follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Review Master

Pages: 1 [2] 3 4
16
Dinoland প্রজেক্টির আইডিও Binstarter এ ডিসেম্বর মাসের ২২ তারিখে হবে। এই উপলক্ষে Binstarter এর পক্ষ থেকে Whitelist গিভওয়ে চলতেছে  এবং এটিতে বিজয়ী হলে, কোনো প্রকার স্টেকিং ছাড়াই বিনিয়োগের সুযোগ রয়েছে। তাই সকলে যোগদান করুন।  8)

অংশগ্রহণের ধাপসমূহ:
(১) Dinoland এবং Binstarter এর Twitter একাউন্ট Follow করুন
(১) পরদত্ত Tweet টিকে Retweet করুন
(১) Dinoland এবং Binstarter এর Telegram চ্যানেল ও গ্রুপে যোগদান করুন

এখনি Whitelist এ যোগদান করুন
মূল পোষ্টের লিংক: https://t.me/bitbytecrypto_ann/437

Dinoland এর অফিসিয়াল লিংক:
Telegram Group: https://t.me/dinolandglobal
ANN Channel: https://t.me/dinolandofficial
Twitter: https://twitter.com/Dinolandgame

এইরকম আরো আইডিও কিংবা এয়ারড্রপ পাওয়ার জন্য, এখনি যোগদান করুন:
Bitbyte Group: https://t.me/bitbytecrypto
Bitbyte Channel: https://t.me/bitbytecrypto_ann

17
ইতিমধ্যেই ক্রিপ্টোমার্কেটে কারেকশন দেখা দিয়েছে এবং আশা করা হচ্ছে বাকি দিনগুলোতেও কিছুটা কারেকশন হতে পারে। যদিও গতমাস অক্টোবরকে Uptober বলে অনেক হাইপ হয়েছিল এবং সেটির ফলাফলও পেয়েছিল। এখন দেখা যাক, নভেম্বর কারেকশনের মাস হবে নাকি কিছুটা হলেও উর্ধগতি দেখা যাবে!

আপনাদের মতামত জানাবেন।

18
বর্তমানে বিটকয়েন এবং প্রায় সকল অল্টকয়েনগুলো বৃদ্ধি পাচ্ছে, কারণ বিটকয়েন আবার নতুন মূল্য তৈরি করেছে। আর সবাই খুবই আশাবাদী যে, বিটকয়েন $১০০ হাজার ডলারের পৌছাবে যাবে। কিন্তু অনেকেই বিভিন্ন অল্টকয়েনকে এখন ক্রয় করতেছে যে, বিটকয়েনের যখন আরো বৃদ্ধি পাবে এবং এরপর অল্টকয়েনের বুলরান চালু হবে। আর বর্তমানে বিভিন্ন ধরনের Layer2 solution কিংবা scalable chain চালু হচ্ছে। সেগুলোর মধ্যে একটি হলো Harmony আর এটি ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও এই ফোরামে আমি পূর্বে এটি নিয়ে পোষ্ট করি নাই কিন্তু টেলিগ্রামে পোষ্ট করেছিলাম যে, Harmony বিটকয়েন বৃদ্ধি পাবে। আর এটি ইতিমধ্যে ৩০% বৃদ্ধি পেয়েছে। তবে আমি মনে করি, Harmony সম্ভবত আরো বৃদ্ধি পাবে এবং $১ থেকে $২ পৌছাতে পারে। যদি বিটকয়েন ও মার্কেটের অবস্থা ভালো থাকে।

আপনাদের Harmony প্রজেক্টটি কেমন লেগেছে এবং এটি কি $১-$২ এ পৌছাতে পারবে? সকলের মতামতের অপেক্ষায় রইলাম। ;)

19
সকলকেই অল্টসকয়েনসটকস এর বাংলা বোর্ডে স্বাগতম জানাই এবং যারা নতুন যোগদান করেছেন, তারা পিন করে দেওয়া পোষ্ট থেকে অনেক বিষয় জানতে পারবেন। আর নতুনদের জন্য শুভকামনা রঈলো। আজকের পোষ্টে আপনাদেরকে কিছু সহজ উপায় বলবো, যেটির মাধ্যমে আপনারা স্পামিং থেকে মুক্ত থাকবেন এবং নিজেকে একজন দক্ষ-অভিজ্ঞ পোষ্টদাতা হিসেবে তৈরি করতে পারবেন।

প্রথম বিষয় হলো, অনেকেই আমরা ফোরামে পোষ্ট করতেছে কিন্তু পুরাতন পোষ্টগুলোতে বারবার পোষ্ট করতেছি, যেটি কখনোই ভালো নয়। আর এটি কখনোই আপনাকে ভালো পোষ্টদাতা হিসেবে অন্যের সামনে তুলে ধরবে নাহ। কারণ আপনি একটি বিষয় বিভিন্ন উপায়ে পোষ্ট করে যাচ্ছে। আর আপনারা নতুন কিছু শেখার কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করতেছেন নাহ। এই কথাটি বললাম, কারণ ক্রিপ্টো মার্কেটে নিত্যনতুন বিষয় হচ্ছে, আর আমরা সেগুলো নিয়ে নতুন পোষ্ট তৈরি নাহ করার ফলে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে নাহ। আর এর ফলস্বরূপ আমরা সেই বিষয়গুলো থেকে অনেকটা পিছিয়ে পড়ে যেতেছি। তাই সকলকে আহবান করতেছি যে, নিচের বিষয়গুলো জানুন এতে আপনারা ভালো পোষ্টদাতা হতে পারবেন এবং বাংলা বোর্ডটি আরো তথ্যবহুল হবে।


কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করবেন না

অনেকেই আছেন যারা কোনো বিষয় না বুঝলে কখনোই জিজ্ঞেস করেন নাহ, কারণ অন্যজন হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন মনমানসিকতা থাকলে আপনি নতুন বিষয় কখনোই জানতে পারবেন নাহ। তাই অন্যজন কি ভাবতেছে, সেটি নিয়ে চিন্তা না করে অবশ্যই জিজ্ঞেস করুন। কারণ যেকোনো একজন আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবে।

সাধারণ বিষয়গুলো না জানা থাকলে গুগল কিংবা ইউটিউবে সার্চ করুন

শুরুতে অনেকেই অনেক কিছু জানেন নাহ, আর এটা স্বাভাবিক বিষয়। তাই বলে যে, খুবই সাধারণ বিষয়গুলো নিজে থেকে জানার চেষ্টা করবেন নাহ, এমন মনমানসিকতা থাকলে সবাই আপনাকে কখনোই সহযোগিতা করবে নাহ। সহজ কথায়, যদি কোনো বিষয় আপনি না জেনে থাকেন, প্রথমত সেই বিষয়টি নিয়ে গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন। আর একবারে না বুঝতে পারলে যে হাল ছেড়ে দিবেন, এমন কাজ কখনোই করবেন নাহ। প্রথমবারে না বুঝলে বিষয়টি বার বার পড়বেন/দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আর এভাবে চেষ্টা করতে থাকলে একটা সময় চলে আসবে যে, আপনি সহজেই সব কিছু বুঝতে পারতেছেন।

ইংরেজি বাক্য না বুঝলে অবশ্যই গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন
আমাদের মধ্য অনেকেই আছেন, যারা হয়তে ইংরেজিতে একটু দুর্বল এবং সকল বিষয় প্রথমবারেই বুঝতে পারেন। এমনকি আমিও অনেকসময় বিভিন্ন ইংরেজি বাক্য অন্যজন কি বলতে চাচ্ছে, সেট বুঝতে পারি নাহ। বুঝতে পারিনি বলে যে হাল ছেড়ে দিবেন, এমনটা কখনোই করবেন নাহ। সবসময় গুগল এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন ।
শব্দের অর্থ বের করার জন্য: আপনি যদি কোনো শব্দের মানে বুঝতে নাহ পারেন, তাহল "Define শব্দটি" লিখে গুগলে সার্চ করবেন, তাহলে শব্দটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে আমি Powercut শব্দটির মানে জানি নাহ, তাহল আমি গুগলের সার্চবারে "Define Powercut" লিখে সার্চ করবো।
বাক্যের অর্থ বের করার জন্য: আপনি কোনো একটি ইংরেজি পোষ্টের মানে পুরোপুরি বুঝতে পারতেছেন নাহ, কারণ ইংরেজিতে একজন একটি বিষয় বলে আর সেটির আবার অনেক ভাবার্থ থাকে। আপনি যদি কোনো পোষ্টের ভাবার্থ সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেই বাক্যটি গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলায় অনুবাদ করে নিয়েন। গুগল শুদ্ধ অনুবাদ দিবেন না, কিন্তু আপনি বিষয়টি একটু হলেও ভালো করে বুঝতে পারবেন।

নতুন পোষ্টে মতামত প্রদানের চেষ্টা করুন এবং পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকুন

অনেক নতুন ব্যবহারকারী যোগদানের পর চোখের সামনে যেই পোষ্ট পায়, সেটিতে মতামত প্রদান কিংবা রিপ্লাই দেয়। তারা এই বিষয়টি জানে নাহ বিধায় এমন করে। কিন্তু অনেক পুরাতন ব্যবহারকারী আছেন, যারা এই কাজটি করতেছেন শুধুমাত্র পোষ্টের সংখ্যা বৃদ্ধির জন্য। আশা করি, এখন থেকে সকলে পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকবেন। আর নতুন পোষ্টে মতামত প্রদানে আগ্রহী হবেন। কারণ উপরের বিষয়গুলো যদি আপনাকে কয়েকদিন অনুসরণ করেন,তাহলে আপনি একজন অভিজ্ঞ পোষ্টদাতা হবেন। আর নতুন পোষ্ট না থাকলেও নিজে থেকে নতুন পোষ্ট তৈরি করতে পারবেন। এতে সকলে মতামত প্রদানে আগ্রহী হবে।

উপবোর্ডগুলোতে লক্ষ্য রাখুন এবং সেগুলোতে পোষ্ট করুন

বাংলা বোর্ডের মূল পেজে যেগুলো পোষ্ট থাকে, সেগুলোতেই অনেকে শুধুমাত্র পোষ্ট করবেন । কিংবা বাংলা বোর্ডেরও কিছু উপবোর্ড রয়েছে, যেগুলোতে আপনারা পোষ্ট করতে পারবেন এবং মতামত প্রদান করতে পারেন। তাই শুধুমাত্র কয়েক সেকেন্ড ব্যবহার করে, সেই উপবোর্ডগুলোতে একটু নজর দিয়েন। তাহলে নিজেকে স্পামিং থেকে দূরে রাখবেন এবং নতুন নতুন বিষয় শিখতে ও অন্যদের সাথে ভাগাভাগি করতে পারবেন।


বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".


20
Recently, i just saw a tweet from Solana Status where devs reported that Solana mainnet-beta is experiencing intermittent instability.

In the next tweet, they reported that nodes might need to be restarted. Everyone's so much hyped up, even me about solana. So now everyone's started to ask question, how this will effect on the adoption of solana ecosystem as hype was just on starting phase, didn't even got so much adoption yet.

So what do you think about solana's future adoption and will the hype of it long last or not?

21
In current crypto market, binance and ftx is on the top level for doing more innovating stuff and both CEOs are backing their chain like CZ's doing everything for BSC and SBF's doing for Solana ecosystem. Also many users already noticed the recent bullish rally of solana ecosystem which is still doing well even in current correction market. Also many projects are started to deploy into solana ecosystem which is great for adoption. Not only this, more influencers are joining this trend and promoting solana into twitter or other social media platform.

So, it looks like solana will hit $1k price level before binance coin do it. What do you thing about it and who'll hit it first? Not only this, what's your opinion about this trend and how long it'll stay in this market?

22

সচেতন হোন এবং ক্রিপ্টোতে ফোমো কিংবা হাইপ থেকে দূরে থাকুন


ক্রিপ্টোকারেন্সির মার্কেটে অনেক সময় আমরা শুনে থাকি, কোনো এক ব্যক্তি লাভপতি হয়ে গিয়েছে অল্প বিনিয়োগ করে। কিন্ত আজকে আপনাদেরকে আমি নাম না জানা কোনো দুইজন বিনিয়োগকারীর বাস্তব ঘটনা ট্রান্সজেকশনের বিবরণসহ দেখিয়ে দিবো। যারা মাত্র ৫ মিনিটের ব্যবধানে কিংবা ফোমো/হাইপে এসে লাখপতি থেকে সাধারণ পর্যায়ে চলে এসেছে।

যেমনটি এর আগের কিছু পোষ্টে জানিয়েছিলাম যে, বর্তমানে ক্রিপ্টো দুনিয়াতে যে, P2E ( Play To Earn) ভিত্তিক প্রজেক্টগুলোর হাইপ চলতেছে। তেমনি বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটি প্রজেক্ট হলো StepHero, যেটির আজকে আইডিও হয় এবং আইডিও মূল্য ছিল $০.১০ বা মাত্র দশ সেন্ট। আর আইডিও হাইপ কিন্তু বছরের শুরুর দিকে সেই ধরনের ট্রেন্ডিং এ ছিল। আইডিও শেষে টোকেনটি প্যানকেকসোয়াপে লিস্ট হয়েছে। যদিও আমি আইডিওতে যোগদান করতে পারিনি। তাই ভাবলাম, Dextool এ যেয়ে দেখি টোকেনটির সর্বোচ্চ কত মূল্য হয়েছিল এবং বিনিয়োগকারীরা কত লাভ করতে পারলো। বিশ্বাস করেন সাতোশি ভাই, টোকেনটির সর্বোচ্চমূল্য দেখে আমি অবাক এবং হাসতে শুরু করেছি। টোকেনটির এতটাই হাইপে ছিল যে, এটির লিকুইডিটি টিম ভালোভাবে প্রদানের আগে অনেকে বিশাল পরিমাণ ক্রয় করতে যেয়ে, সর্বোচ্চ মূল্য হয়েছিল ২৫৮১২৬ ডলার। ভাবা যায়, বিনিয়োগকারীরা কতটাই ফোমোতে ছিল যে, কোনো কিছু চিন্তাভাবনা না করেই বড় অংকের ডলার দিয়ে টোকেনটি ক্রয় করতে যায়। আমি সকল ট্রান্সজেকশনগুলো দেখলাম, বিশেষ করে প্রথমরে ট্রান্সজেকশনগুলো। যেগুলোর মধ্যে দুইটি ট্রান্সজেকশন দেখে, পুরাই অবাক।

Dextool Link: https://www.dextools.io/app/pancakeswap/pair-explorer/0xecdcfca27cdc643dc285cc8e000547eecc1092e4


ফোমো/হাইপে থাকা, ১ম বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x77aaaaf41e0d7c065123875582e0a47e80edd6571fcdb870cf3426133192f08f

উপরের ট্রান্সজেকশনটি দেখেন, এই অজানা বিনিয়োগকারী ফোমোতে এসে প্রায় $৪১,০৫৭ ডলার দিয়ে মাত্র ১১ টি টোকেন ক্রয় করে, যার আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $১.১ এবং এই অজানা বিনিয়োগকারী তাড়াহুড়ো করে ক্রয় করতে যেয়ে প্রায় $৪১,০০০ ডলার মাত্র ৫ মিনিটে হারিয়ে ফেলেন। কারণ ক্রয় করার ঠিক ৫ মিনিট পর মাত্র $৪৭ ডলারে সেই ১১ টি টোকেন বিক্রি করে দেন।

বিক্রি করার ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0xcc83e01a14f6890397f7445b6527ed83bbc742bcefbbfe185474e7ba567825fa



ফোমো/হাইপে থাকা, ২য় বিনিয়োগকারীর ট্রান্সজেকশন: https://bscscan.com/tx/0x38ab72727c7dad5f2f187251311cdfd4032c6d5ad7ccdf4d23ab6f993a821676

এই বিনিয়োগকারীও হয়তো ১ম ব্যক্তির মতো ফোমোত কিংবা হাইপে চলে এসেছিলেন। কারণ এই অজানা বিনিয়োগকারী প্রায় $১২,০০০ ডলার দিয়ে মাত্র ৭.৫৬ টি টোকেন ক্রয় করে, যেটি আইডিও মূল্য অনুযায়ী মূল্য হবে মাত্র $০.৭৫৬ ডলার। যদিও এই বিনিয়োগকারী এখনো টোকেনটি বিক্রি করেনি । কিন্তু StepHero প্রজেক্টের টোকেন সাপ্লাই অনুযায়ী মনে হয় নাহ যে, কখনো এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

আশা করি, সকল নতুন এবং পুরাতন ক্রিপ্টো ব্যবহারকারীরা এটি থেকে একটি শিক্ষা নিবেন। আর সেট হলো, কখনোই ফোমোতে কিংবা হাইপে এসে কোনো ধরনের সিদ্বান্ত নিবেন নাহ। কারণ একটি মাত্র ভুলের কারণে কষ্টে অর্জিত অর্থ আপনি হারিয়ে ফেলতে পারেন। এমনভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার থেকে ট্রেডিং এ অল্প ক্ষতির সম্মুখীন হওয়া ভালো।

সোর্স লিংক: https://t.me/official_BitByteCrypto/267

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

23
As per coingecko, cardano aka ADA becomes the 3rd largest cryptocurrency by surpassing USDT after gaining more than 14% in the past 24 hours. As Alonzo upgrade will bring smart contract feature into cardano ecosystem which is expected to be done later on september as there will be cardano summit in 25-26 september. So rumors is going on about Alonzo hardfork/upgrade.

So what'll you do, "Buy the rumor, Sell the news" or vice-versa.  ;D

24
Exploit in defi space is becoming commons as every now and then, we get news of hack/exploit on any defi projects. Previously, biggest exploit amount was $89 million which was drained from compound labs. But this time, the exploit of polynetwork breaks that record as $600 Million plus worth of funds was drained from three different chain including ethereum, binance smart chain and polygon which is now the biggest hack on defi/crypto space.

PolyNetwork officially statement: https://twitter.com/PolyNetwork2/status/1425073987164381196

Hacker's wallet address:
Ethereum: https://etherscan.io/address/0xC8a65Fadf0e0dDAf421F28FEAb69Bf6E2E589963
Binance smart chain: https://bscscan.com/address/0x0D6e286A7cfD25E0c01fEe9756765D8033B32C71
Polygon: https://polygonscan.com/address/0x5dc3603C9D42Ff184153a8a9094a73d461663214

Crazy thing is, someone informed hacker throughout transection to not use usdt which is blacklisted and hacker tipeed that address 13.37 eth. After knowing this, everyone's started to spam on his address for free money. Just check the ethereum address of that hacker. More entertainment on those transections.  ;D ;D

Here's the two of those transections:
(1) https://etherscan.io/tx/0xae2442c5b5721df8c190fd8f59b53b6dc56a875fb03035ad34276a598ddf7d31
(2) https://etherscan.io/tx/0xdf3afc47c7914e06ddb1be19afcd769e558111d353e55273a62c4a96e6a6090f

25
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে। সকলের নিজেদের মতামত জানাতে ভুলবেন নাহ।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

26

P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন


ক্রিপ্টোমার্কেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেন্ড চালু হয়ে থাকে। উদাহরণ হিসেবেই এই বছরের ট্রেন্ডগুলো দেখুন, বছরের শুরুতে আইডিও এর হাইপ/ট্রেন্ড, এরপর এনএফটির ট্রেন্ড, তারপর শুরু হয় মিমকয়েনের/শিটকয়েনের ট্রেন্ড। আর বর্তমানে ট্রেন্ড চালু হয়েছে P2E কিংবা Play to Earn অথবা এনএফটি ভিত্তিক গেম - যেগুলোতে বিজয়ী হলে পুরস্কার হিসেবে প্রজেক্টির টোকেন পাওয়া যায়। এই ট্রেন্ডটি চালু হওয়ার প্রায় একমাসের বেশি হয়ে যাচ্ছে এবং আশা করা যায় সামনের একমাস কিংবা এর অধিক সময়ের বেশি ট্রেন্ডটি চালু থাকবে। তাই এইসময়টিকে কাজে লাগিয়ে অনেকেই অধিক পরিমাণ ক্রিপ্টো ইনকাম করতেছে, যেমনটি অন্যান্য ট্রেন্ডের সময় অনেকে লাভবান হয়েছিল।

আজকের এই পোষ্টে আমি CryptoBlades প্রেজক্টটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। মূলত আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও সংযুক্ত করে দিলাম এবং বিস্তারিত জানার জন্য সেটি সকলেই দেখে নিতে পারেন । আমি সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরলাম:

CryptoBlades প্রজেক্টটি অন্যান্য P2E কিংবা Play to Earn প্রজেক্টের মতোই এবং এটিতে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার ও ওয়েপেন দিয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে হয় । আর যদি কেউ যুদ্ধটিতে বিজয়ী হয়, তাহলে আপনি CryptoBlades এর মূল টোকেন SKILL পাবেন। তাই প্রথমেই আপনাদেরকে SKILL টোকেন ক্রয় করতে হবে, যেন আমরা ক্যারেক্টার ও ওয়েপেন এর এনএফটি নিতে পারি। এরপর সেই এনএফটিগুলো ব্যবহার করে আমরা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করবো। আমি CryptoBlades দুইদিন থেকে খেলতেছি এবং দুইদিনে ১ SKILL টোকেন ইনকাম করেছি, যার বর্তমান মূল্য প্রায় $১৩০ এর বেশি। আরো বিস্তারিত জানতে সংযুক্ত করা ভিডিওটি দেখতে পারেন।





যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto

27
Binance has completed the 16th quarterly token burn of 1,296,728 BNB which are worth of appromixetly $393,673,653. The latest quarterly burn includes the actual burning of 1,291,565 BNB, plus an additional 5,163 BNB that was effectively burned via the Pioneer Burn Program.

Source: https://www.binance.com/en/support/announcement/901a3d8dec1c42bba6e0931a7e68ceba?ref=JLI1VBLA

What do fellow users think about the price movement of bnb in the upcoming days?  ;D

28
গতবছরে বিটকয়েনের হালভিং হওয়ার পর থেকেই বিটকয়েনসহ পুরো মার্কেট বুলরানে কিংবা উর্ধ্বগতিতে চলতেছিল। কিংবা এপ্রিল মাসের পর থেকে মার্কেটে অবস্থা খারাপ এবং সম্প্রতি ডেথ ক্রস তৈরি হওয়ার পর থেকেই মার্কেটের অবস্থা আরো খারাপ হওয়ার দিকে কিংবা বেয়ার মার্কেটের দিকে ধাবিত হচ্ছে। অনেকে হয়তো বলবে যে, এখনো বেয়ার মার্কেট চালু হবে না। আমিও তাদের সাথে একমত, কারণ ডেথ ক্রস তৈরির পর একটি পাম্প হয়েছিল গত বুল মার্কেটগুলোতে এবং সেটি হয়তো হবে। আর সেটির পর থেকেই আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করবো, যদি বিটকয়েন পাম্প না হয়ে, আবার ডাম্প করা শুরু করে। তাই সকলে প্রস্তুত হয়ে নেন, যেন সামনের পাম্পে কয়েন/টোকেন বিক্রি করে দিয়ে বেয়ার মার্কেটের জন্য তৈরি হতে পারেন।

বাকি আপনাদের কি মনে হয় বেয়ার মার্কেট সম্পর্কে এবং কবে নাগাত এটি চালু হতে পারে?  ::)

29
All DOT lovers/hodlers were waiting for this news and finally it's here. As per coinbase pro tweet, users can use inbound-transferring of DOT and it'll be availble for trading in 16 June at 4 PM UTC timezone. It's great to see that DOT will be listed on coinbase pro when market is rebounding from correction mode.

Are you still a Polkadot hodler or not?

30
যখন থেকেই মার্কেটের অধঃপতন শুরু হয়েছে, বিটকয়েনের সাথে সাথে সকল অল্টকয়েনও হ্রাস পেয়েছে। আর CAKE ও BAKE এই দুইটি কয়েনও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং এই দুইটি প্রজেক্ট কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইনের সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট । আর CAKE ও BAKE প্রত্যেকেরই নিজস্ব গুণ রয়েছে, যেমন CAKE হলো জনপ্রিয় ডিসেন্ট্রালাইজ সোয়াপ এক্সচেঞ্জ হিসেবে এবং BAKE হলো জনপ্রিয় এনএফটি মার্কেটপ্লেসের জন্য। তাই এই দুইটি প্রজেক্টের মূল্য পরবর্তীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনাদের কি মনে হয়, CAKE ও BAKE নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে যখন বিটকয়েন ও মার্কেট বর্তমান কারেকশন মার্কেট থেকে বুল মার্কেটে ধাবিত হবে?  :o

Pages: 1 [2] 3 4
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod