Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on November 12, 2020, 11:58:58 AM

Title: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: JISAN on November 12, 2020, 11:58:58 AM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Rafiq on November 12, 2020, 01:16:19 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
ধন্যবাদ আপনাকে, বিনান্স ফিউচার ট্রেড এর পরে আমাদেরকে বিনান্স মার্জিন ট্রেড সম্পূর্কে ধারণা দেয়ার জন্য। যেহেতু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ খুব ঝুকিপূর্ণ, তাই আমার কাছে মনেহয় মূল ব্যালেন্সের ৫ গুন লোন নিয়েও ঘন্টা হিসেবে চার্জদিয়ে খুব একটা পুষবেনা ; বিশেষকরে আমাদের মতো ছোট বিনিয়োগকারীদে টিকে থাকা সম্ভব হবে না। চার্জ কাটতে কাটতে একটা সময় দেখা যাবে মূলধন জিরো হয়ে গেছে।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Halkpro on November 12, 2020, 01:17:43 PM
আপনি অনেক ভালো একটা পোস্ট করছেন। কিন্তু আমি একটা বিষয় ভালোভাবে বুঝতে পারিনি।দরেন আমার কাছে ৫০$ আছে আমাকে এর ৫গুন লোন দিলো তা হলে কি সব গুলা $ আমার ওয়ালেটই থাকবে নাকি যে পরিমান আমি লোন নেবো সব গুলা তাদের ওয়ালেট থাকবে আমি তাদের ওখান থেকে ট্রেড করবো। আর আমার মনে হয়  না বিনান্স মার্জিন ট্রেড থেকে যারা ছোট ট্রেডার আছে তাদের বেশি লাভ হবে। যাদের অনেক ডলার আছে তাদের বেশি লাভ হবে।
আরেকটা প্রশ্ন আমার যদি কম ডলার থাকে তা হলে কি ওই ডলারের পারসেন্টে অনুযায়ী কাটবে নাকি ৫০$ জা ৫০০০$ একই পারসেন্টে কাটবে??
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Halkpro on November 12, 2020, 01:32:58 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
ধন্যবাদ আপনাকে, বিনান্স ফিউচার ট্রেড এর পরে আমাদেরকে বিনান্স মার্জিন ট্রেড সম্পূর্কে ধারণা দেয়ার জন্য। যেহেতু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ খুব ঝুকিপূর্ণ, তাই আমার কাছে মনেহয় মূল ব্যালেন্সের ৫ গুন লোন নিয়েও ঘন্টা হিসেবে চার্জদিয়ে খুব একটা পুষবেনা ; বিশেষকরে আমাদের মতো ছোট বিনিয়োগকারীদে টিকে থাকা সম্ভব হবে না। চার্জ কাটতে কাটতে একটা সময় দেখা যাবে মূলধন জিরো হয়ে গেছে।
আমি আপনার কথার সাথে একমত।  আমারও মনে হয় না যে এটা ছোট ট্রেডারদের জন্য এতোটা লাভবান হবে। যদি এটা ঘন্টায় না হয়ে দিনের হিসেবে হতো তা হলে ট্রেডারদের পক্ষে ভালো  হতো সে বড় ট্রেডার হোক বা ছোট।   
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Btceth01 on November 12, 2020, 03:23:18 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
আপনাকে অনেক ধন্যবাদ আপনি মার্জিন ট্রেডিং সম্পর্কে অনেক সুন্দর করে বলে দিয়েছেন। এটা পড়ে আমার নতুন অভিজ্ঞতা হল। আগে আমি এ সমস্ত ব্যাপার জানতাম না।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: babu10 on November 12, 2020, 05:04:32 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড

আপনার অভিজ্ঞতা দেখে মুগ্ধ হলাম ভাই্। আপনার মতো লোকেদের ফোরামে বেশী সময় দেয়া দরকার তাহলে নতুনরা আরো বেশী জানতে পারবে শিখতে পারবে। সামনে আপনার থেকে আরো ভালো ভালো পোষ্ট আশা করতেছি নতুন নতুন বিষয়ে।

ধন্যবাদ।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Triedboy on November 18, 2020, 07:31:18 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড

আমি লক্ষ করেছি এই ফোরামে আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। আপনি যে পোস্ট গুলো করেন সেই পোস্ট গুলো থেকে আসলেই নতুন নতুন বিষয় থাকে যেগুলো আসলে আমি আগে জানতাম না। আমার এই পোস্টটি থেকে আমি কিছু শিখতে পেরে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Chita76 on November 19, 2020, 02:47:42 AM
আগে যে পোস্টটি দিয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু মার্জিন সম্পর্কে আমি বুঝতে পারলাম না প্লিজ আপনি আবার পোস্ট এডিট করে বলুন ধন্যবাদ।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Jackson on November 19, 2020, 10:16:45 AM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড

আপনার অভিজ্ঞতা প্রশংসনীয়|এর আগের পোস্টে আপনি একটি বিষয় সম্পর্কে বুঝিয়েছিলেন যা অনেক সুন্দর ভাবে বুঝেছিলাম|এই পোস্টেও একটু বুঝেছি তবে লোনের বিষয়টি বুঝতে পারিনি ভালোভাবে|আপনি ফোরামের একজন অনেক গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ লোক|আপনার ফোরামে আরেকটু বেশি বেশি সময় দেয়া আশা করি,কারন আপনার পোস্টগুলো নতুন ইউজাররা পড়লে অনেক উপকৃত হবে|

ধন্যবাদ আপনাকে
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Kangaro45 on November 19, 2020, 05:47:17 PM
আপনার পোস্ট গুলো বড়াবড়ই অনেক ভালো শিক্ষণীয় হয়। এ পোস্টটি তার ব্যাতিক্রম নয়তবে এ পোস্টের লোন সম্পর্কে যা বলেছেন তা ভালোভাবে বুঝতে পারেনি তাই পুনরায় এডিট করে বিস্তারিত বুঝিয়ে বলবেন আশা করি।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Jaya60 on November 19, 2020, 06:04:18 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড

বিনান্সমার্জিন ট্রেড সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আসলে মার্জিন টেস্ট সম্পর্কে বুঝতাম না কিন্তু আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে এবং এটি থেকে আমি বুঝতে পেরেছি।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Magepai on November 19, 2020, 06:26:22 PM
আমি আপনার পোস্টটি সম্পন্ন পড়ার পর মার্জিন ট্রেড সম্পর্কে বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে মার্জিন ট্রেড সম্পর্কে বোঝানোর জন্য।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Ak600 on November 29, 2020, 06:26:30 PM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছে এই টপিক থেকে মার্জিন টেট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আগে কোনদিন জানতাম না তাই আজকে আপনার এই পোস্ট থেকে শিখতে পারলাম আপনার জন্য দোয়া রইল যাতে আরো ভালো ভালো পোস্ট তৈরি করতে পারেন ধন্যবাদ আপনাকে
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Tamsialu$$ on November 30, 2020, 01:17:27 AM
আসলে ভাই আমি ফোরামে অনেক ঘুরেফিরে দেখেছি এই ফোরামে আপনাদের অভিজ্ঞতা আসলে ব্যাপক।আপনি আছেন আর কিছু কিছু সিনিয়ার ভাই আছেন এই ফোরামে যাদের পোস্টগুলো পড়ে আসলে নতুন নতুন কিছু শেখা যায়। ডেলিভারি ধরনের পোস্ট করলে অবশ্যই জুনিয়র শিখতে আগ্রহী হবে।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: johnson on November 30, 2020, 03:49:37 AM
এই বিষয় সম্পর্কে আমার জানা নেই। তবে আপনার মাধ্যমে অনেকটাই বুঝিতে পেড়েছি।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: bmr on November 30, 2020, 06:35:26 AM
আগে যে পোস্টটি দিয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু মার্জিন সম্পর্কে আমি বুঝতে পারলাম না প্লিজ আপনি আবার পোস্ট এডিট করে বলুন ধন্যবাদ।
আমি কোনটিই ভালো বুজতে পারি নি। নতুন যার কারনে একটু প্রবলেম হচ্চে। আশা করি ঠিক হয়ে যাবে।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: warhero on December 01, 2020, 12:27:55 AM
আপনি অনেক ভালো একটা পোস্ট করছেন। কিন্তু আমি একটা বিষয় ভালোভাবে বুঝতে পারিনি।দরেন আমার কাছে ৫০$ আছে আমাকে এর ৫গুন লোন দিলো তা হলে কি সব গুলা $ আমার ওয়ালেটই থাকবে নাকি যে পরিমান আমি লোন নেবো সব গুলা তাদের ওয়ালেট থাকবে আমি তাদের ওখান থেকে ট্রেড করবো। আর আমার মনে হয়  না বিনান্স মার্জিন ট্রেড থেকে যারা ছোট ট্রেডার আছে তাদের বেশি লাভ হবে। যাদের অনেক ডলার আছে তাদের বেশি লাভ হবে।
আরেকটা প্রশ্ন আমার যদি কম ডলার থাকে তা হলে কি ওই ডলারের পারসেন্টে অনুযায়ী কাটবে নাকি ৫০$ জা ৫০০০$ একই পারসেন্টে কাটবে??
আসলে সঠিক সময় সঠিক টোকেন এর ওপর ট্রেডিং করলে ছোট-বড় যে কোনো ট্রেডার লাভবান হতে পারবে। কম থাকে তাহলে আপনি লাভের পরিমাণ কম থাকবে। আর যদি মূলধন বেশি থাকে তাহলে আপনার লাভের পরিমান বেশি থাকবে। আমি পোস্টগুলো পড়ে যতোটুকু বুঝতে পেরেছি 50 ডলার না , 5 হাজার ডলারের উপরে আপনাকে একটা পার্সেন্ট দিতে হবে। যদিও সেই পার্সেন্ট পরিমাণটা খুবই কম থাকবে।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: warhero on December 01, 2020, 12:35:54 AM
আমি কোনটিই ভালো বুজতে পারি নি। নতুন যার কারনে একটু প্রবলেম হচ্চে। আশা করি ঠিক হয়ে যাবে।
আপনি যেটা বুঝতে পারিনি সেটা একদম সহজ করে বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি। মার্জিন হল এমন একটা মাধ্যম যেখানে আপনার মূলধনের পাঁচ গুণ অর্থ লোন নিতে পারবেন। এবং এটি দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন।কিন্তু ওই লোনের উপর আপনার একটা নির্দিষ্ট পার্সেন্ট লোন দাদাকে দিতে হবে । আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Tubelight on March 25, 2021, 11:24:12 AM
আমি গত টপিকে বুঝিয়েছিলাম বিনান্স ফিউচার ট্রেড সম্পর্কে । আজকের বিষয় হলো বিনান্স মার্জিন ট্রেড। এটি কি ও কিভাবে কাজ করে।
মার্জিন ট্রড স্পট ট্রেডের মতই । কিন্তু এখানেও রয়েছে ফিউচার ট্রেডের মত লোনের ব্যবস্থা। কিন্তু এখানে আপনি ফিউচারের মতো এতো বেশি লোন নিতে পারবেন না। মার্জিনের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার মূল ব্যলেন্স এর ৫ গুন লোন নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি লোন নেওয়ার পর সেই ডলার দিয়ে ট্রেড করেন অথবা না করেন। প্রফিট পান অথবা লস করেন । আপনি জত এমাউন্ট লোন নিবেন তার জন্য প্রতি ঘন্টার আপনাকে একটা চার্জ দিতে হবে। চার্জ লোনের এমাউন্ট এর উপর নির্ভর করবে। জত বেশি এমাউন্ট লোন নিবেন  পার্সেন্টেজ অনুযায়ী আপনার মুল ব্যলেন্স থেকে প্রতি ঘন্টায় একটা চার্জ কাটতে থাকবে। আপনি যতক্ষণ পর্জন্ত লোন নেওয়া এমাউন্ট রিটার্ন না দেবেন। সে পর্জন্ত আপনার কাছ থেকে প্রতি ঘন্টার চার্জ নিতে থাকবে বিনান্স। আর ট্রেড করে লস খেয়ে অথবা লোন নিয়ে বেশিদিন রাখার কারনে চার্জ কেটে কেটে যদি আপনার মূল ব্যলেন্স ০ হয়ে যায় তাহলে অটোমেটিক লোন নেওয়া এমাউন্ট ফেরত চলে যাবে। এটাই হলো মার্জিন ট্রেড
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বিনান্স মার্জিন ট্রেড সম্পর্কে এত সুন্দর ভাবে ধারণা দেয়ার জন্য। আমি আপনার এই পোস্ট সম্পন্ন পড়েছি। আপনার এই পোস্ট সম্পন্ন করার পর আমার কাছে এই পোস্ট অনেক ইনফরমেটিভ মনে হয়েছে। আশা করছি অন্যরা আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হবে।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Madmax789 on November 21, 2022, 08:01:35 PM
ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো একটা পোস্ট করছেন।  আমারও মনে হয় না যে এটা ছোট ট্রেডারদের জন্য এতোটা লাভবান হবে।এটা পড়ে আমার নতুন অভিজ্ঞতা হল। আগে আমি এ সমস্ত ব্যাপার জানতাম না।
Title: Re: Binance Margin Trade কি? এটি কিভাবে কাজ করে?
Post by: Fulshai on December 09, 2023, 10:34:32 AM
  আমি ফোরামে নতুন। তাই Binance Margin Trade কি এর সম্পর্কে তেমন কোন ধারনা নেই। এ সম্পর্কে ফোরামের সিনিয়র ভাইয়েরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আর এটি কিভাবে কাজ করে এ সম্পর্কেও তাৎপর্যপূর্ণ আলোচনা রাখবেন। তাহলে আমাদের নতুনদের বুঝতে অনেক সুবিধা হবে।