Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on February 04, 2024, 02:23:02 PM

Title: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: JISAN on February 04, 2024, 02:23:02 PM
আমরা কমবেশি সবাই ক্রিকেট খেলা পছন্দ করি এবং এগুলো নিয়ে আলোচনা করতেও অনেক পছন্দ করি তাই এই আলোচনা যদি হয় লোকাল ভাষায় তাহলে তা আরো অনেক ভালো হয় ও আমরা মনের ভাব অনেক ভালোভাবে প্রকাশ করতে পারবো। তাই আপনারা এখানে ODI ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের যেহেতু লোকাল বোর্ড আছে তাই T-20, Test এগুলো নিয়ে আলাদা টপিক করবো। তাগলে আলোচনা করতে আরো সুবিধা হবে। তাহলে চলুন আলোচনা করি...

BPL ম্যাচ ডিস্কাসন টপিক -  https://www.altcoinstalks.com/index.php?topic=314425.0
T-20 ম্যাচ ডিস্কাসন টপিক-  https://www.altcoinstalks.com/index.php?topic=317322.0
Test ম্যাচ ডিস্কাসন টপিক- https://www.altcoinstalks.com/index.php?topic=317037.0

Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 04, 2024, 03:49:27 PM
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আলাদাভাবে টপিক ক্রিয়েট করেছেন।

যাইহোক আজকে একটি আকর্ষণীয় ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে। আজকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি, কিন্তু বোলাররা অনেক ভালো করেছে। অস্ট্রেলিয়ার বোলার Josh Hazlewood নিয়েছেন ৩ উইকেট ও Sean Abbott তিনিও ৩ উইকেট নিয়েছেন। যাই হোক ৩য় ম্যাচ ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আশা করা যায় অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেও জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Perfect540 on February 04, 2024, 06:12:49 PM
আমরা কমবেশি সবাই ক্রিকেট খেলা পছন্দ করি এবং এগুলো নিয়ে আলোচনা করতেও অনেক পছন্দ করি তাই এই আলোচনা যদি হয় লোকাল ভাষায় তাহলে তা আরো অনেক ভালো হয় ও আমরা মনের ভাব অনেক ভালোভাবে প্রকাশ করতে পারবো। তাই আপনারা এখানে ODI ম্যাচগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাদের যেহেতু লোকাল বোর্ড আছে তাই T-20, Test এগুলো নিয়ে আলাদা টপিক করবো। তাগলে আলোচনা করতে আরো সুবিধা হবে। তাহলে চলুন আলোচনা করি...

BPL ম্যাচ ডিস্কাসন টপিক -  https://www.altcoinstalks.com/index.php?topic=314425.0
T-20 ম্যাচ ডিস্কাসন টপিক- আপডেট করা হবে
Test ম্যাচ ডিস্কাসন টপিক- আপডেট করা হবে
যাহোক মডারেটর ভাইকে অনেক ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না। এখানে Cricket নিয়ে আলোচনা করার অনেক প্রয়োজন ছিল তাই আপাতত মডারেটর ভাইকে প্রয়োজন ছিল এরকম একটি গুরুত্বপূর্ণ টপিক খোলা। আজ থেকে আমরা বিভিন্ন ক্রিকেট সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলাপ করতে পারবো। ক্রিকেট নিয়ে আমাদের মনের ভাব ও অনুভূতি এখানে শেয়ার করতে পারব।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 05, 2024, 12:16:05 PM
India 106 রান এ ২য় টেষ্ট জিতে সিরিজ এ সমতায় ফিরলো। Jaisawal এর অসধারন ডাবল হান্ড্রেড এ বিশাল ব্যবধানে ইন্ডিয়া ম্যাচটি জিতে নিলো।
২য় ইনিংস এ Jasprit Bumrah এবং Aswin দুজলে মিলে নিয়েছে ৩ উইকেট করে এবং মুকেশ কুমার, কুলডিব, Axal patel এরা মিলে নিয়েছে ১ উইকেট করে।

IND 396,255
ENG 253' 292

IND Won BY 106 Runs
আপনি কী এই টিপিকের শিরোনাম পড়েছেন? যাইহোক এই টিপিক টা মুলত ODI ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য খোলা হয়েছে। এর পরবর্তীতে পোস্ট করলে অবশ্যই শিরোনাম দেখে পোস্ট করবেন। আমি ইতিপুর্বে টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য টপিক খুলেছি। টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=317037.0
মডারেটর ভাইকে অনুরোধ করবো আমার এই টপিক লিংক টা আপনার পোস্টে এড করে দিবেন।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: JISAN on February 05, 2024, 12:57:11 PM
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আলাদাভাবে টপিক ক্রিয়েট করেছেন।

যাইহোক আজকে একটি আকর্ষণীয় ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে। আজকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি, কিন্তু বোলাররা অনেক ভালো করেছে। অস্ট্রেলিয়ার বোলার Josh Hazlewood নিয়েছেন ৩ উইকেট ও Sean Abbott তিনিও ৩ উইকেট নিয়েছেন। যাই হোক ৩য় ম্যাচ ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আশা করা যায় অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেও জিতবে এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে।
আসলে ক্রিকেট খেলার মধ্যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অনেক বেশি পারদর্শী এবং তাদেরকে প্রায় সকল ম্যাচে অনেক ভালো খেলতে দেখা যায়। অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতবে তা অনেকটা নিশ্চিত ছিলো আর তার অনেক রানের ব্যবধানে ম্যাচ জিতেছে। ODI ম্যাচ হিসেবে এই ম্যাচে টার্গেট হওয়া উচিত  ছিলো ৩০০ রানের উপরে তবে অস্ট্রেলিয়া মাত্র ২৫৮ রানে টার্গেট দিছিলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই সুযোগ কাজে লাগাতে পারেনাই। তারা করতে পেরেছিল মাত্র ১৭৫ রান এর থেকে বেশি রান T20 ম্যাচেও দেখা যায়

India 106 রান এ ২য় টেষ্ট জিতে সিরিজ এ সমতায় ফিরলো। Jaisawal এর অসধারন ডাবল হান্ড্রেড এ বিশাল ব্যবধানে ইন্ডিয়া ম্যাচটি জিতে নিলো।
২য় ইনিংস এ Jasprit Bumrah এবং Aswin দুজলে মিলে নিয়েছে ৩ উইকেট করে এবং মুকেশ কুমার, কুলডিব, Axal patel এরা মিলে নিয়েছে ১ উইকেট করে।

IND 396,255
ENG 253' 292

IND Won BY 106 Runs
আপনি কী এই টিপিকের শিরোনাম পড়েছেন? যাইহোক এই টিপিক টা মুলত ODI ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য খোলা হয়েছে। এর পরবর্তীতে পোস্ট করলে অবশ্যই শিরোনাম দেখে পোস্ট করবেন। আমি ইতিপুর্বে টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য টপিক খুলেছি। টপিক লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=317037.0
মডারেটর ভাইকে অনুরোধ করবো আমার এই টপিক লিংক টা আপনার পোস্টে এড করে দিবেন।
এড়া আছে পোস্ট তারাতারি বাড়িয়ে র‍্যাংক বাড়ানোর ধান্দায় কারন এখনে সিগনেচার আশা শুরু হইছে। তবে এরকম স্পামিং করে লাভ নাই পোস্ট ডিলেট করে দেওয়া হয়। তার এই পোস্টও ডিলেটের লিস্টে পড়ে গেছে
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 06, 2024, 03:37:07 AM
(https://www.talkimg.com/images/2024/02/06/vRVJc.jpeg)
ভারত অনূর্ধ্ব ১৯ বনাম সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু দুই দলই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভালো খেলে আসছে। এবং শক্তির বিচারে আমি মনে করি ভারত অনূর্ধ্ব ১৯ দলের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আপনারা কি মনে করতেছেন? এই দুই দলের মধ্যে কোন দল জিতবে?
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Crypto Library on February 06, 2024, 08:48:10 AM
(https://www.talkimg.com/images/2024/02/06/vRVJc.jpeg)
ভারত অনূর্ধ্ব ১৯ বনাম সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু দুই দলই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভালো খেলে আসছে। এবং শক্তির বিচারে আমি মনে করি ভারত অনূর্ধ্ব ১৯ দলের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আপনারা কি মনে করতেছেন? এই দুই দলের মধ্যে কোন দল জিতবে?
খারাপ বলেন নি আপনি আজকে ভারতের অনূর্ধ্ব ১৯ এবং সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দুইটি দলই প্রায় শক্তি মাত্রা দিক থেকে কাছাকাছি। দুই দলই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে এসেছে। তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ তাদের তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় অর্জন করেছিল এবং একটিতে ইংল্যান্ডের সাথে ডি এল এস মেথড এর কারণে হেরেছিল। যদিও ভারতের বর্তমান পারফরমেন্স অন্যান্য টিমগুলোর থেকে ভালো তারপরেও আমি বলব আজকের ম্যাচটি অনেকটাই  অনেকটাই আনপ্রেডিক্টেবল। 
দেখা যাক আজকে কে যেতে তবে আজকের ম্যাচে যে টিম জিতবে সেই টিমই মনে হচ্ছে এবারের আই সি সি অনূর্ধ্ব ১৯ কার্ডটি নিতে যাচ্ছে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Paragon2 on February 06, 2024, 11:11:11 AM
(https://www.talkimg.com/images/2024/02/06/vRVJc.jpeg)
ভারত অনূর্ধ্ব ১৯ বনাম সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু দুই দলই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভালো খেলে আসছে। এবং শক্তির বিচারে আমি মনে করি ভারত অনূর্ধ্ব ১৯ দলের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আপনারা কি মনে করতেছেন? এই দুই দলের মধ্যে কোন দল জিতবে?

আমি ভারত অনূর্ধ্ব ১৯ দলকে সাপোর্ট করি কারণ ভারত দলে রয়েছে অনেক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য খেলোয়ার যাদের পারফর্মেন্স প্রত্যেক ম্যাচেই ভালো। অনেক ভালো পারফরম্যান্স করে ভারত দলকে সেমিফাইনালে নিয়ে এসেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল আজকে ভালো পারফরমেন্স করতে পারছে না যদিও উইকেট হাতে রয়েছে কিন্তু রান সংগ্রহের দিক থেকে এগিয়ে যেতে পারেনি।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 06, 2024, 12:47:51 PM
আমি ভারত অনূর্ধ্ব ১৯ দলকে সাপোর্ট করি কারণ ভারত দলে রয়েছে অনেক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য খেলোয়ার যাদের পারফর্মেন্স প্রত্যেক ম্যাচেই ভালো। অনেক ভালো পারফরম্যান্স করে ভারত দলকে সেমিফাইনালে নিয়ে এসেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল আজকে ভালো পারফরমেন্স করতে পারছে না যদিও উইকেট হাতে রয়েছে কিন্তু রান সংগ্রহের দিক থেকে এগিয়ে যেতে পারেনি।
আজকে ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ দল টসে জিতে বোলিং নিয়েছিলো। যাই হোক সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল নির্ধারিত ওভারে ২৪৪ রান সংগ্রহ করেছে। সাউথ আফ্রিকায় যেহেতু শক্তিশালী দল, তাই আমার মনে হয় এই স্কোরে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তবে ইন্ডিয়া ব্যাটিং লাইন আপ দল, তাই ইন্ডিয়ার ২৪৫ রানের টার্গেট তাড়া করতে সক্ষমতা রয়েছে। তবে আমি মনে করি টার্গেটে ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ দল জিততে পারবে। দেখা যাক আজকে কোন দল ফাইনালে উঠতে পারে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Juwel15 on February 06, 2024, 03:30:07 PM
India U19 এখন মোটামুটি অনেক ভালো পজিশন এ আছে। তাদের জেতার জন্য ১৭ ওভারে ৯৮ রানের প্রয়োজন এবং হাতে আছে ৬ উইকেট।
যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে অনায়াসে ইন্ডিয়া ম্যাচটি জিতে নিতে পারে।

তবে আমি একজন বাংলাদেশি হিসাবে কখনোই ভারত কে সাপোর্ট করি না। আমি অবশ্যই চাইবো সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে ফাইনাল এ উঠুক।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Crypto Library on February 06, 2024, 08:32:07 PM
India U19 এখন মোটামুটি অনেক ভালো পজিশন এ আছে। তাদের জেতার জন্য ১৭ ওভারে ৯৮ রানের প্রয়োজন এবং হাতে আছে ৬ উইকেট।
যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে অনায়াসে ইন্ডিয়া ম্যাচটি জিতে নিতে পারে।

তবে আমি একজন বাংলাদেশি হিসাবে কখনোই ভারত কে সাপোর্ট করি না। আমি অবশ্যই চাইবো সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে ফাইনাল এ উঠুক।
ম্যাচটিতে অবশেষে ভারতের অনূর্ধ্ব ১৯ দলই জয় অর্জন করেছে অতএব সেমিফাইনাল ম্যাচ কমপ্লিট করে ভারত এখন ফাইনালে টিকিট হাতে পেয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটা ভালোই প্রতিদ্বন্দ্বিতা মূলক হয়েছে আমি দুই দলের পারফরমেন্স কে ভালো বলবো তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দল যদি ব্যাটিং এর সময় আরো কিছু রান বেশি দিতে পারতো তাহলে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি যেটা কঠিন হতো ।
কারণ ইন্ডিয়া অনেকটা ম্যাচের শেষের দিকে জিতেছে কারণ বল আর মাত্র সাতটি বাকি ছিল আর অন্যদিকে তাদের উইকেট আটটি পড়ে গিয়েছিল যাই হোক এবারের ওয়ার্ল্ডকাপে মোস্ট ফেভারিট টিম ইন্ডিয়া অনূর্ধ্ব 19 আর আমি মনে করি এবারে কাপটিও ইন্ডিভিরা নিতে পারবে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 07, 2024, 03:24:46 AM
ম্যাচটিতে অবশেষে ভারতের অনূর্ধ্ব ১৯ দলই জয় অর্জন করেছে অতএব সেমিফাইনাল ম্যাচ কমপ্লিট করে ভারত এখন ফাইনালে টিকিট হাতে পেয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটা ভালোই প্রতিদ্বন্দ্বিতা মূলক হয়েছে আমি দুই দলের পারফরমেন্স কে ভালো বলবো তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দল যদি ব্যাটিং এর সময় আরো কিছু রান বেশি দিতে পারতো তাহলে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি যেটা কঠিন হতো ।
কারণ ইন্ডিয়া অনেকটা ম্যাচের শেষের দিকে জিতেছে কারণ বল আর মাত্র সাতটি বাকি ছিল আর অন্যদিকে তাদের উইকেট আটটি পড়ে গিয়েছিল যাই হোক এবারের ওয়ার্ল্ডকাপে মোস্ট ফেভারিট টিম ইন্ডিয়া অনূর্ধ্ব 19 আর আমি মনে করি এবারে কাপটিও ইন্ডিভিরা নিতে পারবে।
ভাই আপনি ঠিকই বলেছেন, যেহেতু ভারত সেমিতে জিতেছে, আশা করা এবারের চ্যাম্পিয়ন হবে। ভারত এখন পর্যন্ত এক ম্যাচেও পরাজিত হয় নাই। ভারত অনূর্ধ্ব ১৯ দল এবার চ্যাম্পিয়ন হতে পারলে অপরাজিতা চ্যাম্পিয়ন হবে। তবে দেখা যাক দ্বিতীয় দল হিসেবে কোন দল ফাইনালে উঠতে পারে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Perfect540 on February 09, 2024, 03:42:36 PM
ম্যাচটিতে অবশেষে ভারতের অনূর্ধ্ব ১৯ দলই জয় অর্জন করেছে অতএব সেমিফাইনাল ম্যাচ কমপ্লিট করে ভারত এখন ফাইনালে টিকিট হাতে পেয়ে গিয়েছে। আজকের এই ম্যাচটা ভালোই প্রতিদ্বন্দ্বিতা মূলক হয়েছে আমি দুই দলের পারফরমেন্স কে ভালো বলবো তবে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দল যদি ব্যাটিং এর সময় আরো কিছু রান বেশি দিতে পারতো তাহলে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি যেটা কঠিন হতো ।
কারণ ইন্ডিয়া অনেকটা ম্যাচের শেষের দিকে জিতেছে কারণ বল আর মাত্র সাতটি বাকি ছিল আর অন্যদিকে তাদের উইকেট আটটি পড়ে গিয়েছিল যাই হোক এবারের ওয়ার্ল্ডকাপে মোস্ট ফেভারিট টিম ইন্ডিয়া অনূর্ধ্ব 19 আর আমি মনে করি এবারে কাপটিও ইন্ডিভিরা নিতে পারবে।
ভাই আপনি ঠিকই বলেছেন, যেহেতু ভারত সেমিতে জিতেছে, আশা করা এবারের চ্যাম্পিয়ন হবে। ভারত এখন পর্যন্ত এক ম্যাচেও পরাজিত হয় নাই। ভারত অনূর্ধ্ব ১৯ দল এবার চ্যাম্পিয়ন হতে পারলে অপরাজিতা চ্যাম্পিয়ন হবে। তবে দেখা যাক দ্বিতীয় দল হিসেবে কোন দল ফাইনালে উঠতে পারে।
দ্বিতীয় দল হিসাবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ফাইনালে উঠেছে। গতকালকে পাকিস্তানে অনূর্ধ্ব ১৯ কে মাত্র এক উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উন্নীত হয়েছে। কালকে অল্পের জন্য জয় পাওয়া অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ফাইনালে মনে হচ্ছে ভারতকে হারাতে পারবে না। তাদের খেলার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হবে। যদি ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয় তাহলে ২০২৩ বিশ্বকাপে ভারতকে হারানোর নীরব প্রতিশোধ নিতে পারবে। এখন ফাইনালে রেজাল্ট দেখার জন্য অপেক্ষা ছাড়া অন্য কোন উপায় নেই।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 09, 2024, 04:07:35 PM
দ্বিতীয় দল হিসাবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ফাইনালে উঠেছে। গতকালকে পাকিস্তানে অনূর্ধ্ব ১৯ কে মাত্র এক উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উন্নীত হয়েছে। কালকে অল্পের জন্য জয় পাওয়া অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ফাইনালে মনে হচ্ছে ভারতকে হারাতে পারবে না। তাদের খেলার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হবে। যদি ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয় তাহলে ২০২৩ বিশ্বকাপে ভারতকে হারানোর নীরব প্রতিশোধ নিতে পারবে। এখন ফাইনালে রেজাল্ট দেখার জন্য অপেক্ষা ছাড়া অন্য কোন উপায় নেই।
ঠিক ২০২৩ সালের বিশ্বকাপের মত অবস্থা হতে চলেছে, আমরা দেখেছি বিশ্বকাপে ইন্ডিয়া ন্যাশনাল টিম অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে এসে ট্রফি জিততে পারে নাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমরা একই পরিস্থিতি দেখতে পারি মনে হয়। দেখা যাক ২০২৩ সালের ন্যাশনাল টিমের ব্যর্থতা, অনূর্ধ্ব ১৯ দল পূরণ করতে পারে কিনা।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: JISAN on February 09, 2024, 06:16:03 PM
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ হলো আজকে শ্রীলঙ্কার একজন প্লেয়ার দুরদান্ত খেলে চমকে দিয়ে একটি রেকর্ড গড়ছে। P Silva একাই ১৩৯ বল খেলে ২১০ রান করে তবুও আউট হয়নাই ৫০ ওভার শেষ না হলে সে আরো রান করতে পারতো। এমন ব্যাটিং পারফরম্যান্স অনেক কমই দেখা যায়। সে একাই শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান করে দিছে। ৩৮১ রানে টার্গেট দিছিলো শ্রীলঙ্কা আফগানিস্তানকে যা আফগানিস্তান কোনোভাবেই পুরন করতে পারবে না। আফগানিস্তানের আর মাত্র ৩ বল আছে খেলার জন্য তবে তাদের করতে হবে ৫০ রান যদি ম্যাচ জিততে চায়। যা দুনিয়া উইলটা গেলেও করা সম্ভব না। এর জন্য শ্রীলঙ্কা গেরান্টি দিয়া এই ম্যাচ জিতবে। আফগান পুরা ৫০ ওভার খেলতে পারলেও তারা রান কালেক্ট করতে পারেনাই সঠিক সময়ে সঠিক পরিমান। এটা আফগানিস্তানের ব্যার্থতা
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 10, 2024, 12:34:37 AM
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ হলো আজকে শ্রীলঙ্কার একজন প্লেয়ার দুরদান্ত খেলে চমকে দিয়ে একটি রেকর্ড গড়ছে। P Silva একাই ১৩৯ বল খেলে ২১০ রান করে তবুও আউট হয়নাই ৫০ ওভার শেষ না হলে সে আরো রান করতে পারতো। এমন ব্যাটিং পারফরম্যান্স অনেক কমই দেখা যায়। সে একাই শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান করে দিছে। ৩৮১ রানে টার্গেট দিছিলো শ্রীলঙ্কা আফগানিস্তানকে যা আফগানিস্তান কোনোভাবেই পুরন করতে পারবে না। আফগানিস্তানের আর মাত্র ৩ বল আছে খেলার জন্য তবে তাদের করতে হবে ৫০ রান যদি ম্যাচ জিততে চায়। যা দুনিয়া উইলটা গেলেও করা সম্ভব না। এর জন্য শ্রীলঙ্কা গেরান্টি দিয়া এই ম্যাচ জিতবে। আফগান পুরা ৫০ ওভার খেলতে পারলেও তারা রান কালেক্ট করতে পারেনাই সঠিক সময়ে সঠিক পরিমান। এটা আফগানিস্তানের ব্যার্থতা
খেলাটি আমার কাছে বেশ প্রতিযোগিতামূলক মনে হয়েছে, যদিও আফগানিস্তান হেরেছে কিন্তু তারা ৩৩৯ রান সংগ্রহ করেছিল। যদি আফগানিস্তানে প্রথম চারজন ব্যাটসম্যান ভালো করে যেতে পারতো তাহলে হয়তো কিছুটা চমক দেখা যেতে। তবে ৩৮১ চেঞ্জ করে জয়লাভ করা যেকোনো দলের পক্ষেই কঠিন। আফগানিস্তানের হয়ে Mohammad Nabi ও Azmatullah Omarzai দুজনে ভালো খেলেছে, দুজনে যথাক্রমে ১৩৬ ও ১৫৯ রান করেছে। শ্রীলঙ্কা বিশাল রানের টার্গেট দিয়ে মাত্র ৪৯ রানে জিতেছে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Perfect540 on February 10, 2024, 02:33:17 AM
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ হলো আজকে শ্রীলঙ্কার একজন প্লেয়ার দুরদান্ত খেলে চমকে দিয়ে একটি রেকর্ড গড়ছে। P Silva একাই ১৩৯ বল খেলে ২১০ রান করে তবুও আউট হয়নাই ৫০ ওভার শেষ না হলে সে আরো রান করতে পারতো। এমন ব্যাটিং পারফরম্যান্স অনেক কমই দেখা যায়। সে একাই শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান করে দিছে। ৩৮১ রানে টার্গেট দিছিলো শ্রীলঙ্কা আফগানিস্তানকে যা আফগানিস্তান কোনোভাবেই পুরন করতে পারবে না। আফগানিস্তানের আর মাত্র ৩ বল আছে খেলার জন্য তবে তাদের করতে হবে ৫০ রান যদি ম্যাচ জিততে চায়। যা দুনিয়া উইলটা গেলেও করা সম্ভব না। এর জন্য শ্রীলঙ্কা গেরান্টি দিয়া এই ম্যাচ জিতবে। আফগান পুরা ৫০ ওভার খেলতে পারলেও তারা রান কালেক্ট করতে পারেনাই সঠিক সময়ে সঠিক পরিমান। এটা আফগানিস্তানের ব্যার্থতা
খেলাটি আমার কাছে বেশ প্রতিযোগিতামূলক মনে হয়েছে, যদিও আফগানিস্তান হেরেছে কিন্তু তারা ৩৩৯ রান সংগ্রহ করেছিল। যদি আফগানিস্তানে প্রথম চারজন ব্যাটসম্যান ভালো করে যেতে পারতো তাহলে হয়তো কিছুটা চমক দেখা যেতে। তবে ৩৮১ চেঞ্জ করে জয়লাভ করা যেকোনো দলের পক্ষেই কঠিন। আফগানিস্তানের হয়ে Mohammad Nabi ও Azmatullah Omarzai দুজনে ভালো খেলেছে, দুজনে যথাক্রমে ১৩৬ ও ১৫৯ রান করেছে। শ্রীলঙ্কা বিশাল রানের টার্গেট দিয়ে মাত্র ৪৯ রানে জিতেছে।
আফগানিস্তান 42 রানে পরাজিত হয়েছে এবং সে ক্ষেত্রে আফগানিস্তানের কোন কিছুই করার ছিল না। ৫৫ রানে ৫ উইকেটের পতনের পর একটি দল আর কত ভালো পারফরম্যান্স করবে। বাংলাদেশ হলে ১০০ রান নিতে পারতো কিনা সন্দেহ আছে তবে আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও আজমতুল্লাহ ওমরজাই এরা দুজনে যথাক্রমে ১৩৬ রান ও 149 রানের ইনিংস খেলে আফগানিস্তানকে একটি বিশাল ব্যবধানের পরাজয় থেকে রেহাই দিয়েছেন। এদের ২৪২ রানের জুটিটি আমার মনে হয় আফগানিস্তানের একটু উল্লেখযোগ্য রেকর্ড হয়েছে কিনা বলতে পারলাম না। আফগানিস্তান পরবর্তী দুটো ম্যাচে যদি জয়ের দ্বারা ফিরতে পারে তাহলে হয়তো খারাপ কিছু হবে না।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: JISAN on February 10, 2024, 11:47:16 AM
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ হলো আজকে শ্রীলঙ্কার একজন প্লেয়ার দুরদান্ত খেলে চমকে দিয়ে একটি রেকর্ড গড়ছে। P Silva একাই ১৩৯ বল খেলে ২১০ রান করে তবুও আউট হয়নাই ৫০ ওভার শেষ না হলে সে আরো রান করতে পারতো। এমন ব্যাটিং পারফরম্যান্স অনেক কমই দেখা যায়। সে একাই শ্রীলঙ্কার অর্ধেকের বেশি রান করে দিছে। ৩৮১ রানে টার্গেট দিছিলো শ্রীলঙ্কা আফগানিস্তানকে যা আফগানিস্তান কোনোভাবেই পুরন করতে পারবে না। আফগানিস্তানের আর মাত্র ৩ বল আছে খেলার জন্য তবে তাদের করতে হবে ৫০ রান যদি ম্যাচ জিততে চায়। যা দুনিয়া উইলটা গেলেও করা সম্ভব না। এর জন্য শ্রীলঙ্কা গেরান্টি দিয়া এই ম্যাচ জিতবে। আফগান পুরা ৫০ ওভার খেলতে পারলেও তারা রান কালেক্ট করতে পারেনাই সঠিক সময়ে সঠিক পরিমান। এটা আফগানিস্তানের ব্যার্থতা
খেলাটি আমার কাছে বেশ প্রতিযোগিতামূলক মনে হয়েছে, যদিও আফগানিস্তান হেরেছে কিন্তু তারা ৩৩৯ রান সংগ্রহ করেছিল। যদি আফগানিস্তানে প্রথম চারজন ব্যাটসম্যান ভালো করে যেতে পারতো তাহলে হয়তো কিছুটা চমক দেখা যেতে। তবে ৩৮১ চেঞ্জ করে জয়লাভ করা যেকোনো দলের পক্ষেই কঠিন। আফগানিস্তানের হয়ে Mohammad Nabi ও Azmatullah Omarzai দুজনে ভালো খেলেছে, দুজনে যথাক্রমে ১৩৬ ও ১৫৯ রান করেছে। শ্রীলঙ্কা বিশাল রানের টার্গেট দিয়ে মাত্র ৪৯ রানে জিতেছে।
আফগানিস্তান 42 রানে পরাজিত হয়েছে এবং সে ক্ষেত্রে আফগানিস্তানের কোন কিছুই করার ছিল না। ৫৫ রানে ৫ উইকেটের পতনের পর একটি দল আর কত ভালো পারফরম্যান্স করবে। বাংলাদেশ হলে ১০০ রান নিতে পারতো কিনা সন্দেহ আছে তবে আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও আজমতুল্লাহ ওমরজাই এরা দুজনে যথাক্রমে ১৩৬ রান ও 149 রানের ইনিংস খেলে আফগানিস্তানকে একটি বিশাল ব্যবধানের পরাজয় থেকে রেহাই দিয়েছেন। এদের ২৪২ রানের জুটিটি আমার মনে হয় আফগানিস্তানের একটু উল্লেখযোগ্য রেকর্ড হয়েছে কিনা বলতে পারলাম না। আফগানিস্তান পরবর্তী দুটো ম্যাচে যদি জয়ের দ্বারা ফিরতে পারে তাহলে হয়তো খারাপ কিছু হবে না।
খেলার প্রথম দিকে তাদের পারফরম্যান্স ভালো ছিলো না এর জন্য তাদের এমন পরিস্থিতিতে পারতে হয়েছে। আর যখন তারা মাত্র ৫৫ রানেই উইকেট হারিয়েছে ৫ টা তখন তারা চার/ছয় এর চিন্তা বাদ দিয়া উইকেট বাচাইয়া খেলার দিকে বেশি নজর দেয় যার কারনে এদিকে ওভার শেষ হইয়া যায় কিন্তু তাদের টার্গেট পুরন করতে পারে না। প্রথমেই তাদের উইকেট দ্রুত হারানোর জন্য তাদের কনফিডেন্স যায় নষ্ট হইয়া। এর ফলাফল তাদের ম্যাচ হারতে হয়। এমনিতেও শ্রীলঙ্কার অনেক ভালো খেলে এর মধ্যে যখন আফগানিস্তান উইকেট হারাইয়া দুর্বল হইয়া পরে তখন শ্রীলঙ্কার মধ্যে আরো বেশি কনফিডেন্স আসে ও ভালো বোলিং করে ম্যাচ একটা ভালো রানের ব্যবধানে জিতে যায়।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: AirtelBuzz on February 10, 2024, 02:42:24 PM
খেলার প্রথম দিকে তাদের পারফরম্যান্স ভালো ছিলো না এর জন্য তাদের এমন পরিস্থিতিতে পারতে হয়েছে। আর যখন তারা মাত্র ৫৫ রানেই উইকেট হারিয়েছে ৫ টা তখন তারা চার/ছয় এর চিন্তা বাদ দিয়া উইকেট বাচাইয়া খেলার দিকে বেশি নজর দেয় যার কারনে এদিকে ওভার শেষ হইয়া যায় কিন্তু তাদের টার্গেট পুরন করতে পারে না। প্রথমেই তাদের উইকেট দ্রুত হারানোর জন্য তাদের কনফিডেন্স যায় নষ্ট হইয়া। এর ফলাফল তাদের ম্যাচ হারতে হয়। এমনিতেও শ্রীলঙ্কার অনেক ভালো খেলে এর মধ্যে যখন আফগানিস্তান উইকেট হারাইয়া দুর্বল হইয়া পরে তখন শ্রীলঙ্কার মধ্যে আরো বেশি কনফিডেন্স আসে ও ভালো বোলিং করে ম্যাচ একটা ভালো রানের ব্যবধানে জিতে যায়।
আমার মনে হয় শ্রীলঙ্কা খুব একটা বেশি ব্যবধানে জয়লাভ করতে পারে নাই তারা মাত্র ৪২ রানে জয়লাভ করছে আফগানিস্তানের বিপক্ষে। আমি যখন এই ম্যাচটা টিভিতে উপভোগ করছিলাম তখন খুবই ভালো লাগছিল বিশেষ করে শ্রীলংকান ব্যাটসম্যানদের ব্যাটিং দেইখা। যেখানে আবিষ্কা ফের্নান্দ অত্যন্ত মারমুখী ভূমিকায় অবতীর্ণ হইছিল যার ফলস্বরূপ সে ২১০ রানের একটি বিশাল ইনিংস খেলেছে হয়তো তার এই ব্যাটিং এর সুবাদে শ্রীলঙ্কা দল ৩০০ প্লাস রান করতে সক্ষম হইছে।

তারপরে ব্যাটিং করতে আসে আফগানিস্তান দল তাদের প্রথম দিকে খুবই খারাপ অবস্থা ছিল। তারপর পরবর্তীতে তাদের দলের হাল ধরেন আজমত উল্লাহ এবং মোহাম্মদ নাবী। তারা দুজনে যদি সেঞ্চুরি পূর্ণ না করতে পারতো হয়তো আফগানিস্তান বিশাল ব্যবধানে এই ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হতো। তবে দুই দলই ভালো রান করেছে দুইটি দলই ৩০০ প্লাস রান সংগ্রহ করেছে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on February 11, 2024, 01:19:40 PM
আজকে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলংকা আজকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৪৫ ওভারে ৫ উইকেট হাড়িয়ে ২৫৯ রান সংগ্রহ করেছেন। আজকে শ্রীলংকার ব্যাটিং প্রথম ম্যাচের মত জ্বলে উঠতে পারে নাই। খেলার আরো ৫ ওভার বাকী রয়েছেন আমার মনে হয় শ্রীলংকা 300 প্লাস রান করতে পারবে। দেখা যাক শ্রীলংকা কত রান করতে পারে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Learn Bitcoin on March 14, 2024, 06:53:17 AM
আজকে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলংকা আজকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৪৫ ওভারে ৫ উইকেট হাড়িয়ে ২৫৯ রান সংগ্রহ করেছেন। আজকে শ্রীলংকার ব্যাটিং প্রথম ম্যাচের মত জ্বলে উঠতে পারে নাই। খেলার আরো ৫ ওভার বাকী রয়েছেন আমার মনে হয় শ্রীলংকা 300 প্লাস রান করতে পারবে। দেখা যাক শ্রীলংকা কত রান করতে পারে।

এক মাসের ব্যাবধানে শ্রীলঙ্কা টিম এখন বাংলাদেশে। গতকাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ হলো। আসলে খেলার খবর তেমন একটা রাখা হয়নি। দুপুরে ম্যাচ শুরু হয়েছে তখন অল্প একটু দেখেছিলাম, কিন্তু বাকি ম্যাচ ব্যাস্ততার কারনে দেখা হয়নি। আর তারাবির টাইমে ম্যাচ হওয়ায় মাঠে তেমন দর্শকের উপস্থিতিও ছিলো না। আমিও খেলা দেখেছি তারাবির পরে, যখন বাংলাদেশের অল্প কিছু রান প্রয়োজন ছিলো।

স্কোর কার্ড দেখে যা বুঝলাম, বাংলাদেশ গত কালকেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো। ০, ৩, ৩ রান করে তিন জন ব্যাটার আউট হয়েছে। মাহমুদুল্লাহ আউট হওয়ার পর শান্তকে সাপোর্ট দিয়েছে মুশফিকুর রহিম। দুজনের এই বড় পার্টনারশীপ বাংলাদেশকে প্রথম ওডিআই ম্যাচে জয় এনে দিতে সহায়তা করেছে।
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Bd officer on March 14, 2024, 08:52:20 AM
স্কোর কার্ড দেখে যা বুঝলাম, বাংলাদেশ গত কালকেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো। ০, ৩, ৩ রান করে তিন জন ব্যাটার আউট হয়েছে। মাহমুদুল্লাহ আউট হওয়ার পর শান্তকে সাপোর্ট দিয়েছে মুশফিকুর রহিম। দুজনের এই বড় পার্টনারশীপ বাংলাদেশকে প্রথম ওডিআই ম্যাচে জয় এনে দিতে সহায়তা করেছে।
হ্যাঁ ভাই গতকাল বাংলাদেশ ব্যাটিং বিপর্যযয়ে পড়ে গিয়েছিল। শুরুতেই তিনটি উইকেট হারিয়ে ফেলে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় লাভ করতে পেরেছে এটাই অনেক কিছু। টি-টোয়েন্টি ম্যাচে একজন ব্যাটসম্যান জ্বলে উঠলে বড় একটা স্কোর করা যায়। কিন্তু ওডিআই ফরমেটে একজন ব্যাটসম্যান ভালো খেলে বড় স্কোর করা সম্ভব নয়। নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ তিনজনেই ভালো করেছিলেন যার ফলে বাংলাদেশ জয় লাভ করতে পেরেছে। বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী, টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য হার্ড হিটার ব্যাটসম্যান বাংলাদেশে নেই বললেই চলে, কিন্তু ওডিআই ফরমেটে সকল খেলোয়ার ভালো পারফর্ম করতে পারে। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে, অডিআই সিরিজ বাংলাদেশ জিততে পারে
Title: Re: ODI (One Day International) ক্রিকেট ম্যাচ প্রেডিকশন এবং আলোচনা
Post by: Learn Bitcoin on March 16, 2024, 09:18:48 AM
প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে গেলেও, ২য় ম্যাচ হারতে হয়েছে। যেমনটা তাওহীদ হৃদয় বলছিলো যে, এই পিচে বাংলাদেশের আরো বেশি রান করা উচিৎ ছিলো। এই নিয়ে টানা ১০ ম্যাচে লিটন দাশ পারফর্ম করতে পারেনি। এভাবে বার বার ফেইল করার পর লিটন দাশের একটু কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। স্কোয়াডে কেউ অটো চয়েজ না। মুস্তাফিজের মতো বোলার স্কোয়াডে ছিলো না, তবুও বাংলাদেশের পেইস ইউনিট একেবারে খারাপ বলা চলে না।  মাহমুদুল্লাহ আগের ম্যাচ ভারো করলেও, এই ম্যাচে আউট টা ছিলো দৃষ্টি কটু। ব্যাটিংয়ে নামার পর ২য় বলেই ডাউন দ্যা গ্রাউন্ড এ এসে স্পিনার কে খেলার চেষ্টা। ফলাফল স্ট্যাম্পিং এর ফাদে পড়ে আউট। ম্যাচ একবারেই খারাপ হয়েছে বলা যাবে না, তবে বাংলাদেশ আরেকটু ভালো করতে পারতো।