Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Lutera94 on September 05, 2020, 03:57:15 PM

Title: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Lutera94 on September 05, 2020, 03:57:15 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Sharpmax on September 06, 2020, 05:59:18 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

হ্যাঁ ব্রো কি আর মতামত প্রকাশ করব এই যে ফোরামের অবস্থা যে বাউন্টি করি না কেন পেমেন্ট পাইনা। ১০০টি করলে পাঁচটা সাকসেস হয় না যদিও সাকসেস হয় কিছু বাউন্টি টাকা দিয়া এমবি খরচ চলে না তাই কিছু বাউন্টি আছে গ্যাস ওঠেনা। যদিও বাউন্টি এর বাজেট কম হয় এবং দাম বেশি নিয়ে আসলেন তাহলে ভালো হয় এবং প্রজেক্টে টোকেন ঠিকমতো ডিসট্রিবিউশন করলে ভাল হয়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Malam90 on September 07, 2020, 06:20:05 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Triedboy on September 07, 2020, 07:55:08 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।

ভাই আপনার কথা একদম ঠিক কারন এখন বাউন্টির এই‌ খারাপ অবস্থায় ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া তাহলে হয়তো কিছু পরিমাণ বেশি টোকেন পাওয়া যাবে ।ভাই আমিও বেশির আশায় অনেক টোকেন রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখি দাম আরো কুমছে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Lutera94 on September 07, 2020, 01:09:24 PM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।
হ্যা বাউন্টি পার্টিসিপেন্টস লিমিট করলে কিছু পাওয়ার আসা আছে কিন্তু কোন প্রজেক্ট চাইবেনা এটা। তারা চাইবে যত বেশি জয়েন করুক, তাহলে তাদের প্রচারণা ও বেশী হবে। এ ক্ষেত্রে বাউন্টি ম্যানাজারের উচিৎ টীম কে বুঝানো হয় লিমিট করে দেওয়া তানাহলে বাজেট বাড়িয়ে দেওয়া।
আগে টোটাল সাপ্লাইয়ের ৫℅  পর্যন্ত বাউন্টিতে দেওয়া হতো আর এখন ১℅ ও দেয় না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Mrkadir85 on September 07, 2020, 01:30:42 PM
ফোরামে বর্তমানে যেসব বাউন্টি আসে তার বেশিরভাগই সাকসেস হয় না। দুয়েকটা সাকসেস হলেও পার্টিসিপেট  বেশি থাকে এবং বাজেটও খুব একটা বেশি থাকে না। টোকেনের ডিস্ট্রিবিউশন ঠিকমত করা হয় না। কয়েক মাস কাজ করে তেমন একটা পেমেন্ট পাওয়া যায় না। অতএব বাউন্টি ম্যানেজারদের উচিত টিমদের বুঝিয়ে পার্টিসিপেট লিমিট করা এবং বাজেট বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Magepai on September 21, 2020, 09:53:33 AM
আগে লক্ষ্য করলে দেখা যায় কোন বাউন্টি আসলে 250 থেকে 300 পার্টিসিপেট অংশ নিতো। তখন একটা বান্টি থেকেই 150 থেকে 200 ডলার পাওয়া যেত। এখন লক্ষ করলে দেখা যায় প্রায় বাউন্টিতে 700 থেকে 800 পার্টিসিপেট অংশ নেয়। দেখা যায় বর্তমানে এই বাউন্টি থেকে 15 থেকে 20 ডলার পাওয়া যায় যা এমবি এর দামি ওঠে না। তারপরেও অনেক প্রজেক্ট সাকসেস হয় না আমি মনে করি বাউন্টি ম্যানেজারদের উচিত পার্টিসিপেট লিমিট করে দেওয়া তাহলে হয়তো আবারও আগের মত পেমেন্ট পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Bony11 on September 21, 2020, 10:15:26 AM
আগে লক্ষ্য করলে দেখা যায় কোন বাউন্টি আসলে 250 থেকে 300 পার্টিসিপেট অংশ নিতো। তখন একটা বান্টি থেকেই 150 থেকে 200 ডলার পাওয়া যেত। এখন লক্ষ করলে দেখা যায় প্রায় বাউন্টিতে 700 থেকে 800 পার্টিসিপেট অংশ নেয়। দেখা যায় বর্তমানে এই বাউন্টি থেকে 15 থেকে 20 ডলার পাওয়া যায় যা এমবি এর দামি ওঠে না। তারপরেও অনেক প্রজেক্ট সাকসেস হয় না আমি মনে করি বাউন্টি ম্যানেজারদের উচিত পার্টিসিপেট লিমিট করে দেওয়া তাহলে হয়তো আবারও আগের মত পেমেন্ট পাওয়া যাবে।
হ্যাঁ, ভাই আমি আপনার সাথে একমত।বর্তমানে ফোরামে বাউন্টি করলে বেশির ভাগ বাউন্টি সাকসেস হয় না।যদিও ২,১ টা বাউন্টি সাকসেস হয় সেগুলো থেকে পেমেন্ট পাওয়া যায় না।আর পেমেন্ট পেলেও যা পেমেন্ট পাওয়া যায় তা ওয়ালেট থেকে টান্সফার খরচি উঠে।তাই এই অবস্থায় আমি মনে  বাউন্টি ম্যানেজারদের পার্টিসিপেট লিমিট করা উচিত।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Magepai on September 29, 2020, 07:46:55 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

ভাই আপনি একদম 100% সঠিক কথা বলেছেন। আমি এই পরিস্থিতে বলতে চাই প্রত্যেক বাউন্টিতে পার্টিসিপেট লিমিট করে দেওয়া। তাহলে হয়তো সবথেকে ভালো হবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Greatwall on October 13, 2020, 08:44:29 PM
বান্টির বাজেট কিসের কারণে কম সেই সম্পর্কে আমার ধারণা নেই বললেই চলে। কারণ এই ফোরামে আমি কিছুদিন হলো কাজ করছি।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Greatwall on October 13, 2020, 08:46:38 PM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।

আপনার পোষ্টটি পড়ে এইটুকু বুঝতে পারলাম যে আসলে যে কোন বাউন্টি আসুক না কেন তা পার্টিসিপেট লিমিট করে দেওয়া। তাহলে হয়তো কিছু পরিমাণ ডলার পাওয়া সম্ভব।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: ttcsalam on October 14, 2020, 05:45:16 AM
50 টা কাজ করে একটা থেকে 2 টা সাকসেস হয় সে হিসাবে কি করা পেমেন্ট যে কোন টা থেকে পাওয়া সেটা কাজের পরে ছাড়া আগে বুঝা যায় না।সে হিসাব করলে তো কাজ বাদ দেওয়া যাবে না।তাছাড়া কভিড 19 অনক নতুন ভাই বোন যোগদান করেছেন ফোরামে যাহার কারনে কম্পিটিশন বেড়ে গেছে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Greatwall on October 14, 2020, 06:37:20 AM
50 টা কাজ করে একটা থেকে 2 টা সাকসেস হয় সে হিসাবে কি করা পেমেন্ট যে কোন টা থেকে পাওয়া সেটা কাজের পরে ছাড়া আগে বুঝা যায় না।সে হিসাব করলে তো কাজ বাদ দেওয়া যাবে না।তাছাড়া কভিড 19 অনক নতুন ভাই বোন যোগদান করেছেন ফোরামে যাহার কারনে কম্পিটিশন বেড়ে গেছে।

 আপনার কথাটা আমার সাথে একদম মিল আছে। কারণ বর্তমানে 50 থেকে60 বাউন্টি করলে দেখা যায় পাঁচ-ছয়টা সাকসেস হয়েছে। তারপরও দেখা যায় সাক্সেস হওয়া সত্ত্বেও এর টোকেন অনেক কম পাওয়া যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Rakin343 on October 15, 2020, 07:24:01 AM
কিছু কিছু প্রজেক্ট এর বাজেট অনেক কম এটা ঠিক আছে। কিন্তু বর্তমানে পার্টিসিপেট সংখ্যা বেশি হওয়াতে আমাদের মনে হয় বাজেট অনেক কম। আসলে আগে কাজ করতো খুব অল্প লোকে কিন্তু বর্তমানে কাজ করে অনেক লোকে। আগের তুলনায় এখন টোকেন অনেক কম পাওয়া যায় কারণ লোক সংখ্যা সবচেয়ে বেশি থাকে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Psycho on October 15, 2020, 07:56:08 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আমার মনে হয় কিছুদিন যাবত ধরে অনেক ভালো রকমের ভালো প্রাইজের বাউন্টি আসছে। আমার মনে হচ্ছে বাউন্টি গুলো আবার আগের মত হতে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে প্রায় সবকটি প্রেমেন্ট করতাছে। আমরা চাই সব বাউন্টি প্রেমেন্ট করুক।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: sky20 on October 21, 2020, 01:06:46 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আপনার কথা সর্ম্পন সঠিক। বর্তমানে বাজারে এই ধরনের প্রজেক্টের অভাব নেই। কাজ শেষে টোকেন সেল করার গ্যাস ফি ও থাকে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Fawpac2 on October 21, 2020, 01:54:08 PM
আসলে বাউন্টি বাজেট কম নয়। ফোরামের লোক সংখ্যা বেশি হওয়াতে আমরা টোকেন কম পাচ্ছি।আবার কিছু কিছু বাউন্টি প্রজেক্টে টোকেন সংখ্যা কমিয়ে দেওয়া হয় কিন্তু তাদের টোকেন এর দাম একটু বেশি বিদায়ী অ্যামাউন্ট কম রাখা হয়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Jaya60 on October 21, 2020, 01:57:03 PM
আমার মনে হয় বাউন্টি এর বাজেট কম হওয়ার প্রধান কারণ হচ্ছে পার্টিসিপেট অতিরিক্ত অংশগ্রহণ করে। প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট লিমিট করে দেয়া প্রয়োজন। তা না হলে যে কয়টা টোকেন পাওয়া যায় তা সেল দিয়ে দেখা যায় গ্যাস ফ্রি ওঠেনা।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Chita76 on October 21, 2020, 02:01:13 PM
বাউটি বাজেট বর্তমানে অনেক কম যদিও কম থাকে তবে টোকেন এর দাম কিন্তু অনেক। টোকেন কম দিচ্ছে কিন্তু দাম বেশি যার কারণে বাজেট অল্প।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Goblin on October 21, 2020, 03:17:38 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। ফোরামে খুব একটা ভালো বাউন্টি সাইট আসে না। আসলেও তার বাজেট অনেক কম। এত কম বাজেটের বাউন্টি করে আমাদের কোন লাভ হয় না। যদিও কিছু টোকেন পাই তা গ্যাস ফিতে কেটে নেয়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Malam90 on October 21, 2020, 03:29:24 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। ফোরামে খুব একটা ভালো বাউন্টি সাইট আসে না। আসলেও তার বাজেট অনেক কম। এত কম বাজেটের বাউন্টি করে আমাদের কোন লাভ হয় না। যদিও কিছু টোকেন পাই তা গ্যাস ফিতে কেটে নেয়।

আগে তো আসতোই না বললেই চলে। আমরা বাহিরের থেকে সিগনেচার লাগাতাম। বাউন্টি ডিটেকটিভের সাথে ভালো পরিচয় থাকার কারণে তাকে অনেকবার রিকুয়েস্ট করেছি এই ফোরামে বাউন্টি আনার জন্য। প্রথম দিকে ভেবে দেখবো বলতো, পরে আমার কথা আর না করতে পারিনি। এখন তো সামান্য হলেও আমরা বাউন্টি পাচ্ছি। আমার আরো কয়েকজন ম্যানেজারের সাথে পরিচয় আছে। তাদের সাথে কথাবার্তা চালাচ্ছি। দেখা যাক ফিউচারে আরো পাবো বলে আশা করছি।

Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Review Master on October 21, 2020, 05:57:52 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

প্রত্যেকটি প্রজেক্টের ভালো-খারাপ দিক থাকে। তবে আমার মনে হয়, বাজেট কম হলেও কোনো সমস্যা নেই এবং প্রজেক্টটির উদ্দেশ্য যদি অনন্য হয়, তাহলে কম বাজেট দিয়েও ভালো লাভ করা যাবে। আর ১০০০ জয়েন করলেও অনেকে দুর্নীতি করে এবং শেষ সময়ে ধরা খেয়ে সব হারায়। তাই এটি কোনো সমস্যা নয়। আর গ্যাস ফি বেশি হওয়াতে যদি এক্সচেঞ্জ করতে না পারেন, তাহলে একটু সময় নিয়ে দেখতে পারেন। কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী, ভালো প্রজেক্টগুলোর বাউন্ট টোকেন ডিস্ট্রবিউশনের পরে মূল্য কম হলেও , যখন সকল বাউন্ট টোকেন বিক্রি করা হয়ে যায়, তখন ওই প্রজেক্টটির টোকেন মূল্য অনেক বৃদ্ধি পায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Altcoin1998$ on October 21, 2020, 08:20:10 PM
বিটকয়েন্টক ও এলট কয়েন টক ফোরাম কিছু বাউন্টি প্রজেক্ট  খুব কম বাজেট নিয়ে আসছে। বাজেট কম হলে প্রবলেম থাকতো না যদি সপ্তাহ কম থাকতো। বাউন্টি ডিটেকটিভ একটি প্রজেক্ট পাঁচ হাজার ডলারের সমমানের বাইনান্স কয়েন দেবে কিন্তু সপ্তাহ 6 সপ্তাহ এতে করে প্রতি পার্টিসিপেন্ট তিন ডলারের উপরে পাবেন না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: mahid on October 22, 2020, 05:52:43 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।
খুবই যুক্তি সম্পূর্ণ কথা আমি মনে করি। এ ছাড়া অন্য বিকল্প কোন ওয়ে নেই। তাই আমি মনে করি লিমিট করে দেওয়া ভাল।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Rubel007 on October 22, 2020, 12:42:37 PM
এই পরিস্থিতিতে বাউন্টি ম্যানেজারদের একটি করনীয় আছে সেটি হল যে প্রেত্যেকটি ক্যাম্পেইন এ পারটিসিপান্ট লিমিট করে দেওয়া তা না হলে কেউ কিছুই পাবে না। বাজেট এত কম যে তা দিয়ে গ্যাস ফিও হবে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Crypto_Somrat on October 27, 2020, 09:31:02 AM
আসলে বাউন্টি বাজেট কম নয়। ফোরামের লোক সংখ্যা বেশি হওয়াতে আমরা টোকেন কম পাচ্ছি।আবার কিছু কিছু বাউন্টি প্রজেক্টে টোকেন সংখ্যা কমিয়ে দেওয়া হয় কিন্তু তাদের টোকেন এর দাম একটু বেশি বিদায়ী অ্যামাউন্ট কম রাখা হয়।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আসলে বাউন্টি বাজেট কম নয় পার্টিসিপেট বেশি তাই আমরা টোকেন কম পাই আগে কম পার্টিসিপেট ছিল তাই আমরা টোকন বেশি পেতাম।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Malam90 on October 27, 2020, 09:44:10 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

প্রত্যেকটি প্রজেক্টের ভালো-খারাপ দিক থাকে। তবে আমার মনে হয়, বাজেট কম হলেও কোনো সমস্যা নেই এবং প্রজেক্টটির উদ্দেশ্য যদি অনন্য হয়, তাহলে কম বাজেট দিয়েও ভালো লাভ করা যাবে। আর ১০০০ জয়েন করলেও অনেকে দুর্নীতি করে এবং শেষ সময়ে ধরা খেয়ে সব হারায়। তাই এটি কোনো সমস্যা নয়। আর গ্যাস ফি বেশি হওয়াতে যদি এক্সচেঞ্জ করতে না পারেন, তাহলে একটু সময় নিয়ে দেখতে পারেন। কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী, ভালো প্রজেক্টগুলোর বাউন্ট টোকেন ডিস্ট্রবিউশনের পরে মূল্য কম হলেও , যখন সকল বাউন্ট টোকেন বিক্রি করা হয়ে যায়, তখন ওই প্রজেক্টটির টোকেন মূল্য অনেক বৃদ্ধি পায়।

হা এমন অভিজ্ঞতা আমার হয়েছে। দেখেছি বাজেট অল্প কিন্তু টোকেন ভালো ও প্রজেক্ট ভালো ছিলো। সেখান থেকে বড় এমাউন্ট পেয়েছিলাম যা ছিলো জয়েনের আগে কল্পনার বাইরে। আর প্রজেক্ট ভালো না হলে বিশাল বাজেট হলেও দেখা যায় মার্কেটে ট্রেড হলেই ১০০ ভাগের এক ভাগও দাম পাওয়া যায়না। তখন আশায় গুড়ে বালি হয।+১ কারমা
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: kulkhan on October 27, 2020, 11:00:22 AM
আসলে বাউন্টির এখন তেমন সুদিন চলছে না। ২০১৭-২০১৮ সালের দিকে বাউন্টিতে সুদিন ছিল। তখন প্রজেক্টের বাজেট ভালো ছিল এবং ভালো ভালো প্রোজেক্ট নিয়ে আসতো আমাদের ম্যানেজাররা। তখন পেমেন্ট এর হার ও ভালো ছিল। এখন অনেক প্রোজেক্ট পাওয়া যায় কিন্তু সেগুলোর বাজেট কম উপরন্ত সাকসেস এর হার কম। যদি ভালো প্রোজেক্ট হয় তাহলে বাজেট একটু কম হলেও তেমন সমস্যা হয় না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Triedboy on October 27, 2020, 12:13:28 PM
আসলে আমার মনে হয় বাউন্টি এর বাজেট ঠিকই আছে। বর্তমানে দেখা যায় কোনকোন প্রজেক্ট আসলে সেখানে অনেক পার্টিসিপেট অংশগ্রহণ করে। যদি সব প্রজেক্টে পার্টিসিপেট লিমিট করে দেয়া হয় তাহলে অবশ্যই আগের মত ভালো প্রেমেন্ট পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: ranaprime on October 27, 2020, 12:29:22 PM
বাউন্টি বাজেট যদি কম থাকে সেই কয়েনের প্রাইস আবার বেশি হয়। সেজন্য আমি বাজেট কোন ভাবেই ছোট করে দেখি না। কিন্তু বর্তমানে ফোরামের লোক সংখ্যা বেশি যার কারনে পেমেন্টা খুব সামান্য হচ্ছে এটি সবাইকে ভাগ করে দিয়ে কিছুই থাকছে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: saidul2105 on October 27, 2020, 03:19:00 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ভাই আমি আপনার সাথে পুরোপুরি ভাবে একমত হতে পারছি না। ভাই দুঃখের পরেই সুখ আসে।  ফোরামে এখন খুব একটা ভালো মানের বাউন্টি আসে না এটা ঠিক আছে।  কিন্তু  সব সময় যে এই একই রকম থাকবে তা তো নয়।  আজ ভালো মানের বাউন্টি নেই কিন্তু কাল যে আসবে না   তা কি বলা যায়?  কাল তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষাও করতে পারে।  তাই ভাই কখনো  নিরাশ হবেন না।  তবে হ্যাঁ,  বাউন্টি তে যদি বাউন্টি ম্যানেজাররা পার্টিসিপেন্টস লিমিট করে দেয় তাহলে খুবই ভালো হবে বলে আমার মনে হয়।               

আর যদি বাউন্টির বাজেটের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে যদি বাউন্টির বাজেট কম থাকে তবে সেক্ষেত্রে  কয়েনের প্রাইস টা আবার বেশি দিয়ে থাকে।  স্বাভাবিক ভাবেই যখন টোকেন ডিট্রিবিউশন হয় তখন প্রাইস টা একটু কমই থাকে।  কিন্তু আবার যখন সকলের টোকেন বিক্রি হয়ে যায় তখন প্রাইস টা কিছু টা বাড়ার সম্ভাবনা থাকে।  তাই টোকেন ডিট্রিবিউশন হওয়ার পরে ভালো দাম না পেলে কিছু টা অপেক্ষা করতে পারেন।
                                                           
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Sumaiya2 on October 28, 2020, 02:48:09 AM
বর্তমানে যেগুলো বাউন্টি আছে সবগুলো বাউন্টি বাজেট অল্প কিন্তু টোকেন এর দাম অনেকটাই বেশি। তাই যদিও অল্প বাজেট হয় তবে কিছু পাওয়া যায় কিন্তু কিছু কিছু ম্যানেজার পেমেন্ট করে না যার কারনে খারাপ লাগে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: ranaprime on October 28, 2020, 03:12:56 AM
আমার মনে হয় প্রতিটি ক্যাম্পেইন এ বাউন্টি পারটিসিপেন্ট লিমিট করে দেওয়া। কেন না, কোন ভাল প্রজেক্টে কাজ করে যদি পেমেন্ট আশানুরুপ না হয় তাহেল সেই কাজটি পেইন ফুল হয়। তাছাড়া পার্টিসিপেন্ট লিমিট করে দিলে সেই প্রজেক্টের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: ranaprime on October 31, 2020, 05:21:34 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আমার বাউন্টি বাজেট নিয়ে মাথা ব্যাথা নেই। কম বাজেট হলে টোকেনের দাম বেশি হবে এটিও ভাল। আমি বড় বাজেটে কাজ করে অনেক টোকেন পেয়ে যদি ইথার গ্যাস পাইজের মানি  না পাই সেটি আরও দুঃখ জনক। তাই আমি মনে করি কম বাজেটে কাজ করা ভাল যদি পারটিসিপেন্ট লিমিট করে দেয় সেটি আরও ভাল।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Blue_sea on November 01, 2020, 03:42:46 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
বাউন্টি বাজেট যদি ভাল হতে হান্টাররা একটু হলেও স্বস্তি পেত। আবার আর একটি পজিটিভ সাইট আছে বাজেট কম হওয়ার সেটি হল যে বাউন্টি বাজেট কম হলে প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। আমরা দেখেছি ডায়া কয়েন 30000 ডলার নিয়ে প্রজেক্ট নিয়ে এসেছিল। সেই প্রজেক্ট অলরেডি সাকসেস হয়ে গেছে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: XM8 on November 01, 2020, 06:05:08 AM
বর্তমান সময়ে অধিকাংশ বাউন্টি সাকসেস হয় না। তারপরও যে অল্প পরিমান বাউন্টি সাকসেস হয় তারপর বাজেট অনেক কম। কিছু বাউন্টি করেতো গ্যাস ফ্রি ওঠেনা। আমার মনে হয় বাউন্টি ম্যানেজার যদি পার্টিসিপেন্ট লিমিট করে দেয় তাহলে কম বাজেটের বাউন্টি করে বেশি পরিমাণে  প্রফিট পাওয়া যাবে। এ বিষয়ে আপনার মতামত কি।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: sky20 on November 03, 2020, 05:29:27 AM
বর্তমান সময়ে অধিকাংশ বাউন্টি সাকসেস হয় না। তারপরও যে অল্প পরিমান বাউন্টি সাকসেস হয় তারপর বাজেট অনেক কম। কিছু বাউন্টি করেতো গ্যাস ফ্রি ওঠেনা। আমার মনে হয় বাউন্টি ম্যানেজার যদি পার্টিসিপেন্ট লিমিট করে দেয় তাহলে কম বাজেটের বাউন্টি করে বেশি পরিমাণে  প্রফিট পাওয়া যাবে। এ বিষয়ে আপনার মতামত কি।
কিছু কিছু বাউন্টি তে বাজেট অনেক বেশি থাকে আবার কিছু তে অনেক কম। আমিও মনে করি বাজেট কম থাকলে পার্টিসিপ্যন্ট লিমিট করে দেওয়া উচিত।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: JISAN on November 03, 2020, 07:14:36 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
বাজেট আগের মতই থাকে আগে একটা বাউন্টিতে জয়েন হতো সর্বচ্চ ২০০-৩০০ কিন্তু এখন ১০০০০ জয়েন হয় তাহলে তো ভাগে কম পরবেই। আর যদি বাজেট অনেক করা হয় তাহলে সেই টোকেন এক্সচেঞ্জে ভেলু থাকবে না।কারন সবাই ফ্রিতে বেশি বেশি টোকেন পেয়ে কম দামে বিক্রি শুরু করবে। সবার মন মানসিকতা তো এক না ৯০% লোক কম দামে বিক্রি করবে ইনভেস্টরাও লসে পরবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: mahid on November 03, 2020, 07:58:42 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
পার্টিসিপেন্ট লিমিট হলে আর প্রবলেম হবে না। পার্টিসিপেন্ট নেওয়ার আগে অবশ্যই এই বিষয় টি জানালে সবাই বিষয়টি বুঝতে পারবে এবং সবার উপকারে আসবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: JISAN on November 03, 2020, 08:06:00 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
পার্টিসিপেন্ট লিমিট হলে আর প্রবলেম হবে না। পার্টিসিপেন্ট নেওয়ার আগে অবশ্যই এই বিষয় টি জানালে সবাই বিষয়টি বুঝতে পারবে এবং সবার উপকারে আসবে।
এটাই এখন একমাত্র পথ বাজেট অনুযায়ী লিমিট করে দিলে হান্টারদের কষ্টের ন্যায্য মূল্য পাবে। তা ছাড়া গ্যাস ফি ও উঠবে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Psycho on November 03, 2020, 08:59:41 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
পার্টিসিপেন্ট লিমিট হলে আর প্রবলেম হবে না। পার্টিসিপেন্ট নেওয়ার আগে অবশ্যই এই বিষয় টি জানালে সবাই বিষয়টি বুঝতে পারবে এবং সবার উপকারে আসবে।
এটাই এখন একমাত্র পথ বাজেট অনুযায়ী লিমিট করে দিলে হান্টারদের কষ্টের ন্যায্য মূল্য পাবে। তা ছাড়া গ্যাস ফি ও উঠবে না।
বর্তমানে দেখা গেছে একটা বাউন্টিতে এখন প্রায় 2000 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে। কিছুদিন আগে একটা বাউন্টিতে প্রায় 6000 পার্টিতে অংশগ্রহণ করেছিল। কষ্ট করে লাভ নাই। এখন পার্টিসিপেন্ট এর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এখান থেকে ভাল প্রফিট করতে হলে সব বাউন্টি গুলোতে লিমিটেড পার্টিসিপেন্ট করতে হবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Hasan986 on November 03, 2020, 09:50:08 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ঠিক, এর জন্য পার্টিসিফেট নির্ধারিত করে দেওয়া জরুরি। ধরেন ১ লাখ ডলারের টোকেন বাজেট। সেখানে যদি ১০০০ জন পার্টিসিফেট বাজেট রাখে তাহলে পাবে এক জন ১০০ ডলার।  যা মার্কেট ব্যালু কেমন হবে আমাদের সবার ই জানা ৩০-৪০$ হবে কিনা সন্দেহ। যদি ৫০০ পার্টিসিফেট করা হয়,  তাহলে মার্কেট ব্যালু অনুযায়ী ১ জনে ৬০-৭০$ পাবে। ১০-১২ সপ্তাহ কাজ করে যদি এটা না পায় তাহলে বাউন্টির উপর থেকে সবার মন উঠে যাবে। অনেক সময় দেখা যায় ট্রানজেকশান ফি পর্যন্ত হয় না সেল করে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Hasan986 on November 03, 2020, 09:53:42 AM
বর্তমান সময়ে অধিকাংশ বাউন্টি সাকসেস হয় না। তারপরও যে অল্প পরিমান বাউন্টি সাকসেস হয় তারপর বাজেট অনেক কম। কিছু বাউন্টি করেতো গ্যাস ফ্রি ওঠেনা। আমার মনে হয় বাউন্টি ম্যানেজার যদি পার্টিসিপেন্ট লিমিট করে দেয় তাহলে কম বাজেটের বাউন্টি করে বেশি পরিমাণে  প্রফিট পাওয়া যাবে। এ বিষয়ে আপনার মতামত কি।
কিছু কিছু বাউন্টি তে বাজেট অনেক বেশি থাকে আবার কিছু তে অনেক কম। আমিও মনে করি বাজেট কম থাকলে পার্টিসিপ্যন্ট লিমিট করে দেওয়া উচিত।
বাজেট বেশি হয়ে প্রজেক্ট প্লান যদি ঠিক না থাকে, স্টেপ বাই স্টেপ প্রজেক্ট গ্রো না করে। তাহলে ১০ লাখ ডলারের বাজেটের টোকেনের মূল্য ১০০০$ ও পাওয়া যাবে না। তাই লিমিটেড পার্টিসিপেট এর পাশা পাশি ভালো প্রজেক্ট হওয়া ও জরুরি।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Crypto_Somrat on November 04, 2020, 08:52:29 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ভাইয়া আসলে বাউন্টি বাজেট গুলা কম নয়। এখন পার্টিসিপেট এর সংখ্যা বেশি নতুন একটা বাউন্টি আসলে দেখা যায় যতগুলো পার্টিসিপেট চায়, তার থেকে বেশি হয়ে যায় যারা যারা জয়েন করে সবার মধ্যে টোকেন গুলো ভাগাভাগি করে দেয়া হয়। তাই আমরা টোকেন গুলো কম পাই। আমার মতে সব বাউন্টি গুলার পার্টিসিপেট যদি ডিলিট করে দেয়া হয় তাহলে হয়তো ভাল প্রফিট আশা করা যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: babu10 on November 04, 2020, 03:44:05 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

জি ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু আমাদের তাতে কোন কিছু করার নাই আসলে কারন আমরা চাইলেও বাউনটি বাজেট বাড়াতে পারব না তাই এতে আফসোস করে লাভ নাই। আমার সাজেসন যারা শুধু বাউন্টি করে ইনকামের চেষ্টা করতেছেন তারা এখনি সবে আসুন। বাউন্টকে অন্য চাকুবী বা ব্যবসার পাশাপাশি নিন তাতে ভালো থাকবেন।

Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Nusrat on November 04, 2020, 06:03:37 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত আছি। ভালো পেমেন্ট পেতে হলে রেড বাড়াতে হবে তাহলে আমরা বাড়িতে কিছু পাব।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: JISAN on November 05, 2020, 03:17:08 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত আছি। ভালো পেমেন্ট পেতে হলে রেড বাড়াতে হবে তাহলে আমরা বাড়িতে কিছু পাব।
বাজেট বাড়ানে টোকেনের দাম এ প্রভাব পরবে তখন সেই লাউ সেই কোদুই হবে। প্যমেন্ট পাওয়ার একমাত্র উপায় পার্টিসিপ্যান্ট লিমিট করে দিতে হবে। তাহলে যারা টিকবে তারা কিছু না কিছু প্যমেন্ট পাবে কষ্ট একেবারে বৃথা যাবে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Markuri33 on November 06, 2020, 03:42:54 AM
কিছু কিছু প্রজেক্ট এর বাজেট অনেক কম এটা ঠিক আছে। কিন্তু বর্তমানে পার্টিসিপেট সংখ্যা বেশি হওয়াতে আমাদের মনে হয় বাজেট অনেক কম। আসলে আগে কাজ করতো খুব অল্প লোকে কিন্তু বর্তমানে কাজ করে অনেক লোকে। আগের তুলনায় এখন টোকেন অনেক কম পাওয়া যায় কারণ লোক সংখ্যা সবচেয়ে বেশি থাকে।

আপনার এই পোস্টটি থেকে এটুকু বুঝতে পারলাম যে প্রথমত সব বাউন্টিতে পার্টিসিপেট সংখ্যা কমিয়ে দিতে হবে। হয়তো বাউন্টিতে ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Crypto_Somrat on November 06, 2020, 05:32:25 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।
মালাম ভাই, আপনি একদম ঠিক বলেছেন প্রত্যেকটা বাউন্টিতে ম্যানেজার রা যদি পার্টিসিপেট লিমিট করে দেয় তাহলে অনেক ভালো হবে। তখন হয়তো আমরা যদি লিমিট পার্টিসিপেট এরমধ্যে আমরা যদি জয়েন করতে পারি তাহলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Zero0 on November 06, 2020, 05:42:31 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ভাই আমি বলব বাউন্টি বাজেট কম নয়, কিন্তু পার্টিসিপেট এর সংখ্যা বেশি। তাই আমরা টোকেন কম পাই। আমার মতে প্রত্যেকটা ম্যানেজার যদি বাউন টির পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেয়, তাহলে হয়তো লিমিট সংখ্যার মধ্যে যারা জয়েন করতে পারবে ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Lutera94 on November 06, 2020, 09:44:15 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ভাই আমি বলব বাউন্টি বাজেট কম নয়, কিন্তু পার্টিসিপেট এর সংখ্যা বেশি। তাই আমরা টোকেন কম পাই। আমার মতে প্রত্যেকটা ম্যানেজার যদি বাউন টির পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেয়, তাহলে হয়তো লিমিট সংখ্যার মধ্যে যারা জয়েন করতে পারবে ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
বাউন্টি বাজেট অবশ্যই কম, ২০১৭ সালের একটি প্রজেক্ট ছিলো  UTRUST যাদের বাজেট ছিলো টোটাল সাপ্লাইয়ের ৫% যা অনেক। আর এখন আপনি লক্ষ করে থাকবেন যে কোন প্রজেক্টের টুটাল সাপ্লাউয়ের ১% ও দেয়না হান্টারদের। ধন্যবাদ
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Herry on November 07, 2020, 06:03:43 AM
হ্যাঁ ভাইয়া ফর্মে যে বাউন্টি গুলো আছে সেগুলো খুবই অল্প বাজেটের আর তাও সবগুলো সাকসেস হয় না যেগুলো সাকসেস হয় সেগুলো থেকে 10 ডলার পেমেন্ট পাওয়া যায় না এমন হতে থাকলে সময় ইউজারদের সংখ্যা কমে যাবে তারা ফোরাম ছেড়ে চলে যাবে এবং যেতে বাধ্য হবে কেননা অনেকেই এই ফোরামে আসছে ইনকাম করার জন্য শেখার জন্য যদি তারা ইনকমে না করতে পারে তাহলে তো তারা এই ফর্মে থাকবে না তো এই ফোরামের যারা সিনিয়র ভাই এবং ফোরামের মডারেটর ভাই আছে তারা একটু এই বিষয়ে একটু বিবেচনা করলে ভালো হয় তারা এই ফোরামে ভালোভালো বাউন্টি ওয়ারড্রব আনার চেষ্টা করবেন
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: mahid on November 07, 2020, 07:44:11 PM
বাউন্টি বাজেট কম হওয়ার কারনে বিভিন্ন সমস্যার সৃস্টি হচ্ছে। এতে যেমন পেমেন্ট পাওয়া যায় না। তেমনি জয়েন হ্ওয়া নিয়েও তারাহুরো করতে হয়। যদি বাজেট একটি বেশি হয় তাহলে এই সমস্যা সৃস্টি হবে না আমি মনে করি।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Papusha20 on November 08, 2020, 03:08:30 AM
যদিও বাউন্টি বাজেট কম হয় কিন্তু টোকেন এর দাম অনুযায়ী ঠিক আছে কিন্তু আবার পার্টিসিপেট বেশি থাকা বেশি বেনিফিট পাওয়া যায় না। এই জন্য সমস্যা হয় যা টোকেন বাগে পাই তার অধিকাংশই এমবি খরচ যার কারণে পার্টিসিপেট বেশি থাকায় এ ধরনের সমস্যা গুলো হচ্ছে পার্টিসিপেট অনুযায়ী বাজেট বৃদ্ধি করা উচিত।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Rain075 on November 08, 2020, 06:41:00 AM
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রজেক্টগুলো ফোরামে আনা হচ্ছে। সেগুলার বাজেট কিন্তু অনেক কম থাকে।এত কম বাজেট নিয়ে কোরআনে যে প্রজেক্টগুলো আনা হয় তাতে পার্টিসিপেন্টদের কোন লাভ হয় না। অনেক কম বাজেট তারপরেও টোকেন এর দাম নেই।আমার মনে হয় প্রজেক্ট আনার সময় পার্টিসিপেট লিমিট করে আনা দরকার। তাতে একটু লাভবান হওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Ak600 on November 09, 2020, 07:08:31 PM
হ্যাঁ বড় ভাই আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Najir2017 on November 10, 2020, 02:06:49 AM
এর অনেক কারন রয়েছে কারন আমরা যখন ২০১৬ সালে একটি বাঊন্টিতে জয়েন হতাম তখন সর্বশেষ দেখা যায় যে, এক একটি বাউন্টিতে ১২০-১৭০ জন লোক জয়েন করতাম এমনও কি মাত্র ৩০ জনেও জয়েন করতাম, তখন সেই বাউন্টি গুলো সফল হলে অনেক ভাক মানের টাকা পাওয়া যেতো, কিন্তু এখন একটি বাউন্টি শুধু মার্কেটে আসলেই চলছে হোক সেটি ভাল, আর না হোক সেটি খারাপ ২-৭ দিনের মধ্যেই ২০০-৩০০ লোক হয়ে যায়, আর পরিশেষে ৮০০-১৫০০ লোকও হয়, তাহলে কিভাবে ভাল পেমেন্ট আশা করা যায়। 
আমাদের একটা ডিমান্ড থাকার দরকার যেখানে আমাদের কে প্রজেক্ট  CEO ডলার প্রে করবে, আর সেটা লিমিট হিসেবে, এখন যেমন twitter এ দেয় ২০%  Facebook এ ১০% এরকম ভাবে আমাদেরকে টোকেন দেওয়া হয় সেখানে দেখায় বাজেট প্রায় ১-২ লাখ ডলার এর, কিন্তু আমারা সেভাবে না চেয়ে আমাদের চাহিদাটা ডলার হলে ভাল হবে তখন ২ লাখ ডলার হলে ১০০০ লোক জয়েন হলেও আমাদের কাজ করে পরিশ্রম করে কাজে আসবে। 
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Casual on November 10, 2020, 10:49:32 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।

ভাই আপনার কথা একদম ঠিক কারন এখন বাউন্টির এই‌ খারাপ অবস্থায় ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া তাহলে হয়তো কিছু পরিমাণ বেশি টোকেন পাওয়া যাবে ।ভাই আমিও বেশির আশায় অনেক টোকেন রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখি দাম আরো কুমছে।

আপনি একদম ঠিক বলেছেন ভাই কারণ প্রত্যেকটা বাউন্টিতে যদি পার্টিসিপেট লিমিট করে দেয়া হয় অবশ্যই বেশি টোকেন পাওয়া যাবে এবং কি ভাল প্রফিট পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Rafiq on November 10, 2020, 02:41:24 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আপনার সাথে আমি এ বিষয়ে  একমত। ইদনিং ভালো বাউন্টির সংখ্যা কম, যাও কিছু ভালো তারও বাজেট কম থাকে; ফলে বেশীর ভাগ ক্ষেত্রে বাউন্টি করে যে টোকেন পাওয়া যায় ত বিক্রি করে গ্যাস ফিও উঠে না। এ ব্যাপারে আমার দুইটি প্রস্তাব- ১. বাউন্টি হান্টারদের জন্য বাজেট বাড়ানো অর্থাৎ প্রজেক্টের মোট বাজেটের ৫% থেকে ৬% করা। ২. পার্টিসিপেন্ট এর সংখ্যা লিমিটেশন করে দেওয়া।ধন্যবাদ
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Rafiq on November 10, 2020, 02:53:16 PM
বাউন্টি বাজেট কম হওয়ার কারনে বিভিন্ন সমস্যার সৃস্টি হচ্ছে। এতে যেমন পেমেন্ট পাওয়া যায় না। তেমনি জয়েন হ্ওয়া নিয়েও তারাহুরো করতে হয়। যদি বাজেট একটি বেশি হয় তাহলে এই সমস্যা সৃস্টি হবে না আমি মনে করি।
আসলে বেশীর ভাগ প্রজেক্টের ক্ষেত্রেই বাউন্টি হান্টারদের জন্য বাজেট বাড়ানো সম্ভব হয় না; কারণ একটা প্রজেক্টের বহুবিধ খরচ থাকে। তাই প্রজেক্টে পার্টিসিপেশনকারীর সংখ্যা নির্ধারণ করে দেওয়া উচিত , যাতে যারা অংশ গ্রহণের সুযোগ পাবে, তারা যেন কাজ করে অন্তত সন্তোষজনক একটা পেমেন্ট পায়। ধন্যবাদ
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Istiak on November 10, 2020, 03:12:11 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আমি মনে করি আমাদের উপার্জন বাড়ানোর আরও একটি উপায় আছে। উদাহরণস্বরূপ, আমরা দেখেছি অনেক Bounty পরিচালক তাদের প্রকল্পের জন্য সীমিত পরিমাণে অংশগ্রহণকারীদের গ্রহণ করেছেন। এছাড়াও, আমি মনে করি এই ফোরামের মডারেটরকে Bitcointalk কের মতো কিছু সিস্টেম তৈরি করা উচিত যাতে কেবল মূল্যবান পোস্টগুলিই মেধা অর্জন করতে পারে। Project, মালিক নিশ্চিত হবেন যে এই ফোরামটি স্প্যাম পোস্টারে পূর্ণ নয়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Ak600 on November 10, 2020, 08:33:20 PM
ফোরামে বর্তমানে যেসব বাউন্টি আসে তার বেশিরভাগই সাকসেস হয় না। দুয়েকটা সাকসেস হলেও পার্টিসিপেট  বেশি থাকে এবং বাজেটও খুব একটা বেশি থাকে না। টোকেনের ডিস্ট্রিবিউশন ঠিকমত করা হয় না। কয়েক মাস কাজ করে তেমন একটা পেমেন্ট পাওয়া যায় না। অতএব বাউন্টি ম্যানেজারদের উচিত টিমদের বুঝিয়ে পার্টিসিপেট লিমিট করা এবং বাজেট বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা।
জি ভাই আপনার কথা সাথে একমত বর্তমান ফোরামের অবস্থা বেশি ভালো না
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Pitter on November 12, 2020, 04:52:03 AM
ইদানিং বেশ কিছু বাউন্টিতে বাজটে একেবারেই কম দেখছি।  এই বাজেটে কাজ করা কঠিন। কেউ কিছুই পাবেনা। বাজেট কম আবার তার টোকেন প্রাইসও তলানিতে ফলে এইসব প্রজেক্টে কাজ করা দুরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Apower$ on November 12, 2020, 05:09:14 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আমি আপনার সাথে একমত। আমরা যদি ১০০ টি বানন্টি করি তাহলে ৫ টি বাউন্টিয়ো ঠিক হয়না। এতে আমাদের এমবি খরচ পূরন হয়না। আর যদি রেইট কমে যায় তাহলে গ্যাস ফিয়ো উঠবেনা।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: sky20 on November 12, 2020, 08:04:36 PM
বর্তমান বাউন্টিতে বাজেট অনেক কমে গেছে। যে কোন প্রজেক্ট ই বাজেট কম নিয়ে আসে তারপর যদি আবার পার্টিসিপেন্ট লিমিট না হয় তাহলে তো আর এক সমস্যা। কেউ কিছুই পাবে না। শুধু পরিশ্রম করা ছাড়া কিছুই মিলবে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Lutera94 on November 15, 2020, 04:22:17 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আমি আপনার সাথে একমত। আমরা যদি ১০০ টি বানন্টি করি তাহলে ৫ টি বাউন্টিয়ো ঠিক হয়না। এতে আমাদের এমবি খরচ পূরন হয়না। আর যদি রেইট কমে যায় তাহলে গ্যাস ফিয়ো উঠবেনা।
হ্যা, গ্যাস ফি ওঠেনা তার উপর আবার এখব গ্যাস ফি দেখাচ্ছে অনেক হাই। তবে সম্প্রতি মার্কেটের অবস্থায় ভালোর দিকে আছে। তাই নতুন করে আশা করছি যে ভালো ভালো কিছু প্রজেক্ট আসবে যা থেকে হান্টাররা কিছু পাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Pitter on November 16, 2020, 03:40:01 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আমি আপনার সাথে একমত। আমরা যদি ১০০ টি বানন্টি করি তাহলে ৫ টি বাউন্টিয়ো ঠিক হয়না। এতে আমাদের এমবি খরচ পূরন হয়না। আর যদি রেইট কমে যায় তাহলে গ্যাস ফিয়ো উঠবেনা।
হ্যা, গ্যাস ফি ওঠেনা তার উপর আবার এখব গ্যাস ফি দেখাচ্ছে অনেক হাই। তবে সম্প্রতি মার্কেটের অবস্থায় ভালোর দিকে আছে। তাই নতুন করে আশা করছি যে ভালো ভালো কিছু প্রজেক্ট আসবে যা থেকে হান্টাররা কিছু পাবে।
আমরা সবাই সেই প্রত্যাশ করি। সামনে আরও ভাল ভাল ্প্রজেক্ট আসতে পারে। সেখান থেকে বাউন্টি হান্টাররা তাদের প্রত্যাশিত পেমেন্ট পাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: sky20 on November 16, 2020, 06:19:06 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
এটাই সত্যি বর্তামনে যে বাউন্টি আসে তা করে কেউ 10 ডলার না অনেকেই এমন বাউন্টি করেছে মাাসের পর মাস। দেখা গেছে পেমেন্টের সময় মাত্র 2 ডলার শো করে। এমন কিছু আমি বাউন্টি দেখেছি যে তাদের ডলার নয় শুধাু সেন্ট শো করে। এই রকম বাউন্টি করলে হান্টাররা কি করতে পারে।?
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Lutera94 on November 16, 2020, 06:22:31 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
এটাই সত্যি বর্তামনে যে বাউন্টি আসে তা করে কেউ 10 ডলার না অনেকেই এমন বাউন্টি করেছে মাাসের পর মাস। দেখা গেছে পেমেন্টের সময় মাত্র 2 ডলার শো করে। এমন কিছু আমি বাউন্টি দেখেছি যে তাদের ডলার নয় শুধাু সেন্ট শো করে। এই রকম বাউন্টি করলে হান্টাররা কি করতে পারে।?
সেটাই ভাই, এ ক্ষেত্রে বাউন্টি ম্যানাজার যদি মনে করে লিমিট করে দেওয়ার তাহলেই কিছু পাওয়ার আসা থাকবে। তবে ইদানিং লক্ষ করা যাচ্ছে যে অনেক বাউন্টি তেই লিমিট আছে। তাই আশা করবো এই টাইপের বাউন্টি প্রতিনিয়ত আসবে যা হান্টারদের কিছু দিয়ে যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Zero0 on November 16, 2020, 09:18:49 AM
এমন পরিস্থিতিতে ম্যানেজারদের উচিত পাটিসিপেন্টস লিমিট করে দেওয়া যাতে প্রত্যেকে কাজ করে অন্তত ৫০-১০০ ডলার পায় নতুবা কয়েকমাস কষ্ট করে শেষে দেখা যায় ট্রান্সফার ফিও উঠেনা। সম্প্রতি এরকম কয়েকটি পেমেন্ট আমার ওয়ালেটে পড়ে আছে যেগুলো ট্রান্সফার করতে গেলে যা দাম ফি এবং উইথড্র ফি মিলে তার চেয়ে বেশি হবে। তাই সেগুলো ফেলে রাখছি ওয়ালেটে।
হ্যা বাউন্টি পার্টিসিপেন্টস লিমিট করলে কিছু পাওয়ার আসা আছে কিন্তু কোন প্রজেক্ট চাইবেনা এটা। তারা চাইবে যত বেশি জয়েন করুক, তাহলে তাদের প্রচারণা ও বেশী হবে। এ ক্ষেত্রে বাউন্টি ম্যানাজারের উচিৎ টীম কে বুঝানো হয় লিমিট করে দেওয়া তানাহলে বাজেট বাড়িয়ে দেওয়া।
আগে টোটাল সাপ্লাইয়ের ৫℅  পর্যন্ত বাউন্টিতে দেওয়া হতো আর এখন ১℅ ও দেয় না।
হ্যাঁ ভাই আমি আপনাদের সাথে একমত পোষণ করছি। আমারও ধারণা বাউন্টি পার্টিসিপেন্টস যদি লিমিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Kangaro45 on November 16, 2020, 12:30:57 PM
বর্তমানে কিছু কিছু বাউন্টি ক্যাম্পেইন সাকসেস হচ্ছে তা থেকে পেমেন্টও পাওয়া যাচ্ছে। যতটুকু পেমেন্ট পাওয়া যায় তার থেকে বেশি কারণ বাজেট কম থাকে।তবু যদি পার্টিসিপেট লিমিট করে দেওয়া হয় এবং কয়েন গুলোর দাম একটু বেশি হয় তবে  বাউন্টি হান্টারার কিছু লাভবান হতে পারবে নচেৎ এক-দেড় মাস কষ্ট করে কিছুই পাবে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: labonikhatun on November 16, 2020, 12:52:46 PM
আমার মনে হয়  বাউন্টি বাজেট এতো কম হওয়ার কারণ হচ্ছে এখন বেশিরভাগ বাউন্টি প্রকল্প গুলো স্ক্যাম করছে এবং তাদের ফান্ড এর টাকা কম হওয়াতে তারা বাউন্টি বাজেট কম হচ্ছে। প্রকল্প পরিচালনার মালিক এর সাথে কথা কথা বলতে হবে সে চাইলে বাউন্টি বাজেট বেশি করতে পারবে। বাউন্টি বাজেট কম হওয়ার কারণে ঠিক মতো কোনো পেমেন্ট পাওয়া যাচ্ছে না.
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Halkpro on November 16, 2020, 03:16:14 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
ভাই এখানে একটা কথা আছে সেটা হলে সব টোকেন সাপ্লাই করা হয় দামের উপর নির্ভর করে যদি কম সাপ্লাই হয় তাহলে টোকেন এর দাম বেশি থাকে আর যদি বেশি সাপ্লাই হয়ে তা হলে টোকেনের দাম কম। আর  বাউন্টি ভালো হয় না কেনো?? এটা বলা যায় যারা প্রজেক্ট স্কাম করবে এই চিন্তা ধারনা নিয়ে প্রজেক্ট ছাড়ে তারা টকেন  দেয় না আর হান্টারদের কষ্ট বিফলে যায়।।আশা করি আমার কথা বুজতে পারছেন           
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Power420 on November 17, 2020, 03:53:52 AM
বর্তমানে বাজেট অনেক কম প্রত্যেক প্রজেক্টিং কাজ করলে অল্প কিছু টোকেন পাওয়া যায় যা থেকে আমাদের এমবি খরচ তোলা বড় কষ্ট আবার প্রজেক্টটি সাকসেস হয় না যদিও সাকসেস হয় কিছু কিন্তু পেমেন্ট করে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Pitter on November 17, 2020, 04:08:18 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
বাজেট কোন বিষয় না। কাজ করুন দেখবেন কম বাজেটেই অনেক বেশি ‍কিছু পেতে পারেন।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Primo1760 on November 17, 2020, 04:31:59 PM
আসলে বাউন্টি যথেষ্ট পরিমাণ এর আসে। কিন্তু এ পার্টিসিপেট বেশি হওয়ার কারণে টোকেন এর পরিমান অনেক কমে যায়। যতটুকুই বা টোকেন পাওয়া যায় এ টোকেনের মূল্যের চেয়ে গ্যাস ফি বেশি হয়ে যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Triedboy on November 25, 2020, 03:45:11 AM
আসলে বাউন্টি যথেষ্ট পরিমাণ এর আসে। কিন্তু এ পার্টিসিপেট বেশি হওয়ার কারণে টোকেন এর পরিমান অনেক কমে যায়। যতটুকুই বা টোকেন পাওয়া যায় এ টোকেনের মূল্যের চেয়ে গ্যাস ফি বেশি হয়ে যায়।

আপনি কথাটা ঠিক বলেছেন আসলে বর্তমানে দেখা যায় পার্টিসিপেট প্রচুর পরিমাণে অংশগ্রহণ করে যে কারণে টোকেন একদমই কম পাওয়া যায়। আরজে কিছু টোকেন পাওয়া যায় আসলে সেগুলো বিক্রি করতে তার থেকে বেশি গ্যাস ফ্রি কেটে যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Triedboy on November 25, 2020, 03:47:09 AM
বর্তমান বাউন্টিতে বাজেট অনেক কমে গেছে। যে কোন প্রজেক্ট ই বাজেট কম নিয়ে আসে তারপর যদি আবার পার্টিসিপেন্ট লিমিট না হয় তাহলে তো আর এক সমস্যা। কেউ কিছুই পাবে না। শুধু পরিশ্রম করা ছাড়া কিছুই মিলবে না।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন।চুলে প্রত্যেক বাউন্টি ম্যানেজারদের উচিত পার্টিসিপেট লিমিট করে দেওয়া তাহলে হয়তো কিছু পরিশ্রমের মূল্য পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Sasa on November 25, 2020, 04:24:00 AM
এ বিষয়ে আমার সঠিক কোনো ধারণা নেই আমিও জানিনা কেন তাদের বাজেট এত কম থাকে এবং তাদের বাজেট অনুযায়ী বাজেট অনেক বেশি হয়ে যায় সে ক্ষেত্রে আমরা যদি অনেকদিন বা অনেক সপ্তাহ পর্যন্ত কাজ করি তাহলে আমাদের 10 থেকে 20 ডলার পর্যন্ত প্রেমেন্ট পায়না তাই বলবো যদি কোনো সিনিয়র ভাইয়ের এ বিষয়ে কোনো ধারণা থাকে অবশ্যই জানাবেন
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Alvida on February 02, 2021, 03:26:53 PM
হ্যাঁ ভাই বর্তমানে বাউন্টিতে অবস্থা তাতে বাউন্টি করে দেখা হয়েছে এমবি খরচ ওঠেনা।তবে কিছু কিছু পর্ণ্ডিতে পার্টিসিপেট করে দেওয়াতে দেখা যায় কিছু পেমেন্ট পাওয়া যায় যদি সাকসেস হয়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: ExtraPoint on February 03, 2021, 07:34:28 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
বর্তমানে ভালো মানের বাউন্টি খুব কম আসে।বাউন্টি করলে দেখা যায় যে কতগুলো থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে আবার কতগুলো স্কাম করে দেওয়া হয়। যার কারণে আমরা কাজ করেও তার মূল্য পাইনা।কিছু বাউন্টি পেমেন্ট করলেও দেখা যায় যে নেট খরচ ওঠে না।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Zixr on February 04, 2021, 02:49:42 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
বর্তমানে ফোরামে বেশ কিছু পরিমাণ ভাল বাউন্টি চলছে।আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন সেগুলোতে ভালো রকমের বাজেট দেওয়া আছে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Tubelight on March 19, 2021, 11:09:16 AM
ভাই সকল বাউন্টি প্রজেক্টগুলোর বাজেট কিন্তু অল্প নয়। কিছু কিছু বাউন্টি প্রজেক্ট আছে যেগুলোর বাজেট অনেক বেশি। যেমন বাউন্টি ডিটেকটিভ এর নতুন বাউন্টি ক্যাম্পেইন স্টুডেন্ট কয়েন এই বাউন্টি প্রজেক্ট এর বাজেট কিন্তু অনেক বেশি। দুর্ভাগ্যবশত আমি এই প্রজেক্ট জয়েন হতে পারেনি।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: David0 on March 21, 2021, 09:36:48 AM
ফোরামে বর্তমানে যেসব বাউন্টি আসে তার বেশিরভাগই সাকসেস হয় না। দুয়েকটা সাকসেস হলেও পার্টিসিপেট  বেশি থাকে এবং বাজেটও খুব একটা বেশি থাকে না। টোকেনের ডিস্ট্রিবিউশন ঠিকমত করা হয় না। কয়েক মাস কাজ করে তেমন একটা পেমেন্ট পাওয়া যায় না। অতএব বাউন্টি ম্যানেজারদের উচিত টিমদের বুঝিয়ে পার্টিসিপেট লিমিট করা এবং বাজেট বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা। যাতে এত কস্ট করে কাজ করার জন্য ভালো প্রফিট পাওয়া যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: bmr on March 27, 2021, 12:42:53 AM
আমার কাছে বাউনিট বাজেট কম আর বেশি এ নিয়ে কোন চিন্তা নেই। কারন আমি দেখেছি যে কিছু বাউন্টিতে বাউন্টি বাজেট কম হলেও তাদের টোকেনের দাম অনেক বেশি হয়। আবার অনেক প্রজেক্টের বাউন্টি বাজেট বেশি তারা স্ক্যাম করে চলে যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: rajput on March 29, 2021, 05:59:24 PM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
আমি যেটা মনে করি প্রত্যেকটা বাউন্টিতে যদি লিমিট করে দেয় যে এত লোক জয়েন হতে পারবে তাহলে মনে হয় আমরা ভালো অ্যামাউন্ট পাব তার কারণ বাজেট অল্প হলেও সমস্যা হবে না যদি লিমিট করে দেয়
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: HeartBit143 on March 31, 2021, 03:52:02 AM
সম্প্রতি সময়ে ভাল মানের, বেশি বাজেটের বাউন্টি আমরা আমাদের ফোরামে দেখতে পারছি।  আমাদের ফোরামে বর্তমান চলমান প্রজেক্ট বাউন্টি ডিটেকটিভ এর   Student Coin অনেক   এমাউন্ট নিয়ে এসেছে।     আশা করা যায় এর পরও এরকম অনেক প্রজেক্ট আমাদের ফোরামে আসবে।       
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Dark Knight on April 02, 2021, 11:55:38 AM
ফোরামে খুব একটা ভালো বাউন্টি আসে না, আসলেও তা আবার বাজেটের দিক দিয়ে অনেক কম। এমন অল্প বাজেটের বাউন্টি আসছে যে তাদের বাজেট অনুযায়ী যদি ১০০০ লোক জয়েন দেয় তাহলে তাদের দেওয়া রেইট অনুযায়ী ১০ ডলার ও হবে না। আর যদি রেইট নিচে নামে তাহলে তো গ্যাস ফি যে ওঠবে তা নিয়ে ও অনিশ্চয়তা আছে। এমন অবস্থার পরিপেক্ষিতে আপনাদের মতামত কি?
হ্যাঁ একদম ঠিক কথা। বর্তমানে বাউন্টি চললেও কিন্তু  বাজেট খুবই কম। যেমনটি টেরাক্রেডিট রাউন্ড 2 বাউন্টি প্রজেক্টে পার্টিসিপেন্ট সংখ্যা বেশি কিন্তু বাজেট কম। তবে আবার কিছু কিছু বাউন্টি প্রজেক্টর বাজেট বেশি। স্টুডেন্ট কয়েন বাউন্টি প্রজেক্টে বাজেট অনেকটাই বেশি। কিছু ভালোর মধ্যে কিছু খারাপ ও থাকে। অনেক সময় দেখা যায় যে কিছু বাউন্টি প্রোজেক্টের বাজেট কম থাকলেও তারা যে কয়েন গুলো দেয় তার দাম কিন্তু অনেক বেশি থাকে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Irfan12@ on April 03, 2021, 07:43:38 PM
বিষয়টি আমিও বুঝতে পারছি না যে বর্তমানে যে সকল বাউন্টি ক্যাম্পেইন ফোরামের লঞ্চ করা হয় সেই বাউন্টি ক্যাম্পেইন গুলোর বাজেট খুবই কম থাকে কেন। তবে একটা বিষয় ভালো করেছে সেটা হচ্ছে পার্টিসিপেট লিমিট করে দেয়। একদিক দিয়ে যেমন এটা খুবই ভালো অন্য দিক দিয়ে ভালো না। কেননা সবসময় অনলাইনে থাকা সম্ভব হয় না এবং যেহেতু পার্টিসিপেট লিমিটেড তাই অনেক ক্যাম্পেইন থেকে অনেক ইউজার বাদ পড়ে যায়। আর যারা জয়েন করতে পারে তারা মোটামুটি ডলার পায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Cinno3 on March 26, 2022, 09:47:08 AM
আগের থেকে কিন্তু বর্তমানে বাউন্টি অবস্থা অনেক উন্নত। আমি মনে করি বর্তমানে বাউন্টি বাজেট গুলো অনেক ভালো। আগে দেখা যেত বাউন্টি করলে খুব একটা বেশি পেমেন্ট দিত না। কত ইউজার আছে তারা কাজ করলে তাদের পেমেন্ট পেত না। কিন্তু বর্তমানে বাউন্টি ক্যাম্পেইন গুলোতে কাজ করলে ভালো পেমেন্ট অর্জন করা যায়। কারণ বর্তমানে বাউন্টি বাজেট গুলো আগের থেকে অনেক বেশি। এবং আগের থেকে বর্তমানে বাউন্টির অবস্থা অনেক ভালো।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Centus on April 08, 2022, 01:23:32 PM
আগে দেখা যেত একটা বাউন্টি ক্যাম্পেইন আসলে 100 থেকে 200 জন ইউজার জয়েন হতো। কিন্তু বর্তমানে একটা বাউন্টি ক্যাম্পেইন আসলে 1000 থেকে 2000 পর্যন্ত সদস্য জয়েন হচ্ছে। তাই আমি মনে করি আগের দিন আর নেই, আগে কম সংখ্যক লোক ক্যাম্পেইনে জয়েন হওয়ার কারণে ভালো পেমেন্ট পাওয়া গেছে। কিন্তু বর্তমানে সদস্য বেশি হওয়ায় পেমেন্ট খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই বাউন্টি ম্যানেজারদের উচিত পার্টিসিপেন্ট লিমিট করে দেওয়া। যাতে কাজ করলে সবাই কিছু না কিছু পায়
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Piku on June 28, 2022, 02:53:11 PM
বর্তমানে বাউন্টি বাজেট গুলো আগের মতই রয়েছে। বর্তমানে ফোরামে ইউজারের সংখ্যা বেড়ে যাওয়ায় বাউন্টি করে তেমন কিছু পাওয়া যায় না। কখনো দেখা যায় একটা ক্যাম্পেইনে 2000 থেকে 2500 মানুষ পর্যন্ত জয়েন হয়। তাই বাউন্টি করে কিছু পাওয়া যায় না। যেকোনো ক্যাম্পাইনে পার্টিসিপেন্ট লিমিট করে দিলে বাউন্টি ইউজারদের জন্য অনেক ভালো হবে। তখন যেকোন ক্যাম্পেইনে কাজ করলে যদি সাকসেস হয় তাহলে কিছু না কিছু পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Tepona on June 30, 2022, 03:57:20 PM
অনেকদিন ধরে এখানে ভালো কোন প্রকল্পের প্রচারণা আসেনা। এবং আমরা জয়েন করতে পারিনা। তবে বিটকয়েন ফোরামে অনেক ভালো ভালো বাউনটি আসে এবং সেখানে ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। সেখানে অনেক বেশি লোক জয়েন হয়ে থাকে। তাই খুব একটা বেশি পেমেন্ট পাওয়া যায় না। তাই বিটকয়েন ফোরামের বাউন্ডি গুলোতে জয়েন করে খুব একটা বেশি লাভ হয় না। তাই নতুন করে শর্তসাপেক্ষে ভালো ভালো প্রচারণা আনা উচিত। তাহলেই বিভিন্ন দেশের উপার্জনকারীরা অনেক বেশি উপকৃত হবে।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Diknel on June 30, 2022, 04:12:07 PM
বর্তমানে বাউন্টি বাজেট অনেক কম। আরো ভালো বাউন্টি চেনার কোনো উপায় নেই। বাউন্টি দেখে বোঝা যায় না কোন বাউন্টি প্রজেক্ট ভালো হবে। সতর্ক থাকা উচিত। কোন বাউন্টি প্রজেক্ট স্কাম করবে। এখানে খুব একটা ভালো বোঝে একটা আসে না। আপনি যদি ভালো বাউন্টি প্রকল্পগুলোতে মাসের পর মাস ধরে কাজ করে খুব একটা বেশি পেমেন্ট পাওয়া যায় না। কাজ করতে করতে হঠাৎ একটা ভালো প্রজেক্ট পাওয়া যেতে পারে। তাই আমাদেরকে কাজ করতে হবে এবং ভালো প্রজেক্ট আসলে অবশ্যই সেটা পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Perfect540 on June 30, 2022, 05:05:55 PM
বর্তমানে বাউন্টি বাজেট গুলো অনেক কম থাকে। বাউন্টি বাজেট গুলো কম থাকায় বর্তমানে বাউন্টি করে তেমন কিছু পাওয়া যায় না। এবং ফোরামে ভালো কোনো বাউন্টি আসেনা। যেগুলো আসে সেগুলো স্কাম করার সম্ভাবনা বেশি থাকে। কারণ বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই খারাপ। তাই এখন যদি প্রত্যেকটা ক্যাম্পেইনে পার্টিসিপেন্ট লিমিট করে দেয় তাহলে বাউন্টি করে কিছু আয় করা সম্ভব হবে। তাই প্রত্যেকটা ক্যাম্পেইনে পার্টিসিপেন্ট লিমিট করে দেওয়া উচিত।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Fulshai on July 03, 2022, 07:01:21 PM
আগের তুলনায় বর্তমান বাউণ্টি গুলোর বাজেট অনেকটাই কম। বর্তমান ফোরামে যতগুলো বাউণ্টি আসে তার প্রত্যেকটি বাউণ্টি বাজেট কম আর সাকসেসফুল কম হয়। যার ফলে বাউণ্টি থেকে তেমন ভালো পেমেন্ট পাওয়া যায় না। কারণ ফোরামে একটি বাউণ্টিতে যে বাজেট থাকে তাতে প্রত্যেকের ৫-১০ ডলার পাওয়া কঠিন। আশা করি ভবিষ্যতে বাউণ্টিতে বাজেটগুলো আরো বৃদ্ধি করবেন।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Bitrab on August 03, 2022, 02:42:18 PM
বর্তমানে বাউন্টিতে অনেকাংশে লোক বৃদ্ধি পাচ্ছে। যেকোনো ক্যাম্পাইনে দুই থেকে তিন হাজার ইউজার জয়েন হচ্ছে। তাই বাউন্টি বাজেট যদিও বেশি থাকে তাহলে লোক বেশি হওয়ার কারণে কিছুই পাওয়া যায় না। কখনো দেখা যায় কোন বাউন্টি ক্যাম্পাইন  থেকে এক ডলারও পাওয়া কঠিন হয়ে পড়ে । তাই সব ক্যাম্পাইনে পার্টিসিপেন্ট লিমিট করে দেওয়া দরকার। যেন যেকোনো ক্যাম্পাইনে কাজ করলে কিছু না কিছু পাওয়া যায়।
Title: Re: বাউন্টি বাজেট এতো কম কেনো?
Post by: Web Designer on December 19, 2023, 05:53:37 PM
এখন বাউন্টির যেই অবস্থা বাউন্টি করিয়ে নেয় কিন্তু পেমেন্ট দেয় না। আর বাজেটের কথা নাই বল্লাম।