1
Altcoins(অন্যান্য কয়েন) / Re: সবচেয়ে জনপ্রিয় স্টাবল কয়েন কোনটি?
« on: August 04, 2022, 04:27:34 PM »
ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে জনপ্রিয় স্টাবল কয়েন হচ্ছে USDT । আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিতে স্টাবল কয়েন গুলোর মধ্যে USDT ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্টাবল কয়েন গুলোর দাম সব সময় একই দামে অবস্থান করে। স্টাবুল কয়েন গুলোর দাম পাম্পিং করে না আবার ডাম্পিংও করে না। এবং ক্রিপ্টোকারেন্সিতে BUSD স্টাবল কয়েন ও অনেক ভালো। আমি মনে করি ভার্চুয়াল জগতে সবচেয়ে সেরা স্টাবল কয়েন হচ্ছে এই দুটি।