Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Bma on July 07, 2021, 01:27:22 PM

Title: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Bma on July 07, 2021, 01:27:22 PM
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে।
সোর্স লিংক :-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://bn.m.wikipedia.org/wiki/%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258B%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25B8%25E0%25A6%25BF&ved=2ahUKEwij7p6t7NDxAhXuzzgGHf1SCCkQFjAOegQIORAC&usg=AOvVaw0VGrb_ArUJEpSVVKMfNW1W
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Mmon on July 07, 2021, 01:43:33 PM
সিনিয়র ভাই আমি এই ফোরামে একজন নতুন সদস্য। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমার কোন ধারণা নেই আপনার এই পোস্টের মাধ্যমে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং সোর্স লিংকে গিয়ে দেখে আমি অনেক ভাল ভাবে জানতে পারলাম।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Mj joy on July 09, 2021, 08:28:52 PM
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে।
সোর্স লিংক :-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://bn.m.wikipedia.org/wiki/%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258B%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25B8%25E0%25A6%25BF&ved=2ahUKEwij7p6t7NDxAhXuzzgGHf1SCCkQFjAOegQIORAC&usg=AOvVaw0VGrb_ArUJEpSVVKMfNW1W
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টপিক তৈরি করার জন্য। ভার্চুয়াল জগতের পরিচিতি সারা পৃথিবী জুড়ে এখন মোটামুটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে খুব দ্রুত আরো বৃদ্ধি পাবে আর এটা যত বৃদ্ধি পাবে আমার মনে হয় মানুষের দৈনন্দিন জীবন তত সহজ হবে এবং আমরা যেহেতু এ জগতে রয়েছি আমরা অবশ্যই ভালো কিছু পাব এখান থেকে। তবে আমি মনে করি ভার্চুয়াল মুদ্রা যে রকম সুবিধা রয়েছে সে রকম অসুবিধা হয়েছে তবে অসুবিধার চেয়ে সুবিধার সংখ্যা অনেক বেশি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Mistroy on July 14, 2021, 07:58:22 AM
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি মার্কেটে পরিণত হয়েছে।
সোর্স লিংক :-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://bn.m.wikipedia.org/wiki/%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%258B%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25B8%25E0%25A6%25BF&ved=2ahUKEwij7p6t7NDxAhXuzzgGHf1SCCkQFjAOegQIORAC&usg=AOvVaw0VGrb_ArUJEpSVVKMfNW1W
সিনিয়র ভাই আপনি সুন্দর একটা ট্রফিক তৈরি করেছেন। ক্রিপ্টোকারেন্সি কি তা আপনি সুন্দরভাবে এবং বিস্তারিত ভাবে আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। এতে করে নতুনদের বুঝতে এবং শিখতে পারবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Diknel on July 23, 2021, 06:18:07 AM
আপনি খুব তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দিয়েছেন। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংস্কৃতিক মুদ্রা। ভার্চুয়াল জগতে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা অনেক। আপনি এই পোস্টে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যে লিংক দিয়েছেন তা থেকে ফোরামে যারা নতুন ইউজার আছে তারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Centus on November 04, 2021, 03:44:59 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা অনেক। ক্রিপ্টোকারেন্সি হলো একটি সাংস্কৃতিক মুদ্রা। এই সাংস্কৃতিক মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই এর অস্তিত্ব শুধু ইন্টারনেটে জগতই। এটি অনলাইনে লেনদেন হয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Tepona on November 06, 2021, 03:50:20 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা । যার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে । সারাবিশ্বে ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয়তা লাভ করেছে । এবং এই ভার্চুয়াল মুদ্রার জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। এই ক্রিপ্টোকারেন্সির বাস্তব কোনো রূপ নেই । এটি অনলাইন ভিত্তিক লেনদেন হয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Apon3333 on November 07, 2021, 10:28:07 AM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি মুদ্রার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: JISAN on November 07, 2021, 04:37:26 PM
 ক্রিপটোকারেন্সি আসলে একটি ভার্চুয়াল মুদ্রা। এটার বাস্তবে  অস্তিত্ব না থাকলে ও ইন্টারনেট জগতে এর মূল্য অনেক। ক্রিপটেকারেন্সি এমন একটা জিনিস জাকে দরা বা ছোয়া জায় না শুধু মাত্র এক ওলেট থিকা অন্য ওলেট এ পাঠানো জায় এবং ওলেট এ দেখা জায় এই মূদ্রা হাতে নেয়া জায়না। জার জন্য ক্রিপটোকারেন্সি কে   ভার্চুয়াল মুদ্রা বলা হয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Meta on November 07, 2021, 06:23:28 PM
ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের সাংকেতিক মুদ্রা যাবে কোন রূপ নেই। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এর অস্তিত্ব বোঝা যায়। এমনকি অনলাইন জগতে এর মূল্য অনেক বেশি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Magepai on November 09, 2021, 05:20:07 PM
ক্রিপ্টোকারেন্সি কি এটার বিশাল ব্যাখ্যা যা বলে শেষ করা যাবে না। কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে যে সকল মুদ্রা রয়েছে সেগুলো হচ্ছে সাংকিতিক মুদ্রা ভার্চুয়াল মুদ্রা যা কখনও স্পর্শ করা যায় না শুধুমাত্র বিশ্বাসের উপরেই লেনদেন হয়ে থাকে। সারা পৃথিবীতে একসময় ক্রিপ্টোকারেন্সি লেনদেন চালু হয়ে যাবে এ কারণেই কিন্তু দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিন দিন অনেক ভালো হচ্ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Cinno3 on April 07, 2022, 03:51:25 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ডিজিটাল মুদ্রা। এই মুদ্রার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই রয়েছে। এই মুদ্রা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এই মুদ্রা মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এই ডিজিটাল মুদ্রার বাস্তব কোনো রূপ নেই। শুধু কল্পনাতেই রয়েছে। মানুষ প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে যাচ্ছে। তাই ক্রিপ্টোকারেন্সি দিনদিন অনেক ভালো অবস্থানে যাচ্ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Fulshai on April 08, 2022, 01:23:32 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল যুগের সাংকেতিক মুদ্রা। যার ব্যবহার শুধু অনলাইন মাধ্যমে কার্যকর হয়। এটা ব্যবহারে তৃতীয় কোনো ব্যক্তি কে লাগেনা। যার ব্যবহার সারা বিশ্ব জুড়ে রয়েছে। বর্তমান ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আশা করি ভবিষ্যতে সারাবিশ্বে ক্রিপ্টোকারেন্সি হবে প্রকৃত মুদ্রা।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Piku on June 21, 2022, 04:51:06 PM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি। এটি ডিজিটাল মুদ্রা নামে পরিচিত। যার অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই রয়েছে। এবং এই মুদ্রা মানুষের ধরা এবং ছোঁয়ার বাইরে। এই মুদ্রা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। এই মুদ্রা গ্রাহক টু গ্রাহকের কাছে লেনদেন হয়। এবং এই মুদ্রা শুধু অনলাইনে লেনদেন করা সম্ভব। বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে এই মুদ্রা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই মুদ্রার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Ghamarsi on July 01, 2022, 11:21:41 AM
ক্রিপ্টো কারেন্সি হল ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল লেনদেনের এক মাধ্যম। যা ভবিষ্যতে টাকা লেনদেনের বিপরীত হিসেবে কাজ করবে। এবং সম্পূর্ণ ইকোসিস্টেম হবে ডিজিটাল মাধ্যমে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Bitrab on July 12, 2022, 11:54:13 AM
ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল মুদ্রা। অনেকগুলো মুদ্রা নিয়েই ক্রিপ্টোকারেন্সি মার্কেট তৈরি হয়েছে। বর্তমানে এই ডিজিটাল মুদ্রা অনেক জনপ্রিয়তা পেয়েছি। এবং এই মুদ্রা শুধু অনলাইনের মাধ্যমে লেনদেন হয়। এই মুদ্রার বাস্তব কোন রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতে রয়েছে।এই ডিজিটাল মুদ্রার লেনদেনের ক্ষেত্রে পিয়ার টু পিয়ার লেনদেন হয়, এই মুদ্রা লেনদেনে তৃতীয় কোন ব্যক্তির কোন হাত থাকে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Madmax789 on November 14, 2022, 02:18:12 PM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ভার্চুয়াল জগতের পরিচিতি সারা পৃথিবী জুড়ে এখন মোটামুটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে খুব দ্রুত আরো বৃদ্ধি পাবে আর এটা যত বৃদ্ধি পাবে আমার মনে হয় মানুষের দৈনন্দিন জীবন তত সহজ হবে এবং আমরা যেহেতু এ জগতে রয়েছি আমরা অবশ্যই ভালো কিছু পাব এখান থেকে। তবে আমার একটা প্রশ্ন আসছে মনে  ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী যদি এটা হঠাৎ বন্ধ হয়ে যায়।  সিনিয়রদের দৃষ্টি আর্কশন করছি।।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Web Designer on January 03, 2024, 07:04:50 PM
একনকার যুগে প্রচলিত কাগজের মুদ্রার ব্যবহার অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগেরই দেয়া যায় যে অনলাইন শপিং করে বিকাশ, নগদ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট হচ্ছে। কোন এক রেস্টুরেন্টে খেয়ে কার্ডের মাধ্যমে বিল পে করছে। আমি আশাকরি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের দেশেও সকল লেনদেন হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Home200 on January 13, 2024, 06:41:23 AM
আমি ভার্চুয়াল জগতের সাথে অনেকটা পরিচিত রয়েছি এবং মোটামুটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাবে দৈনন্দিন জীবনে আমরা অনলাইনের মাধ্যমে সবকিছু করি।  বর্তমান এ আমরা যে পর্যায়ে রয়েছি তাতে ভবিষ্যতে আমরা অনেক ভালো একটি পর্যায়ে যেতে পারবো। কারণ এখন বর্তমানে আমরা খাবার খাওয়া শেষে সেখানে বিকাশ নগদ এবং এটি এম এর মাধ্যমে পেমেন্ট করছি। এখন বলতে গেলে সবকিছুই অনলাইনের মাধ্যমে চলছে। তবে আমরা ভবিষ্যতে আশা করতে পারি যে ক্রিপ্ট কারেন্সির মাধ্যমে লেনদেন হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি।
Post by: Zulhabi on January 14, 2024, 11:07:37 AM
ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি আধুনিক লেনদেনের মাধ্যমে। বর্তমানে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে এখন লেনদেন চালু হচ্ছে । প্রায় বিশ্বের প্রতিটি দেশেই এই লেনদেনের মাধ্যমে মানুষ বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করতেছে। বর্তমান প্রত্যেকটি দেশের প্রায় এই কারেন্সি মাধ্যমে বিভিন্ন পণ্যদ্রব্য সামগ্রী ঘরে বসে ক্রয় করতেছে। তাই বলা যায় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা। আশা করি ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে সকল ধরনের ক্রয়-বিক্রয় সম্পন্ন করবে।