Polygon via Ethereum.
Polygon is an Ethereum layer 2 scaling solution. Previously known as Matic, it allows developers building on Ethereum to do so quickly and relatively cheaply. Ethereum is known to have issues with functionality, and has been at times prohibitively expensive to use. Gas fees (what one pays to keep the network running) have hit historic highs over the last several months, due to the sheer amount of people using the network. Those fees have since come down a bit over the last week, as the price of Ethereum has dropped.

Polygon aims to fix scaling and cost issues on Ethereum by using a “sidechain” solution: a semi-independent blockchain that works in tandem with an associated “main chain” (in this case, Ethereum)—to improve its speed or capabilities.

0x is a platform for developers to build decentralized exchanges (DEXs) atop of Ethereum. Its platform has become increasingly popular as DEX users and trading numbers have exploded within the past year, largely driven by the growth of DeFi.


source: https://decrypt.co/73250/polygon-10-million-ethereum-defi-developer-push

Pages: 1 [2] 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod