Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Fighter on May 13, 2021, 05:39:49 PM

Title: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Fighter on May 13, 2021, 05:39:49 PM
চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আপাতত আর বিটকয়েনে কেনা যাবে না টেসলার গাড়িচীনে তৈরি মডেল ওয়াই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আপাতত আর বিটকয়েনে কেনা যাবে না টেসলার গাড়ি
বিটকয়েনে মূল্য পরিশোধ করে টেসলার বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে বলে আগে জানিয়েছিলেন মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার সে পরিকল্পনা বাতিলের ঘোষণা দিলেন তিনি। আর এরপরেই কমে যায় বিটকয়েনের মূল্য। কমেছে টেসলার শেয়ারদরও।

প্রতি বিটকয়েনের মূল্য আজ বৃহস্পতিবার ১২ শতাংশ কমে ৫০ হাজার ডলারের আশপাশে ছিল বলে ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ওয়েব পোর্টাল কয়েনডেস্কে দেখা যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকয়েনে মূল্য পরিশোধের সুবিধা হঠাৎ বাতিলের কারণ হিসেবে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা বলেছেন ইলন মাস্ক।

গতকাল বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের ভাবনার কারণ হলো, বিটকয়েন মাইনিং এবং লেনদেনের ফলে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ব্যবহার বেড়ে যাওয়া। নানা দিক থেকেই ক্রিপ্টোকারেন্সি একটি চমৎকার ধারণা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাময় বলেই আমাদের বিশ্বাস। তবে সেটা পরিবেশের বড় ক্ষতি করে হতে পারে না।’

অ্যালগোরিদমের সমাধান দিয়ে ডিজিটাল মুদ্রা তৈরিকে মাইনিং বলা হয়। মাইনিংয়ে ব্যবহৃত কম্পিউটার সার্ভারগুলো বিপুল পরিমাণে বিদ্যুৎ খরচ করে। আর বিদ্যুৎ উৎপন্নে অনেক দেশেই নির্ভর করা হয় কয়লার ওপর। ডিজিটাল মুদ্রার এই দিকটি অনেক দিন ধরেই সমালোচিত হয়ে আসছে। ইলন মাস্ক তা এত দিন জানতেন না, এমনটা হওয়ার কথা নয়।


বিটকয়েনের বিনিময়ে টেসলার গাড়ি কেনার সুবিধা স্থগিত করেছে প্রতিষ্ঠানটিবিটকয়েনের বিনিময়ে টেসলার গাড়ি কেনার সুবিধা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি
গত ফেব্রুয়ারিতে বিটকয়েনে ১৫০ কোটি ডলার বিনিয়োগ এবং এর বিনিময়ে গাড়ি কেনার সুবিধার ঘোষণা দেয় টেসলা। মার্চের শেষে মাস্ক টুইট করেন, এখন থেকে মানুষ বিটিকয়েনে গাড়ি কিনতে পারবে।

টেসলা এখনো বিটকয়েনে গাড়ি বিক্রির বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন মাস্ক। গতকাল বুধবার তিনি লিখেছেন, ‘টেসলা কোনো বিটকয়েন বিক্রি করবে না এবং মাইনিংয়ে নির্ভরযোগ্য জ্বালানি ব্যবহার করলে লেনদেনে আমরা সেগুলো ব্যবহার করতে চাই। অন্যান্য ডিজিটাল মুদ্রায় লেনদেন চালুর চেষ্টাও আমরা করছি, যা বিটকয়েনের এক শতাংশের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে চলতে পারবে।’

ডোজকয়েন নামে আরেকটি ডিজিটাল মুদ্রায় গাড়ি কেনার সুবিধা দেওয়া উচিত কি না, তা জানতে চেয়ে দিন কয়েক আগে টুইট করেছিলেন মাস্ক।
সোর্স লিংক (https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/education/science-tech/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16209186735912&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Feducation%2Fscience-tech%2F%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25BF-%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%259A%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25A8-%25E0%25A6%25A8%25E0%25A6%25BE-%25E0%25A6%2587%25E0%25A6%25B2%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%2595)

[পোস্ট আপডেট:মালম৯০]
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: ranaprime on May 27, 2021, 08:37:19 AM
ইলন মাস্ক যেমন কোন কয়েন কে উঠাতে পারে তেমনি নামাতেও পারে। কেন না তার একটি টুইটে অনেক কিছুই হতে পারে। তবে দিন দিন তার প্রতি মানুষের একটি নেগেটিভ ধারনা চলে আসছে তার বিভিন্ন ধরনের অযৌক্তিক কথা বারতায়। বিশেষ করে তিনি বিটকয়েন কে রিজেক্ট করলেন তেশলা থেকে আবার ডগি কয়েন কে এক্সসেপ করার মনোভাব দেখালেন। আমি একটি সুত্রে জানতে পারলাম যে ইলন মাস্ক বিটকয়েনে এখনও কোন গাড়ি সেল করতে পারেনি। তবে সুত্র টি অথেনটিক মনে না হওয়ায় তা শেয়ার করতে পারলাম না।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Logitech50 on June 07, 2021, 11:04:37 AM
ইলন মাস্ক বড় ধরনের একজন ইনভেস্টর তিনি যদি একটি টুইট করেন একটি কয়েন সম্পর্কে অবশ্যই কয়েন দাম বৃদ্ধি পায়। যেমন ডগি কয়েন নিয়ে তিনি টুইট করেছিলেন ডগি কয়েন এর দাম ক্রিপ্টোকারেন্সি তে ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এবং তার গাড়ির কোম্পানি রয়েছে যার কারণে তিনি বিটকয়েন দিয়ে গাড়ি বেচা কেনার কথা না করেছেন।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Rifan Khan on June 23, 2021, 04:36:04 AM
আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মানের পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে আমি কিছুটা বুঝতে পেরেছি। সে জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Brithyislam on July 01, 2021, 12:05:30 PM
বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক এই কথাটি বলার একমাত্র কারন হলো বিটকয়েনের দাম সর্বদাই আপ ও খাওন করতে থাকে এতে দাম সিস্থির থাকে না অপরদিকে গাড়ির দাম স্থির এতে বেচা কেনা করার সময় অনেক সমস্যা হচ্ছে।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Mosarof on July 14, 2021, 05:15:05 PM
চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আপাতত আর বিটকয়েনে কেনা যাবে না টেসলার গাড়িচীনে তৈরি মডেল ওয়াই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আপাতত আর বিটকয়েনে কেনা যাবে না টেসলার গাড়ি
বিটকয়েনে মূল্য পরিশোধ করে টেসলার বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে বলে আগে জানিয়েছিলেন মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার সে পরিকল্পনা বাতিলের ঘোষণা দিলেন তিনি। আর এরপরেই কমে যায় বিটকয়েনের মূল্য। কমেছে টেসলার শেয়ারদরও।

প্রতি বিটকয়েনের মূল্য আজ বৃহস্পতিবার ১২ শতাংশ কমে ৫০ হাজার ডলারের আশপাশে ছিল বলে ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ওয়েব পোর্টাল কয়েনডেস্কে দেখা যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকয়েনে মূল্য পরিশোধের সুবিধা হঠাৎ বাতিলের কারণ হিসেবে পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা বলেছেন ইলন মাস্ক।

গতকাল বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের ভাবনার কারণ হলো, বিটকয়েন মাইনিং এবং লেনদেনের ফলে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ব্যবহার বেড়ে যাওয়া। নানা দিক থেকেই ক্রিপ্টোকারেন্সি একটি চমৎকার ধারণা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাময় বলেই আমাদের বিশ্বাস। তবে সেটা পরিবেশের বড় ক্ষতি করে হতে পারে না।’

অ্যালগোরিদমের সমাধান দিয়ে ডিজিটাল মুদ্রা তৈরিকে মাইনিং বলা হয়। মাইনিংয়ে ব্যবহৃত কম্পিউটার সার্ভারগুলো বিপুল পরিমাণে বিদ্যুৎ খরচ করে। আর বিদ্যুৎ উৎপন্নে অনেক দেশেই নির্ভর করা হয় কয়লার ওপর। ডিজিটাল মুদ্রার এই দিকটি অনেক দিন ধরেই সমালোচিত হয়ে আসছে। ইলন মাস্ক তা এত দিন জানতেন না, এমনটা হওয়ার কথা নয়।


বিটকয়েনের বিনিময়ে টেসলার গাড়ি কেনার সুবিধা স্থগিত করেছে প্রতিষ্ঠানটিবিটকয়েনের বিনিময়ে টেসলার গাড়ি কেনার সুবিধা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি
গত ফেব্রুয়ারিতে বিটকয়েনে ১৫০ কোটি ডলার বিনিয়োগ এবং এর বিনিময়ে গাড়ি কেনার সুবিধার ঘোষণা দেয় টেসলা। মার্চের শেষে মাস্ক টুইট করেন, এখন থেকে মানুষ বিটিকয়েনে গাড়ি কিনতে পারবে।

টেসলা এখনো বিটকয়েনে গাড়ি বিক্রির বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন মাস্ক। গতকাল বুধবার তিনি লিখেছেন, ‘টেসলা কোনো বিটকয়েন বিক্রি করবে না এবং মাইনিংয়ে নির্ভরযোগ্য জ্বালানি ব্যবহার করলে লেনদেনে আমরা সেগুলো ব্যবহার করতে চাই। অন্যান্য ডিজিটাল মুদ্রায় লেনদেন চালুর চেষ্টাও আমরা করছি, যা বিটকয়েনের এক শতাংশের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে চলতে পারবে।’

ডোজকয়েন নামে আরেকটি ডিজিটাল মুদ্রায় গাড়ি কেনার সুবিধা দেওয়া উচিত কি না, তা জানতে চেয়ে দিন কয়েক আগে টুইট করেছিলেন মাস্ক।
সোর্স লিংক (https://www-prothomalo-com.cdn.ampproject.org/v/s/www.prothomalo.com/amp/story/education/science-tech/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=16209186735912&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Feducation%2Fscience-tech%2F%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A7%259C%25E0%25A6%25BF-%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%259A%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25A8-%25E0%25A6%25A8%25E0%25A6%25BE-%25E0%25A6%2587%25E0%25A6%25B2%25E0%25A6%25A8-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%2595)

[পোস্ট আপডেট:মালম৯০]
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করে ইনভেস্টরদের উপর বিট কয়েনের মূল্য কমে যাওয়া ও বাড়ার পেছনে রয়েছে এবং ইলন মাস্ক এর ভূমিকা। বিটকয়েনে ইলন মাস্ক বিশ্বের সবচেয়েবেশি ইনভেস্ট করেছে যার কারণে তার একটা টুইটে বিটকয়েনের দাম বেড়ে যায়।তাই ইলন মাক্স কয়েন মার্কেট থেকে ডাম্পিং পড়তে পারে এবং পাম করতে পারে।






Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Diknel on July 30, 2021, 04:28:57 PM
অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন ধন্যবাদ ভাই। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় বাজার ওঠানামা করে। ইলন মাস্ক হলো বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টর। যার কারণে তার এক টুইটে বিটকয়েনের দাম বেড়ে যায়।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Sumaiya2 on October 14, 2021, 08:24:02 PM
হ্যাঁ বিটকয়েন দিয়ে ইলন মাস্ক গাড়ি কেনাবেচা করবে সর্বপ্রথম বিটকয়েনের ব্যবহার গাড়ি কেনাবেচার মধ্যে দিয়ে ব্যবহার করছে ইলন মাস্ক। তবে টেসলার গাড়ি গুলো অনেক ভাল মজবুত। যার কারণে ইলন মাস্ক বাজারে তার সবচেয়ে প্রিয় গাড়ির পণ্যটি ছেড়ে দিচ্ছেন।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Trumpet on October 18, 2021, 04:32:32 AM
বিশ্ব বিখ্যাত কার নির্মাতা কোম্পানি তেসলা এর মালিক ইলন মাস্ক বলেছিলেন বিটকয়েন থেকে এখন যে কেউ তার কোম্পানির গাড়ি ক্রয় করতে পারে। কয়েকদিনের মধ্যেই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। এবং তিনি বলেন এখন থেকে তেসলা আর বিটকয়েন সাপোর্ট করবে না। এই নিউজ আসার পর বিট কয়েনের মূল্য অনেকটাই কমে গিয়েছিল। ইলন মাস্ক কখন কি করে সেটা আমাদের বুঝে আসেনা।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Centus on November 07, 2021, 05:08:43 PM
ইলন মাস্ক হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একজন বড় ইনভেস্টর। তিনি যখন ঘোষণা দিয়েছিলেন যে বিটকয়েন দিয়ে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যাবে তখন বিটকয়েনের দাম হুহু করে বেড়ে গিয়েছিল। আবার যখন বললেন বিটকয়েন দিয়ে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যাবেনা তখন বিটকয়েনের দাম কমতে শুরু করল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্ক এর ভূমিকা অনেক।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Meta on November 08, 2021, 06:19:00 AM
ইলন মাস্ক একজন বড় ধরনের বিনিয়োগকারী এবং সেইসাথে তিনি একজন বিশ্ব বিখ্যাত ধনী ব্যক্তি। তিনি কয়েকদিন বিটকয়েন সাপোর্ট করেছিলেন যার জন্য তিনি ঘোষণা করেছিলেন তার গাড়ির কোম্পানি থেকে বিটকয়েন দিয়ে গাড়ি কেনা যাবে। কিন্তু তার পরে তিনি তার মত পরিবর্তন করে বলেন তার টেসলা কোম্পানি আর বিটকয়েন সাপোর্ট করবে না।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Tepona on November 09, 2021, 01:56:08 PM
বিটকয়েন বিভিন্ন অর্থনৈতিক লেনদেন অর্থাৎ বিটকয়েন বিভিন্ন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। যেমন বড় বড় কোম্পানির ট্রানজেকশন গুলো বিটকয়েনের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং বিটকয়েন সারা পৃথিবীব্যাপী বিভিন্ন খাতে মহামূল্যবান। বিশেষ করে ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে। এখানে লেনদেন করে বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই বিশ্বের বেশিরভাগ দেশের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান লেনদেন করতে একসময় সক্ষম হবে।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Casual on November 09, 2021, 10:35:54 PM
সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কোম্পানি হচ্ছে ইলন মাস্কের তেসলা কোম্পানি যা কিনা বিটকয়েনের লেনদেন দিয়ে ক্রয় করা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই ইলন মাস্ক সিদ্ধান্ত নিলো যে তার টেসলা কোম্পানি আর বিটকয়েনের লেনদেন গ্রহণ করবে না এজন্যই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট হঠাৎ করেই অনেক ডাম্পিং হয়ে গিয়েছিল। কিন্তু আপনি বর্তমানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আবারও তিনি তার তেসলা কোম্পানি কে বলেছেন যে পুনরায় বিটকয়েনের লেনদেন গ্রহণ করা হবে।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Fulshai on February 27, 2022, 02:05:26 PM
আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ বিটকয়েনের গাড়ী বেচবে না ইলন মাস্ক। হঠাৎ করে তার এ সিদ্ধান্তে বিটকয়েনের দাম অনেক ডাম্পিং করেছে। কারণ বিশ্বের মধ্যে সবথেকে বড় কোম্পানি হচ্ছে ইলন মাস্কের। কিন্তু বর্তমানে তিনি গাড়িটি আবার বেচার সিদ্ধান্ত নিয়েছে । এজন্য বিটকয়েনের দাম পাম্পিং করছে। আশা করি ইলন মাস্কের এই সিদ্ধান্ত নেওয়ায় । ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা অনেকটাই পাম্পিং করছে।
Title: Re: বিটকয়েনের গাড়ি বেচবেন না ইলন মাস্ক।
Post by: Cinno3 on March 05, 2022, 08:58:40 AM
বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বড় কোম্পানি হলো টেসলা কোম্পানি। টেসলা কোম্পানির প্রতিষ্ঠিতা হলো ইলন মাস্ক। বর্তমানে ইলন মাস্ক ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে বড় একজন বিনিয়োগকারী। যার একটা পজিটিভ কথায় বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে আকাশছোঁয়া হয়ে যায়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইলন মাস্কের ভূমিকা রয়েছে অনেক। তিনিই ঘোষণা দিয়েছিলেন বিটকয়েন দিয়ে টেসলা কোম্পানির গাড়ি ক্রয় করা যাবে ‌।