Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on February 08, 2021, 07:17:55 AM

Title: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Malam90 on February 08, 2021, 07:17:55 AM
বর্তমান প্রস্তাব:
       ১. কারমা ইস্যু কি আরো সীমাবদ্ধ করা উচিৎ ? (https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0)  (বাংলা অনুবাদ ও সারাংশ (https://www.altcoinstalks.com/index.php?topic=191371.0)) (অনুমোদিত)
       ২.ক্রিপ্টোকারেন্সি ইকো সিস্টেম পূনগঠন  (https://www.altcoinstalks.com/index.php?topic=189946.0) (অনুমোদিত)

সমাপ্ত প্রস্তাবগুলো:
       ১. সিনেটর ব্যাজের জন্য প্রথম প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=184957.0)
       ২. নতুন ভাইস প্রেসিডেন্ট প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0)
       ৩. Free TON সেকশন তৈরির প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=189672.0)
       ৪. "Get ALTS tokens" লিংক পরিবতন প্রথম পেজে (https://www.altcoinstalks.com/index.php?topic=190329.0)
       ৫. নিচের খবর লিংকগুলো উপরের যুক্তকরা (https://www.altcoinstalks.com/index.php?topic=190423.0)
       ৬. প্রধান পেজের ডিজাইন পরিবর্তন (https://www.altcoinstalks.com/index.php?topic=190794.0)

অন্যান্য পদক্ষেপ সমূহ:
        ১. সিনেটরের জন্য ভোট  (https://www.altcoinstalks.com/index.php?topic=188114.0) বাংলা অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?topic=188651.0)
        ২. নতুন প্রেসিডেন্ট নির্বাচন (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0)
        ৩. গ্লোবাল মডারেটর পদোন্নতি (https://www.altcoinstalks.com/index.php?topic=189648.0)
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: ttcsalam on February 09, 2021, 05:49:39 AM
অনেক সুন্দর হয়েছে । আমরা তো আগে কিছুই জানতে পরতাম না । জানতে পারতাম না বলতে ইংলিশ এত সময় নিয়ে পড়ার সময় থাকে না। বাংলায় সব কিছু এখন সুন্দর ভাবে জানতে পারছি । সব চাইতে বড় ব্যাপার সমস্ত সেকশনে আপনার সুন্দর উপস্থাপনা আমাদের সবার জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরনা দেয়।আপনাকে অনেক ধন্যবাদ আপনার আগামী দিনের পথচলা অনেক সুন্দর থেকে সুন্দরময় হোক সব সময় এই কামনা।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: babu10 on February 09, 2021, 06:04:54 AM
প্রতিটি প্রস্তাবই আমার কাছে অত্যন্ত যুক্তি যুক্ত মনে হয়েছে এবং আমি মনে করি নতুন ডিজাইনএ নতুন ভাবে ফোরাম আরো সুন্দর ভাবে সবার কাছে উপস্থাপিত হবে যেই কারনে সবাই কাজ করতে আরো উৎসাহবোধ করবে। আপনার সুন্দর উপস্থাপনাও আমার কাছে সবসময়ের মতো প্রশংসার যোগ্য এবং আপনি এই রকম আরো ভালো ভালো কাজ করে আমাদেরকে মানসিক শক্তি প্রদান করুন।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Markuri33 on February 09, 2021, 05:12:17 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি সবার সাথে শেয়ার করার জন্য। যদি আমাদের এই ফোরামে এ ধরনের নিয়ম চালু করা হয় তাহলে অবশ্যই অনেক সুন্দর হবে। বিশেষ করে আমি দেখেছি আমাদের এই বাংলা সেকশনের অনেক সিনিয়র ভাই বড় বড় দায়িত্ব পালন করছে। আমি চাই তারা যেন আরো ভাল পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে এবং আমাদের এই ফোরাম বা বাংলা সেকশন কে যেন আরও উন্নত করতে পারে।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: saidul2105 on February 09, 2021, 06:31:13 PM
বর্তমান প্রস্তাব:
       ১. কারমা ইস্যু কি আরো সীমাবদ্ধ করা উচিৎ ? (https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0)  (বাংলা অনুবাদ ও সারাংশ (https://www.altcoinstalks.com/index.php?topic=191371.0)) (অনুমোদিত)
       ২.ক্রিপ্টোকারেন্সি ইকো সিস্টেম পূনগঠন  (https://www.altcoinstalks.com/index.php?topic=189946.0) (অনুমোদিত)

সমাপ্ত প্রস্তাবগুলো:
       ১. সিনেটর ব্যাজের জন্য প্রথম প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=184957.0)
       ২. নতুন ভাইস প্রেসিডেন্ট প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=189325.0)
       ৩. Free TON সেকশন তৈরির প্রস্তাব (https://www.altcoinstalks.com/index.php?topic=189672.0)
       ৪. "Get ALTS tokens" লিংক পরিবতন প্রথম পেজে (https://www.altcoinstalks.com/index.php?topic=190329.0)
       ৫. নিচের খবর লিংকগুলো উপরের যুক্তকরা (https://www.altcoinstalks.com/index.php?topic=190423.0)
       ৬. প্রধান পেজের ডিজাইন পরিবর্তন (https://www.altcoinstalks.com/index.php?topic=190794.0)

অন্যান্য পদক্ষেপ সমূহ:
        ১. সিনেটরের জন্য ভোট  (https://www.altcoinstalks.com/index.php?topic=188114.0) বাংলা অনুবাদ (https://www.altcoinstalks.com/index.php?topic=188651.0)
        ২. নতুন প্রেসিডেন্ট নির্বাচন (https://www.altcoinstalks.com/index.php?topic=189207.0)
        ৩. গ্লোবাল মডারেটর পদোন্নতি (https://www.altcoinstalks.com/index.php?topic=189648.0)
ভাই এখানে উল্লেখিত সকল প্রস্তাবই অনেক প্রয়োজনীয়।  এখানে কারমা বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্তকে আমি স্যালুট জানাই।  ভাই Free Ton এ সেকশন করা হলে আমাদের সকলের জন্যই অনেক ভালো হবে।
সর্বোপরি সিনেটে উত্থাপিত সকল প্রস্তাবই গ্রহণযোগ্য এবং খুবই প্রয়োজনীয়।                           
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: kulkhan on February 10, 2021, 05:20:12 AM
প্রস্তাব গুলো অত্যন্ত চমৎকার। আমিও সহমত পোষণ করছি। আশাকরি এখন ফোরামের শৃঙ্খলা ফিরে আসবে । আমিও মনেকরি কারমা দেওয়ার ক্ষেত্রে রেশটিকশন থাকা উচিৎ। সিনিয়র মেম্বার থেকে শুরু করে তার উপরের রেংকরের ব্যক্তিরা কারমা দিতে পারবে এটা খুব ভাল হয়েছে বলে আমি মনেকরি। আর প্রস্তাবিত ডিজাইন ও খুব ভাল হয়েছে বলে আমি মনেকরি।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: SMACK on February 11, 2021, 07:01:11 AM
প্রস্তাব গুলো খুবই সুন্দর ভাবে আপনি আলোচনা করেছেন। আমি এই ফোরামে নতুন তাই জানি না এই সম্পর্কে। সিনিয়র ভাই খুব সুন্দর একটি পোস্ট তৈরী করেছে আর এটা থেকে আমাদের মত যারা নতুন সদস্য রয়েছে তারা অনেকটাই সাহায্য পাবে বলে আমি মনে করি এবং আপনার প্রস্তাবিত ডিজাইন খুব ভালো লেগেছে আমার অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Goldlife on February 11, 2021, 01:07:27 PM
মালাম ভাই আমি যত আপনার পোস্ট পড়ছি ততই মুগ্ধ হচ্ছি কারণ আপনি এত ভালো এবং এত ভাল কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থাকেন যা থেকে আমরা খুব সহজেই খুব ভালোভাবে বুঝতে পারি আপনার কথাগুলো এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনি আমাদের পাশে সবসময় থাকবেন এবং বাংলা পড়ান কে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন আমরা আপনার পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Lutera94 on February 11, 2021, 01:23:42 PM
অনেক প্রস্তাব সম্পর্কে অবগত ছিলাম না, এই পোষ্টের মাধ্যমে সবগুলো জানলাম। তবে Fee Ton সেকশন করার প্রস্তাবটি আমার কাছে ভালো লাগেনি। কারণ Free Ton এখনো ঐ পর্যায়ে যায়নি যে এটার জন্য সেকশন করা লাগবে।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Malam90 on February 11, 2021, 01:46:41 PM
অনেক প্রস্তাব সম্পর্কে অবগত ছিলাম না, এই পোষ্টের মাধ্যমে সবগুলো জানলাম। তবে Fee Ton সেকশন করার প্রস্তাবটি আমার কাছে ভালো লাগেনি। কারণ Free Ton এখনো ঐ পর্যায়ে যায়নি যে এটার জন্য সেকশন করা লাগবে।

প্রথমত রাশিয়ানরা ফোরামের আধিক্যতা বজায় রেখেছে। দ্বিতীয়ত বুবলেক্স এটার ম্যানেজ করতেছে। এডমিন এবং সিনেটররা সেটার প্রস্তাবকে সমর্থন করেছে। এছাড়া প্রজেক্টটা সামনে বুম হবে। তাই আলাদা সেকশন করায় ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয়না।  :)
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Tubelight on March 22, 2021, 06:28:41 AM
ধন্যবাদ ভাই আপনাকে সিনেটরদের সকল প্রস্তাবের তালিকা এখানে উপস্থাপন করার জন্য। আশা করছি আপনার এই পোস্ট পড়েসকলেই অনেক উপকৃত হবে।
Title: Re: সিনেটে সকল প্রস্তাবের তালিকা।
Post by: Azharul on April 25, 2021, 02:58:25 AM
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই রকম একটা মূল্যবান পোস্ট করার জন্য।যে কারণে আমরা জানতে পারলাম আমাদের জন্য সিনেট এর অবস্থা।তবে Free Ton সেকশনটি আমার কাছে ভালো লাগেনি।তবে সিনেট এর জন্য ভোট অনুবাদ ও গ্লোবাল মডারেটর এর পদোন্নতি এই দুটি সেকশন আমার  কাছে ভালো লেগেছে।তাই আমি মনে করি ভবিষ্যতে এ রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমরা অনেক উপক্রিত হব।