Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 08, 2021, 04:43:37 AM

Title: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Malam90 on February 08, 2021, 04:43:37 AM
(https://i.imgur.com/3DcQUqj.png)



সিনেট: কে পোস্ট করতে পারবে?
-শুধুমাত্র এডমিন, প্রেসিডেন্ট এবং সিনেটররা এই সেকশনে পোস্ট করতে পারবে।
-সম্প্রতি প্রথমবারের মত সিনেটর নির্বাচন (https://www.altcoinstalks.com/index.php?topic=188487.0) সম্পন্ন হয়েছে এবং নতুন সিনেটরদের (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) নির্বাচন করা হয়েছে।
-সিনেটর হতে হলে নূন্যতম হিরো বা তদূর্দ্ধ র‌্যাংকের অধিকারী হতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া।

সিনেটররা কী কী করতে পারে?
-প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর জন্য ভোট দিতে পারে।
-নতুন কোন নীতিমালা এবং পুরাতন নীতিমালা পরিবর্তনের প্রস্তাব করতে পারে।
-সাম্প্রদায়িক পরামর্শ (https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0) বাস্তবায়নের অনুরোধ করতে পারে।


আপডেট: সর্বসম্মত ভোট:
আমার দ্বারা সর্বসম্মত ভোট প্রদান করা হবেনা।

আপডেট: মিশ্রিতকরণ প্রমাণ:
এই সেকশনে পোস্টকারী ব্যতিত কেউ পোস্ট পরিবর্তন করতে পারবেনা-জারি করা হলো ২৭.০১.২০২১

ইংরেজি টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: babu10 on February 09, 2021, 05:59:41 AM
ফোরামে কার কি ক্ষমতা আপনি খুব সুন্দর করে সাবাইকে বুঝিয়ে দিলেন ভাই যেটা আমাদেরকে সবসময় ভালো কাজের উৎসাহ যোগাবে কারন ভালো কাজ করলেই একমাত্র ঐসব পদে যাওয়া যাবে। আমি চাই আপনার মতো বাংলা বোর্ড থেকে আরো কযেকজন ভালো ভালো কাজে করে বিশ্বমন্ডলে সবার সাথে প্রতিনিধিত্ব করুক তাতে দেশের সুনাম আরো বাড়বে।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Markuri33 on February 09, 2021, 05:00:47 PM
সিনেটর এর কাজ কি সেটা ভালোভাবে বুঝতাম না আপনি যে পোস্টটি করেছেন অনেক সুন্দর ভাবেআসলে বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের বাংলা বোর্ডে আপনার মতো লোক পেয়ে আমরা খুবই ভাগ্যবান মনে করি কারণ আমি দেখেছি আপনি সবসময়ই সবাইকে সাহায্য সহযোগিতা করছেন। কোন ভুল হলে সেটা ধরিয়ে দিচ্ছেন কিভাবে পোস্ট করতে হবে সে বিষয়ে উল্লেখ করে দিচ্ছেন।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: kulkhan on February 10, 2021, 06:15:25 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পালাম। আসলে এটা আমাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ যে ফোরামে কার কি ক্ষমতা। সিনেটরদের ক্ষমতা বা তদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে খুব খুশি আমি।  আর সকল বিষয়গুলি আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আশাকরি আপনি আমাদের সাথে থেকে টোটাল আলটকয়েনটক তথা আমাদের বাংলা বোর্ডকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবেন।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Malam90 on February 10, 2021, 07:07:43 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পালাম। আসলে এটা আমাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ যে ফোরামে কার কি ক্ষমতা। সিনেটরদের ক্ষমতা বা তদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে খুব খুশি আমি।  আর সকল বিষয়গুলি আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আশাকরি আপনি আমাদের সাথে থেকে টোটাল আলটকয়েনটক তথা আমাদের বাংলা বোর্ডকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবেন।

তথ্যগুলো জানা দরকার আছে। ফোরামে কাজ করতে হলে ফোরামের নিয়ম কানুন জানার পাশাপাশি ফোরামের আপডেট জানলে কাজ করতে সুবিধা হয়। তথ্যই শক্তি, তথ্যই অনুপ্রেরণা। তথ্য জানা থাকলে অনেক কাজে লাগে। যোগ্য লোক তৈরি হতে সাহায্য করে। আশা করি সামনের দিনে একাধিক বাংলাদেশীকে সিনেটর হিসেবে দেখতে পাব, সেজন্য যোগ্য লোক তৈরি করতে হবে বাংলা সেকশন থেকে যারা প্রতিনিধিত্ব করতে পারবে। বিভিন্ন বিষয়ে মতামত দিতে পারবে। সবার জন্য সেই শুভ কামনা করছি।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: SMACK on February 11, 2021, 06:45:23 AM
আপনি অনেক সুন্দর এবং তথ্যবহুল একটি পোস্ট তৈরী করেছেন কারণ কার কোন রেঙ্ক নিয়ে কোন কাজ করতে পারবে সে সম্পর্কে আপনি সুন্দর ভাবে আলোচনা করেছেন আশা করি এরকম পোস্ট আমাদের মাঝে আলোচনা করবেন। তাহলে আমাদের মত যারা নতুন সদস্য রয়েছে তারা অনেকটাই হেল্প পাবে।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: babu10 on February 11, 2021, 06:57:59 AM
অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পালাম। আসলে এটা আমাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ যে ফোরামে কার কি ক্ষমতা। সিনেটরদের ক্ষমতা বা তদের ভূমিকা সম্পর্কে জানতে পেরে খুব খুশি আমি।  আর সকল বিষয়গুলি আমাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আশাকরি আপনি আমাদের সাথে থেকে টোটাল আলটকয়েনটক তথা আমাদের বাংলা বোর্ডকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবেন।

তথ্যগুলো জানা দরকার আছে। ফোরামে কাজ করতে হলে ফোরামের নিয়ম কানুন জানার পাশাপাশি ফোরামের আপডেট জানলে কাজ করতে সুবিধা হয়। তথ্যই শক্তি, তথ্যই অনুপ্রেরণা। তথ্য জানা থাকলে অনেক কাজে লাগে। যোগ্য লোক তৈরি হতে সাহায্য করে। আশা করি সামনের দিনে একাধিক বাংলাদেশীকে সিনেটর হিসেবে দেখতে পাব, সেজন্য যোগ্য লোক তৈরি করতে হবে বাংলা সেকশন থেকে যারা প্রতিনিধিত্ব করতে পারবে। বিভিন্ন বিষয়ে মতামত দিতে পারবে। সবার জন্য সেই শুভ কামনা করছি।

অতীব সুন্দর একটা কথা বলেছেন ভাই (তথ্যই শক্তি, তথ্যই অনুপ্রেরণা)। আমিও আপনার সাথে এই বিষয়ে সম্পূর্ন একমত পোষণ করি। আর এই তথ্য জানতে হলে আমাদের বেশী বেশী পড়াশোনা করতে হবে ফোরামে আর যেটা না বুঝি তার জন্যতো গুগল রয়েছেই। আমিও সবসময় চেষ্টা করি নিত্য নতুন তথ্য জানার তাহলে হয়তো আমিও গ্লোবাল সেকশনে প্রতনিধিত্ব করতে পারব।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Dark Knight on February 11, 2021, 07:10:03 AM
(https://i.imgur.com/3DcQUqj.png)



সিনেট: কে পোস্ট করতে পারবে?
-শুধুমাত্র এডমিন, প্রেসিডেন্ট এবং সিনেটররা এই সেকশনে পোস্ট করতে পারবে।
-সম্প্রতি প্রথমবারের মত সিনেটর নির্বাচন (https://www.altcoinstalks.com/index.php?topic=188487.0) সম্পন্ন হয়েছে এবং নতুন সিনেটরদের (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) নির্বাচন করা হয়েছে।
-সিনেটর হতে হলে নূন্যতম হিরো বা তদূর্দ্ধ র‌্যাংকের অধিকারী হতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া।

সিনেটররা কী কী করতে পারে?
-প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর জন্য ভোট দিতে পারে।
-নতুন কোন নীতিমালা এবং পুরাতন নীতিমালা পরিবর্তনের প্রস্তাব করতে পারে।
-সাম্প্রদায়িক পরামর্শ (https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0) বাস্তবায়নের অনুরোধ করতে পারে।


আপডেট: সর্বসম্মত ভোট:
আমার দ্বারা সর্বসম্মত ভোট প্রদান করা হবেনা।

আপডেট: মিশ্রিতকরণ প্রমাণ:
এই সেকশনে পোস্টকারী ব্যতিত কেউ পোস্ট পরিবর্তন করতে পারবেনা-জারি করা হলো ২৭.০১.২০২১

ইংরেজি টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0
অনেক ধন্যবাদ ভাই ফোরামে কার কি ক্ষমতা সেই সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা আমাদের সবার জন্য জানা প্রয়োজন ছিল। কারণ তাদেরকে অনুসরণ করে আমরা কাজ করে যেতে চাই এমনকি তাদের মতই ভবিষ্যতে আমরা যাতে এরকম পদ পাই তার জন্য কার্যক্রম চালিয়ে যেতে চাই।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Raayan on February 11, 2021, 09:12:42 AM
হ্যাঁ ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছে। এই তথ্যগুলো আমার জানা ছিল না। আপনি ভালভাবে রেংকের বিষয়ে আলোচনা করেছেন।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Batch18-19 on February 12, 2021, 05:28:56 AM
মালাম 90 ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একজন সেনেটর এর ক্ষমতা বেশি নাকি একজন মডারেটরের ক্ষমতা বেশি। আশা করছি এ বিষয়ে আপনি আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন।
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Akhi600 on February 27, 2021, 08:43:19 PM
(https://i.imgur.com/3DcQUqj.png)



সিনেট: কে পোস্ট করতে পারবে?
-শুধুমাত্র এডমিন, প্রেসিডেন্ট এবং সিনেটররা এই সেকশনে পোস্ট করতে পারবে।
-সম্প্রতি প্রথমবারের মত সিনেটর নির্বাচন (https://www.altcoinstalks.com/index.php?topic=188487.0) সম্পন্ন হয়েছে এবং নতুন সিনেটরদের (https://www.altcoinstalks.com/index.php?topic=189108.0) নির্বাচন করা হয়েছে।
-সিনেটর হতে হলে নূন্যতম হিরো বা তদূর্দ্ধ র‌্যাংকের অধিকারী হতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া।

সিনেটররা কী কী করতে পারে?
-প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এর জন্য ভোট দিতে পারে।
-নতুন কোন নীতিমালা এবং পুরাতন নীতিমালা পরিবর্তনের প্রস্তাব করতে পারে।
-সাম্প্রদায়িক পরামর্শ (https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0) বাস্তবায়নের অনুরোধ করতে পারে।


আপডেট: সর্বসম্মত ভোট:
আমার দ্বারা সর্বসম্মত ভোট প্রদান করা হবেনা।

আপডেট: মিশ্রিতকরণ প্রমাণ:
এই সেকশনে পোস্টকারী ব্যতিত কেউ পোস্ট পরিবর্তন করতে পারবেনা-জারি করা হলো ২৭.০১.২০২১

ইংরেজি টপিক: https://www.altcoinstalks.com/index.php?topic=174607.0
অনেক সুন্দর একটি টপিক পড়লাম এবং সিনেটর সম্পর্কে জানতে পারলাম তারা কি করতে পারবে এবং কি কি সহযোগিতা করতে পারবে এ সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ প্রিয় এডমিন
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Milon626 on February 28, 2021, 08:54:59 AM
আমি সিনেটেরদের কাজ সম্পর্কে অবগত ছিলাম না।  আপনার পোস্টটি পড়ে আমি সিনেটরদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।                   
Title: Re: সিনেটে কে ভোট দিতে পারবে? সিনেটররা কি করতে পারে?
Post by: Tubelight on March 21, 2021, 04:30:15 PM
সিনেটররা কি করতে পারে এ সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না।কিন্তু আপনার এই পোস্ট পড়ে আমি জানতে পারলাম যে সিনেটরদের ক্ষমতা কি বা সিনেটররা কি করতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করার জন্য।