ইথেরিয়াম তেইশ মারা দিক, তাতে আমার কিছু যায় আশে না। ইথেরিয়ামের লেয়ার টু সলিউশন গুলোর কারনে অনেক ইউজার এক প্রকার বাধ্য হয়ে ইথেরিয়াম ইউজ করে। বর্তমানে ক্রিপ্টো ইউজের ধরন পাল্টে গেছে। মানুষ এখনি ক্রিপ্টো হোল্ড করে বা ইউজ করে টাকা কামানোর জন্য। এখন প্রাইভেসির জন্য ক্রিপ্টো ইউজের সংখ্যা কমে গেছে। আগে মাইনার রা এটা মাইন করে দু-পয়সা কামাতে পারতো, এখন সেই সুযোগ নাই। লাভ যা হয়, তার সবাই বুটেরিনের আর তার কোম্পানির লোকজনের। তাইলে হুদাই ইথেরিয়ামের পেছনে ছুটে লাভ আছে?
বাদ দেন ভাই।