Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Maxtel on June 24, 2021, 05:52:45 PM

Title: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Maxtel on June 24, 2021, 05:52:45 PM
অবশ্যই আমাদের 2018 এবং 2019 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যেখানে এটি কীভাবে লেনদেন করেছিল, যেখানে এটি উভয় ক্ষেত্রেই কয়েক মাসের জন্য সত্যই সীমিত ছিল।  এই সময়ে এরকম একটি চূড়ান্ত ওয়াশআউট দরকার ছিল। আমরা মনে করি যে সম্ভবত আরও চার বা ছয় মাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই অবস্থানে থাকবে না।এটি এখন যেমন দাঁড়িয়েছে, আমরা কেবলমাত্র এটি মনে করি যে সাম্প্রতিক মাসগুলিতে বিটকয়েন কীভাবে বাণিজ্য করছে তা প্রদত্ত $ 31,000 এবং সমর্থন সহ 41,000 ডলার সহ একটি বাণিজ্য পরিসরের পরিবেশ হতে চলেছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Chita76 on June 27, 2021, 05:11:20 PM
গত কয়েক মাস আগে বিটকয়েনের অবস্থা অনেক ভাল ছিল কিন্তু বর্তমানে এখন বিটকয়েন এর অবস্থা একটু নিম্নগতি। যার কারণে সব সময় ক্রিপ্টোকারেন্সি বাজার আপডাউন করতেছে। আপডাউন না করলে কেউ এখান থেকে বেনিফিট অর্জন করতে পারবে না তাই ক্রিপ্টোকারেন্সি বাজার ওঠানামা করাটা স্বাভাবিক।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Jack420 on June 27, 2021, 05:23:27 PM
ক্রিপ্টোকারেন্সি বাজার উঠানামা করাটাই স্বাভাবিক। কিছুদিন যাবত এর বাজার খুব বেশি ওঠানামা করছে। তবে বাজার ওঠানামা করা আমাদের তেমন লস হচ্ছে না। ট্রেডাররা এখন হোল্ড করে ভালো পরিমাণ প্রফেট পাচ্ছে। তবে এর বাজার খুব দ্রুত আগের অবস্থানে ফিরে যাবার সম্ভাবনাই বেশি।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Mosarof on June 27, 2021, 05:42:25 PM
অবশ্যই আমাদের 2018 এবং 2019 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যেখানে এটি কীভাবে লেনদেন করেছিল, যেখানে এটি উভয় ক্ষেত্রেই কয়েক মাসের জন্য সত্যই সীমিত ছিল।  এই সময়ে এরকম একটি চূড়ান্ত ওয়াশআউট দরকার ছিল। আমরা মনে করি যে সম্ভবত আরও চার বা ছয় মাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই অবস্থানে থাকবে না।এটি এখন যেমন দাঁড়িয়েছে, আমরা কেবলমাত্র এটি মনে করি যে সাম্প্রতিক মাসগুলিতে বিটকয়েন কীভাবে বাণিজ্য করছে তা প্রদত্ত $ 31,000 এবং সমর্থন সহ 41,000 ডলার সহ একটি বাণিজ্য পরিসরের পরিবেশ হতে চলেছে।
এবছর কিপটে মার্কেটের অবস্থা খুবই ভালো যাচ্ছিল কিন্তু যা গত কিছুদিন যাবত মার্কেট ডাম্পিং এর নামলো আসলেই অসাধারণ ব্যাপার। 2018 এবং 2019 সাল মার্কেটের অবস্থা অনেকটাই ভাল ছিল কিন্তু আবার 2020-a এসে প্রথম দিকে অনেকটা ডাম্পিং হয়েছিল এবং 2021 এসে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। আসলেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় আপডাউন করবে এটাই স্বাভাবিক।কিছুদিন আগে মার্কেটের অবস্থা অনেকটা ডাম্পিং হয়েছিল কিন্তু কিছুদিন ধরে আবার মার্কেট বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: RSRS on June 28, 2021, 08:35:42 AM
বিটকয়েনের বাজার এবছর অনেক ভাল ছিল। কিন্তু হঠাৎ করেই একেবারে নিম্নগামী হয়ে গেছে। ক্রিপ্টোকারেন্সি বাজার সব সময় কোমা বাঁড়ার উপরেই থাকে কখনো স্থিতিশীল হয়ে থাকে না। এতে জারা হোল্ড করে রাখে তারা অনেক প্রফিট পেয়ে থাকেন। তবে খুব শীঘ্রই আবারো আগের অবস্থান অথবা তার চাইতে ভালো অবস্থানে পৌঁছাবে বিটকয়েন।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: abir khan on June 28, 2021, 11:29:34 AM
ক্রিপ্টোকারেন্সি বাজার উঠানামা করাটাই স্বাভাবিক। কিছুদিন যাবত এর বাজার খুব বেশি ওঠানামা করছে। তবে বাজার ওঠানামা করা আমাদের তেমন লস হচ্ছে না। ট্রেডাররা এখন হোল্ড করে ভালো পরিমাণ প্রফেট পাচ্ছে। তবে এর বাজার খুব দ্রুত আগের অবস্থানে ফিরে যাবার সম্ভাবনাই বেশি।
ক্রিপ্টোকারেন্সি উঠানামা করবে এটা ঠিক কিন্তু ক্রিপ্টোকারেন্সি এবার অনেক বেশি পরিমাপে ডাম্পিং হচ্ছে। তাই আশা করি যেন আবার আগের মত ফিরে আসে ধন্যবাদ।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Gentle on June 28, 2021, 11:35:54 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় স্থির থাকে না সব সময় কয়েন গুলোর দাম ওঠানামা করতে থাকে আর এতেই ক্রিপ্টোকারেন্সি কে অনন্যা মার্কেট থেকে আলাদা বৈশিষ্ট্য রূপান্তরিত করেছে। বর্তমানে বিটকয়েনের দাম কম থাকলেও তা অনেক ওঠানামা করছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Farhana on June 29, 2021, 07:57:13 AM
শুধু বিটকয়েন নয় সকল কয়েন বা টোকেনের অবস্থা এই মুহুর্তে খুব খারাপ তবে ইদানিং আবার একটু ভালোর দিকে যাচ্ছে। মার্কেটের অবস্থা কখনো ভাল কখনো খারাপ হবে এটাই স্বাভাবিক তা না হলে আপনি আমি কখনোই এখানে ইনভেসস্ট করতাম না। আগামী কয়েক মাসে শুধু বিটকয়েন না সকল কয়েন বা টোকেনের অবস্থা ভাল হবে বলে আশা করা যাচ্ছে। বিটকয়েনের অবস্থা ভাল হলে সকল কয়েন ভাল হবে তাই সবাই বিটকয়েনের দিকে নজর রাখে।আগামীতে বিটকয়েন সহ সকলের পথ চলা ভাল হবে বলে মনে করি।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Brithyislam on June 29, 2021, 12:33:48 PM
আগামী কয়েক মাসের দ্বারা সিদ্ধ করলে প্রথমদিকে বিটকয়েন এর অবস্থান খুব সক্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে এর চাহিদা ধারা বজায় রাখতে পারেনি তাই পরবর্তী সময়ে বিটকয়েনের দাম ব্যাপক পরিমাণ কমতে থাকে। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বিল গেটস ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে সংযুক্ত হয় তখন একদম ব্যাপকহারে বৃদ্ধি পায়।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: monmoynatt on June 29, 2021, 01:20:04 PM
হটাৎ চীন বিটকয়েনের লেনদেন সহ এর মাইনিং নিষিদ্ধ করার কারনে বিটকয়েনের মূল্য প্রায় ৪০%-৫০% কয়ে গিয়েছিল, কিন্তু আবার সেই ধাক্কা সামলে বিটকয়েন ঘুরে দাঁড়িয়েছে। এখন আবার এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনেকরি আগামিতে বিটকয়েন অনেক ভালো অবস্থানে যাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Labonno on June 29, 2021, 05:33:13 PM
বিটকয়েনের অবস্থা গত কয়েক মাসের তুলনায় এখন একটু খারাপ।  তবে এই অবস্থা খুব বেশি দিন দীর্ঘমেয়াদি হবে না বলে আমার মনে হচ্ছে।  কারণ প্রতিটি মূহুর্তে ক্রিপ্টোকারেন্সিতে কয়েনের দাম উঠা নামা করে থাকে।  তাই এখন বাজার খারাপ থাকলেও ভবিষ্যতে বাজার অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।  তাই আমাদের ভালো মানের কিছু পাওয়ার জন্য  অপেক্ষা করতেই হবে।                                           
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: sohel8090 on July 02, 2021, 01:18:43 PM
আগামি কয়েক মাসের মধ্যে বিটকয়েন পথ চলা অনেক বেরেই চলেছে তবে আমার মনে হয় বিটকয়েনের পথ চলা বেরেই যাবে এটি আর থেমে থাকবে না
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Phython on July 02, 2021, 10:34:26 PM
আগামী কয়েক মাসের যদি আমি বিটকয়েন‌চাট তৈরি করি তাহলে দেখা যাবে বিটকয়েনের অবস্থা খুবই খারাপ । এর মুল কারন হলো আমরা সবাই দেখিছি ফেব্রুয়ারি মাসে বিকয়েনের দাম ছিলো 60 হাজার ডলার কিন্তু বর্তমান সময়ে তা 30 হাজার ডলারে এসে গোরা ফেরা করছে। আবার বিটকয়েনের দাম বাড়তে দেখতে পারবো আমরা সবাই।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Suma Islam on July 04, 2021, 05:04:35 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েন কে বলা হয় ভার্চুয়াল জগতের ‌ সর্বশ্রেষ্ঠ করেন। আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নাম শুনিনি বা জানিনা কিন্তু এই বিটকয়েনের নাম শুনেই এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। 2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম 19 হাজার ডলার থেকে রকেটের গতি হারা এমন ভাবে বাড়তে থাকে যে 2021 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যেখানে শুধু তিন মাসের পার্থক্য ছিল তার মধ্যে বিটকয়েনের দাম 40 হাজার ডলার পার্থক্য সৃষ্টি করেছিল। যা বিটকয়েনের দাম এসে দাঁড়িয়েছিল 60 হাজার ডলার। এছাড়াও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এই সকল কিছুই শুধু একজন ব্যক্তির কারণে সৃষ্টি হয়েছিল বলে সবাই ভাবে। কি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলিত কারেন্সি মার্কেট এর সাথে সংযুক্ত হয়েছিল। এছাড়াও যদি আরো অন্য অন্য ধনী ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সংযুক্ত হয় তাহলে কিন্তু কারেন্সি মার্কেট কোথায় গিয়ে পৌঁছবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Diknel on July 17, 2021, 04:52:51 PM
গত কয়েক মাস আগে বিটকয়েনের দাম অনেকটাই ভালো ছিল। বর্তমান দেখা যাচ্ছে যে গত কয়েক মাসের তুলনায় বিটকয়েনের দাম এখন খারাপ। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি খুব শীঘ্রই বিটকয়েনের দাম আগের থেকে ভালো অবস্থানে পৌঁছাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Pitbull on July 17, 2021, 05:48:15 PM
আমি এই ফোরামের একজন নতুন সদস্য। তবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা রয়েছে আমার। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আগামী কয়েক মাসের মধ্যে পাল্টে যাবে। বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পাবে। কারণ বিটকয়েন যে অধিক মাথায় বৃদ্ধি পেয়েছিল সেখান থেকে অনেকটাই নিয়ে চলে এসেছে। যেটা কি একটু মার্কেটের জন্য খুব খারাপ একটি সংবাদ। কিন্তু মার্কেট অবশ্যই আগামীতে ভালো পর্যায়ে চলে যাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: HeartBit143 on July 17, 2021, 07:03:33 PM
বিটকয়েনের দাম সম্প্রতি অনেক নিচে অবস্থান করতেছে। তবে খুব শীগ্রই আবার বিটকয়েন এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি সামনে কয়েক মাসের মধ্যেই আবার বিটকয়েন রিকভার করবে এবং নতুন করে রেকর্ড গড়বে।  ২০২২ সালের প্রথম দিকেই হয়তো বিটকয়েন এর দাম আমরা ৮০০০০$ এর উপরে দেখতে পারবো।                                 
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Lifetime on October 14, 2021, 05:55:49 AM
অবশ্যই আমাদের 2018 এবং 2019 সালের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। যেখানে এটি কীভাবে লেনদেন করেছিল, যেখানে এটি উভয় ক্ষেত্রেই কয়েক মাসের জন্য সত্যই সীমিত ছিল।  এই সময়ে এরকম একটি চূড়ান্ত ওয়াশআউট দরকার ছিল। আমরা মনে করি যে সম্ভবত আরও চার বা ছয় মাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই অবস্থানে থাকবে না।এটি এখন যেমন দাঁড়িয়েছে, আমরা কেবলমাত্র এটি মনে করি যে সাম্প্রতিক মাসগুলিতে বিটকয়েন কীভাবে বাণিজ্য করছে তা প্রদত্ত $ 31,000 এবং সমর্থন সহ 41,000 ডলার সহ একটি বাণিজ্য পরিসরের পরিবেশ হতে চলেছে।
গত কয়েক মাস আগে বিটকয়েনের দাম অনেকটাই ভালো ছিল। বর্তমান দেখা যাচ্ছে যে গত কয়েক মাসের তুলনায় বিটকয়েনের দাম এখন খারাপ। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি খুব শীঘ্রই বিটকয়েনের দাম আগের থেকে ভালো অবস্থানে পৌঁছাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Magepai on October 14, 2021, 06:04:20 AM
বিটকয়েন এর বর্তমান প্রাইস 57 হাজার ডলারের মত রয়েছে। আমরা কিন্তু দেখেছি বর্তমানে 40 হাজার ডলার থেকে একদম রকেটের গতিতে বিটকয়েন প্রাইস বিডি পেয়ে 57 হাজার ডলারে পৌঁছেছে। কিন্তু আমি মনে করি দুই-তিন মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস 70 হাজার ডলারে পৌঁছাবে। এবং আগের সব রেকর্ড ভেঙে দেবে এবং 2021 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 100k ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Bitrab on October 14, 2021, 08:10:39 AM
2017 সালে মোটামুটি ক্রিপ্টোকারেন্সি এর বাজার ভালো ছিল। তবে 2018 সালে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা অনেক খারাপ। আবার 2019 সালে প্রথম দিকে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা ভাল ছিল। কিন্তু 2019 সালে শেষের দিকে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা ভালো হতে থাকে। 2020 সালে এবং 2021 সালে ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা সর্বোচ্চ ভালো হয়। যেহেতু ক্রিপ্টোকারেন্সি প্রচুর পরিমাণে উঠানামা করে, তাই এখানে বিনিয়োগ করতে এসে বেশিরভাগ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি পছন্দ করে। তাই বিটকয়েনের অবস্থা পুনরায় আবার ভালো হতে চলেছে, সেটা হয়তো কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাব।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Sumi on October 14, 2021, 11:05:59 AM
গত কয়েক মাস আগে বিটকয়েনের অবস্থা অনেক ভাল ছিল কিন্তু বর্তমানে এখন বিটকয়েন এর অবস্থা একটু নিম্নগতি। যার কারণে সব সময় ক্রিপ্টোকারেন্সি বাজার আপডাউন করতেছে। আপডাউন না করলে কেউ এখান থেকে বেনিফিট অর্জন করতে পারবে না তাই ক্রিপ্টোকারেন্সি বাজার ওঠানামা করাটা স্বাভাবিক।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Chita76 on October 14, 2021, 11:30:05 AM
বিটকয়েনের দাম অতীত থেকে দেখতে দেখতে আজ পর্যন্ত এসে লক্ষ্য করলে বোঝা যায় যে। বিটকয়েনের দাম থেমে নেই বরং একটু একটু করে ব্যাপক হারে দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। কারণ এভাবে দাম বৃদ্ধি পেতে পেতে ক্রিপ্টোকারেন্সি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2017 সাল থেকে শুরু করলে আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত এসে লক্ষ্য করলে বিটকয়েনের দাম নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Kangaro45 on October 14, 2021, 04:24:56 PM
আমি মনে করি আগামী কয়েক মাসে বিটকয়েন সঠিক পথে এগোবে বিটকয়েনের দাম যাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। মাঝখানে বিটকয়েন কিছুটা ছন্দ হারালেও পুনরায় ছন্দ ফিরে পেয়েছে। এবং বিটকয়েন আগের চেয়ে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। আশা করি কিছুদিনের মধ্যেই অতীতের রেকর্ড স্পর্শ করবে এবং নতুন রেকর্ড তৈরি করবে। অথবা এমন হতে পারে 2022 সালের শুরুতে বিটকয়েন 1 লক্ষ 50 হাজার ডলারে পৌঁছাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Riddi on October 14, 2021, 04:49:33 PM
আশা করছি আগামী কয়েক মাসে বিটকয়েনে পথচলা খুবই ভালো হবে। গত কয়েক মাস আগে আমরা দেখেছি বিটকয়েনে পথচলা ভালো ছিল কিন্তু মাঝখানে একটু খারাপ হয়েছিল। কিন্তু আবার পুনরায় বিটকয়েনে পথচলা ভালো অবস্থানে এসেছে। বর্তমানে বিটকয়েনের মার্কেট অবস্থা ভালো।আশাকরি আগামী কয়েক মাসে আরো ভালো হবে এবং কি 2022 সালে শুরুতে বিট কয়েনের মূল্য 1 লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Power420 on October 14, 2021, 05:13:12 PM
2018 সাল থেকে শুরু করতে গেলে বিটকয়েনের পথচলা তাহলে 2021 সালে এসে আপনি অবশ্যই বুঝতে পারবেন। বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছে। কারণ 2018 সালে বিটকয়েনের দাম প্রায় 10 থেকে 15 হাজার ডলার ছিল। 2021 সালে এসে বিটকয়েনের দাম 61 হাজার ডলার পর্যন্ত পৌঁছেছিল। 2021 সালের সর্বোচ্চ রেকর্ড করেছে বিটকয়েন।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Casual on October 14, 2021, 05:16:31 PM
আমরা যদি বিটকয়েন এর প্রাইস একটু পূর্বে লক্ষ করি তাহলে দেখব বিটকয়েনের প্রায় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল 2021 সালের প্রথম দিকে। তখন যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছিল সবার ধারণা ছিল বিটকয়েনের প্রাইস 100k ডলার থেকে 150k ডলারের মধ্যে পৌঁছাবে খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু কিছুদিন পরেই আমরা বড় ধরনের ডাম্পিং হতে দেখি এবং বিটকয়েনের প্রায় 30 হাজার ডলার নিচে চলে এসেছিল। তখন আবার সবাই ধারণা করেছিল হয়তোবা পুনরায় বিটকয়েন প্রাইস 20 হাজার ডলারের নিচে চলে আসবে। কিন্তু বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব বিজ্ঞানের প্রাইস আবারো বৃদ্ধি পাচ্ছে প্রায় 60 হাজার ডলারের আশেপাশে অবস্থান করছে বিটকয়েন প্রাইস।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Triple333 on October 14, 2021, 06:39:46 PM
বিটকয়েনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে এটা প্রতীয়মান হয় যে বিটকয়েনের আগামী দিনের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময় ও গতিশীল। বিটকয়েনের জন্মের পর থেকে কেউ ভাবেনি বিটকয়েন এত দ্রুত সকলের মাঝে এভাবে সারা ফেলবে। আমরা গত একটি বছর বিটকয়েনের বিশাল একটি পাম্প দেখেছি। মাঝখানে বিটকয়েনের দাম কিছুটা কমলেও পুনরায় তা বাড়তে শুরু করেছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েন 100k স্পর্শ করবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rubel007 on October 14, 2021, 06:43:21 PM
আগামি কয়েকটি মাস হল বিটকয়েনের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ মাস। এ্ই কয়েক মাসে বিটকয়েনের দাম হতে পারে সর্বোচ্চ পর্যায়ের আবার হতে পারে অনেক কম। তবে বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে বলা যায় আগামিতে পথা চলা হতে পারে অনেকটাই বিটকয়েনের পক্ষ্যে অর্থাৎ এর সার্বিক ভাবে আমি ভাল মনে করছি।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Sumaiya2 on October 14, 2021, 07:14:13 PM
কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ফলো করলে দেখা যায় যে এ কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কারণ বিটকয়েনের দাম বর্তমানে রাতারাতি ভাবে শুধু বেড়ে যাচ্ছে এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করে তাহলে অল্প কিছুদিনের ভিতর 80 হাজার ডলার থেকে এক লক্ষ ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Bony11 on October 16, 2021, 06:11:47 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আগামী কয়েকটি মাস বিটকয়েনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমার মনে ।হয় কারণ গত কয়েক মাস আগে আমরা দেখেছি যে বিটকয়েনের মূল্য 40 হাজার ডলারের নিচে নেমে এসেছিল।বর্তমানে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। আশা করি আগামী কয়েক মাসে বিটকয়েনের মূল্য আবার নতুন করে রেকর্ড করতে শুরু করেছে। ভবিষ্যতে বিটকয়েনের নতুন রেকর্ড  1 লাখ ডলার পর্যন্ত পৌঁছাবে এবং তার বিপরীত হতে পারে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Criminal on October 17, 2021, 03:05:25 PM
আমি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। প্রত্যেক বছরের এই সময়টাতে দেখা যায় বিট কয়েনের মূল্য লাগামহীন পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পায়। প্রত্যেক বছরের এই সময়টাতে বিট কয়েনের মূল্য কেন এতটা বৃদ্ধি পায় তার কারণ আমার অজানা। তবে আশা করছি বিট কয়েনের মূল্য এভাবেই বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে। গতবছর বিটকয়েন যে রেকর্ড গড়েছিল তা হয়তো এই বছর বিটকয়েন নিজেই ভেঙে দেবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: AlviNess on October 18, 2021, 04:07:05 AM
আমি যত দিন যাবত ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত আছি ততদিন যাবত দেখতে পারছি বছরের ছয় মাস বিটকয়েনের দাম কমে যায় এবং ছয় মাস বিটকয়েনের দাম ঘুরঘুর করে বৃদ্ধি পায়। আসলে এই বিষয়ে আমি এখন পর্যন্ত ক্লিয়ার কোন ধারণা পেলাম না কেন প্রত্যেক বছরের এই সময়টাতে বিট কয়েনের মূল্য এমন পরিবর্তিত হয়। তবে আমার মনে হয় এই বছর বিট কয়েনের মূল্য আলাদা ভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ অন্যান্য বছরগুলোতে বিটকয়েনের সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি অন্যান্য কয়েন গুলোর মূল্য বৃদ্ধি পায় কিন্তু বর্তমানে শুধু বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্যান্য কারেন্সি গুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে না।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Tamsialu$$ on October 20, 2021, 02:29:42 AM
বর্তমানের বিটকয়েন এর অবস্থা খুবই ভালো কারণ বর্তমানে বিটকয়েন প্রাইস শুধু বৃদ্ধির উপর রয়েছে। অনেকেই ধারণা করেছিল যে এই বছরের হয়তো বিটকয়েনের প্রায় 70,000  সর্বোচ্চ উঠবে। কিন্তু যেভাবে বর্তমানে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই 70 হাজার ডলার হয়ে যাবে বিটকয়েনের প্রাইস। আমার বিশ্বাস এই বছরে বিটকয়েনের প্রাইস 100k ডলার ছাড়িয়ে যাবে। বিটকয়েনের প্রাইস আমার বিশ্বাস আর নিম্নমুখী হবে না।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Damrai5$ on October 20, 2021, 07:10:09 AM
বিটকয়েন প্রাইস কয়েক মাসের মধ্যে অনেক আপডাউন করছে। হঠাৎ করে দেখা গেছে অনেক পাম্পিং করতে আবার হঠাৎ করেই অনেক ডাম্পিং করেছে। কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে এবং পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। তাই সবাই ধারণা করছে বিটকয়েনের প্রাইস এই বছরের মধ্যে 80 হাজার ডলার থেকে 90 হাজার ডলারের মধ্যে পৌঁছাবে। আবার অনেকেই মনে করে 70 হাজার ডলারের মধ্যে পৌঁছাবে এই বছরে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rds3b on October 20, 2021, 05:26:24 PM
বর্তমানে বিটকয়েন অনেক আপডাউন করছে। এতে করে বোঝা যাচ্ছে যে মার্কেট আরো ভালো পজিশনে জায়গায়। বিটকয়েন এমন একটা মুদ্রা সে মুদ্রাটির জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে। এতে করে বোঝা যাচ্ছে যে অতীতের যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। 2021 সালের ভিতরেই 80 হাজার ডলার থেকে 85 হাজার ডলারে গিয়ে পৌঁছাবে। মার্কেটে এটাও বোঝা যাচ্ছে যে বর্তমানে শুধু বিটকয়েনের দাম বাড়ছে। আপডাউন না করলে কেউ এখান থেকে ভালো বেনিফিট আশা করতে পারে না।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Kangaro45 on October 20, 2021, 05:32:59 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এর মহারাজা একে ক্রিপ্টোকারেন্সির জনক বলা হয়ে থাকে। আগামী কয়েক মাসে বিটকয়েনের পথ চলা শুধু ঊর্ধ্বমুখী মনে। বেশ কিছুদিন ধরে বিটকয়েনের দাম শুধুই বৃদ্ধি পাচ্ছে ।বর্তমানে বিটকয়েন অতীতের সকল রেকর্ড অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি করেছে ।বর্তমানে বিটকয়েন প্রায় 70 হাজার ডলার অতিক্রম করার পথে। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বিটকয়েন এক লক্ষ ডলার অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Triedboy on October 21, 2021, 04:30:15 PM
বিটকয়েনের প্রাইস 2021 সালের প্রথম দিকেই বৃদ্ধি পেতে থাকে এবং কি জানুয়ারি মাসেই দেখা যায় বিটকয়েন এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ে ওঠে। তারপরেই বিটকয়েনের প্রাইসের ধস নামতে শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যেই 60 হাজার ডলার থেকে 30 হাজার ডলারের নিচে চলে আসে। তারপরেই 30 হাজার ডলার থেকে 40 হাজার ডলারের মধ্যে অনেকদিন পর্যন্ত উঠানামা করতে থাকে। এবং কি তার পরে 50 হাজার ডলারের মধ্যে অনেক উঠানামা করে। বর্তমানে বিটকয়েনের প্রাইস প্রায় 67 হাজার ডলার হয়েছে সামনের দিনগুলোতে বিটকয়েনের প্রাইস আরও উন্নতি হবে বলে আশা করা যায় ‌
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rakin343 on October 21, 2021, 04:32:43 PM
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন অনেকটাই বাড়তে শুরু করেছে। দিন যতই যাচ্ছে বিটকয়েনের দাম ততই বেড়ে চলছে। অনেকেই বিবেচনা করেছে বিটকয়েনের 2021 সালের মধ্যে এক লক্ষ ডলার মধ্যে অবস্থান করতে পারে। তবে বর্তমানে এর দাম বাড়ার গতি দেখে আমরা বলতে পারি খুব শীঘ্রই বিটকয়েন এক লক্ষ ডলারের মধ্যে অবস্থান করবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: EKRA13 on October 21, 2021, 07:57:55 PM
গত কয়েক মাস আগে বিটকয়েনের দাম অনেকটাই ভালো ছিল। বর্তমান দেখা যাচ্ছে যে গত কয়েক মাসের তুলনায় বিটকয়েনের দাম এখন খারাপ। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি খুব শীঘ্রই বিটকয়েনের দাম আগের থেকে ভালো অবস্থানে পৌঁছাবে।

আপনি বর্তমানে মার্কেটের দিকে খেয়াল করলে দেখবেন বিটকয়েনের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যদিও মাঝখানে কিছুদিন বিটকয়েনের দামের ঊর্ধ্বমুখীতা খুব একটা ছিল না। বর্তমানে বিটকয়েন অতীতের মতো নতুন নতুন রেকর্ড তৈরি করছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rds3b on October 25, 2021, 06:20:51 PM
বর্তমানে দেখা যাচ্ছে যে বিটকয়েনের দাম দ্বারা শুরু করেছে। কিছুদিন বিটকয়েনের বাজার থেমে থাকার কারণে অনেকেই ভাবছেন যে আর দাম বুঝি বেশি বাড়বে না। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল। ক্রিপ্টোকারেন্সি এটাই নিয়ম যে বাজার ওঠানামা করবে এটাই স্বাভাবিক। আমি মনে করিযে শীঘ্রই বিটকয়েন তার অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। 2021 সালের ভিতরেই বিটকয়েনের দাম 80 হাজার ডলার এ গিয়ে পৌঁছবে। বিটকয়েনের ভবিষ্যৎ আর ভালো হবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: ExtraPoint on October 26, 2021, 04:03:27 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে তাকালেই এখন দেখতে পাওয়া যায় যে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। কত কয়েকদিন ধরে বিটকয়েনের দাম সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
মাসখানিক কয়েকদিন বিটকয়েনের দাম কমে গেলেও এখন আবার বাড়তে শুরু করে দিয়েছে।
বিটকয়েন হয়তো এই বছর 100k ডলার স্পর্শ করবে । বিটকয়েন যদি এই মাইলফলক স্পর্শ করতে পারে তাহলে ক্রিপ্টোকারেন্সি তে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Tepona on October 26, 2021, 06:34:12 PM
যখন কল্পনা করি যে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে, তখনই বিটকয়েনের দাম কমে যায়। এবং সেই সময়ে কোন কয়েন এর উপর বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমার কাছে এই বছরটা খুব খারাপ। তবে সকল ইউজারদের জন্য দুর্দান্ত। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাণিজ্য করতে সঠিক সময়ে এন্টি নিতে পারিনা। কারণ এটা আমার ব্যর্থতা। এখন বাজারের অবস্থা ভালো তবে বিনিয়োগ করতে ভয় লাগে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Linda78 on November 20, 2021, 05:46:21 PM
বর্তমানে বিট কয়েনের মূল্য যে হারে পাম্পিং করছে তাতে ভালো কিছুই দেখা যায়। ক্রিপ্টোকারেন্সি তে জনপ্রিয় নাম হচ্ছে বিটকয়েন। বিটকয়েন সারা বিশ্বজুড়ে জনপ্রিয় একটি মুদ্রা। বর্তমানে যে হারে পাম্পিং করছে তাতে মনে হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার লক্ষে। আমার মনে হচ্ছে যে 2021 সালের ভিতরেই বিট কয়েনের মূল্য গিয়ে দাঁড়াবে 70 হাজার ডলার। আবার কেউ কেউ ধারণা করছে যে 2022 সালের ভিতর বিট কয়েনের মূল্য গিয়ে পৌঁছবে 1 লাখ ডলার।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Spyroo on November 25, 2021, 03:59:36 AM
2021 সালে এসে একটু কারেন্সি মারকেট নতুন দিগন্ত খুঁজে পেয়েছিল। এই বছর বিটকয়েন সহ সর্বপ্রকার কয়েনের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে বিশেষ করে অক্টোবর মাসে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে বর্তমান মার্কেট কিছুটা ডাম্পিং এর মধ্যে আছে। তাছাড়া বিটকয়েন ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rds3b on December 07, 2021, 09:37:14 AM
বিভিন্ন মতবাদীর চিন্তা মতে বিট কয়েনের মূল্য কিছুটা পাম্পিং অবস্থানে থাকবে এটাই তারা চিন্তা করছে। কিন্তু এটাও ঠিক যে আগামী কয়েক মাসে বিট কয়েনের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে কেউ সঠিক মত দিতে পারেনা। কারণ ক্রিপ্টোকারেন্সি তার নিজ গতিতে নিয়ন্ত্রণ করে। এজন্য আগামী কয়েক মাসে বিট কয়েনের মূল্য কোথায় গিয়ে পৌঁছবে কেউ বলতে চাই। তবে আমার মতে আগামী কয়েক মাসে বিট কয়েনের মূল্য গিয়ে দাঁড়াতে পারে 70 হাজার ডলার।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Linda78 on December 09, 2021, 02:41:48 PM
আমার চিন্তা মতে আগামী কয়েক মাসে বিটকয়েনের পথ চলা খুব ভালো মানের আশা করা যায়। প্রতিনিয়ত তার বিটকয়েনের ব্যবহার হচ্ছে সারা বিশ্বজুড়ে। এই মুদ্রাটি সবথেকে আলোচিত একটি মুদ্রা। তবে এটা কি সঠিক বলতে পারবেনা যে আগামী কয়েক মাসে বিটকয়েন এর অবস্থান কোথায় গিয়ে পৌঁছবে। তবে সবাই ধারণা করছে যে আগামী কয়েক মাসে বিট কয়েনের মূল্য গিয়ে দাঁড়াতে পারে 70 হাজার ডলার।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: bmw1 on December 19, 2021, 05:34:09 PM
আগামী কয়েক মাস বিটকয়েন এর পথ চলা ধরতে গেলে অনেকটা খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে। এটার কারণ হলো বিটকয়েন ধরতে গেলে যদি পাঁচ মাস আগে সময়কার হিসাব করা হয় তাহলে দেখা যায় বিটকয়েন নতুন রেকর্ড গড়ে তুলেছিল তখন ছিল 65 হাজার ডলার। আর যদি দুই তিন মাস আগের কার সময়ের হিসাব করা হলে বিটকয়েনের দাম 1 থেকে 2 শতাংশ দাম কমে গেছে। তখনকার হিসেবে বিটকয়েনের দাম ছিল 48 হাজার থেকে 54 হাজার ডলার। আর বর্তমান সময়ের বিটকয়েনের দাম হল 47,363.90 USDT. যা 2020 সালে শুরুতে এরকম দাম ছিল। আর তাই এজন্য বলা যেতে পারে বিটকয়েনের দাম অনেক কম সে কারণে সব কয়েনের দাম অনেক কমে গেছে তাই মার্কেটটা 2020 সালের মতো  হয়েছে। এটাই হলো আগামী কয়েক মাসের বিটকয়েন এর পথ চলা।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Azharul on December 23, 2021, 05:37:46 PM
আমরা জানি যে ক্রিপ্টো জগতের সব চেয়ে শীর্ষ ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন। তাই বিটকয়েনকে ক্রিপ্টো জগতের রাজা বলা হয়। আমরা আরও জানি যে ক্রিপ্টো জগতে বিটকয়েনের মূল্য দিনের পর দিন বেড়েই চলেছে।আশা করি খুব তাড়াতাড়ি এর দাম আগের থেকে অনেক বেশি হবে। আমি আরও মনে করি যে আগামী কয়েক মাসে এর দাম আগের থেকে অনেক বেড়ে যাবে।তাই আমরা যদি বিটকয়েনে বিনিয়োগ করি,আশা করছি আমরা অবশ্যই লাভবান হবো।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Nusrat on December 24, 2021, 04:13:14 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে অনেকে ইনভেস্ট করে থাকেন তারা হয়তো অনেক হতাশ হয়ে রয়েছে যে সবথেকে দামী কয়েন হলো বিটকয়েন এর দাম কমে যাওয়ার কারণে ইনভেস্ট এরা অনেক চিন্তিত। ক্রিপ্টোকারেন্সি জগতে কয়েনের দাম ওঠানামা করবে এটা অস্বাভাবিক কিছু না। ক্রিপ্টো জগতে যারা ইনভেস্ট করে তারাই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ভালো বলতে পারবে কেননা তারা অলটাইম ক্রিপ্টো মার্কেট এর সাথে জড়িত রয়েছে।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Rubelstor on April 14, 2022, 11:45:34 AM
যেহেতু বিটকয়েন একটি অনলাইন কাজ।  এজন্য এটার দাম কমা এবং বারাটা  স্বাভাবিক। তাই দেখা যায় মার্কেটে একদিন দাম বেড়ে চলেছে। আবার দাম কমে যাচ্ছে এটাই হলো অনলাইনের ব্যবসা।
Title: Re: আগামী কয়েক মাসে বিটকয়েনর পথ চলা
Post by: Madmax789 on June 01, 2022, 11:18:44 PM
বিটকয়েনের বাজার এবছর অনেক ভাল ছিল। কিন্তু হঠাৎ করেই একেবারে নিম্নগামী হয়ে গেছে। ক্রিপ্টোকারেন্সি বাজার সব সময় কোমা বাঁড়ার উপরেই থাকে কখনো স্থিতিশীল হয়ে থাকে না।