Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Review Master on October 28, 2021, 07:56:23 PM

Title: যেভাবে নিজেকে স্পামিং থেকে মুক্ত রাখবেন এবং বাংলা বোর্ডকে তথ্যবহুল করবেন!
Post by: Review Master on October 28, 2021, 07:56:23 PM
সকলকেই অল্টসকয়েনসটকস এর বাংলা বোর্ডে স্বাগতম জানাই এবং যারা নতুন যোগদান করেছেন, তারা পিন করে দেওয়া পোষ্ট থেকে অনেক বিষয় জানতে পারবেন। আর নতুনদের জন্য শুভকামনা রঈলো। আজকের পোষ্টে আপনাদেরকে কিছু সহজ উপায় বলবো, যেটির মাধ্যমে আপনারা স্পামিং থেকে মুক্ত থাকবেন এবং নিজেকে একজন দক্ষ-অভিজ্ঞ পোষ্টদাতা হিসেবে তৈরি করতে পারবেন।

প্রথম বিষয় হলো, অনেকেই আমরা ফোরামে পোষ্ট করতেছে কিন্তু পুরাতন পোষ্টগুলোতে বারবার পোষ্ট করতেছি, যেটি কখনোই ভালো নয়। আর এটি কখনোই আপনাকে ভালো পোষ্টদাতা হিসেবে অন্যের সামনে তুলে ধরবে নাহ। কারণ আপনি একটি বিষয় বিভিন্ন উপায়ে পোষ্ট করে যাচ্ছে। আর আপনারা নতুন কিছু শেখার কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করতেছেন নাহ। এই কথাটি বললাম, কারণ ক্রিপ্টো মার্কেটে নিত্যনতুন বিষয় হচ্ছে, আর আমরা সেগুলো নিয়ে নতুন পোষ্ট তৈরি নাহ করার ফলে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে নাহ। আর এর ফলস্বরূপ আমরা সেই বিষয়গুলো থেকে অনেকটা পিছিয়ে পড়ে যেতেছি। তাই সকলকে আহবান করতেছি যে, নিচের বিষয়গুলো জানুন এতে আপনারা ভালো পোষ্টদাতা হতে পারবেন এবং বাংলা বোর্ডটি আরো তথ্যবহুল হবে।


কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করবেন না

অনেকেই আছেন যারা কোনো বিষয় না বুঝলে কখনোই জিজ্ঞেস করেন নাহ, কারণ অন্যজন হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন মনমানসিকতা থাকলে আপনি নতুন বিষয় কখনোই জানতে পারবেন নাহ। তাই অন্যজন কি ভাবতেছে, সেটি নিয়ে চিন্তা না করে অবশ্যই জিজ্ঞেস করুন। কারণ যেকোনো একজন আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবে।

সাধারণ বিষয়গুলো না জানা থাকলে গুগল কিংবা ইউটিউবে সার্চ করুন

শুরুতে অনেকেই অনেক কিছু জানেন নাহ, আর এটা স্বাভাবিক বিষয়। তাই বলে যে, খুবই সাধারণ বিষয়গুলো নিজে থেকে জানার চেষ্টা করবেন নাহ, এমন মনমানসিকতা থাকলে সবাই আপনাকে কখনোই সহযোগিতা করবে নাহ। সহজ কথায়, যদি কোনো বিষয় আপনি না জেনে থাকেন, প্রথমত সেই বিষয়টি নিয়ে গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন। আর একবারে না বুঝতে পারলে যে হাল ছেড়ে দিবেন, এমন কাজ কখনোই করবেন নাহ। প্রথমবারে না বুঝলে বিষয়টি বার বার পড়বেন/দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আর এভাবে চেষ্টা করতে থাকলে একটা সময় চলে আসবে যে, আপনি সহজেই সব কিছু বুঝতে পারতেছেন।

ইংরেজি বাক্য না বুঝলে অবশ্যই গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন
আমাদের মধ্য অনেকেই আছেন, যারা হয়তে ইংরেজিতে একটু দুর্বল এবং সকল বিষয় প্রথমবারেই বুঝতে পারেন। এমনকি আমিও অনেকসময় বিভিন্ন ইংরেজি বাক্য অন্যজন কি বলতে চাচ্ছে, সেট বুঝতে পারি নাহ। বুঝতে পারিনি বলে যে হাল ছেড়ে দিবেন, এমনটা কখনোই করবেন নাহ। সবসময় গুগল এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন ।
শব্দের অর্থ বের করার জন্য: আপনি যদি কোনো শব্দের মানে বুঝতে নাহ পারেন, তাহল "Define শব্দটি" লিখে গুগলে সার্চ করবেন, তাহলে শব্দটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে আমি Powercut শব্দটির মানে জানি নাহ, তাহল আমি গুগলের সার্চবারে "Define Powercut" লিখে সার্চ করবো।
বাক্যের অর্থ বের করার জন্য: আপনি কোনো একটি ইংরেজি পোষ্টের মানে পুরোপুরি বুঝতে পারতেছেন নাহ, কারণ ইংরেজিতে একজন একটি বিষয় বলে আর সেটির আবার অনেক ভাবার্থ থাকে। আপনি যদি কোনো পোষ্টের ভাবার্থ সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেই বাক্যটি গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলায় অনুবাদ করে নিয়েন। গুগল শুদ্ধ অনুবাদ দিবেন না, কিন্তু আপনি বিষয়টি একটু হলেও ভালো করে বুঝতে পারবেন।

নতুন পোষ্টে মতামত প্রদানের চেষ্টা করুন এবং পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকুন

অনেক নতুন ব্যবহারকারী যোগদানের পর চোখের সামনে যেই পোষ্ট পায়, সেটিতে মতামত প্রদান কিংবা রিপ্লাই দেয়। তারা এই বিষয়টি জানে নাহ বিধায় এমন করে। কিন্তু অনেক পুরাতন ব্যবহারকারী আছেন, যারা এই কাজটি করতেছেন শুধুমাত্র পোষ্টের সংখ্যা বৃদ্ধির জন্য। আশা করি, এখন থেকে সকলে পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকবেন। আর নতুন পোষ্টে মতামত প্রদানে আগ্রহী হবেন। কারণ উপরের বিষয়গুলো যদি আপনাকে কয়েকদিন অনুসরণ করেন,তাহলে আপনি একজন অভিজ্ঞ পোষ্টদাতা হবেন। আর নতুন পোষ্ট না থাকলেও নিজে থেকে নতুন পোষ্ট তৈরি করতে পারবেন। এতে সকলে মতামত প্রদানে আগ্রহী হবে।

উপবোর্ডগুলোতে লক্ষ্য রাখুন এবং সেগুলোতে পোষ্ট করুন

বাংলা বোর্ডের মূল পেজে যেগুলো পোষ্ট থাকে, সেগুলোতেই অনেকে শুধুমাত্র পোষ্ট করবেন । কিংবা বাংলা বোর্ডেরও কিছু উপবোর্ড রয়েছে, যেগুলোতে আপনারা পোষ্ট করতে পারবেন এবং মতামত প্রদান করতে পারেন। তাই শুধুমাত্র কয়েক সেকেন্ড ব্যবহার করে, সেই উপবোর্ডগুলোতে একটু নজর দিয়েন। তাহলে নিজেকে স্পামিং থেকে দূরে রাখবেন এবং নতুন নতুন বিষয় শিখতে ও অন্যদের সাথে ভাগাভাগি করতে পারবেন।


বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

Title: Re: যেভাবে নিজেকে স্পামিং থেকে মুক্ত রাখবেন এবং বাংলা বোর্ডকে তথ্যবহুল করবেন!
Post by: Altcoin1998$ on October 28, 2021, 10:47:06 PM
ফোরামে অনেকে আছে যারা শুধুমাত্র নিজের পদমর্যাদা অথবা খুব দ্রুত পোস্ট করতে পারে এমন টপিক গুলোতে প্রতিনিয়ত পোস্ট করেছে, কেউ নতুন কোন তথ্য দিচ্ছে না অথবা আপনি কোন বিষয় কোন পোস্ট পড়ে আমরা পাচ্ছি না। ফোরামে সকলের কাছে আমার অনুরোধ আপনারা সবাই ভালো ভালো তথ্য শেয়ার করি ফোরামের উন্নতি সাধনে ভূমিকা রাখুন।
Title: Re: যেভাবে নিজেকে স্পামিং থেকে মুক্ত রাখবেন এবং বাংলা বোর্ডকে তথ্যবহুল করবেন!
Post by: Linda78 on November 03, 2021, 01:57:45 PM
বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই শুধু নিজের পদমর্যাদা বাড়ানোর জন্য পোস্ট করে যাচ্ছে। বর্তমানে কেউ নতুন কোন তথ্য দিচ্ছে না। নতুন কোন তথ্য দিলে আমাদের জন্য ভাল হয়। ফোরামের উন্নতি করতে চাইলে অবশ্যই ভালো মানের পোস্ট শেয়ার করতে হবে। এই ফোরামে নতুনরা ভালো মানের পোস্ট করে তারাও ভালো মানের পোস্ট করতে পারবে। নিজেকে স্প্যামিং থেকে দূরে রাখুন এবং কি ফোরামের উন্নতি সাধনে কাজ করে যান তাহলে অবশ্যই ভাল কিছু সম্ভব।
Title: Re: যেভাবে নিজেকে স্পামিং থেকে মুক্ত রাখবেন এবং বাংলা বোর্ডকে তথ্যবহুল করবেন!
Post by: Danilo Malaggay on November 25, 2021, 06:02:33 AM
অনেক মূল্যবান পোষ্ট এটি আমরা সবাই অনেক গুরুত্ব দিয়ে পড়তেছি হয়তো আমাদেরই বেশি উপকারে আসবে ধন্যবাদ।