Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on November 19, 2020, 10:49:05 AM

Title: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Malam90 on November 19, 2020, 10:49:05 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Mrkadir85 on November 19, 2020, 11:45:09 AM
আপনি বরাবরই ভাল ভাল পোস্ট করেন যা নতুন পুরাতন সবার জন্য খুবই উপকারে আসে। আমারও টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইনে সমস্যা হত আপনার মাধ্যমে এ সম্পর্কে জানার পর আশা করি আর আমার সমস্যা হবে না।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Crypto_Somrat on November 19, 2020, 12:29:44 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
মালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরাবরের মত খুবই প্রয়োজনীয় একটা বিষয় শেয়ার করেছেন। বাউন্টিতে টেলিগ্রামে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না আপনার পোষ্ট থেকে মোটামুটি জানতে পারলাম। ভাই তারপরেও একটা প্রশ্ন রয়ে গেছে মনে স্মার্ট ফিনান্স যে বাউন্টি টা চলছে। আপনি বলেছেন ক্রিপ্টো রিলেটেড যে কোন গ্রুপে মেসেজ করে লিঙ্ক গুলো সংগ্রহ করে রাখতে হবে। যেকোনো গ্রুপ বলতে বুঝতে পারলাম না ভাই
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Kangaro45 on November 19, 2020, 04:35:53 PM
আপনার পোস্ট গুলো যত পড়ি ততই ফোরাম এর কাজ সম্পর্কে জানতে পারি। আপনার পোস্ট গুলো বড়াবড়ই অসাধারণ ও শিক্ষামূলক হয়ে থাকে। আপনার পোষ্টের মাধ্যমে টেলিগ্রাম অ্যাম্বাসেডর ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয় তা ভালোভাবে জানতে পারলাম।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Chita76 on November 19, 2020, 05:22:17 PM
আমরা কি আর বলব সব তথ্য তো আপনি বলেই দিয়েছেন পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: babu10 on November 19, 2020, 05:37:05 PM
নতুনরা আশাকরি অনেক উপকৃত হবে আপনার এই পোষ্টের মাধ্যমে আসলে এটা অনেকটা টেলিগ্রাম সিগনেচারও বলতে পারি এককথায় কারন থ্রেড পোষ্টের মাধ্যমে আমরা যেমন সিগনেচার বহন করে কোন প্রজেক্টকে প্রমোট করি তেমনি টেলিগ্রাম এমবেসেডরও আমার প্রোফাইলে লগো, নাম যুক্ত করার মাধ্যমে প্রজেক্টকে প্রমোট করি যদিও এখানে পেমেন্ট তেমন না।

ধন্যবাদ।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Malam90 on November 20, 2020, 03:45:52 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
মালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরাবরের মত খুবই প্রয়োজনীয় একটা বিষয় শেয়ার করেছেন। বাউন্টিতে টেলিগ্রামে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না আপনার পোষ্ট থেকে মোটামুটি জানতে পারলাম। ভাই তারপরেও একটা প্রশ্ন রয়ে গেছে মনে স্মার্ট ফিনান্স যে বাউন্টি টা চলছে। আপনি বলেছেন ক্রিপ্টো রিলেটেড যে কোন গ্রুপে মেসেজ করে লিঙ্ক গুলো সংগ্রহ করে রাখতে হবে। যেকোনো গ্রুপ বলতে বুঝতে পারলাম না ভাই

টেলিগ্রামে যত প্রজেক্ট আসে বাউন্টি নিয়ে তাদের তো অনেক গ্রুপ আছে। আপনি যে কোন গ্রুপে গিয়ে সুন্দর কমেন্ট করবেন সেই প্রজেক্ট সম্পর্কে অথবা কারো প্রশ্নের উত্তর দিবেন এবং সেই কমেন্টের লিংক কপি করে রাখবেন। সপ্তাহ শেষে জমা দিবেন। আর কোন সহজ ভাষা তো আমার জানা নেই প্রাকটিক্যাল ছাড়া। আচ্চা এর পরেও না বুঝলে টেলিগ্রামে একটা গুতা দিয়েন।

Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Rain075 on November 20, 2020, 05:29:13 PM
টেলিগ্রাম এম্বাসিডর ক্যাম্পেইনে কাজ করতে হলে আপনাকে ওদের দেওয়া টেলিগ্রাম এভাটর লাগাতে হবে এবং পার্সোনাল টেক্সট আপনার টেলিগ্রাম একাউন্ট এ ধারণ করতে হবে।তারপর বিভিন্ন টেলিগ্রাম একাউন্ট এ আপনি আলাপ করে ওই লিঙ্ক এনে ফোরামে রাখবেন এভাবে টেলিগ্রাম ক্যাম্পেইনে কাজ করা হয়।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Hasan986 on November 20, 2020, 07:49:34 PM
টেলিগ্রাম এম্বাসিডর ক্যাম্পেইনে কাজ করতে হলে আপনাকে ওদের দেওয়া টেলিগ্রাম এভাটর লাগাতে হবে এবং পার্সোনাল টেক্সট আপনার টেলিগ্রাম একাউন্ট এ ধারণ করতে হবে।তারপর বিভিন্ন টেলিগ্রাম একাউন্ট এ আপনি আলাপ করে ওই লিঙ্ক এনে ফোরামে রাখবেন এভাবে টেলিগ্রাম ক্যাম্পেইনে কাজ করা হয়।
এম্বাসেডর ক্যাম্প এ অনেক সময় এভাটর লাগানো লাগে না। এম্বাসেডর এ মার্কেটিং এল জন্য অন্য ক্রিপ্ট রিলেটেড গ্রুফ এ পোস্ট করতে বলা হয়।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Blue_sea on November 21, 2020, 02:50:54 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
যারা টেলিগ্রাম  এবং টেলিগ্রাম এম্বাসেডর ক্যাম্পেইন বোঝেন নি। তারা এখান থেকে আশা করি সব ধরনের তথ্য পেয়ে গেছেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Apower$ on November 21, 2020, 04:27:07 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই পোস্ট থেকে আমি অনেক উপকৃত হয়েছি। টেলিগ্রামে অ্যাম্বেসেডর বাউন্টি কিভাবে করতে হয় তা আমার জানা ছিল না। আপনার এই মূল্যবান পোষ্ট থেকে আমি এ সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারলাম।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Sasa on November 24, 2020, 03:23:52 PM
ভাই আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন আমি কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে পোস্ট করব সেটাই বুঝতে পারছি না যদি কোনো পাবলিক গ্রুপ রিলেটেড গ্রুপে পোস্ট করি তাহলে আমার টেলিগ্রাম আইডিটা কিছুদিনের জন্য বা 15 দিন এক মাসের জন্য রেস্ট্রিক্টেড মারা হয় এক্ষেত্রে আমরা কি করতে পারি কোন সকল গ্রুপে পোস্ট দিলে সেই গ্রুপে পোস্ট গুলো ডিলিট করা হবে না এবং টেলিগ্রাম একাউন্ট ডিস্ট্রিক্ট মারা হবে না যদি একটু লিঙ্ক দিয়ে সাহায্য করতেন
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Linda78 on November 24, 2020, 06:05:16 PM
আপনি প্রতিবার অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। টেলিগ্রামে অ্যাম্বাসেডর এ বাউনটি কিভাবে করতে হয় আগে জানা ছিল না কিন্তু আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। আপনার পোস্ট গুলো পড়তে পড়তে মনে হচ্ছে যে ফোরামের অনেক কিছু আস্তে আস্তে আমাদের কাছে সহজ হচ্ছে। আপনার কাছে এ ধরনের পোস্ট আমরা আশা করতেই পারি আমাদের জন্য এরকম পোস্ট আরও করবেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Lutera94 on November 24, 2020, 07:03:04 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
ভালো মানের পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু টেলিগ্রাম এম্বাসডর করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে অনেকের। তার মধ্যে একটি হলো অন্যান্য গ্রুপে প্রজেক্টের কমেন্ট করতে হবে, সেক্ষেত্রে অনেক সময় বুট এ আইডি ব্যান করে দেয়। তাই এ ব্যাপারটা নিয়ে বিস্তারিত জানলে আরো উপকৃত হতাম। ধন্যবাদ
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Triedboy on November 25, 2020, 01:32:12 AM
আমি সব সময় লক্ষ করি আপনার পোস্টগুলো। আপনার পোস্টগুলো পড়ে সত্যিই কিছু না কিছু শেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো ধরনের সুন্দর পোস্ট দেওয়ার জন্য।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Triedboy on November 25, 2020, 01:33:26 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।

আসল ভাই এ পর্যন্ত আমি কোন টেলিগ্রাম অ্যাম্বেসেডর করিনি। ভালো করে বুঝতে পারিনি যে জন্য কোন দিন এড হয়নি। আপনার পোষ্টটি পড়ে আমি সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Primo1760 on November 25, 2020, 03:28:48 PM
আমি কি লিখলাম ক্যাম্পেইনে কাজ করি কিছুদিন যাবত।আমারে টেলিগ্রাম ক্যাম্পেইনে পোস্ট করার ব্যাপারে যথেষ্ট ক্রিয়ার ছিলাম না আপনার পোষ্টটি পড়ে অনেক ক্লিয়ার হয়েছে।আমি মনে করি আমার মত আরো অনেকেই আপনার পোস্টটি থেকে অনেক সাহায্য পেয়েছে আপনাকে বিশেষ ধন্যবাদ।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: XM8 on December 07, 2020, 01:51:09 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই টেলিগ্রাম এম্বেসেডর সম্পর্কে এত সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আগে কোন বাউন্টি প্রজেক্টেই টেলিগ্রামে যখন হতাম না। কারণ আমি এ বিষয়ে বিস্তারিত জানতাম না। আপনার এই পোস্ট পড়ে আমি এ বিষয়ে অনেক ধারণা লাভ করতে পারলাম আশা করি সামনের যে বাউন্টি প্রজেক্টগুলো আমি করব সেখানে অবশ্যই টেলিগ্রামে জয়েন হওয়ার চেষ্টা করব।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: saidul2105 on December 07, 2020, 03:37:23 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
ভাই আপনি বরাবরের মতো আবারও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলেন যা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের মধ্যে আমার মতো আরও   অনেকেই আছে যারা এই বিষয়টি   ভালো ভাবে জানেনা, তাদের জন্য খুব উপকার হলো।  পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আশা করি আর কোন  সমস্যার সম্মুখীন হতে হবে না।
ধন্যবাদ ভাই।                           
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Herry on December 07, 2020, 03:43:08 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য কেননা আমার মত যারা নতুন ইউজার আছে তারা টেলিগ্রাম অ্যাম্বাসেডর কিভাবে করতে হয় সে সম্পর্কে ভাল জানেন না ও বুঝেন না আপনার এই পোস্টে থেকে যারা জানেন না তারা এ বিষয়ে জানবেন এবং বুঝতে পারবেন কিভাবে টেলিগ্রাম অ্যাম্বাসাডার করতে হয় সুতরাং এখান থেকে অনেকেই খুবই উপকৃত হবে
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Rafiq on December 07, 2020, 04:55:49 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
মূল্যবান পোস্টটির জন্য  আপনাকে অসংখ্য ধন্যবাদ।  টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি জয়েন করার পর টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজ লাগাতে হবে  এবং টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে ঠিকই কিন্তু আমার প্রশ্ন হলো টেলিগ্রাম নামের সাথে কতগুলো প্রজেক্টের নাম একসাথে যুক্ত করা যাবে একটু বলবেন। কারণ অনেক টেলিগ্রাম ক্যাম্পেইনে জযেন করলে  তারা তাদের নাম যুক্ত করতে বলে; আমি সাধারণত এক সাথে তিন চারটি প্রজেক্টের নাম যুক্তকরি, সেটার কি সমস্যা কোন হবে নাকি?
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: sky20 on December 07, 2020, 05:39:18 PM
উপরের উল্লেখিত যে পোস্ট টি দেওয়া আছে তাতে বিস্তারিত সব দেওয়া আছে তাই সেখানে এড করার মত কিছু নেই। তবে অরাও একটি বিষয় হচ্ছে যে অনেকেই টেলিগ্রাম গ্রুপের কথা বলে সে ক্ষেত্রে সেটা হল যে যদি কোন প্রজেক্টে গ্রুপ ক্যাম্পেইন এর কথা উল্লেখ করে তাহলে তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার সাবসক্রাইভার থাকে তাহলে আপনি সেই ক্যাম্পেইন এ  এড হতে পারেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Ricky on December 07, 2020, 06:32:41 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনি বাউন্টিতে টেলিগ্রাম ক্যাম্পেইন সম্পর্কে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। আশাকরি বাউন্টিতে টেলিগ্রাম ক্যাম্পেইন নিয়ে আমাদের জুনিয়রদের মনে আর কোন প্রশ্ন থাকবে না। আপনার পোস্ট থেকে টেলিগ্রাম ক্যাম্পেইন সম্পর্কে এবং এটা কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা পেলাম। ধন্যবাদ অনেক ভালোভাবে এবং স্পষ্ট ভাবে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন আপনি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Ronald on December 07, 2020, 07:16:44 PM
এটি শুধু ভাল পোস্ট বলব না। এটি একটি কমপ্লিট লেসনের পোস্ট। যদি কোন ইউজার এ বিষয়ে না জেনে থাকেন তাহলে এখান থেকে তিনি ভাল একিট শিক্ষা নিতে পারেন। যা তার ভবিষ্যত কাজের জন্য খুবই ইফেকটিভ হবে বলে আমি আশা করি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Magepai on December 08, 2020, 12:41:00 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখেছি আপনি সব বিষয় গুলি অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। যা বিশেষ করে যারা ফোরামে নতুন এ আসে তাদের জন্য বুঝতে আর কোন সমস্যা থাকে না।আমি দেখেছি বাংলা ফোরামে আপনার কৃতিত্ব রয়েছে অনেক।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Markuri33 on December 08, 2020, 01:56:55 AM
আমি এ পর্যন্ত টেলিগ্রাম এম্বেসেডর এ কাজ করিনি
আমার কাছে মনে হতো এটি অনেক কষ্ট বা অনেক কঠিন হবে বোধ হয় এজন্য করিনি। তো আপনি এর অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি আপনার পোস্টটি থেকে টেলিগ্রাম অ্যাম্বেসেডর কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা পেয়েছি। ধন্যবাদ আপনাকে ভাই।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Mahindra on December 29, 2020, 07:03:09 PM
আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাই এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আমি আগে টেলিগ্রাম এমবেসার বাউন্টি কিভাবে করতে হয় এটা পারতাম না কিন্তু আপনার এই পোস্টটি থেকে যে সমস্ত আলোচনা করেছেন এই আলোচনা গুলো মনোযোগ সহকারে পড়ে এখন আমি টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি করতে সক্ষম হয়েছে আপনার এই পোস্টটি অনেক মূল্যবান একটি পোস্ট আমার কাছে।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Lovepro Max on December 31, 2020, 07:17:00 AM
ভাই আমি টেলিগ্রাম অ্যাম্বাসেডর করতে পারিনা যদি আমি ক্রিপ্টো রিলেটেড গ্রুপে মেসেজ দেই তো আমার একাউন্ট কিছুদিনের জন্য রেস্ট্রাইক্ট মেরে দেয় আর না হয় এসএমএসগুলো ডিলিট করে দেয় তো কিভাবে টেলিগ্রাম অ্যাম্বাসেডর করতে হয় সেটা আমি বুঝতে পারছি না
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Tunir Baap on December 31, 2020, 09:25:24 AM
আমি চার দিন যাবত এই ফোরামে এসেছি এতদিন যাবত আমি মালাম ভাইয়ের পোস্ট গুলো ফলো করছি।সে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করে থাকেন এবং তার পোস্টে অনেক শিক্ষণীয় বিষয় থাকে।যা ফলে তার পোস্টগুলো পড়ে আমি নিয়মিত নতুন নতুন বিষয় জানতে পারি। এবারও তার ব্যতিক্রম হল না। আশা করি আপনি নিয়মিত এভাবে শিক্ষনীয় পোস্ট করে আমাদের পাশে থাকবেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Tamsialu$$ on January 04, 2021, 11:59:47 PM
টেলিগ্রাম অ্যাম্বেসেডর ক্যাম্পেইনে আমি কখনোই এড হয়নি। আমি সব সময় এটি করতে চেষ্টা করেছি কিন্তু করতে পারি নাই।অল্প কিছুটা ভুল হওয়ার কারণে আমি এরমধ্যে এড হই নাই কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ইজি হবে আমি এখন থেকে টেলিগ্রাম অ্যাম্বেসেডর ক্যাম্পেইন করব। অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Goldlife on January 05, 2021, 03:43:17 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
আপনি যেভাবে এই পোস্টটি উপস্থাপনা করেছেন। আসলেই সম্পর্কে আমি জানতাম না তো আপনার পোস্টটি পড়ে আমি আরো নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Rony on January 06, 2021, 04:06:05 PM
টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি বলতে আমি যা বুঝি তা হল,টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে।টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।এছাড়া বিস্তারিত জানার জন্য সিনিয়র ভাইদের পরামর্শ নিতে পারেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Cristiano on January 11, 2021, 12:33:55 PM
বর্তমানে অনেক নতুন এবং পুরাতন ইউজার রয়েছে তারা টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি করতে পারে না। বর্তমানে এটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি করতে গেলে কিছু গ্রুপে পোস্ট করা হলে সেখান থেকে ব্যান করে দেওয়া হয় এবং টেলিগ্রাম একাউন্ট কিছুদিনের জন্য পোস্ট করা থেকে বিরত থাকা বলা হয়। এরকম সমস্যায় সবাই পড়েছে। যারা এরকম সমস্যায় পড়েছেন তাদের কে আমি সাজেস্ট করবো তারা সবাই মিলে একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করুন এবং সেটাতে পোস্ট করুন তাহলেই হয়ে যাবে।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Micky on January 11, 2021, 12:51:17 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।টেলিগ্রাম অ্যাম্বেসেডর নিয়ে এত সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। অনেক পুরাতন ইউজার রয়েছে যারা টেলিগ্রাম অ্যাম্বেসেডর করতে পারে না। টেলিগ্রাম অ্যাম্বেসেডর করতে একটি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড গ্রুপ এর প্রয়োজন হয়। যেখানে পোস্ট দিয়ে লিংক গুলো সংগ্রহ করে সাবমিট দেওয়া হয়।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: babu10 on January 11, 2021, 06:32:06 PM
বর্তমানে অনেক নতুন এবং পুরাতন ইউজার রয়েছে তারা টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি করতে পারে না। বর্তমানে এটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি করতে গেলে কিছু গ্রুপে পোস্ট করা হলে সেখান থেকে ব্যান করে দেওয়া হয় এবং টেলিগ্রাম একাউন্ট কিছুদিনের জন্য পোস্ট করা থেকে বিরত থাকা বলা হয়। এরকম সমস্যায় সবাই পড়েছে। যারা এরকম সমস্যায় পড়েছেন তাদের কে আমি সাজেস্ট করবো তারা সবাই মিলে একটি টেলিগ্রাম গ্রুপ তৈরি করুন এবং সেটাতে পোস্ট করুন তাহলেই হয়ে যাবে।

এটা স্বাভাবিক একটা বিষয় এবং এত উদার কেউ মনে হয় হয়নি যে আপনাকে একচেপ্ট করবে তার গ্রুপে আর আপনি ওখানে পোষ্ট করে টাকা ইনকাম করবেন। আমিও অনেক গ্রুপে জয়েণ করেছিলাম সবাই ব্যান করে দিয়েছিলো এমনকি ফেসবুক গ্রুপেও। তাই সেক্ষত্রে আপনার মতামতটাই সঠিক বলে মনে করি। নিজেরা কয়েনকজন মিলে গ্রুপ করে তাতে অন্যদেরও একচেপ্ট করে পোষ্ট করা যেতে পারে।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: hadi97bd on January 11, 2021, 06:58:36 PM
টেলাগ্রাম এম্বাসেডর বাউন্টি করার জন্য। আপনার সর্বপ্রথম একটা অথবা একাধিক নিউজ বেইসড গ্রুপ সিলেক্ট করতে হবে। তার পর ম্যনেজারের চাহিদা অনুযায়ী কত গুলো পোস্ট করে টেলিগ্রামে তার লংক জমা দিতে হবে তা দেখে কাজ করতে হবে। এর মধ্যে গ্রুপ সিলেক্ট টা খুব সতর্কতার সাথে করতে হয়। সাম্পিং গ্রুপ সিলেক্ট করা যাবে না।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: NANCY on January 24, 2021, 03:26:12 PM
ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে আসলে এটা সম্পর্কে আমার কোন ধারণা নেই। কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি অনেকটা ধারণা পেয়েছি। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়। এই বাউন্টি কিভাবে করা হয় আগে আমি জানতাম না কিন্তু এখন আমি অনেকটাই জানতে পারছি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: AlviNess on February 22, 2021, 05:25:36 PM
প্রত্যেকটা সময় এত সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য ঘুচিয়ে একত্র করে পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট বরাবরই অনেক শিক্ষামূলক পোস্ট হয়ে থাকে।আমি আপনার পোস্ট পড়ে প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানতে পারি। আপনার জন্য শুভকামনা রইল। আপনি ভবিষ্যতে এভাবে আমাদের পাশে থাকবেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: babu10 on February 22, 2021, 06:00:26 PM
প্রত্যেকটা সময় এত সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য ঘুচিয়ে একত্র করে পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট বরাবরই অনেক শিক্ষামূলক পোস্ট হয়ে থাকে।আমি আপনার পোস্ট পড়ে প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানতে পারি।

জ্বি ভাই এই জন্যই উনি একাধারে মডারেটর, সিনেটর, ডিটি মেম্বার। উনার মত ক্রিপ্টো জ্ঞান বাংলাদেশে খুব কমই আছে বলে আমি মনে করি। তাছাড়া উনার মতো সময় আমরা এখনো কেউ দিতে পারিনী যা উনার কাজ করার ঘন্টা দেখলেই বুঝতে পারবেন। প্রতিটি সৃষ্টিশীল কাজের পিছনে থাকে শ্রম, মেধা যার প্রতিটি উনার আছে তাইতো এতা সুন্দর করে আমাদের মাঝে সকল কিছু উপস্থাপন করেন। আমিও উনার দীর্ঘজীবন কামনা করি যাতে আমরা সবাই উনার থেকে উপকৃত হই।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: bmr on February 22, 2021, 08:03:38 PM
ভাই আপনাকে ধন্যবাদ এ ব্যাপারে আমার একটু কনফিউশন ছিল তা ঠিক হয়ে গেছে আসলে আমি টেলিগ্রাম ক্যম্পেন বেশি করি না তাই এ বিষয়ে কিছু জানার চেস্টা করিনি তবে এখন জেনে ভাল হল।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Dark Knight on February 23, 2021, 06:34:11 AM
অনেক ধন্যবাদ ভাই টেলিগ্রাম এম্বাসেডর বাউন্টি কিভাবে করতে হয় সে সম্পর্কে বলার জন্য। আমরা যারা বাউন্টি করি তারা হরহামেশাই সোশ্যাল মিডিয়া এমনকি সিগনেচার বাউন্টি বেশি করি। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পারি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 08:37:48 AM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
ব্রাদার অনেক ধন্যবাদ টেলিগ্রাম ক্যাম্পেইন সম্পর্কে এত সুন্দর স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। টেলিগ্রাম ক্যাম্পেইন কিভাবে করতে হয় অনেকে ক্লিয়ার নয়। আমি নিজেও ক্লিয়ার ছিলাম না আপনার পোষ্ট থেকে ক্লিয়ার ধারণা পেলাম। আমার একটা বিষয় জানার রয়েছে আধার ক্রিপ্টো রিলেটেড গ্রুপে মেসেজ করতে এক্সট্রা কোন নিয়ম রয়েছে কিনা। নাকি হ্যাশট্যাগ ইউজ করে প্রজেক্ট সম্পর্কে ভালো কিছু লিখে মেসেজ করলেই হবে। দয়া করে জানিয়ে দেবেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Tepona on February 25, 2021, 06:31:27 PM
টেলিগ্রাম ক্যাম্পেইনে কাজ করতে অনেক আগে থেকেই পারদর্শী। তবে নতুন করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। আমি 2019 সালে কয়েকটি টেলিগ্রাম ক্যাম্পেইনে কাজ করেছিলাম। তবে বর্তমানে কিছু বাউন্টিতে কাজ করছি। টেলিগ্রাম বাদে অন্যান্য সোশ্যাল মিডিয়া।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: GroundCrypto on February 26, 2021, 07:25:51 AM
ধন্যবাদ আপনার পোষ্ট থেকে বাউন্টি ক্যাম্পেইনে টেলিগ্রাম ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা জানতে পারলাম। আমি আশা করব আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সম্পর্কে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী পোস্টে। আপনার পোস্ট সবসময় অনেক তথ্যবহুল হয়। আমি আপনার পোষ্ট দেখে আরো কিছু শিখতে চাই। দয়া করে সবগুলো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সর্ম্পকে যদি একটু বলতেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Fighter on February 28, 2021, 09:46:53 AM
আপনার দেওয়া পোস্ট গুলো আমাদের মত জুনিয়রদের অনেক সাহায্য সহযোগিতা করে।আপনার পোষ্ট অনেক তথ্যবহুল হয় যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই। ধন্যবাদ ভাইয়া।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Tepona on February 28, 2021, 06:45:12 PM
আপনার দেওয়া পোস্ট গুলো আমাদের মত জুনিয়রদের অনেক সাহায্য সহযোগিতা করে।আপনার পোষ্ট অনেক তথ্যবহুল হয় যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই। ধন্যবাদ ভাইয়া।
নিয়মিত একে অপরের সাথে ফোরামে আলোচনা। নিয়মিত একটিভ যেকোনো বিচারের পক্ষে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান লাভ করা আবশ্যক। সুতরাং আমাদেরকে নিয়মিত একটিভ থাকতে হবে। তাহলেই ভালো ভাবে সবকিছু জানতে পারবো।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: GroundCrypto on March 02, 2021, 06:17:41 AM
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয় সে সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেয়ার জন্য। টেলিগ্রাম ক্যাম্পেইন সম্পর্কে আপনার কাছ থেকে আলাদা ধারণা পেলাম। ইনশাআল্লাহ টেলিগ্রাম ক্যাম্পেইন নিয়ে আর কোন সমস্যা হওয়ার কথা নয়।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: ExtraPoint on March 03, 2021, 08:42:39 AM
আমাদের ফোরামে অনেক নতুন ইউজার আছে আছে। যারা এখনো পর্যন্ত বাউন্টি করা শিখতে পারেনি। আপনি টেলিগ্রাম অ্যাম্বেসেডর বাউন্টি কিভাবে করতে হয় সে সম্পর্কে বলে দিয়েছেন। আমি বাউন্টি করতে পারি কিন্তু টেলিগ্রাম এম্বাসেডর বাউন্টি করতে পারিনা। আপনার দেওয়া পোস্ট পড়ে শিখতে পেরেছি যে কিভাবে অ্যাম্বেসেডর বাউন্টি করতে হয়। আসলে আমরা ফোরামের বড়দের কাছ থেকেই শিখতে চাই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। অনেক ধন্যবাদ ভাইয়া।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Mr America on March 03, 2021, 02:03:46 PM
ধন্যবাদ ভাইয়া বাউন্টি ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাই এখনো ঠিক করে জানি না আমি। কিন্তু আপনার কাছ থেকে বাউন্টি এর মধ্যে টেলিগ্রাম ক্যাম্পেইন কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা পেলাম। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ধীরে ধীরে আরও অনেক কিছু শিখে নিতে পারবো।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Tubelight on March 08, 2021, 10:58:28 AM
এ পর্যন্ত যতগুলো ব্যক্তির প্রশ্নঃ আমি পড়েছি তার মধ্যে সবচেয়ে উপকৃত হয়েছি আপনার পোস্ট পড়ে। আপনি বরাবরই অনেক ইনফরমেটিভ পোস্ট করে থাকেন।আপনি এখানে আলোচনা করেছেন কিভাবে টেলিগ্রাম অ্যাম্বেসেডর করতে হয়। ধন্যবাদ ভাই আপনাকে। সব সময় এত সুন্দরভাবে পোষ্ট দেওয়ার জন্য।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: RSRS on May 18, 2021, 01:50:47 PM
আমি এই ফোরামে জয়েন হওয়ার পর থেকে যে কয়টি বাউন্টি করেছি তার সবগুলোই টুইটার ক্যাম্পেইন। জানতাম না টেলিগ্রামে কিভাবে পাউরুটি করতে হয়। আশা করি আপনার এই পোস্টটি পড়ার পর টেলিগ্রামেও করতে পারবো। আপনার এই পোস্ট অনেক শিক্ষনীয় একটি পোস্ট আমার জন্য। এভাবে তথ্য দিয়ে সাহায্য করলে আমরা এগিয়ে যেতে পারবো।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Jokar on May 19, 2021, 01:14:03 PM
আমাদের অনেক নতুন ভাই আছেন যাদের অনেকেরই প্রশ্ন- কিভাবে টেলিগ্রাম বাউন্টিতে কাজ করতে হয় বা টেলিগ্রাম এমবেসেডর বাউন্টিতে কাজ করতে হয়্

১। টেলিগ্রাম সাধারণ বাউন্টির জন্য আপনাকে শুধু তাদের দেওয়া টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকলেই স্টেকস দেবে।
২। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি করতে হলে আপনাকে টেলিগ্রাম লিংকগুলোতে জয়েন করে একটিভ থাকতে হবে এবং আপনার টেলিগ্রাম প্রফাইল পিকচার চেঞ্জ করে তাদের দেওয়া এভাটর বা ইমেজটা লাগাতে হবে যেমনটা সিগনেচারে এভাটর লাগাতে হয়। এটাকে টেলিগ্রাম সিগনেচার বলা যেতে পারে। এছাড়া- আপনার টেলিগ্রাম নামের সাথে তাদের প্রজেক্টের নাম যুক্ত করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমানে পোস্ট করতে হবে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টেলিগ্রাম গুলোতে। তবে সেটা যাতে স্পাম না হয় আর কমেন্ট ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। প্রতি সপ্তাহের কমেন্টসগুলো বাউন্টি থ্রেড বা কোন ফর্ম দেওয়া থাকলে সপ্তাহের শেষে জমা দিতে হবে।

বাউন্টি ডিটেকটিভের SMARTS FINANCE টেলিগ্রাম এমবেসেডর ক্যাম্পেইনে আপনাকে প্রতি সপ্তাহে যে কোন ক্রিপ্টো রিলেটেড গ্রুপে অন্তত ৫ টা পোস্ট করতে হবে এবং সেই পোস্ট লিংক সপ্তাহ শেষে তাদের জমা দেওয়ার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য। আমরা যারা নতুন আছেন তারা অনেকেই এই সমস্যায় ভুগতে ছিলাম। আপনি আপনার পোষ্টের মাধ্যমে সে সমস্যার সমাধান করে দিয়েছেন। আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হয়েছি। এবং আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। আশা করি ভবিষ্যতেও নতুনদের সমস্যা নিয়ে আলোচনা করবেন।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Madmax789 on November 20, 2022, 11:07:47 AM
আমার অনেক কিছু অজানা ছিলো যেটা আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম এইরকম পোষ্ট করে নতুনদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ...
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Fulshai on December 09, 2023, 02:30:09 AM
ফোরামের এম আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে এ সম্পর্কে আলোচনা করার জন্য। আশা করি আমাদের নতুনদের তার পোস্ট থেকে বুঝতে অনেক সুবিধা।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Web Designer on January 02, 2024, 08:28:05 PM
আমি অনে বছর আগে থেকেই টেলিগ্রাম এম্বাসেডর কেম্পেইনে কাজ করি। সেখানে যা যা রুলস বলে তা করতে হয়। অনেক কেম্পেইন আছে যেগুলোতে ছবি বা নাম পরিবর্তন করতে হয় না। শুধু ক্রিপ্টো রিলেডেট গ্রুপে পোস্ট করলেই হয়। যাই হোক নতুনদের জন্য অনেক উপকারি পোস্ট এটি।
Title: Re: টেলিগ্রাম এমবেসেডর বাউন্টি কিভাবে করতে হয়?
Post by: Home200 on January 08, 2024, 01:47:03 PM
আপনি সবসময় সঠিক বিষয় নিয়ে পোস্ট করেন। এটি আমাদের নতুনদের জন্য অনেক কাজে লাগে। তাই আমি আপনাকে আমার কাছে থেকে ধন্যবাদ দিলাম। আর আমি আশা করবো এই ভাবে আপনি নতুনদের জন্য ভালো ভালো পোস্ট করবেন।