follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - CryptoRiders

Pages: [1] 2 3 4
4
#PROOF OF REGISTRATION

Forum Username: CryptoRiders

Forum Profile Link: https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=80467

Telegram Username: @CryptoRiders1

Participated Campaigns: Telegram

TRX Wallet Address (TRC20 compatible): TCEaJiBbhtc9QUCnzUMcuUQtjJnf9CDicY

5
কয়েনবেস ওয়ালেট আমি ব্যবহার করি না। কিন্তু আমি কিছুদিন আগে কয়েন বেস ওয়ালেট টা ব্যবহার করতে চেয়েছিলাম। পরে আমার চেনা পরিচিত এক সিনিয়র ভাইয়ের কাছে জানতে পারলাম যে কয়েনবেস ওয়ালেট টা খুব একটা ভালো না। তাই তখন থেকে আমি কয়েনবেজ ওয়ালেট ব্যবহার করার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে আমার মনে বারবার প্রশ্ন যাচ্ছিল যে কয়েনবেস ওয়ালেটটা কেন ভালো নয়। আজ আপনার পোষ্ট থেকে বুঝতে পারলাম যে এটা কেন ভালো না।

6
ভাইয়া আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই এটা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তবে cryptoHabib ভাই যা বলেছেন তা ঠিক বলেছেন।  আপনি মডারেটর সুপার হেল্পার ভাই এদের পোস্টগুলো পড়লেই সব বুঝতে পেরে যাবেন।     

7
আজকালকার বেশিরভাগ ইউজাররা বিশেষ করে নতুন ইউজার তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সব সময় স্পামিং করে যাচ্ছেন। তারা ক্রিপ্টোকারেন্সি সকল নিয়ম ভেঙে ফেলছে। আর যখনই তারা স্পামিং করছে মডারেটর ভাই এটা সংশোধন করে দিচ্ছেন। আর ইউজাররা সেটার সুযোগ নিচ্ছে। তাই আমার মতে মডারেটরদের শক্ত হতে হবে। এরকম করে স্পামিং করে গেলে বাংলা বোর্ড একদিন হুমকির মুখে পড়বে।

8
সবার কাছে জানতে চাই মার্কেটের অবস্থা কি যেমন আছে তেমনই কি থাকবে।না কি কোন পরিবর্তন ঘটবে যার যতো টুকু যানা আছে সে তাতো টুকুই প্রকাশ করুন।আমাদের খুব জানতে ইচ্ছে করছে ধন্যবাদ সবাইকে।                             
ভাই, ক্রিপ্টো মার্কেটের সকল কয়েনের প্রাইস সবসময়ই ওঠানামা করে। তাই মার্কেটের অবস্থা কি হবে এটা কারো পক্ষেই নিশ্চিত ভাবে বলা অসম্ভব। কিছুক্ষণ আগে দেখবেন কয়েন গুলোর দাম বাড়ছে আবার তার কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন এর দাম কমে যাচ্ছে। তাই মার্কেটে সকল কয়েনের দাম কেমন হবে তা বলা একেবারেই অসম্ভব।

9
ক্রিপ্টো-কারেন্সি মাইনিং একটি প্রক্রিয়া যা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ধরনের লেনদেন যাচাই করা হয় এবং ব্লক চেইন ডিজিটাল অ্যাকাউন্টের যোগ করা হয়। প্রতিটি ক্রিপ্টো-কারেন্সি  লেনদেন করার সময় , লেনদেন তথ্যটির সত্যতা নিশ্চিত করার জন্য  এবং লেনদেনের সাথে জড়িত ব্লকচেইন লেজার  আপডেট করার জন্য একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রক্রিয়া শুরু হয় । এই  প্রক্রিয়া সম্পন্ন করতে জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, এই গাণিতিক সমস্যা সমাধানের সাথে জড়িত বাক্তি বা কম্পিউটারকে সাধারনত মাইনার বলা হয়। এই গাণিতিক সমস্যা প্রথম যে সমাধান করতে পারবে সে বিজয়ী হিসেবে কিছু ক্রিপ্টোকারেন্সি পাবে কমিশন হিসেবে।


সোর্স লিংক: https://www.cirt.gov.bd
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিয়ে পোষ্ট করার জন্য। আসলে আমি একটু কারেন্সি মাইনিং সম্পর্কে বেশি জানতাম না। তবে আপনার হেল্প ফুল পোস্টটি থেকে অনেক কিছু জানতে পেরেছি। এরকম আরও হেল্পফুল পোস্ট করবেন যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি।

10
এখন সব কয়েনের দাম মোটামুটি কম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর কিছু টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখবো। এখন আমি বুঝতে পারছি না যে কোন টোকেন কিনলে বেশি ভালো হবে। সেজন্য আমি সিনিয়র ভাইদের কাছে সাহায্য কাম্য করছি যে তারা আমাকে অবশ্য এ বিষয়ে সাহায্য করবে। যে আমি বর্তমানে কোন টোকেন কিনে দীর্ঘ সময়ের জন্য হোল্ড করে রাখতে পারি।
ভাইয়া আমি এই ফর্মে অল্প কিছুদিন ধরে জয়েন করেছি। তাই আমার মধ্যে স্বল্প জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানটুকু থেকেই বলতে পারি আপনি যদি কোন টোকেন হোল করতে চান অবশ্যই বিটকয়েন টোকেন হোল্ড করতে পারেন। কারণ বিটকয়েন প্রতিনিয়ত স্প্যামিং করে আর তাই আমার মনে হয় অন্য সকল কয়েন এর চেয়ে এই কয়েনটি হোল্ড করলে আপনি বেশি লাভবান হতে পারেন।

11
বর্তমানে বিটকয়েন সকল কয়েনের রাজা। ক্রিপ্টো মার্কেটে এই কয়েনটা রাজত্ব করছে । আর বাকি সব কয়েন এর পায়ের তলায় পড়ে রয়েছে। যদিও ইথারিয়াম এর দাম এখন প্রচুর পরিমাণে বাড়ছে তবু এটি বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবেনা। কেননা বিটকয়েনে বর্তমান দাম 50 হাজার ডলারের উপরে আর ইথারিয়াম এর প্রাইস 2000 ডলার। বিটকয়েনের দাম ইথেরিয়াম এর দামের চেয়ে অনেকগুণ বেশী। তাই আমার মনে হয় বিটকয়েন কে কখনো ছাড়িয়ে যেতে পারবেনা ইথারিয়াম।

12
বিটকয়েন নিয়ে অনেক ভিডিও দেখেছি। অনেক সুন্দর পর্যালোচনামূলক একটি ভিডিও পেলাম। সবাই দেখবেন।


প্রথম আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি তথ্যবহুল ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা থেকে বিটকয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বাংলাদেশ বিটকয়েনের ব্যবহার এখনও বৈধ করেনি। কারণ বাংলাদেশ চোর বাটপারে ভরপুর। তবে আমাদের আশা অল্প কিছু দিনের মধ্যে যেন বাংলাদেশ বিটকয়েন কে বৈধ করে।

13
সিগনেচার ক্যাম্পেইন নিয়ে কিছু কথা।
এই টপিকটা মনোযোগ সহকারে পড়ুন। আপনার প্রশ্নের উত্তর সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি র‌্যাংক আপের জন্য যে কোন সেকশনে কমেন্ট করতে পারেন সমস্যা নেই।
তবে সিগনেচার এর রুলস পড়বেন সেখানে যে যে সেকশনের কাউন্ট হবে বলা আছে সেই সেই সেকশনে কেবল পোস্ট করলে কাউন্ট হবে। সব পোস্ট আবার লোকাল সেকশনে করলে তারা কাউন্ট করবেনা। যেমন বাউন্টি ডিটেকটিভ ৫ টা পোস্ট লোকাল সেকশনে কাউন্ট করে। অর্থাৎ সিগনেচার রুলস অনুযায়ী কমেন্ট করবেন।
ধন্যবাদ ভাইয়া, আপনাকে আসলে আমি একজন নতুন ইউজার। তাই সিগনেচার ক্যাম্পেইন সম্পর্কে আমার কোন ধারণা ছিল। না তবে আপনার পোষ্টটি পড়ে আমি এই সম্পর্কে পুরোপুরি ভাবে বুঝতে পেরেছি। এখন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে   কাজ করব আর আপনি যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী চলার চেষ্টা করব।

14
অলটকয়েনটক ফোরামে সক্রিয় মডারেটরদের তালিকাঃ

নিউবি মডঃ ১ জন
Nostoman


জুনিয়র মডঃ ১৭ জন

ayatoslaw
babu10
bubbalex
EAA-ALLAH
Freemind
gqinyot
Master107
Mbah Jenggot
Muhammad Anwar
Nboramir
Niko
ShadowCrypto
spatialiste
Vx1
Lutera94
damsix
Oxumare





মডঃ ১৫ জন
aiviaa485
alltalk
Altcoin1998$
EmoneyABC
Ferki
Flodner
forvert
Libet
Malam90
MrSpasybo
Nasa
owmivmen
sirty143
trendcoin
Vaz0r

গ্লোবাল মডারেটরঃ ৭জন
Bigpat
Cordillerabit
dragononcrypto
epidemia
hair
heyod hewow
mnixxo

মোটঃ ৪০ জন

ইংরেজি টপিকঃ https://www.altcoinstalks.com/index.php?topic=177387.0
ধন্যবাদ মডারেটর ভাই আপনাকে এতো কষ্ট করে সুন্দর একটা টপিক আমাদের মাঝে
তুলে ধরার জন্য। কে এত কষ্টকরে মডারেটরদের খুজতে যাব। যাহোক, এতোগুলা বাঙালি
মডারেটরদের দেখে আমরা সবাই অনুপ্রাণিত হই। আর আশা করি খুব তাড়াতাড়ি একজন বাঙালি গ্লোবাল মডারেটর নিশ্চয়ই পাবো।                               

15
শুভেচ্ছা ও স্বাগত জানাই Lutera94 কে PlokaDot এবং Cardano এ মডারেটরের দায়িত্ব পালনের জন্য। মডারেটর হতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর Lutera94 এর সেই দক্ষতা নিশ্চয়ই রয়েছে। তাই ইনি মডারেটর হতে পেরেছেন। এটা আমাদের বাঙালির জন্য খুবই গর্বের বিষয়।   

Pages: [1] 2 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod