Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on November 19, 2020, 09:06:45 AM

Title: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Lutera94 on November 19, 2020, 09:06:45 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Malam90 on November 19, 2020, 09:19:39 AM
অসাধারণ, অসাধারণ। মারহাবা মারহাবা।
এটা তো সবচেয়ে ক্রিপ্টোতে বড় সুসংবাদ।
বায়নান্সের মত সবচেয়ে বড় ক্রিপ্টো একচেঞ্জ যখন বাংলাদেশী টাকা সাপোর্ট করা শুরু করেছে তখন বুঝতে হবে বাংলাদেশীদের অবদান ক্রিপ্টোতে কতটা বেশি।
বায়নান্স এবং কুকয়েনে অনেক অনেক বাংলাদেশী ট্রেড করে বা তাদের একাউন্ট রয়েছে। সেই তালিকা অনুযায়ী তারা অনুধাবন করেছে বাংলাদেশীদের গুরুত্ব।
 BTC, USDT, ETH, BNB এবং BUSD এই ৫ টি কয়েনের বিপরীতে বাংলাদেশী টাকা দিয়ে পিটুপি পদ্ধতি লেনদেন করা  যাবে কোন ফি ছাড়াই। যেটা এক অভাবনীয় সুসংবাদ বটেই।
তারা একই সাথে ঘানা এবং চেকের মুদ্রাও সাপোর্টের ঘোষণা দিছে।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন নিত্য নতুন আপডেট রাখবেন, দিবেন তাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপানেক।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: kulkhan on November 19, 2020, 09:37:18 AM
খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ আমাদের জন্য, বায়নান্স এর মত বিশ্ব বিক্ষাত একচেন্জার বাংলা টাকা যুক্ত করেছে এটা অভাবনীয়। এটা আমরা যারা বাংলাদেশী ক্রিপ্টোজগতে আছি তাদের অনেক সুবিধা হবে। এবং ট্রেডিং আরো সহজতর হবে। ধন্যবাদ বায়নান্স কতৃপক্ষকে, তারা বাংলাদেশী ট্রেডারদের গুরুত্ব অনুধাবন করে বাংলা টাকা যুক্ত করার জন্য৷
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Jackson on November 19, 2020, 09:54:01 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd


ধন্যবাদ আপনাকে এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য|এটি সকল বাংলাদেশীদের জন্য অত্যন্ত আনন্দের ও সুখবর|আশা করি সব সময় এরকম আপডেটগুলো ফোরামে তুলে ধরবেন|আপনার জন্য প্রানঢালা শুভেচ্ছা রইল
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Mrkadir85 on November 19, 2020, 09:58:23 AM
নিউজ টা শুনে কত যে আনন্দ লাগছে তা বলে বোঝানো যাবে না এটা বাংলাদেশ ক্রিপ্টো  রিলেটেডদের জন্য বিশন খুশির সংবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: babu10 on November 19, 2020, 10:28:12 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd

খবরটা শুনে অসম্ভব ভালো লাগছে যে সরকার মূল্যায়ন না করলেও তারা আমাদের কথা চিন্তা করতেছে এবাবে হয়তো বাংলাদেশ সরকারও আমাদের কথা চিন্তা করবে। আসলে এটাই হলো কমপেটেটিভ মার্কেট তারা বুঝতে পারছে যেহেতু কুকয়েন পদক্ষেপ নিয়েছে তারাও এটার সাথে যুক্ত হলো না হলে বাংলাদেশী মার্কেট আস্তে আস্তে কুকয়েনমুখী হয়ে যাবে। বুঝতে পারলাম বিন্যান্স টিম খুব চতুর এবং দক্ষ।

ধন্যবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Nostoman on November 19, 2020, 11:14:27 AM
সবাই ন্যায্যমূল্য পাবে। ডলার বিক্রি কম দামে করা থেকে পরিত্রান পেল বাইন্যান্স ইউজারগন। সব এক্সচেঞ্জ গুলোতে বাংলাদেশের টাকা ভবিষ্যতে এড করা হবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Crypto_Somrat on November 19, 2020, 12:21:24 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
দারুন একটা খুশির খবর। এটা নিঃসন্দেহে আমরা বাংলাদেশি যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের জন্য অনেক বড় একটা সুখবর। ধন্যবাদ বাইনান্স কর্তৃপক্ষকে। তারা বাংলাদেশী ট্রেডারদের কথা চিন্তা করে বাংলা টাকা এড করেছেন। বাঙ্গালীদের যোগ্যতাই এটা হয়েছে। এখন সবাই ন্যায্য মূল্য পাবে তাতে কোন সন্দেহ নেই।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Kangaro45 on November 19, 2020, 04:40:30 PM
বিনান্স এক্সচেঞ্জ  বড়াবড়ই সবার কাছে জনপ্রিয় একটি এক্সচেঞ্জ আমরা বাঙালিরাও এ এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন করে থাকি বিডি টাকা এক্সচেঞ্জে লিস্ট হওয়ার কারণে আমাদের জন্য আরও সুবিধা হল ।এটি আসলে আমাদের জন্য খুশির সংবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Chita76 on November 19, 2020, 05:31:20 PM
আপনি খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন এটা আমাদের জন্য খুশির খবর বিনান্স বাংলাদেশের টাকা অ্যাড দিচ্ছে। এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Kangaro45 on November 19, 2020, 05:37:51 PM
বিন্যান্সে বিডি টাকা অ্যাড হচ্ছে খবরটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এর আগে KUCOIN এক্সচেঞ্জেবাংলাদেশী টাকা অ্যাড করেছে এসব নিউজ আমাদের বাংলাদেশী ক্রিপ্টো রিলেটেডদের জন্য ভিশন সুখের।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Jaya60 on November 19, 2020, 06:07:37 PM
এরকম আপডেট নিউজ দেওয়ার জন্য প্রথমে আপনি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। বাইনান্স বাংলাদেশি টাকায় যেহেতু অ্যাড হয়েছে এটা অবশ্যই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি কাজ করি তাদের জন্য সুখবর। রকম ভাবে চলতে চলতে দেখা যাবে এক সময় বাংলাদেশ বিটকয়েনের ও বৈধতা দিয়ে দেবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Magepai on November 19, 2020, 06:21:06 PM
এরকম আপডেট নিউজ দেওয়ার জন্য প্রথমে আপনি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। বাইনান্স বাংলাদেশি টাকায় যেহেতু অ্যাড হয়েছে এটা অবশ্যই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি কাজ করি তাদের জন্য সুখবর। রকম ভাবে চলতে চলতে দেখা যাবে এক সময় বাংলাদেশ বিটকয়েনের ও বৈধতা দিয়ে দেবে।

ইয়েস ব্রো আপনার সাথে আমি পুরোপুরি একমত।বর্তমানে যেহেতু বাইনান্স বাংলাদেশি টাকায় এড করা হয়েছে। আমারও মনে হয় যে এভাবে চললে একসময় দেখা যাবে আমাদের এই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দিবে আমাদের বাংলাদেশের সরকার।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: ranaprime on November 19, 2020, 07:07:26 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বর্তমানে বাংলাদেশ যে ক্রিপ্টোকারেন্সিতে অনেক এগিয়ে আছে তা নিয়ে কোন সন্দেহ নেই। কারন কিছুদিন  আগে দেখলাম কুকয়েন বাংলাদেশি বিডি টাকা এড করেছে। আবার এখন শুনছি যে বিন্যান্স যা কিনা বিশ্বসেরা একচেঞ্চ সেটিও বিডি টাকা কে এড করেছে সিত্যই এটি চমতকার একটি ‍নিউজ বটে। ভবিষ্যতে  আমাদের দেশ যে এই দিকে অনেক এগিয়ে যাবে তার পূর্বাবাস কিন্তু এখনি পাওয়া যাচ্ছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Apower$ on November 21, 2020, 04:48:47 AM
অসাধারণ, অসাধারণ। মারহাবা মারহাবা।
এটা তো সবচেয়ে ক্রিপ্টোতে বড় সুসংবাদ।
বায়নান্সের মত সবচেয়ে বড় ক্রিপ্টো একচেঞ্জ যখন বাংলাদেশী টাকা সাপোর্ট করা শুরু করেছে তখন বুঝতে হবে বাংলাদেশীদের অবদান ক্রিপ্টোতে কতটা বেশি।
বায়নান্স এবং কুকয়েনে অনেক অনেক বাংলাদেশী ট্রেড করে বা তাদের একাউন্ট রয়েছে। সেই তালিকা অনুযায়ী তারা অনুধাবন করেছে বাংলাদেশীদের গুরুত্ব।
 BTC, USDT, ETH, BNB এবং BUSD এই ৫ টি কয়েনের বিপরীতে বাংলাদেশী টাকা দিয়ে পিটুপি পদ্ধতি লেনদেন করা  যাবে কোন ফি ছাড়াই। যেটা এক অভাবনীয় সুসংবাদ বটেই।
তারা একই সাথে ঘানা এবং চেকের মুদ্রাও সাপোর্টের ঘোষণা দিছে।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন নিত্য নতুন আপডেট রাখবেন, দিবেন তাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপানেক।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার পোস্টটি থেকে আমারে কিছু জানতে পারলাম।আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই আমি জানতাম না যে বাইনান্স এ বাংলাদেশি টাকা এড হয়েছে। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি জানতে পারলাম এই মূল্যবান খবর। আমি আশা করি ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু জানতে পারব ইনশাল্লাহ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Kangaro45 on November 21, 2020, 06:15:45 AM
এটা আমাদের সবার জন্য খুবই খুশি ও আনন্দের খবর। আমি জানতে চাই কেউ কি এখান থেকে টাকা উঠিয়েছে যদি উঠিয়ে থাকেন তবে কিভাবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Rain075 on November 21, 2020, 06:21:50 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বিনান্স কয়েন যদি বাংলাদেশি টাকাঅ্যাড করে থাকে তাহলে আমাদের জন্য অনেক বড় সুখবর।আমাদের আর কোন রিসেলার এর দরকার পড়বে না আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারব।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Hasan986 on November 22, 2020, 09:13:37 PM
বাংলদেশীর জন্য অনেক বড় সুখবর। আশা করা যায় এবার আমরা ন্যায্য মূল্য পাবো। বাইন্যান্স এমন একটি নিউজের জন্য অপেক্ষা করছিলাম যখন কুকয়েন বিডিটি ফিয়াট মার্কেটে এড করেছিলো।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Triedboy on November 23, 2020, 01:12:00 AM
বাইনান্স যেহেতু বাংলাদেশি টাকায় অ্যাড করেছে অবশ্যই অনেক সুসংবাদ এটা ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে।এটির মাধ্যমে আমি মনে করি সরাসরি যেকোনো ব্যাঙ্ক থেকে টাকা উঠানো যাবে আর কোনো ভয়-ভীতি থাকবে না। বিশেষ করে ন্যায্য মূল্য পাওয়া যাবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Laxmi Sharma on November 23, 2020, 03:08:13 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বাইনান্স এর মত বড় এক্সচেঞ্জার সাইট বাংলা টাকা অ্যাড করেছে এটা সত্যিই আমাদের বাংলাদেশী ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভাইদের জন্য অনেক বড় একটা সুখবর। আশা করা যাচ্ছে আমরা এখন ন্যায্যমূল্য পাব ইনশাআল্লাহ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Ronald on November 23, 2020, 05:10:59 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বিশেব্র বড় বড় একচেঞ্জ গুলি এখন বিডিটি কে সমর্থন করছে। আমরা দেখেছি কুকয়েন এর আগে সর্বপ্রথম বিডিটি কে সমর্থন দিয়েছে এখন বিন্যান্স তো এটি খুবই ভাল দিক ক্রিপ্টোকরেন্সির জন্য।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: AGM on November 23, 2020, 05:27:03 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
নিউজ টি আমরা যারা বাংলাদেশি আছি তাদের জন্যে আন্দদের। ধীরে ধীরে শুধু বিন্যান্স না আরও অনেক একচেঞ্জ আছে তারাও বিডিটি এড করবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Sasa on November 23, 2020, 09:34:34 AM
আমরা যারা বাংলাদেশী ক্রিপ্টো লাভার আছি তাদের জন্য খুবই ভাল একটি খবর কেননা এত বড় এবং ভালো একটি সাইডে বাংলাদেশের টাকা এড করা হয়েছে এতে আমাদের অনেক উপকার হবে ভাই আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো এবং অনেক উপকৃত হলাম আশা করি এভাবে আমাদের ইনফর্মেশন দিবেন এবং সাহায্য করবেন
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Linda78 on November 23, 2020, 10:40:19 AM
বাংলাদেশের টাকা এড করলে তো আমাদের জন্য অনেকটাই ভালো। কিপটে এক্সচেঞ্জ ভায়োলেন্স তাদের p2p প্লাটফর্মে বাংলাদেশি টাকা এড করছে। এই কথাটি শুনে ভাই খুবই ভালো লাগলো এতে আমাদের জন্য অনেক উপকার হবে। যে কোন ব্যাংক থেকে টাকা উঠানো যাবে এবং আমাদের কোন আর ভয় থাকবে না আর আমরা ন্যায্য মূল্য টা পাবো।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Zero0 on November 23, 2020, 11:28:32 AM
খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ আমাদের জন্য, বায়নান্স এর মত বিশ্ব বিক্ষাত একচেন্জার বাংলা টাকা যুক্ত করেছে এটা অভাবনীয়। এটা আমরা যারা বাংলাদেশী ক্রিপ্টোজগতে আছি তাদের অনেক সুবিধা হবে। এবং ট্রেডিং আরো সহজতর হবে। ধন্যবাদ বায়নান্স কতৃপক্ষকে, তারা বাংলাদেশী ট্রেডারদের গুরুত্ব অনুধাবন করে বাংলা টাকা যুক্ত করার জন্য৷
বাইনান্স এর মত বড় একটা এক্সেঞ্জার বাংলা টাকা অ্যাড করেছে। এটা সত্যিই আমাদের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বাংলাদেশি ভাইদের জন্য অনেক বড় একটা সুখবর। আপনি ঠিক বলেছেন এতে করে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল ক্রিপ্টোকারেন্সি জগতে। ধন্যবাদ বাইনান্স কর্তৃপক্ষকে। তবে আমি মনে করি এটা সম্পূর্ণই আমাদের বাংলাদেশেরই অবদান।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Kangaro45 on November 23, 2020, 12:12:33 PM
আগে ডলার বিক্রি করার সময় অনেক ভোগান্তি পোহাতে হতো এবং অনেক কম দামে ডলার বিক্রি  করতাম। এজন্য আমাদের অনেক লস হত।বিডি টাকা এড হওয়ার ফলে আমরা ন্যায্যমূল্যে বা বেশি দামে ডলার বিক্রি করতে পারবো। এর ফলে আমাদের ইনকাম আরো বাড়বে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: AGM on November 23, 2020, 06:48:56 PM
বিন্যান্সের মত একটি জায়গায় যদি বিডিটি এড হয় তাহলে তো আরও গুলোর কথা বলার প্রয়োজনই নেই। এটি আমাদের জন্য অবশ্যই খুশির খবর।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Halkpro on November 24, 2020, 03:08:24 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
আপনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন আসলে আমিও জানতাম না যে বিন্যান্স বাংলাদেশী টাকা এড করেছে। এটা হলে আমাদের মতো যারা ট্রেডার আছে তাদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করি।।   
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Salauddin on November 24, 2020, 03:20:58 PM
বিনান্স এ বাংলাদেশি টাকা এ্যাদ করেছে জদিও এটা আমাদের জন্যে  শুসংবাদ কিন্তু তার পরেও আমাদের অশুবিধাও অনেক রয়েছে কারন যখন বিন্যান্স বাংলা বাংলাদেশি টাকা এ্যাড করবে তখন আমাদের কাছ থেকে তারা ত্যাক্স আইডি নিবে আর এটার জন্যে অনেক মাসুল গুন্তে হতে পারে। তাই বাংগ্লাদেশি টাকা করার আগে অনেক চিন্তা করে কাজ করতে হবে তাছারা ব্যাংক এ লেন্দেন করতে গেলে অনেক ঝামেলা পহাতে হবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Akhi600 on November 24, 2020, 03:24:20 PM
নিউজ টা শুনে কত যে আনন্দ লাগছে তা বলে বোঝানো যাবে না এটা বাংলাদেশ ক্রিপ্টো  রিলেটেডদের জন্য বিশন খুশির সংবাদ।
হ্যাঁ ভাই আমারও সেম অবস্থা কারণ এটা একটা বাংলাদেশের খুশির সংবাদ তাই আমারও অনেক ভালো লাগছে
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Nostoman on November 24, 2020, 03:46:12 PM
বিনান্স এ বাংলাদেশি টাকা এ্যাদ করেছে জদিও এটা আমাদের জন্যে  শুসংবাদ কিন্তু তার পরেও আমাদের অশুবিধাও অনেক রয়েছে কারন যখন বিন্যান্স বাংলা বাংলাদেশি টাকা এ্যাড করবে তখন আমাদের কাছ থেকে তারা ত্যাক্স আইডি নিবে আর এটার জন্যে অনেক মাসুল গুন্তে হতে পারে। তাই বাংগ্লাদেশি টাকা করার আগে অনেক চিন্তা করে কাজ করতে হবে তাছারা ব্যাংক এ লেন্দেন করতে গেলে অনেক ঝামেলা পহাতে হবে।
বাংলাদেশের টাকা এড করলে মাশুল গুনতে হবে না।  টেক্স যদি নেয়, তাহলে লেনদেন আরো বেশি হবে। আরো বাঙালীরা নেত্র মূল্য পাবে বলে আমি মনে করি। বাংলাদেশের buy-sell পদ্ধতিতে ডলার বিক্রি করা হয়। এই পদ্ধতিতে ডলার অনেক সময় বিক্রি করে ইউজারগন ন্যায্যমূল্য পায়না। লেনদেন সরাসরি এক্সচেঞ্জ থেকে সম্ভব হলে অবশ্যই ন্যায্যমূল্য পাবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Lutera94 on November 24, 2020, 07:06:52 PM
অসাধারণ, অসাধারণ। মারহাবা মারহাবা।
এটা তো সবচেয়ে ক্রিপ্টোতে বড় সুসংবাদ।
বায়নান্সের মত সবচেয়ে বড় ক্রিপ্টো একচেঞ্জ যখন বাংলাদেশী টাকা সাপোর্ট করা শুরু করেছে তখন বুঝতে হবে বাংলাদেশীদের অবদান ক্রিপ্টোতে কতটা বেশি।
বায়নান্স এবং কুকয়েনে অনেক অনেক বাংলাদেশী ট্রেড করে বা তাদের একাউন্ট রয়েছে। সেই তালিকা অনুযায়ী তারা অনুধাবন করেছে বাংলাদেশীদের গুরুত্ব।
 BTC, USDT, ETH, BNB এবং BUSD এই ৫ টি কয়েনের বিপরীতে বাংলাদেশী টাকা দিয়ে পিটুপি পদ্ধতি লেনদেন করা  যাবে কোন ফি ছাড়াই। যেটা এক অভাবনীয় সুসংবাদ বটেই।
তারা একই সাথে ঘানা এবং চেকের মুদ্রাও সাপোর্টের ঘোষণা দিছে।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন নিত্য নতুন আপডেট রাখবেন, দিবেন তাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপানেক।
হ্যা, চেষ্টা করছি আপনাদের দেখানো পথ অনুসরণ করতে। তবে এতটুকু বলতে পারি আপনাদের মত লিজেন্ডরা যদি থাকেন আমাদের সাথে তাহলে আমরা অনেক দুর এগিয়ে যেতে পারবো। বাইন্যান্স এ বাংলাদেশী টাকা এড করার পেছনে হয়তো আপনাদের মত বড় মাপের কোন বাংলাদেশীর ভুমিকা আছে, যা হতে পারে টপ সিক্রেট। তবে আমি চাই এভাবেই বাংলাদেশের ক্রিপ্টো কমিউনিটি এগিয়ে যাক।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Salauddin on November 25, 2020, 05:18:21 AM
বিনান্স এ বাংলাদেশি টাকা এ্যাদ করেছে জদিও এটা আমাদের জন্যে  শুসংবাদ কিন্তু তার পরেও আমাদের অশুবিধাও অনেক রয়েছে কারন যখন বিন্যান্স বাংলা বাংলাদেশি টাকা এ্যাড করবে তখন আমাদের কাছ থেকে তারা ত্যাক্স আইডি নিবে আর এটার জন্যে অনেক মাসুল গুন্তে হতে পারে। তাই বাংগ্লাদেশি টাকা করার আগে অনেক চিন্তা করে কাজ করতে হবে তাছারা ব্যাংক এ লেন্দেন করতে গেলে অনেক ঝামেলা পহাতে হবে।
বাংলাদেশের টাকা এড করলে মাশুল গুনতে হবে না।  টেক্স যদি নেয়, তাহলে লেনদেন আরো বেশি হবে। আরো বাঙালীরা নেত্র মূল্য পাবে বলে আমি মনে করি। বাংলাদেশের buy-sell পদ্ধতিতে ডলার বিক্রি করা হয়। এই পদ্ধতিতে ডলার অনেক সময় বিক্রি করে ইউজারগন ন্যায্যমূল্য পায়না। লেনদেন সরাসরি এক্সচেঞ্জ থেকে সম্ভব হলে অবশ্যই ন্যায্যমূল্য পাবে।
সবথেকে বর সমসসা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি অবৈধ এটা সাম্নের দিনে কখনো বৈধ হবে কিনা সন্দেহ আছে, কিছুদিন আগে ফরেক্স ব্রোকার থেকে ব্লাক ব্যাংক এ কয়েক হাজার ডলার নিয়েছিল সেটা ক্রিপ্টোতে ছিলো এই কারনে টোটাল ফান্ড এখন পেনডিং অবস্থাতে আছে, তাই এইসব বিষয়ে ক্ষুব একটা আসাবাদী না হওয়া ভালো, বাংলাদেশি টাকা যদি ডিলিস্টেড করে দেয় তাহলে ইনভেস্টর রা ক্ষতি গ্রস্থ হবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: mahid on November 25, 2020, 06:02:19 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd

খবরটা শুনে অসম্ভব ভালো লাগছে যে সরকার মূল্যায়ন না করলেও তারা আমাদের কথা চিন্তা করতেছে এবাবে হয়তো বাংলাদেশ সরকারও আমাদের কথা চিন্তা করবে। আসলে এটাই হলো কমপেটেটিভ মার্কেট তারা বুঝতে পারছে যেহেতু কুকয়েন পদক্ষেপ নিয়েছে তারাও এটার সাথে যুক্ত হলো না হলে বাংলাদেশী মার্কেট আস্তে আস্তে কুকয়েনমুখী হয়ে যাবে। বুঝতে পারলাম বিন্যান্স টিম খুব চতুর এবং দক্ষ।

ধন্যবাদ।
সত্যি এটি আমাদের জন্য বড় একটি সুখবর। তবে আমার এ ব্যাপারে একটু জানার ইচ্ছা আছে যে একচেঞ্জার যদি আমাদের বিডিটি এড করে আমরা কিভাবে এর সুফল পাব। আমরা কি সরাসরি বিডিটি টাকা একচেঞ্জারে দিতে পারব? না নিতে পারবো? বিষয়টি আমার কাছে এখনও ক্লিয়ার না। কেউ যদি ক্লিয়ার করতে পারেন তাহলে খুব ভাল হয়।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Rds3b on November 25, 2020, 10:18:34 AM
অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ হলো আমার মনে হয় এই সংবাদ শুনে আমরা তারা বাংলাদেশি আছি আমাদের জন্য অনেক সুসংবাদ ।যে এতো ভর ভর এক্সচেঞ্জ গুলো তে আমাদের সাপোর্ট পাইছি এখন আমরা খুব সহজেই আমাদের পাওনা গুলি নিতে পারব।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Halkpro on November 25, 2020, 10:43:23 AM
অনেক ভালো একটা খবর ক্রিপ্টোকারেন্সির মেম্বাদের জন্য। যদি বিন্যান্স পিটুপি কুকয়েন এই সব এক্সচেঞ্জ এ বাংলাদেশী টাকা এলাও করে তা হলে বাংলাদেশের মেম্বারদের জন্য এটা অনেক বড় পাওয়।  এখন ট্রেডার ও ইনভেস্টর দের অনেক সুবিধা হবে।       
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Primo1760 on November 25, 2020, 02:18:49 PM
খবরটি আমাদের জন্য বাংলাদেশিদের জন্য খুবই ভালো একটা খবর। কেননা বিনান্স এর মত একটি এক্সেঞ্জার যদি টাকা সাপোর্ট করে । তবে বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের জন্য এটা খুবই খুশি একটা খবর।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Mrkadir85 on November 25, 2020, 05:01:16 PM
সবাই ন্যায্যমূল্য পাবে। ডলার বিক্রি কম দামে করা থেকে পরিত্রান পেল বাইন্যান্স ইউজারগন। সব এক্সচেঞ্জ গুলোতে বাংলাদেশের টাকা ভবিষ্যতে এড করা হবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: JISAN on November 25, 2020, 05:18:41 PM
সবাই ন্যায্যমূল্য পাবে। ডলার বিক্রি কম দামে করা থেকে পরিত্রান পেল বাইন্যান্স ইউজারগন। সব এক্সচেঞ্জ গুলোতে বাংলাদেশের টাকা ভবিষ্যতে এড করা হবে।
Mrkadir85 ভাই আপনি একজন Full member আপনি এই ভূলগুলো কেনো করেন। কোনো কিছু না লিখে শুধু সবার পোস্ট কোড করে জাচ্ছেন। দয়া করে এরকম করবেন না
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: JISAN on November 25, 2020, 05:21:07 PM
এটা আমাদের গর্ভের বিষয় যে আমাদের দেশে বিটকয়েন একসেপ্ট না থাকা সত্ত্বেও বিনান্সের মতো এক্সচেঞ্জার BDT কে P2p ট্রেডে লিস্ট করছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Ak600 on November 29, 2020, 06:09:26 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
ধন্যবাদ ভাই আপনাকে কারণ কোয়েলনর সাথে বাংলাদেশ ঢাকা অ্যাড করেছে
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Tamsialu$$ on November 30, 2020, 01:25:19 AM
যেহেতু বাংলাদেশি টাকায় বাইনান্স অ্যাড করেছে নিঃসন্দেহে আমি বলব যে এটা অনেক ভালো খবর। এমনটা হয় আমি মনে করি বিটকয়েন এর বৈধতা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ দেবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: johnson on November 30, 2020, 03:42:25 AM
বিশ্বসেরা একচেঞ্জ বাইনান্সে এ বাংলাদেশি টাকা এড করেছে তাহলে এটি খুব সহজেই বোঝা যায় যে আমাদের দেশে অনেক এগিয়ে গিয়েছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: bmr on November 30, 2020, 06:44:45 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
এটি আমাদের জন্য একটি রিমার্কেবল ডে বলতে পারি। কেন না এটি একটি গুরুত্বপুর্ণ খবর। বাংলাদেশীরা এখন খুবই খুশি তারা এখন নায্য দাম পাবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Laxmi Sharma on November 30, 2020, 08:41:34 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন। এটা সত্যিই বাংলাদেশি ক্রিপ্টো রিলেটেড দের জন্য অনেক বড় একটা সুখবর। আমি মনে করি এটা আমাদের বাংলাদেশীদের অবদান। ক্রিপ্টোকারেন্সি দিয়ে বাংলাদেশে আরো এগিয়ে যাক।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Lukamaxin on November 30, 2020, 08:52:49 AM
ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয় । বাংলাদেশী ট্রেডার্স এর কাছে এর চেয়ে আর আনন্দের কিছুই হতে পারে না ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: XM8 on November 30, 2020, 08:58:47 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
আলহামদুলিল্লাহ আমি শুনে খুবই খুশি হলাম যে পৃথিবীর বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্স তাদেরP2P প্লাটফর্মে বাংলাদেশী টাকা অর্থাৎ বিডিটি অ্যাড করেছে। এটা আমাদের কাছে অনেক পাওয়া।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: kulkhan on November 30, 2020, 09:00:16 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
ওয়ার্ল্ডের সর্ব বৃহৎ ক্রিপ্টো এক্সেন্জার বায়নান্স বাংলা টাকা যুক্ত করেছে এটা আমরা যারা বাংলাদেশী ক্রিপ্টোজগতে আছি তাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এটার মাধ্যমে আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে অনেক উপকার হবে। এটা আমাদের ট্রেডিং কে আরো সহজ করে তুলবে। ধন্যবাদ বায়নান্স কতৃপক্ষকে তারা বাংলাদেশীদের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে এ জন্য। আশাকরি বাকী আর যে সব এক্সেন্জার আছে তারাও এবার এটার গুরুত্ব বুঝে বাংলা টাকা যুক্ত করবে। এটাতে বাংলাদেশীরা ক্রিপ্টো জগতে আরো একধাপ এগিয়ে গেল বলে আমি মনেকরি।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Cristiano on November 30, 2020, 10:51:54 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
এটি আমাদের জন্য খুবই সুসংবাদ। বিনান্স এ যদি বাংলাদেশি টাকা অ্যাড করা হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতার প্রশ্ন করতে বেশি সময় লাগবে না। আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতার ঘোষণা করে দেবে।বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা ঘোষণা করে দেয় তাহলে বাংলাদেশে অনেকটাই উন্নতির দিকে যাবে। উন্নতশীল দেশ হতে বেশি সময় লাগবে না।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Kangaro45 on November 30, 2020, 11:36:31 AM
এ নিউজটি বাংলাদেশী ক্রিপ্টো রিলেটেড দেয়ার জন্য খুবই উপকারী দিক।এর মাধ্যমে আমরা ন্যায্যমূল্যে ডলার বিক্রি করতে পারব ।এবং ডলার বিক্রি করতে যে হয়রানি হতে হয় তা থেকে বাংলাদেশের ক্রিপ্টো রিলেটেডরা পরিত্রান পেল।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Bony11 on November 30, 2020, 11:51:16 AM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
]Lutera94 ভাই, আপনার পোষ্টটা পড়ে মনটা অনেক আনন্দে ভরে উঠলো। এটা আমাদের বাংলাদেশী ক্রিপ্টো রিলেটেডদের জন্য অনেক বড় সুসংবাদ। এতো বড় বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী টাকা এড করেছে। যা শুনে অনেক ভালো লাগছে। এই গুরুত্বপূর্ণ ও এতো বড় সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: warhero on November 30, 2020, 06:45:28 PM
এ বিষয়টা আমি আগেও শুনেছি। এবং এ বিষয়টা যদি সত্যিই কার্যকরী হয় তাহলে আমাদের জন্য অনেক লাভজনক। কেননা টোকেন এর পরিবর্তে ডলার এনে তা আবার টাকা তে পরিবর্তন করতে অনেক আর্থিক লছ সম্মুখীন হতে হয়। যদি তারে ঢাকাতে থাকে তাহলে আমাদের এই লছ বা ক্ষতির সম্মুখীন হতে হবে না ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Magepai on December 15, 2020, 02:39:07 PM
এ বিষয়টা আমি আগেও শুনেছি। এবং এ বিষয়টা যদি সত্যিই কার্যকরী হয় তাহলে আমাদের জন্য অনেক লাভজনক। কেননা টোকেন এর পরিবর্তে ডলার এনে তা আবার টাকা তে পরিবর্তন করতে অনেক আর্থিক লছ সম্মুখীন হতে হয়। যদি তারে ঢাকাতে থাকে তাহলে আমাদের এই লছ বা ক্ষতির সম্মুখীন হতে হবে না ।

আপনার ধারণা গুলি ঠিক আছে আসলে টোকেন গুলির যখন বিক্রি করা হয় তখন অনেক খারাপ লাগে। প্রাইস বেশি থাকা সত্বেও কম দামে সেল দিতে হয়। যদি সরাসরি টাকা অ্যাড করা হয় তাহলে এই রস গুলো খেতে হবে না।বাইনান্স যদি বাংলা টাকা কে এড করে তাহলে বাংলাদেশিদের জন্য এটাই হবে সবথেকে বড় চাওয়া পাওয়া।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: saidul2105 on December 15, 2020, 03:19:33 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).


বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
ভাই ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স যে তাদের প্লাটফর্মে  বাংলাদেশের টাকা অর্থাৎ BDT   এ্যাড করেছে সেইটা আমাদের বাংলাদেশের সকল ক্রিপ্টো রিলেটেডদের জন্য খুবই খুশির একটা সংবাদ।  এইটা যদি সত্যিই কার্যকর হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে।  আমরা খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়া ক্রিপ্টো থেকে টাকা তুলতে পারবো।                         
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Sasa on December 15, 2020, 03:22:50 PM
খবরটি সত্যি ভাই অনেক ভালো কেননা বাংলাদেশি টাকা বাইনান্স এড করা মানে আমাদের জন্য অনেক সুবিধা যারা ক্রিপ্টোকারেন্সি জড়িয়ে আছি বা কাজ করি এখন চাইলে আমরা বাংলাদেশী টাকা দিয়ে বাইনান্স থেকে ডলার কিনতে পারব এর থেকে বড় সুবিধা আর কি হয় ধন্যবাদ ভাই এই খবরটা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: mahid on December 15, 2020, 05:32:22 PM
একেচেঞ্জে বাংলা টাকা এড করেছে প্রথমে আমার জানা মতে কুকয়েন এবং দ্বিতীয় হল বিন্যান্স। আমি মনে করি এই দুটি কয়েনই ভাল অবস্থা করে নিয়েছে বিশেষ করে বাংলাদেশীদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে আরও নতুন নতুন ফিচার এড হবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Damrai5$ on December 15, 2020, 11:21:54 PM
বাইনান্স যেহেতু বাংলা টাকা অ্যাড করেছে এজন্য অনেক ভালো লাগছে।ক্রিপ্টোকারেন্সি বৈধতা যেদিন বাংলাদেশ হবে সেই দিন হবে বাংলাদেশিদের মনের আশা পূরণ যে সমস্ত বাঙালিরা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Damrai5$ on December 15, 2020, 11:24:32 PM
অসাধারণ, অসাধারণ। মারহাবা মারহাবা।
এটা তো সবচেয়ে ক্রিপ্টোতে বড় সুসংবাদ।
বায়নান্সের মত সবচেয়ে বড় ক্রিপ্টো একচেঞ্জ যখন বাংলাদেশী টাকা সাপোর্ট করা শুরু করেছে তখন বুঝতে হবে বাংলাদেশীদের অবদান ক্রিপ্টোতে কতটা বেশি।
বায়নান্স এবং কুকয়েনে অনেক অনেক বাংলাদেশী ট্রেড করে বা তাদের একাউন্ট রয়েছে। সেই তালিকা অনুযায়ী তারা অনুধাবন করেছে বাংলাদেশীদের গুরুত্ব।
 BTC, USDT, ETH, BNB এবং BUSD এই ৫ টি কয়েনের বিপরীতে বাংলাদেশী টাকা দিয়ে পিটুপি পদ্ধতি লেনদেন করা  যাবে কোন ফি ছাড়াই। যেটা এক অভাবনীয় সুসংবাদ বটেই।
তারা একই সাথে ঘানা এবং চেকের মুদ্রাও সাপোর্টের ঘোষণা দিছে।

ক্রিপ্টোকারেন্সি নিয়ে এমন নিত্য নতুন আপডেট রাখবেন, দিবেন তাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপানেক।

হ্যাঁ আপনার কথা ঠিক আছে যেহেতু বাংলাটা কাকে সাপোর্ট করেছে বাইনান্স এর মত এত বড় একটি এক্সচেঞ্জ টি। এ ধরনের আপডেট নিউজ প্লে আসলেই সবাই উপকৃত হয়।যেভাবে ক্রিপ্টোকারেন্সি বিস্তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ হয়তো খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেয়ে যেতে পারে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Mahindra on December 19, 2020, 06:30:35 AM
এটি খুবই খুশির একটি সংবাদ আসলে অনেক ভালো লাগলো এই কথাটি শুনে আসলে বাংলাদেশের টাকা যে কুকয়েনে এক্সচেঞ্জার এ অ্যাড করেছে এটা শোনার পর একটা আনন্দিত বোধ করলাম আশা করা যায় ভবিষ্যতে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Tamsialu$$ on December 19, 2020, 06:52:58 AM
বাইনান্স যদি বাংলা টাকা কে সাপোর্ট করে তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কাজ করে তাদের আর কোন সমস্যা থাকবে না। তারা ব্যাংকের মাধ্যমে টাকা ভাঙ্গাতে পারবে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই বলে কি এটা বাঙ্গালীদের জন্য অনেক সুসংবাদ।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Tubelight on March 25, 2021, 10:33:06 AM
বিনান্স যদি বাংলাদেশী টাকা কে এড করে তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য এটি হবে অন্যতম সেরা একটি সুখবর। অপেক্ষায় রইলাম দেখি বিনান্স এ ধরনের পদক্ষেপ কতটা কার্যকর করতে পারে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Dilshan on May 08, 2021, 06:43:06 AM
Tha great news. এটা বাংলাদেশি ইউজারদের জন্য খুব খুশির সংবাদ। বাইনান্স যদি বাংলাটা কাকে সাপোর্ট করে তাহলে তো আমাদের কোনো সমস্যায় থাকতে পারে না।  বাইনান্স অনেক বড় এক্সচেঞ্জার হওয়া সত্ত্বেও বাংলা টাকাকে স্বীকৃতি দিয়েছে। তাই আমার মনে হয় বাংলাদেশ সরকারেরও খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশের বৈধ করতে পারে। তাই এটা বাংলাদেশিদের জন্য খুবই আনন্দের খবর।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Crypto_Somrat on May 08, 2021, 12:39:56 PM
পৃথীবির বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স তাদের P2P প্লাটফর্মে বাংলাদেশী  টাকা BDT এড করেছে। কিছুদিন আগে আরেকটি অন্যতম সেরা এক্সচেঞ্জ কুকইনে ও BDT এড করেছে। যা বাংলাদেশী ক্রিপ্টো লাভারদের জন্য অত্যান্ত আনন্দের বিষয়।
বাইন্যান্স বাংলাদেশী টাকা ছাড়া ও আরো ২ টি দেশের কারেন্সি এড করেছে। তা হলো - Czech Koruna (CZK) and Ghananian Cedi (GHS).



বিস্তারিত - https://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
ক্রিপ্টো বিশ্বের দিকে তাকালে বোঝা যায় ক্রিপ্টো মহাবিশ্বে বাঙালিরা আজ কতোটা অবদান রেখেছে। কিছুদিন আগে কুকয়েন বাংলাদেশের ইউজারদের গুরুত্ব বুঝে বাংলা টাকা এড করেছে। এখন আবার বাইনান্স এর মতো প্লাটফর্ম বাংলা টাকাকে এড করা শুরু করেছে। এটা সত্যি ক্রিপ্টো বিশ্বে বাঙালিদের অবদান। এটা আমাদের বাংলাদেশি  ক্রিপ্টো রিলেটেড সবার জন্যি দারুন একটা সুখবর। শুনে সত্যিই খুব ভালো লাগছে। ধন্যবাদ অসাধারণ একটা নিউজ শেয়ার করেছেন।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: AIam333 on May 29, 2021, 01:53:31 AM
আমি এখনো শুনিনি কিন্তু এখন বর্তমানে শুনলাম। বাইন্যান্সে বাংলাদেশী টাকা অ্যাড করেছে। এটা আমাদের খুবই আনন্দদায়ক একটি বিষয়। আমার সঙ্গে এখন কিছুটা হালকা হালকা লাগছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Logitech50 on May 29, 2021, 04:30:37 AM
এখন ক্রিপ্টোকারেন্সি তে তিনটি এক্সচেঞ্জে বাংলাদেশী টাকা অ্যাড করেছে। p2p এবং kucoin ও Binance এক্সচেঞ্জের এড হয়েছে। সবচেয়ে আমাদের সুবিধা বেশি হচ্ছে কারণ ডলার বিক্রি করার জন্য কোন বায়ার খুঁজতে হবে না।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Madmax789 on November 15, 2022, 08:59:55 PM
আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ খবর প্রদান করা জন্য| বায়নান্স এর মত বিশ্ব বিক্ষাত একচেনজার বাংলা টাকা যুক্ত করেছে এটা অভাবনীয়। যে সরকার মূল্যায়ন না করতে তারা আমাদের কথা চিন্তা করবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারও আমাদের কথা চিন্তা করবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Fulshai on December 15, 2023, 02:15:02 AM
বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে। এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ
। বাই ন্যান্সি এক্সচেঞ্জ হলো পৃথিবীর বৃহত্তম একটি এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে বাংলাদেশের টাকা এড হওয়া মানে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়া। কারণ বর্তমান বাইনান্সি এক্সচেঞ্জে হাজার হাজার কোটি টাকার বিনিময়। তাই আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নত পর্যায় অবস্থান নেবে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: Bd officer on December 16, 2023, 01:51:52 AM
বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে। এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ
। বাই ন্যান্সি এক্সচেঞ্জ হলো পৃথিবীর বৃহত্তম একটি এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে বাংলাদেশের টাকা এড হওয়া মানে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়া। কারণ বর্তমান বাইনান্সি এক্সচেঞ্জে হাজার হাজার কোটি টাকার বিনিময়। তাই আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নত পর্যায় অবস্থান নেবে।
বাইন্যান্সে পিটুপি লেনদেনে বাংলাদেশী টাকা অ্যাড করেছে বলে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রের পরিণত হবে এটা ভুল কথা। বাইন্যান্স বাংলাদেশী টাকা অ্যাড করেছে এতে যারা বাংলাদেশ থেকে ক্রিপ্টোর সাথে জড়িত রয়েছে তাদের সুবিধা হয়েছে। কোন ঝামেলা ছাড়াই বাইনান্স থেকে কিপ্টো সেল করে সহজেই বাংলাদেশি টাকা নগদ বা বিকাশে নিতে পারছে।
Title: Re: বাইন্যান্সে বাংলাদেশী টাকা এড করেছে
Post by: MVL~$ on December 19, 2023, 07:58:11 PM
অসাধারণ। বিষয়টা আসলে খুবই সুখজনক। বাইন্যান্সে বাংলাদেশের টাকা এড করাতে খুব ভালোভাবে টের পাওয়া যায় ক্রিপ্টোজগতে বাংলাদেশী মানুষের কত বড় অবদান রয়েছে। আসলেই আমাদের দেশের কিছু মেধাবী মানুষের কারণে আমরা এটি পেয়েছি বিশেষ করে যারা এই ক্রিপ্টো জগতের রয়েছে। আসলেই তারা প্রশংসা রাখার দাবিদার। নাহলে আপনার এত বড় একটি সুসংবাদ পেতাম না। তাদের জন্য শুভকামনা যাতে করে তারা এইভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।