Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Mr.Corol on February 13, 2024, 04:49:39 AM

Title: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: Mr.Corol on February 13, 2024, 04:49:39 AM
আমরা যেমন বিটকয়েনের ৪ বছর পর পর হালভিং দেখতে পাই। তেমনি ভাবে কি কোন অল্টকয়েনের হালভিং হয় না? এই সম্পর্কে কেউ কি জানেন?
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: Learn Bitcoin on February 16, 2024, 04:21:32 PM
অবশ্যই হয়। কিয়েকমাস আগেই লাইটকয়েন হালভিং হয়েছিলো। কিন্তু বিটকয়েনের মতো পরিবর্তন কিন্তু লাইটকয়েনে দেখা যায়নি। যেসব কয়েন মাইনিং করা যায়, তার বেশিরভাগ কয়েন গুলোই হালভিং করা হয়। বিটকয়েনের পাশাপাশি এর ফর্ক ভার্ষনের যে কয়েনগুলো আছে, যেমন BitcoinSV, এবং Bitcoin Cash ও হালভিং হবে। তবে এদর হালভিং এর তারিখ কিছুটা ভিন্ন। BitcoinSV হালভিং হবে আরো ১৬৪ দিন পরে। আর Bitcoin Cash হালভিং হবে মাত্র ৪২ দিন পরে। এছাড়াও ইথেরিয়াম ক্লাসি, ড্যাস কয়ে সহ আরো বেশ কিছু অল্ট কয়েন আগামী ২ বছরের ভেতরে হালভিং হবে। আপনি চাইলে নাইসহ্যাশ ওয়েবসাইটের কাউন্টডাউন পেজ টা দেখতে পারেন। https://www.nicehash.com/countdown