Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cinno3 on July 21, 2022, 10:42:51 AM

Title: এনএফটি সম্পর্কে আপনার মন্তব্য কি?
Post by: Cinno3 on July 21, 2022, 10:42:51 AM
Binance এক্সচেঞ্জে উপলব্ধ জিনিসগুলি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে, অনেক ব্যবহারকারী এনএফটি-তে বিনিয়োগ করে উপকৃত হচ্ছেন। NFTs এখন ডিজিটাল সম্পদগুলির মধ্যে একটি। তাই আমাদের উচিত এই সম্পদ রক্ষা করা। আমাদের উচিত বিভিন্ন এনএফটি শিল্পীদের সম্মানজনক কিছু দেওয়া। এই ধরনের বিনিময় বিভিন্ন cryptocurrencies হয়. তবেই জনপ্রিয় NFT গুলো ক্রিপ্টোকারেন্সি বাজারে টিকে থাকবে।
Title: Re: এনএফটি সম্পর্কে আপনার মন্তব্য কি?
Post by: Tepona on July 25, 2022, 04:13:14 PM
আমি মনে করি এনএফটি এমন একটি ডিজিটাল সম্পদ, যেই সম্পদ একে অপরের মাধ্যমে রূপান্তর করা যায় অথবা বিক্রি করা যায় তবে এর মালিক সেই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি সেটা কেনে। আমি মনে করি, এটি এমন একটি সম্পদ যা সংখ্যালঘু লেনদেন হয়ে থাকে। তবে আমি এটিকে সাপোর্ট করিনা। কারণ এই ডিজিটাল সম্পদ সব জায়গা পরিবর্তনযোগ্য বা বিক্রয় যোগ্য নয়। অর্থাৎ লেনদেনের জন্য সুবিধা বয়ে আনতে পারে না। তাই বিশ্ব অর্থনীতির টিকিয়ে রাখতে  ভার্চুয়াল কারেন্সির ভূমিকা অপরিসীম।
Title: Re: এনএফটি সম্পর্কে আপনার মন্তব্য কি?
Post by: SobujAkash#8 on August 20, 2022, 03:49:15 PM
এনএফটি পূর্ণরূপ ‘নন-ফাঞ্জেবল টোকন’, এর আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় – ‘যে টোকেনে ছত্রাক পড়বে না’। অর্থনীতির ভাষায় ‘ফাঞ্জেবল অ্যাসেট’ বলতে এমন কিছু ইউনিটকে বুঝায় যা খুব দ্রুত পরিবর্তন করে নেওয়া সম্ভব – যেমন, টাকা বা অর্থ।

উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আপনার হাতে ১০ টাকার একটি নোট রয়েছে। আপনি চাইলেই সেটিকে পাঁচ টাকার দুটি নোটে রূপান্তর করতে পারবেন, এবং এতে করে মূল্যমান কমবে না। কিন্তু ‘নন-ফাঞ্জেবল’ কোনো কিছুর মাধ্যমে এটি করা অসম্ভব। এর অর্থই হল –  এটি এমন অভিনব সম্পদ যা দ্রুত পরিবর্তন করে নেওয়া সম্ভব নয়। এ ধরনের সম্পদ হতে পারে অভিনব কোনো বাড়ি বা মোনালিসা চিত্রকর্মটি। আপনি চাইলে অনুকরণ করে একই রকম আরেকটি তৈরি করে নিতে পারেন, বা চাইলে চিত্রকর্মের ছবি তুলে নিতে পারেন। কিন্তু আসলটির মালিক শুধু একজন-ই হতে পারবেন।