Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rds3b on February 05, 2024, 09:27:41 AM

Title: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: Rds3b on February 05, 2024, 09:27:41 AM
২০০৮ সালের প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রার ধারণাটি প্রকাশে আসে একদল সফটওয়্যার বিজ্ঞানী আবিষ্কার করা এই মুদ্রা কিপটোকারেন্সি নামে পরিচিতি পায়। ২০০৯ সালে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো প্রথমবার বিটকয়েনের ব্যবহার করেন এই বিটকয়েন হচ্ছে প্রথম কিপটোকারেন্সি যার বাণিজ্যিক লেনদেন শুরু হয় ২০১০ থেকে। পরবর্তীতে আরো কয়েকটি ভার্চুয়াল মুদ্রার প্রচলন হলেও বিটকয়েন কে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। ওপেন সোর্স কিপটো গ্রাফি প্রটোকলের মাধ্যমে বিটকয়েনের লেনদেন হয় পিয়ারটু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহক লেনদেন করে থাকে এর ফলে লেনদেনের জন্য কোন অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে প্রয়োজন হয় না। নিজেদের পরিচয় প্রকাশে না করেই এ ধরনের মুদ্রা আদান প্রদান করা সম্ভব লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। যদিও এ ধরনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে হালনাগাদ করা হয় বিটকয়েন বিক্রি করলে বিটকয়েনের পরিবর্তে প্রচলিত অর্থে তা গ্রহণ করা যায়।
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: Bd officer on February 05, 2024, 09:56:18 AM
যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িয়ে ধরেছে তাদের মাঝে হঠাৎ দুই একজনে হয়তো জানে না যে বিটকয়েন কিভাবে তৈরি হয়েছে। এটা আপনি আলোচনা করেছেন বিটকয়েনের প্রাথমিক ইতিহাস। যাইহোক, তবুও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

২০০৯ সালে জাপানি নাগরিক সাতশিনাকার মতো প্রথমবার বিটকয়েনের ব্যবহার করেন এই বিটকয়েন হচ্ছে প্রথম কিপটোকারেন্সি যার বাণিজ্যিক লেনদেন শুরু হয় ২০১০ থেকে।
আমি আপনাকে সাজেস্ট করব আপনি যেকোন পোস্ট করার আগে অবশ্যই দুই চার বার পোস্ট পড়ে নিবেন, ভুল হতেই পারে আমরা জানি মানুষ মাত্রই ভুল। আপনি যেখানে বলেছেন সাতশিনাকার মতে এখানে হবে সাতোশি নাকামোতো

। ওপেন সোর্স কিপটো গ্রাফি প্রটোকলের মাধ্যমে বিটকয়েনের লেনদেন হয় এ টু ইয়ার বা গ্রাহক থেকে গ্রাহক লেনদেন করে থাকে এর ফলে লেনদেনের জন্য কোন অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে প্রয়োজন হয় না।
এখানে আরো একটু ভুল করে ফেলেছেন। আপনি বলেছেন এ টু ইয়ার সঠিক হবে পিয়ার-টু-পিয়ার
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: Shiba2 on February 05, 2024, 10:29:31 AM
বিটকয়েন সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম কেননা টাকা পয়সা যেরকম হাতে থাকে বিটকয়েন তো ওই রকম হাতে থাকে না ওকে তেমন তো দেখাও যায় না শুধু বুঝতে হয় যে বিটকয়েন পৃথিবীতে আছে শুধু বিশ্বাস দেখার সুযোগ নেই কিন্তু এটি যে পৃথিবীর অন্যতম একটি দামি জিনিস তা বোঝা যায়
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: JISAN on February 05, 2024, 01:11:09 PM
২০০৮ সালের প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রার ধারণাটি প্রকাশে আসে একদল সফটওয়্যার বিজ্ঞানী আবিষ্কার করা এই মুদ্রা কিপটোকারেন্সি নামে পরিচিতি পায়। ২০০৯ সালে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো প্রথমবার বিটকয়েনের ব্যবহার করেন এই বিটকয়েন হচ্ছে প্রথম কিপটোকারেন্সি যার বাণিজ্যিক লেনদেন শুরু হয় ২০১০ থেকে। পরবর্তীতে আরো কয়েকটি ভার্চুয়াল মুদ্রার প্রচলন হলেও বিটকয়েন কে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। ওপেন সোর্স কিপটো গ্রাফি প্রটোকলের মাধ্যমে বিটকয়েনের লেনদেন হয় পিয়ারটু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহক লেনদেন করে থাকে এর ফলে লেনদেনের জন্য কোন অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে প্রয়োজন হয় না। নিজেদের পরিচয় প্রকাশে না করেই এ ধরনের মুদ্রা আদান প্রদান করা সম্ভব লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। যদিও এ ধরনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে হালনাগাদ করা হয় বিটকয়েন বিক্রি করলে বিটকয়েনের পরিবর্তে প্রচলিত অর্থে তা গ্রহণ করা যায়।
বিটকয়েন নিয়ে এমন লেখা google এ সার্চ করলেই অনেক আর্টিকেল থেকে দেখা যায় আর আপনিও কোন একটি ইংলিশ আর্টিকেল থেকে এই অংশটুকু কপি করে তারপর বাংলাতে ট্রান্সলেট করেছেন। অথবা আপনি চ্যাট বট ব্যবহার করেছেন। তাই আমি সতর্ক করতেছি যে আপনার পোষ্টের মধ্যে মানুষের লেখার ভাব রাখার চেষ্টা করেন। যদি আপনি নিজে থেকে কোন কিছু লেখেন সেটির লেখার ধরন হবে অন্যরকম। কিন্তু আপনার পোস্টটি আপনার লেখা নয়। তাই আপনি নিজে যতটুকু জানেন এবং আপনি যেভাবে এটিকে লিখতে পারেন সেভাবেই লিখবেন।

আপনার এমন প্লাগারিজন পোস্ট ধরা পড়লে আপনার একাউন্ট একটি ট্যাগ খেতে পারে। আর আপনি প্রতিনিয়তন নেগেটিভ কারমা পেতে থাকবেন
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: kulkhan on February 06, 2024, 10:01:47 PM
বিটকয়েন ব্লকচেইন প্রযুক্তির একটি বিষ্ময়কর আবিষ্কার। শাতোসি নাকামুতো নামের একজন ব্যক্তি ২০০৮ সালে এর প্ররচলোন শুরু হয়। কিন্তু এর তেমন কোন মূল্য ছিলো না। এর তেমন ব্যবহার উপযোগিতা তৈরি হয়নি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে বিটকয়েন। প্রথম দিকে এটি নিজেদের মধ্যে লেনদেন শুরু করলেও আমি যতোদূর শুনছি কোন এক ব্যক্তি রেস্টুরেন্টে পিজ্জার মূল্য পরিশোধ করেছিলো আর এটাই চিলো সম্ভবতো বিটকয়েনের প্রথম বানিজ্যিক ব্যবহার। এভাবে এর পথ চলা শুরু হলেও বিটকয়েন কয়েক বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এবং আজকের দিনে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় কারেন্সি। এবং এর বর্তমান মূল্য প্রায় $৪৩০০০ ডলার। এবং সবদিক বিবেচনা করে বলা যায় দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা এবং ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এটির মূল্য নিকট ভবিষ্যতে $১০০কে অতিক্রম করবে বলে আমি মনেকরি।
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: Bd officer on February 07, 2024, 03:11:41 AM
বিটকয়েন ব্লকচেইন প্রযুক্তির একটি বিষ্ময়কর আবিষ্কার। শাতোসি নাকামুতো নামের একজন ব্যক্তি ২০০৮ সালে এর প্ররচলোন শুরু হয়। কিন্তু এর তেমন কোন মূল্য ছিলো না। এর তেমন ব্যবহার উপযোগিতা তৈরি হয়নি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে বিটকয়েন। প্রথম দিকে এটি নিজেদের মধ্যে লেনদেন শুরু করলেও আমি যতোদূর শুনছি কোন এক ব্যক্তি রেস্টুরেন্টে পিজ্জার মূল্য পরিশোধ করেছিলো আর এটাই চিলো সম্ভবতো বিটকয়েনের প্রথম বানিজ্যিক ব্যবহার। এভাবে এর পথ চলা শুরু হলেও বিটকয়েন কয়েক বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এবং আজকের দিনে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় কারেন্সি। এবং এর বর্তমান মূল্য প্রায় $৪৩০০০ ডলার। এবং সবদিক বিবেচনা করে বলা যায় দিন দিন বিটকয়েনের জনপ্রিয়তা এবং ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এটির মূল্য নিকট ভবিষ্যতে $১০০কে অতিক্রম করবে বলে আমি মনেকরি।
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, লাসজেলো হানইয়েয নামক এই ব্যক্তিটি ১০০০০ বিটকয়েনের মাধ্যমে মাত্র ২ পিজ্জা কিনে ছিলেন। সেটিই ছিল প্রথম ব্যবসার ক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করা। বর্তমানে অনেক দেশে বিটকয়েনের মাধ্যমে অনেক কিছুই কেনাকাটা করার সুযোগ করে দিয়েছে। কিছুদিন আগে একটি নিউজ দেখেছিলাম  কিপ্টোকারেন্সি দিয়ে গাড়ি কেনার সুযোগ দিয়েছেন।
Title: Re: বিটকয়েন নিয়ে কিছু কথা সবার উদ্দেশ্যে।
Post by: hadi97bd on February 09, 2024, 05:22:15 PM
বিটকয়েন একটি ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি যা বিশ্বের প্রায় সব বিতর্কিত ক্রিপ্টোকারেন্সির মধ্যে প্রথম এবং সর্বোত্তম পরিচালিত হতে পারে। এটি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের নিরাপত্তা ও ট্রান্সপারেন্সি সংরক্ষণ করে। বিটকয়েনের উদ্দেশ্য ব্যক্তিরা স্বাধীনভাবে অর্থ পাঠানো এবং লেনদেন করা, এটি কোনো সেন্ট্রাল অথবা অধিকারী অঙ্গের অধীনে নেই। এটি একটি নিষ্পত্তি এবং সুরক্ষিত পেমেন্ট প্রযুক্তি সিস্টেম প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। সাথে সাথে, বিটকয়েন প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আরও বিনিময়যোগ্য এবং গ্রাহকদের মধ্যে বিনিময়ের সুবিধা সরবরাহ করতে চেষ্টা করছে।