follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - LeoKnight

Pages: [1] 2
1
মার্কেটের সেরা ক্রিপ্টো হলো বিটকয়েন।সুতরাং মানুষ ভালোর দিকেই ছুটবে।বিটকয়েনের মার্কেট অসম্ভব রকম ভালো।এখন ২৮-৩২ হাজার ডলারের মধ্যে ট্রেডিং হচ্ছে।এটা আরো বাড়ার সম্ভাবনা আছে।

2
পৃথিবীতে নতুন নতুন বিষ্ময়কর আবিষ্কারগুলো সবসময় অবহেলিত হয়েছে। মানব জাতি  হটাৎ করে খুব ভাল কিছু পেলে তা বিশ্বাস করতে পারে না।গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী গোল এবং সূর্যের চারদিকে ঘুরে তখন এই কথা বলার জন্য তাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছিল। প্রথম যখন রোবটিক টেকনোলজি আবিষ্কার হয় তখন মানুষ বলেছিল এটা মানবজাতি ধ্বংসের কারন হবে।উপমহাদেশে যখন প্রথম  বৃটিশরা আসে তখন অনেক মুসলমান ইংরেজি শিখতে চাইতো না  কারন ইংরেজি শিখলে নাকি তারা কাফির হয়ে যাবে।অর্থাৎ প্রতিটি সেক্টরে যখন নতুন কিছু আসে তা আমরা গ্রহণ করতে চাই না।ঠিক তেমনই ব্লকচেইন টেকনোলজি হচ্ছে অর্থনীতির জন্য বিংশ শতকের সবচেয়ে বড় আবিষ্কার। আর এই জন্যই ২০১৬ সালে   Satoshi nakamoto অর্থনীতিতে নোবেল পুরষ্কারে মনোনীত হয়েছিল বাট তিনি তার ছদ্মবেশ বেধ করে সামনে আসেনি। আর এইরকম একটা আবিষ্কার কে কিছু অসুস্থ মানুষ Ponzi scheme বলে।আর যারা বলে তারা নিজেদের স্বার্থের জন্যই বলে, যেমন JP Morgan(টপ র‍্যাংকড ব্যাংক ইন USA) CEO,, Jamie Dimon, ফেসবুকের প্রতিষ্ঠাতা, গুগলের প্রতিষ্ঠাতা,২০৫ টি দেশের সরকার থেকে শুরু করে সকল বড় বড় সেন্ট্রালাইজড কোম্পানির মালিকগুলো ক্রিপ্টো কে ঘৃণা করে এর কারন হচ্ছে ব্লকচেইন টেকনোলজি পৃথিবীতে এডাপটেশন হয়ে গেলে তারা তাদের পুঁজিবাদি ব্যাবসা হারিয়ে ফেলবে।যেমন ব্যাংকের মত বাটপারি প্রতিষ্ঠান গুলোর বিকল্প হিসেবে থাকবে কিছু Lending and borrowing cryptocurrency protocol. আর ব্যাংক যদি অচল হয়ে যার তাহলে সরকার সাধারণ জনগণের টাকা নিয়ে প্রতারণা করতে পারবে না।Google ক্রিপ্টোকে ঘৃণা করে কারন ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে Web 3.0 বাস্তবায়ন সম্ভব। যেখানে Web 2.0(বর্তমান ইন্টারনেট ব্যাবস্থা) সেন্ট্রালাইজড এবং গ্রাহকের ব্যাক্তিগত ডাটা চুরি করে তারা ব্যাবসা করে সেখানে Web 3.0 হবে ডিসেন্ট্রালাইজড এবং কোন কম্পানি গ্রাহকের ব্যাক্তিগত ডাটা চুরি করতে পারবে না।তখন বিজ্ঞাপন দেওয়ার জন্য মানুষ Google ব্যবহার না করে Adshare এর মত Crypto platform ইউজ করবে। (আপনারা চাইলে Adshare (ADS) কয়েনে বিনিয়োগ করতে পারেন এটা অলরেডি all time low থেকে ২৯০০০% প্রফিট দিছে।) Google cloud এর মত সেন্ট্রালাইজড স্টোরেজ সিস্টেম ইউজ না করে File coin এবং  Arweave এর মত ডিসেন্ট্রালাইজড স্টোরেজ সিস্টেম ইউজ করবে। (আপনারা চাইলে Arweave (AR) এ বিনিয়োগ করতে পারেন, এটার ফিউচার অনেক ভাল)। সেন্ট্রালাইজড সোস্যাল মিডিয়া ফেসবুক, রেডিট, ইউটিউব এর পরিবর্তে Web 3 এর  ডিসেন্ট্রালাইজ সোস্যাল মিডিয়া ইউজ করবে। (এই কয়েন গুলো নিয়ে পরে বিস্তারিত পোস্ট করব)

সর্বশেষ কথা হল যে, ১৯৯৪ সাল থেকে ২০০৪ পর্যন্ত সময়টা ছিল ইন্টারনেটের Web 1। ২০০৪ - বর্তমান পর্যন্ত সময়টা হল Web 2।  বাট এখন আমরা Web 3 এর যুগে প্রবেশ করতেছি। আর ব্লকচেইন টেকনোলজি হল Web 3  এর মূলমন্ত্র। সুতরাং বলা যায় যে Crypto space  এর জার্নি টা তো সবে শুরু হল, শেষ হওয়া তো এখনো অনেক বাকি।

3
বিটকয়েন বর্তমানে ১ নাম্বার ক্রিপ্টো।মার্কেট আপ ডাউন নির্ভরই করে বিটকয়েনের উপর। বর্তমানে ২৮-৩২ হাজারে উপর নিচ হচ্ছে।তবে খুব দ্রুতই  বিটকয়েন আরো ভালো পজিশনে চলে যাবে।

4
আমি অল্পকিছুদিন ক্রিপ্টোতে পরিচিত হয়েছি,২-৩ টা বাউন্টি করেছি।এখন এটা করতে খুবই ভালো লাগে।নিয়মিত করে যেতে চাই।

5
সবথেকে ভালো সমাধান সিনিয়র মেম্বারদের আগের পোষ্টগুলো ভালোভাবে পড়া।একই টাইপ পোস্ট না করে,ইউনিক আইডিয়া বের করে সেটা নিয়ে পোস্ট করা।

6
এখানে সবাই একে অপরকে সহযোগিতা করার জন্যই আছে।আপনার কোনো সাহায্য বা সমস্যা হলে বিস্তারিত জানাবেন,আশা করি সর্বাত্মক চেষ্টা করব সাহায্য করার।

7
অর্থনৈতিক মন্দার কারনে পুরা বিশ্বের মার্কেটসহ ক্রিপ্টো ডাউন কিন্তু মহামারি অনলাইন ব্যবসায়ীদের জন্য আশীর্বাদস্বরূপ ছিল।

8
ক্রিপ্টো ট্রেডিং দুইভাবে করা যায়।১.ম্যানুয়ালি বা নিজে নিজে এবং ২.রোবট দিয়ে।
যারা নতুন এবং ট্রেড বুঝেননা কিংবা যাদের কাছে মার্কেটে সময় দেয়ার মতো সময় নেই তাদের জন্য রোবট ট্রেডিংই বেস্ট।আপনি যদি নিজে নিজে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ে সর্বোচ্চ জ্ঞান থাকতে হবে,আপনাকে মার্কেটে সময় দিতে হবে,টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বুঝতে হবে।এক্ষেত্রে লস হওয়ারও সম্ভাবনা থাকে।
আর আপনি যদি রোবট দিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে লসের কোনো চান্স নেই।আপনার কাজ রোবট করে দিবে,আপনার ট্রেডিংয়ে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন।আপনাকে জাস্ট BINANCE এ ডলার রাখতে হবে।

9
ক্রিপ্টো-কারেন্সি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা বা অনলাইন মুদ্রা।আমরা এই অনলাইন মুদ্রার মাধ্যমে সহজেই এক দেশ/স্থান থেকে অন্য দেশ/স্থানে মুদ্রা সঞ্চালন করতে পারি। মার্কেটে দুই ধরনের ক্রিপ্টো আছে "স্টাবল" এবং "আনস্টাবল"।আমরা মূলত এই আনস্টাবল ক্রিপ্টোর উপরেই ট্রেডিং করে থাকি।

10
একটা কয়েন নির্বাচিনের আগে বেশকিছু ব্যাপার মাথায় রাখা দরকার।সেসব হলোঃ

১. এটার রিয়েল লাইফ কোনো ব্যাবহার আছে কিনা নাকি শুধু ট্রানসাকশান এর কাজ করে ?
২. টোটাল মার্কেট ক্যাপ কত মানে হলো যেপরিমানে কয়েন আছে তার টোটাল ভ্যালু কত আছে।
৩. মার্কেট এ সাপ্লাই কত আছে ? যেমন doge কয়েন এর ভ্যালু বাড়লেও প্রতিবছর ৫ বিলিয়ন নতুন কয়েন ব্লক এ জমা হচ্ছে এবং দাম পড়ে যাবে তখন। মানে হলো এই কয়েন এর সাপ্লাই আনলিমিটেড। তাই এটা কখনোই খুব ভালো অবস্থানে যাবে না।
৪. মার্কেট এ কত কয়েন সাপ্লাই আছে আর কত আসবে সেটা হলো সার্কুলেশন এবং মাইনিং। Coinmarketcap এ সব তথ্য আছে সুতরাং কোনো কয়েন এর ভ্যালু কম দেখে কিনবেন না বা ভ্যালু বেশি দেখে সেথা থেকে দূরে থাকা ঠিক হবে না।

কয়েন সম্পর্কে জানা হলো পুরা রিসার্চ।সুতরাং কোনো কয়েন কেনার আগে রিসার্চ করা উত্তম।

11
১. কোথা থেকে ডলার কিনবেন বা বিক্রি করবেন:
স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। Binance, Kucoin বা এই জাতীয় মার্কেটে একটা একাউন্ট খুলতে হবে। খোলার পর আপনার একাউন্ট টা ভেরিফাইড করে নিবেন। এ সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউব এ পাবেন।
একাউন্ট করে ডলার গুলো Binance, kucoin এ ডিপোজিট করে নিবেন। এইগুলো খুব সাধারণ ব্যাপার।
এই বার মেইন সাবজেক্ট। আপনাকে binance দিয়ে ই উদাহরণ দেই। এখানে আপনি p2p বলে একটা সুবিধা পাবেন। এখানে আসলে আপনি অনেক লোককেই দেখবেন ডলার কিনছে বা বিক্রি করছে।
 পছন্দ মত রেটে যে কোনো সেলারের কাছে আপনার ডলার যে কোনো পেমেন্ট মেথডে উইথড্র নিয়ে নিন বা ক্রয় করুন।
২. কাদের কাছে সেল করবেন:
নতুনদের ক্ষেত্রে যাদের বাই সেল ১০০ টার মতো সম্পন্ন হয়েছে তাদের সাথে ডিল করা বেটার।
যে সেলারের সাথে ডিল করবেন তার নামের উপর টাচ করলেই আপনাকে তার প্রোফাইলে নিয়ে যাবে। ওইখানে আপনি তার রিভিউ দেখতে পাবেন।

তাই কোন ওয়েবসাইটে, ইনবক্স পার্টিদের , কোনো গ্রুপ , পেজে বা অন্য কোন মাধ্যমে বাই সেল না করে P2P তে আসুন এবং সুরক্ষিত থাকুন।

12
প্লে-টু-আর্ন ( P2E) গেমগুলি হল ভিডিও গেম যেখানে প্লেয়ার বাস্তব-বিশ্ব মূল্যের সাথে ক্রিপ্টো পুরষ্কার পেতে পারে।

যদিও লোকেরা বহু বছর ধরে ভিডিও গেম খেলে অর্থ উপার্জন করছে যেমন "গোল্ড ফার্মিং" এবং ইন-গেম আইটেমগুলির জন্য অনানুষ্ঠানিক মার্কেটপ্লেসে। তবে ব্লকচেইন প্রযুক্তি এবং NFT-এর আবির্ভাব আক্ষরিক অর্থে গেমটি সিস্টেমটিকে আমূল বদলে দিয়েছে।

এনএফটি (NFT), বা নন-ফাঞ্জিবল টোকেনগুলি হল ক্রিপ্টোগ্রাফিকভাবে অনন্য টোকেন যা ছবি বা সঙ্গীতের মতো বিষয়বস্তুর মালিকানা প্রমাণ করতে ব্যবহার করা হচ্ছে। ব্লকচেইন গেমগুলিতে, তারা ব্যবহারকারীদেরকে গেমের আইটেমগুলির মালিকানা নিতে সক্ষম করছে, যেমন ভার্চুয়াল পোশাক বা জমির প্লট। যা এখন বেচাবেনা চলছে। MANA  NFT প্লাটফর্মটি তার মধ্যে নামকরা।

এর মানে হল যে এনএফটিগুলি ইন-গেম আইটেমগুলির প্রতিনিধিত্ব করে যে কোনও এনএফটি মার্কেটপ্লেসে ফিয়াট মুদ্রার জন্য ব্যবসা এবং বিক্রি করা যেতে পারে। সাথে সেই NFT-এর ঘাটতি থাকায়, তাদের বাস্তব-বিশ্বের মূল্য আছে এবং প্রতিনিয়ত যতদিন গড়াচ্ছে বৃদ্ধি পাচ্ছে।

N:B: নতুন Web 3 ভবিষ্যৎ প্রজন্ম ইন্টারনেটের কারনে আমি ব্যক্তিগতভাবে NFT-কে ভালবাসি এবং সমর্থন করি। অনুগ্রহ করে NFT কেনার আগে নিজে নিজে রিসার্চ করবেন।

13
বিটকয়েন বর্তমানে ৩০ হাজারের নিচেও ট্রেড হয়েছে।আমার মনে হই আরো কমতে পারে।

14
আমি ক্রিপ্টোতে নতুন,তবুও আমার মনে হই টেরার দূরদর্শিতার অভাব ছিল।আনলিমিটেড সাপ্লাই হবে এটা কল্পনাও করেনি কেউ।

15
সত্যি বলতে বুল এবং বেয়ার নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই।আমি জানার জন্য নিয়মিত সবই পোষ্ট পড়ছি।

Pages: [1] 2
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod