Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on April 12, 2021, 01:30:41 PM

Title: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Lutera94 on April 12, 2021, 01:30:41 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: babu10 on April 12, 2021, 02:30:44 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?

অতীব বাস্তব কথা বলেছেন ভাই। আমার মনে হয় ইথারিয়াম টিম এই বিষয়ে দ্রুতি পদক্ষেপ নেয়া দরকার কারন যেইকোন মানুষ সবসময় যেখানে বেশী সুবিধা পাবে সেখানে যাবে এটাই বাস্তাব। আগে আমাদের ওয়ালেট এ ১০০ ডলার থাকলে সারা বছর টোনেক ট্রানজেকশান করতে পারতাম তারপরও ৩০-৪০ ডলার থাকত আর এখন ২-৩টা টোকেন ট্রান্সফার করলেই ডলার শেষ হয়ে যাচ্ছে যেটা নিতান্তই দুঃখজনক। তাই এই সুবিধাটা এখন BSC নেটওয়ার্ক নিচ্ছে যেই কারণে BNB এর দাম হু হু করে বাড়ছে তাই ভবিষ্যতে BNB নাম্বার ২ পজিশানে দেখলে হতাশ হবোনা আমরা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: ranaprime on April 12, 2021, 03:56:34 PM
এটা আমার জন্য অনেকটাই দুঃখ জনক। আমি মাত্র কয়েক সপ্তাহ আগে আমি 8.2 বি এন বি 315 ডলার প্রাইস এ সেল করে দিয়েছিলাম। কিন্তু আজকে এর অবস্থান দেখে মনে হল যে আবার ক্রয করব কিন্তু যেই মুহূর্তে ক্রয় করব তখন এর দাম ছিল 627 ডলার। এখনও আমি বাই ওর্ডার দেয়নি। আমি নিশ্চিত যে 1 হাজার ডলার যাবে কিন্তু দাম বেশি তাই কিনতে একটু দিধা দন্ধের মধ্যে পড়তে হয়। যদি তারা কমপিটেশন করে থাকে তাহলে যেতে পারে। তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে। 
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rokon5 on April 12, 2021, 04:51:17 PM
🐎 power এর ন্যায়    BNB ছুটছে। সবার নজর এখন BNB এর দিকে।ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে BNB এর জয়জয়কার।তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে। 
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Nusrat on April 12, 2021, 04:58:02 PM
এটা আমার জন্য অনেকটাই দুঃখ জনক। আমি মাত্র কয়েক সপ্তাহ আগে আমি 8.2 বি এন বি 315 ডলার প্রাইস এ সেল করে দিয়েছিলাম। কিন্তু আজকে এর অবস্থান দেখে মনে হল যে আবার ক্রয করব কিন্তু যেই মুহূর্তে ক্রয় করব তখন এর দাম ছিল 627 ডলার। এখনও আমি বাই ওর্ডার দেয়নি। আমি নিশ্চিত যে 1 হাজার ডলার যাবে কিন্তু দাম বেশি তাই কিনতে একটু দিধা দন্ধের মধ্যে পড়তে হয়। যদি তারা কমপিটেশন করে থাকে তাহলে যেতে পারে। তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে।
আপনি তো ভাই একটা সুযোগ হারিয়েছেন তবে আর একটা রিক্স নিয়ে দেখতে পারেন। বিএনপি কিনতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন বেশ কিছুদিন রেখে দিন এমবির দাম আরো বাড়বে। আমি আপনার চেয়ে জুনিয়র আমার কথায় কিছু মনে করবেন না। আসলে রেস্ট না নিলে ভালো কিছু করা যায় না ভাই। আমার কথায় মনে কষ্ট নিবেন না আমার কথা বাসায় ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Malam90 on April 12, 2021, 05:07:55 PM
এটা আমার জন্য অনেকটাই দুঃখ জনক। আমি মাত্র কয়েক সপ্তাহ আগে আমি 8.2 বি এন বি 315 ডলার প্রাইস এ সেল করে দিয়েছিলাম। কিন্তু আজকে এর অবস্থান দেখে মনে হল যে আবার ক্রয করব কিন্তু যেই মুহূর্তে ক্রয় করব তখন এর দাম ছিল 627 ডলার। এখনও আমি বাই ওর্ডার দেয়নি। আমি নিশ্চিত যে 1 হাজার ডলার যাবে কিন্তু দাম বেশি তাই কিনতে একটু দিধা দন্ধের মধ্যে পড়তে হয়। যদি তারা কমপিটেশন করে থাকে তাহলে যেতে পারে। তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে।
আপনি তো ভাই একটা সুযোগ হারিয়েছেন তবে আর একটা রিক্স নিয়ে দেখতে পারেন। বিএনপি কিনতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন বেশ কিছুদিন রেখে দিন এমবির দাম আরো বাড়বে। আমি আপনার চেয়ে জুনিয়র আমার কথায় কিছু মনে করবেন না। আসলে রেস্ট না নিলে ভালো কিছু করা যায় না ভাই। আমার কথায় মনে কষ্ট নিবেন না আমার কথা বাসায় ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনার কথাগুলো বেশ কর্কশ শোনাচ্ছে। উনি সিনিয়র পারসন। সিনিয়রদের সম্মান দিয়েই কথা বলুন। সিনিয়রদের অবদানে আজকে আপনার কথা বলতে পারতেছেন।
আরেকটা কথা আপনি বলেছেন বিএনপি। বিএনপি আর বিএনবি এক কথা নয়। আর রেস্ট ও রিস্ক এক কথা নয়। বানান ঠিক করুন নতুবা অর্থ উল্টো হয়ে গেলে সেটাকে কিন্তু শিটপোস্টের আওতায় পড়বে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Sasa on April 12, 2021, 05:58:30 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
BNB এর দাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি BNB 1000 ডলার হিট করবে বলে আশা করা যায়। মাত্র কয়েক মাসের ব্যবধানে BNB এর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে । তবে আমি মনে করি BNB ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে পারবেনা। বর্তমানে ইথেরিয়াম এর দাম 2000 ডলার এর উপরে রয়েছে। ইথেরিয়াম সবসময়ই ভালো একটি ক্রিপ্টো মুদ্রা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Review Master on April 12, 2021, 06:24:00 PM
এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?

মূল্যের দিক থেকে বিএনবি আজকে কিংবা কালকে ইথিরিয়ামকে অতিক্রম করবে, এটিতে কোনো সন্দেহ নাই। কারণ বাইন্যান্স যতই আইইও কিংবা টোকেন বার্ন করবে, ততই বিএবির মূল্যে উর্ধ্বগতি থাকবে। কিন্তু ব্লকচেইন নিয়ে অনেক অভিমত রয়েছে, যেহেতু অনেক ব্লকচেইন বিশ্লেষক বাইন্যান্স স্মার্টচইনকে সেন্ট্রালাইজ বলে থাকে। তাই ইথিরিয়ামের গ্যাস ফি কমলে হয়তো বাইন্যান্স স্মার্টচেইনের হাইপটি একটু কমবে, কিন্তু সেটি বিএনবির মূল্যে কম প্রভাব রাখবে, আমার মতে। বাকি অন্যান্যরা জানাবেন , আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবেন?
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rafiq on April 12, 2021, 09:30:05 PM
🐎 power এর ন্যায়    BNB ছুটছে। সবার নজর এখন BNB এর দিকে।ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে BNB এর জয়জয়কার।তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে।
BNB এর দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাকে হর্স পাওয়ার এর সাথে তুলনা করলে ভূল হবে না। ক্রিপ্টোতে ইথারিয়াম প্লাটফরম সর্বাধিক জনপ্রিয় হলেও উচ্চ গ্যাস ফি এর কারণে অনেক ভালো ভালো প্রকল্প বাইন্যান্স স্মার্ট চেইনে চলে আসতে বাধ্য হচ্ছে। ফলে BNB এর দাম ধ্রুত গতিতে বেড়েই চলছে। যদি ইথারিয়ামের গ্যাস ফি এর লাগাম টেনে না ধরা হয় তবে BNB  এক সময় ইথারিয়ামকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Angel julian on April 13, 2021, 08:14:38 AM
BNB এর দাম যে দুটো গতিতে বৃদ্ধি পাচ্ছে এটি ইথিরিয়াম টপ কে খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। চিত্রটি নাম সর্বাধিক জনপ্রিয় হলেও গ্যাস ফ্রি এর কারণে অনেক ভালো ভালো প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের বাধা সম্মুখীন হতে হচ্ছে বলে ইথিরিয়াম এখন খুব একটা ভালো লাগে। কিন্তু বিএন বি এর দাম উঠেছে অনেক। এতোটুকু জানার ছিল যদি কোন আরো কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Tamsialu$$ on April 13, 2021, 08:55:48 AM
BNB এর প্রাইস বর্তমানে ষাড় দৌড়ের মতো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইথিরিয়াম প্রাইস সেভাবে বৃদ্ধি পাচ্ছে না দেখে মনে হয় সর্বোচ্চ 25 ডলার এ যেতে পারে। কিন্তু BNB প্রাইস যেভাবে এগিয়ে যাচ্ছে হয়তো বা কিছু দিনের মধ্যেই 1000 ডলার হয়ে যাবে। বিনান্স ইস্মার্ট চেইন এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে ট্রানজেকশন ফি খুবই কম লাগে যে কারণে সবাই BNB কিনে হোল্ড করছে বিনিয়োগকারীরা। ইথারিয়াম এর ট্রানজেকশন ফি যদি কমে আসে তাহলে ইথারিয়াম প্রাইস বৃদ্ধি পাবে। এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বুঝা যায় ইথিরিয়াম এর প্রাইস এর খুব নিকটে চলে যাবে BNB প্রাইস।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Tamsialu$$ on April 13, 2021, 09:00:26 AM
BNB এর দাম যে দুটো গতিতে বৃদ্ধি পাচ্ছে এটি ইথিরিয়াম টপ কে খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। চিত্রটি নাম সর্বাধিক জনপ্রিয় হলেও গ্যাস ফ্রি এর কারণে অনেক ভালো ভালো প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের বাধা সম্মুখীন হতে হচ্ছে বলে ইথিরিয়াম এখন খুব একটা ভালো লাগে। কিন্তু বিএন বি এর দাম উঠেছে অনেক। এতোটুকু জানার ছিল যদি কোন আরো কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন দয়া করে।
আপনি এটা কি ধরনের পোস্ট করছেন আপনার পোস্টে কোন কিছুই তো বোঝা যাচ্ছে না। শুধু বড় পোস্ট করলেই যে ভালো পোস্ট হবে তা কিন্তু নয় পোস্টের ভিতরে তথ্যবহুল কিছু থাকতে হবে। আপনি যে পোস্টগুলো করেছেন সেগুলো কিন্তু স্প্যামিংয়ের তালিকায় পরে। আপনি যাই লিখছেন না কেন ভালো করে লেখার চেষ্টা করবেন।আপনি প্রায়ই মেম্বার হওয়ার কাছে চলে গেছেন ধরনের পোস্ট আপনাকে দিয়ে আশা করা যায় না। সুতরাং এখন থেকে একটু বুঝে শুনে পোস্ট করবেন আর যদি কোন কিছু নাই বুঝেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আশা করি সবাই বুঝিয়ে দেবে আপনাকে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: saidul2105 on April 13, 2021, 01:38:59 PM
বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনা করলে দেখা যায় যে ইথেরিয়াম কে ছাড়িয়ে যাওয়া বিএনবি-এর জন্য খুব একটা কঠিন কাজ নয়। ইথেরিয়াম নেটওয়ার্ক এ গ্যাস ফী বেশী এবং ট্রানজেকশন স্পিড কম থাকার কারনে এখন সবাই বিএনবি-কে প্রাধান্য দিয়ে থাকে।  বিএনবি-এর দাম এবং জনপ্রিয়তা উভয়ই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। 
এখন দেখা যাক কি হয়............                               
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rothi roy on April 13, 2021, 04:46:17 PM
যেভাবে BNB এর দাম বাড়তে শুরু করেছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইথেরিয়ামকে পিছনে ফেলে যাবে ‌। কিন্তু বর্তমানে BNB এর দাম কিছু কমে গিয়ে 572.79$ হয়েছে। বর্তমানে ক্রিপ্টো বাজারে তৃতীয় অবস্থানে আছে এবং ইথেরিয়াম এর মূল্য 22 শত ডলার। যেহেতু ইথেরিয়াম এর গ্যাস ফি অনেক বেশি তাই বর্তমানে BNB সবার জনপ্রিয় হয়ে উঠছে।।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Sr boy on April 13, 2021, 05:41:05 PM
BNB ইথেরিয়াম কে ছাড়িয়ে নিয়ে যেতে পারি । ইথারিয়াম কি BNB অনেক পিছনে ফেলে দিয়েছে। বর্তমানে BNB তৃতীয় স্থানে অবস্থান করছে। তাই এখন বর্তমানে সবার কাছে BNB অনেক উপরে উঠে গেছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Linda78 on April 13, 2021, 05:58:43 PM
বর্তমানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ গতিতে BNB এগিয়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি কে এই কয়েনটিখুব অল্প দিনে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে BNB তৃতীয় অবস্থানে অবস্থান করছে। সবাই ধারণা করছে যে ইথেরিয়াম কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্যাম্পেইন ইথিরিয়ামে গ্যাস ফি অতিরিক্ত থাকার কারণে বাউন্টি হাজারা বিনান্স স্মার্ট চেইনে ক্যাম্পেইনে ডিস্ট্রিবিউশন করে থাকে। বর্তমানে বিনান্স কয়েনটি সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। বিনান্স কয়েনের ভবিষ্যৎ খুবই ভালো।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Goldlife on April 13, 2021, 06:31:06 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
এই অবস্থাতে কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্মকে অবশ্য অবশ্যই কিন্তু একটি পরিবর্তন আনতে হবে ইথেরিয়াম  প্লাটফর্মে তা নাহলে কিন্তু বিনান্স  চেইন কিন্তু ইথেরিয়াম কে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে তখন কিন্তু ইথেরিয়াম প্লাটফর্মে কিন্তু এত বেশি জনপ্রিয়তা আর পাবেনা তখন কিন্তু সব বিন্যান্স স্মার্ট চেইন সবাই কাজ করবে সবাই এতে করে কিন্তু ইথেরিয়াম প্ল্যাটফর্ম পেছনে পড়ে যাবে তাই আমি প্ল্যাটফর্মকে সাজেস্ট করব তার জন্য শীঘ্রই কোন পরিবর্তন নিয়ে আসেন তাদের প্লাটফর্মে ধন্যবাদ
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rubel007 on April 14, 2021, 12:03:48 AM
মাঝে মাঝে বি এন বি যে বুল রান করে তাতে ইথারিয়াম কে ছাড়িয়ে যেতে তেমন কোন সময় লাগবে না। তবে এত কম সময়ে এত দ্রুত বৃদ্ধি পাওয়াটাও কিন্তু একটু ভাবার বিষয় আছে। তবে ভবিষ্যতে যদি এই প্লাটফরমে এভাবে নতুন নুতন প্রজেক্ট লঞ্চ করে তাহলে অবশ্যই ইথার কে ছাড়িয়ে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Heron on April 16, 2021, 07:43:48 AM
বিনান্স কয়েন এর উর্ধমুখী গতি দেখলে মনে হয় এটি ইথেরিয়াম কে ছাড়িয়ে যাবে এটা সম্ভব। ক্রিপ্টোকারেন্সি তে অসম্ভব বলে কিছুই নেই। বিনান্স কয়েন এর জনপ্রিয়তা এবং দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে খুব একটা সময় লাগবে না। বিনান্স নেটওয়ার্ক এর সুবিধা ইথেরিয়াম নেটওয়ার্ক এর চেয়ে বর্তমানে বেশি, তাই সবাই বিনান্স নেটওয়ার্ক এর প্রতি ঝুঁকে পড়েছে, যার ফলে বিনান্স কয়েন এরকম রকেট গতিতে চলছে। আমার মনে হয় ইথেরিয়াম ম্যানেজমেন্ট এর দ্রুত পদক্ষেপ নেয়া উচিত সমস্যাগুলো সমাধান করার। তুলনামুলক বিনান্স এর পজিটিভ দিক গুলো বেশি হওয়ার জন্য ইথেরিয়াম জনপ্রিয়তা হারাতে চলেছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Angel julian on April 16, 2021, 11:03:59 AM
বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে,BNB খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এ টিভির আমাকে ছাড়িয়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম কে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু ডলার সেল দিতে গেলে তার অর্ধেক গ্যাস লাগে ফলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার জন্য এখন আর ইথেরিয়াম ভালো লাগেনা এজন্য সবাই বিএমবিএর ওপর নজর দিচ্ছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Magepai on April 16, 2021, 05:49:56 PM
বর্তমান সময়ে BNB কয়েনের প্রাইস সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে। এজন্য অনেকেরই ধারণা হয়তো ইথিরিয়াম প্রাইস কে টপকে যাবে। কিন্তু আমি মনে BNB প্রাইস সর্বোচ্চ বৃদ্ধি পেলে 1000 ডলার হতে পারে। কিন্তু যখনই এর প্রাইস 1000 ডলার ছাড়িয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে ইথিরিয়াম প্রাইস 3000 ডলার হিট করবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Random203 on April 16, 2021, 06:47:25 PM
 ক্রিপ্টোকারেন্সির জগতে কখন যে কি হয় সেটা বলা মুশকিল।      সম্প্রতি বিএনবি এর পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যে অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বিএনবি ইথেরিয়ামকে বিট করে উপরে চলে যাবে।  এখন বিএনবি অত্যাধিক পরিমাণে পাম্প করতেছে,  সেক্ষেত্রে বিএনবি ইথেরিয়ামকে ছাড়িয়ে যেতেই পারে।                     
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Dark Knight on April 17, 2021, 08:59:09 AM
ক্রিপ্টোকারেন্সিতে অসম্ভব বলতে কিছু নেই। ক্রিপ্টোকারেন্সি মার্কেট একেক সময় একেক রূপ ধারণ করে থাকে। দেখা যায় আজকে কোন কয়েন এর দাম 5 ডলার কিন্তু কালকে সেই কয়েনের দাম বৃদ্ধি পেয়ে 10 ডলার হয়। আবার 5 ডলার থেকে কমে 3 ডলারে নেমে আসতে পারে। এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিয়ম। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্রমাগত ওঠানামা করে। তবে বর্তমানে বিএনবি কয়েনের দাম উচ্চগতিতে বৃদ্ধি পেয়ে চলেছে। বাইনান্স স্মার্ট চেইন প্ল্যাটফর্ম জনপ্রিয়তা পাওয়ায় বি এন বি কয়েনের দাম এমন ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। তবে এখনো ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে বিএনবি কয়েনের অনেকটুকু পথ পাড়ি দিতে হবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Milon626 on April 17, 2021, 09:42:47 AM
ইথেরিয়াম কে ছাড়িয়ে যাওয়া বিএনবি এর সময়ের অপেক্ষা মাত্র। যে ভাবে বিএনবি এর দাম বাড়তে শুরু করেছে তাতে করে আর কিছু দিনের মধ্যেই ইথেরিয়ামের দাম ওভারটেক করে যাবে বিএনবি এর দাম। তাই এখন যারা বিএনবি কিনে হোল্ড করে রাখতে পারবে তারা ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবে।                     
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Casual on April 17, 2021, 09:58:44 AM
BNB এর প্রাইস শুধু বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয় বর্তমানে কিন্তু ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পেয়েছে। কিন্তু ইথিরিয়াম এর তুলনায় BNB প্রাইস বৃদ্ধি পেয়েছি অনেক। BNB সর্বোচ্চ বৃদ্ধি পেলে এই বছরে 1000 ডলার অতিক্রম করতে পারে কিন্তু দেখা যায় ইথিরিয়াম এর প্রাইস 5000 ডলার পর্যন্ত যেতে পারে। আমার মনে হয় ইথিরিয়াম প্রাইস কখনোই BNB এর প্রাইস টপ কিয়ে যেতে পারবে না।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Angel julian on April 17, 2021, 12:08:27 PM
BNB এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে এটি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। শুধু বি এন বি এর সাথে সাথে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। এখন মূল সমস্যা হচ্ছে কোন কিছু সেল দিতে গেলে ইথেরিয়াম অনেক গ্যাস ফি দিতে হয় ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্যই তিনি আমার বেশি ভালো লাগে না কিন্তু ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। আবার ইথেরিয়াম কে টপকিয়ে বিএনপি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে এটির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমার কাছে সবচেয়ে ভালো আমার মনে হচ্ছে যে বিএনপি একসময় দেখা যাবে যে 1000 ডলার অতিক্রম করেছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Markuri33 on April 17, 2021, 04:14:31 PM
BNB প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে আসলে এ ভাবে বৃদ্ধি পেতে থাকলে ইথিরিয়াম এর প্রাইস খুব নিকটে চলে যাবে। কিন্তু ইথারিয়াম প্রাইস দেখা যাচ্ছে অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরেও যেভাবে বিনান্স স্মার্ট চেইন এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি 1000 ডলার অতিক্রম করতে পারে। হয়তোবা ইথারিয়াম এর প্রাইস এর সমান হতে পারবেনা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: raisajahan on April 17, 2021, 04:58:20 PM
দিন দিন বিএনবির মুল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে তো আমি কেন সবার ই মনে হচ্ছে বিএনবির মুল্য ইথারিয়াম কে ছাড়িয়ে যাবে। আর এটার পিছনে কারন হিসাবে আমি মনে করি বিএনবি এর মার্কেট ডিমান্ড অনেক বেশি অন্যান্য কয়েন এর তুলনায়। আবার এটির সাপ্লাই অনেক কম। আর এটি বার্ন হয় নির্দিষ্ট পরিমান কিছু দিন পরপর। সুতরাং এটির মুল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: AGM on April 17, 2021, 05:48:29 PM
হ্যা আপনি ঠিকই বলছেন। ইথারের গ্যাস ফি বেশি হওয়ায় আমি বলতে পারব না যে কবে আমি ইথার প্লাটফরমে টোকেন সেল করেছি। এই রকম শুধু আমি না হাজার হাজার মানুষ এখন ইথিরিয়াম কে ছেড়ে বি এস সি প্লাটফরমে এসেছে। আর যত এই ধরনের প্রজেক্টে আসবে ততই এর দাম বাড়বে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Hasan986 on April 17, 2021, 07:22:17 PM
BNB এর সে ক্ষমতা রয়েছে।  BNB চেইন বর্তমানে অনেক সাকসেস প্রজেক্ট লঞ্চ করতেছে। যেমনটা শুরু করেছিলো ইথারিয়াম। সময় এখন সব কিছু বলে দিবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: HeartBit143 on April 17, 2021, 07:27:34 PM
দিন দিন বিএনবি এর দাম হু হু করে বেড়েই চলেছে। এভাবে যদি বিএনবি এর দাম বৃদ্ধি পেতে থাকে তবে ইথেরিয়ামকে ওভারটেক করতে খুব বেশি সময় লাগবে না।  তাছাড়া বিন্যান্স স্মার্ট চেইন এ ট্রাঞ্জেকশন ফী কম থাকার কারনে এর জনপ্রিয়তাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।  তাই সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে বিএনবি ইথেরিয়ামকে টপকে যাওয়ার ক্ষমতা রাখে।                                 
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Cadaver20 on April 17, 2021, 07:54:07 PM
BNB এর দাম বাড়ছে আর ইথারিয়াম যে বসে আছে তা কিন্তু নয়। ২০০০ ডলারের ইথারিয়াম ২৫০০ ডলার ক্রস করেছে। ইথারিয়ামের পথ চলা দীর্ঘদিনের। ধীরে ধীরে এটি মানুষের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে। ইথারিয়ামের ট্রানজেকশন ফি কমে গেলে মানুষ আবার তাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে যাবে। BNB এর দাম বৃদ্ধি একটা হাইপ। তাই আমি মনে করি না যে BNB ইথারিয়ামকে ছাড়িয়ে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: bmr on April 17, 2021, 08:09:40 PM
বি এন বির যে অবস্থা তাতে ইথার কে ছাড়িয়ে যেতেই পারবে তবে এটি সময় সাপেক্ষ্য ব্যাপার আমার মনে হয়। কারন ইথারের দাম এখন 2300 ডলারের কাছে আর বি এন বির 500 এর কিছু বেশি। এমত অবস্থায় ইথার কে ছাড়িয়ে যেতে হলে একটু সময় নিতেই হবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Btceth01 on April 18, 2021, 04:00:37 AM
BNB কিছুদিন আগে যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল দুই-একদিনের মধ্যেই BNB দাম 1000 ডলার এর মধ্যে অবস্থান করবে।কিন্তু 637 ডলারের মধ্যে অবস্থান করে আবার নিচের দিকে চলে আসেন। এখন বর্তমানে 513 ডলারের মধ্যে অবস্থান করছে। তবে বিনান্স যেভাবে এগিয়ে চলছে তা তো অবশ্যই মনে হচ্ছে ইথিরিয়াম কে ছাড়িয়ে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Jaya60 on April 18, 2021, 04:50:35 AM
BNB প্রাইস বর্তমানে যে ভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে ধারণা করা হয়েছিল হয়তো অল্প কিছু দিনের মধ্যেই 1500 ডলার হিট করবে। বর্তমানে আবারো কিন্তু দেখা যাচ্ছে BNB প্রাইস খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। এজন্য মনে হচ্ছে BNB প্রাইস হয়তোবা ইথিরিয়াম প্রাইস কে কখনোই ছাড়িয়ে যেতে পারবেনা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Afnan on April 18, 2021, 07:10:07 PM
দিন দিন বিএনবি এর দাম হু হু করে বেড়েই চলেছে। এভাবে যদি বিএনবি এর দাম বৃদ্ধি পেতে থাকে তবে ইথেরিয়ামকে ওভারটেক করতে খুব বেশি সময় লাগবে না।  তাছাড়া বিন্যান্স স্মার্ট চেইন এ ট্রাঞ্জেকশন ফী কম থাকার কারনে এর জনপ্রিয়তাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।  তাই সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে বিএনবি ইথেরিয়ামকে টপকে যাওয়ার ক্ষমতা রাখে।                                 
বিটকয়েন ও ইথেরিয়ামের পর বিএনবি উর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। বর্তমানে বিএনবি এর দাম অনেকটা বেড়ে গেছে। ইথেরিয়ামও উর্ধ্বমুখী অবস্থায় রয়েছে কিন্তু বিএনবি যেভাবে বাড়তে শুরু করেছে তাতে ইথেরিয়ামকে ছাড়িয়ে যেতে হলে অবশ্যই সময়ের প্রয়োজন। তবে বিএনবি এর দাম বাড়ার গতিটা যদি একই রকম থেকে যায় তাহলে ইথেরিয়ামকে ছাড়িয়ে যাবে।                 
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Azharul on April 19, 2021, 11:15:28 AM
আমরা জানি যে বর্তমান সময়ে ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ স্থানটি দখল করেছে বিটকয়েন এবং দ্বিতীয় স্থান টি দখল করে নিয়েছে ইথেরিয়াম।এবং তৃতীয় অবস্থানে রয়েছে BNB। আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন BNB কয়েন এর দাম বেড়েই চলেছে।তাই আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে এভাবে বাড়তে থাকলে কোনো এক সময় এর দাম বেড়ে অনেক উচুতে উঠবে,যা ভবিষ্যতে ইথেরিয়ামকে ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rifan Khan on May 04, 2021, 09:17:50 AM
আমরা জানি যে বর্তমান যতগুলো কয়েন রয়েছে সব কয়েন গুলো কে দখল  করে রেখেছে বিটকয়েন। দ্বিতীয় স্থান দখল করেছে ইথারিয়াম এবং তৃতীয় স্থান দখল করেছে বিএনবি।  যদি এভাবে বিএনবি বাড়তে থাকে । তবে আমার দীর্ঘ বিশ্বাস বিএনবি ইথেরিয়ামকে ছেড়ে যেতে পারবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Mist Joya on May 04, 2021, 09:29:06 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
বিএনবি বর্তমানে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এটা সত্য কথা তবে আমরা যারা কিপটো জগতে জড়িত আছি তারা সকলেই জানি ইথেরিয়াম দ্বিতীয় নম্বর স্থান দখল করে আছে । ইথেরিয়াম এর গ্যাস ফি টা একটু প্রবলেম ছিল তবে সেটি এখন আর নেই পূর্বের অবস্থানে খুব দ্রুত ফিরে যাবে। তাই বলা যায় বিএনবি যতই বৃদ্ধি পাক ইথিরিয়াম কে পেছনে ফেলে অসম্ভব ব্যাপার।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Tanaka F3 on May 04, 2021, 11:45:33 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
আমি এই ফোরামে নতুন ইউজার হিসেবে যতটুকু জানি বিটকয়েন হচ্ছে নাম্বার ওয়ান কয়েন এবং ইথিরিয়াম দ্বিতীয় স্থান দখল কারী কয়েন। আমার মনে হয় ইথেরিয়াম কখনোই বিটকয়েন কে ছাড়িয়ে যেতে পারবেনা। কারণ বর্তমানে বিটকয়েনে প্রচুর পরিমাণে ট্রেডিং হচ্ছে। ইথেরিয়াম এ সে তুলনায় অনেক কম।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Jacksoon99 on May 04, 2021, 12:03:39 PM
বিএনবি এর দাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি বিএনবি 1000 ডলার হিট করবে বলে মনে হয়। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিএনবি এর দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে । তবে আমি মনে করি বিএনবি ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে পারবেনা। বর্তমানে ইথেরিয়াম এর দাম 3300 ডলার এর উপরে রয়েছে। ইথেরিয়াম সারা বিশ্বে অনেক জনপ্রিয় মুদ্রা তাই এটাকে বিএনবি ছাড়িয়ে যেতে পারবেনা আমি মনে করি।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Roshid on May 04, 2021, 12:06:02 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
ভাই আমি এই ফোরামে একদমই নতুন আমার এই বিষয়ে তেমন কোন ধারণা নেই। তবে বিএনবি যেরকম ভাবে ক্রিপ্ট জগতে এগিয়ে যাচ্ছে তাতে করে আমার মনে হয় বিএনবি  ইথেরিয়ামকে ছাড়িয়ে যেতে পারে বর্তমানে বিএনবি ভীষণভাবে পরিচিতি লাভ করেছে তাই বলা যায় এটা তার কাছে খুব বিশাল ব্যাপার নয়। ধন্যবাদ।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Angel julian on May 04, 2021, 12:22:31 PM
আসসালামুয়ালাইকুম  BNB এখন রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় ইথেরিয়াম আমার মনে হয় 25 হাজার ডলারের উপরে যেতে পারবে। কিন্তু  BNB এর প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি একসময় এটি 1000 ডলার অতিক্রম করবে। কারণ এটিতে উচ্চ ফি দিতে হয় না ফলে আমাদের অনেক সুবিধা হচ্ছে। ইথেরিয়াম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ এর কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি মনে করি যে ইথেরিয়াম ট্রানজেকশনের যদি কোন ফিরে আসে তাহলে ইথেরিয়াম এর দাম বাড়তে পারে। যায় যে প্রায় সব প্রজেক্ট এখন দেখা যায় প্রায় সব প্রজেক্টে
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: RSRS on May 13, 2021, 02:13:14 PM
ইথেরিয়াম এবং বিএনবি দুটোই ক্রিপ্টো জগতের জনপ্রিয় দুটি কয়েন। বর্তমানে বিএনবি এর দাম বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে। আর আমার মতে বি এন বি এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় ইথেরিয়াম এর স্থান দখল করে নেবে। বি এন বি এর বর্তমান বাজার 585 ডলারের কাছাকাছি 2021 সালের শেষের দিকে এর দাম 2000 ডোলারে গিয়ে পৌঁছবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Malam90 on May 13, 2021, 05:07:49 PM
ইথারিয়ামকে ছাড়িয়ে যাওয়াটা একটু কঠিন ও সময় সাপেক্ষ তবে অসম্ভব নয়। বর্তমানে বিএসসির চাহিদা তুঙ্গে অন্যদিকে ইথারিয়াম নেটওয়ার্কের মাত্রাতিরিক্ত ফির কারণে চাহিদা কমে গেছে। এছাড়া বিএনবির সাপ্লাই আরো বার্ন করে কমানো হবে সামনে। তাই মার্কেটক্যাপ ও প্রাইস দুটির দিক দিয়ে হয়তো ১-২ বছরের মধ্যেই বিএনবি ইথারিয়ামকে ছাড়িয়ে যেতেও পারে। সময় বলে দিবে তবে আপাতত কঠিন। আর হা বিএনবির দাম এবছরের মধ্যেই ২০০০ ডলার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Cadaver20 on May 13, 2021, 06:23:34 PM
ইথেরিয়াম এবং বিএনবি দুটোই ক্রিপ্টো জগতের জনপ্রিয় দুটি কয়েন। বর্তমানে বিএনবি এর দাম বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে। আর আমার মতে বি এন বি এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় ইথেরিয়াম এর স্থান দখল করে নেবে।
আমার মনে হয় না বিএনবি কখনো ইথেরিয়ামের স্থান দখল করতে পারবে। বর্তমানে বিএনবি নয় ইথেরিয়ামের দাম বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে। ইথেরিয়াম $৪২০০ পার করেছে। হয়তো আর অল্প কয়েক দিনের মধ্যেই এটি $৫০০০ এ পৌছাবে। ইথেরিয়াম নিয়ে শুধু একটাই সমস্যা আর সেটা হল ট্রানজেকশন ফি। আশা করি দুই এক মাসের মধ্যেই এই সমস্যা সমাধান হয়ে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rifan Khan on May 15, 2021, 06:00:25 PM
আমরা সবাই জানি যে বিএনবি এবং ইথিরিয়াম দুটো জনপ্রিয় কয়েন। বিএনবি দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে ইথারে আমের দামও সেরকম ভাবেই বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দুটো কয়নি বৃদ্ধি পেতে থাকে তাহলে এক সময় দুটো কয়নি হাড্ডাহাড্ডি লড়াই হবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Mj joy on May 17, 2021, 02:57:18 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
আমরা সকলেই জানি বিএনবি খুব ভালো একটি কয়েন অন্যদিকে ইতিহাস কিপটো জগতের দিতে নম্বর স্থান কারী কয়েন বিএনবির অনেক বিনিয়োগ শুরু হয়েছে এবং ইথিরিয়াম তো কোন কথায় চলে না। তবে বিএনবি যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে ইথেরিয়াম এর মথ এত বড় একটি কয়েন কে পেছনে ফেলা আমার মনে হয় অসম্ভব ব্যাপার। আজকাল এই ইথেরিয়াম দিয়ে অনেক ধরনের অফিস-আদালত শপিং ইত্যাদি কার্য সম্পাদন করা সম্ভব হচ্ছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Bashar on May 19, 2021, 10:42:50 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্ট করার জন্য। আমি নতুন হিসেবে এ বিষয়ে যতটুকু বলতে পারি আমরা সবাই জানি ক্রিপ্টোকারেন্সি তে ইথেরিয়াম হচ্ছে দ্বিতীয় নাম্বার দখলকারী। তাই আমার মনে হয় ইথেরিয়ামকে পিছনে ফেলা খুব কঠিন একটি বিষয়। তাছাড়া সমস্ত বিশ্বে ইথেরিয়াম দিয়ে অনেক ধরনের কার্যসম্পাদন হচ্ছে আজকাল। তাই আমার মনে হয় বিএনবি ইথেরিয়াম কে পেছনে ফেলতে পারবে না।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Fariwala on May 20, 2021, 09:18:48 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
হ্যাঁ ব্রো আপনি নিঃসন্দেহে একটি সত্য কথা বলেছেন কারণ চারিদিকে এখন বিনান্স স্মার্ট চেইনের কিন্তু জয় জয় কর ধ্বনি সবথেকে। কারণ  ইথারিয়াম প্ল্যাটফর্মের থেকে এখন বেশি সুবিধা দিচ্ছে বিনান্স স্মার্ট চেইন তাদের ট্রানজেকশন কিন্তু অনেক কমিয়ে দিয়েছে এবং সে ক্ষেত্রে তাদের সার্ভিস কিন্তু অত্যন্ত ভালো এবং তাই এই সবাই বেছে নিয়েছে এবং এখন সেকশনের যতগুলো লঞ্চ হচ্ছে সবগুলো প্রজেক্টে কিন্তু সে ক্ষেত্রে আমি বলব যে ইথিলিন প্ল্যাটফর্মের থেকে বর্তমানে স্মার্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Sumi on May 20, 2021, 09:53:22 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
মার্কেটে অনেক পরিবর্তন লক্ষ করতে পারতেছি কারণ মার্কেট এখন অনেক ডাউনে আছে তাই বিএসসি বিনান্স কয়েন অনেক নিচে নেমে গেছে 600 থেকে প্রায় তিনশ সাড়ে তিনশোর কাছাকাছি এসে পৌঁছে গেছে বিএনপি করেন তাই আপনারা যারা কয়েন কিনে রেখেছিলেন তারা হতাশ হবে না অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা আবার মার্কেট পাম্পিং করবে তখন আপনারা সেল করে দিতে পারবেন
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Shibly on May 20, 2021, 10:19:37 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
আমি নতুন হিসেবে ইথেরিয়াম সম্পর্কে যতটুকু জানি। ইথেরিয়াম হচ্ছে ক্রিপ্টো জগতের দ্বিতীয় নম্বর স্থান কারী কয়েন। ইথেরিয়াম এ সারাবিশ্বে প্রচুর পরিমাণে বিনিয়োগ হচ্ছে। আর এই ইথেরিয়াম দিয়ে আজকাল মানুষের দৈনন্দিন জীবনে অনেক ধরনের কার্যসম্পাদন হচ্ছে। অন্যদিকে বিএনবি ও খুব ভালো পরিচিত তবে ইসলামের মতো অতটুকু না আমার মনে হয়। তাই আমার মনে হয় বিএনবি ইথিরিয়াম কে পেছনে ফেলতে পারবে না।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: EKRA13 on May 21, 2021, 08:17:44 PM
এক সময় ছিল ইথেরিয়াম ছাড়া অন্য কোন প্ল্যাটফর্ম এর কথা কেউ ভাবেনি। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। এখন দেখা যায় বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি ইউজাররা ইথেরিয়ামের চেয়ে BNB এর দেখে ছুটছে। দিনে দিনে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।BNB এর দাম গত কয়েক মাসে 16 ডলার থেকে 600 ডলারের উপরে উঠেছে। অপরদিকে ইথেরিয়াম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় জনপ্রিয় কয়েন।BNB বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু তা ইতি নামের মত নয়। তাই বলতে পারি BNB যত দ্রুত উপরদিকে ছুটুক না কেন খুব সহসাই ইথিরিয়াম কে পেছনে ফেলে সম্ভব নয়।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: mr.Robot on May 22, 2021, 07:05:06 AM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
এটি অসম্ভব নয় তবে সময়ের ব্যাপার। Bnb চাইলে আজকে ইথারিয়াম কে পিচনে ফেলে যেতে পারবে না। এর জন্য প্রয়োজন আরো কিছু সময়ের এবং আরো কিছু ডেভেলপমেন্ট এর। তবে সবচেয়ে বড় কথা হলো CZ একজন দক্ষ এবং পারদর্শী লোক, তিনি জানেন ঠিক কোন সময়ে কি সিদ্ধান্ত নিতে হবে এবং কখন সামনে আগাতে হবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: ttcsalam on May 24, 2021, 02:05:37 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
মার্কেট তো বর্তমানে অস্থির অবস্থা সে হিসাবে আমি মনে করি ইথিরিয়াম যদি ফি কম থাকে মানে ট্রানজেকশন ফি যদি কম থাকে তাহলে ইথিরিরিয়ম কে কখনও টপকিয়ে যাবে না।বিএনবি এর ফি যদিও ইথিরিয়ামের চাইতে কম কিন্তু তার পরেও বিএনবি এর আরও সময় লাগবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Fariwala on May 24, 2021, 02:43:36 PM
এটা আমার জন্য অনেকটাই দুঃখ জনক। আমি মাত্র কয়েক সপ্তাহ আগে আমি 8.2 বি এন বি 315 ডলার প্রাইস এ সেল করে দিয়েছিলাম। কিন্তু আজকে এর অবস্থান দেখে মনে হল যে আবার ক্রয করব কিন্তু যেই মুহূর্তে ক্রয় করব তখন এর দাম ছিল 627 ডলার। এখনও আমি বাই ওর্ডার দেয়নি। আমি নিশ্চিত যে 1 হাজার ডলার যাবে কিন্তু দাম বেশি তাই কিনতে একটু দিধা দন্ধের মধ্যে পড়তে হয়। যদি তারা কমপিটেশন করে থাকে তাহলে যেতে পারে। তবে ইথার যদি তার চার্য এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আবার ইথার এগিয়ে যাবে।
আপনি তো ভাই একটা সুযোগ হারিয়েছেন তবে আর একটা রিক্স নিয়ে দেখতে পারেন। বিএনপি কিনতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবেন বেশ কিছুদিন রেখে দিন এমবির দাম আরো বাড়বে। আমি আপনার চেয়ে জুনিয়র আমার কথায় কিছু মনে করবেন না। আসলে রেস্ট না নিলে ভালো কিছু করা যায় না ভাই। আমার কথায় মনে কষ্ট নিবেন না আমার কথা বাসায় ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনার কথাগুলো বেশ কর্কশ শোনাচ্ছে। উনি সিনিয়র পারসন। সিনিয়রদের সম্মান দিয়েই কথা বলুন। সিনিয়রদের অবদানে আজকে আপনার কথা বলতে পারতেছেন।
আরেকটা কথা আপনি বলেছেন বিএনপি। বিএনপি আর বিএনবি এক কথা নয়। আর রেস্ট ও রিস্ক এক কথা নয়। বানান ঠিক করুন নতুবা অর্থ উল্টো হয়ে গেলে সেটাকে কিন্তু শিটপোস্টের আওতায় পড়বে।
মালাম  ভাই আপনি যদি নতুন মেম্বারদের পোস্ট ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে আরো ক্লিয়ারলি একটি ধারণা পেয়ে যাবেন কারণ বর্তমানে ফোরামের সিনিয়র দের মান্য করা হচ্ছে না সিনিয়র জুনিয়র যে একটা আছে সেটা কিন্তু তারা মানছে না প্রতিনিয়ত কিন্তু তারা নিজেদের মতো করে পোস্ট করে যাচ্ছে এবং সিনিয়রদের অসম্মান করতেছেন এ বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Salman y90 on May 26, 2021, 07:39:11 AM
এখন বর্তমানে কি প্রকারের মার্কেট এতটা ডাম্প হচ্ছে। কোন কিছু বলা যাচ্ছে না কি হবে পরবর্তীতে। সেটা আমরা কিপটা মার্কেট ডাম্পিং হওয়ার পরেই বলতে পারব। এখন কোন কিছু বলাও সম্ভব না।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Zero0 on May 26, 2021, 01:57:40 PM
বর্তমানে BNB হচ্ছে অসাধারণ এক পারফরম্যান্স নিয়ে বিদ্যুত গতিতে ছুটে চলা অন্যতম জনপ্রিয় একটি ক্রিপ্টো মুদ্রা। BNB কে আমরা মাত্র কিছুূদিনের ব্যবধানে 28 ডলার থেকে 600 ডলার পার হতে দেখেছি। অন্যদিকে ETH হচ্ছে দ্বিতীয় জনপ্রিয় ক্রিপ্টো মূদ্রা এবং বৃহতম ক্রিপ্টো প্লাটফর্ম যার জনপ্রিয়তা বিশ্বজুরে। কিন্তু বর্তমানে BNB প্লাটফর্ম এর জনপ্রিয়তাও কম নয়। তাই আমি মনে করি BNB যদি ETH কে ওভারটেক করে তাতে অবাক হওয়ার কোন কারন নেই। যার যার পারফরম্যান্স তার তার অবস্থান নিশ্চিত করবে এটাই বাস্তবতা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: cryptosp50 on May 26, 2021, 03:52:11 PM
বর্তমান সময়ে বিএনপি সর্বাধিক জনপ্রিয় একটি কয়েন এবং বহুল ব্যবহৃত এবং প্রচলিত এদের নিজস্ব ব্লগ এর মাধ্যমে রান করার জন্য এর উপরে মানুষের আস্থা অনেক বেশি ওয়ার্ল্ডের মধ্যে নামকরা একটি এক্সচেঞ্জ সে ক্ষেত্রে তাদের নিজস্ব কয়েন হওয়ার ক্ষেত্রে এর কিছু সুবিধাও রয়েছে সাম্প্রতিক সময়ে বিএনপি কিছুটা হলেও আবার পুনরায় এর মার্কেট উপরের দিকে উঠতে ছে এটা বলাই যায় যে বিএনপি একসময় ভালো অবস্থান তৈরি করবে আমি আশাবাদী
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Triedboy on May 27, 2021, 06:02:45 PM
ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে যে সমস্ত কয়েন রয়েছে তারমধ্যে বিটকয়েন হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে তারপরে আমরা ইথিরিয়াম কে জনপ্রিয়তার শীর্ষে ধরে থাকি। যদিও ক্রিপ্টোকারেন্সি তে অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়েছে আমি মনে করি ইথেরিয়াম প্রাইস কে BNB কয়েন প্রাইস ছাড়িয়ে যেতে পারবেনা। BNB প্রাইস যখন তিন হাজার ডলারে হিট করবে তখন কিন্তু ইথিরিয়াম প্রাইস 10,000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: AIam333 on May 28, 2021, 05:46:26 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনই বি এন বি কে ইথারিয়াম ছেড়ে যেতে পারবে না। এখন বর্তমানে যে সমস্ত কয়েন রয়েছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার অবস্থানে রয়েছে ইথারিয়াম। ভবিষ্যতে কি যে হবে তা বলা যায় না। এখন বর্তমান সময়ে বিএনবি কে ইথারিয়াম ছেড়ে যাওয়া সম্ভব।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Mistroy on May 29, 2021, 04:44:01 AM
বর্তমানে ইথারিয়াম কয়েনের বাজার মূল্য 2510 ডলার।আর অন্যদিকে বি এন বি কয়েন এর বাজার মূল্য 341 ডলার। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখন কোন কয়েনের দাম বৃদ্ধি পায় বা কমে যায় আগে থেকে কেউ বলতে পারবেনা। বি এন বি যদি ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে চায়। ইথেরিয়াম এর ম্যানেজমেন্ট রাও কিন্তু বসে থাকবে না। তাই আমি মনে করি বিএনপি ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে অনেক সময় লাগবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: AIam333 on June 03, 2021, 04:39:11 PM
বি এন বি ইথারিয়াম কে সেরে যাবে কিনা সেটা সঠিকভাবে আমি বলতে পারছিনা। তাই যদি কোন সিঙ্গার ভাইয়া জেনে থাকেন তাহলে আমাকে একটু বলেন।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Herry on June 03, 2021, 05:57:46 PM
বিদ্যুৎ গতিতে ছুটছে BNB ! সব দিকে এখন BNB এর জয়জয়কার। ইথিরিয়ামের উচ্চ ফি এর কারণে অনেক ভালো ভালো প্রজেক্ট বাইন্যান্স স্মার্ট চেইনের আওতায় আসছে। অনেক নতুন প্রজেক্ট আবার ইথিরিয়ামে যাত্রা শুরু করলেও পরবর্তী তে তাদের টোকেনের নাম পরিবর্তন করে নতুনভাবে BSC নেটওয়ার্ক এ আসছে।  উদাহরণ - CYTR  থেকে ETNA এসেছে একটি প্রজেক্ট। এভাবে চলতে থাকলে ইথিরিয়ামকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না, আজকে ৬০০ ডলারের উপরে BNB এর দাম উঠেছিলো। আপনারা কি মনে করেন?
আমার মনে হয় এই ক্রিপ্টোকারেন্সি এর দুনিয়াতে কোন কিছুই অসম্ভব না। হ্যাঁ এটাও হতে পারে বি এন বি ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে পারে। তবে বর্তমানে ইথেরিয়াম এর ট্রানজাকশন ফ্রী আগের তুলনায় অনেক বেশি কমে গেছে। যখন ইথেরিয়াম এর ট্রানজেকশন ফি একবারের স্বাভাবিক হয়ে যাবে ।তখন আবারো বাউন্টি প্রকল্প ইথেরিয়াম প্লাটফর্ম ব্যবহার করবে। তখন আর বিএনবি ইথেরিয়ামকে স্পর্শ পারবেনা বলে আমার মনে হয়।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Logitech50 on June 03, 2021, 07:52:14 PM
ইথেরিয়াম যদিও ক্রিপ্টোকারেন্সি তে জনপ্রিয়। কিন্তু ইথেরিয়াম গ্যাস ফ্রি বেশি খরচ হওয়ার কারণে সব এখন বিনান্স ইস্মার্ট চেইন প্লাটফর্মে পরিণিত হচ্ছে। এবং ভবিষ্যতে আরও বি এন বি আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Sabiha14 on June 05, 2021, 08:15:16 AM
বিএনবি যদিও অনেক ভালো একটা কয়েন এবং এর ভবিষ্যৎও অনেক ভালো তবুও এটি কখনো ইথেরিয়াম কে ছাড়িয়ে যেতে পারবে না।  কারন ইথেরিয়াম হলো এলোটকয়েনের মধ্যে সেরা কয়েন এবং এটি ক্রিপ্টোকারেন্সির কয়েন মার্কেট ক্যাপে দ্বিতীয়   অবস্থানে আছে। অন্যদিকে বিএনবি ইথেরিয়াম থেকে অনেক নিচে অবস্থান করছে।                                 
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Cristiano on June 05, 2021, 08:21:18 AM
বি এন বি ইথারিয়াম কে সেরে যাবে কিনা সেটা সঠিকভাবে আমি বলতে পারছিনা। তাই যদি কোন সিঙ্গার ভাইয়া জেনে থাকেন তাহলে আমাকে একটু বলেন।
আপনার বানানে প্রচুর পরিমাণ ভুল রয়েছে সেগুলো সংশোধন করুন। যদি সংশোধন না করেন তাহলে অন্যথায় মডারেটর ভাই পদক্ষেপ নিতে বাধ্য হবে। আপনি ফোরামের একজন নতুন সদস্য আপনার উচিত প্রত্যেকটি পোস্ট করার আগে ভালো করে পোস্টগুলো রিভিশন দেওয়া যাতে কোনরকম ভুল-ত্রুটি রয়েছে কিনা। কারণ বর্তমানে একটি পোষ্টে যদি কোথাও বানান ভুল হয়ে থাকে তাহলে সেই পোষ্টের মান মাঝেমধ্যে অনেক খারাপ দিকে নিয়ে যায়। পোস্ট করার আগে ভালো করে যাচাই করুন যাতে কোনো রকমের ভুল আছে কিনা।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Rokon5 on June 06, 2021, 07:11:44 AM
বিএনবি যদিও অনেক ভালো একটা কয়েন এবং এর ভবিষ্যৎও অনেক ভালো তবে BNB ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে বলে তো আমার মনে হয় না।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Madmax789 on June 07, 2022, 08:48:59 PM
আমি ফর্মে নতুন কোনে ভুল হলে দয়া করে ক্ষ্মমার দৃষ্টিতে দেখবেন ইথিরিয়াম বর্তমান দাম ২ হাজার ডলার আর BNB এর দাম ৩০০ ডলার
দুটোর তফাত কিন্তু  তবে ২ টারই মার্কেট প্রাইজ অনেক ভালো অন্য গুলার তুলনায়।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Cinno3 on June 19, 2022, 02:26:38 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি গুলোর অবস্থা অনেকটা নিম্নগামী। বাজারের অবস্থা খুব একটা ভালো নেই বললেই চলে। কারণ বিটকয়েন সহ অন্যান্য কয়েন গুলোর দাম প্রতিনিয়ত নিম্নমুখী হচ্ছে। আমি মনে করি এই পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময়ের প্রয়োজন। বাজারের অবস্থা ভালো হতে আরো তিন থেকে চার বছর সময় লাগতে পারে। এবং তাই সবাইকে পরিস্থিতি বিবেচনা করে ক্রিপ্টোকারেন্সি গুলো ধরে রাখতে হবে। অপেক্ষা করতে হবে কখন বাজারের অবস্থা ভালো হয়।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Tepona on June 19, 2022, 04:56:40 PM
ইথেরিয়াম দুর্দান্ত অবস্থান তৈরি করতে পেরেছিল। কিন্তু মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে ইথেরিয়াম সহ অন্যান্য কয়েন গুলোর দাম অনেক কমে গেছে,  যা হোল্ডারদের জন্য খারাপ সময় বললেই চলে। ইথেরিয়াম এর দাম 4000 ডলারের উপরে প্রবেশ করেছিল। তবে বর্তমানে একটি এক্সচেঞ্জে cel এ স্টাকিং করা ইথেরিয়াম গুলো বিক্রি করেছে। এটা মূলত দলের কারসাজি। তাই বি এন বি, ইথেরিয়াম এর দাম অনেকটাই কম। সুতরাং ভবিষ্যতের বি এন বি এর অবস্থা ইথেরিয়াম থেকে অনেকাংশে ভালো হবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Centus on June 19, 2022, 05:10:33 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে BNB কয়েন অনেক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভালো একটি অবস্থানে রয়েছে এই কয়েনটি। এবং বর্তমানে বিটকয়েনের দাম কমতে যাওয়ায় এর প্রভাব পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর পড়েছে। কেননা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে দামি একটি মুদ্রা। বর্তমানে ইথেরিয়াম এবং বি এন বি, সহ সকল মুদ্রার দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। আমি মনে করি ইথেরিয়াম এবং বি এন বি সহ সকল মুদ্রার দাম আবারও ভালো একটি অবস্থানে যাবে।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Diknel on June 22, 2022, 12:48:22 PM
BNB ভবিষ্যতে ইথিরিয়াম কে ছাড়িয়ে যাবে। বি এন বি প্ল্যাটফর্ম অনেক বেশি সিকিওর এবং বিনান্স প্রতিনিয়ত ডেভলপ করে যাচ্ছে। তাই ভবিষ্যতে যখন মার্কেটের মধ্যে হাইপ তৈরি হবে তখন বিএনবি এর দাম ইথেরিয়াম কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিটকয়েনের দাম যখন দুই থেকে তিন লক্ষ ডলারে পৌঁছে যাবে। বাজারে নতুন করে যখন বুল রান তৈরি হবে, তখন সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে। সাথে বিএনবি  এর মারকেট ক্যাপ দ্বিতীয় অবস্থানে আসার সম্ভাবনা আছে ‌।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Piku on June 27, 2022, 04:56:46 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার খুবই খারাপ এর দিকে রয়েছে। তাই সব কয়েন গুলোর দাম অনেক ডাম্পিং করেছে। কিছুদিন আগে ইথারিয়াম কয়েনের দাম বেড়ে 4000 ডলারের উপরে অবস্থান করেছিল। কিন্তু বর্তমানে এই কয়েনের দাম 1000 থেকে 1200 ডলার এর মধ্যে অবস্থান করেছে। তাই সব বিনিয়োগকারীরা অনেক চিন্তিত রয়েছে। এবং BNB কয়েনটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। বাজার খারাপ হওয়ার কারণে এই কয়েনের দাম অনেক ডাম্পিং করেছে। আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম কে ছাড়িয়ে যাবে বিএন বি কয়েন।
Title: Re: BNB কি ইথিরিয়ামকে ছাড়িয়ে যাবে?
Post by: Bitrab on July 28, 2022, 06:02:02 PM
ক্রিপ্টোকারেন্সিতে BNB কয়েন অনেক জনপ্রিয়তা পেয়েছি। বর্তমানে যেভাবে বিএনবি কয়েনের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে তাতে আমি মনে করি একদিন বিএনবি কয়েন একদিন ইথারিয়াম কয়েন কে ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে বিএনপি কয়েন আরো ভালো একটি অবস্থানে যাবে। কারণ বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে এই কয়েনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এবং প্রচুর বিনিয়োগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং করে বিনিয়োগ করে সবাই লাভবান হচ্ছে।