Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Dark Knight on May 20, 2021, 04:49:38 AM

Title: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Dark Knight on May 20, 2021, 04:49:38 AM
আমরা সবাই গত কয়েকদিন যাবত ধরে দেখে আসছিলাম যে বিটকয়েন এক নম্বরে, ইথেরিয়াম দ্বিতীয় নাম্বারে এবং বি এন বি তৃতীয় নম্বরে। কিন্তু এখন বিএনবিকে সরিয়ে Tether (USDT) তৃতীয় স্থান দখল করে নিয়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: bmw1 on May 20, 2021, 08:29:49 AM
ভাই আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টোকারেন্সি তে বর্তমান তৃতীয় স্থানে আছে tether(USDT). ক্রিপ্টো মার্কেট লক্ষ করলে দেখা যায় প্রায় সব টোকেন এর দাম অনেক ডাম্প করেছে। তার মতো দেখা গেছে tether(usdt) এর দাম একটু কমেনি বরং কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তাই যারা বিভিন্ন টোকেন ট্রেড  করতে রেখে দিয়েছেন তারা usdt করে রাখতে পারেন। তাহলে কিছুটা ক্ষতির হাত  থেকে বেঁচে যেতে পারেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Fariwala on May 20, 2021, 09:13:07 AM
ভাই আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টোকারেন্সি তে বর্তমান তৃতীয় স্থানে আছে tether(USDT). ক্রিপ্টো মার্কেট লক্ষ করলে দেখা যায় প্রায় সব টোকেন এর দাম অনেক ডাম্প করেছে। তার মতো দেখা গেছে tether(usdt) এর দাম একটু কমেনি বরং কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। তাই যারা বিভিন্ন টোকেন ট্রেড  করতে রেখে দিয়েছেন তারা usdt করে রাখতে পারেন। তাহলে কিছুটা ক্ষতির হাত  থেকে বেঁচে যেতে পারেন।

এরকম পরিস্থিতিতে অন্য সকল কয়েন রাখা কিন্তু একটি রিস্কি হয়ে যায় সে ক্ষেত্রে আপনারা ইউএসবি তে কনভার্ট করে রাখতে পারেন কিন্তু আমার মনে হয় যে যাদের ক্ষতি হবার সেটা অলরেডি হয়ে গেছে এখন যদি কেউ ইউএসডিটি তে কনভার্ট করে রাখে তাহলে তাদের ক্ষতির পরিমাণ আরও বাড়ে বেড়ে যাবে আমার মনে হচ্ছে কারণ মার্কেট তো আবার উড়তেও পারে উঠলে তখন কিন্তু তাদের যে ক্ষতিটা হয়েছে তা কিন্তু পূরণ হয়ে যাবে তাই আমি আপনাদের সকলকে সাজেস্ট করব যে যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে আপনারা ধৈর্য ধরেন এবং বসে থাকুন অবশ্য অবশ্যই মার্কেট একদিন ভালো হবে আপনাদের প্রফিট আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন ধন্যবাদ সকলকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Malam90 on May 20, 2021, 06:34:09 PM
Tether(USDT) ৩য় স্থানে আসার কারণ হচ্ছে যে, সাম্প্রতিক মার্কেট ধ্বস। যার কারণে সব কয়েন ক্যাপিটাল হারিয়েছে, অপরদিকে প্রতিনিয়ত Tether(USDT) তাদের মার্কেটক্যাপ বাড়তেছে। তবে এখন দেখলাম বিএনবি আবারও ৩য় স্থানে এসেছে। এটা আবার আগের স্থানে ফিরে যাবে দ্রুত। পেনিক শেষ হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: babu10 on May 21, 2021, 07:09:08 PM
Tether(USDT) ৩য় স্থানে আসার কারণ হচ্ছে যে, সাম্প্রতিক মার্কেট ধ্বস। যার কারণে সব কয়েন ক্যাপিটাল হারিয়েছে, অপরদিকে প্রতিনিয়ত Tether(USDT) তাদের মার্কেটক্যাপ বাড়তেছে। তবে এখন দেখলাম বিএনবি আবারও ৩য় স্থানে এসেছে। এটা আবার আগের স্থানে ফিরে যাবে দ্রুত। পেনিক শেষ হবে।

একদম খাঁটি সরিষার তেলের মত কথা। এটাই হচ্ছে ৩য় স্থান দখল করার কারণ অন্য কিছু নয়। এখন আবার ৩য় স্থানে দেখলাম এবং মনে হচ্ছে এই অস্থির মার্কেটে কয়েকদিন বজায় থাকবে কারণ সবাই এখন Tether(USDT) ট্রানজেকশান করতেছে ক্যাপিটাল সেভ করার জন্য।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: mr.Robot on May 22, 2021, 07:12:07 AM
আমরা সবাই গত কয়েকদিন যাবত ধরে দেখে আসছিলাম যে বিটকয়েন এক নম্বরে, ইথেরিয়াম দ্বিতীয় নাম্বারে এবং বি এন বি তৃতীয় নম্বরে। কিন্তু এখন বিএনবিকে সরিয়ে Tether (USDT) তৃতীয় স্থান দখল করে নিয়েছে।
এর প্রধান কারণ হলো মার্কেটে এর স্ট্যাবল অবস্থান । যখন অন্য সকল কয়েনের অবস্থানের পরিবর্তন লক্ষণীয় তখন usdt অপরিবর্তিত, যার ফলে মানুষ তাদের কয়েন সমূহের মূল ভেলু হোল্ড করতে usdt তে রূপান্তরিত করে রাখছে। এর ফলে usdt এর মার্কেট ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং এটি রেঙ্কিং এ এগিয়ে যাচ্ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: C 98 on June 02, 2021, 03:48:19 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবগুলো কয়েনের দাম কমে যাওয়া তে Tether USDT এখন তৃতীয় স্থানে আসতে পেরেছে। আগে বিএনবি তৃতীয় স্থানে ছিল। বিএনবি কয়েনের দাম কমে যাওয়া তে এটি এখন চতুর্থ স্থানে নেমে এসেছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Diknel on August 03, 2021, 10:07:37 AM
USDT হল স্টাবল কয়েন গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। বর্তমানে দেখা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিএনবি কয়েনকে সরিয়ে তৃতীয় স্থান দখল করে নিয়েছে এই Tether (USDT) কয়েন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Triedboy on November 03, 2021, 11:54:46 AM
USDT বর্তমানে এর জনপ্রিয়তা রয়েছে অনেক। এটি একটি স্টাবল করেন এর প্রাইস বৃদ্ধি পায় না আবার কমে যায় না এজন্য সবাই হোল্ড করে রাখে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই USDT জনপ্রিয়তা সবার শীর্ষে রয়েছে অন্য সমস্ত স্টাবল কয়েন থেকে। অবশ্যই ভবিষ্যতে এটির প্রাইস আরও অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Rds3b on November 04, 2021, 03:23:24 PM
USDT বর্তমানে সবথেকে জনপ্রিয়। এটি একটি ট্রাবল কয়েন এর কোন পাম্পিং ও নেই ডাম্পিং নেই। USDT বর্তমানে তৃতীয় অবস্থানে আছে ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা সর্ব শীর্ষে। ট্রানজাকশন করতে সবথেকে বেশি সুবিধাজনক অবস্থানে আছে। এখানে কেউ ট্রেডিং করে না। সবাই বিভিন্ন মুদ্রা ইউএসডিটি করে রাখে তাদের মূলধন কে স্থির করে রাখে। এই প্লাটফরমটি সবার জন্য  অত্যান্ত গুরুত্বপূর্ণ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Rds3b on November 04, 2021, 03:25:15 PM
USDT বর্তমানে সবথেকে জনপ্রিয়। এটি একটি ট্রাবল কয়েন এর কোন পাম্পিং ও নেই ডাম্পিং নেই। USDT বর্তমানে তৃতীয় অবস্থানে আছে ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা সর্ব শীর্ষে। ট্রানজাকশন করতে সবথেকে বেশি সুবিধাজনক অবস্থানে আছে। এখানে কেউ ট্রেডিং করে না। সবাই বিভিন্ন মুদ্রা ইউএসডিটি করে রাখে তাদের মূলধন কে স্থির করে রাখে। এই প্লাটফরমটি সবার জন্য  অত্যান্ত গুরুত্বপূর্ণ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Centus on November 09, 2021, 04:15:43 PM
USDT মুদ্রাটি ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটি এটি একটি এমন মুদ্রা যার দাম বৃদ্ধি পাওয়ার বা কমে যাওয়ার সম্ভাবনা অনেক কম। এই মুদ্রাটি সব সময় এক ডলারে অবস্থান করে। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বেশি ওঠানামা করে। তাই ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের সুবিধার্থে স্টাবল মুদ্রাগুলোর প্রয়োজন। তাই বাণিজ্যের জন্য এসব মুদ্রা খুবই দরকারি।  USDT এর মত আরো স্টাবল মুদ্রা রয়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Meta on November 17, 2021, 03:30:53 AM
আমরা সবাই গত কয়েকদিন যাবত ধরে দেখে আসছিলাম যে বিটকয়েন এক নম্বরে, ইথেরিয়াম দ্বিতীয় নাম্বারে এবং বি এন বি তৃতীয় নম্বরে। কিন্তু এখন বিএনবিকে সরিয়ে Tether (USDT) তৃতীয় স্থান দখল করে নিয়েছে।
আপনি সঠিক কথা বলেছেন। তবে মার্কেট এখন আর আগের মত নেই অনেক নিচে নেমে এসেছে এই কয়েনের মার্কেট। এই কয়েন একসময় তৃতীয় স্থানে গেলেও এখন প্রায় 10 এর নিচে নেমে এসেছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Fulshai on February 27, 2022, 03:25:57 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বর্তমান সব কয়েনের দাম ডাম্পিং করছে। যা অতীতের চেয়ে অনেক বেশি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মার্কেট কয়েন হচ্ছে বিটকয়েন। তারপরে দ্বিতীয়তে আছে ইথেরিয়াম। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তৃতীয় স্থানে ছিল বি এন বি। এখন মার্কেট পজিশনে বিএনবি এর স্থল দখল করে নিয়েছে Tether (USDT) । তাই বলা যায় যে, Tether ( USDT) ভবিষ্যতে আরো ভালো করবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে Tether(USDT) এখন তৃতীয় স্থানে।
Post by: Cinno3 on April 08, 2022, 07:46:32 AM
USDT কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি একটি স্টাবল কয়েন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে‌ বিটকয়েন এবং ইথারিয়াম এর পড়েই রয়েছে এই স্টাবল USDT কয়েন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাণিজ্য করার জন্য  স্টাবল কয়েন গুলো অনেক প্রয়োজন। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলোর দাম ওঠানামা করে। ক্রিপ্টোকারেন্সি তে এরকম স্টাবল কয়েন আরো অনেক রয়েছে।