Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: CryptoZenWorld on July 04, 2018, 11:56:29 PM

Title: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: CryptoZenWorld on July 04, 2018, 11:56:29 PM
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।

2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।

তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।

Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: totol02 on September 12, 2018, 04:37:48 AM
এরকম চুরি যদি হয় এক্সচেঞ্জ থেকে তাহলে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে না। তাই এক্সচেঞ্জার  সাইট গুলিকে চুরি যাতে না হয় সেই নিরাপত্তা দিতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি থেকে বিনিয়োগকারীরা অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ক্রিপ্টোকারেন্সি অচিরেই হারিয়ে যাবে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Salauddin on September 25, 2018, 12:10:57 PM
আমি জতদুর জানি তা হলো কোন এক্সচেঞ্জারের নিজস্ব লোক ছাড়া এটা করা প্রায় অসম্ভব,  কারন এখন সবকিছুতে ২-স্টেপ অন করে রাখা যায়।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Papusha20 on October 06, 2020, 03:40:55 PM
আমি জতদুর জানি তা হলো কোন এক্সচেঞ্জারের নিজস্ব লোক ছাড়া এটা করা প্রায় অসম্ভব,  কারন এখন সবকিছুতে ২-স্টেপ অন করে রাখা যায়।


তা না হলে হ্যাক করা সম্ভব না যদি নিজে গুলো হেলপ না করে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Btceth01 on November 08, 2020, 05:48:17 PM
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।

2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।

তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।

Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/
এটা অনেক দুঃখের সময়। আসলে এই সমস্ত কাজ যারা করে তারা আসলে মানুষ নয়। মানুষ হয়ে কখনো কি সমস্ত কাজ করতে পারে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Msweet on November 12, 2020, 11:24:51 PM
এরকম পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ l কেননা এই সম্পর্কে আমাদের সকলের জ্ঞান থাকা প্রয়োজন l তবে আমার মনে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হ্যাক করাটা অনেক টা অসম্ভব l এটা মনে হয় নিজেদের বানানো একটি কারসাজি l
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Rain075 on November 22, 2020, 03:17:26 PM
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।

2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।

তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।

Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/
এটা অনেক দুঃখের খবর। এই সমস্ত জিনিস চুরি হওয়ার জন্য বড় ধরনের ক্ষতি হয়। এতে মার্কেট অনেকটাই ধ্বংস হয়ে যায়।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Primo1760 on November 25, 2020, 03:57:50 PM
আসলে বিষয়টি এর আগে আমি অনলাইনে দেখেছি কিন্তু সত্য তা আসলে কতটুকু জানি না।এটা চুড়ি না কি হ্যাকিং নাকি কোন একটা দলের সমষ্টিগত কাজ।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Cristiano on November 28, 2020, 01:18:19 PM
এরকম চুরি যদি হয় এক্সচেঞ্জ থেকে তাহলে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে না। তাই এক্সচেঞ্জার  সাইট গুলিকে চুরি যাতে না হয় সেই নিরাপত্তা দিতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি থেকে বিনিয়োগকারীরা অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ক্রিপ্টোকারেন্সি অচিরেই হারিয়ে যাবে।
ঠিক বলেছেন আপনি এরকম করি যদি হয় তাহলে এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করবে না। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। যাতে করে চুরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ক্রিপ্টো মার্কেট একদম খারাপ হয়ে যাবে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: bmr on December 19, 2020, 05:59:17 PM
কিছুদিন পর পর আমরা এই ধরনের নিউজ শুনতে পাই যে ক্রিপ্টোওয়ালেট থেকে ডলার চুরি হয়েছে। আমার কথা হল যেহেতু স্ক্যামার বা হ্যাকার আছে সেহেতু সবসময়ই ঝুকি আছে তাই এটা যত সিকিউর রাখা যায় ততই ভাল।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Sumaiya2 on January 03, 2021, 04:26:08 PM
এটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের থেকে চুরি হয়েছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ এক্সএন যদি হ্যাক হয় তাহলে এর চেয়ে বড় ধ্বংসের মূল আর কি রয়েছে। যদিও হ্যাক হয়ে থাকে এটা নিজেদের লোকরাই করেছে কারণ অন্য কোন লোক এসে হ্যাক করতে পারবে না।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Princeraju on January 04, 2021, 03:17:17 PM
এরকম চুরির ঘটনা অনেক সময় করে থাকে। চুরির ঘটনা গুলো মানুষকে ক্ষতি করতে পারে। যদি এক্সচেঞ্জে চুরি হয় তাহলে এক্সচেঞ্জের টিম অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগে Kucoin এক্সচেঞ্জে হ্যাক হওয়ার ঘটনা ঘটেছিল।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Olezka on January 05, 2021, 01:12:58 PM
প্রায়ই শুনি যে কোন না কোন একচেঞ্জ থেকে চুড়ি হয়েছে বা হ্যাক হয়েছে সেক্ষেত্রে কথা গুলো কতটা সত্যি বা মিথ্যা বলা খুবই কঠিন। অথেনটিক নিউজ ছাড়া বিশ্বাস করা কঠিন কাজ।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Tubelight on March 17, 2021, 09:10:09 AM
ক্রিপ্টোকারেন্সি তে যদি এরকম চুরি বা প্রতারণা হয়ে থাকে তাহলে যারা বিনিয়োগ করেন তারা আর বিনিয়োগ করবেন না। কারণ কেউ হতে চাইবে না যে তার অর্থ-সম্পদ জলে চলে যাক। তাই আমাদের এ সকল বিষয়ে সচেতন থাকতে হবে। যাতে আমরা এধরণের চুরি থেকে মুক্তি পাই।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Sonjoy on March 17, 2021, 09:38:16 AM
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।

2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।

তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।

Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/
আপনাকে অবশ্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট করার জন্য আপনার এই পোস্ট থেকে আমার মত অনেকেই অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে নি স্কুলে ছোটদের জন্য অনেক হেল্পফুল হবে এই পোস্টটি ধন্যবাদ
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Rothi roy on March 17, 2021, 02:32:52 PM
এমন নিউজ পড়ে সত্যিই অনেক খারাপ লাগে। ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে ডলার চুরি এটা অসম্ভব। এখানে এত মানুষ যুক্ত আছে এমন একটি জায়গার সিকিউরিটি সিস্টেম এত লো থাকবে কেন। আমার মনে হয় এটা কোন হ্যাকিং না। এটা কারো বানানো কারসাজি বা কোন দলের কাজ।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Rockalo on March 21, 2021, 01:24:24 PM
যে কোন ক্রিপ্টোকারেন্সি সম্পদ হ্যাক হলে কর্তৃপক্ষ অনেক ঝামেলায় পড়ে যায়। কারণ যেকোন ম্যানেজমেন্ট হ্যাক হওয়ার ধাক্কা সহ্য করতে পারে না। বাজারে বড় বড় চুরি গুলো কর্তৃপক্ষকে নিম্ন স্তরে নিয়ে আসে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Sonjoy on March 24, 2021, 10:38:23 AM
এরকম চুরি যদি হয় এক্সচেঞ্জ থেকে তাহলে বিনিয়োগকারীরা আর ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবে না। তাই এক্সচেঞ্জার  সাইট গুলিকে চুরি যাতে না হয় সেই নিরাপত্তা দিতে হবে। তা না হলে ক্রিপ্টোকারেন্সি থেকে বিনিয়োগকারীরা অচিরেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ক্রিপ্টোকারেন্সি অচিরেই হারিয়ে যাবে।
ঠিক বলেছেন আপনি এরকম করি যদি হয় তাহলে এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করবে না। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। যাতে করে চুরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ক্রিপ্টো মার্কেট একদম খারাপ হয়ে যাবে।
অবশ্যই সতর্কতার সাথে আপনাকে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে তা না হলে আপনি অবশ্যই অবশ্যই বিপদের সম্মুখীন হবেন আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু আপনাকে হাইসিকিউরিটি সিকিউরিটির মাধ্যমে কিন্তু আপনার টাকা কিংবা ডলারকে কিন্তু রাখতে হবে তা না হলে কিন্তু অল্প একটু কমবে কিন্তু আপনি সব ডলার হারিয়ে ফেলবেন সঠিকভাবে কাজ করতে হবে
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Irfan12@ on April 03, 2021, 05:22:00 AM
আমি জতদুর জানি তা হলো কোন এক্সচেঞ্জারের নিজস্ব লোক ছাড়া এটা করা প্রায় অসম্ভব,  কারন এখন সবকিছুতে ২-স্টেপ অন করে রাখা যায়।
আমার মনে হয় এটা হ্যাকারদের কাজ তা না হলে কেউ কখনও চাইবেনা তাদের এক্সচেঞ্জার এর রেপুটেশন নষ্ট হোক। নিজে নিজেরা যদি তাদের এক্সচেঞ্জ থেকে ডলার হাতিয়ে নেয় তাহলে তাদের এক্সচেঞ্জের একটা দুর্নাম সৃষ্টি হয়। সেজন্য আমি বলব এটা হয়তো সত্যিই অন্য কেউ হ্যাক করে ডলার মেরে দিয়েছে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Tepona on April 03, 2021, 08:52:23 AM
যে ব্যাংকে চুরি হওয়া সেই ব্যাংকে যদি খুঁজিল দাড়ি না থাকে তাহলে সেই ব্যাংকে চুরি করা সম্ভব নয়। তাই আমি মনে করি এক্সচেঞ্জ এ অবশ্যই খুঁজিল দাঁড়ি রয়েছে। যার ফলে চুরি করতে অনেক বেশি সাহায্য পেয়েছে।
Title: Re: $ 700মিলিয়ন+ ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি !!
Post by: Dark Knight on April 10, 2021, 06:27:18 AM
গত বছর, ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে প্রায় $ 266 মিলিয়ন নিরাপত্তা ভঙ্গ এবং heists থেকে ক্ষতি। 2018 সালের প্রথমার্ধে ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে চুরি করা পরিমাণে তিনগুণ রেকর্ড করা হয়েছিল।

2018 সালে দুটি বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ জাপান মধ্যে $ 500 মিলিয়ন Coincheck হ্যাক এবং দক্ষিণ কোরিয়া $ 40 মিলিয়ন Coinrail হ্যাক ছিল। উভয় বিনিময় অফলাইন সংরক্ষিত স্লাইড wallets এর পরিবর্তে, তাদের Hot wallets, বা ইন্টারনেট সাথে সংযুক্ত wallets একটি অদ্ভুতভাবে বৃহদায়তন ক্রিপ্টো সম্পদ সংরক্ষিত ছিল। তাই Hacker অবিলম্বে ক্রিপ্টোক্রেজিক্সে শত শত মিলিয়ন ডলারের কোনও বাধা ছাড়াই চুরি করতে সক্ষম হয়।

তার হ্যাকের পরে, Coincheck বলেছিল যে তার $ 500 মিলিয়ন নিরাপত্তা লঙ্ঘন প্ল্যাটফর্ম নিরাপত্তা সিস্টেমের উপর কাজ প্রতিভাবান এবং অভিজ্ঞ ডেভেলপারদের অভাব ফলে ছিল।

Source: https://www.ccn.com/731-million-stolen-from-crypto-exchanges-in-2018-can-hacks-be-prevented/
ওয়ালেট হ্যাক করাটা ততটা সহজ নয়। হয়তো তাদের নিজেদের কারসাজিতেই হ্যাক হয়ে গেছে। যার ফলে হ্যাকাররা হ্যাক করতে আরো সুবিধা পেয়েছে। এই ঘটনাটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। মানুষ কেন এখনও বোকার মত কাজ করে সেটাই বুঝিনা। সবাইকে গুরুত্বপূর্ণ জিনিস গুলো নিরাপদ স্থানে রাখা উচিত। এমন ভাবে রাখতে হবে যাতে কেউ টের না পায় এমনকি হ্যাক ও করতে না পারে।