Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: XM8 on December 05, 2020, 05:22:43 PM

Title: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: XM8 on December 05, 2020, 05:22:43 PM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Magepai on December 06, 2020, 01:06:58 AM
তুমি আসলে যে পোস্টটি করেছেন এটা কিন্তু আসলে কোন ভাবেই বলা সম্ভব নয়। কোন সময় কোন বাউন্টি স্কাম হয় সেটা কিন্তু বলা যাবে না। বেশি সপ্তাহ চললে যে ভালো হবে তা কিন্তু না কম সপ্তাহ চললে যে বাউন্টি ভালো হবে তাও কিন্তু নয়।আপনি যদি ফোরামে নতুন হয়ে থাকেন তাহলে আপনি বাউন্টি ডিএক্টিভ এই ম্যানেজারের বাউন্টিতে অ্যাড হবেন  আশা করি সে জায়গা থেকে কিছু হলেও পাবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Jaya60 on December 06, 2020, 02:36:00 AM
তুমি আসলে যে পোস্টটি করেছেন এটা কিন্তু আসলে কোন ভাবেই বলা সম্ভব নয়। কোন সময় কোন বাউন্টি স্কাম হয় সেটা কিন্তু বলা যাবে না। বেশি সপ্তাহ চললে যে ভালো হবে তা কিন্তু না কম সপ্তাহ চললে যে বাউন্টি ভালো হবে তাও কিন্তু নয়।আপনি যদি ফোরামে নতুন হয়ে থাকেন তাহলে আপনি বাউন্টি ডিএক্টিভ এই ম্যানেজারের বাউন্টিতে অ্যাড হবেন  আশা করি সে জায়গা থেকে কিছু হলেও পাবেন।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। আসলে কখনই বলা সম্ভব নয় কোনটা ভালো হবে। তার পরেও কয় সপ্তাহ বাউন্টি করলে সেটা সাকসেস হবে সেটা কিন্তু বলা যায় না। আমি অনেক সময় দেখেছি প্রায় 8 থেকে 10 সপ্তাহের বাউন্টি অনেক সাকসেস হয়েছে আবার স্কাম হচ্ছে। আবার কোন সপ্তাহের বাউন্টি গুলো সাকসেস হচ্ছে আবার স্কাম হচ্ছে। জন্য বলা সম্ভব নয় আসলে কত সপ্তাহ বাদেই চলে সেগুলো সাকসেস হবে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Herry on December 06, 2020, 03:23:00 AM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
ভাই আমি মনে করি বাউন্টি সাকসেস হওয়ার পিছনে সেই বাউন্টি কত সপ্তাহ ধরে চলবে সেটা কোন বিষয় না বাউন্টি সাকসেস হওয়ার পিছনে বিশেষ করে যে বাউন্টি পরিচালনা করে তাদের ওপর ম্যাটার করে কিছু কিছু বাউন্টি দেখলেই বোঝা যায় যে এই বাউন্টি টা সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু কিছু বাউন্টি সাকসেস হওয়ার পরেও প্রেমেন্ট করে না তবে আপনি অনেক সুন্দর একটা টপিক তৈরি করেছেন এই ফোরামের সিনিয়র ভাইরা এ বিষয়ে আপনাকে অবশ্যই সাহায্য করবেন
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Heron on December 06, 2020, 04:05:48 AM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
আমার মনে হয় বাউন্টি সাকসেস অথবা স্ক্যাম হওয়ার সাথে সময়সীমার কোন হাত নেই। বাউন্টি কত সপ্তাহ চলবে এটা দেখে কখনোই বলা সম্ভব নয় যে বাড়ীটা সাকসেস হবে না স্ক্যান করবে। অনেক সময় 12 সপ্তাহ সময় ধরে চলা বাউন্টি ও স্ক্যাম হয়ে যায়।
আসলে আমার জানামতে আগে থেকে বাউন্টি সাকসেস হবে না স্ক্যাম করবে এটা জানার কোন উপায় নেই।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Cristiano on December 06, 2020, 04:54:19 AM
আমরা সবাই জানি বাউন্টি সাধারণত সপ্তাহ বেঁধে করা হয়। তবে কোন বানানটি যদি স্কাম করে তাহলে সেটা সপ্তাহ বেঁধে স্কাম করবে না। স্কাম এর সাথে বাউন্টি সপ্তাহের কোন মিল নেই। বাউন্টি স্কাম করে বাউন্টি ম্যানেজাররা। আপনাকে ধারণা রাখতে হবে কোন বাউন্টি গুলো ভালো হবে। কোন গুলো ভালো হবে না। আরেকটি কথা আপনি চাইলে আপনি কম সময়ের বাউন্টি করতে পারেন আবার চাইলে বেশি সময়ের বাউন্টি করতে পারেন। যে বাউন্টি গুলা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি সেই বাউন্টি গুলো তে জয়েন করবেন। যেমন বাউন্টি ডিএক্টিভেট এর যতগুলো বাউন্টি আসে সবগুলোতেই জয়েন করবেন। এগুলো কোন স্কাম করার সম্ভাবনা নেই ‌।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Salauddin on December 06, 2020, 05:04:38 AM
সল্প সময়ের বাউন্টি আর ধীর্ঘ সময়ের বাউন্টি সব গুলাই সাকসেস হতে পারে তা নীর্ভর করে ক্যাম্পেইন ম্যানেজ করতেছে কারা আর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারে তাহলে অনেক সাকসেস হয় আর না হলে সাক্সেস হয় না আবার বাউন্টী অনার রা যদি মনে করেন যে তাদের লস হচ্ছে তাহলে তারা তখন প্রোজেক্ট পাউউস করে দেয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Apower$ on December 06, 2020, 05:15:18 AM
তুমি আসলে যে পোস্টটি করেছেন এটা কিন্তু আসলে কোন ভাবেই বলা সম্ভব নয়। কোন সময় কোন বাউন্টি স্কাম হয় সেটা কিন্তু বলা যাবে না। বেশি সপ্তাহ চললে যে ভালো হবে তা কিন্তু না কম সপ্তাহ চললে যে বাউন্টি ভালো হবে তাও কিন্তু নয়।আপনি যদি ফোরামে নতুন হয়ে থাকেন তাহলে আপনি বাউন্টি ডিএক্টিভ এই ম্যানেজারের বাউন্টিতে অ্যাড হবেন  আশা করি সে জায়গা থেকে কিছু হলেও পাবেন।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আসলে কখনো বলা সম্ভব নয় যে কোন বাউন্টি ভালো হবে।তারপরেও কয় সপ্তাহ বাউন্টি করলে সেটা সাকসেস হবে কিনা সেটাও কিন্তু যানা যায়না। আমি অনেক সময় দেখেছি কোনো সপ্তাহের বাউন্টি সাকসেস হচ্ছে আবার অনেক বাউন্টি স্কাম হচ্ছে। এজন্য বলা সম্ভব নয় যে বাউন্টি আসলে কত সপ্তাহ চলবে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Monster5 on December 06, 2020, 05:18:11 AM
স্বল্প সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের  বাউন্টি সবগুলো নির্ভর করে এ ক্যাম্পেইন এর ম্যানেজের উপর আপনি যদি দীর্ঘসময়ের বাউন্টি করেন তাহলে যদি সাকসেস হয় তবে আপনি অনেক অর্থ পাবেন আর যদি অল্প সময়ের বাউন্টি সাকসেস হয় তবে আপনি অর্থ কম পাবেন এবং দীর্ঘ সময়ের বাউন্টি গুলোতে পোল বেশি থাকে এবং অল্প সময়ের বাউন্টি গুলোতে পোল কম থাকে। আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Salauddin on December 06, 2020, 05:40:47 AM
স্বল্প সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের  বাউন্টি সবগুলো নির্ভর করে এ ক্যাম্পেইন এর ম্যানেজের উপর আপনি যদি দীর্ঘসময়ের বাউন্টি করেন তাহলে যদি সাকসেস হয় তবে আপনি অনেক অর্থ পাবেন আর যদি অল্প সময়ের বাউন্টি সাকসেস হয় তবে আপনি অর্থ কম পাবেন এবং দীর্ঘ সময়ের বাউন্টি গুলোতে পোল বেশি থাকে এবং অল্প সময়ের বাউন্টি গুলোতে পোল কম থাকে। আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ।

হুম আভাই আমি এমন অনেক বাউন্টি দেখেছি জেগুলা অনেক কম সময়ের জন্যে আসে কিন্ত দীর্ঘ সময়ের বাউন্টি এর থকী অনেক বেশি প্রফিট পাওয়া যায় এরকম অনেক সাকসেস পাওয়া যায়। 
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Maxtel on December 06, 2020, 06:00:19 AM
আসলে বাউন্টি সাকসেস বা স্কাম হওয়া বাউন্টি দীর্ঘ বা স্বল্প মেয়াদের ওপর নির্ভর করে না। কখনো দেখা যায় তিন থেকে চার সপ্তাহের বাউন্টি স্কাম হচ্ছে আবার 12 থেকে বিশ সপ্তাহের বাউন্টি স্কাম হচ্ছে। আবার দেখা যায় 2 থেকে 3 সপ্তাহের বাউন্টি সাকসেস হচ্ছে এবং 15 থেকে 20 সপ্তাহের বাউন্টি সাকসেস হচ্ছে ।তাই সময়সীমা দেখে বা কোন বাউন্টি কত সপ্তাহ চললে স্কাম হবে বা সাকসেস হবে তা বোঝা যায় না। কোন বাউন্টি স্কাম ও সাক্সেস হওয়া নির্ভর করে ওই প্রোজেক্টের টিম ম্যানেজমেন্টের ও মালিক এর উপর।  আপনি বাউন্টি ডিটেকটিভের প্রজেক্টগুলো করতে পারেন এর প্রজেক্ট গুলো বেশিরভাগই সাকসেস হয়। এখান থেকে আপনি কিছু না কিছু পেমেন্ট পাবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Ricky on December 06, 2020, 10:00:24 AM
আমরা সবাই জানি বাউন্টি সাধারণত সপ্তাহ বেঁধে করা হয়। তবে কোন বানানটি যদি স্কাম করে তাহলে সেটা সপ্তাহ বেঁধে স্কাম করবে না। স্কাম এর সাথে বাউন্টি সপ্তাহের কোন মিল নেই। বাউন্টি স্কাম করে বাউন্টি ম্যানেজাররা। আপনাকে ধারণা রাখতে হবে কোন বাউন্টি গুলো ভালো হবে। কোন গুলো ভালো হবে না। আরেকটি কথা আপনি চাইলে আপনি কম সময়ের বাউন্টি করতে পারেন আবার চাইলে বেশি সময়ের বাউন্টি করতে পারেন। যে বাউন্টি গুলা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি সেই বাউন্টি গুলো তে জয়েন করবেন। যেমন বাউন্টি ডিএক্টিভেট এর যতগুলো বাউন্টি আসে সবগুলোতেই জয়েন করবেন। এগুলো কোন স্কাম করার সম্ভাবনা নেই ‌।
আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। আসলে স্বল্পমেয়াদী প্রজেক্ট আর দীর্ঘমেয়াদী প্রজেক্ট এটা দেখে প্রজেক্ট ভালো হবে না খারাপ হবে এটা বিবেচনা করা যায় না। যেগুলো সাকসেস হওয়ার সেগুলো স্বল্পমেয়াদী হলেও হয় দীর্ঘমেয়াদি হলেও হয়। আর যেগুলো স্ক্যাম করার সেগুলোও স্বল্পমেয়াদী হলেও হয় দীর্ঘ মেয়াদে হলেও হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Retina on December 06, 2020, 10:03:00 AM
বাউন্টি আমার জানামতে বেশিরভাগ ফেক আর স্ক্যাম করে কপাল খুব ভালো না হলে বাউন্টি করে কোনো লাভ নাই এখন আগে বাউন্টি করে অনেক পেমেন্ট পাওয়া যেত এখন আর বাউন্টি করে তেমন পেমেন্ট পাওয়া যায়না ।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: XM8 on December 06, 2020, 10:21:45 AM
আমরা সবাই জানি বাউন্টি সাধারণত সপ্তাহ বেঁধে করা হয়। তবে কোন বানানটি যদি স্কাম করে তাহলে সেটা সপ্তাহ বেঁধে স্কাম করবে না। স্কাম এর সাথে বাউন্টি সপ্তাহের কোন মিল নেই। বাউন্টি স্কাম করে বাউন্টি ম্যানেজাররা। আপনাকে ধারণা রাখতে হবে কোন বাউন্টি গুলো ভালো হবে। কোন গুলো ভালো হবে না। আরেকটি কথা আপনি চাইলে আপনি কম সময়ের বাউন্টি করতে পারেন আবার চাইলে বেশি সময়ের বাউন্টি করতে পারেন। যে বাউন্টি গুলা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি সেই বাউন্টি গুলো তে জয়েন করবেন। যেমন বাউন্টি ডিএক্টিভেট এর যতগুলো বাউন্টি আসে সবগুলোতেই জয়েন করবেন। এগুলো কোন স্কাম করার সম্ভাবনা নেই ‌।
জি ভাই আপনার কথাগুলো যুক্তিসংগত। এবং আপনি যে বলছেন বাউন্টি ডিটেকটিভ এর বাউন্টিতে জয়েন হতে তাই আমি চেষ্টা করব বাউন্টি ডিটেকটিভ এর সকল বাউন্টিতে জয়েন হতে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Maynul96 on December 06, 2020, 02:47:32 PM
বাউন্টি আমার জানামতে বেশিরভাগ ফেক আর স্ক্যাম করে কপাল খুব ভালো না হলে বাউন্টি করে কোনো লাভ নাই এখন আগে বাউন্টি করে অনেক পেমেন্ট পাওয়া যেত এখন আর বাউন্টি করে তেমন পেমেন্ট পাওয়া যায়না ।
আমি আপনার সাথে একমত, আপনি ঠিক বলেছেন এখন বেশির ভাগ বাউন্টি সাকসেসফুল হয়না। আগের মতো আয় করা যায়না এখন বাউন্টি থেকে।  আর যদি এখন কেউ ভালো পরিমাণ আয় করতে চায় তাহলে তাকে কমবেশি সব প্রজেক্টে জয়েন করতে হবে।                 
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Lukamaxin on December 06, 2020, 03:13:16 PM
এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হল সংক্ষিপ্ত সময়ের বাউন্টি করা কারণ সংক্ষিপ্ত সময়ে বাউন্ডারি করলে পরবর্তীতে আরেকটি নতুন প্রজেক্ট এ জয়েন করে এক ঢিলে দুই পাখি মারার মতো । একটি দীর্ঘ সময়ের বাউন্টিতে যে ইনকাম করা যাবে তার থেকে অল্প সময়ে বাহনটি করে ওই একই সময়ে ডাবল ইনকাম করা সম্ভব তাই আমার ব্যক্তিগত মতামত হল দীর্ঘমেয়াদি বাউন্টির হতে সংক্ষিপ্ত বাহনটি করাই উত্তম
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Salauddin on December 06, 2020, 03:13:20 PM
বাউন্টি আমার জানামতে বেশিরভাগ ফেক আর স্ক্যাম করে কপাল খুব ভালো না হলে বাউন্টি করে কোনো লাভ নাই এখন আগে বাউন্টি করে অনেক পেমেন্ট পাওয়া যেত এখন আর বাউন্টি করে তেমন পেমেন্ট পাওয়া যায়না ।
আমি আপনার সাথে একমত, আপনি ঠিক বলেছেন এখন বেশির ভাগ বাউন্টি সাকসেসফুল হয়না। আগের মতো আয় করা যায়না এখন বাউন্টি থেকে।  আর যদি এখন কেউ ভালো পরিমাণ আয় করতে চায় তাহলে তাকে কমবেশি সব প্রজেক্টে জয়েন করতে হবে।                 

হুম এখন বেশিরভাগ বাউন্টি স্ক্যাম হচ্ছে আর সব বাউন্টি করতে গেলেও অনেক কস্ট করেও এখন আর আগের মতো টোকেন দিচ্ছেনা আর জেগুলা টোকেন দিচ্ছে তাও আবার মার্কেটে নাই অথবা দাম নাই তাই এগুলা করা রিসক টুইটার এ্যাকাউন্ট অ ব্যান হয়ে যাচ্ছে ।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: ranaprime on December 06, 2020, 03:46:49 PM
বাউন্টি সত্যিকার অর্থে কোন সময় নির্ধারন করে দেওয়ার উপর নির্ভর করে না। এটি মূলত নির্ভর করে প্রজেক্টের ডেভলমেন্ট এবং সাকসেসের উপর। তাছাড়া এর বাজেটরও একিট বিষয় থাকে। আমি দেখেছি বিভিন্ন শর্ট টাইমের বাউন্টি করেও অনেকে ভাল পেমেন্ট পেয়েছে আবার লং টাইমের বাউন্টি করে কিছুিই পাই নি বা পেলেও গ্যাস প্রাইস উঠে না। তবে সার্বিক ভাবে আমার মনে হয় যে মিনিমাম 4 সপ্তাহ থেকে এর অধিক বাউন্টি গুলোই বেশি ভালো হয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Ricky on December 06, 2020, 04:22:41 PM
সল্প সময়ের বাউন্টি আর ধীর্ঘ সময়ের বাউন্টি সব গুলাই সাকসেস হতে পারে তা নীর্ভর করে ক্যাম্পেইন ম্যানেজ করতেছে কারা আর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারে তাহলে অনেক সাকসেস হয় আর না হলে সাক্সেস হয় না আবার বাউন্টী অনার রা যদি মনে করেন যে তাদের লস হচ্ছে তাহলে তারা তখন প্রোজেক্ট পাউউস করে দেয়।
আপনি ঠিক বলেছেন বাউন্টি ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকেন তারা যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে না পারেন তাদের যদি সাপোর্টার না থাকে তাহলে তাদের লস হবার সম্ভাবনা থাকে আর যখনই এই লস হবার সম্ভাবনা টা সামনে আসে তখনই স্ক্যাম করে চলে যায়। এক্ষেত্রে আমার মনে হয় ভালো বাউন্টি চেনার একমাত্র উপায় হতে পারে বাউন্টি কারা ম্যানেজ করছেন তাদের অতীত দেখে। এছাড়া ভালো বাউন্টি চেনার আর কোন উপায় নেই।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: sky20 on December 06, 2020, 05:10:40 PM
আমি সবসময়ই দীর্ঘ সময়ের বাউন্টি পছন্দ করে থাকি। কারন আমি মনে করি যে যদি দীর্ঘ সময়ের প্রজেক্টে কাজ করা যায় তাহলে ভাল প্রফিট পাওয়া যেতে পারে। শর্ট টাইমের প্রজেক্টে তেমন কোন ভাল ফল পাওয়া যায় না। আমার দেখা বা জানা নেই। তাই আমি দীর্ঘ সময়ের প্রজেক্ট কে সমর্থন করি।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: JISAN on December 06, 2020, 05:36:59 PM
এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হল সংক্ষিপ্ত সময়ের বাউন্টি করা কারণ সংক্ষিপ্ত সময়ে বাউন্ডারি করলে পরবর্তীতে আরেকটি নতুন প্রজেক্ট এ জয়েন করে এক ঢিলে দুই পাখি মারার মতো । একটি দীর্ঘ সময়ের বাউন্টিতে যে ইনকাম করা যাবে তার থেকে অল্প সময়ে বাহনটি করে ওই একই সময়ে ডাবল ইনকাম করা সম্ভব তাই আমার ব্যক্তিগত মতামত হল দীর্ঘমেয়াদি বাউন্টির হতে সংক্ষিপ্ত বাহনটি করাই উত্তম
বাউন্টি সংক্ষিপ্ত হক আর বড়। আপনি সব বাউন্টিতে এক সাথে কাজ করতে পারবেন। শুধু সিগনেচার ক্যাম্পেন একটা প্রজেক্ট এ করতে পারবেন সেইটা শেষ হবে আবার আরেকটা করতে পারবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Blue_sea on December 06, 2020, 06:25:33 PM
বাউন্টিতে সময় কোন ব্যাপার না। এটা নির্ভর করে মূলত প্রজেক্ট ওনারদের উপর তারা কতদিন চালাবে এটি তাদের বিষয়। তবে সবচেয়ে বড় ব্যাপার হল যে তাদের পরিকল্পনা কেমন তারা আগামিতে প্রজেক্টকে কান পর্যায়ে নিতে চান তার উপর ডিপেনড করে আপনার পেমেন্ট পাবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Heron on December 07, 2020, 12:27:09 PM
বাউন্টিতে সময় কোন ব্যাপার না। এটা নির্ভর করে মূলত প্রজেক্ট ওনারদের উপর তারা কতদিন চালাবে এটি তাদের বিষয়। তবে সবচেয়ে বড় ব্যাপার হল যে তাদের পরিকল্পনা কেমন তারা আগামিতে প্রজেক্টকে কান পর্যায়ে নিতে চান তার উপর ডিপেনড করে আপনার পেমেন্ট পাবেন।
আপনি ঠিক বলেছেন বাউন্টি স্বল্পমেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক এর উপর ডিপেন্ড করে না বান্টি ভালো হবে না খারাপ হবে। বাউন্টি করতে করতে একদিন আপনি আমিও অভিজ্ঞ হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো কোনটা ভালো হবে। আসলে বাউন্টি দেখে চেনার উপায় এটা বুঝিয়ে বলার মতো না।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Salauddin on December 07, 2020, 12:54:43 PM
বাউন্টিতে সময় কোন ব্যাপার না। এটা নির্ভর করে মূলত প্রজেক্ট ওনারদের উপর তারা কতদিন চালাবে এটি তাদের বিষয়। তবে সবচেয়ে বড় ব্যাপার হল যে তাদের পরিকল্পনা কেমন তারা আগামিতে প্রজেক্টকে কান পর্যায়ে নিতে চান তার উপর ডিপেনড করে আপনার পেমেন্ট পাবেন।
আপনি ঠিক বলেছেন বাউন্টি স্বল্পমেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক এর উপর ডিপেন্ড করে না বান্টি ভালো হবে না খারাপ হবে। বাউন্টি করতে করতে একদিন আপনি আমিও অভিজ্ঞ হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো কোনটা ভালো হবে। আসলে বাউন্টি দেখে চেনার উপায় এটা বুঝিয়ে বলার মতো না।
বাউন্টি চেনার কিছু উপাই আছে যেমন টিম ম্যানেজমেন্ট, হুয়াইট পেপার , ডেভোলপমেন্ট টিম প্লান অথবা প্রডাক্ট ফিউচার প্লান এগুলা দেখে কিছুটা অনুমান করা যায় যে বাউন্টি সাকসেস হবে নাকি স্ক্যাম হবে তবে বেশিরভাগ বাউন্টী স্ক্যাম।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Markuri33 on December 08, 2020, 02:44:16 AM
সল্প সময়ের বাউন্টি আর ধীর্ঘ সময়ের বাউন্টি সব গুলাই সাকসেস হতে পারে তা নীর্ভর করে ক্যাম্পেইন ম্যানেজ করতেছে কারা আর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারে তাহলে অনেক সাকসেস হয় আর না হলে সাক্সেস হয় না আবার বাউন্টী অনার রা যদি মনে করেন যে তাদের লস হচ্ছে তাহলে তারা তখন প্রোজেক্ট পাউউস করে দেয়।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন যে কোন বানানটি কিন্তু সাকসেস হতে পারে সংক্ষিপ্ত হোক কিংবা লং টাইম। আমার মনে হয় বাউন্টি মেনেজার দেখে তারপরে বাউন্টিতে অ্যাড হওয়া ‌।তাহলে হয়তো পেমেন্ট পাওয়া যাবে। অনেক ম্যানেজার রয়েছে যারাকয়েকসপ্তাহ চালিয়ে প্রেমেন্ট না দিয়েই চলে যায়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Irfan12@ on December 09, 2020, 11:19:40 AM
ভাই আপনার টপিকটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আপনি একটা মূল্যবান টপিক তৈরি করেছেন আপনি বলেছেন যে কোন বাউন্টি করলে বেশি ভালো হবে তবে আমি বলব যে ভাই দীর্ঘসময়ের বাউন্টি টা বেশি ভালো কেননা এদের বাজেট বেশি হয় অন্যদিকে আপনি যদি স্বল্পসময়ের কাউন্টিতে কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনি সব পরিমাণ অর্থ পাবেন কেননা তাদের বাজেট স্বল্প থাকে তাই আমি বলবো যে আপনি দীর্ঘসময়ের বাউন্টিতে কাজ করেন
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Goblin on December 09, 2020, 12:15:25 PM
আপনি একটা কথা লক্ষ করুন বাউন্টি  সব সময় স্কাম করে বাউন্টি টিমমেট এবং ম্যানেজার। এখানে সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘ সময়ের বাউন্টি উপর ডিপেন্ড করে স্কাম হয় না। যখন স্কাম করার তখন সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘ সময়ের বাউন্টি স্কাম করে। আপনাকে বুঝতে হবে কোন বাউন্টি ম্যানেজার স্কাম করবে। সেদিকে লক্ষ্য রাখুন আপনি বুঝতে পারবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Bony11 on December 09, 2020, 04:07:12 PM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি না দীর্ঘসময়ের বাউন্টিকোনটি সাকসেস হবে সেটা সময় দেখে কোনদিনও বলা সম্ভব না।একটি বাউন্টি স্কাম হবে সাকসেস  হবে সেটা ৪ সপ্তাহ থেকে ৬ সপ্তাহ অথবা ৮  থেকে 12 সপ্তাহ এটার উপর নির্ভর করে না। বাউন্টি সাকসেস বা স্কাম হওয়া নির্ভর করে বাউন্টি ক্যাম্পেইন টিম ম্যানেজার এর উপর অথবা ঐ বাউন্টি টির মালিকের উপর।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Niloy on December 09, 2020, 04:18:01 PM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
ভাই আমি এই বিষয়ে তেমন কিছুই জানিনা ।আমি এই ফোরামে একজন নতুন ইউজার বাউন্টি সম্পর্কে তেমন কিছু জানি না। কোন বাউন্টি করলে সাকসেস হবে বা কোনটা করলে স্কাম হবে। আশাকরি সিনিয়র ভাইরা এই সম্পর্কে অনেক ভালো জানেন তারা এ সম্পর্কে পোস্ট করবে ।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Niloy on December 09, 2020, 04:56:08 PM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
আমার মনে হয় বাউন্টি সাকসেস অথবা স্ক্যাম হওয়ার সাথে সময়সীমার কোন হাত নেই। বাউন্টি কত সপ্তাহ চলবে এটা দেখে কখনোই বলা সম্ভব নয় যে বাড়ীটা সাকসেস হবে না স্ক্যান করবে। অনেক সময় 12 সপ্তাহ সময় ধরে চলা বাউন্টি ও স্ক্যাম হয়ে যায়।
আসলে আমার জানামতে আগে থেকে বাউন্টি সাকসেস হবে না স্ক্যাম করবে এটা জানার কোন উপায় নেই।
ভাই আপনার পোস্টটি থেকে বাউন্টি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।আশা করি আমার মত যারা নতুন ইউজার আছে তাদের জন্য পোস্টটি অনেক উপকার হবে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: XM8 on December 09, 2020, 05:06:13 PM
স্বল্প সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের  বাউন্টি সবগুলো নির্ভর করে এ ক্যাম্পেইন এর ম্যানেজের উপর আপনি যদি দীর্ঘসময়ের বাউন্টি করেন তাহলে যদি সাকসেস হয় তবে আপনি অনেক অর্থ পাবেন আর যদি অল্প সময়ের বাউন্টি সাকসেস হয় তবে আপনি অর্থ কম পাবেন এবং দীর্ঘ সময়ের বাউন্টি গুলোতে পোল বেশি থাকে এবং অল্প সময়ের বাউন্টি গুলোতে পোল কম থাকে। আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি সবসময় এভাবে সাহায্য করবেন। যে বিষয়গুলো জানতে বা বুঝতে পারব না সে বিষয়গুলো হেল্প করবে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Fawpac2 on December 09, 2020, 05:19:07 PM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি এটা বিভিন্ন নিয়ম হয়ে থাকে।কিছু কিছু সময় দেখা যায় দীর্ঘ সময় বাউন্টি করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অল্প সময় বাউন্টি করতে হয়। এসমস্ত অ্যানাউন্সমেন্ট টিম করে থাকে। তাদের টোকেনসেল এর উপর ভিত্তি করে বাউন্টি সময় নির্ধারণ করে দেয়। কিছু বাউন্টি রয়েছে যেগুলো অনেক আগেই টোকন সেল করে এসেছে তাদের শুধু বাউন্টি চালানো বাদ রয়েছে তারা অল্প সময়ের জন্য বাউন্টি আনে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Casual on December 11, 2020, 12:34:40 AM
আসলে বাউন্টি তো সংক্ষিপ্ত সময়ের তা সাকসেস হতে পারে আবার দীর্ঘসময়ের বাউন্টি গুলো সাকসেস হতে পারে।আমি যতদূর জানি এটা কে বলতে পারবে না যে সংক্ষিপ্ত সময়ের বাউন্টি গুলো সাকসেস হবে বা দীর্ঘ সময়ের বাউটি গুলো সাকসেস হবে। আপনাকে এগুলো না ভেবেচিন্তে আপনি প্রায় বাউন্টিতে এড হতে পারেন এবং সেখানে কাজ করবেন একটা প্রেমেন্ট না পেলে দেখা যাবে আরেকটা অবশ্যই পেমেন্ট পাবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Casual on December 11, 2020, 12:36:33 AM
সল্প সময়ের বাউন্টি আর ধীর্ঘ সময়ের বাউন্টি সব গুলাই সাকসেস হতে পারে তা নীর্ভর করে ক্যাম্পেইন ম্যানেজ করতেছে কারা আর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারে তাহলে অনেক সাকসেস হয় আর না হলে সাক্সেস হয় না আবার বাউন্টী অনার রা যদি মনে করেন যে তাদের লস হচ্ছে তাহলে তারা তখন প্রোজেক্ট পাউউস করে দেয়।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে আমরা জানি মেরাজের যদি ভাল হয় তাহলে বারটি সাকসেস হতে পারে।আবার দেখা যায় ম্যানাজার যতই ভালো হোক টিম কাজ করছে না বেশি তাহলে কিন্তু সেই বাউন্টি স্কাম হতে পারে। আমি মনে করি যেকোনো বারোটি সাকসেস হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করে টিমের উপর। এটা আমার মনে হয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Markuri33 on December 13, 2020, 12:39:15 AM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি এটা বিভিন্ন নিয়ম হয়ে থাকে।কিছু কিছু সময় দেখা যায় দীর্ঘ সময় বাউন্টি করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অল্প সময় বাউন্টি করতে হয়। এসমস্ত অ্যানাউন্সমেন্ট টিম করে থাকে। তাদের টোকেনসেল এর উপর ভিত্তি করে বাউন্টি সময় নির্ধারণ করে দেয়। কিছু বাউন্টি রয়েছে যেগুলো অনেক আগেই টোকন সেল করে এসেছে তাদের শুধু বাউন্টি চালানো বাদ রয়েছে তারা অল্প সময়ের জন্য বাউন্টি আনে।

একটা প্রজেক্ট ভালো হবে না মন্দ হবে এটা কিন্তু আসলেই ভাই টিমের উপর নির্ভর করে।অতএব আমরা অনেক সময় বলি এটা সম্পূর্ণ হাত ম্যানেজারের আমি মনে করি প্রত্যেকটা ম্যানাজার চায় প্রজেক্ট ভালো হোক এবং তার পপুলারিটি বৃদ্ধি পাক। আসলে ভাই বাউন্টি করলে যেকোনো বারোটি সাকসেস হতে পারে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:47:39 AM
ক্রিপ্টোকারেন্সি তে যে কয়দিন ধরে কাজ করছি এই সময়ের মধ্যে দেখেছি যেকোনো বাউন্টি সাকসেস হতে পারে। তাই আমরা যারা বাউন্টি সেকশনে কাজ করি অবশ্যই আমরা সব বাউন্টি করব এবং একটা যদিও সাকসেস না হয় অন্য বাউন্টি দেখা যাবে সাকসেস হচ্ছে এই। তাই আমরা সবাই চেষ্টা করব সব বাউন্টি সেকশনে অ্যাড হওয়া।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:52:37 AM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি এটা বিভিন্ন নিয়ম হয়ে থাকে।কিছু কিছু সময় দেখা যায় দীর্ঘ সময় বাউন্টি করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অল্প সময় বাউন্টি করতে হয়। এসমস্ত অ্যানাউন্সমেন্ট টিম করে থাকে। তাদের টোকেনসেল এর উপর ভিত্তি করে বাউন্টি সময় নির্ধারণ করে দেয়। কিছু বাউন্টি রয়েছে যেগুলো অনেক আগেই টোকন সেল করে এসেছে তাদের শুধু বাউন্টি চালানো বাদ রয়েছে তারা অল্প সময়ের জন্য বাউন্টি আনে।

আপনার পোস্টটি থেকে নতুন একটি বিষয় জানতে পারলাম। কি কারনে অনেক কম সপ্তাহের বাউন্টি চলে বা বেশি সপ্তাহের বাউন্টি চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Token@ on December 15, 2020, 09:45:06 AM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘ সময়ের বাউন্টি বলতে কোন বাউন্টি স্কাম করে না। যেসব বাউন্টি স্কাম করার সেসব বাউন্টি আপনাআপনি স্কাম করে। বাউন্টি ম্যানেজাররা সব সময় টোকেন গুলো দিয়ে দেয়। কিন্তু স্কাম করে টিমমেট গুলো। টিউবমেট গুলো স্কাম করলে কিছু বলার থাকে না। আমরা সবাই পুরনো ম্যানেজারের বাউন্টি গুলোতে বেশি জয়েন করব। কারণ সেগুলো স্কাম করার সম্ভাবনা খুবই কম।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Jaya60 on December 20, 2020, 12:11:54 AM
আসলে বাউন্টি তো সংক্ষিপ্ত সময়ের তা সাকসেস হতে পারে আবার দীর্ঘসময়ের বাউন্টি গুলো সাকসেস হতে পারে।আমি যতদূর জানি এটা কে বলতে পারবে না যে সংক্ষিপ্ত সময়ের বাউন্টি গুলো সাকসেস হবে বা দীর্ঘ সময়ের বাউটি গুলো সাকসেস হবে। আপনাকে এগুলো না ভেবেচিন্তে আপনি প্রায় বাউন্টিতে এড হতে পারেন এবং সেখানে কাজ করবেন একটা প্রেমেন্ট না পেলে দেখা যাবে আরেকটা অবশ্যই পেমেন্ট পাবেন।
আপনি যে ধারণাটি দিয়েছেন অবশ্যই ঠিক আছে আসলে আমরা যদি ভালো বামন্দ দিক বিবেচনা করে বাউন্টিতে এড হই তাহলে প্রেমেন্ট পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়াবে। বর্তমানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখন মার্কেট এর পজিশন অনেক ভালো যে কারণে আপনি যেকোন বাউন্টি থেকে পেমেন্ট পেতে পারেন।বাউটি হোক সেটা দীর্ঘ শব্দ বা হোক সেটা অল্প সপ্তাহ যেকোনোটি সাকসেস হতে পারে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Irfan12@ on December 21, 2020, 06:28:13 AM
ভাই আমি প্রথমেই আপনাকে যে কথাটি বলবো সেটি হল যে সময়ের উপর বাউন্টি সাকসেস নির্ভর করেনা বাউন্টি সাকসেস হওয়ার জন্য একজন ভালো বাউন্টি ম্যানেজার এবং টিম এর প্রয়োজন হয় যদি কোন বাউন্টি এর ম্যানেজার এবং টিম ভালো হয় তাহলে অবশ্যই বাউন্টি সাকসেসফুল হবে সেই বাউন্টি দীর্ঘসময়ের হোক অথবা স্বল্পসময়ের হোক
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Bad leyar on December 21, 2020, 07:15:10 AM
আমার মনে হয় স্বল্পমেয়াদী বাউন্টি গুলোতে কাজ করে পেমেন্ট পাওয়া যায় অনেক কম কিন্তু দীর্ঘ মেয়াদী বাউন্টিতে কাজ করে ভালো পেমেন্ট পাওয়া যায় তাই আমি মনে করি দীর্ঘসময়ের বাউন্টি গুলো ই ভালো হয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Cz Rock on December 21, 2020, 08:20:15 AM
বাউন্টি কথায় আসলে আমরা বুঝব দীর্ঘসময়ের প্রজেক্ট। ভাউল্টি প্রজেক্টর অনেক দীর্ঘ সময় ধরে চলে আর এই বাউন্টি বেশি সাকসেসফুল হওয়ার কথাই শোনা যায়। এটার দীর্ঘসময়ের প্রজেক্ট বলেই এই সাকসেস দেখা যায়। বাউন্টি প্রজেক্ট সম্পন্ন হওয়ার পরই পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Cz Rock on December 21, 2020, 08:22:15 AM
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি এটা বিভিন্ন নিয়ম হয়ে থাকে।কিছু কিছু সময় দেখা যায় দীর্ঘ সময় বাউন্টি করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অল্প সময় বাউন্টি করতে হয়। এসমস্ত অ্যানাউন্সমেন্ট টিম করে থাকে। তাদের টোকেনসেল এর উপর ভিত্তি করে বাউন্টি সময় নির্ধারণ করে দেয়। কিছু বাউন্টি রয়েছে যেগুলো অনেক আগেই টোকন সেল করে এসেছে তাদের শুধু বাউন্টি চালানো বাদ রয়েছে তারা অল্প সময়ের জন্য বাউন্টি আনে।

আপনার পোস্টটি থেকে নতুন একটি বিষয় জানতে পারলাম। কি কারনে অনেক কম সপ্তাহের বাউন্টি চলে বা বেশি সপ্তাহের বাউন্টি চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এমন গুরুত্বপূর্ণ পোস্ট থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য। বাউন্টি একটি দীর্ঘ সময় এর প্রজেক্ট। এই প্রজেক্ট সাকসেস হওয়ার পরই পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Tunir Baap on December 22, 2020, 04:43:25 PM
আসলে আমার মনে হয় যে বাউন্টি সপ্তাহ দেখে বোঝা যায়না যে কোন ভালো এবং কোন বাউন্টি খারাপ। অর্থাৎ কোন বাউন্টি প্রজেক্ট টি পেমেন্ট করবে এবং কোন বাউন্টি প্রজেক্ট ই পেমেন্ট করবে না এটা সম্পূর্ণ নির্ভর করে বাউন্টি ম্যানেজার এর উপর অবশ্যই আপনি কিছু কিছু ফাউল টীম ম্যানেজার দেখে বুঝতে পারবেন যে এ ধরনের ম্যানেজার গুলো তাদের বাউন্টি ক্যাম্পেইন করে থাকেন
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Alvida on January 28, 2021, 03:04:09 PM
কখনো এটা বলা সম্ভব না যে কোন বাউন্টি কখন সাকসেস হবে। তবে বাউন্টি ডিটেকটিভ এই বাউন্টি টি বেশিরভাগই সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে এবং সাকসেস হয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: ttcsalam on January 28, 2021, 04:57:48 PM
সময়ের উপর কোন বাউন্টির সফলতা বা বিফলতা নির্ভর করে না।যে কোন বাউন্টি যদি হান্টার দের পেমেন্ট দেয় প্রজেক্ট ম্যানেজাররা তাহলে সাকসেস। আবার অনেক বাউন্টি আছে পেমেন্ট পেয়েও কাজে লাগানো যায় না। সে জন্য কোন প্রজেক্ট যদি মার্কেটে ভ্যালু থাকে তাহলে পেমেন্ট দিলে সাকসেস আর কোন বাউন্টি যদি মার্কেটে ভ্যালু না থাকে তাহলে পেমেন্ট দিলেও সাকসেস নয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: saidul2105 on January 28, 2021, 05:54:09 PM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
ভাই সপ্তাহ বিচার করে আপনি বাউন্টির সাকসেস খুঁজে পাবেন না।  বাউন্টি কতো সপ্তাহের হলে সাকসেস হবে আর কতো সপ্তাহের হলে স্ক্যাম হবে সেইটা বলা কারও পক্ষে সম্ভব না।  আমার জানা মতে, বাউন্টির সাকসেস নির্ভর করে থাকে মুলত এর টিম ম্যানেজমেন্ট এর উপর।                     
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: babu10 on January 29, 2021, 08:08:39 AM
সময়ের উপর কোন বাউন্টির সফলতা বা বিফলতা নির্ভর করে না।যে কোন বাউন্টি যদি হান্টার দের পেমেন্ট দেয় প্রজেক্ট ম্যানেজাররা তাহলে সাকসেস। আবার অনেক বাউন্টি আছে পেমেন্ট পেয়েও কাজে লাগানো যায় না। সে জন্য কোন প্রজেক্ট যদি মার্কেটে ভ্যালু থাকে তাহলে পেমেন্ট দিলে সাকসেস আর কোন বাউন্টি যদি মার্কেটে ভ্যালু না থাকে তাহলে পেমেন্ট দিলেও সাকসেস নয়।

আপনার ধারনা কিছুটা সংশোধনী আছে যেমন বাউন্টি হান্টারদের পেমেন্ট ‍দিলে পজেক্ট সাকসেস না দেলে সাকসেস না তা ঠিক না কারন প্রজেক্ট সাকসেস হয় টিমের সেল টার্গেট যদি ফুলফিল হয় অথবা কাছাকাছি যায়। বাউন্টি পেমেন্ট তো 0.5-1% এটা অনেক সময় ম্যানেজার দেয় আবার অনেকসময় টিম সরাসরি দিয়ে দেয়। হ্যাঁ টোকেন দেয়ার পরও যদি টোকেন মার্কেটে না আনে টিম তাহলে ঐ প্রজেক্টের কোন মূল্যই থাকেনা আসলে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: SobujAkash#8 on January 29, 2021, 11:51:57 AM
সল্প সময়ের বাউন্টি আর ধীর্ঘ সময়ের বাউন্টি সব গুলাই সাকসেস হতে পারে তা নীর্ভর করে ক্যাম্পেইন ম্যানেজ করতেছে কারা আর ম্যানেজ যদি ভালোভাবে করতে পারে তাহলে অনেক সাকসেস হয় আর না হলে সাক্সেস হয় না আবার বাউন্টী অনার রা যদি মনে করেন যে তাদের লস হচ্ছে তাহলে তারা তখন প্রোজেক্ট পাউউস করে দেয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Mj joy on January 29, 2021, 12:51:38 PM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
আসলে বাউন্ডি কোনটা সাকসেস হবে কম সপ্তাহের নাকি বেশি সপ্তাহের এটা 100% শিওর ভাবে বলা যায় না। তবে এটা বোঝার কিছু উপায় আছে। তার প্রধান উপায় হচ্ছে আপনার অভিজ্ঞতা আপনি যত বেশি বাউন্ডি করবেন তত  বেশি আপনার অভিজ্ঞতা হবে কোন বাউন্ডি সাকসেস হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি নিজেই বুঝবেন তখন।   
ধন্যবাদ।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Malam90 on January 30, 2021, 02:30:06 PM
বাউন্টি সাকসেস স্বল্প বা দীর্ঘ সময়ের উপরে নির্ভর করেনা, নির্ভর করে টিমের পারফরমেন্স, মার্কেটিং এবং এগুলোর উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের সাড়া। অনেক সময় দেখা যায় বাউন্টি ২৮-৩০ সপ্তাহ চলে। সেগুলো সাধারণ মানুষ সেগুলোর সিগনেচার এড়িয়ে যায়। যেমন YOUC ২৮ সপ্তাহ চলেছিলো। অলটকয়েনটকেও একটা রাউন্ড আসছিলো। যারা সিগনেচার করেছিলো তারা বাম্পার দিছে। আমি এত লম্বা বলে করিনি। শুধু সোস্যাল করেছিলাম। তারপরেও মোটামুটি পেয়েছি পেমেন্ট। তাই সময়ের দিকে না তাকিয়ে করে যাওয়া ভালো।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Zixr on February 04, 2021, 03:29:14 AM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি বলতে কোন বাউন্টি স্কাম করে না। স্কাম নির্ভর করে বাউন্টি ম্যানেজার এর উপর।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: iRan Chy on February 15, 2021, 09:37:52 AM
আমরা সাধারণত দেখে থাকি সবগুলো বাউন্টিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে অর্থাৎ বাউন্টি প্রজেক্ট কত সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত চলবে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটা বাউন্টি এর সময়সীমা থাকে 4 সপ্তাহ আবার কোন বাউন্টি এর সময়সীমা থাকে সাত সপ্তাহ, আবার কোন বাউন্টি এর সময় থাকে 12 সপ্তাহ। এখন এ বিষয়ে আমার সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন হলো আমি কত সময় নিয়ে অথবা কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং কত সপ্তাহের বাউন্টি প্রজেক্ট করলে সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত বলতেন তাহলে সে অনুযায়ী বাউন্টিতে জয়েন হয়ে কাজ করতে পারতাম।
সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি বলতে কোন বাউন্টি স্কাম করে না। স্কাম নির্ভর করে বাউন্টি ম্যানেজার এর উপর।
স্ক্যাম বাউন্টি ম্যানেজার এর উপর নির্ভর করেনা। স্ক্যাম করবে নাকি প্রজেক্ট সাক্সেসফুল (successful) হবে এটা নির্ভর করে প্রজেক্ট টিমের উপর।
বাউন্টি ম্যানেজারের কাজ বাউন্টি পাব্লিশ করা এবং বাউন্টি পরিচালনা করা। প্রজেক্টের উপর বাউন্টি ম্যানেজারের কোন নিয়ন্ত্রণ নেই।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Alt20 on February 15, 2021, 03:56:34 PM
বর্তমান সময়ে আমরা দেখছি যে বেশির ভাগ বাউন্টি কিন্তু দীর্ঘ সময়ের হচ্ছে। আগের বাউন্টি ছিল বেশির ভাগ 4-6 সপ্তাহের মধ্যে। তবে আমার মনে হয় দীর্ঘ সময়ের বাউন্টিতেে একটু বেশি প্রফিট আশা করা যায়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: NANCY on March 03, 2021, 09:51:19 AM
আপনি ঠিক বলেছেন সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি কোনটির প্রেমেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু হেল্প করবেন। তাহলে সেটা জেনে আমরা বাউন্টিতে জয়েন করব।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Milon626 on March 04, 2021, 02:23:13 PM
কোন প্রজেক্ট সাকসেস হবে আর কোন প্রজেক্ট সাকসেস হবে না সেইটা কারও পক্ষে বলা সম্ভব নয়।  তবে এখন বেশির ভাগ বাউন্টিই সাকসেস হচ্ছে।  তাই আপনি দীর্ঘ মেয়াদি এবং সল্প মেয়াদি উভয় বাউন্টিতেই জয়েন হতে পারেন।  তাতে আপনার ভালোই প্রফিট পাবেন বলে আমি আশাবাদী।                                 
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: LazY on March 06, 2021, 08:01:54 PM
বাউন্টি স্কাম করলে কখনো সময় বেঁধে করে না। সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি স্কাম করা হলে দুটোতেই করে। বর্তমান সময়ে বেশ কিছু বাউন্টি আসছে ভালো ভালো ম্যানেজার নিয়ে আসছে। তাদের বাউন্টি গুরুত্ব দেখেশুনে জয়েন করুন অবশ্যই ভালো রকমের বেনেফিত পাবেন। সংক্ষিপ্ত সময়ের বাউন্টি অল্প কিছুদিন ধরে চলে জেটাস কাম করলে অল্প কিছুদিনের মধ্যেই করে। কিন্তু দীর্ঘ মেয়াদী বাউন্টি স্কাম করলে সবার অনেক কষ্ট হয়।কারণ দীর্ঘ মেয়াদে কাজ করার ফল শূন্য হয়।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: ExtraPoint on March 11, 2021, 01:13:27 PM
দীর্ঘ সময়ের বাউন্টি নাকি ছোট সময়ের বাউন্টি করলে সাকসেস হবে সেটা কারো পক্ষে বলা সম্ভব নয়। আমাদের ফোরামে বর্তমানে অনেকগুলো বাউন্টি চলছে। এই বাউন্টি গুলোর মধ্যে ছোট সময়ের এবং দীর্ঘ সময়ের বাউন্টি ও আছে। আপনি যদি এগুলো করে থাকেন তাহলে হয়তো পেমেন্ট পাবেন। তবে হ্যাঁ দীর্ঘ সময় কাজ করলে একটু পরিশ্রম বেশি হয়। কিন্তু কোন সময় কাজ করে যদি প্রফিট পাওয়া যায় তাহলে নিজেদেরও ভালো লাগে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Malam90 on March 12, 2021, 05:39:27 PM
এটা বলা যায়না। সাকসেস নির্ভর করে টিমের পারফরমেন্সের উপর। সেটা স্বল্প মেয়াদী হোক বা দীর্ঘ মেয়াদী হোক। তবে বেশি দীর্ঘ প্রজেক্ট যদি সাকসেস না হয় তাহলে অনেক খারাপ লাগে। যেমন আমি elad network বাউন্টি করেছিলাম ৩০ সপ্তাহের বেশি। সেটা পেমেন্ট দিলোনা। এখন খারাপ লাগে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Rothi roy on March 16, 2021, 04:46:23 PM
হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমরা যদি কোন দীর্ঘসময়ের বাউন্টিতে যুক্ত থাকি এবং বর্তমানে বেশি বাউন্টি স্ক্যাম হয় আর তাই আমার মনে হয় ছোট ছোট বাউন্টি গুলোর সাথে যুক্ত থাকা ভালো। সংক্ষিপ্ত সময়র বাউন্টি এবং দীর্ঘ সময়ের বাউন্টি দুটোই স্কাম হওয়ার সম্ভাবনা থাকে। আমার মতে সংক্ষিপ্ত বাউন্টি করা উত্তম।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Tubelight on March 18, 2021, 08:00:58 AM
তবে ভাই কিছু কিছু দীর্ঘসময়ের বাউন্টি প্রজেক্ট গুলো আছে সেগুলো কিন্তু বড় ধরনের পেমেন্ট করে থাকে। সময় এর উপর কোন বাউন্টি প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা নির্ভর করেন। বাউন্টি সাক্সেস হওয়া নির্ভর করে অনেকটাই টিম এর উপর।টিম যদি সৎ এবং নিষ্ঠাবান হয় তাহলে সেই প্রজেক্ট সাকসেসফুল হয় হোক সেটা লং টাইম এর প্রজেক্ট তাতে কোনো সমস্যা নাই।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Cinno3 on March 25, 2022, 10:49:11 AM
কোন প্রজেক্ট সাকসেস হবে আর কোন প্রজেক্ট স্কাম করবে এটা আগে থেকে বলা অসম্ভব। আর বাউন্টি প্রজেক্ট সাকসেস হওয়া‌র পিছনে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদি নির্ভর করে না। এটা বেশিরভাগ সময় ওই টিমের উপর নির্ভর করে। তাই আমাদের প্রতিনিয়ত বাউন্টি প্রজেক্ট গুলোতে কাজ করে যাওয়া উচিত। কেননা কখন কোন প্রজেক্ট সাকসেস হয় তা বলা যায় না। আমরা যদি বাউন্টি প্রজেক্টে নিয়মিত কাজ করতে পারি তাহলে ভালো পেমেন্ট পেতে পারি।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Centus on April 02, 2022, 03:28:23 PM
কখন কোন বাউন্টি সাকসেস হয় আবার কখন কোন বাউন্টি স্ক্যাম করে তা আগে থেকে বলা যায় না। কারণ কখনো কোন বাউন্টি প্রজেক্ট সাকসেস হচ্ছে আবার কখনও কোনো বাউন্টি প্রজেক্ট স্কাম করছে। সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘমেয়াদী বাউন্টি সাকসেস হওয়ার পিছনে নির্ভর করে না। আমি মনে করি সাকসেস হওয়ার পিছনে নির্ভর করে ঐ প্রোজেক্টের টিমের উপর। তাই যেকোনো বাউন্টি প্রজেক্টে কাজ করলে, এবং ঐ বাউন্টি প্রজেক্ট যদি সাকসেস হয় তাহলে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Fulshai on June 30, 2022, 02:22:13 AM
আপনি ঠিক বলেছেন। কোন বাঊনটি সপ্তাহিক সময়ের পিছনে সাকসেস হওয়ার কোন সম্ভাবনা থাকে না। সেটা সংক্ষিপ্ত সময়ের বাউন্টি হোক বা দীর্ঘ সময়ের বাউন্টি হোক। কিন্তু বাউন্টি ফোরামে কয়েকজন ম্যানেজারের বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। যেমন: ডিটেকটিভ, হামফুজ, ইয়াহু ইত্যাদি। কিন্তু সময় ভিত্তিতে কোন বাউন্টি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে না। আশা করি সবাই বেশি বেশি এই বাউন্টি ম্যানেজারের বাউন্টি আসলে জয়েন হবেন। ভবিষ্যতে লাভবান হতে পারবেন।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Diknel on June 30, 2022, 04:20:19 PM
আমি মনে করি সংক্ষিপ্ত সময়ের বাউন্টি গুলো অনেক ভালো। কারণ আমি দেখেছি অনেক দীর্ঘ সময় সাকসেসফুল হয় না। এবং দীর্ঘসময়ের বাউন্টি গুলোতে কাজ করে পেমেন্ট পাওয়া যায় না। তাই আমি মনে করি স্বল্প সময়ের বাউন্টি গুলোতে কাজ করা ভালো ‌। তাই সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই দীর্ঘ সময়ের বাউলটিতে কাজ না করে স্বল্প সময়ের বাউনটিতে পেমেন্টের জন্য কাজ করেন। ছোট ছোট অনেকগুলো পেমেন্ট পেয়ে যাবেন। দীর্ঘ সময়ের জন্য কাজ করলে অনেক সময় পেমেন্ট পাওয়া সম্ভব হয় না।
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Web Designer on December 19, 2023, 06:42:24 PM
সাকসেস প্রজেক্ট টিম এবং ইনভেস্টের উপর নির্ভর করে
Title: Re: সংক্ষিপ্ত সময়ের বাউন্টি এবং দীর্ঘসময়ের বাউন্টি।
Post by: Spyroo on December 20, 2023, 02:11:23 PM
সাকসেস প্রজেক্ট টিম এবং ইনভেস্টের উপর নির্ভর করে
এটা ঠিক তবে যদি আপনি কোন বাউনটি করেন সেই বাউনটি  ম্যানেজার বা প্রজেক্ট টিম যদি সৎ হয় তাহলে প্রজেক্ট সাকসেস হবে আর যদি তারা অসৎ হয় যদি তাদের টোকেন গুলো মেরে দেয় সেটা সাকসেসফুল হয় না। এমনকি ছাড়া বাউনটি ক্যাম্পেইনে যুক্ত হয়ে কাজ করে তারা তাদের নির্ধারিত পেমেন্ট পায় না।