Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on April 22, 2019, 11:46:56 AM

Title: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on April 22, 2019, 11:46:56 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: ttcsalam on April 22, 2019, 02:23:33 PM
অনেক সুন্দর একটা শিক্ষনীয় টপিক । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টপিক অনেক সুন্দর ভাবে স্টেপ পর স্টেপ বলার জন্য।
আমি নিজে অনেক শিখতে পেরেছি। আশা করি সবার অনেক উপকার হবে এই টপিকটির মাধ্যমে। আসলে ইথার ওয়ালেট নিয়ে আমি নিজে ও খুব চিন্তিত ‍ছিলাম এই পোষ্ট পড়ার পর আমি মেটা মাস্ক এ একাউন্ট করে ফেলছি এত সহজ ভাবে উপাস্থাপনা আমার বুঝতে কোন অসুবিধা হয়ণি। এবং মেটা মাস্ক এ একাউন্ট টা সিকিউড মনে হয়েছে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Rafiq on April 22, 2019, 07:11:09 PM
আমি একজন বাউন্টি হান্টার। আমি বেশির ভাগ ক্ষেত্রেই মাই ইথার ওয়ালেট ব্যবহার করি। ম্যাটামাস্ক সম্বন্ধে আমার তেমন কোন ধারণা ছিলনা। আপনার পোস্টটি পড়ে আমি ম্যাটামাস্ক সম্বন্ধে বিস্তারিত জানতে এবং ওয়ালেট খুলতে শিখেছি । আপনি  ধারাবাহিকভাবে সুন্দর করে ম্যাটামাস্ক সম্পূকে বণনা করেছেন। এতে আমার মতো অনেকেই উপকৃত হবেন।  আশাকরি আপনি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর তথ্যবহুল পেস্ট আমাদের উপহার দিবেন। আপনাকে ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on April 23, 2019, 02:46:05 AM
আমি একজন বাউন্টি হান্টার। আমি বেশির ভাগ ক্ষেত্রেই মাই ইথার ওয়ালেট ব্যবহার করি। ম্যাটামাস্ক সম্বন্ধে আমার তেমন কোন ধারণা ছিলনা। আপনার পোস্টটি পড়ে আমি ম্যাটামাস্ক সম্বন্ধে বিস্তারিত জানতে এবং ওয়ালেট খুলতে শিখেছি । আপনি  ধারাবাহিকভাবে সুন্দর করে ম্যাটামাস্ক সম্পূকে বণনা করেছেন। এতে আমার মতো অনেকেই উপকৃত হবেন।  আশাকরি আপনি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর তথ্যবহুল পেস্ট আমাদের উপহার দিবেন। আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। পোস্টটি আপনার উপকারে এসেছে এটাই স্বাথকতা। সবাই মাইইথারওয়ালেট ব্যবহার করলেও মেটামাস্কের ব্যবহার আস্তে আস্তে জানতে হবে-এটা এখন সময়ের দাবী নতুবা প্রাইভেট কি বা কিস্টোর ফাইল দিয়ে লগইন করলে আপনার ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনাই বেশি। 
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Fawpac2 on October 21, 2020, 06:05:43 PM
ধন্যবাদ গুরু আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আমি Metamask একাউন্ট এখন পর্যন্ত করেনি।তবে আপনি যে ভাবে বুঝিয়ে দিয়েছেন এখন আমি অবশ্যই করতে পারব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: M2hsl on October 29, 2020, 08:20:06 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
আপনাদের মাধ্যমে প্রতিদিন অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারতেছি। আমি যতই আপনাদের পোস্ট পরতেছি ততোই আমার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা হচ্ছে। আশা করি এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Nostoman on October 29, 2020, 11:44:27 AM
মালাম আপনাকে পজেটিভ কারমা দেওয়া হলো। আপনার পোস্টগুলো সত্যি খুব ভালো হয়। শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে ‌। ধন্যবাদ আপনাকে। নতুন ইউজারদের সাথেই থাকুন। নতুন ইউজারদের সাহায্য করে এগিয়ে যান।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Btceth01 on November 07, 2020, 04:38:53 AM
আমরা কি মোবাইল দিয়ে Metamask ওয়ালেট কানেক্ট করতে পারব। একটু বলে দিলে আমার অনেক সাহায্য হত।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: babu10 on November 07, 2020, 05:40:01 AM
মেটামাস্ক একাউন্ট করার এই পোস্ট নতুনদের অনেক কাজে আসবে তবে আমি নতুন পুরাতন সবাইকে বলব মেটা কানেক্ট করে টোকেন ট্রান্সফার করতে কারন তাতে খুব কম সময়ে হয়ে যায় এবং ফিসিং সাইটে ঢোকার সম্ভাবনাও কম থাকে।

ধন্যবাদ
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on November 07, 2020, 05:44:51 AM
মেটামাস্ক একাউন্ট করার এই পোস্ট নতুনদের অনেক কাজে আসবে তবে আমি নতুন পুরাতন সবাইকে বলব মেটা কানেক্ট করে টোকেন ট্রান্সফার করতে কারন তাতে খুব কম সময়ে হয়ে যায় এবং ফিসিং সাইটে ঢোকার সম্ভাবনাও কম থাকে।

ধন্যবাদ

আসলে মেটামাস্কের পোস্টটি ১ বছরের বেশি আগের হলেও এটা এখনও সময়ের চাহিদা রয়েছে। মেটামাস্ক নিয়ে আর কারো কোন জানার থাকলে সেটাও সমাধানের চেষ্টা করা হবে। মেটামাস্কের ব্যবহার না জানলে বর্তমানে বাউন্টি করা অসম্পূর্ণ  থেকে যাবে। নতুনদেরও বলবো পোস্টটা ভালো করে পড়ার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on November 07, 2020, 05:47:01 AM
আমরা কি মোবাইল দিয়ে Metamask ওয়ালেট কানেক্ট করতে পারব। একটু বলে দিলে আমার অনেক সাহায্য হত।

মোবাইল দিয়ে আসলে আমি কখনো ট্রাই করিনি। তবে মেটামাস্ক যদি মোবাইলে সাপোর্ট করে তাহলে তো পারার কথা। সবচেয়ে ভালো হয় পিসি বা ল্যাপটপ দিয়ে কানেক্ট করে ট্রানজেকশন করলে। মোবাইলে অনেক সময় রং কমান্ড হয়ে গেলে সেটা সমস্যা হতে পারে। তবে মোবাইল দিয়ে যদি কোন সিনিয়র ভাই কাজ করে থাকেন তাহলে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Papusha20 on November 10, 2020, 03:08:18 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

আপনার পোস্ট পড়ে আমি একাউন্ট খুলতে গিয়ে ছিলাম কিন্তু প্রথমে খুলতে পারিনি পরের বার পোস্ট আরো ভালো করে পড়ার পর আমি একাউন্ট খুলতে সাকসেস হয়েছি। পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on November 10, 2020, 01:42:50 PM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

আপনার পোস্ট পড়ে আমি একাউন্ট খুলতে গিয়ে ছিলাম কিন্তু প্রথমে খুলতে পারিনি পরের বার পোস্ট আরো ভালো করে পড়ার পর আমি একাউন্ট খুলতে সাকসেস হয়েছি। পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।


ধন্যবাদ যে আপনি বুঝে কাজটি করতে পেরেছেন।

পরের পোস্ট এ আমি দেখাবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Pitter on November 11, 2020, 02:16:42 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
ভাই আপনাকে অসংখ ধন্যবাদ এত কষ্ট করে পোস্ট সম্পূর্ণ বিষয় টি উপস্থান করার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Primo1760 on November 16, 2020, 06:19:06 AM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ফোরামে নতুন আমি জানতে চাচ্ছিলাম। Metamask অ্যাকাউন্টটি কি আরেকটা কি জন্য ব্যবহার হয় এটি কি কোনো ওয়ালেট। দয়া করে জানাবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Heron on November 16, 2020, 06:24:47 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বড় একটা শিক্ষামূলক পোস্ট শেয়ার করেছেন। মেটামাস্ক এর সুবিধা অনেক বেশি এবং সিকিউরিটি সিস্টেম টাও যুগোপযোগী অনেক ভালো। আশা করবো আপনি এমন তথ্যবহুল পোস্ট আরো শেয়ার করবেন। এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Power420 on November 17, 2020, 01:21:06 PM
আমি প্রথমে Metamask এ একাউন্ট খুলতে পারিনি কিন্তু আপনার পোস্ট পড়ে তারপর আমি একাউন্ট খুলতে সফল হয়েছি এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এই পোষ্টটি দেওয়ার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Rain075 on November 17, 2020, 03:48:41 PM
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার পোষ্টগুলো দেখে Metamask সম্পর্কে অনেক ধারণা নিতে পেরেছি। আশা করি এখন আমি এই Metamask নিজে খুলতে পারবো।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Heron on November 17, 2020, 04:36:10 PM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে শিখতে পারলাম। মেটামাস্ক সম্পর্কে ভালো ধারণা পেলাম আপনার কাছ থেকে। আশাকরি নিজেই এখন মেটামাস্ক ওয়ালেট তৈরি করতে পারব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Cristiano on November 23, 2020, 10:04:02 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
অনেক ধন্যবাদ আপনাকে মেটামাস্ক সম্পর্কে একটি পোস্ট দেওয়ার জন্য খুবই শিক্ষণীয় একটি পোস্ট এটা নিয়ে আমি অনেক আগে একটি কমেন্ট করেছিলাম যে কিভাবে একাউন্ট করব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Alt20 on November 28, 2020, 02:55:30 PM
আমি বেশ কয়েকটি আপনার পোস্ট দেখেছি কত গোছানো পোস্ট আর যে কেউ এই পোস্ট পড়লে অবশ্যই সবকিছু খুব সহজেই বুঝে যেতে পারে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Olezka on November 29, 2020, 07:48:05 PM
এটি কেন প্রয়োজন হয় তা জানি না। জানলে খুব খুশি হতাম।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Ricky on November 30, 2020, 05:22:50 PM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
পোস্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার পোস্ট দেখে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। জেনে ভালো লাগলো এই অ্যাকাউন্ট দিয়ে আমি বাউন্টি করতে পারব। আপনার পোষ্ট থেকে অনেক ভালো একটা বিষয় শিখতে পারলাম।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Token@ on December 01, 2020, 10:24:06 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
মেটামাস্ক ওয়ালেট খুলতে কি আমার কোন অ্যাপ ডাউনলোড দিতে হবে। এটিকে খুবই সুরক্ষিত ওয়ালেট।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Expert on December 17, 2020, 03:18:50 AM
ধন্যবাদ ভাই আপনাকে। বর্তমানে অন্যান্য অনেক গুলো অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে metamask ছাড়াও trust wallet রয়েছে। যা বর্তমানে জনপ্রিয়।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Bitrab on December 17, 2020, 03:36:42 AM
Metamask ব্যবহার অনেক সুবিধাজনক। অনেক লোক এটি ব্যবহার করে থাকে। ভাই আমি মনে করি ইউজারগন সুবিধা থেকে বঞ্চিত না হয় এটি ব্যবহার করে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: bmr on December 18, 2020, 06:46:58 AM
আমি আগে এখানে একাউন্ট খুলতে পারতাম না। এখন আপনার পোস্ট দেখে ক্লিয়ার হলাম। এই  বিষয়ে আমার কোন আর প্রবলেম থাকবে না।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: 12batari on December 18, 2020, 08:00:06 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
আমি যদি এখন অলেট পরিবর্তন করি তাহলে আবার আমার একাউন্ট এর কোন সমস্যা হবে না তো?
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mr.Eit on December 22, 2020, 11:35:51 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

আমি এই ফোরামে নতুন হওয়ায় তেমন কিছু জানি না। কিন্তু আপনার এই পোস্টের মাধ্যমে আমি নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম। আপনার এই সুন্দর কথা গুলোর মাধ্যমে কিছু ধারণা নিলাম।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: LeziT on December 26, 2020, 09:07:54 AM
ধন্যবাদ আপনাকে কিভাবে মেটামাস্ক একাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে সম্পর্কে অনেকেই জানে না আপনি ইতিমধ্যে সে বিষয়টি শেয়ার করেছেন। সবাই এখন মেটামাস্ক ওয়ালেট খুলতে পারবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Perfect540 on December 28, 2020, 10:36:17 AM
DAA Bounty প্রজেক্টে সিগনেচার করেছিলাম। তখন metamask কানেক্ট করতে হয়েছিল। তখন আমি metamask প্রথম কানেক্ট করেছিলাম এবং শিখেছিলাম। এর আগে কোনদিন এটি কানেক্ট করার দরকার হয়নি। তাই কানেক্ট করি নি।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Alt20 on December 31, 2020, 08:08:39 AM
DAA Bounty প্রজেক্টে সিগনেচার করেছিলাম। তখন metamask কানেক্ট করতে হয়েছিল। তখন আমি metamask প্রথম কানেক্ট করেছিলাম এবং শিখেছিলাম। এর আগে কোনদিন এটি কানেক্ট করার দরকার হয়নি। তাই কানেক্ট করি নি।
আমি জানতে চাই যে এই মেটামাস্ক দিয়ে কি ধরনের এডভ্যানটেজ পাওয়া যেতে পারে। এটি ছাড়া কি আমরা এখানে কাজ করতে পারব কি পারব না? তবে সবকিছু শিখে রাখা ভাল। ভবিষ্যতে এর প্রয়োজন পড়তও পারে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Crypto Banglu on December 31, 2020, 08:32:13 AM
ধন্যবাদ ভাই আমি শুধু ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতাম। মেটামাস্ক ওয়ালেট এর ব্যাপারে কিছু জানতাম না। আশাকরি আপনার পোষ্ট থেকে এখন একটা মেয়েটা মাত্র ওয়ালেট নিজেই খুলে নিতে পারব। আমার মনে হয় মেটামাস্ক ওয়ালেট অনেক ভালো এবং নিরাপদ হবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mr.Eit on January 02, 2021, 09:29:20 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসা করি এখন Metamask এ একাউন্ট খুলতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয় সম্পর্কে জানানোর জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Princeraju on January 04, 2021, 01:38:37 PM
আমি একসময় metamask ব্যবহার করতাম। তবে বর্তমানে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। বেশিরভাগ ইউজার ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে থাকে। বর্তমানে metamask খুব একটা জনপ্রিয় নয়।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Sharpmax on January 09, 2021, 04:35:48 AM
সেদিন আমি মেটা মাক্স ওয়ালেট ইন্সটল করেছি। কিন্তু একাউন্ট করতে পারিনি। আজকে আমি আপনার এই পোস্ট দেখে চেষ্টা করেছি মেটা মাক্স ওয়ালেট খুলতে সক্ষম হয়েছি।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: XM8 on January 11, 2021, 06:12:35 PM
মেটামাস্ক ওয়ালেট ওপেন করা সম্পর্কে আপনি যেভাবে বিস্তারিত আলোচনা করেছেন আমি মনে করি আপনি নিজেই আমাদের অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।কারণ আপনি যেভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন এটা দেখে হয়তো যে শিশু সেও ওয়ালেট ওপেন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সহজভাবে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Tamsialu$$ on January 12, 2021, 12:38:59 AM
ভাই আমি বাউন্টি করি সব থেকে বেশি কিন্তু মাঝে মাঝে আমি সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হয়ে থাকি। আমি সবথেকে বেশি ব্যবহার করেছি  trust wallet, ERC-20।আমি মেটামাস্ক ওয়ালেট কখনোই ব্যবহার করি নাই কিন্তু কিভাবে একাউন্ট খুলতে হয় সেটা ভালো করে জানতাম না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Micky on January 14, 2021, 09:14:50 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
ধন্যবাদ মেটামাস্ক নিয়ে এত সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য। অনেক নতুন ইউজার আছে যারা এখনো মেটামাস্ক ওয়ালমেট তৈরি করতে পারে না। তাদেরকে আমি সাজেস্ট করবো এই টপিকটি লক্ষ করার জন্য। এই পোস্টটিলক্ষ্য করলে অবশ্যই মেটামাস্ক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Dark Knight on January 18, 2021, 10:15:47 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
আমরা সবাই যারা বাউন্টি করি তারা কিন্তু মাই ইথার ওয়ালেট ই ব্যবহার করে থাকি। অনেক অনেক নতুন ইউজার আছে যারা মেটামাস্ক সম্পর্কে ততটা জানেনা। কিন্তু আপনার দেওয়া এই শিক্ষনীয় টপিক দেখে তারা অনেক ভালোভাবে বুঝতে পারবে। মেটামাস্ক একাউন্ট কিভাবে খুলতে হয় আপনি সে সম্পর্কেও বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: NANCY on January 22, 2021, 08:18:13 AM
আপনি খুব সুন্দর এবং একটি শিক্ষনীয় পোস্ট করেছেন ।এই Metamask এ কিভাবে একাউন্ট খুলতে পারবো সেটা সম্পর্কে আমি অনেকটা ধারণা পেয়েছি তাই আশা করা যাচ্ছে আমার মত যারা নতুন ইউজার রয়েছে তারা সবাই এই পোস্টটি পড়ে অনেকটাই উপকৃত হতে পারবে ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mr.Eit on January 29, 2021, 11:40:33 PM
আমি এই ফোরামে নতুন তাই এই বিষয় সম্পর্কে তেমন একটা ধারণা ছিলো না। কিন্তু সিনিয়র ভাই দের পোস্টের মাধ্যমে আমি Metamask এ কিভাবে একাউন্ট খোলা সম্পর্কে জানতে পারলাম। আসা করি সিনিয়র ভাই রা এই ভাবে আমাদের পাসে থাকবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mr.Eit on January 29, 2021, 11:57:30 PM
আমি এই ফোরামে নতুন তাই  কি ভাবে Metamask এ একাউন্ট খুলতে হয় তা সম্পর্কে জানতাম না। কিন্তু সিনিয়র ভাই দের পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে কি ভাবে Metamask এ কিভাবে একাউন্ট খুলতে হয়।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mr.Eit on January 30, 2021, 12:15:14 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে আমাদের নতুন দের সাহায্য করার জন্য। আশা করি আপনার এই পোস্টের মাধ্যমে এখন Metamask এ একাউন্ট খুলতে পারবো।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: LazY on February 01, 2021, 07:58:20 AM
মেটামাস্ক ওয়ালেট দিয়ে কি বাউন্টি করা যাবে। আর এই ওয়ালেট দিয়ে কি করা হয়। এখান থেকে কি ইনকাম করা যাবে। আমি এ বিষয়ে সম্পর্কে জানিনা।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: SMACK on February 01, 2021, 03:36:28 PM
Metamask এর একাউন্ট কিভাবে খুলতে হয় আমি জানতাম না কিন্তু সিনিয়র ভাইদের পোস্টটি পড়ে আমি জানতে পেরেছি। আশা করি আমাদের মত যারা নতুন সদস্য রয়েছে তারাও অনেকটাই জানতে পারবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: ExtraPoint on February 02, 2021, 08:15:01 AM
অনেক সুন্দর একটা শিক্ষনীয় টপিক । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টপিক অনেক সুন্দর ভাবে স্টেপ পর স্টেপ বলার জন্য।
আমি নিজে অনেক শিখতে পেরেছি। আশা করি সবার অনেক উপকার হবে এই টপিকটির মাধ্যমে। আসলে ইথার ওয়ালেট নিয়ে আমি নিজে ও খুব চিন্তিত ‍ছিলাম এই পোষ্ট পড়ার পর আমি মেটা মাস্ক এ একাউন্ট করে ফেলছি এত সহজ ভাবে উপাস্থাপনা আমার বুঝতে কোন অসুবিধা হয়ণি। এবং মেটা মাস্ক এ একাউন্ট টা সিকিউড মনে হয়েছে।
সবাই কিন্তু ওয়ালেট হিসাবে ইথার ওয়ালেট বেশি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মেটামাস্ক এর সাথে আমরা  পরিচিত নই। আপনাদের দোয়া পোস্ট পড়ে মেটামাস্ক নিয়ে কিছুটা জানতে পারলাম। আশাকরি মেটামাস্ক একাউন্ট খুলতে পারবো। ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Zixr on February 02, 2021, 05:18:54 PM
মেটামাস্ক ওয়ালেট দিয়ে কি হয়। মেটামাস্ক কি ধরনের কাজে ব্যবহার করা হয়। সিনিয়র ভাইরা আমাকে একটু জানাবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Password on February 05, 2021, 06:01:06 AM
Metamask আইডি কিভাবে খুলতে হয় এবং Metamask এ কিভাবে কাজ করতে হয়। ফোরামে সিনিয়র ভাই থাকলে Metamask সম্পর্কে আলোচনা। অনেক ধন্যবাদ আপনাকে Metamask সম্পর্কে আলোচনা করার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: SMACK on February 09, 2021, 12:17:04 PM
Metamask একাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমার ঠিকমত জানা নেই কিন্তু আপনার এই পোস্টটি পড়ে অনেকটাই ধারণা পেয়েছি। এবং আমার মত যারা নতুন সদস্য রয়েছে আশা করি তারা অনেকটাই ধারণা পাবে। Metamask অ্যাকাউন্ট দিয়ে কি করা হয় একটু আলোচনা করবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Herry on February 10, 2021, 07:28:43 PM
ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে তাদের একটি মেটামাস্ক ওয়ালেট অ্যাপ রয়েছে। এখন বিষয় হচ্ছে যে অনলাইনে একাউন্ট বেশি সিকিউর নাকে অ্যাপ থেকে একাউন্ট বেশি সিকিউর হবে।  করি এ বিষয়ে আমাকে অবশ্যই সাহায্য করবেন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Batch18-19 on February 11, 2021, 01:48:53 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন এ কিভাবে মেটামাস্ক একাউন্ট খুলতে হয়। মূলত আমি একজন ট্রাস্ট ওয়ালেট ইউজার।তবে ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতে হলে সকল ওয়ালেট সম্পর্কে ধারণা রাখা উচিত। আশা করছি আপনার নির্দেশনা অনুযায়ী আমি মেটামাস্ক অ্যাকাউন্ট খুলতে পারবো।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Tepona on February 17, 2021, 07:57:30 AM
যদিও আগে থেকে জানি তবে বিস্তারিত বলার জন্য ধন্যবাদ। আরো ভালোভাবে বুঝতে পারলাম। Metamusk ব্যবহার সম্পর্কে অনেকেই জানেনা। সবার জানা উচিত। আপনার পোস্টটি থেকে সবাই ভালোভাবে জানতে পারবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Tubelight on March 16, 2021, 05:31:42 AM
ইতোমধ্যেই আমি মেটামাস্ক ওয়ালেটে অ্যাকাউন্ট খুলছি আপনার এই ইনস্ট্রাকশন মত।একাউন্ট করার পর আমি আপনার টপিকে রিপ্লাই করলাম। সত্যিই অসাধারণ ভাবে আপনি আমার সোনা করেছেন। আমি খুব সহজেই মেটামাস্ক একাউন্ট খুলতে পেরেছি এ জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Sonjoy on March 17, 2021, 02:54:10 AM
সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট করেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আমার আপনাকে ধন্যবাদ জানাতে হলে আপনাকে ছোট করা হবে এবং তাই আমি বেশি কিছু বলব না যদি কেউ আপনার সম্পর্কে জানতে চায় তাহলে প্রোগ্রামের দিকে তাকালে সে বুঝতে পারবে আপনার এই পোষ্টের মাধ্যমে সবাই অনেক উপকৃত হবে বলে আমি মনে করি
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: AVATAR on March 19, 2021, 11:28:52 AM
খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন কারণ আমিও জানতাম না যে metamaskএকাউন্ট কিভাবে খুলতে হয় কিন্তু সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে আমি জানতে পারলাম অনেক ধন্যবাদ। আশা করি নতুন member-der অনেকটাই সাহায্য পাবে।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Mist Joya on March 19, 2021, 02:12:05 PM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
  মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে মেটামাস্কে একাউন্ট  কিভাবে খুলতে হয় এবং এর উপকারিতা কি সে সম্পর্কে খুব সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন ।  আপনার পোষ্টটি পড়ে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে হ্যাকারদের কাছ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আপনি তত্ত্বটি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে  মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Password on March 19, 2021, 04:00:20 PM
আপনাকে অনেক ধন্যবাদ Metamask একাউন্ট কিভাবে খুলতে হয় তা পুরোপুরি এটা জানানোর জন্য। আমি জানতাম না কিভাবে Metamask একাউন্ট খুলতে হয়। কিন্তু আমি আপনার এই মূল্যবান পোষ্টটি থেকে কিছুটা ধারণা পেয়েছি যে কিভাবে Metamask একাউন্ট খুলতে হয়। আপনারা যদি আমাদের এভাবে সাহায্য করেন তাহলে আমরা অনেকটাই উপকৃত হব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Rockalo on March 20, 2021, 08:17:45 AM
ধন্যবাদ। আপনার দেওয়া গাইডলাইন থেকে আজকে আমি চেষ্টা করেছি এবং একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। নতুনদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। আমি শিখেছি আপনারাও শিখুন।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Sonjoy on March 20, 2021, 11:39:17 AM
মালাম আপনাকে পজেটিভ কারমা দেওয়া হলো। আপনার পোস্টগুলো সত্যি খুব ভালো হয়। শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে ‌। ধন্যবাদ আপনাকে। নতুন ইউজারদের সাথেই থাকুন। নতুন ইউজারদের সাহায্য করে এগিয়ে যান।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আপনার সাথে একমত কারণ মালাম ভাই যে গুলো পোস্ট করে তা অত্যন্ত কোয়ালিটি সম্পুর্ন পোস্ট হয় এবং এই সব পোস্ট কিন্তু আমাদের বাংলা পড়ান কে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে অনেক সাহায্য করছে তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে কারমা দিতে পারলাম না আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই এখানে কারমা প্রদান করতাম ধন্যবাদ
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Centus on April 08, 2021, 07:17:43 AM
মালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুদিন আগে থেকে মেটা মাক্স ব্যবহার করি। এর আগে ব্যবহার করতাম না। তবে বর্তমানে ব্যবহার করে অনেক সুবিধা পেয়েছি।

মালাম আপনাকে পজেটিভ কারমা দেওয়া হলো। আপনার পোস্টগুলো সত্যি খুব ভালো হয়। শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে ‌। ধন্যবাদ আপনাকে। নতুন ইউজারদের সাথেই থাকুন। নতুন ইউজারদের সাহায্য করে এগিয়ে যান।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আপনার সাথে একমত কারণ মালাম ভাই যে গুলো পোস্ট করে তা অত্যন্ত কোয়ালিটি সম্পুর্ন পোস্ট হয় এবং এই সব পোস্ট কিন্তু আমাদের বাংলা পড়ান কে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে অনেক সাহায্য করছে তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে কারমা দিতে পারলাম না আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই এখানে কারমা প্রদান করতাম ধন্যবাদ


আমাদের বাংলা পড়ান কে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে অনেক সাহায্য করছে ?

লেখার ব্যাপারে একটু সাবধান হোন। উপরের লাইনটিতে আপনি ফোরাম লিখতে গিয়ে পড়ান লিখে ফেলেছেন। এভাবেই কিছু না কিছু ভুল সবারই হয়। তবে সবাইকে একটু সতর্ক থাকা উচিত। আপনি আমি সবাই কিছু না কিছু ভুল করে থাকি। আমাদের ভুলগুলো সংশোধন একে অপরের মাধ্যমে করা উচিত।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Lovepro Max on April 08, 2021, 05:29:36 PM
Metamask এর একাউন্ট কিভাবে খুলতে হয় আমি জানতাম না কিন্তু সিনিয়র ভাইদের পোস্টটি পড়ে আমি জানতে পেরেছি। আশা করি আমাদের মত যারা নতুন সদস্য রয়েছে তারাও অনেকটাই জানতে পারবে।

Metamask ওয়ালেট কম্পিউটার ইউজারদের জন্য সবথেকে বেশি সুবিধাজনক। যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য এই ওয়ালেট সবথেকে উপযুক্ত। এই ওয়ালেট টি সর্বকালের সর্বসেরা ওয়ালেট বলে আমি মনে করি। যারা এই ওয়ালেট ব্যবহার করে দেখেছেন তারা বিষয়টি বুঝতে পারবেন। আপনি যেহেতু নতুন ওয়ালেট খুলেছেন তাহলে কিছুদিন ইউজ করেন আশা করি খুবই পছন্দ হবে আপনার।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Farhana on April 08, 2021, 08:09:33 PM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।

অনবদ্য উপস্থাপনা, আপনার পোস্টের অপেক্ষায় থাকি, জানি আপনি নতুন কিছু দিবেন নতুন কিছু শিখাবেন, আপনার এই আগ্রহ, ফোরামের প্রতি ভালবাসা, বাংলা ফোরাম কে শিখরে দেখার ইচ্ছা সব কিছুকেই স্যালুট করতে হয়। আপনি আজ যে বিষয়টী শিখিয়েছে একেবারে হাতে ধরে ধরে সত্যিই অসাধারন। আমি অবশ্যই আপনার দেওয়া নিয়ম অনুযায়ী একাউন্ট খুলে নিব। কৃতজ্ঞতা আপনার প্রতি, আবারো নতুন কিছু শেখার অপেক্ষায় থাকলাম।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Jokar on April 11, 2021, 11:13:22 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
আমি ফর্মে নতুন আমি জানতাম না যে কিভাবে Metamask এ এ্যাকাউন্ট খুলতে হয়। আপনি আপনার পোষ্টের মাধ্যমে তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং Metamask ব্যবহার করে আমাদেরকে উপকার হবে তারা সুন্দরভাবে বর্ণনা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: sohel10 on April 12, 2021, 10:05:40 AM
Metamask এ কিভাবে একাউন্ট খুলবো এ বিষয়ে আমার কোন ধারণা নেই যদি গ্রুপের কোন সিনেমার ভাইয়েরা এ বিষয়ে আমাকে সাহায্য করতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Md.Nurnobe3483 on April 12, 2021, 10:50:34 AM
আমি ফোরামে একজন নতুন ইউজার তাই জানিনা কিভাবে Metamask একাউন্ট খুলতে হয়। আর Metamask একাউন্ট খুলে এটা দিয়ে কি করা হয়। এই বিষয় সর্ম্পকে ফোরামের সিনিয়র ভাইরা একটু সংক্ষেপে আলোচনা করবেন তাহলে আমি এই Metamask সম্পর্কে জানতে ও বুঝতে পারব ধন্যবাদ।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Rice Daddy on April 12, 2021, 12:00:51 PM
Matamask কিভাবে একাউন্ট খুলতে হয় এই বিষয়ে আমার কোন ধারণা নেই ।যদি গ্রুপের ভাইয়েরা এই বিষয়ে আমাকে সাহায্য করতেন তাহলে এই কাজটা করতে অনেক সহজ হত ।কেননা এই গ্রুপে আমি নতুন জয়েন হয়েছি।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: bmw1 on April 14, 2021, 02:54:44 AM
আমরা যারা বাউন্টি করি তারা মাইইথারওয়ালেট ব্যবহার করি। সাধারণত প্রায় সবাই প্রাইভেট কি অথবা কিস্টোরফাইল ব্যবহার করি। সম্প্রতি দেখা যাচ্ছে যে লগইন করার এই অপশন দুইটিও হ্যাকের সম্ভাবনা আছে। তাই মাইইথাওওয়ালেট তারা কিছু পরিবতনও আনছে। আপনারা মাইইথারওয়ালেটে লগইন করতে গেলেই এটা দেখবেন যে প্রাইভেট কি অথবা কিস্টোর ফাইল দিয়ে লগইনকরাকে সেফ মনে করছে না তাই তারা বলছে  "Not Recommended".  তারা লগইনের যতগুলো অপশন আছে তারমধ্যে মেটামাস্ককে রিকমমেন্ড করেছেন। মেটামাস্ক আসলেই অনেকটা সিকিউর। শুধুমেটামাস্ক ব্যবহার করলেই মাইইথার ব্যবহার করা লাগেনা। আজকে জানার চেষ্টা করবো কিভাবে আপনি মেটামাস্কে একাউন্ট করবেন-


১। আপনি যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার থেকে গুগলে গিয়ে metamask firefox extension, metamask chrome extension or  metamask Opera extension লিখে সাচ করুন। যেমন আমি metamask firefox extension সাচ করলাম এবং গুগল রেজাল্টে আসলো।
(https://i.imgur.com/1xuIkfP.jpg)


২। এরপর আপনি লিংকটা ওপেন করবেন এবং Add to Firefox এ ক্লিক করে এক্সটেনশনটা ইনস্টল করে নিন।
(https://i.imgur.com/CImS54K.jpg)



৩। ইনস্টল করার পর  Get Started এ ক্লিক করুন এবং নতুন একাউন্ট করার জন্য Create Wallet এ ক্লিক করুন।
(https://i.imgur.com/w1xN56a.jpg)



৪। এবার কিছু শত আছে সেগুলো পড়ে I Agree তে ক্লিক করুন।
(https://i.imgur.com/QI4yjFK.jpg)



৫। এখন মিনিমাম ৮ ক্যারেকটারের পাসওয়াড দিন, পুনরায় পাসওয়াডটি দিন, চেকবক্স এ টিক চিহ্ন দিন এবং  Create  এ ক্লিক করুন।
(https://i.imgur.com/Lv1eeoj.jpg)



৬। এখন সিক্রেট কী বা ব্যাকআপ কি   এর জন্য তালা চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ১২ ওয়াডের একটা সিক্রেট কি আসবে ওটা সেভ করে নিবেন।
(https://i.imgur.com/H2aNVEp.jpg)


৭। এখন সিরিয়ালি আপনার ১২ ওয়াডের ব্যাকআপ কি সিলেক্ট করুন। এবং ঠিকঠাক মত সিলেক্ট করতে পারলে শেষে কনফাম এ ক্লিক করুন।
(https://i.imgur.com/YzI3O8i.jpg)



৮। সফলভাবে করতে পারলে আপনাকে অভিনন্দন জানাবে এবং শেষে All Done এ ক্লিক করলে আপনাকে মেটামাস্কের ড্যাশবোডে নিয়ে যাবে। আপনার ব্যালাঞ্চ, টোকেন এড করার অপশন, ইথারওয়ালেট সব দেখতে পাবেন।
(https://i.imgur.com/6Le1xZd.jpg)

 আপনি মেটামাস্কের ইথারওয়ালেট টা কপি করে রেখে দিবেন। এটা আপনার পরে কাজে লাগবে। আপনি চাইলে এই ওয়ালেট দিয়ে বাউন্টিও করতে পারবেন এজন্য আপনার মাইইথার ওয়ালেট লাগবেনা। এটা বতমানে অন্যতম সিকিউরড একটা ওয়ালেট। পরের পবে জানবো কিভাবে মেটামাস্কের সাথে মাইইথারওয়ালেট কানেক্ট করতে হয়।
আমি গুগল ব্রাউজার ব্যবহার করিনা বরং মেটামাস্ক অ্যাপ ইউজ করি এতে আমার মাই ইথার ওয়ালেট কানেক্ট করছি এবং এতে ভালো উপকৃত হয়েছে । কিন্তু ভাই আপনি যেটা বলেছেন সেটা তো আমি করিনি এতে কি আমার একাউন্টে কোন ক্ষতি হতে পারে। এবং কোন ব্রাউজার ইউজ করি নাই।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Malam90 on April 14, 2021, 05:49:01 AM
ব্রাউজার ছাড়া আপনি সাধারনত ট্রানজেকশন করতে পারবেন তবে ব্রাউজার না হলে কোন ডেক্স কিংবা কোন সাইটে কানেক্ট করতে পারবেন না। তাই মোবাইলে হলেও ব্রাউজার ব্যবহার করতে হবে এবং করা শিখতে হবে নতুবা সময়ে যখন প্রয়োজন হবে তখন মেটামাস্ক কাজ করবেনা আর বলবেন মেটা দিয়ে করা যায়না।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Farhana on April 14, 2021, 09:21:53 AM
কৃতজ্ঞতা সুযোগ্য মডারেটর আপনার এই অতি চমকপ্রদ টপিক থেকে আমি শিক্ষা নিয়েছি এবং সেই অনুযায়ী মেটামাস্ক ওয়ালেট টি খুব সহজেই নিজে নিজে খুলেছি। আশা করি এই ওয়ালেট নিয়ে আর কোন ঝামেলা পোহাতে হবেনা কারন এটির সকল তথ্য সংরক্ষন করেছি। আপনার নতুনদের প্রতি যে চেস্টা সেটা সত্যিই অসাধারন। আপনার সফলতা কামনা করি।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: Rifan Khan on April 14, 2021, 04:35:42 PM
মেয়েটা মাক্স এর আইডি কিভাবে খোলা যায় আমি জানিনা। কিন্তু সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে। আমি এখন মেয়েটা মাক্স একাউন্ট খুলতে পারি। আমি আশা করব  এদের পোস্টগুলো পড়ে আরো কিছু শিখব।
Title: Re: Metamask এ কিভাবে একাউন্ট খুলবেন?
Post by: RSRS on May 17, 2021, 09:30:04 AM
আমরা যারা মেটামাস্ক একাউন্ট খোলা জানিনা তাদের জন্য অনেক সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ যেভাবে উপস্থাপনা করেছেন আমার মনে হয় না কারো এই একাউন্ট করতে কারো কাছে যেতে হবে। আপনার এই পোস্টটি কেউ পরলে সে অবশ্যই নিজেই একাউন্ট খুলতে পারবে। আমি মেটামাস্ক করেছি আপনার দেয়া তথ্য দেখি। এবং এই বিষয়ে যা জানতে পারছে তাও আপনার দেয়া তথ্য থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তথ্য দিয়ে পাশে থাকার জন্য। আশা করি সব সময় আমাদের তথ্য দিয়ে এভাবেই পাশে থাকবেন।