Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on February 21, 2021, 10:23:25 AM

Title: আসছে বিটকয়েনের দিন।
Post by: Malam90 on February 21, 2021, 10:23:25 AM
বিটকয়েন নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের হুবহু তুলে ধরা হলো।


একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

দ্রুত জনপ্রিয় হচ্ছে বিটকয়েন

বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’  হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।

বিটকয়েনের জানা-অজানা

মাস্টারকার্ড, ভিসাকার্ড বা অন্য কোনো মাধ্যমে লেনদেনে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও বিটকয়েনে এসব ঝামেলা নেই। ওয়েবসাইট থেকে কেনা যায় বিটকয়েন।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে অনলাইনভিত্তিক লেনদেনে বিটকয়েনের মাধ্যমে কেনাকাটা সম্ভব।
সাধারণ ই-মেইল বা মুঠোফোনে বার্তা পাঠানোর মতোই সহজ বিটকয়েনের ব্যবহার।
বর্তমান বিশ্বে ১ বিটকয়েনের বিনিময়মূল্য ২০২ মার্কিন ডলার বা ১৪৬ ইউরো।
বিটকয়েনের ইতিহাস

২০০৮ সালে বিটকয়েন উদ্ভাবন করেন কম্পিউটারবিজ্ঞানী সাতোশি নাকামোতো। এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনা-বেচা করা যায় বলে এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেন নামে অবহিত করা হয়। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।

বিটকয়েনের ভালো-মন্দ

বিটকয়েনের লেনদেন সহজে নিয়ন্ত্রণ করা যায় না বলে বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান ও অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা সত্ত্বেও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দরের মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা ‘সিল্ক রোড’ নামের একটি অনলাইন বাজার বন্ধ করে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিটকয়েন উদ্ধারের দাবি করেছেন। তবে ভারচুয়াল এ মুদ্রাব্যবস্থাকে অনেক দেশেই লেনদেনে স্বীকৃতি দেওয়া হচ্ছে।


খবরের উৎস (https://www.prothomalo.com/education/science-tech/আসছে-বিটকয়েনের-দিন)
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Dark Knight on February 24, 2021, 06:20:44 AM
ক্রিপ্টোকারেন্সি জগতের সব থেকে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন। বিটকয়েনের দাম এখন অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে চলেছে। বিটকয়েন কয়েকদিন আগে 58 হাজার ডলার স্পর্শ করেছিল কিন্তু এখন আবার তা কিছু কমেছে। যাদের 1 বিটিসি আছে তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছের মতো অবস্থা। ক্রিপ্টোকারেন্সি তে যেভাবে বিটকয়েনের দাম বেড়ে চলেছে তাতে বলাই যায় যে এখন বিটকয়েন এর দিন। বিটকয়েন আগে থেকেই এক নাম্বার কয়েন। বিটকয়েন যেন এখন ক্রিপ্টোকারেন্সি জগতে রাজত্ব চালাচ্ছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Rothi roy on March 07, 2021, 09:36:50 AM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির মহারাজা। ক্রিপ্টোকারেন্সির রাজ্যে রাজত্ব করে। এক রাজা যেমন তার রাজ্যে রাজত্ব করে তেমনি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিতে রাজত্ব করে থাকে। প্রতিটি বিটকয়েন এর বর্তমান মূল্য 50k$. কিছুদিন আগেও এর দাম 55k$ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে এর মূল্য কিছুটা কমেছে। বিটকয়েনে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা প্রচুর লাভবান হচ্ছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Apower$ on March 08, 2021, 03:03:13 AM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন। বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সি অচল। কিছুদিন আগে বিটকয়েনের দাম রকেটের গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছিল। কিন্তু বর্তমানে একটু স্পাম হয়েছে। এখন বিটকয়েন এর প্রাইস প্রায় 50,000 ডলারের উপরে। কিন্তু কিছুদিন আগে 60,000 ডলারের কাছাকাছি ছিল। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম সবসময়ই ওঠানামা করে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: ExtraPoint on March 10, 2021, 11:37:48 AM
বিটকয়েন হল এক নাম্বার কয়েন। সারা পৃথিবী জুড়েই এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।বিটকয়েনের দাম 2020 সালের শেষ থেকে শুরু করে 2021 সালে অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।আমার কাছে মনে হয় বিটকয়েনের দিন এসে গেছে। বিটকয়েন যে সেরা করেন সেটা তার প্রমাণ দিচ্ছে। ইতিমধ্যেই বিটকয়েন 58 হাজার ডলার হয়েছিল। হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বিটকয়েনের দাম।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Mj joy on March 15, 2021, 06:17:04 AM
বিটকয়েন নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের হুবহু তুলে ধরা হলো।


একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

দ্রুত জনপ্রিয় হচ্ছে বিটকয়েন

বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’  হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।

বিটকয়েনের জানা-অজানা

মাস্টারকার্ড, ভিসাকার্ড বা অন্য কোনো মাধ্যমে লেনদেনে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও বিটকয়েনে এসব ঝামেলা নেই। ওয়েবসাইট থেকে কেনা যায় বিটকয়েন।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে অনলাইনভিত্তিক লেনদেনে বিটকয়েনের মাধ্যমে কেনাকাটা সম্ভব।
সাধারণ ই-মেইল বা মুঠোফোনে বার্তা পাঠানোর মতোই সহজ বিটকয়েনের ব্যবহার।
বর্তমান বিশ্বে ১ বিটকয়েনের বিনিময়মূল্য ২০২ মার্কিন ডলার বা ১৪৬ ইউরো।
বিটকয়েনের ইতিহাস

২০০৮ সালে বিটকয়েন উদ্ভাবন করেন কম্পিউটারবিজ্ঞানী সাতোশি নাকামোতো। এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনা-বেচা করা যায় বলে এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেন নামে অবহিত করা হয়। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।

বিটকয়েনের ভালো-মন্দ

বিটকয়েনের লেনদেন সহজে নিয়ন্ত্রণ করা যায় না বলে বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান ও অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা সত্ত্বেও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দরের মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা ‘সিল্ক রোড’ নামের একটি অনলাইন বাজার বন্ধ করে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিটকয়েন উদ্ধারের দাবি করেছেন। তবে ভারচুয়াল এ মুদ্রাব্যবস্থাকে অনেক দেশেই লেনদেনে স্বীকৃতি দেওয়া হচ্ছে।


খবরের উৎস (https://www.prothomalo.com/education/science-tech/আসছে-বিটকয়েনের-দিন)
ক্রিস্টোফার কোচের  ঘটনাটা আমার কাছে একদমি হাস্যকর মনে হচ্ছে ।  আসলে তারা কপাল ভালো ছিল যে সে সারাদিন  ঘাটাঘাটি করার পরও তার পাসওয়ার্ডটি মনে পড়েছে ।  পাসওয়ার্ড মনে না পড়লে তো সে আসলে  আঙ্গুল ফুলে কলাগাছ হতে পারত না আর তার জীবনযাত্রা পাল্টে যেত না ।  এরকম বহু ঘটনা বর্তমানে ঘটছে ।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Tubelight on March 16, 2021, 11:03:08 AM
এখন থেকে না 2021 সাল যেদিন থেকে শুরু হয়েছে আমার কাছে সেই দিন থেকে মনে হয়েছে যে বিটকয়েনের নতুন দিন শুরু হয়েছে।কারণ 2021 সাল এর প্রথম দিনেই বিট কয়েনের মূল্য আচমকা বৃদ্ধি পেয়ে 30 হাজার ডলার পৌঁছেছিল। এখন পর্যন্ত এর বৃদ্ধি মূল্যে অব্যাহত আছে। ভবিষ্যতে বিট কয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে আশা করছি।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Azharul on April 15, 2021, 05:14:00 PM
ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। তাই বিটকয়েন কে ক্রিপ্টো জগতের রাজা বলা হয়।শুধু প্রথম আলোর প্রতিবেদন না,আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এর দাম বেড়েই চলেছে। আর ভবিষ্যতে এর দাম আগের থেকে অনেক বেশি হয়ে যা অনেক বেশি দূরে নয়।তাই আমি সামনে বিটকয়েনের শুভ দিন আসছে কথাটির সঙ্গে সম্পূর্ণ একমত।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Random203 on April 16, 2021, 12:35:13 AM
বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সিতে যতো গুলো কয়েন আছে তার মধ্যে সেরা কয়েন।  বিটকয়েনের দাম এখন আকাশছোঁয়া।  বিটকয়েনের দাম পাম্প করতে করতে ৬৪০০০ ডলারে গিয়ে পৌছেছিলো।  আশা করা যায় খুব শীগ্রই বিটকয়েন আবার পাম্প করবে এবং ৭৫ ০০০$ হিট করবে।                       
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: raisajahan on April 22, 2021, 09:33:54 PM
আসলে আমার ও তাই মনে হয় কারন যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে বিটকয়েন এর তাতে করে আমার মনে হয় নিকট ভবিষ্যতে বিটকয়েন এর দাম ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। সুতরাং আমি ও আপনার সাথে একমত সামনে আসছে বিটকয়েন এর দিন।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Fariwala on April 27, 2021, 05:17:04 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির মহারাজা। ক্রিপ্টোকারেন্সির রাজ্যে রাজত্ব করে। এক রাজা যেমন তার রাজ্যে রাজত্ব করে তেমনি বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সিতে রাজত্ব করে থাকে। প্রতিটি বিটকয়েন এর বর্তমান মূল্য 50k$. কিছুদিন আগেও এর দাম 55k$ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে এর মূল্য কিছুটা কমেছে। বিটকয়েনে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা প্রচুর লাভবান হচ্ছে।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন কারণ ক্রিপ্টোকারেন্সি রাজা হচ্ছে বিটকয়েন সমস্ত ক্রিপ্টোকারেন্সি জগতের 75% কিন্তু দখল করে আছে বিটকয়েন বাকি 25% কিন্তু অন্য সকল কয়েন দখল করে আছে তাই আমি বলব যে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা অবশ্যই কাজ করতে থাকুন অবশেষে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন দিন শেষে আপনি নিজেকে সাকসেসফুল হিসেবে বিবেচনা করতে পারবেন আপনি একটু কাছে থেকে কারেন্ট সম্পর্কে ভালোভাবে জানুন এবং এ সম্পর্কে জেনে সেই অনুযায়ী কাজ করতে থাকুন ধন্যবাদ সকলকে ভাল থাকবেন সুস্থ থাকবেন
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: saidul2105 on April 28, 2021, 06:03:20 PM
আমি মনে করি ইতোমধ্যেই বিটকয়েনের দিন এসে গেছে।  আপনি উন্নত রাষ্ট্র গুলোর দিকে তাকান, তারা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দ্রব্য সামগ্রী এখন বিটকয়েনের মাধ্যমে কিনতে পারছে।  তারা তাদের সকল প্রয়োজনে বিটকয়েনকে তাদের লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারছে।  তবে হ্যাঁ, কিছু কিছু দেশে এখনো বিটকয়েনের বৈধতা দেওয়া হয়নি।  আর এই জন্যই সে সকল দেশে বিটকয়েনের মাধ্যমে লেনদেনও করা যায় না।  তবে যখন সব দেশে বিটকয়েন বৈধতা পাবে তখন বিটকয়েন পৌছে যাবে তার অনন্য উচ্চতায়।                                                 
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Md.Nurnobe3483 on May 06, 2021, 07:31:46 AM
আপনি অনেক সুন্দর পোস্ট আনন্দাবাজার তুলে ধরেছেন। আসলে বাণিজ্য জগতে যতগুলো কয়েন রয়েছে তার মধ্যে অন্যতম কয়েন হচ্ছে বিটকয়েন। এইজন্য বিটকয়েন কে সকল কয়েনের রাজা হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ ভিক্টর এর সাথে জড়িত রয়েছে। উন্নত রাষ্ট্রগুলোতেও দেখা যাচ্ছে এগুলোর উপর ভিত্তি করে তাদের দৈনন্দিন জীবন গুলো পাল্টে দিয়েছে। কিন্তু এমনও দেশ রয়েছে যেগুলোতে এখনো বিটকয়েন বৈধতা ঘোষণা করা হয়নি তার মধ্যে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিটকয়েন বৈধতার ঘোষণা করা হয়নি। তবে বাংলাদেশের মানুষ এর পিছনে যেভাবে ছুটে বেড়াচ্ছে দেখা যাবে ভবিষ্যতে বাংলাদেশের বিটকয়েন বৈধ ঘোষণা করে দেয়া হবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: HeartBit143 on May 15, 2021, 07:39:43 PM
বিটকয়েন হলো বিশ্ব ব্যাপি সমাদৃত এক বহুল আলোচিত কয়েন যার মূল্য এখন আকাশ ছোয়া।  বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সিতে সকল কয়েনের রাজা।  এর জনপ্রিয়তা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে ভবিষ্যতে এই কয়েন বিশ্বের সকল দেশেই যাবতীয়   লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার হবে।                           
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Rokon5 on May 16, 2021, 06:11:59 AM
আসছে বিটকয়েনের দিন এটি বলা কতটা যৌক্তিক তা আমি জানি না কারন অলরেডি বিটকয়েনের রাজত্ব চলছে।যাদের 1 বিটিসি আছে তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছের মতো অবস্থা।বিটকয়েনের দাম ভবিষ্যৎ বছর গুলোতে আরো বাড়বে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Rifan Khan on June 23, 2021, 11:58:00 AM
আমরা সবাই একটা জিনিস ভালোভাবে জানি সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন কিন্তু জনপ্রিয় একটি কয়েন। এই কয়েনটি কিপ্ট কারেন্সি মার্কেটে না থাকে তাহলে কিপ্ট কারেন্সি মার্কেট একদম অচল হয়ে যাবে। আমি যতটুকু জানি সেটা হচ্ছে বিটকয়েনের দাম যত দিন যাবে ততই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বৃদ্ধি পাবে। এইটুকু আশা আপনারা করতে পারেন।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Brithyislam on July 01, 2021, 12:00:47 PM
আসছে বিটকয়েনের দিন এই কথাটি একদম ঠিক কিন্তু বিটকয়েনের বর্তমান সময় খুব খারাপ । আগামী কয়েক মাসের মধ্যেই আবার বিটকয়েনের দাম বাড়বে । কারন আবার কেউ বিটকয়েন মার্কেটে সংযুক্ত হবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Brithyislam on July 02, 2021, 06:01:33 AM
আপনি অনেক সুন্দর পোস্ট আনন্দাবাজার তুলে ধরেছেন। আসলে বাণিজ্য জগতে যতগুলো কয়েন রয়েছে তার মধ্যে অন্যতম কয়েন হচ্ছে বিটকয়েন। এইজন্য বিটকয়েন কে সকল কয়েনের রাজা হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ ভিক্টর এর সাথে জড়িত রয়েছে। উন্নত রাষ্ট্রগুলোতেও দেখা যাচ্ছে এগুলোর উপর ভিত্তি করে তাদের দৈনন্দিন জীবন গুলো পাল্টে দিয়েছে। কিন্তু এমনও দেশ রয়েছে যেগুলোতে এখনো বিটকয়েন বৈধতা ঘোষণা করা হয়নি তার মধ্যে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিটকয়েন বৈধতার ঘোষণা করা হয়নি। তবে বাংলাদেশের মানুষ এর পিছনে যেভাবে ছুটে বেড়াচ্ছে দেখা যাবে ভবিষ্যতে বাংলাদেশের বিটকয়েন বৈধ ঘোষণা করে দেয়া হবে।
বিটকয়েনের দিন আসবেন আবার চলে যাবে এটাই তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের খেলা। আমরা যারা কিপটা কারেন্সি মার্কেট নিয়ে কাজ করে থাকে তারা সর্বদায় দেখেছি যে কোন কারেন্সি হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে আমার হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছে। এটার মূল কারণ কি এটা কেউ সঠিকভাবে বলতে পারেনা। সবাই যতদূর বলতে পারেন তা হল মার্কেটের যখন লেনদেন বেশি হয় তখন এর দাম বৃদ্ধি পায় আমি যখন লেনদেন কমে যায় এর দামও কমে যায় এছাড়া মার্কেট সম্পর্কে কারো বিশেষ জ্ঞান নেই।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Diknel on August 05, 2021, 03:30:49 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মুদ্রা এই বিটকয়েন। বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা। এই বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সির রাজা বলা হয়। বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং রয়েছে। ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Lifetime on October 14, 2021, 11:02:06 AM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন। বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সি অচল। কিছুদিন আগে বিটকয়েনের দাম রকেটের গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছিল। কিন্তু বর্তমানে একটু স্পাম হয়েছে। এখন বিটকয়েন এর প্রাইস প্রায় 50,000 ডলারের উপরে। কিন্তু কিছুদিন আগে 60,000 ডলারের কাছাকাছি ছিল। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম সবসময়ই ওঠানামা করে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Sumaiya2 on October 14, 2021, 08:27:37 PM
সারা পৃথিবীতেই কমবেশি বিটকয়েনের ব্যবহার হচ্ছে কারণ আমাদের বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে বলতে হয় যে আমাদের বাংলাদেশের যদিও বিটকয়েন অবৈধ কিন্তু গোপনে এর ব্যবহার সর্বত্রই চলছে। তাই পৃথিবীর সব রাষ্ট্রের কমবেশি গোপনে এর ব্যবহার চলছে অথবা সবাই সামনে প্রকাশ্যে এটি ব্যবহার করছেন। বৈধ সেসব দেশে বিটকয়েনের ব্যবহার প্রকাশ্যে হচ্ছে আর যে সকল দেশে অবৈধ সে সকল দেশে বিটকয়েনের ব্যবহার গোপনে চলছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Sumi on October 17, 2021, 04:29:59 PM
বিটকয়েন নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের হুবহু তুলে ধরা হলো।


একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

দ্রুত জনপ্রিয় হচ্ছে বিটকয়েন

বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’  হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।

বিটকয়েনের জানা-অজানা

মাস্টারকার্ড, ভিসাকার্ড বা অন্য কোনো মাধ্যমে লেনদেনে নির্দিষ্ট পরিমাণ অর্থ লাগলেও বিটকয়েনে এসব ঝামেলা নেই। ওয়েবসাইট থেকে কেনা যায় বিটকয়েন।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে অনলাইনভিত্তিক লেনদেনে বিটকয়েনের মাধ্যমে কেনাকাটা সম্ভব।
সাধারণ ই-মেইল বা মুঠোফোনে বার্তা পাঠানোর মতোই সহজ বিটকয়েনের ব্যবহার।
বর্তমান বিশ্বে ১ বিটকয়েনের বিনিময়মূল্য ২০২ মার্কিন ডলার বা ১৪৬ ইউরো।
বিটকয়েনের ইতিহাস

২০০৮ সালে বিটকয়েন উদ্ভাবন করেন কম্পিউটারবিজ্ঞানী সাতোশি নাকামোতো। এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনা-বেচা করা যায় বলে এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেন নামে অবহিত করা হয়। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়।

বিটকয়েনের ভালো-মন্দ

বিটকয়েনের লেনদেন সহজে নিয়ন্ত্রণ করা যায় না বলে বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান ও অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা সত্ত্বেও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দরের মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন। সম্প্রতি মার্কিন গোয়েন্দারা ‘সিল্ক রোড’ নামের একটি অনলাইন বাজার বন্ধ করে দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বিটকয়েন উদ্ধারের দাবি করেছেন। তবে ভারচুয়াল এ মুদ্রাব্যবস্থাকে অনেক দেশেই লেনদেনে স্বীকৃতি দেওয়া হচ্ছে।


খবরের উৎস (https://www.prothomalo.com/education/science-tech/আসছে-বিটকয়েনের-দিন)
আসছে বিটকয়েনের দিন এটি বলা কতটা যৌক্তিক তা আমি জানি না কারন অলরেডি বিটকয়েনের রাজত্ব চলছে।যাদের 1 বিটিসি আছে তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছের মতো অবস্থা।বিটকয়েনের দাম ভবিষ্যৎ বছর গুলোতে আরো বাড়বে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Bony11 on October 17, 2021, 05:56:08 PM
বর্তমানে দিনগুলো বিটকয়েনের দিন কথাটি অনেকটাই সত্য।কারণ বর্তমানে বিটকয়েন মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বিটকয়েনের মূল্য 1 লক্ষ ডলারে পৌঁছাবে।এবং কি দিন দিন বিটকয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে বিটকয়েনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা বিটকয়েন মাধ্যমে লেনদেন শুরু করছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Trumpet on October 18, 2021, 04:31:04 AM
ভাই আপনার কাছে এই মার্কেট সম্পর্কে একটা সুস্থ ধারণা আশা করছি। কারণ আমরা দেখতে তাই প্রত্যেক বছরের এই সময়টাতে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পায়। তবে আমার এই বিষয়টা সম্পর্কে তেমন একটা ধারণা নেই যে প্রত্যেক বছরের এই সময়টাতে কেন বিট কয়েনের মূল্য বৃদ্ধি পায়। আমি আপনার কাছ এই বিষয়ে পরিষ্কারভাবে জানতে চাই কেন এই সময় থেকে বিট কয়েনের মূল্য এতটা বৃদ্ধি পায়।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Fighter on October 27, 2021, 03:23:09 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সর্বশ্রেষ্ঠ একটি কয়েন। যার বাজারমূল্য প্রতিনিয়তঃ এখন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিটকয়েন এই বছর অবশ্যই 70 হাজার ডলার স্পর্শ করবে এটা আমরা সবাই আশা করতে পারি বা অনুমান করতে পারি।
কারণ বর্তমান সময়ে কিপ টু কারেন্সি মার্কেটে অন্য কয়েনের দাম বৃদ্ধি না পেলেও বিটকয়েনের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Cinno3 on October 28, 2021, 11:59:19 AM
হ্যাঁ আগামী দিনগুলোতে বিটকয়েন প্রত্যেকটা দেশের লেনদেনের বাহক হিসাবে অনুমোদন পাবে। কারণ বিটকয়েনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ বিটকয়েন একসময় আপ্রাণ চেষ্টা করেও কিনতে পারবে না। কারণ যে হারে হু হু করে দাম বৃদ্ধি পাচ্ছে, বিটকয়েন কেনার সামর্থ্য সবার থাকবে না। তাই বিটকয়েন আরো বেশি মূল্যবান হবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Tepona on February 20, 2022, 01:28:07 PM
বিশ্বের সবথেকে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা। বর্তমানে অনেকগুলো দেশে বিটকয়েন বৈধতা দিয়েছে। শুধু আমাদের বাংলাদেশে এখনও বিটকয়েন বৈধতা দেয়নি। তারপরেও যেভাবে হু হু করে বিটকয়েন এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। তাতে আমার মনে হয়, আগামীতে বিটকয়েনের রাজত্ব শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিটকয়েনের প্রচলন বেড়েই চলেছে। তাই আমার মনে হয়, ভবিষ্যতে বিটকয়েন আরো মূল্যবান হবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Fulshai on February 26, 2022, 02:05:39 AM
ক্রিপ্টোকারেন্সি জগতের বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম। 2008 সালে বিটকয়েন আবিষ্কার করেন কম্পিউটার বিজ্ঞানী সাতোশি নাকামোতো। যার এই আবিষ্কারের ফলে পৃথিবী এখন উজ্জ্বল হয়েছে। অতীতে বিটকয়েনের তেমন জনপ্রিয়তা ছিল না। বর্তমানে সারাবিশ্বে বিটকয়েনের অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের বড় বড় কোম্পানি এখন বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতাছে। বর্তমানে  আমাদের বাংলাদেশেও   এর জনপ্রিয়তা অনেক। তাই আমি বলতে পারি যে বিটকয়েনের ব্যবহারের  সময় দিন দিন ঘনিয়ে আসছে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Centus on March 17, 2022, 04:27:26 PM
বর্তমানে সারা পৃথিবীতে বিটকয়েন অনেক জনপ্রিয়তা লাভ করেছে। সারাবিশ্বে বিটকয়েনের প্রচলন অনেক বৃদ্ধি পাচ্ছে। এভাবে এক সময় দেখা যাবে বিটকয়েন সারাবিশ্বে রাজত্ব শুরু করেছে। মানুষ বিটকয়েন নিয়ে অনেক চিন্তা ভাবনা শুরু করেছে। যেসব দেশে বিটকয়েন অবৈধ সেই সব দেশের মানুষ বিটকয়েন গোপনে লেনদেন শুরু করেছে, এবং যেসব দেশে বিটকয়েন বৈধ তারা তো প্রকাশ্যেই বিটকয়েন লেনদেন করে থাকে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Perfect540 on July 28, 2022, 04:32:56 PM
সামনে ভবিষ্যতে বিটকয়েনের আরো উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কারণ সারা বিশ্ব জুড়ে বর্তমানে বিটকয়েনের ব্যবহার দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। মানুষ বর্তমানে প্রচলন মুদ্রা থেকে বিটকয়েন কে মূল্যবান মনে করে বেশি। কারণ তারা বিটকয়েনে বিনিয়োগ করে প্রচুর লাভবান হতে পেরেছে। তাই বর্তমানে বিনিয়োগের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি ভবিষ্যতে বিটকয়েন বিভিন্ন দেশে গ্রাহক হিসেবে ব্যবহৃত হবে। এবং
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Madmax789 on November 15, 2022, 09:23:37 PM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন।সারা পৃথিবী জুড়েই এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।বিটকয়েনের দাম 2022 সালে অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।হয়তো আরও বৃদ্ধি পেতে পারে বিটকয়েনের দাম।