Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Malam90 on December 22, 2020, 01:59:33 PM

Title: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Malam90 on December 22, 2020, 01:59:33 PM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: bmw1 on December 22, 2020, 02:10:58 PM
হ্যাঁ এটা সঠিক যে বাউন্টি করার সময় কারো পোস্ট কপি না করে জয়েন করতে হয় তার কারণ হলো যেকোনো ক্যাম্পেইনে জয়েন করতে হলে নিজের তথ্য দেওয়াটা উচিত কারণ এ বাউন্টি তে কাজ নিজে করি এবং নিচের তথ্য প্রদান করি তা না হলে অন্য তথ্য প্রদান করলে নিজের আইডি ব্যান খাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং নিজে তথ্য দেওয়ার কারণ হলো নিজে কাজ করে নিজে বেনিফিট পাওয়া এবং অর্থোপার্জন করা।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Niloy on December 22, 2020, 02:18:49 PM
হ্যাঁ ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। আমরা যারা এই ফোরামে বাউন্টি করে থাকি আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত ।বাউন্টি করার সময় আমরা অনেকেই তাড়াহুড়া করে অন্যের আইডির কপি পেস্ট করে থাকি ।এতে উভয় আইডির জন্য এটা ক্ষতিকর তাই আমরা বাউন্টি করার সময় দেখে শুনে সচেতনভাবে নিজের তত্ত্ব নিজের দিয়ে বাউন্টিতে জয়েন করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tunir Baap on December 22, 2020, 02:43:45 PM
আপনি একদম ঠিক বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই আমরা ফোরামে নতুন যারা আছি তারা হয়তো নতুন কোন প্রজেক্ট আসলে তাড়াহুড়া করে অন্যের তথ্য কপি করে পেস্ট করে দে নিজের অজান্তেই যার ফলে আমাদের দুই কূলই বিপদ হতে পারে তাই এখন থেকে যতগুলো বাউন্টি প্রজেক্ট করব যদি সময় বেশি লাগে তাহলে অবশ্যই আলোচ্য বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করব
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Bad leyar on December 22, 2020, 02:46:33 PM
জ্বি ভাই একদম সঠিক কথা বলেছেন আসলে আমরা যখন কোন নতুন বাহনটি আসে তখন আমরা এতটাই তাড়াহুড়া করি যে আমাদের বাউন্টি করতে অনেক রকম সমস্যা হয় তাই আমরা যেকোন বাউন্টি করতে তাড়াহুড়া না করে সচেতন হয়ে কাজ করা উচিত এবং আমরা অন্যের ক্ষতি না করে ফর মে নিজস্ব দায়িত্বে কাজ করা আমাদের কর্তব্য আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: saidul2105 on December 22, 2020, 03:08:20 PM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
হুম ভাই, আপনি ঠিকই বলেছেন।  অনেকে বাউন্টি আসার সাথে সাথে তারাহুরো করে জয়েন হওয়ার জন্য অন্যের তথ্য কপি পেস্ট করে থাকে যা তার এবং যার তথ্য কপি করে তার জন্য খুবই বিপদজনক।  এতে করে তাদের দুজনেরই আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।  অনেক সদস্য আছে যারা নতুন অবস্থায় না বুঝেই  এই কাজ করে থাকে।  ফলে তারা কিছু দিন পরে তাদের আইডি হারিয়ে ফেলে।
তাই নিজের আইডি কে সুরক্ষিত রেখে বাউন্টি সহ অন্যান্য ক্যাম্পেইন করার ক্ষেত্রে   সকলেরই এই কপি পেস্ট বিষয়টা এড়িয়ে চলা উচিৎ।                                       
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Malam90 on December 22, 2020, 03:08:50 PM
আপনি একদম ঠিক বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই আমরা ফোরামে নতুন যারা আছি তারা হয়তো নতুন কোন প্রজেক্ট আসলে তাড়াহুড়া করে অন্যের তথ্য কপি করে পেস্ট করে দে নিজের অজান্তেই যার ফলে আমাদের দুই কূলই বিপদ হতে পারে তাই এখন থেকে যতগুলো বাউন্টি প্রজেক্ট করব যদি সময় বেশি লাগে তাহলে অবশ্যই আলোচ্য বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করব

বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এজন্য ধন্যবাদ। তবে সামনে থেকে এমনটি করবেন না কেউ সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাড়াহুড়া করবেন না। না জানলে কাউকে জিজ্ঞেস করে নিয়ে তারপর কাজ করবেন। আপনাদের কারো কোন ক্ষতি হোক সেটা দেখাটাও আমাদের জন্য কষ্টকর।  ধন্যবাদ
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Maxtel on December 22, 2020, 03:30:05 PM
Malam90 আপনি অনেক গুরুত্বপূর্ণ ও একটি সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে আমাদের সবার সচেতন থাকা উচিত ।তা না হলে যার তথ্য কপি করা হচ্ছে তার তো ক্ষতি হচ্ছেই পাশাপাশি যে কপি করেছে তার নিজেরও ক্ষতি হতে পারে। তাই তাড়াহুড়া না করে অন্যের তথ্য কপি না করে নিজের সঠিক তথ্য দিয়ে বাউন্টিতে আমরা সবাই জয়েন করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Maxtel on December 22, 2020, 03:36:26 PM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
। 



আপনার সাথে আমিও একমত পোষণ করে বলছি এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। নিজের আইডি সুরক্ষিত রাখতে এবং অন্যের আইডি সুরক্ষিত রাখতে সহযোগিতা করতে হবে। এ বিষয়টি নিয়ে ফোরামে আরো বেশি বেশি আলোচনা করতে হবে ।এবং সবাইকে সতর্ক ও সচেতন করতে হবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Jaya60 on December 22, 2020, 11:04:06 PM
হ্যাঁ ভাই আসলে আমাদের ফোরামে একদমই নতুন এ যারা আসে তাদের এই সমস্যাটা সবথেকে বেশি হয়ে থাকে। কোন বাউন্টি আসলে তারা তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে দেখা যায় অনেক সময় আরেকজনের অ্যাড্রেস ব্যবহার করছে ফলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিজের আইডিতে সমস্যা হবে তারপরে অন্যজনের আইডি থেকে যে কবে পেস্ট করে আনছে তার আইডি কিন্তু বাধ যাওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে এ ধরনের পোস্ট করে সবাই সাবধান হয়ে যাবে এরকম ভুল আর করবে না।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Damrai5$ on December 23, 2020, 08:06:56 AM
ভাই অনেক সুন্দর ধারণা দিয়েছেন আমাদের এই ফোরামে অনেকেই আছে যারা বাউন্টি আসার সাথে সাথে অধিক তাড়াহুড়া করে। বেশি তাড়াহুড়ো করলে যে পিছিয়ে যায় সে দিকে তারা লক্ষ্য করে না। অনেক সময় তাড়াহুড়া করে দেখা যায় অন্যজনের অ্যাড্রেস কপিকরে দিচ্ছে ফলে অন্য কেউ বিপদে ফেলছে এবং নিজেও বিপদে পড়ছে। এগুলো সবথেকে বেশি হয় authentication পোস্ট করতে তাই কেউ কপি পেষ্ট না করে নিজের লেখে লেখে authentication পোস্ট দেওয়ার চেষ্টা করবেন আমার বিশ্বাস আর কোন প্রবলেম হবে না।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Mayajal on December 23, 2020, 05:04:47 PM
হ্যাঁ ভাই এটা তো স্বাভাবিক কেন অন্যের তথ্য কপি করে সে পোস্ট করবে। অথেন্টিকেশন পোস্ট দেওয়া থাকে সেখান থেকে কপি করে নে প্রোফাইল বসিয়ে ইউজারনেম বসিয়ে পোস্ট করবে। কারণ অন্যের তথ্য যদি কপি করে জয়েন করার সময় নেয় তাহলে হয়তো প্রোফাইল না হয় টেলিগ্রাম এগুলো পরিবর্তন করার খেয়ে থাকে না যার কারণে পরবর্তী সময়ে সে অবশ্যই অবশ্যই ডুবলিকেট খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নতুন যারা ইউজার আছেন এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Maynul96 on December 23, 2020, 05:42:18 PM
তাই আমি মনে করি যে, যদি কেউ বাউন্টিতে জয়েন করে কাজ করতে চায়, তাহলে তাকে বাউন্টি করার জন্য কি কি আবশ্যক, কি কি দরকার সেই বিষয়ে জানতে হবে,  না হলে অসুবিধা হবেই। আমি অনেকবার স্পিডশিটগুলিতে অনেক ভূল কাজ দেখেছি।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Irfan12@ on December 24, 2020, 03:02:17 AM
সত্যি বলতে কি ভাই বর্তমান সময়ে যে সকল বাউন্টি আসে তার সবগুলো বাউন্টিতে পার্টিসিপেট এর সংখ্যা লিমিট করে দেয়া হয় সেজন্য আমরা অনেকটা তাড়াহুড়া করে জয়েন করে ফেলি আর তাড়াহুড়া করে অন্যজনের তথ্য ভুলবশত কপি করে দিয়ে ফেলি সে ক্ষেত্রে দুজনেরই সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা একটু ভেবেচিন্তে কাজ করব যাতে ভুল না হয়
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Angel jara on December 25, 2020, 01:23:50 AM
আইডি ব্যান্ট হওয়ার কিছু নিয়ম আছে এর মধ্যে কপি পেস্ট তার অন্তর্ভুক্ত। বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করবোনা কপি করে পেস্ট করলে এটি কপিরাইট এর আওতাভুক্ত। এতে আপনার আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থেকে যায়। অযথা কেন একটু সময় বাচানোর জন্য আমরা নিজের আইডিতে বিপদের মুখে ঠেলে দেবো না।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Msweet on December 25, 2020, 03:14:10 AM
আপনি একদম ঠিক বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই আমরা ফোরামে নতুন যারা আছি তারা হয়তো নতুন কোন প্রজেক্ট আসলে তাড়াহুড়া করে অন্যের তথ্য কপি করে পেস্ট করে দে নিজের অজান্তেই যার ফলে আমাদের দুই কূলই বিপদ হতে পারে তাই এখন থেকে যতগুলো বাউন্টি প্রজেক্ট করব যদি সময় বেশি লাগে তাহলে অবশ্যই আলোচ্য বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করব
আসলে আপনার কথাগুলো ঠিক আছে একটা বাউন্টি আসলে পার্টিসিপেট তারা নির্ধারণ করে দেয় দুই থেকে তিনশ। কিন্তু এখানে অনেক বাউন্টি হান্টার আছে এত তাড়াতাড়ি তারা এড হতে চায় যে এজন্য অন্যের  Proof of registration post শুধু কপি করে তারা কাজ শুরু করে দেয়। এক্ষেত্রে যার আইডি থেকে কপি করল সে এবং যে কপি করলে দুজনের আইডি ঝুঁকির।যদিও আমরা মনে করে থাকি আমরা তার তথ্য গুলো মুছে আমাদের তথ্য গুলো দিয়ে দিব। কিন্তু অনেক ক্ষেত্রে এটি হয়ে ওঠে না। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এ কাজটি পরের জন্য না রেখে তাৎক্ষণিক এটিকে পরিবর্তন করে দিলে দুজনের জন্যই নিরাপদ ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Fariwala on December 25, 2020, 03:31:49 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আমি এরকমটা আমিও লক্ষ করেছি এবং সবাইকে বলব যে এরকম কপি রিপোর্ট থেকে দূরে সরে আসুন আপনার আইডিকে সুরক্ষিত রাখুন এবং আপনার ভবিষ্যৎ এখানে ঘুরতে পারবেন সে প্রত্যাশা নিয়ে এখানে ভালোভাবে কাজ করুন আপনি অনেক উপরে উঠতে পারবেন আশা রাখি
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: XM8 on December 25, 2020, 03:35:28 PM
হ্যাঁ ভাই আপনি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কারণ অনেক নতুন মেম্বার দের দেখা যায় যে তারা ভালোভাবে না বুঝে উপরের জনকে হুবহু কপি করে বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইনে সাবমিট করে দেয় যার ফলে যার ইনফর্মেশন কপি করে এবং যে ব্যক্তি কপি করে তারা দুজনেই বিপদে পড়তে পারে। তাই আমার মনে হয় আগে এ বিষয়ে ভালো ভাবে না জেনে নিজেকে বা অন্যকে এভাবে বিপদের মুখে ফেলা উচিত নয়।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Princeraju on December 25, 2020, 03:48:27 PM
বাউন্টিতে জয়েন করার সময় দেখা যায় অন্যের অথেন্টিফিকেশন পোস্ট কপি করে পোস্ট করলে ওয়ালেট অ্যাড্রেস, টেলিগ্রাফের দেশ মিলে যায়। তখন অন্য ইউজার সহ নিজের অসুবিধায় পড়তে হয়। তাই অন্যের পোস্ট কপি করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মনে করি সবাইকে সতর্ক হওয়া উচিত।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Clearman on December 25, 2020, 05:52:33 PM
অনেকেই আছে বাউন্টিতে proof দেওয়ার সময় অনেকের খেয়াল থাকেনা পরিবর্তন করা কিছু পরিবর্তন করে আবার কিছু পরিবর্তন করে না অমনি পোস্ট করে দেয় তাড়াতাড়ি। পরবর্তীতে সমস্যা পড়তে হয় ঐ সমস্ত লোকদের এজন্য আপনারা সতর্ক হোন কেউ কারো পোস্ট কপি করবেন না জয়েন করার সময় আপনি নিজে সব কিছু তথ্য দিবেন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Markuri33 on December 25, 2020, 10:59:53 PM
বাউন্টি সেকশনে জয়েন হওয়ার সময় অনেকেই অন্যের তথ্য কপি-পেস্ট করছে।তাড়াহুড়া করার সময় দেখা যায় তাদের প্রোফাইল লিঙ্ক বা এড্রেস যে কোন একটা মুছতে ভুলে যাচ্ছে। এবং সে অন্যের কিছু তথ্য নিজের সাথে জড়িয়ে ফেলছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে দুজনেই বিপদের মধ্যে পরে। এজন্য কেউ কপি পেষ্ট না করে দেওয়ার চেষ্টা করুন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Mahindra on December 29, 2020, 05:34:03 PM
ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন আসলে হয়েছে কি আমরা যখন বাউন্টি করার জন্য যায় তখন দেখা যায় যে অন্যের জিনিস কপি করে সেগুলো নিজের জায়গায় বসিয়ে দিই যেমন Myidnteycoin এই বাউন্টিতে আমার ফ্রম প্রফাইল লিঙ্ক নিয়ে অন্য একজন ইউজার ঢোকার চেষ্টা করেছিল কিন্তু সেখানে সে রিজেক্ট খেয়েছে তাই আমরা সবাই সাবধানে কাজ করব তাহলে কারো ক্ষতি হবে না এবং আমরা অন্যের তথ্যগুলো কপি না করি তাহলে অন্যের ক্ষতি হবে না এবং কি আমাদের নিজের কোনো ক্ষতি হবে না। আমরা পরবর্তীতে খুব খেয়াল করে কাজ করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Hasan986 on December 29, 2020, 08:51:43 PM
এমন প্রবলেম অনেকের দেখেছি আমি। আরেক জনের প্রুফ পোস্ট আরেকজন র্ফমে জমা দিয়ে দেয়। ক্যাম্পেইন করার সময়। আরেকজনের টুইটার, টেলিগ্রাম এম্বাসেডর এর সময় অন্যের কমেন্টের লিংক জমা দিয়ে দেওয়া। এসব আসলে যেমন একজন ম্যানেজার কে বিব্রান্ত করে। তেমনি বাউন্টির জন্য তা হুমকি।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:24:28 AM
অনেক ইউজার রয়েছে যারা অপরের অথেন্টিকেশন কপি করে নিয়ে পোস্ট করে।অনেক সময় দেখা যায় তাদের সকল তথ্য গুলো কেটে দিতে মনে থাকে না যে কারণে অন্যর তথ্যগুলো নিজের সাথে জড়িয়ে যায়।তাই দয়া করে এই ধরনের কাজ করবেন না এতে আপনিও বিপদে পড়ে যাবেন সেই সাথে সাথে যার অথেন্টিকেশন কপি করবেন সে বিপদে পড়ে যাবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:26:31 AM
হ্যাঁ ভাই আসলে আমাদের ফোরামে একদমই নতুন এ যারা আসে তাদের এই সমস্যাটা সবথেকে বেশি হয়ে থাকে। কোন বাউন্টি আসলে তারা তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে দেখা যায় অনেক সময় আরেকজনের অ্যাড্রেস ব্যবহার করছে ফলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিজের আইডিতে সমস্যা হবে তারপরে অন্যজনের আইডি থেকে যে কবে পেস্ট করে আনছে তার আইডি কিন্তু বাধ যাওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে এ ধরনের পোস্ট করে সবাই সাবধান হয়ে যাবে এরকম ভুল আর করবে না।
আপনার সাথে আমি একমত ব্রো। অনেক নতুন ইউজার রয়েছে যারা অন্যের তথ্য কপি করে নিয়ে আসার পরে সেগুলো কেটে দেয় না তাদের সাথে দেখা যায় অ্যাড্রেস মিলে যাচ্ছে। নিজে তো বিপদে পড়বে আবার অন্য কেউ জড়িয়ে ফেলছে তার মধ্যে। তাই সবাইকে অনুরোধ করবো আপনার এক কপি পেস্ট না করে একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Goldlife on January 05, 2021, 01:14:26 PM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
আপনাকে অনেক ধন্যবাদ
Malam90  ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ ও একটি সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে আমাদের সবার সচেতন থাকা উচিত ।তা না হলে যার তথ্য কপি করা হচ্ছে তার তো ক্ষতি হচ্ছেই পাশাপাশি যে কপি করেছে তার নিজেরও ক্ষতি হতে পারে। তাই তাড়াহুড়া না করে অন্যের তথ্য কপি না করে নিজের সঠিক তথ্য দিয়ে বাউন্টিতে আমরা সবাই জয়েন করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Rony on January 06, 2021, 04:13:29 PM
আমরা অনেকেই অল্প একটু সময় বাচানোর জন্য বাউন্টিতে জোয়ারের সময়ে অন্যজনের তথ্য কপি করে থাকি যা আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করে। এই কপিরাইট এর জন্য আমাদের আইডি ব্যান করে দিতে পারে। বাউন্টি তে জয়েন হওয়ার সময় আমাদের সর্বদায় সঠিক নিয়মগুলো মেনে জয়েন খাওয়া দরকার।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Crypto Banglu on January 06, 2021, 06:35:26 PM
অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। বাউন্টি করার সময় আমরা যদি কারো তথ্য কপি করি তাহলে কোন ভাবে ভুল করে যদি তার তথ্যের কোন অংশ থেকে যায় তাহলে দুটি একাউন্টই ঝুঁকির মধ্যে পড়ে যায়। মাল্টিপল ধরার সম্ভাবনা তৈরি হয়ে যায়। তাই অন্তত সবাইকে অনুরোধ করব বাউন্টি করার সময় নিজের মতো করে বানিয়ে Proof of  Authentication পোস্ট তৈরী করবেন। প্লিজ দয়া করে কেউ কারো টা কপি করতে যাবেন না।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Emon khan on January 07, 2021, 10:03:08 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Cristiano on January 11, 2021, 12:28:26 PM
ফোরামে যখন নতুন ইউজার জয়েন করে তখন বাউন্টি সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। তারা নানা রকম ভুল করে থাকে। যেমন বাউন্টিতে জয়েন করার সময় অন্য কারো তথ্য কপি করে। কিন্তু তারা জানেনা এর পরিণাম কি হতে পারে। অন্য কারো তথ্য যদি কপি করে আনা হয় তাহলে তার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।কারণ ফোরামে বলা হয়েছে কপি পেস্ট না করার জন্য। তাই সবাই সতর্কতার সাথে বাউন্টি গুলো তে জয়েন করবেন। বাউন্টিতে জয়েন করার সময় কারও কোনো তথ্য কপি পেস্ট না করি।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Micky on January 11, 2021, 12:54:56 PM
আমরা যারা নতুন ইউজার হয়েছি তারা সব সময় একই ভুল বারবার করি। যার জন্য আমাদের সমস্যা সম্মুখীন করতে হয়। আমরা কারো বাউন্টিতে জয়েন করার সময় কোন তথ্য কপি পেস্ট না করি। যদি অন্য কারো কোনো তথ্য কপি-পেস্ট করি তাহলে আমাদের সেবা উন্টিল থেকে রিজেক্ট করে দেয়া হবে। এবং একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকতে হবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Triple333 on January 11, 2021, 12:56:46 PM

অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
হুম ভাই, আপনি ঠিকই বলেছেন।  অনেকে বাউন্টি আসার সাথে সাথে তারাহুরো করে জয়েন হওয়ার জন্য অন্যের তথ্য কপি পেস্ট করে থাকে যা তার এবং যার তথ্য কপি করে তার জন্য খুবই বিপদজনক।  এতে করে তাদের দুজনেরই আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।  অনেক সদস্য আছে যারা নতুন অবস্থায় না বুঝেই  এই কাজ করে থাকে।  ফলে তারা কিছু দিন পরে তাদের আইডি হারিয়ে ফেলে।
তাই নিজের আইডি কে সুরক্ষিত রেখে বাউন্টি সহ অন্যান্য ক্যাম্পেইন করার ক্ষেত্রে   সকলেরই এই কপি পেস্ট বিষয়টা এড়িয়ে চলা উচিৎ।                                       



ভাই আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আসলে আমাদের আইডিকে আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে ।কপি পোস্টএকটি বড় ধরনের স্ক্যামিং এর জন্য আইডি অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তাই এ বিষয়গুলো অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: NANCY on January 24, 2021, 03:46:49 PM
আপনি ঠিক বলেছেন বাউন্টিতে জয়েন করার সময় কেউ যদি কারো তথ্য পোস্ট কপি করে সেটাকে স্কাম পোস্ট হিসেবে গণ্য করা হয়। আমরা ফোরামে যারা নতুন সদস্য রয়েছে তারা এই কাজটি কখনো করবো না। সিনিয়র ভাই অনেক শ্রম দিয়ে একটি টপিক তৈরি করেছেন তাই সিনিয়র ভাইকে অনেক ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: AlviNess on February 22, 2021, 05:28:51 PM
অনেক সময় দেখা যায় অনেকেই তাড়াহুড়া করে বিভিন্ন বাউন্টি ক্যাম্পেইনে এড হওয়ার সময় পণ্যের তথ্যগুলো করে নে।যার ফলে অন্য তথ্য কপি করার পর যদি কোন ইনফরমেশন দিতে ভুলে যায় তাহলে দুজনেই বিপদে পড়তে পারে। কারণ যে তথ্য কবে করবে এবং যার তথ্য কপি করবে তারা দুজনেই বিপদে পড়বে। তাই অবশ্যই আমরা এই সকল কিছু থেকে বিরত থাকব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: bmr on February 22, 2021, 07:40:18 PM
হ্যা এটা করতে গিয়ে অনেকেই নিজের নামের জায়গায় অন্যের নাম বসিয়ে রেখেছে। অনেক সময় মনে থাকে না তাই এই ভূলটা হয়ে থাকে। তাছাড়া এটা করাও ঠিক নয়। তাই আমরা এটি সর্বদা চেস্টা করব পরিহার করা।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Dark Knight on February 23, 2021, 06:39:39 AM
হ্যাঁ এটা অনেকেই তাড়াহুড়া করে বা নতুন ইউজার রা ভুল করে করে থাকে। তাছাড়া কপি পেস্ট করার স্প্যামিংয়ের শামিল। তাই আমরা সবাই ধীরে সুস্থে কাজ করব যাতে স্পামিং না হয় সেদিকে খেয়াল রাখব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 08:35:02 AM
তাড়াহুড়ো করে বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার সময় অনেকে অনেকের তথ্য কপি করে ভুল করে ইডিট না করেই পোস্ট করে দেন। আর এতে করে দুজনেই বিপদের সম্মুখীন হতে হয়। তাই আমি মনে করি হাজার নয় যা বলেছেন ঠিক বলেছেন। আসলে কারো তথ্য কেউ কপি করে পোস্ট করা একেবারে উচিত নয়। নিজের মত করে লিখুন আর পোস্ট করুন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tepona on February 25, 2021, 06:34:13 PM
কপি পেস্ট অনেক মডারেটররা ই করে থাকে। তবে সেগুলো সোর্স লিংক ব্যবহার করে। আমি মনে করি বাউন্টি ম্যানেজারদের কপি-পেস্ট পোস্টে স্টেক দেওয়া উচিত না। তাহলেই বাউন্টি ইউজাররা কখনোই কপি-পেস্ট করবে না। তবে আমি কবে কপি পেস্ট থেকে বিরত থাকার চেষ্টা করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Fighter on February 28, 2021, 09:28:20 AM
বাউন্টি ক্যাম্পেইন আসলে অনেকেরই তাড়াহুড়া করে এই ভুলটি করে থাকে। অন্যের দেওয়া তথ্য কপি করে পোস্ট করে দেয়। কিন্তু এতে দুজনেরই বিপদের মধ্যে পড়তে হয়।তাই আমরা তাড়াহুড়া না করে নিজের তথ্য গুলো সঠিকভাবে দিয়ে পোস্ট করব এবং বাউন্টি ক্যাম্পেইনে যুক্ত হবো।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tepona on February 28, 2021, 06:57:00 PM
বাউন্টি ক্যাম্পেইন আসলে অনেকেরই তাড়াহুড়া করে এই ভুলটি করে থাকে। অন্যের দেওয়া তথ্য কপি করে পোস্ট করে দেয়। কিন্তু এতে দুজনেরই বিপদের মধ্যে পড়তে হয়।তাই আমরা তাড়াহুড়া না করে নিজের তথ্য গুলো সঠিকভাবে দিয়ে পোস্ট করব এবং বাউন্টি ক্যাম্পেইনে যুক্ত হবো।
আমি আপনার সাথে সহমত পোষণ করি। দেখা যায় বাউন্টি সেকশনে নতুন কোন বাউন্টি আসলে, জয়েন করতে গিয়ে অন্যের পোস্ট কপি করে এবং সেটি পোস্ট করে দেয়। এটা বড় ধরনের ভুল। আমি মনে করি প্রথমে নিয়ম কানুন গুলো ভালোভাবে রপ্ত করা উচিত। তারপর বাউন্টিতে জয়েন করা উচিত।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Milon626 on March 01, 2021, 05:41:32 PM
হুম ভাই, আপনি ঠিকই বলেছেন। আমাদের অনেক ভাইয়েরা আছে যারা বাউন্টিতে খুব দ্রুত জয়েন হওয়ার জন্য অন্যের তথ্য চুরি করে এনে তা সাবমিট করে থাকে।  এতে করে তার নিজের যেমন ক্ষতি  হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি যার তথ্য কপি করেছে তারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।  তাই আমরা কেউ অন্য জনের  তথ্য কখনো কপি পেস্ট করার চিন্তা করবো না।                             
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: ExtraPoint on March 03, 2021, 09:07:08 AM
আমাদের মধ্যে এই ভুলটা প্রায়ই হয়ে থাকে। বাউন্টি ক্যাম্পেইন আসলে আমরা তাড়াহুড়া করে জয়েন হতে গিয়ে এই ভুলটা করে থাকি। আমরা যদি কারো তথ্য কপি করে দেই তারা আমাদের দুজনেরই সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আমরা তাড়াহুড়া না করে ভালোভাবে বাউন্টিতে জয়েন হবো। অন্য কারো তথ্য কপি করবোনা।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: AGM on March 03, 2021, 11:49:42 AM
হ্যা এটা ঠিক বলেছেন বিটকয়েন টকে এই ধরনের কাজরে জন্য অনেক বড় মাসুল দিতে হয়েছে। তাই আমাদের উচিত সর্বদা এখান থেকে কোন কিছু কপি করে পোস্ট না করা যেটা আমাদের জন্য অনেক ভাল হবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Mr America on March 03, 2021, 02:01:46 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন বাউন্টি ক্যাম্পেইন হোক আর এয়ারড্রপ ক্যাম্পেইন হোক কেউ কারো তথ্য কপি করে জয়েন না করাটাই ভালো। তাহলে হয়তো কোনো সমস্যায় পড়তে হতে পারে। এইসব কাজ থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: babu10 on March 03, 2021, 04:50:54 PM
এই সম্পর্কে আসলে বাংলা এবং ইংরেজীতে নিয়মকানুন দেয়া আছে এখন সমস্যা হলো আমাদের কিছু ভাই বোনেরা মনে করে ফোরাম মানেই টাকা আর টাকা। আসলাম একটা আইডি খুলে দুই চার জনেরটা কপি পেষ্ট করে মাইরা দিয়া বাউন্টি র‌্যাঙ্ক বাড়াবো আর বাউন্টি করে ইনকাম করব। তাই ফোরামের এত নিয়ম কানুন ভালোমতো পড়েনা। আসলে গাড়ী চালাতে হলে যেমন ট্রাফিক সিস্টেম মানতে হয় নতুবা জীবনের ঝুঁকি থাকে তেমনি ফোরামেও চলতে গেলে ফোরামের নিয়মকানুন মানতে হয় নতুন আইডি নষ্ট হবার সম্ভাবনা থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রথমে রিস্ক এনালাইসিসটা আগে করতে হয় তাহলে সমস্যা হয়না বা হলেও কম। তাই আমিও সবাইকে অনুরোধ করবো নিজে জ্ঞান সমৃদ্ধ করে নিজের মতো করে কমেন্ট বা পোষ্ট করুন তাহলে আপনি এগিয়ে যাবেন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Lovepro Max on March 03, 2021, 05:54:48 PM
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরেছেন। অনেকেই রয়েছে যারা ভূলবশতঃ অন্যের তথ্য চুরি করে বাউন্টি ক্যাম্পেইনে গুগোল ফর্ম পূরণ করে থাকে। এতে দুজন ইউজারের একাউন্টের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমরা কখনও কোনও বাউন্টিতে জয়েন হওয়ার সময় তাড়াহুড়া না করে ধীরে মাথা ঠান্ডা রেখে জয়েন হওয়ার চেষ্টা করব যাতে কোন প্রকার ভুল ত্রুটি না হয়।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Ricky on March 04, 2021, 10:05:47 AM
আপনি ঠিক প্রসঙ্গ তুলে ধরেছেন। আসলে অনেকে তাড়াহুড়ো করে দ্রুত জয়েন করার জন্য অন্যের পোস্ট থেকে কপি করে পোস্ট করার চেষ্টা করে কিন্তু ভুলবশত কিছু তথ্য এডিট করতে ভুলে যায় যার কারণে দু'জনকেই প্রবলেম ফেস করতে হয়। এই কাজ থেকে অবশ্যই সবার দূরে থাকা উচিত। নতুন ইউজার রা এই কাজগুলো বেশি করে থাকেন। নতুনদের এই কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। আশা করি এরপর ভুলেও কেউ এই কাজ করবেন না।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: raisajahan on March 04, 2021, 11:52:45 AM
আমরা যারা পুরাতন আছি তারা সবাই জানি ফোরাম এ কোন প্রকার কপি পেস্ট করা যায় না কিন্তুু নতুন রা এই ভুল টা করে থাকে কারন তারা বুজতে পারে না যে কোন বিষয়ে কোন পোষ্ট করতে হবে সুতরাং বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Tubelight on March 08, 2021, 10:53:07 AM
ভাই আপনি এখানে যে ইন্সট্রাকশন গুলো দিয়েছেন আপনার সেই ইন্সট্রাকশন গুলো মেনে আমি সর্বদা গ্রুপে এড হওয়ার চেষ্টা করব। আমি জানি যে কারো তথ্য কপি করা অনেক বড় অপরাধ। কারণ এতে আমরা দুজনেই বিপদে পড়তে পারি। তাই আমি সব সময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Malam90 on March 16, 2021, 04:43:02 AM
ভাই আপনি এখানে যে ইন্সট্রাকশন গুলো দিয়েছেন আপনার সেই ইন্সট্রাকশন গুলো মেনে আমি সর্বদা গ্রুপে এড হওয়ার চেষ্টা করব। আমি জানি যে কারো তথ্য কপি করা অনেক বড় অপরাধ। কারণ এতে আমরা দুজনেই বিপদে পড়তে পারি। তাই আমি সব সময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করব।

গত কয়েকদিন আগেও দেখলাম আমাদের বাংলাদেশী একজন আরেকজনের প্রুফ পোস্ট হুবহু কপি করে দিয়েছে। অনেকদিন হয়ে গেছে কারো চোখে পড়েনি।
চোখে পড়লে কি হতো?
কেউ চিটিংয়ের কারণে ফোরামে রিপোর্ট করত। তখন হয়তো দুই আইডিতে ডুপ্লিকেট ট্যাগ দিতো। অথবা যিনি কপি করেছেন তাকে শাস্তি স্বরুপ প্লাগরিজম স্ট্রাইক দেওয়া হতো।
তাই বলবো আর কতদিন এমন করবে সবাই? সচেতন হতে হবে সবাইকে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Random203 on April 29, 2021, 07:24:52 PM
এক জন অন্য জনের  পোস্ট কপি করা আর কারও তথ্য চুরি করা একই কথা। নিজেকে কেনো চোরের পর্যায়ে  নিয়ে যাবেন?  প্রতিটি বাউন্টিতেই প্রুফ অফ এথেন্টিকেশন এর যাবতীয় রুলস দেওয়া থাকে, আপনি সেগুলো কপি করে নিজের তথ্য দিয়ে পূরণ করে পোস্ট করুন।  তাতে করে আপনার আইডিটাও সুরক্ষিত থাকবে, অন্যের আইডিও সুরক্ষিত থাকবে।  শুধু শুধু অন্যের তথ্য চুরি করে তাকে বিপদের মুখে ফেলে দেবেন না।                       
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Jokar on April 30, 2021, 04:23:27 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। যা নতুনদের জন্য অনেক সহায়ক হবে। আমরা অনেক নতুন ইউজার আছি যারা তাড়াহুড়া করে বাড়িতে যাওয়ার জন্য কপি পেস্ট করে থাকি। আপনার এই পোস্টটি পড়ে আমরা সবাই অনেক সতর্ক সাবধানতা অবলম্বন করব। আশা করি আপনার পোস্টটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে এবং নতুনরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই পোস্টটি করার জন্য। আশা করি ভবিষ্যতে এ ধরনের পোস্ট করে নতুনদের সাহায্য করবেন।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Nusrat on May 02, 2021, 06:08:01 PM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে এ বিষয়ে অনেকেই জানে না যে অন্যের পোস্ট কপি করে নিজের আইডির অ্যাক্টিভিটি বাড়ানোর এটা নিজের জন্য ক্ষতিকারক। আপনার পোস্ট পড়ে যাতে তাদের ভুলগুলো সংশোধন করতে পারে। নতুন ইউজার রয়েছে যারা বাড়িতে জয়েন হওয়ার পরেও অন্যের পোস্ট কপি করে। তাদের জন্য এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Mj joy on May 03, 2021, 09:12:46 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
আপনাকে প্রথমত ধন্যবাদ সুন্দর টপিক তৈরি করার জন্য কপি-পেস্টের প্রবলেমটা আমার মনে হয় আমাদের বাংলাদেশী ভাইয়েরা  বেশি হয়ে থাকে কেউ বুঝে করে আবার কেউ না বুঝেই করে যাচ্ছে তবে কপি-পেস্টের প্রবলেম থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ হচ্ছে ইদানিং আমাদের বাংলা বোর্ডে এবং আমাদের বাংলাদেশি বাইয়েরা অনেকই স্পামিং  করা শুরু করেছে এতে করে আমাদের বাংলা বোর্ডের দুর্নাম হচ্ছে এবং বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি অনেক প্রবলেম হচ্ছে।  তাই আমাদেরকে তাড়াহুড়ো না করে এবং যেকোনো কাজে কপি-পেস্ট বাদ দিতে হবে ধন্যবাদ সকলকে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Md.Nurnobe3483 on May 03, 2021, 10:59:14 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আমাদের ফোরামে এমন কিছু ইউজার রয়েছে যে তারা বাউন্টিতে জয়ধর সময় কপি পেস্ট করে এনে দিচ্ছি। কিন্তু তারা জানে না যে কপি-পেস্ট করাটা আইডির জন্য কতটা ক্ষতিকর। কপি পেস্ট করার কারণেই আইডিতে নেগেটিভ ট্রাস্ট খাব সম্ভাবনা অনেক বেশি। তাই যারা বাউন্টিতে জয়েন হওয়ার সময় কপি-পেস্ট করেছে তারা সবাই সাবধান হয়ে যান এবং আইডি সুরক্ষা এবং সংরক্ষিত অবস্থায় রাখুন ধন্যবাদ।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Sr boy on May 08, 2021, 09:56:32 AM
হ্যাঁ আমরা এই ফোরামে বা বিটকয়েনে দেখতে পারি যে কিছু কিছু নতুন ইউজার রয়েছে। নতুন কোন বাউন্টি আসলে তারা এড হওয়ার জন্য ছোটাছুটি করে। ছোটা ছুটির কারণে তারা কপি-পেস্ট করে। এতে যার কবে পোস্ট নেওয়া হয়। তার আইডি না নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মনে করব তারা যেন এরকম না করে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: HeartBit143 on May 11, 2021, 12:55:39 PM
বাউন্টিতে জয়েন করার জন্য আমরা সবাই অনেক তাড়াহুড়ো করে থাকি কারণ আমাদের ফোরামে সম্প্রতি প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। যার কারনে বাউন্টি আসার ১০মিনিটের মধ্যে প্রায় সকল স্লট বুক হয়ে যায়।  আর এই জন্যই সবাই অন্যের পোস্ট কপি করে পেস্ট করে থাকে।  ফলে তাদের দজনেরই সমস্যার সম্মুখীন হতে হওয়া লাগতে পারে।  এক্ষেত্রে যার পোস্ট কপি করা হয় সে বিনাদোষে শাস্তি পেয়ে থাকে।  তাই আমাদের সবার এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে।                               
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Papusha20 on May 12, 2021, 11:47:21 AM
বালতিতে জয়েন হওয়ার জন্য Proof দেওয়া হয় সে জায়গায় অন্য জনের পোস্ট কপি না করা অনেক ভালো। কারণ তাড়াতাড়ি কাজ করার সময় দেখা যাবে অন্য জনের তথ্য গুলো থেকে যায় এ জন্য পরবর্তীতে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমার মতে অন্যজনের পোস্ট কপি না করা অনেক ভালো।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: RSRS on May 14, 2021, 11:24:26 AM
আপনার এই তথ্য পেয়ে বাউন্টিতে সঠিকভাবে কাজ করার উপায় পেলাম। আমরা যারা নতুন আছে তারা সঠিকভাবে বাউন্টি করতে জানিনা। অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি। আপনার এই পোস্টটি পড়ে আশা করি সঠিকভাবে কাজ করতে পারব। অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Diknel on August 08, 2021, 04:28:51 AM
হ্যাঁ, আমরা ফোরামে অনেকে আছি যারা সঠিকভাবে বাউন্টি তে জয়েন করতে জানিনা। আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু ভুল করে থাকি। কখনো দেখা যায় যে তাড়াহুড়া করে বাউন্টিতে জয়েন করার জন্য অন্যের তথ্য কপি পোস্ট করে থাকি। কপি পোস্ট করলে পরবর্তীতে দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা সবাই কারো তথ্য কপি পোস্ট না করি।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Aeso on August 10, 2021, 04:50:46 AM
এটি অনেক গুরুত্বপূর্ণ টপিক,যারা নতুন বাংলা ফোরামে জয়েন হয়,তারা অনেকে না বুঝেই আগের জনের তথ্যগুলো সংগ্রহ করে কমেন্ট করে, নিজের মতামতের উপর ভিত্তি করে কমেন্ট করতে  হয়।তাহলে কোনো বিপদের সম্মুখীন হতে হয় না
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Abdulkana on August 12, 2021, 05:03:53 AM
 মাউন্টেড দুজন করার সময় কেউ কারো তথ্য কপি করা যাবে না কেউ কারো তথ্য কপি করলে ডুবলিকেট কারমা খাবেন এবং আপনার আইডি কোন কাজে আসবে না তাই আমরা নিজের মতামত থেকে কমেন্ট করে বা পোস্ট করি তথ্য কপি না করি
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Sumi on October 14, 2021, 10:22:43 AM
অনেকেই নতুন বাউন্টি আসলে হুড়াহুড়ি করে আগের জনের তথ্য কপি করে পেস্ট করে থাকেন অথবা নতুন অবস্থায় না জানার কারণে আগের কারো পোস্টের তথ্য কপি করে জয়েন করতেছেন তারা হয়তো জানেন না এটা আপনার আইডির জন্য কত ক্ষতিকর। এতে করে উভয়জনই বিপদে পড়ার সম্ভাবনা আছে, আইডি ডুপ্লিকেট ট্যাগ খেতে পারেন যা আর কোন কাজে আসবেনা। এমন একটি ঘটনা আজকে প্রত্যক্ষ করলাম যার দুজনেই আমাদের বাংলাদেশী ভাই।  তাই নিজের তথ্য নিজের বাউন্টিতে জয়েন জন্য ব্যবহার করুন। অন্যের তথ্য এড়িয়ে চলুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।

বিঃদ্রঃ- নতুন ভাইদেরকে আগে আমি বাংলা বোর্ডের স্টিকি পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করছি।

(https://i.imgur.com/VCPExWd.jpg)
হ্যাঁ ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। আমরা যারা এই ফোরামে বাউন্টি করে থাকি আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত ।বাউন্টি করার সময় আমরা অনেকেই তাড়াহুড়া করে অন্যের আইডির কপি পেস্ট করে থাকি ।এতে উভয় আইডির জন্য এটা ক্ষতিকর তাই আমরা বাউন্টি করার সময় দেখে শুনে সচেতনভাবে নিজের তত্ত্ব নিজের দিয়ে বাউন্টিতে জয়েন করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Lifetime on October 14, 2021, 10:33:13 AM
হুম ভাই, আপনি ঠিকই বলেছেন।  অনেকে বাউন্টি আসার সাথে সাথে তারাহুরো করে জয়েন হওয়ার জন্য অন্যের তথ্য কপি পেস্ট করে থাকে যা তার এবং যার তথ্য কপি করে তার জন্য খুবই বিপদজনক।  এতে করে তাদের দুজনেরই আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।  অনেক সদস্য আছে যারা নতুন অবস্থায় না বুঝেই  এই কাজ করে থাকে।  ফলে তারা কিছু দিন পরে তাদের আইডি হারিয়ে ফেলে।
তাই নিজের আইডি কে সুরক্ষিত রেখে বাউন্টি সহ অন্যান্য ক্যাম্পেইন করার ক্ষেত্রে   সকলেরই এই কপি পেস্ট বিষয়টা এড়িয়ে চলা উচিৎ।   
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Fulshai on April 02, 2022, 03:31:49 PM
বাউন্টিতে যারা নতুন জয়েন হয়। প্রথমত তাদের উচিত বাউন্টি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা। কারণ বাউন্টি সম্পর্কে ভাল তথ্য না জেনে কাজ করলে আইডি বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ তারা অন্য একজনের পোস্টগুলো কপি করে। সে অনুযায়ী পোস্ট করে। এজন্য উভয়ই আইডি বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা যারা বাউন্টিতে কাজ করব। তারা অতিসত্বর বান্টি সম্পর্কে আগে ধারণা নিব। তারপর ধীরে ধীরে বাউন্টি ফোরামে কাজ করব।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Cinno3 on April 03, 2022, 11:43:39 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন। আমরা অনেকেই আছি যারা বাউন্টি ক্যাম্পেইন আসলে তাড়াহুড়া করে জয়েন হওয়ার সময় অন্য কারো তথ্য কপি করে পোস্ট করে থাকি। এবং অনেকক্ষেত্রেই ভুল করে থাকি। এটা কিন্তু আমাদের আইডির জন্য অনেক ক্ষতিকর। এতে আমাদের আইডি বাতিল হতে পারে। তাই আমাদের আইডি সুরক্ষিত রাখার জন্য বুঝে শুনে কাজ করতে হবে। এবং অন্যের কাজ কপি করা থেকে বিরত থাকতে হবে।
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Madmax789 on May 23, 2022, 07:04:12 PM
অন্যের পোষ্ট কপি করি ঠিক না, নিজে তো ক্ষতি করছেন তাছাড়া অন্যকেও ক্ষতির মুখে ফেলাচ্ছেন, বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এজন্য ধন্যবাদ
Title: Re: বাউন্টিতে জয়েন করার সময় কেউ কারো তথ্য কপি করে পোস্ট না করি।
Post by: Ghamarsi on July 02, 2022, 07:10:03 AM
কপি পেস্ট করা দন্ডনীয় অপরাধ। কারণ কপি পেস্ট করলে একাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দুটি একাউন্ট একই ধরা হয়।