Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on February 04, 2024, 10:09:05 PM

Title: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: Crypto Library on February 04, 2024, 10:09:05 PM
আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ বোর্ডের চাইল্ড বোর্ডে আরো কিছু বোর্ড যোগ হওয়া প্রয়োজন যেমন  আমি উপরে টাইটেলে অলরেডি দুটো চাইল্ডপুর এর নাম মেনশন করলাম। আমি মনে করি এগুলো আমাদের জন্য প্রয়োজন।
বিশেষ করে ফোরাম সম্পর্কিত আলোচনা এই ধরনের একটি চাইল্ড বোর্ড রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এখানে ফোরামে আরো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন তথ্যাদি এবং ট্যুরসমূহ সম্পর্কে টপিক বা পোস্ট থাকবে। যেটা এই ফোরামে যারা নতুন তাদেরকে শিখতে অত্যন্ত তাড়াতাড়ি সাহায্য করবে। আপনাদের কি মনে হয় এরকম আরো কয়েকটি  চাইল্ড বোর্ড প্রয়োজন আছে কিনা?
আপনারা নিজেরাও সাজেশন করতে পারেন। আশা করি আমাদের মডারেটর সেই বিষয়গুলোর প্রতি নজর দিবেন। :)
Title: Re: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: Perfect540 on February 05, 2024, 03:13:46 AM
আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ বোর্ডের চাইল্ড বোর্ডে আরো কিছু বোর্ড যোগ হওয়া প্রয়োজন যেমন  আমি উপরে টাইটেলে অলরেডি দুটো চাইল্ডপুর এর নাম মেনশন করলাম। আমি মনে করি এগুলো আমাদের জন্য প্রয়োজন।
বিশেষ করে ফোরাম সম্পর্কিত আলোচনা এই ধরনের একটি চাইল্ড বোর্ড রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এখানে ফোরামে আরো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন তথ্যাদি এবং ট্যুরসমূহ সম্পর্কে টপিক বা পোস্ট থাকবে। যেটা এই ফোরামে যারা নতুন তাদেরকে শিখতে অত্যন্ত তাড়াতাড়ি সাহায্য করবে। আপনাদের কি মনে হয় এরকম আরো কয়েকটি  চাইল্ড বোর্ড প্রয়োজন আছে কিনা?
আপনারা নিজেরাও সাজেশন করতে পারেন। আশা করি আমাদের মডারেটর সেই বিষয়গুলোর প্রতি নজর দিবেন। :)
+1, হ্যাঁ আমাদের আরো দু-চারটা বাচ্চা বোর্ড বা সাব বোর্ড দরকার যেগুলোতে আমরা আলোচনা করতে পারব। চাইল্ড বোর্ড হিসাবে খেলাধুলা নিয়েও বেশ একটি সাব বোর্ড দরকার যেখানে আমরা ক্রিকেটের পাশাপাশি কিছু ফুটবল নিয়ে আলোচনা করতে পারব এবং আমরা আরো কিছু সার্ফ ও এশিয়ান গেমগুলোতে বাংলাদেশ অংশগ্রহণ করে থাকে সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করতে পারব। ইতিমধ্যে আমাদের ক্রিকেটের দুটি টপিক তৈরি করা হয়েছে এখানে যদি সাব বোর্ড তৈরি করা হয় অবশ্যই আমরা সাব বোর্ডের অধীনে একাধিক টপিক তৈরি করতে পারব।
Title: Re: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: Juwel15 on February 05, 2024, 03:43:50 AM
আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ বোর্ডের চাইল্ড বোর্ডে আরো কিছু বোর্ড যোগ হওয়া প্রয়োজন যেমন  আমি উপরে টাইটেলে অলরেডি দুটো চাইল্ডপুর এর নাম মেনশন করলাম। আমি মনে করি এগুলো আমাদের জন্য প্রয়োজন।
বিশেষ করে ফোরাম সম্পর্কিত আলোচনা এই ধরনের একটি চাইল্ড বোর্ড রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এখানে ফোরামে আরো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন তথ্যাদি এবং ট্যুরসমূহ সম্পর্কে টপিক বা পোস্ট থাকবে। যেটা এই ফোরামে যারা নতুন তাদেরকে শিখতে অত্যন্ত তাড়াতাড়ি সাহায্য করবে। আপনাদের কি মনে হয় এরকম আরো কয়েকটি  চাইল্ড বোর্ড প্রয়োজন আছে কিনা?
আপনারা নিজেরাও সাজেশন করতে পারেন। আশা করি আমাদের মডারেটর সেই বিষয়গুলোর প্রতি নজর দিবেন। :)
আমি আসলে নতুন, আমার মতামত এ কতটুকু উপকার হবে জানিনা। তবে যদি আমাদের আরো দুইটি বা তার অধিক সাববোর্ড হয় তাহলে এটি আমাদের জন্য খুবই ভালো হয়। কারন আমরা অনেক বিনোদন মূলক আলোচনা এবং  খেলাধুলা বিষয়ক আলোচনা করতে পারবো।

আমি চাইবো চাইল্ড বোর্ডে এ আরো কিছু বোর্ড যোগ হোক।
Title: Re: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: Bd officer on February 05, 2024, 10:04:34 AM
আমি আসলে নতুন, আমার মতামত এ কতটুকু উপকার হবে জানিনা। তবে যদি আমাদের আরো দুইটি বা তার অধিক সাববোর্ড হয় তাহলে এটি আমাদের জন্য খুবই ভালো হয়। কারন আমরা অনেক বিনোদন মূলক আলোচনা এবং  খেলাধুলা বিষয়ক আলোচনা করতে পারবো।

আমি চাইবো চাইল্ড বোর্ডে এ আরো কিছু বোর্ড যোগ হোক।
বাংলা লোকাল বোর্ডে অবশ্য সববোর্ড নাই কিন্তু আপনি এখানে খেলাদুলা বিষয়ে আলোচনা করতে পারবেন। বাংলা থ্রেডের মডারেটর সাব নিজেই একটা টপিক খুলেছেন ODI ম্যাচ নিয়ে আলোচনা করা যাবে। এখানে : https://www.altcoinstalks.com/index.php?topic=316888.0

আর যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা নিয়ে আলোচনা করতে চান, তবে আপনি এই লিংক দেখতে পারেন: https://www.altcoinstalks.com/index.php?topic=314425.0

তবে আমার মনেত আলাদা করে, gambling সাববোর্ড ক্রিয়েট করে দিলে অনেক সুবিধা হবে.
Title: Re: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: JISAN on February 14, 2024, 04:16:16 PM
আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ বোর্ডের চাইল্ড বোর্ডে আরো কিছু বোর্ড যোগ হওয়া প্রয়োজন যেমন  আমি উপরে টাইটেলে অলরেডি দুটো চাইল্ডপুর এর নাম মেনশন করলাম। আমি মনে করি এগুলো আমাদের জন্য প্রয়োজন।
বিশেষ করে ফোরাম সম্পর্কিত আলোচনা এই ধরনের একটি চাইল্ড বোর্ড রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এখানে ফোরামে আরো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন তথ্যাদি এবং ট্যুরসমূহ সম্পর্কে টপিক বা পোস্ট থাকবে। যেটা এই ফোরামে যারা নতুন তাদেরকে শিখতে অত্যন্ত তাড়াতাড়ি সাহায্য করবে। আপনাদের কি মনে হয় এরকম আরো কয়েকটি  চাইল্ড বোর্ড প্রয়োজন আছে কিনা?
আপনারা নিজেরাও সাজেশন করতে পারেন। আশা করি আমাদের মডারেটর সেই বিষয়গুলোর প্রতি নজর দিবেন। :)
আমি এই বিষয় সম্পর্কে ফোরামের এডমিনের সাথে আলোচনা করব আমি এখানকার মোডারেটর হলেও নতুন চাইল্ড বোর্ড তৈরি করার পারমিশন আমার নেই। তাই আমি চাইলেও এখানে তা তৈরি করতে পারবোনা কারণ আমি শুধুমাত্র একজন লোকাল মডারেটর । সম্ভবত নতুন কোনো চাইল্ড বোর্ড তৈরি করার জন্য প্রেসিডেন্ট কিংবা এডমিনের প্রয়োজন হবে। যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ তাই এই চাইল্ড বোর্ডগুলো থাকা প্রয়োজন। এ বিষয়গুলো এডমিনের সাথে পরামর্শ করে নতুন চাইল্ড বোর্ড তৈরি করার ব্যবস্থা করার চেষ্টা করব। আপনার এমন পরামর্শের জন্য ধন্যবাদ।
Title: Re: সার্ভিস চাইল্ড বোর্ড, ফোরাম সম্পর্কিত আলোচনা চাইল্ড বোর্ড?
Post by: kulkhan on March 03, 2024, 08:43:28 PM
আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ বোর্ডের চাইল্ড বোর্ডে আরো কিছু বোর্ড যোগ হওয়া প্রয়োজন যেমন  আমি উপরে টাইটেলে অলরেডি দুটো চাইল্ডপুর এর নাম মেনশন করলাম। আমি মনে করি এগুলো আমাদের জন্য প্রয়োজন।
বিশেষ করে ফোরাম সম্পর্কিত আলোচনা এই ধরনের একটি চাইল্ড বোর্ড রাখা অত্যাবশ্যকীয় প্রয়োজন, এখানে ফোরামে আরো এক্সপ্লোর করার জন্য বিভিন্ন তথ্যাদি এবং ট্যুরসমূহ সম্পর্কে টপিক বা পোস্ট থাকবে। যেটা এই ফোরামে যারা নতুন তাদেরকে শিখতে অত্যন্ত তাড়াতাড়ি সাহায্য করবে। আপনাদের কি মনে হয় এরকম আরো কয়েকটি  চাইল্ড বোর্ড প্রয়োজন আছে কিনা?
আপনারা নিজেরাও সাজেশন করতে পারেন। আশা করি আমাদের মডারেটর সেই বিষয়গুলোর প্রতি নজর দিবেন। :)
আমাদের এই ফোরামে ইউজার সংখ্যা এখনো খুব বেশি না, তার পরও এখন ইউজার বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তাই আমিও মনেকরি আমাদের চাইল্ড বোর্ড গুলো আরো সমৃদ্ধ হওয়া প্রয়োজন আছে। চাইল্ড বোর্ড বৃদ্ধি পেলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
আমি মনেকরি আমাদের এডমিন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। যতো চাইল্ড বোর্ড থাকবে ততই আমাদের জন্য নতুন টপিক তৈরি করতে সুবিধা হবে।