Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: joy73 on September 19, 2018, 04:29:19 PM

Title: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: joy73 on September 19, 2018, 04:29:19 PM
মার্কেটে বিটকয়েনের অবস্থা এখন কিরকম তা কারও জানা থাকলে বলবেন প্লিজ।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: skemon on September 19, 2018, 04:52:04 PM
আমার জানা মতে বিটকয়েনের মুল গতবছরের চেয়ে কিছু কম রয়েছে এবছর এবং সামনে বিটকয়েনের মুল্য কিন্তু বারতে পারে, বিটকয়েনের মার্কেট সবসময় উঠানামা করে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: priyanka624 on September 24, 2018, 01:20:16 PM
বিটকয়েন হলো ক্রিপ্টোমার্কেটের সেরা কয়েন । সর্বপ্রথম এই কয়েনের আবিষ্কার হয় পরে সকল কয়েনের আবিষ্কার হয়। এটি যখন শুরু হয় তখন এর দাম ছিল মাত্র 0.06 ডলার আর এখন এর দাম হচ্ছে 7000 ডলার আর এর সর্বোচ্চ মল্য ছিল 19000 ডলার ।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Salauddin on September 24, 2018, 01:59:03 PM
বিটকয়েন হলো ক্রিপ্টোমার্কেটের সেরা কয়েন । সর্বপ্রথম এই কয়েনের আবিষ্কার হয় পরে সকল কয়েনের আবিষ্কার হয়। এটি যখন শুরু হয় তখন এর দাম ছিল মাত্র 0.06 ডলার আর এখন এর দাম হচ্ছে 7000 ডলার আর এর সর্বোচ্চ মল্য ছিল 19000 ডলার ।

আসল ব্যাপার গুলা হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর ওপরে ভিত্তি করে এগুলার দাম কমে বা বাড়ে, এগুলা অনেকটাই ফরেক্স এর উপরে ভিত্তি করেও উঠা নামা করে থাকে, আবার আন্তরজাতিক খবর এর উপরেও অনেক সময় নির্ভর করে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: force22 on September 24, 2018, 02:25:46 PM
এস আর মেম্বার হলে কি কি সুবিধা পাওয়া যাবে ।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Hridoy15 on September 29, 2018, 03:52:39 PM
আমরা জানি আগের তুলনায় বর্তমানে বিটকয়েন এর দাম কিছুটা কম আছে। তবে বিটকয়েন এর দাম সবসময় উঠানামা করে তাই আশা করি এটার দাম খুব তারাতারি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Rony24h7 on October 03, 2018, 07:21:42 PM
মার্কেটে বিটকয়েনের অবস্থা এখন কিরকম তা কারও জানা থাকলে বলবেন প্লিজ।

মার্কেটে বর্তমান বিটকয়েন তার জন্ম লগ্নের চাইতে অনেক ভালো অবস্থানে। তবে গতোবছরের তুলনায় খারাপ অবস্থানে আছে। বিটকয়েন যখন প্রথম আসে তখন তার বাজার মুল্য ছিলো মাত্র কয়েন ইউএস সেন্ট এ। আর বর্তমান মার্কেটে এর মুল্য ৬৫০০ ইউএসডি।
বর্তমান মার্কেটেরে এ্যানালাইসিস করতে গেলে বিটকয়েন মুল্য কমের দিকে আছে। যদিও অভিজ্ঞরা মনে করেন এর বাজার মুল্য আবারও বাড়বে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: rajib on November 12, 2018, 02:17:07 PM
আমরা জদি বিটকয়েন নিয়ে আগের তুলনা করতে জাই তাহলে অনেক পাথর্ক দেখাজাবে কারন মএ 1 বছর অগের দিকে জদি আমরা জাই তাহলে আমরা দেখতে পারব যে আগের তুলনায় এখন বিটকয়েন এখন কিছুই না কারন বর্তমানে মারর্কেট অনেক নিচের দিকে রয়েছে ।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: lolipop on November 13, 2018, 08:46:36 PM
বিটকয়েন এখন একজায়গায় স্থির আছে বললেই চলে । এখন বিটকয়েন সাধারণত 6000-7000 এর মধ্যে অবস্থান করছে। আমার মনে হয় বিটকয়েন আবার তার নিদিষ্ট স্থানে ফিরে আসবে। তাই আপনারা বিটকয়েন এখন হোল্ড করে রাখতে পারেন। এখন হোল্ড করতে পারলে ভবিষ্যতে লাভ করতে পারবেন।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Shakawat on November 14, 2018, 02:49:37 PM
কিছু সময় বিট কয়েনের মূল্য অনেক ভালো ছিল কিন্তু এখন এর মূল্য কিছুটা কমে গেছে  আমি আশা করি কিছুদিনের মধ্যে আগের অবস্থায়  ফিরে আসতে পার। এক সময় এটা মধ্যে বিনিয়োগ করতে আগ্রহী হবে সবাই
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: rajib on November 14, 2018, 03:02:04 PM
মার্কেটে বিটকয়েনের অবস্থা এখন কিরকম তা কারও জানা থাকলে বলবেন প্লিজ।


বিটকয়েন হচ্ছে এমন একটি কয়েন যেটা খুব তাড়াতাড়ি ওঠানামা করে । বিটকয়েন আপনি যদি এখন ক্রয় করেন তাহলে আপনার ভালো হবে। কারন সামনের দিনগুলোতে বিটকয়েনের দাম অনেকটা বেড়ে যাবে আর সে সময় যদি আপনারা সেটা বেচে দেন তাহলে আপনি অনেক লাভবান হবেন। তাই যতটুকু পারেন ক্রয় করুন এখন ।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Centus on March 18, 2022, 10:11:22 AM
বর্তমানে বিটকয়েনের দাম কম থাকলেও বিটকয়েন বর্তমানে অনেক ভালো একটি অবস্থানে রয়েছে। বিটকয়েন একেক সময় একেক ধরনের রূপ ধরে থাকে। সব সময় বাজার ওঠানামা করে। কখনো বিটকয়েনের বাজার স্থির থাকে না। বিটকয়েনের ধরণী এমন। 2022 সালের শুরু থেকেই বিটকয়েনের দাম অনেক ডাম্পিং করেছে। হয়তো কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম পুনরায় আগের অবস্থানে ফিরে যাবে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Cinno3 on April 03, 2022, 05:53:41 PM
বিটকয়েন আগের তুলনায় এখন আরো ভালো অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মানুষের কাছে বিটকয়েন এর চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। মানুষ প্রতিনিয়ত বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে যাচ্ছে। তারা বিটকয়েনের মাধ্যমে লেনদেন অনেক লাভবান হচ্ছে। বর্তমানে বিটকয়েনের বাজার কম থাকলেও ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো উন্নতির শিখরে উঠে যাবে। কারণ বিটকয়েনের প্রতি মানুষের চাহিদা অপরিসীম।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Madmax789 on June 07, 2022, 06:55:29 PM
আমি ফোরামের নতুন তবে আমার জানা মতে বিটকয়েন  অনেক নিম্ন পর্যায়ে চলে এসেছে তবে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন আবার উচ্চপর্যায়ে মূল্যহ্রাস করবে
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Piku on June 19, 2022, 04:53:38 PM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা ‌‌। যার ব্যবহার সারা বিশ্ব জুড়ে রয়েছে। এবং সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে বিটকয়েনের দাম অনেক ডাম্পিং করেছে। এর ফলে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাউন রয়েছে। মার্কেটের অবস্থা একেবারেই খারাপ এর দিকে রয়েছে। তবে আশা করা যায় কিছুদিনের মধ্যেই হয়তো মার্কেটের অবস্থা আরো ভালো অবস্থানে পৌঁছাবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মুদ্রাগুলোর দাম কখনোই স্থির থাকে না সব সময় এই মুদ্রাগুলোর দাম আপ ডাউন করতে থাকে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Diknel on June 20, 2022, 02:24:06 PM
2011 সালে বিটকয়েনের অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে এক যুগ পরে বিটকয়েনের অবস্থা এখন কোথায়। বিটকয়েন 69 হাজার ডলারে পৌঁছেছিল। এবং পরবর্তীতে 50 হাজার ডলার এ অনেকদিন স্ট্রাবল ছিল। পরবর্তী কয়েক বছর পরে বিটকয়েনের দাম অনেকে অনুমান করে। তবে এর ভবিষ্যৎবাণী করা অসম্ভব। ভবিষ্যতে হয়তো বিটকয়েন আরো বেশি দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে। অর্থাৎ দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ বর্তমানে বাজার খারাপ হয়েছে বিভিন্ন কয়েনের কারণে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Tepona on June 22, 2022, 04:13:08 PM
বিটকয়েনের দাম অনেক কমে গেছে। কয়েনের দাম 68 হাজার ডলারে প্রবেশ করেছিল। কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেকটাই কমে গেল। 20 হাজার ডলারের কাছাকাছি বর্তমানে রয়েছে। এবং আমি মার্কেটে বিভিন্ন কয়েনের দাম অনেক কমে যেতে দেখেছি। সবাই ধারণা করছেন যে বিটকয়েনের দাম 15 থেকে 16 হাজার ডলারে প্রবেশ করবে। আমি মনে করি এটা সেই 2018 সালের মতো শীতকাল এসেছে। ২০২৩ সালে আবার ক্রিপ্টোকারেন্সি বাজার ঘুরে দাঁড়াতে পারে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Perfect540 on June 28, 2022, 03:25:54 PM
বিটকয়েন আগের তুলনায় এখন খুব খারাপ অবস্থায় রয়েছে। বর্তমান বাজারে বিটকয়েনের মূল্য 20 থেকে 21 হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। অনেকদিন পরে বিটকয়েনের মূল্য এতটা ডাম্পিং করেছে। বেশ কিছুদিন আগে বিটকয়েনের দাম বেড়ে নতুন একটি রেকর্ড করেছিল। তারপর থেকেই বিটকয়েনের দাম আস্তে আস্তে কমতে থাকে। আমি মনে করি বিটকয়েনের দাম কিছু দিনের মধ্যেই ভালো একটি অবস্থানের যাবে।
Title: Re: বিটকয়েন আগের তুলনায় এখন কি অবস্থা আছে?
Post by: Bitrab on July 27, 2022, 03:44:49 PM
বিটকয়েনের অবস্থান খুব খারাপের দিকে চলে যাচ্ছে। প্রচুর দরপতন হচ্ছে বিটকয়েন। একসময় বিটকয়েনের দাম ২৩ ২৪ হাজার ডলারে উঠে, আবার হঠাৎ করেই ২০ থেকে ২১ হাজার ডলারের মধ্যে নেমে আসে। বিটকয়েনের পাশাপাশি পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট খারাপের দিকে চলে যাচ্ছে। গত কয়েক বছরের মধ্যে মার্কেট এতটা খারাপ হয়নি। যা বর্তমানে হয়েছে। আমি মনে করি অল্প কিছু দিনের মধ্যেই মার্কেটের অবস্থা ভালো হতে পারে। বিটকয়েনের দাম আবারো একটি নতুন রেকর্ড করবে বলে আশা করি।