Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: farjana on August 19, 2018, 08:34:46 PM

Title: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: farjana on August 19, 2018, 08:34:46 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: totol02 on August 31, 2018, 12:19:30 PM
আমার ও এটা সবার কাছে প্রশ্ন যে কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে। আমি এটা বলতে পারি না যে ক্রিপ্টো মার্কেট আবার কবে ঐ অবস্থানে যাবে।

আপনারা কেউ যাদি যানেন তা হলে যানাবেন প্লিজ।

ধন্যবাদ সবাইকে
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rony24h7 on October 01, 2018, 01:04:04 PM
মুল ফ্যাক্ট ইজ, ক্রিপটো কখন কোন রুপ ধরে তা কেউই বলতে পারবে না ১০০% শিওরিটি দিয়ে!!!
তারপরে অনেক প্রেডিকশন করে থাকে। অতীতের অবস্থান থেকে কিছুটা ধারনা পাওয়া যায়। তবে আজকের এই ক্রিপটোর জন্য বেশ কিছু সুবিধাভোগি এবং স্ক্যামই দায়ী।
যদিও সবাই চেস্টা করছে বাজার টাকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য। এবং তার কিছু কিছু নিদর্শন মার্কেটে দেখা যাচ্ছে কিছুটা হলেও। অনেক কয়েন এবং টোকেন আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
আবার আগের অবস্থান বলেও এখানে কিছুই নাই। যদি বলি বিটকয়েন আগের অবস্থানে যাবে, মানে ২০ হাজার এর আশে পাশে যাবে। কিন্তু দেখা গেলো তা আগের চাইতে ক্রস করে ৩০ হাজারে চলে গেলো। তখন কি বা বলার থাকবে। নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না আগের অবস্থানে অথবা আগের চাইতে ভালো অবস্থানে কখন যাবে। এমনকি কোনো কয়েন/টকেন এর ওনার যারা আছেন তারাও চাইলে তাদের কয়েন/টোকেন কে ১০০% কন্ট্রোল করতে পারবে না। এইটাই ব্লকচেইন সিস্টেম।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Malam90 on January 15, 2019, 03:27:56 PM
মুল ফ্যাক্ট ইজ, ক্রিপটো কখন কোন রুপ ধরে তা কেউই বলতে পারবে না ১০০% শিওরিটি দিয়ে!!!
তারপরে অনেক প্রেডিকশন করে থাকে। অতীতের অবস্থান থেকে কিছুটা ধারনা পাওয়া যায়। তবে আজকের এই ক্রিপটোর জন্য বেশ কিছু সুবিধাভোগি এবং স্ক্যামই দায়ী।
যদিও সবাই চেস্টা করছে বাজার টাকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য। এবং তার কিছু কিছু নিদর্শন মার্কেটে দেখা যাচ্ছে কিছুটা হলেও। অনেক কয়েন এবং টোকেন আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
আবার আগের অবস্থান বলেও এখানে কিছুই নাই। যদি বলি বিটকয়েন আগের অবস্থানে যাবে, মানে ২০ হাজার এর আশে পাশে যাবে। কিন্তু দেখা গেলো তা আগের চাইতে ক্রস করে ৩০ হাজারে চলে গেলো। তখন কি বা বলার থাকবে। নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না আগের অবস্থানে অথবা আগের চাইতে ভালো অবস্থানে কখন যাবে। এমনকি কোনো কয়েন/টকেন এর ওনার যারা আছেন তারাও চাইলে তাদের কয়েন/টোকেন কে ১০০% কন্ট্রোল করতে পারবে না। এইটাই ব্লকচেইন সিস্টেম।

জি, ক্রিপটোর আচরণ বুঝা বড় দায়। কখনো ভালো নিউজ আসলে পাম্প হওয়ার পরিবর্তে দেখি ডাম্প হয় আবার কখনো কোন নিউজ ছাড়াই পাম্প বা ডাম্প হয।এটা হওয়ার মূল কারণ হচ্ছে এর কোন নিয়ন্ত্রণকারী সংস্থা নেই। তাই রাঘববোয়ালরা এটার সুবিধা নিতে চায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: JISAN on February 19, 2019, 10:05:29 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
এটার কারনেই আজ বড় বড় হোল্ডার/ইনভেস্টররা আজ পথে বসেছে। অনেকে কোটি কোটি টাকা লস এ আছে। তবে আবারও বাড়বে তবে সময় লাগবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Malam90 on February 19, 2019, 12:54:18 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে

পাম্প আর ডাম্প এটা যে কোন মার্কেটরই অংশ। পাম্প না হলে কোন বিনিয়োগকারী প্রফিট করতে পারবেনা আবার ডাম্প না হলে কেউ তো কিনতে পারবেনা। তবে পাম্প ও ডাম্পের একটা লিমিটেশন অবশ্যই থাকতে হবে নতুবা সবাই ক্ষতিগ্রস্থ হবে আর লাভবান হবে সামান্য কিছু বিগফিশরা।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Fawpac2 on October 22, 2020, 07:58:05 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করবে এবং ডাউন হবে এটাই ক্রিপ্টোকারেন্সি ধর্ম। আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক পাম্প করেছে। এরপর আবার ডাউন হতে পারে। কিছুই বলা যায় না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: ranaprime on October 25, 2020, 09:22:12 PM
বির্তমানে ডেফি প্রজেক্ট গুলো আসার পর থেকে সব ধরনের কয়েন গুলোর দাম কমে গেছে। বিনিয়োগকারীরা ডেফির দিকে এত পরিমান ছুটছে যে বিটকয়েন বা ইথার থেকে টাকা তুলে তারা সেখানে ইনভেস্ট করছে যার ফলে নরমালি বিটকয়েন বা ইথিরিয়ামের প্রাইস সেই সাথে অল্টকয়েনের দাম কমে যাচ্ছে। কারণ আমরা জানি বিটকয়েনের সাথে অল্টকয়েনের ব্যাপক রিলেশন আছে। যদি বিটকয়েনের প্রাইস কমে তাহলে সকল অল্টকয়েনের প্রাইস ও কমে যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: ranaprime on October 30, 2020, 06:41:13 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
এ বছর আর মনে হয় তেমন কোন কয়েনের দাম বাড়বে না। তবে আমার ধারনা আগামিতে এগুলো আবার ভাল অবস্থানে চলে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: mahid on November 03, 2020, 12:59:26 PM
মুল ফ্যাক্ট ইজ, ক্রিপটো কখন কোন রুপ ধরে তা কেউই বলতে পারবে না ১০০% শিওরিটি দিয়ে!!!
তারপরে অনেক প্রেডিকশন করে থাকে। অতীতের অবস্থান থেকে কিছুটা ধারনা পাওয়া যায়। তবে আজকের এই ক্রিপটোর জন্য বেশ কিছু সুবিধাভোগি এবং স্ক্যামই দায়ী।
যদিও সবাই চেস্টা করছে বাজার টাকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য। এবং তার কিছু কিছু নিদর্শন মার্কেটে দেখা যাচ্ছে কিছুটা হলেও। অনেক কয়েন এবং টোকেন আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
আবার আগের অবস্থান বলেও এখানে কিছুই নাই। যদি বলি বিটকয়েন আগের অবস্থানে যাবে, মানে ২০ হাজার এর আশে পাশে যাবে। কিন্তু দেখা গেলো তা আগের চাইতে ক্রস করে ৩০ হাজারে চলে গেলো। তখন কি বা বলার থাকবে। নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না আগের অবস্থানে অথবা আগের চাইতে ভালো অবস্থানে কখন যাবে। এমনকি কোনো কয়েন/টকেন এর ওনার যারা আছেন তারাও চাইলে তাদের কয়েন/টোকেন কে ১০০% কন্ট্রোল করতে পারবে না। এইটাই ব্লকচেইন সিস্টেম।
আপনি যৌক্তিক কথা বলেছেন। তবে এটাও বলতে চাই যে এটা যেহেতু টেুড মার্কেট সেহুতু এটি হতেই পারে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Pitter on November 04, 2020, 09:59:44 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
আমি মনে করি যে কোয়েনের টিম ডেভলোপারা ইনএকটিভ তারা ডাম্প করবে এবং যারা সচল তারা পাম্প করবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Goblin on November 08, 2020, 07:51:55 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
বর্তমানে মার্কেটের অবস্থা অনেকটাই ভালো।প্রায় সবগুলো কয়েনের দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে। আপনি ঠিক বলছেন ডিসেম্বরে আরো ভালো স্থানে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Pitter on November 11, 2020, 03:35:07 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
মার্কেট আপ আর ডাউন হবে এটিই স্বাভাবিক। তবে সার্বিকভাবে মার্কেটের অবস্থান ভাল।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rimon365 on November 11, 2020, 06:56:56 AM
আপনি ঠিক বলেছেন । বিটিসি ভালো অবস্থানে আছে কিন্তু altcoin তুলনামূলক খুব একটা ভালো অবস্থানে নাই । তবে আমি মনে শীঘ্রই ভালো মানের altcoin রিকভার করবে । বিটিসি ফেয়ারে altcoin এ বিনিয়োগ করার সর্বোত্তম সময় এটা 😊
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: AGM on November 12, 2020, 08:08:02 PM
আপনি ঠিক বলেছেন । বিটিসি ভালো অবস্থানে আছে কিন্তু altcoin তুলনামূলক খুব একটা ভালো অবস্থানে নাই । তবে আমি মনে শীঘ্রই ভালো মানের altcoin রিকভার করবে । বিটিসি ফেয়ারে altcoin এ বিনিয়োগ করার সর্বোত্তম সময় এটা 😊
[/quote
আপনার কথা একদম ঠিক আছে। মার্কেট আপ ডাউন হবে এটা স্বাভাবিক বিষয়। বর্তমানে মার্কেটের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Blue_sea on November 12, 2020, 09:59:20 PM
ক্রিপ্টো তথা যে কোন ট্রেডিং প্লাটফরম এ পাম্প এবং ডাম্প এই দুটি বিষয় খুবই পরিচিত। আজ কে পাম্প হলে কালকে ডা্ম্প হতে পারে। অবার কালকে ডাম্প হলে আাবার পাম্প হতে পারে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Btceth01 on November 13, 2020, 01:54:58 AM
ক্রিপ্টো মার্কেটে পামপিং ডাম্পিং দুটোই রেল লাইনের মতো সমান্তরালে থাকে। একটিকে ছাড়া অন্যটি চলতে পারে না। আপনি যদি পাম্পিং এর সময় টোকন সেল করেন তবে কেউ না কেউ ওই পাম্পিং এর সময় আপনার টোকেন কিনে রাখে তাহলে বুঝুন আপনি পাম্পিং ওই লোকটা ডাম্পিং।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rain075 on November 19, 2020, 06:47:04 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং এবং ডাম্পিং এদুটো সমন্বয়ে গঠিত।আপনি এই দুই তিনদিনের ক্রিপ্টোকারেন্সি মার্কেট এনালাইসিস করলে দেখবেন যে কতটা পাম্পিং এবং ডাম্পিং করেছে। এবং পামপিং ডাম্পিং এর সম্পর্ক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Ronald on November 22, 2020, 06:26:44 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
এটা ক্রিপ্টো মার্কেটের একটি চিরাচরিত বৈশিষ্ঠ। এখানে পাম্প এবং ডাম্প দুটিই থাকবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Chita76 on November 23, 2020, 02:03:43 AM
আপনি খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পোস্টে আমি সমর্থন করছি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: AGM on November 23, 2020, 09:03:01 AM
ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প করবে এটাই খুবই ন্যাচারাল একটি বিষয়। আজকে পাম্প করলে কাল কে ডাম্প আর কালকে ডাম্প করলে তারপর পাম্প। এটিই ক্রিপ্টোমার্কেটের সবচেয়ে বিশেষ গুন আমি মনে করি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Cristiano on November 24, 2020, 01:06:57 PM
বর্তমানে মার্কেট অনেকটাই পাম্পের দিকে।ইতোমধ্যে কিছুদিন ধরে মার্কেটের অবস্থা ফিরে এসেছে। মার্কেট ভালো পর্যায়ে চলে এসেছে আশা করি সামনে আরও ভাল পর্যায়ে চলে আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Princeraju on December 09, 2020, 09:01:46 PM
পোস্টটি 2018 সালের ছিল। তখন বাজারের অবস্থা খুব খারাপ ছিল। ক্রিপ্টো মুদ্রা গুলোর অবস্থা অনেকটাই নিম্নমুখী ছিল। তবে বর্তমানে অনেকটাই পাম্প করেছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Bitrab on December 12, 2020, 10:00:13 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা একেক সময় একেক রকম হবে, এটাই স্বাভাবিক। প্রতিনিয়ত বাজারের পরিবর্তন হবে এটাও স্বাভাবিক। তবে বাজারে যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: mahid on December 14, 2020, 07:40:30 AM
ক্রিপ্টোমার্কেট এ পাম্প এবং ডাম্প এই দুটি শব্দ আজীব ই থাকবে। এই দুটি সাউন্ড ছাড়া মার্কেট চলতে পারবেনা। তাছাড়া আজকে মার্কেট ভাল থাকেল কালকে তো খারাপ হবেই। সেই জন্যে এটি নিয়ে চিন্তার কোন কারন নেই। এটি বলতে গেলে মার্কেটের একটি ধর্ম।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Token@ on December 14, 2020, 07:50:22 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে আমরা জানি পাম্প আর ডাম্প। ক্রিপ্টোকারেন্সি এর মূল ধর্ম হচ্ছে তার মার্কেটটি আপ ডাউন করা। প্রতিটি কয়েন তার দাম প্রত্যেক মিনিটে আপডাউন করে। কারণ বিভিন্ন বিনিয়োগকারীরা বিভিন্ন কারণে বিনিয়োগ করে থাকে।এই বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ না করে তাহলে মার্কেট চলবে না। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট চলে বিনিয়োগকারীদের উপর নির্ভর করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Msweet on December 22, 2020, 02:49:37 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প করবে এবং ডাউন হবে এটাই ক্রিপ্টোকারেন্সি ধর্ম। আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক পাম্প করেছে। এরপর আবার ডাউন হতে পারে। কিছুই বলা যায় না।
আপনার কথাগুলো একদম ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি এমন একটা মাধ্যম যেখানে কখন দাম রাজ বৃদ্ধি পাবে এটা কি সঠিকভাবে বলতে পারবে না।। এটা নির্ভর করে সম্পূর্ণ মার্কেটিং এর উপর। কোন টোকেন এর দাম কত কম ব্যবহার বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: LeziT on December 26, 2020, 09:43:16 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মূল ধর্ম হচ্ছে আপ ডাউন করা। মার্কেট কখন কি হয় সেটা বলা খুবই মুশকিল। বর্তমানে যদি কয়েনের দাম কম থাকে তাহলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Alt20 on January 04, 2021, 08:44:20 AM
ক্রিপ্টোমার্কেট পাম্প এবং ডাম্প করবে এটাই স্বাভাবিক। তবে বেশি কয়েকদিন ধরে এখানে বিটিসির ক্ষেত্রে দেখা গেছে শুধু পাম্প হচ্ছে। এবং সেই সাথে নুতন যোগ হয়েছে ইথারের। তবে যত দুর ই যাক না কেন পাম্প যেহেতু হয়েছে ডাম্পও হবে। এটাই স্বাভাবিক ব্যাপার।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Princeraju on January 04, 2021, 12:59:32 PM
ক্রিপ্টোমার্কেট পাম্প এবং ডাম্প করবে এটাই স্বাভাবিক। তবে বেশি কয়েকদিন ধরে এখানে বিটিসির ক্ষেত্রে দেখা গেছে শুধু পাম্প হচ্ছে। এবং সেই সাথে নুতন যোগ হয়েছে ইথারের। তবে যত দুর ই যাক না কেন পাম্প যেহেতু হয়েছে ডাম্পও হবে। এটাই স্বাভাবিক ব্যাপার।
DIA দীর্ঘমেয়াদী সময় ধরে ধরে রাখুন। অবশ্যই লাভবান হতে পারবেন। টিম অনেক প্রতিশ্রুতি বদ্ধ। কারন সে কয়েনের দাম 0.05$ ছিল। আরো 5 ডলার পর্যন্ত উঠেছিল। তাই ভবিষ্যৎ উজ্জ্বল।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: johnson on January 05, 2021, 06:40:47 AM
ক্রিপ্টোামার্কেট এর একটি ধর্ম যা কোন দিন চেঞ্জ হবে না। নদীর  স্রোত যেমন সবসময় ভাটির দিকে থাকে এটি তার ধর্ম ঠিক ট্রেডিং মার্কেট এ ডাম্প এবং পাম্প এটি ক্রিপ্টোমার্কেটের ধর্ম।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Micky on January 14, 2021, 03:24:45 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট মানে পাম্প আর ডাম্প। ক্রিপ্টোকারেন্সি মূল ধর্ম আপ ডাউন করা। আপডাউন না করলে ক্রিপ্টোকারেন্সি চলতে পারবে না। কোন বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। প্রতিনিয়ত একটি টোকেন এর দাম আপডাউন করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Mental on January 18, 2021, 07:31:08 PM
সিনিয়র ভাই টেনশন করার কোন কারন নেই আমার মনে হয় 2021 সালেই সেই আগের ডিসেম্বরে ফিরে আসবে। তবে এখানে আরো অনেক সিনিয়র ভাই আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: bmr on January 21, 2021, 08:41:05 AM
ক্রিপ্টোকারেন্সি বেশির ভাগ সময় আপ এন্ড ডাউন হয় বিভিন্ন নিউজের কারনে।আবার এমনও হয় যে একটি ভূল তথ্য প্রকাশ করে অনেক গেমলাররা তাদের ফায়দা লোটে। যার কারনে ক্রিপ্টোতে সব সময়ই আপ টু ডেট হতে হয়। কেন না এখানে একটু ইনফরমেশন এদিক সেদিক হলে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থেকে যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Criminal on January 21, 2021, 09:17:56 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
আমি মনে করি আপনার প্রিয় তথ্যটি হয়তো ভুল আছে কারণ 6 মাস যাবত কোন কয়েন এর মুল্য একাধারে কমতে পারে না। হয়তো এই ছয় মাস যাবত বিট কয়েনের মূল্য পাম্পিং এবং ডাম্পিং এর মধ্যে দিয়ে গেছে। কারণ ক্রিপ্টো মার্কেট কখনোই একদিকে যায় না। অর্থাৎ কোন সময় যদি এর দাম বৃদ্ধি পায় তাহলে আবার কোন সময়ের দাম কমে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: XM8 on January 24, 2021, 05:09:13 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
আমি মনে করি আপনি কিছুদিন বিট কয়েনের মূল্য পর্যবেক্ষণ করে নিজেই হতাশ হয়ে গিয়েছেন। ক্রিপ্টোকারেন্সি এতে হতাশ এর কোন স্থান নেই।আপনাকে ধৈর্য ধরে অবশ্যই নিয়মিত বিট কয়েনের মূল্য পর্যবেক্ষণ করতে হবে। কারণ এটা কোনদিনও সম্ভব নয় যে বিট কয়েনের মূল্য সব সময় একই দিকে যাবে। এখন হয়তো বিট কয়েনের মূল্য ডাম্পিং হচ্ছেতবে আপনি নিয়মিত বিট কয়েনের মূল্য পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন বিট কয়েনের মূল্য আবার পাম্পিং হচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Trumpet on January 30, 2021, 02:25:49 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প বলতে আমরা যেটা বুঝি যে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া এবং ডাম্পিং বলতে যেটা বুঝি পেট কয়েনের মূল্য কমে যাওয়া। বর্তমানে বিট কয়েনের মূল্য উঠানামা মধ্যেই আছে। হঠাৎ করে বিট কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং হঠাৎ করে বিট কয়েনের মূল্য আবার অনেক কমে যাচ্ছে।কিছুদিন যাবত বিট কয়েনের মূল্য নিম্নমুখী ছিল কিন্তু আবার বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে আশা করি তারা দীর্ঘ টাইম অব্যাহত রাখুন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: LazY on February 01, 2021, 08:23:34 AM
আমি সাধারণত জানি পাম্প অর্থ বৃদ্ধি পাওয়া। আর অন্যদিকে ডাম্প অর্থ হচ্ছে কমে যাওয়া।ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি এরকম কমে যায় এবং বাড়তে থাকে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Zixr on February 02, 2021, 05:51:08 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
আমি এই ফোরামে একজন নতুন মেম্বার। আশা করছি সিনিয়র ভাইদের সাহায্য পাব। আমি জেনেছি বাংলা সেকশনে অনেক ভালো ভালো সিনিয়র ভাই রয়েছে যেগুলো সব সময় সবার উপকার করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: NANCY on February 03, 2021, 05:08:30 AM
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন আপনি। ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প হয়ে থাকে। ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আমার তেমন টা কোন ধারণা ছিল না কিন্তু সিনিয়র ভাইদের অনেক পোষ্ট পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি আশা করি আমার মত যারা মেম্বার রয়েছে তারাও অনেকটাই ধারণা পাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Password on February 05, 2021, 05:28:21 PM
অনেক ধন্যবাদ আপনাকে ক্রিপ্টো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ফোরামে নতুন ইউজার হাওয়াতে জানিনা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে। কিন্তু সিনিয়রভাইদের পোস্ট গুলো লক্ষ্য করে দেখতে পেলাম যে ক্রিপ্টো মার্কেট গত 6 মাস যাবত পাম্প ও ডাম্প হচ্ছে। আমার মনে হয় না যে ক্রিপ্টো মার্কেট গত 6 মাস ধরে এত নিম্ন পর্যায়ে যেতে পারে। ফোরামে সিনিয়র ভাই আলোচনা করবেন যে ক্রিপ্টো মার্কেট আসলে ডাম্প এর দিকে যাচ্ছে কিনা।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rothi roy on February 08, 2021, 09:38:50 AM
ক্রিপ্টো মার্কেট কখন পাম্প আর ডাম্প করবে তা কেউ বলতে পারবেনা। এটা জানলে সে হয়তো কোটিপতি হয়ে যেত মোটকথা ক্রিপ্টো মার্কেট এর ভবিষ্যৎ বাণী করা খুবই কঠিন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন অনেক ভালো অবস্থানে আছে। বর্তমানে সবাই DeFi প্রজেক্ট গুলোর উপর বিনিয়োগ করতে বেশি আগ্রহী। আর এ কারণে বিটকয়েন, ইথেরিয়াম সেই সাথে altcoin এর মূল্য কমে যাচ্ছে‌‌।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Herry on February 11, 2021, 03:28:14 AM
ক্রিপ্টো মার্কেট কখন পাম্প আর ডাম্প করবে তা কেউ বলতে পারবেনা। এটা জানলে সে হয়তো কোটিপতি হয়ে যেত মোটকথা ক্রিপ্টো মার্কেট এর ভবিষ্যৎ বাণী করা খুবই কঠিন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন অনেক ভালো অবস্থানে আছে। বর্তমানে সবাই DeFi প্রজেক্ট গুলোর উপর বিনিয়োগ করতে বেশি আগ্রহী। আর এ কারণে বিটকয়েন, ইথেরিয়াম সেই সাথে altcoin এর মূল্য কমে যাচ্ছে‌‌।
বর্তমানে কিন্তু বিটকয়েন ইথেরিয়াম সহ সকল মুদ্রার দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে।হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টো মার্কেট কখন পাম্পিং করবে এবং কখন ডাম্পিং করবে সেটা যদি বলা সম্ভব হতো তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। তবে বর্তমানে ক্রিপ্তমারকেট খুব একটা ভালো অবস্থানে রয়েছে। আশা করি ভবিষ্যতেও ক্রিপ্টো মার্কেট আরো ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়াবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Batch18-19 on February 11, 2021, 03:52:12 PM
ক্রিপ্টোকারেন্সি তে মার্কেট পাম্প বলতে বোঝায় মার্কেট ঊর্ধ্বমুখী কাকে এবং মার্কেট ডাম্পিং বলতে বোঝায় মার্কেটের নিম্নমুখী অবস্থাকে। তবে ক্রিপ্টোকারেন্সি তে কয়েনের দাম বৃদ্ধি পাওয়া বা কমা খুবই স্বাভাবিক একটি বিষয়। কারণ ক্রিপ্টো মার্কেট কখনো ইস্ত্রি থাকেনা।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: ExtraPoint on February 14, 2021, 11:35:41 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
এখন কিন্তু ক্রিপ্টো মার্কেটের সব কয়েনের অবস্থায় তুলনামূলকভাবে ভালো। সবগুলো কয়েনের দাম আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে।তবে বিটকয়েনের দাম বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: SMACK on February 14, 2021, 01:21:31 PM
ক্রিপ্টো মার্কেট অনেক সময় দেখা যাচ্ছে অনেকটাই পাম্প আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেট অনেক ডাম্প হয়ে গেছে আর এটা হল ক্রিপ্টো মার্কেটের নিয়ম।মার্কেটে দাম বাড়বে কমবে এটাই হলো ক্রিপ্টো মার্কেট।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Dark Knight on February 18, 2021, 10:25:27 AM
ক্রিপ্ত মার্কেটের বাজারদর কিন্তু সবসময় একরকম থাকে না। এটি ওঠানামা করে। এখন বিশেষ করে 2021 সালে ক্রিপ্টো মার্কেট ভালো একটি অবস্থানে আছে। এখন শুধু কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েনসহ অন্যান্য কয়েন গুলোর বাজার দর পাম্পিং হচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Maxtel on February 18, 2021, 06:29:09 PM
ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন কয়েনের দাম সব সময় ওঠানামা করবে বা কখনো কমবে বা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। তবে 2021 সালের শুরু থেকেই বিভিন্ন কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছেনিচের কোন গুলোর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। যা 2020 সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু 2021 সালে শুরু থেকেই বিভিন্ন কয়েনের দাম পাম্প করছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Mrkadir85 on February 22, 2021, 04:36:25 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিভিন্ন কয়েনের দাম বিভিন্ন সময়ে ওঠানামা করবে এটাই স্বাভাবিক। মাস আগে বিভিন্ন কয়েনের দাম নিচের দিকে থাকলেও 2021 সালে শুরু থেকেই ক্রিপ্টোকারেন্সির মার্কেট ভালোর দিকে যাচ্ছে। পুরনো কয়েনের দাম বেশ পাম্প করছে। বিটকয়েন এবং ইথিরিয়াম এদুটি কয়েনের দাম সবচেয়ে বেশি পাম্প করছে করেছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: bmr on February 22, 2021, 07:51:47 PM
ক্রিপ্টোমার্কেটে পাম্প এবং ডাম্প এই দুটি বিষয় একে অপরের পরিপুরক। এই দুটি না থাকলে আসলে ট্রেডিং মার্কেট চলত না। এখন পাম্প করলে পরে ডাম্প সিউর। তবে সময় সিচুয়েশন বুঝে এটি মূলত হয়ে থাকে ।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Lovepro Max on February 25, 2021, 04:16:50 AM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
এক সপ্তাহ আগেও ক্রিপ্টো মার্কেট 10% ডাম্পিং করেছিল। বর্তমানে আবারো ক্রিপ্টো মার্কেট পাম্পিং শুরু করেছে। সত্যি বলতে কি ক্রিপ্তমারকেট পাম্পিং এবং ডাম্পিং দুটোই করবে এটা কখনো স্থিরভাবে থাকবে না। এটাই ক্রিপ্টো মার্কেটের ধর্ম। তবে ক্রিপ্টো মার্কেট এখন ভালো একটা অবস্থানে রয়েছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Milon626 on March 04, 2021, 10:13:10 AM
ক্রিপ্টোকারেন্সির বাজারে কয়েনের দাম উঠা নামা করবে এটাই স্বাভাবিক।  এখানে কোন কয়েনের দামই স্থিতিশীল থাকে না।  তবে ২০২১ সালে সকল কয়েনেরই দাম পাম্প করেছে।  বিটকয়েন, ইথেরিয়ামসহ অন্যান্য যে কয়েন গুলো রয়েছে প্রায় সব গুলোরই দাম বেড়েছে কয়েক গুন।  আশা করি ধিরে ধিরে দাম আরও বৃদ্ধি    পাবে।                           
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: AGM on March 05, 2021, 12:16:20 PM
যারা ট্রেডিং করেন তাদের জন্য এটিই দরকার। একবার ডাম্প এবং একবার পাম্প দরকার। এই দুটির স্বমন্বয়ে তারা ট্রেডিং করে ভাল প্রফিট করে নিবে। এটা যেমন ক্রিপ্টোর ধর্ম তেমনি ট্রেডাররা এখান থেকে বেনিফিটেডও হয়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Tubelight on March 16, 2021, 07:24:06 AM
ভাই আপনি ভুল কথা বলেছেন যে 6 মাস যাবত ক্রিপ্তমারকেট শুধু দাম হচ্ছে।ক্রিপ্টোকারেন্সি আপডাউন হবে এটাই স্বাভাবিক হয়তো কিছুদিন ক্রিপ্টো মার্কেট পাম্পিং হবে আবার দেখা যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হয়েছে এটাই স্বাভাবিক। ধৈর্য ধরে অপেক্ষা করুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট আবার ঘুরে দাঁড়াবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Fighter on March 19, 2021, 10:27:50 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে সব সময়ই দাম বৃদ্ধি পাবে তেমনটা নয়। এক সময় দাম বৃদ্ধি পায় তো আর একসময় দাম কমে। সব জিনিসের ভালো দিক থাকলে খারাপ দিক অবশ্যই থাকে। এজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্প ও ডাম্প করতেই পারে। এখন কিন্তু সব কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: EKRA13 on March 19, 2021, 04:49:05 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মুভ করবে তাকেও নিশ্চিত করে বলতে পারবে না।তবে বর্তমানে বিটকয়েন সহ প্রায় সকল কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেশিরভাগ প্রজেক্ট সাকসেস হচ্ছে এবং কয়েন গুলোর দাম মোটামুটি ভালো যাচ্ছে ।আশা করি সামনের দিনগুলোতে মার্কেট আরো ভালো অবস্থানে যাবে ।বর্তমানে বিটকয়েন 61k এর উপরে অবস্থান করছিল। এখনোই বিভিন্ন কয়েনে বা টোকেনে বিনিয়োগ করার উপযুক্ত সময়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rockalo on March 20, 2021, 05:44:30 AM
প্রতিনিয়ত ইউজারদের ট্রাফিক বৃদ্ধি পেলে এবং ব্যবসায়ীরা প্রচুর বাণিজ্য করলে যে কোন মুদ্রার দাম পাম্প করে অন্যথায় মুদ্রার দাম dump করে। তাই বাজারে প্রকৃত ব্যবসায়ীদের উপর এটি নির্ভর করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Azharul on April 01, 2021, 03:00:31 AM
আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দাম ওঠা নামা করবে,কেননা বিগত দিনগুলোতে আমরা এমনটাই লক্ষ করেছি।আমরা আরও দেখেছি যে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।যা ভবিষ্যতে আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করি।তাই আমরা বলতে পারি যে ক্রিপ্টো মার্কেট পাম্প ও ডাম্প করবে এটাই স্বাভাবিক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Sumi on April 01, 2021, 05:50:02 PM
এই টপিকটা অনেক আগের এবং অনেক পুরনো এটাকে ব্লক করে দেয়া উচিত আমার মনে হচ্ছে কারণ যে পোষ্টের দিয়েছে এবং পোস্টে যে কথাগুলো দেখলাম তাতে মনে হচ্ছে অনেক আগের পোস্ট বর্তমান মার্কেট অবস্থা কিন্তু দিন দিন উন্নতির শিখরে চলে যাচ্ছে এবং মার্কেটে অবস্থা কিন্তু অনেক ভালো হতে যাচ্ছে এবং হচ্ছে বর্তমানে হাজার 1900 ডলার সামথিং এবং বিটকয়েন কিন্তু 60 হাজারের একটু কম এতে কি আপনি দিতে পারবেন কি রকম প্রাইস কিন্তু হয়ে গেছে বিটকয়েন এবং ইথিরিয়াম এর সবাইকে সাজেস্ট করব তারা যেন সবাই কিছু কিছু করে থাকে সামনে কিন্তু আরও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Irfan12@ on April 03, 2021, 03:33:57 AM
বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক ভালো একটা অবস্থানে রয়েছে। বিটকয়েন ইথিরিয়াম সহ সকল মুদ্রার দাম অনেক পাম্পিং করেছে। আশা করা যাচ্ছে এবছর ক্রিপ্টো মার্কেট আগের মত ডাম্পিং করার সম্ভাবনা নাই। মার্কেটে সকল মুদ্রার চাহিদা রয়েছে আর মার্কেটে সকল মুদ্রার চাহিদা থাকা মানে মার্কেট আরো বেশি পাম্পিং করা। তাই খুব শীঘ্রই মার্কেট আরো পাম্পিং করবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Tepona on April 03, 2021, 06:22:31 AM
গত দুইদিন ধরে বাজারের অবস্থা কিছুটা খারাপ। বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যান্য মুদ্রাগুলোর দাম কমে যাচ্ছে। আমার হোল্ডিংয়ে এমন কয়েন নেই। তবে মার্কেট মনিটরিং করি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Centus on April 08, 2021, 07:36:59 AM
বর্তমানে বিটকয়েন, ইথেরিয়াম ও বিএনপি কয়েন ছাড়া অন্যান্য কয়েন গুলোর দাম অনেক কমে যাচ্ছে। তাই বাজারে বিভিন্ন সময় যেকোনো কয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। আবার কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট একেক সময় একেক রূপ ধারণ করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Herry on April 08, 2021, 05:14:02 PM
গত 6 মাস ধরে মার্কেট শুধু নিচের দিকেই নামতেছে যদিও বিটকয়েন আমি মনে করি ভাল অবস্থানে আছে কিন্তু বাকী সব অলটার 5/10/15 গুণ করে কমে আছে,,
সিনিয়র দের কাছে আমার প্রশ্ন কবে নাগাত অলটার কয়েন আবার গতবছরের ডিসেম্বর অবস্থানে যাবে
ক্রিপ্টো মার্কেট পাম্পিং এবং ডাম্পিং করবে এটাই নিয়ম। যদি ক্রিপ্টো মার্কেট এর সকল কয়েনের দাম শুধু পাম্পিং করে তাহলে কেউ তা আর বিনিয়োগ করতে পারবে না। যখন কোন মুদ্রার দাম ডাম্পিং করে তখন আবার মানুষ বিনিয়োগ করতে শুরু করে সেই মুদ্রায়। ক্রিপ্টো মার্কেট কখনো স্থির অবস্থায় থাকতে পারবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Irfan12@ on April 11, 2021, 05:17:18 PM
গত দুইদিন ধরে বাজারের অবস্থা কিছুটা খারাপ। বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যান্য মুদ্রাগুলোর দাম কমে যাচ্ছে। আমার হোল্ডিংয়ে এমন কয়েন নেই। তবে মার্কেট মনিটরিং করি।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি কিছু টোকন কিনে হোল্ড করে রেখেছি। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বাড়লেও অন্য ওয়েল মুদ্রাগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে না। বর্তমানে আমি অনেক বেশি লসের মুখে রয়েছি। শুধু ভাবতেছি মার্কেট আবারো ডাম্পিং করবে কিনা যদি ডাম্পিং করে তাহলে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Sumi on April 16, 2021, 01:59:54 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে যারা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই জানে যে মার্কেটের পাম্পিং এবং ডাম্পিং এটা মার্কেটের ধর্ম ক্রিপ্টোকারেন্সি ধর্মই হলো দাম ওঠানামা করা ছাড়া আমরা নতুন ইউজার আছে তারা অবশ্য অবশ্যই এটি মাথায় রাখবো এবং সে অনুযায়ী কাজ করব জগতের যতগুলো আছে সবগুলো কিন্তু দাম ওঠানামা করে এবং আমার ওপরে থাকে আপনারা যদি ট্রেনিং করতে চান সে ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী কিন্তু সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনি অবশ্যই পড়বেন সে ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা যদি ট্রেনিং করতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্য অবশ্যই মনে রাখবেন এবং সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন এবং অর্ডার বাই সেল করবেন ধন্যবাদ সকলকে ভাল থাকবেন
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Random203 on April 18, 2021, 06:09:58 PM
ক্রিপ্টো মার্কেট আসলে কখন পাম্প করবে আর কখন ডাম্প করবে সেটা তো বলা কারও পক্ষেই সম্ভব নয়।  পাম্প আর ডাম্প নিয়েই ক্রিপ্টো মার্কেট। তবে এখন বেশির ভাগ কয়েনই খুব ভালো রকমের পাম্প করতেছে।  ২০২১ সালটা ক্রিপ্টো মার্কেট এর জন্য স্বর্ণ যুগও বলা যেতে পারে।  কারণ এই সালের প্রথম দিকেই বিটকয়েন ও ইথেরিয়াম সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলেছে।  তাছাড়া অন্যান্য কয়েনও ভালোই পাম্প করতেছে।                                             
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: raisajahan on April 22, 2021, 04:30:41 PM
ভাল একটা টপিক তৈরী করছেন কারন এটাই হল ক্রিপ্টোকারেন্সির মার্কেট এর জন্মগত সভাব। ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ কয়েন বা টোকেন সব সময় ওঠা নামা করে ফলে কয়েন এর দাম ওঠা নামা করে। আর এই মার্কেট কখন উঠবে আর কখন নামবে এটা বোঝা অনেক কঠিন ব্যাপার।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Sonjoy on April 25, 2021, 09:04:57 AM
ক্রিপ্টোকারেন্সি ধর্মই হচ্ছে পাম্পিং এবং ডাম্পিং এর মধ্য দিয়েই এর অস্তিত্ব কিন্তু সীমাবদ্ধ ।যদি কেউ ও
ডাম্পিং এর মধ্যে যদি কয়েন কিনে রাখে যদি পাম্পিং এর মধ্যে সে কয়েন গুলো সেল করে দেয় তাহলে কিন্তু তার একটা প্রফিট আসে আর সেই ভাবেই কিন্তু ট্রেডাররা পামপিং পামপিং কে কাজে লাগিয়ে তাদের প্রফেট কিন্তু করে নিচ্ছে।
আমি বলব যে ক্রিপ্টোকারেন্সি জগতে পামপিং ডাম্পিং নেই তাদের রাজত্ব এটা একসময় দাম কমবে একসময় দাম বাড়বে এটাই স্বাভাবিক তবে বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি তথা ক্রিপ্টোকারেন্সি যত কয়েন আছে সবগুলো করি কিন্তু দাম অনেক বৃদ্ধি পেয়েছে এটা স্বাভাবিক যে এখন বর্তমানে দাম একটু কমতে শুরু করেছে তবে এটা স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না আমার মতে কারেন্সি ত বিডিটি এই বছরের মধ্যেই হয়তো এক লাখ ডলারে পৌঁছে যাবে তাই আমি বলবো যদি কেউ পারেন এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্য অবশ্যই কিছু কমেন্ট করে রাখুন এতে করে অবশ্য অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন এবং ভালো পরিমাণে এমাউন্ট কিন্তু আপনার ইনকাম করতে পারবেন ধন্যবাদ সকলকে ভাল থাকবেন এবং ফোরাম সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাজ করে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Fariwala on April 25, 2021, 10:05:34 AM
গত দুইদিন ধরে বাজারের অবস্থা কিছুটা খারাপ। বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যান্য মুদ্রাগুলোর দাম কমে যাচ্ছে। আমার হোল্ডিংয়ে এমন কয়েন নেই। তবে মার্কেট মনিটরিং করি।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমি কিছু টোকন কিনে হোল্ড করে রেখেছি। বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম বাড়লেও অন্য ওয়েল মুদ্রাগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে না। বর্তমানে আমি অনেক বেশি লসের মুখে রয়েছি। শুধু ভাবতেছি মার্কেট আবারো ডাম্পিং করবে কিনা যদি ডাম্পিং করে তাহলে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবো।
ধৈর্য হারা হবেন না ফল সুমিষ্ট হয় আপনি টোকেন কিনেছেন আমরাও কিন্তু টোকেন কিনেছি বর্তমানে একটু দেখে যাচ্ছে এসব কয়েনের দাম কিন্তু একটু কমেছে এজন্যই আমিও পড়েগেছি কিছুদিন ধৈর্য্য ধরুন এবং আমরাও কিছুদিন ধর্য্য ধরতে আশা করছি মার্কেট অনেক ভালো হবে সেখান থেকে মুনাফা অর্জন করা সম্ভব হবে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো মার্কেটের অবস্থা আবার ঘুরতে শুরু করবে
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: saidul2105 on April 25, 2021, 06:33:59 PM
ভাই এটা ক্রিপ্টো মার্কেট, এখানে কয়েনের দামের পাম্প / ডাম্প হবে না তা কি হয়? প্রতিটি মূহুর্তে মূহুর্তে কয়েনের দামের পরিবর্তন আসে এখানে।  ২০২১ সালে প্রতিটি কয়েনের দাম কয়েক গুন বৃদ্ধি পেয়েছে যা এর আগে কখনো হয়নি। তাই সাময়িক ধস দেখে হতাশ হবেন না, মার্কেট অবশ্যই ভালোর দিকে যাবে।                         
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Sumi on May 20, 2021, 12:52:07 PM
বির্তমানে ডেফি প্রজেক্ট গুলো আসার পর থেকে সব ধরনের কয়েন গুলোর দাম কমে গেছে। বিনিয়োগকারীরা ডেফির দিকে এত পরিমান ছুটছে যে বিটকয়েন বা ইথার থেকে টাকা তুলে তারা সেখানে ইনভেস্ট করছে যার ফলে নরমালি বিটকয়েন বা ইথিরিয়ামের প্রাইস সেই সাথে অল্টকয়েনের দাম কমে যাচ্ছে। কারণ আমরা জানি বিটকয়েনের সাথে অল্টকয়েনের ব্যাপক রিলেশন আছে। যদি বিটকয়েনের প্রাইস কমে তাহলে সকল অল্টকয়েনের প্রাইস ও কমে যায়।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই কারণ টিভি প্রজেক্টগুলো আসার পর থেকে কিন্তু অন্য সকল কয়েনের দাম কিন্তু অনেক কমতে শুরু করেছে এবং জেপি প্রজেক্ট এর দিকে মানুষ বেশি চুদেছে তাই আপনি বিনিয়োগকারীদেরকে বিশেষ করে বিনিয়োগকারীরা যাতে যেখানে লাভবান হবে বেশি সেখানে কিন্তু তারা বিনিয়োগ করবে তাই দেবে প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করে বেশি পরিমাণে এমাউন্ট কিন্তু লাভ লাভ করতে পারতেছে তারা এজন্য কিন্তু টিভি প্রজেক্টর তারা ইনভেস্ট করতেছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Mistroy on May 31, 2021, 12:22:14 PM
ক্রিপ্টো মার্কেটে যেকোনো কয়েনের দামি একটা দামেই স্থায়ীভাবে স্থির বা চলমান থাকেনা। যেকোনো সময় যেকোনো কয়েনের মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে আবার হুট করে বাড়তেও পারে। তাই আমি বলবো যেকোনো ভাই যেকোনো মুদ্রার বিনিয়োগ করতে চাইলে বড় ধরনের রিস্ক নিয়ে বিনিয়োগ করতে হবে। রিস্ক নিয়ে বিনিয়োগ না করলে সাফল্য অর্জন করা যায় না। ক্রিপ্টো মার্কেটে একসময় পাম্পিং করবে আবার আরেক সময় ডাম্পিং করবে তা না হলে কেউ তো বিনিয়োগ করতে পারবে না। তাই আমি বলবো ক্রিপ্টো মার্কেটে কাজ করতে হলে সবার একটু ধৈর্য নিয়ে আজ করতে হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Maxtel on June 01, 2021, 03:49:20 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মুদ্রা গুলোর দাম উঠানামা করবে এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রধান নিয়ম। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি কোন কয়েনের দাম ওঠানামা করে তবে কোন কোন ইনভেস্টর ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করতে চাইবে না। একটা মার্কেট গত এক মাস পর্যন্ত শুধু পাম্প করছিল কিন্তু গত মাস থেকে সকল কয়েনের দাম ডাম্প করছে। তবে ক্রিপ্টোকারেন্সি থেকে মুনাফা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে রিক্স নিতে হয় রিক্স নিয়ে বিনিয়োগ করলে অবশ্যই এখান থেকে ভাল প্রফিট পাওয়া সম্ভব। বর্তমানে মার্কেট যেমন দাম করছে হয়তো আগামী 9 কয়েক মাস পর থেকেই মার্কেট পুনরায় পাম্প করতে পারে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Logitech50 on June 04, 2021, 01:23:26 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট দাম সব সময় উঠানামা করবে কারণ যদি দাম বৃদ্ধি না পায় তাহলে কেউ বিক্রি করতে পারবে না এবং যদি না কমে তাহলে কেউ কিনতে পারবে না। তাই অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং এবং ডাম্পিং হবে এটা স্বাভাবিক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Labonno on June 05, 2021, 05:34:35 AM
ক্রিপ্টো মার্কেট সব সময় পরিবর্তন হবে এটাই স্বাভাবিক।  এখানে কখন যে কি হয় সেটা বলা কারও পক্ষেই সম্ভব নয়।  কিছু দিন আগে সব কয়েন গুলোই রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড করে ফেলেছে।  কিন্তু তার পরপরই আবার সব কয়েনের দাম একেবারে ডাউন হয়ে গেছে।  কিন্তু সম্প্রতি আবার সব কয়েনের দাম অল্প অল্প করে পাম্প করতেছে।  আশা করি এই পাম্পের ধারা অব্যাহত থাকবে।                                             
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Terrasin on June 20, 2021, 11:54:28 AM
ক্রিপ্টোকারেন্সি যত কয়েন এর দাম পাম্প এবং ডাম্পিং হওয়াটা স্বাভাবিক। কারণ ক্রিপ্টোকারেন্সি তে যদি কয়েনের দাম না কমে তাহলে কেউ কিনতে পারবে না এবং যদি কয়েনের দাম বৃদ্ধি না পায় তাহলে কেউ বিক্রি করতে পারবে না। যদি পাম্প এবং ডাম্পিং না হয় তাহলে বেনিফিট অর্জন হবে না এভাবে ক্রিপ্টো কারেন্সি চলতে পারবে না। তাই পাম্পিং এবং কয়েনের দাম ডাম্পিং হওয়াটা স্বাভাবিক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Brithyislam on June 21, 2021, 11:23:12 AM
কিপটা মার্কেট প্রতিনিহিত আপ ডাউন হচ্ছে। কিপটা মার্কেটের আপডাউন হয় এটা সাধারন বিষয় কিন্তু হঠাৎ করে কোন কয়েন এর দাম প্রচুর পরিমাণ আপ ডাটা অন করলে এটি একটি অসাধারণ বিষয়। এতে অনেকের বিশাল ক্ষতির মুখোমুখি হতে হয়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: EKRA13 on June 23, 2021, 01:00:48 PM
গত মাসেই অস্থিরতা শুরু হয় বিটকয়েন নিয়ে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে চীনের কঠোর অবস্থানের পরপরই একাধিক বড় ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রতিষ্ঠান চীনে কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে লেনদেন বন্ধ থাকায় পড়ে যায় বিটকয়েনের দাম। কয়েক সপ্তাহেই বিটকয়েনের মূল্য বছরের সর্বোচ্চ মূল্যের অর্ধেকে এসে ঠেকে। এর আগে টেসলা সিইও ও বিলিয়নেয়ার ইলন মাস্কের বেশ কয়েকটি টুইটের পর বিটকয়েন চাপের মধ্যে ছিল। টেসলা গাড়ির মূল্য বিটকয়েনে দেওয়া যাবে ফেব্রুয়ারিতে এমন ঘোষণার পর মে মাসে ওই অবস্থান থেকে সরে আসে টেসলা। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সকলে আশা করছে খুব শীঘ্রই বিটকয়েনের দাম আবারও পাম্প করবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Farhana on June 27, 2021, 02:21:55 PM
ক্রিপ্টোজগতে পাম্প ও ডাম্প খুবই স্বাভাবিক জিনিস। কারন কয়েন বা টোকেনের দাম যদি না কমে তাহলে নতুন ইনভেস্টর রা কিভাবে কিনবে। আর যারা কিনবে যদি দাম না বাড়ে  তাহলে লাভ হবে কি করে। ক্রিপ্টোবাজারের ধর্মই হচ্ছে দাম বাড়া আর কমা। তবে কোন সময় বাড়বে আর কোন সময় কমে যাবে এটা বলা খুবই কঠিন, অনেক সিনিয়র ইনভেস্টররাও বলতে পারেনা কখন কি হবে। তবে খুবি শীঘ্রই মার্কেট আবার ভাল অবস্থানে যাবে বলে আশা করা যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Diknel on July 24, 2021, 12:10:31 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যতগুলি কয়েন আছে সব কয়েন এর দাম অনেক কম।ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার উঠানামা করবে এটাই স্বাভাবিক।ক্রিপ্টো মার্কেটের বাজার কখন বাড়বে এবং কখন কমবে একেবারেই বলা মুশকিল। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বেশিদিন ডাম্পিং থাকবে না ক্রিপ্টো মার্কেটের বাজার সামনে অনেকটাই পাম্পিং করবে। বলে আমি আশা করি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: HeartBit143 on August 06, 2021, 07:32:46 AM
ক্রিপ্টো মার্কেট এ কয়েনের দাম কখনো স্থির থাকে না।  সব সময় কয়েনের দাম উঠা নামা করে থাকে।  আর তারই জের ধরে এখনও কয়েনের দাম ডাম্প করেছে। তবে এই অবস্থা খুব বেশি দিন স্থায়ী হবে বলে আমার মনে হয় না।                             
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Abdulkana on August 08, 2021, 08:46:10 AM
বিটকয়েন সবসময় পাম্পিং এবং ডাম্পিং করে তবে গত ছয় মাস যাবত বিটকয়েনের দাম অনেক ডাম্পিং করছে বিটকয়েনে বিনিয়োগের হার অনেক কমে আসছে তবে আমাদের উচিত বিটকয়েন কিনে হোল্ড করে রাখা বিটকয়েন কিনে হোল্ড করে রাখলে পরবর্তীতে আমরা বিটকয়েন থেকে অনেক লাভবান হতে পারব তাই আমাদের একমাত্র উচিত হল বিটকয়েন কিনে হোল্ড করে রাখা এবং পরবর্তীতে তাকে  যে মার্কেটে ছেড়ে দেয়া
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Triedboy on November 03, 2021, 11:43:24 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একসময় পাম্প করবে আবার দেখা যাবে এক সময় ডাম্পিং করবে। যতদিন ধরে ক্রিপ্টোকারেন্সি রয়েছি কখনই দেখিনি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট স্ট্যাবল হয়ে থাকতে। সবসময়ই মার্কেট অনেক আপডাউন করে। বিটকয়েন প্রাইস বর্তমানে কিন্তু প্রচুর উঠানামা করছে। ক্রিপ্টোকারেন্সি মারকেট স্টাবল নয় দেখেই কিন্তু আমাদের বাংলাদেশে এখনও ক্রিপ্টোকারেন্সি বৈধতা হয় নাই এবং কি আরও অনেক দেশেই বৈধতা পায় নি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Linda78 on November 03, 2021, 03:37:44 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একসময় দাম বাড়বে এক সময় দাম কমবে এটাই ক্রিপ্টোকারেন্সির ধর্ম। আমি বিশেষ করে যত দিন যাবত ক্রিপ্টোকারেন্সি তে কাজ করেছি কতদিন যাবৎ কখনো দেখিনি যে মার্কেট স্থির হয়ে থাকতে। বিটকয়েনের বাজার বর্তমানে প্রচুর আপডাউন করে থাকে। এখন বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ট্রাফিক পাওয়া যাবে। বিশেষ করে বর্তমানে এই মুদ্রাটির দাম পাম্পিং অবস্থানে আছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Markuri33 on November 04, 2021, 01:21:08 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধরণ আসলে এরকমই। ক্রিপ্টোকারেন্সি তে একসময় মার্কেট এক সময় ডাম্পিং করে আবার এক সময় অনেক পাম্পিং করে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি থাকত তাহলে তো টাকার আর ক্রিপ্টোকারেন্সি মধ্যে কোনো পার্থক্য থাকত না। তাহলে কেউ আর ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করত না তাহলে সবাই ব্যাংকে টাকা রেখে দিত। অতএব বোঝাই যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করবেই।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Rds3b on November 04, 2021, 03:30:29 PM
ক্রিপ্টোকারেন্সি এটাই নিয়ম যে একসময় ডাম্পিং করবে এক সময় পাম্পিং করবে এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি থাকত তাহলে তো টাকার আর কি প্রকারে এসে মধ্যে কোন পার্থক্য থাকতো না। মার্কেট যদি স্থির থাকে তাহলে কখনো ক্রিপ্টোকারেন্সি টিকে থাকবে না। মিলন ম্যাক্স এর বেশ কয়েকটি গাড়ি বিক্রির জন্য বিটকয়েনের সাথে সংযুক্ত করেছে। টেলসা গাড়ির মূল্য বিক্রয় দেওয়া হবে ফেব্রুয়ারীতে। ক্রিপ্টোকারেন্সি তে কখন কি হয় কেউ বলতে পারে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Meta on November 07, 2021, 06:03:35 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এটাই নিয়ম। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোন কয়েনের দাম কোন সময় স্থির থাকে না প্রতিনিয়ত আপ ডাউন করতে থাকে কয়েনের দাম। তবে বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Magepai on November 08, 2021, 12:33:40 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই কোন কয়েন এর প্রাইস স্থির অবস্থায় থাকে না সব সময় আপডাউন করে। একসময় দেখা যাবে কোন কয়েন এর প্রাইস বিগ পাম্প করেছে আবার হঠাৎ করেই কিছুদিন পরে অনেক ডাম্পিং হয়ে যায়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে আমরা যদি কিছুক্ষণ লক্ষ করি তাহলে এই পরিস্থিতি অবশ্যই দেখতে পাবো। বর্তমান অবস্থায় কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভালো আস্তে আস্তে শুধু পাম্পিং হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Spyroo on November 25, 2021, 04:46:39 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতিনিয়ত পাম্পিং এবং ডাম্পিং হতে দেখা যায়। তাছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকে না। দেখা যায় কোন কয়েন এর দাম কয়েকদিন যাবত ধরে বৃদ্ধি পেলে আবার সেই কয়েনের দাম কমতে থাকে এটা কিন্তু কারেন্সি মার্কেটে প্রতিনিয়ত ঘটে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Cleanerbd on December 09, 2021, 06:08:25 PM
আল্ট কয়েন সাধারণত বিটকয়েন এর দামের উপর নির্ভর করে। যদি বিটকয়েন এর দাম উপরের দিকে উঠতে শুরু করে তাহলে আল্টকয়েন এর দাম উপরের দিকে উঠতে শুরু করবে। কারন বিটকয়েন ক্রিপটো মার্কেট এর উপর আধিপত্য করে।তাই আমরা বিটকয়েন এর উপর দিকে চেয়ে থাকবো।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Cinno3 on February 19, 2022, 11:51:45 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার প্রতিনিয়ত পাম্পিং, ডাম্পিং করতে থাকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার কোন সময় স্থির থাকে না। কোন সময় দেখা যায় কোন কয়েনের দাম অনেক পাম্পিং করেছে আবার কখনো দেখা যায় যে অনেক ডাম্পিং করেছে। এবং যদি কয়েনের দাম  ডাম্পিং না করে তাহলে ইনভেস্টর রা কিনতেও পারবেনা, আবার যদি পাম্পিং না করে তাহলে তারা লাভজনক হতে পারবে না ‌। তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার আপডাউন করবে এটাই স্বাভাবিক।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Perfect540 on February 21, 2022, 04:49:04 PM
ক্রিপ্টোকারেন্সি বাজার হাইপে চলে তখন বাজারের অবস্থার অনেক উন্নতি হয়, অন্যথায় বাজারব্যবস্থার অন্যথায় বাজারের অবস্থার উন্নতি হয় না। বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে ক্রিপ্টোকারেন্সি বাজারের সমস্ত কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। ইথেরিয়াম সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। তখন বাজারে এক ধরনের হাইপ তৈরি হয়। ফলে মার্কেটের অবস্থা পাম্পিং এর উপর থাকে। অপরদিকে যখন কমে যেতে থাকে তখন ডাম্পিং বলে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Fulshai on February 26, 2022, 10:18:59 AM
ক্রিপ্টো মার্কেট হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি কারেন্সি। যার দাম কখনো ডাম্পিং করে আবার কখনো পাম্পিং করে। এটাই ক্রিপ্টো মার্কেটের নিয়ম। কারন অতীতে কয়েক বছরে ক্রিপ্টো মার্কেটের অবস্থা পাম্পিং করেছিল। বর্তমানে ক্রিপ্টো মার্কেটের অবস্থা ডাম্পিং করছে। বর্তমানে বিভিন্ন দেশে ক্রিপ্টো ব্যবস্থায় অর্থের লেনদেন করতাছে। তাই বলা যায় ক্রিপ্টো মার্কেটের অবস্থা আবার পাম্পিং করবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Madmax789 on December 15, 2022, 07:21:26 PM
জি, ক্রিপটোর আচরণ বুঝা বড় দায়। খনো ভালো নিউজ আসলে পাম্প হওয়ার পরিবর্তে দেখি ডাম্প হয় আবার কখনো কোন নিউজ ছাড়াই পাম্প বা ডাম্প হয।এটার কারনেই আজ বড় বড় হোল্ডার/ইনভেস্টররা আজ পথে বসেছে। অনেকে কোটি কোটি টাকা লস এ আছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Spyroo on October 15, 2023, 01:31:45 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা খুবই খারাপ।
দেখা যাচ্ছে যতগুলো কয়েন আছে সবগুলো কয়েনের দাম কমে গেছে।
হয়তো ২০২৪ সালে মার্কেট আবার রিকভারি হয়ে ভালো অবস্থানে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Home200 on January 12, 2024, 06:18:39 PM
কিছুদিন আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট একদম খারাপ অবস্থানে ছিল। ২০২৪ সাল শুরু হতে আমরা আমাদের ক্রিপ্ট কারেন্সি মার্কেট ফিরে পেতে যাচ্ছি। এখন বর্তমানে বাজার দেখে মনে হচ্ছে মার্কেট ভালো একটা অবস্থান এ নিয়ে যাবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Bitcoin_people on January 16, 2024, 07:24:18 AM
মার্কেট ডাম্পিং এবং পাম্পিং এর সময় রয়েছে আমরা জানি প্রতি চার বছর পর পর বিটকয়েনের ব্লক পরিবর্তন হয়ে এবং বিটকয়েন অর্ধেক হয় যখন এই ঘটনা ঘটে তারপর থেকে বিটকয়েন এর বাজার পাম্পিং হতে শুরু করে। আবার তারপর বিটকয়েনের মূল্য অনেকটা নিচে নেমে যায় কেননা আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মুদ্রার ধর্ম হচ্ছে ওঠানামা করা। যেহেতু মার্কেট নিচের দিকে যায় আবার এটি উপরের দিকেও আবর্তন হয় তাই আপনি এটা নিয়ে কোন চিন্তা করবেন না বরং আপনি যখন নিচের দিকে থাকবে তখন কিনবে তবে আপনি অনেক লাভবান হবেন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Zulhabi on January 17, 2024, 10:37:48 AM
Delete
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Zulhabi on January 17, 2024, 10:42:21 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ক্রিপ্টো মার্কেট কোন সময় ডাম্পিং আবার কোন সময় পাম্পিং করবে এটাই স্বাভাবিক। কারণ যারা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করে তারা মূলত দাম ডাম্পিং এর সময় বিনিয়োগ করে। আর যখন কোন কয়েনের দাম পাম্পিং করে তখন তারা সেটা সেল করে। তাই আমাদের উচিত ডাম্পিং পাম্পিং নিয়ে না ভাবা। কারণ ক্রিপ্টো মার্কেট ডাম্পিং এবং পাম্পিং করবে এটাই স্বাভাবিক।]
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: Paragon2 on January 24, 2024, 12:25:58 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন। ক্রিপ্টো মার্কেট কোন সময় ডাম্পিং আবার কোন সময় পাম্পিং করবে এটাই স্বাভাবিক। কারণ যারা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করে তারা মূলত দাম ডাম্পিং এর সময় বিনিয়োগ করে। আর যখন কোন কয়েনের দাম পাম্পিং করে তখন তারা সেটা সেল করে। তাই আমাদের উচিত ডাম্পিং পাম্পিং নিয়ে না ভাবা। কারণ ক্রিপ্টো মার্কেট ডাম্পিং এবং পাম্পিং করবে এটাই স্বাভাবিক।]

কেন ক্রিপ্টো মার্কেট ডাম্পিং এবং পাম্পিং স্বাভাবিক হবে, যত বেশি ডাম্পিং হবে তত বেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, এবং তীব্র মার্কেট যত বেশি পাম্পিং হবে তত বেশি বিনিয়োগকারীরা লাভবান হবে কারণ সঠিক সময় তারা বিনিয়োগ বিক্রি করতে পারবে। ক্রিপ্টো মার্কেট যদি পাম্পিং এবং ডাম্পিং না হয় তাহলে তো ফিয়াট অর্থের মূল্য বেশি হবে। পাম্পিং এবং ডাম্পিং হওয়ার কারণে সারা পৃথিবীতেই এর ব্যাপক চাহিদা রয়েছে কারণ যারা জ্ঞানী তারা দ্রুতই বিনিয়োগের দিকে ঝাঁপিয়ে পড়ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: roksana.hee on February 18, 2024, 09:19:40 AM
ক্রিপ্টো মার্কেট ডাম্পিং এবং পাম্পিং একটি স্বাভাবিক ব্যাপার। ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম চেইন এনালাইসিসের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে, 2022 সালে চালু হওয়া টোকেনের ২৪% ডাম্পিং এবং পাম্পিং হয়েছিল। টোকেনগুলির নির্মাতারা প্রায় $৩০ মিলিয়ন মুনাফা করেছে। বেশিরভাগ টোকেন নির্মাতারা তাদের হোল্ডিং ছেড়ে দেওয়ার পরে তাদের টোকেন লঞ্চের প্রথম সপ্তাহেই ৯০%  কমে গেছে। তাই যে সমস্ত ট্রাস্টেড টোকেন থাকে। যদি সম্ভব হয়, কিছু টোকেন কিনে যদি রাখতে পারেন তাহলে ভবিষ্যতে অনেক বেশি লাভবান হবেন।

ক্রিপ্টো পাম্প-এবং-ডাম্প স্কিমগুলির মধ্যে ডিজিটাল সম্পদের কিছু প্রতারক জড়িত। এরা টোকেন প্রচার করে প্রায়শই বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে। ২০২২ সালে ৯,০০০ টিরও বেশি নতুন টোকেন ভূয়া ছিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে, পাম্পিং এবং ডাম্পিং এর ফলে কি হতে পারে। একটা টোকেনের দাম কমে গেছে তার মানে এই নয় যে, হুজুকে বাঙালির মত ঝাঁপিয়ে পড়া। কারণ বাঙালিরা তো মাগনা পেলে আলকাতরাও খায়। তাই সকলের প্রতি অনুরোধ রইল অধিক জ্ঞান অর্জন ছাড়া কোন ভুয়া টোকেনে বিনিয়োগ করবেন না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট পাম্প আর ডাম্প
Post by: kulkhan on March 31, 2024, 08:09:37 PM
পাম্প এবং ডাম্প একটা স্বাভাবিক বিষয়। ক্রিপ্টো মার্কেটের একটা সাধারণ বিষয় এটা। আমরা গত দুই বছর যাবত ক্রিপ্টো মার্কেটে ডাম্প লক্ষ্য করছি, কিন্তু সম্প্রতি সময়ে ক্রিপ্টো মার্কেট যথেষ্ট পাম্পিং হচ্ছে। এখন বিটকয়েনের বাজার মূল্য প্রায় ৭০ হাজার ডলার এর ওপর। সামনে বিটকয়েন হালভিং অনুষ্ঠিত হবে, আমি মনে করি তখন বিটকয়েনের মূল্য আরো পাম্প করবে। আমি বিশ্বাস করি ২০২৪ সালের মধ্যে বিটকয়েনের বাজার মূল্য এক লক্ষ ডলারে পৌঁছাবে।