Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Bd officer on February 05, 2024, 12:11:18 PM

Title: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Bd officer on February 05, 2024, 12:11:18 PM
আফগানিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের টেস্ট সিরিজ ম্যাচ শেষ। আফগানিস্তান প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৩৯ রান করেছিলেন। শ্রীলঙ্কা প্রথম ইনিংসের পিছিয়ে থাকা রান নিয়ে, অনেক রানে এগিয়ে ছিলেন। আফগানিস্তান ২য় ইনিংসে ২৯৬ রান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবসতে বেশি রানের টার্গেট না দেওয়ায় তারা ম্যাচটিতে পরাজিত হয়েছে।
(https://www.talkimg.com/images/2024/02/05/vmESG.jpeg)


ইংল্যান্ড ও ইন্ডিয়ার মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া জয়লাভ ১০৬ রানে জিতেছে। ইন্ডিয়া  ১ম ও ২য় ইনিংসে যথাক্রমে ৩৯৬&২৫৫ রানে করেছিলেন। ইংল্যান্ড ১ম ও ২য় ইনিংসে যথাক্রমে ২৫৩&২৯২ রান করেছেন।
(https://www.talkimg.com/images/2024/02/05/vmIsD.jpeg)
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Mr.Corol on February 13, 2024, 04:32:05 AM
আজকে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড মাঝে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছিল। তাদের মাঝে প্রথম একটি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে নিউজিল্যান্ড বড় ব্যবধানে জয়লাভ করেছে।

আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে  সাউথ আফ্রিকা কে জিততে হবে। আজকে প্রথমে ব্যাট করতেছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এই মুহুর্তে ৬ উইকেট হাড়িয়ে ১৫০ রান করেছে। মনে হচ্ছে তারা আজকে অল আউট হয়ে যাবে।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Bd officer on March 12, 2024, 08:28:01 AM
এরই মধ্যেই কতগুলো টেস্ট ম্যাচ হয়ে গেলো, আমাদের লোকাল দেখি খেলাধুলা বিষয় নিয়ে খুব একটা পোস্ট করা হয় না। যাইহোক, যেহেতু খেলাধুলা বিষয়ে টপিক ক্রিয়েট করা হয়েছে, আমাদের লোকাল মেম্বাররা চেষ্টা করবেন খেলাধুলা নিয়ে ২ -১ টা পোস্ট করার জন্য। কয়েক দিন পর বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে টেস্ট ম্যাচ হবে। আপনারা সকলেই বাংলা বোর্ডে পোস্ট করার চেষ্টা করবেন।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: kulkhan on March 22, 2024, 04:34:17 PM
 বাংলাদেশ ভার্সেস শ্রীলংকা প্রথম টেস্ট ম্যাচ সিলেটের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে।  তারা ৫৭ রানের ভিতরে পাঁচ উইকেট হারায়। কিন্তু ষষ্ঠ উইকেটে এসে তারা আবার ঘুরে দাঁড়ায়। ধনঞ্জয় সিলভা এবং কামিনদু মেন্ডিস। অসাধারণ ব্যাটিং নৈপূন্য দেখায়। তারা জোড়া সেঞ্চুরি করে। যার উপর ভর করে তারা ২৮০ রান করতে সক্ষম হয়। পরে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে ৩২ রানে তিন উইকেট হারায়। এখনো পর্যন্ত বাংলাদেশ দল ২৪৮ রান পিছিয়ে থেকে দিন শেষ করে।
আমি মনে করি এই টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিতবে।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Learn Bitcoin on March 24, 2024, 08:00:15 AM
আমি মনে করি এই টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিতবে।

আমার মনে হয় আজকের খেলা দেখার পর আপনার মতামত চেন্জ হওয়ার কথা। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে গো হারা হেরে উইকেট দিয়ে ১৮৮ রানে অল আউট হয়েছে, কোনো ভাবেই মনে হয়নি তারা ফাইট করতে চায়। একমাত্র তাইজুল, যাকে নাইট ওয়াচম্যান হিসাবে নামানো হয়েছিলো, সেই ব্যাটার রান করেছে। আর প্রতিষ্ঠিত ব্যাটারদের ব্যাটে কোনো রান নেই।

লংকান রা আজকে যেভাবে ব্যাট করছে, মনে হচ্ছে তারা ৫০০ রানের টার্গেট সেট করে তারপর মাঠ ছাড়বে। বাংলাদেশের বোলারদেরকে আপাতত দিশেহারা মনে হচ্ছে। লংকানদের অলরেডি ৩৩৯ রানের লিড হয়ে গেছে। এখানেই ইনিংস ঘোষনা করে দিলে বাংলাদেশ হেরে যাবে। আর বেশি রান যেগুলো থাকবে, সেগুলো হুদাই।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Paragon2 on March 26, 2024, 09:42:55 AM
(https://www.talkimg.com/images/2024/03/26/J0lho.jpeg)

আমি বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচটি দেখেছি এবং
বাংলাদেশ এতটাই বাজে পারফরম্যান্স করেছে যে তা ধারণা করতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড় গুলো মূলত ঝড়ের গতিতে চলতে পারে, কেননা যেদিন উইকেট যেতে শুরু করে সেদিন একজন ব্যাটসম্যানের ধৈর্য সহকারে ব্যাটিং পারফরম্যান্স করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করুন এই ম্যাচ টেস্ট ম্যাচ বলে মনে হয় না আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: JISAN on March 27, 2024, 12:21:48 AM
(https://www.talkimg.com/images/2024/03/26/J0lho.jpeg)

আমি বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচটি দেখেছি এবং
বাংলাদেশ এতটাই বাজে পারফরম্যান্স করেছে যে তা ধারণা করতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড় গুলো মূলত ঝড়ের গতিতে চলতে পারে, কেননা যেদিন উইকেট যেতে শুরু করে সেদিন একজন ব্যাটসম্যানের ধৈর্য সহকারে ব্যাটিং পারফরম্যান্স করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করুন এই ম্যাচ টেস্ট ম্যাচ বলে মনে হয় না আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
এই ম্যাচটাতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করেন আর তারা ২৮০ রান করেছিলো আর বাংলাদেশ করেছিলো ১৮৮ এখনেও বাংলাদেশ যথেষ্ট খারাপ খেলেছিলো এবং পরবর্তীতে ২য় ইনিংসে শ্রীলঙ্কা রান করলো ৪১৮ আর বাংলাদেশ চাপে পড়ে গেলো ৫১০ রানের। যেখানে বাংলাদেশ ২৮০ রানের টার্গেট অতিক্রম করতে পারেনি ১ম ইনিংসে সেখানে ৫১০ রান কিভাবে কভার করবে সেই সময় থেকেই বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারের মধ্যে কোনো প্রকার কনফিডেন্স ছিলো না৷ তারা এই ম্যাচ নিয়ে শুরু থেকেই হতাশ ছিলো তাই বাংলাদেশ জঘন্যভাবে ম্যাচ হেড়েছেন। এটা বাংলাদেশের জন্য নতুন না। এরা এ তরফা খেলেন। যেদিন ভালো খেলে তো অনেক ভালো আর যেদিন খারাপ খেলেন তো পুরাই জঘন্য
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: moonstar24 on March 29, 2024, 04:53:39 AM
(https://www.talkimg.com/images/2024/03/26/J0lho.jpeg)

আমি বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচটি দেখেছি এবং
বাংলাদেশ এতটাই বাজে পারফরম্যান্স করেছে যে তা ধারণা করতে পারেনি। বাংলাদেশের খেলোয়াড় গুলো মূলত ঝড়ের গতিতে চলতে পারে, কেননা যেদিন উইকেট যেতে শুরু করে সেদিন একজন ব্যাটসম্যানের ধৈর্য সহকারে ব্যাটিং পারফরম্যান্স করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করুন এই ম্যাচ টেস্ট ম্যাচ বলে মনে হয় না আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
এই ম্যাচটাতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করেন আর তারা ২৮০ রান করেছিলো আর বাংলাদেশ করেছিলো ১৮৮ এখনেও বাংলাদেশ যথেষ্ট খারাপ খেলেছিলো এবং পরবর্তীতে ২য় ইনিংসে শ্রীলঙ্কা রান করলো ৪১৮ আর বাংলাদেশ চাপে পড়ে গেলো ৫১০ রানের। যেখানে বাংলাদেশ ২৮০ রানের টার্গেট অতিক্রম করতে পারেনি ১ম ইনিংসে সেখানে ৫১০ রান কিভাবে কভার করবে সেই সময় থেকেই বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারের মধ্যে কোনো প্রকার কনফিডেন্স ছিলো না৷ তারা এই ম্যাচ নিয়ে শুরু থেকেই হতাশ ছিলো তাই বাংলাদেশ জঘন্যভাবে ম্যাচ হেড়েছেন। এটা বাংলাদেশের জন্য নতুন না। এরা এ তরফা খেলেন। যেদিন ভালো খেলে তো অনেক ভালো আর যেদিন খারাপ খেলেন তো পুরাই জঘন্য

আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক জঘন্য এবং দুর্নীতিতে ভরপুর, খেলোয়ারদের উন্নতি করার চেয়ে তারা রাজনীতির উন্নতি করে যার কারণে বাংলাদেশ দলের খেলোয়াড় গুলো ভালো পারফরম্যান্স করতে পারে না। এই টেস্ট ম্যাচ এত খারাপ হওয়ার অন্যতম কারণ হলো বাংলাদেশ দলের বোলার মোস্তাফিজুর রহমান তিনি আইপিএল এ যোগ দিয়েছেন যার কারণে এই ম্যাচটিতে বোলিংয়ের দিক থেকে চাপে রাখতে পারেনি শ্রীলংকা দলকে। এজন্যই বাংলাদেশ দল লাস্ট মুহূর্তে ব্যাপক ব্যবধানে হেরে যায়।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Learn Bitcoin on March 31, 2024, 01:53:20 PM
বাংলাদেশ আগের ম্যাচ টা যেভাবে গো হারা হেরেছে, তারপর আর আসলে কিছু বলার থাকে না। হুট করেই সাকিব সিদ্ধান্ত নিলো যে সে শেষ টেষ্ট ম্যাচটি খেলতে চায়। দেখে ভালো লাগলো যে সে টেষ্ট টিমে ফিরেছে। শেষ কবে এরকম ইনিংস দেখেছি মনে পড়ে না। শ্রীলংকার কোনো ব্যাটার সেঞ্চুরী না করেও তারা ৫৩১ রান জমা করেছে প্রথম ইনিংস শেষ করেই। বাংলাদেশের ফিডার খাওয়া বাঘেরা মাঠে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। যদি বাংলাদেশে ভালো ব্যাট করে, তাহলে এই ম্যাচ ড্র হবে। আর যদি খারাপ খেলে তাহলে ২-০ ব্যাবধানে নিজেদের মাটিতে হারবে। যার মতো লজ্জা আর কিছু হতে পারে না। মায়ের দোয়া ক্রিকেট টিম সারা বছরই শুধু শিখতে থাকে। দেখা যাক স্যারেরা এই ম্যাচে কি করে।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: kulkhan on March 31, 2024, 09:34:14 PM
বাংলাদেশ আগের ম্যাচ টা যেভাবে গো হারা হেরেছে, তারপর আর আসলে কিছু বলার থাকে না। হুট করেই সাকিব সিদ্ধান্ত নিলো যে সে শেষ টেষ্ট ম্যাচটি খেলতে চায়। দেখে ভালো লাগলো যে সে টেষ্ট টিমে ফিরেছে। শেষ কবে এরকম ইনিংস দেখেছি মনে পড়ে না। শ্রীলংকার কোনো ব্যাটার সেঞ্চুরী না করেও তারা ৫৩১ রান জমা করেছে প্রথম ইনিংস শেষ করেই। বাংলাদেশের ফিডার খাওয়া বাঘেরা মাঠে নেমে এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। যদি বাংলাদেশে ভালো ব্যাট করে, তাহলে এই ম্যাচ ড্র হবে। আর যদি খারাপ খেলে তাহলে ২-০ ব্যাবধানে নিজেদের মাটিতে হারবে। যার মতো লজ্জা আর কিছু হতে পারে না। মায়ের দোয়া ক্রিকেট টিম সারা বছরই শুধু শিখতে থাকে। দেখা যাক স্যারেরা এই ম্যাচে কি করে।
ভাই আপনি যথার্থই বলেছেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত। দেখা যাক মায়ের দোয়া ক্রিকেট টিম শেষ পর্যন্ত কি করে। সাকিব আল হাসান রাজনীতিতে আসার পর থেকে তার উপরে আমার আস্থা উঠে গেছে। সেই এই টেস্টে ফিরলেও তেমন ভালো কোন অবদান রাখতে পারবে বলে আমি মনে করি না।এবং আমি মনে করি বাংলাদেশ দল টেস্টেও পরাজয় বরণ করবে। কারণ তারা ব্যাট করতে নেমেই অলরেডি এক উইকেট হারিয়েছে মাত্র ৫৫ রানের মধ্যেই।আমার মনে হয়না তারা ড্র পর্যন্ত নিয়ে যেতে পারবে।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Learn Bitcoin on April 01, 2024, 11:18:25 AM
ভাই আপনি যথার্থই বলেছেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত। দেখা যাক মায়ের দোয়া ক্রিকেট টিম শেষ পর্যন্ত কি করে। সাকিব আল হাসান রাজনীতিতে আসার পর থেকে তার উপরে আমার আস্থা উঠে গেছে। সেই এই টেস্টে ফিরলেও তেমন ভালো কোন অবদান রাখতে পারবে বলে আমি মনে করি না।এবং আমি মনে করি বাংলাদেশ দল টেস্টেও পরাজয় বরণ করবে। কারণ তারা ব্যাট করতে নেমেই অলরেডি এক উইকেট হারিয়েছে মাত্র ৫৫ রানের মধ্যেই।আমার মনে হয়না তারা ড্র পর্যন্ত নিয়ে যেতে পারবে।

আজকে বাকি ১২৩ রান করে বাকি ৯ উইকেট হারিয়েছে খেলনা বাঘেরা। মায়েরদোয়া ক্রিকেট টিমের কাছ থেকে এর চাইতে বেশি কিছু কি আশা করা যায়? বাংলাদেশ ২৫ বছর ধরে টেষ্ট খেলা একটা দেশ। এরা আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মতো দলের সাথে অব্দি টেষ্ট ম্যাচ হারে। এরা যে শ্রীলংকার সাথেও হারবে, এটাই তাদের কাছে আশা করা উচিৎ। একই পিচে শ্রীলংকা ব্যাট করে ৫৩১ রান করেছে, আর আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম ১৭৮ রান করে অল আউট।

চাইলেই শ্রীলংকা বাংলাদেশকে ফলো অন এ ব্যাট করতে পাঠাতে পারতো। কিন্তু শ্রীলংকা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কি বুঝে আমার কোনো ধারনা নেই। একই পিচে আজকে আবার শ্রীলংকা ব্যাট করছে। দেখেন আবার কতো রান করে টার্গেট দেয়।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Learn Bitcoin on April 02, 2024, 10:29:38 AM
গতকাল শ্রীলংকা ব্যাট করতে নেমেছে এই ভেবে যে তারা উড়াধুড়া ব্যাট করে আরো ২০০ রান এড করে ইনিংস ঘোষনা করবে। ইনিংস তারা ঘোষনা করেছে ঠিকই। তবে শ্রীলংকা কালকে ৭ উইকেট হারিয়ে ফেলেছে এই অল্প রান করতে গিয়ে। এর পেছনের কারন হলো তারা আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলো। পিচে একটু পরিবর্তন হতে পারে। তবে এমন কোনো আকাশ পাতাল পরিবর্তন হয়নি যেখানে ব্যাটার দাড়াতে পারবে না।

আমাদের মায়েরদোয়া ক্রিকেট টিমের প্লেয়ার রা এখন অব্দি ১২০ রান করে ফেলেছে এবং এরই সাথে ৩ উইকেট হারিয়েছে। আপাতত সাকিব এবং মমিনুল ইসলাম ব্যাট করছে। দেখা যাক ওনারা ব্যাবধান কতোটা কমাতে পারে। তবে আমি আশা করবো ওনারা ২০০ রান করতে পারবে। ৩০০ রানের হার খুব একটা লজ্জাকর হবে না তাদের জন্য। শ্রীলংকার উচিৎ ছিলো তাদের ফলো অন করানো।
Title: Re: (Test match) টেস্ট ক্রিকেট ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ও আলোচনা 🏏🏏
Post by: Learn Bitcoin on April 03, 2024, 08:44:00 AM
আমাদের মায়েরদোয়া ক্রিকেট টিমের প্লেয়ার রা এখন অব্দি ১২০ রান করে ফেলেছে এবং এরই সাথে ৩ উইকেট হারিয়েছে। আপাতত সাকিব এবং মমিনুল ইসলাম ব্যাট করছে। দেখা যাক ওনারা ব্যাবধান কতোটা কমাতে পারে। তবে আমি আশা করবো ওনারা ২০০ রান করতে পারবে। ৩০০ রানের হার খুব একটা লজ্জাকর হবে না তাদের জন্য। শ্রীলংকার উচিৎ ছিলো তাদের ফলো অন করানো।

আমি বলেছিলাম যে বাংলাদেশ হয়তো ২০০ রান করতে পারবে। আমাকে ভূল প্রমান করার জন্য বাংলাদেশ টিম কে ধন্যবাদ। মিরাজ একজন সঙ্গীর অভাবে সেঞ্চুরী করতে পারে নাই। মাহমুদ বেশ কিছু সময় ক্রিজে থেকেছে, কিন্তু তারপর ২য় নতুন বলে খালেদ আর ক্রিজে টিকে থাকতে পারেনি। এই টেষ্ট সিরিজে বাংলাদেশ টিম প্রথম বারের মতো করে ২০০ রান ক্রস করেছে। একই সাথে প্রথমবারের মতো ৩০০ রান ক্রস করেছে।

নিজেদের মাটিতে এভাবে টেষ্ট সিরিজ হারার পর সিলেক্টরদের প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে আছি। আমি ক্যাপ্টেনের কাছেও শুতে চাই যে ওনাদের এরকম ভরাডুবির কারন কি? ওনারা আর কতোকাল এভাবে প্রতি ম্যাচেই শিখতে নামবে?