Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on May 27, 2019, 09:16:57 PM

Title: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: kulkhan on May 27, 2019, 09:16:57 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?             
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Malam90 on May 30, 2019, 05:04:58 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়। +1 কারমা
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: kulkhan on May 31, 2019, 07:05:51 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।
জি ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। বাংলাদেশ সহজে কোনো কিছু মেনে নেয় না। যখন সব দেশ এটার ব্যবহার করা শুরু করবে তখন খরচ করে হলেও চালু করবে এর আগে নয়।                 
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Malam90 on June 10, 2019, 05:09:49 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।
জি ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। বাংলাদেশ সহজে কোনো কিছু মেনে নেয় না। যখন সব দেশ এটার ব্যবহার করা শুরু করবে তখন খরচ করে হলেও চালু করবে এর আগে নয়।                 

তারপরেও আমরা আশাবাদী যে বাংলাদেশে কোন্ একদিন ক্রিপ্টোকারেন্সি সব বৈধ না হলেও অন্তত বিটকয়েন ও ইথারিয়াম বৈধ হবে। আর কিছুদিনের মধ্যে ফেসবুকও তাদের কয়েন মার্কেটে নিয়ে আসতেছে। তখন বাংলাদেশ সরকার কি ফেসবুককে ব্যান করবে? কখনো না। এভাবে সরকার আরো চিন্তা করতে বাধ্য হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Altcoin1998$ on October 22, 2019, 02:48:05 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।
Vai money laundering Korle to police Dorbey...money laundering 1971 bank law te sompurno nisiddo.
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nostoman on October 30, 2019, 06:03:17 AM
Ami mone kori Bangladesh bitcoin onumodon pabo. Ami R TV te ek report dekheci. Aro onek report dekci jekhane bitcoin niya kotha hoice.
1.

2.

3.

Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Coin63@ on December 06, 2019, 04:24:28 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
Japan, Canada, China eysokol big Big investors wala countries bitcoin K ban korar jonno chesta korse to Bangladesh er Kono Kothai nai. Bangladesh e to boidota Deya hoynai.. Future to durer Kotha.
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Istiak on December 08, 2019, 07:21:35 PM
পুরো বিশ্বে ডিজিটাল কারেন্সি এর প্রচলন ঘটলে সরকারের কিছু করার থাকবেনা। মানুষ ব্যবহার বুঝলে ও শুরু করলে সরকার এমনিতেই অনুমোদন দিবে। ক্রিপ্ট কারেন্সি তে লেনদেন নিয়ন্ত্রণ করা যায় না বলে সরকার এখনও অনুমোদন দিচ্ছেনা বলে মনে করি। তাদের রাজস্ব আয় কমে যেতে পারে সবাই নিজেদের মধ্যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনা বেচা শুরু করলে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Malam90 on December 09, 2019, 09:57:31 AM
পুরো বিশ্বে ডিজিটাল কারেন্সি এর প্রচলন ঘটলে সরকারের কিছু করার থাকবেনা। মানুষ ব্যবহার বুঝলে ও শুরু করলে সরকার এমনিতেই অনুমোদন দিবে। ক্রিপ্ট কারেন্সি তে লেনদেন নিয়ন্ত্রণ করা যায় না বলে সরকার এখনও অনুমোদন দিচ্ছেনা বলে মনে করি। তাদের রাজস্ব আয় কমে যেতে পারে সবাই নিজেদের মধ্যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনা বেচা শুরু করলে।
বাংলাদেশ সরকার মূলত অনুমোদন দিচ্ছেনা সেটার বড় কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে কোন নিয়ন্ত্রণ নেই তাদের। এটা অনুমোদন দিলেও সরকারের কোন রাজস্ব আয় হবেনা। তাছাড়া এটা কালোবাজারীদের জন্য সহায়ক হতে পারে ইত্যাদি ইত্যাদি। সরকার তাদের দৃষ্টিকোন থেকে ঠিক আছে তবে আমরা যারা ফ্রিল্যাঞ্চার আছি, আমাদের পেমেন্ট তো ক্রিপ্টোকারেন্সিতে দেয়া হয়। সেটার বৈধ কোন পন্থা নেই যেভাবে আমাদের পেমেন্টকে আমরা বাংলাদেশে নিয়ে যাব। অনুমোদন না দিলে ক্ষতিগ্রস্থ হচ্ছি ফ্রিল্যাঞ্চাররা। তবে সরকার যদি একটা সিস্টেম করে যে- যেসব ফ্রিল্যাঞ্চাররা ক্রিপ্টোতে পেমেন্ট পান তাদের একটা তালিকা তৈরি করে তাদের পেমেন্টকে একটা ফি দিয়ে দেশে আনার ব্যবস্থা করে দেয় তাতে ফ্রিল্যাঞ্চারা উপকৃত হবে পাশাপাশি সরকারও রাজস্ব পাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Coin63@ on December 26, 2019, 02:22:03 AM
পুরো বিশ্বে ডিজিটাল কারেন্সি এর প্রচলন ঘটলে সরকারের কিছু করার থাকবেনা। মানুষ ব্যবহার বুঝলে ও শুরু করলে সরকার এমনিতেই অনুমোদন দিবে। ক্রিপ্ট কারেন্সি তে লেনদেন নিয়ন্ত্রণ করা যায় না বলে সরকার এখনও অনুমোদন দিচ্ছেনা বলে মনে করি। তাদের রাজস্ব আয় কমে যেতে পারে সবাই নিজেদের মধ্যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনা বেচা শুরু করলে।
বাংলাদেশ সরকার মূলত অনুমোদন দিচ্ছেনা সেটার বড় কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে কোন নিয়ন্ত্রণ নেই তাদের। এটা অনুমোদন দিলেও সরকারের কোন রাজস্ব আয় হবেনা। তাছাড়া এটা কালোবাজারীদের জন্য সহায়ক হতে পারে ইত্যাদি ইত্যাদি। সরকার তাদের দৃষ্টিকোন থেকে ঠিক আছে তবে আমরা যারা ফ্রিল্যাঞ্চার আছি, আমাদের পেমেন্ট তো ক্রিপ্টোকারেন্সিতে দেয়া হয়। সেটার বৈধ কোন পন্থা নেই যেভাবে আমাদের পেমেন্টকে আমরা বাংলাদেশে নিয়ে যাব। অনুমোদন না দিলে ক্ষতিগ্রস্থ হচ্ছি ফ্রিল্যাঞ্চাররা। তবে সরকার যদি একটা সিস্টেম করে যে- যেসব ফ্রিল্যাঞ্চাররা ক্রিপ্টোতে পেমেন্ট পান তাদের একটা তালিকা তৈরি করে তাদের পেমেন্টকে একটা ফি দিয়ে দেশে আনার ব্যবস্থা করে দেয় তাতে ফ্রিল্যাঞ্চারা উপকৃত হবে পাশাপাশি সরকারও রাজস্ব পাবে।
ভাই আপনি  সত্য কথা বলছেন কিন্তু সরকার এটা নিয়ে মাথা ঘামানোর কোন ইঙ্গিত আজও চোখে পরেনি। বিটকয়েন একটা বড় ব্যাপার যা ১০০% সৎ মানুষের দেশেই নিয়ন্ত্রণ করতে পারে না তো আমরা তো
.........                   
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Malam90 on December 29, 2019, 02:07:21 AM
পুরো বিশ্বে ডিজিটাল কারেন্সি এর প্রচলন ঘটলে সরকারের কিছু করার থাকবেনা। মানুষ ব্যবহার বুঝলে ও শুরু করলে সরকার এমনিতেই অনুমোদন দিবে। ক্রিপ্ট কারেন্সি তে লেনদেন নিয়ন্ত্রণ করা যায় না বলে সরকার এখনও অনুমোদন দিচ্ছেনা বলে মনে করি। তাদের রাজস্ব আয় কমে যেতে পারে সবাই নিজেদের মধ্যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনা বেচা শুরু করলে।
বাংলাদেশ সরকার মূলত অনুমোদন দিচ্ছেনা সেটার বড় কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে কোন নিয়ন্ত্রণ নেই তাদের। এটা অনুমোদন দিলেও সরকারের কোন রাজস্ব আয় হবেনা। তাছাড়া এটা কালোবাজারীদের জন্য সহায়ক হতে পারে ইত্যাদি ইত্যাদি। সরকার তাদের দৃষ্টিকোন থেকে ঠিক আছে তবে আমরা যারা ফ্রিল্যাঞ্চার আছি, আমাদের পেমেন্ট তো ক্রিপ্টোকারেন্সিতে দেয়া হয়। সেটার বৈধ কোন পন্থা নেই যেভাবে আমাদের পেমেন্টকে আমরা বাংলাদেশে নিয়ে যাব। অনুমোদন না দিলে ক্ষতিগ্রস্থ হচ্ছি ফ্রিল্যাঞ্চাররা। তবে সরকার যদি একটা সিস্টেম করে যে- যেসব ফ্রিল্যাঞ্চাররা ক্রিপ্টোতে পেমেন্ট পান তাদের একটা তালিকা তৈরি করে তাদের পেমেন্টকে একটা ফি দিয়ে দেশে আনার ব্যবস্থা করে দেয় তাতে ফ্রিল্যাঞ্চারা উপকৃত হবে পাশাপাশি সরকারও রাজস্ব পাবে।
ভাই আপনি  সত্য কথা বলছেন কিন্তু সরকার এটা নিয়ে মাথা ঘামানোর কোন ইঙ্গিত আজও চোখে পরেনি। বিটকয়েন একটা বড় ব্যাপার যা ১০০% সৎ মানুষের দেশেই নিয়ন্ত্রণ করতে পারে না তো আমরা তো
.........                   
সামনের দিনে ক্রিপ্টোকারেন্সিতে নতুন নতুন পরবর্তন আসবে। অনেক দেশ সেন্ট্রালাইজড ক্রিপ্টোকয়েন আনবে। বাংলাদেশও সেরকম একটা কাজ করতে পারে বলে আমার বিশ্বাস তবে সেটা সুদূর ভবিষ্যতের কথা। বর্তমানের কথা হচ্ছে বিটকয়েন বৈধতা দেওয়ার কারণ দেখছিনা।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Triedboy on August 10, 2020, 06:52:55 AM
আমাদের দেশের সরকার বিটকয়েন এর কোন অনুমোদন দেয় নি ।কিন্ত আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিন বুঝতে পাড়বে যে এই বিটকয়েন ই পারে বেকারত্ব সমস্যা সমাধান দিতে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Mrkadir85 on August 10, 2020, 02:12:06 PM
পৃথিবীর বড়ো বড়ো  দেশগুলো  এখনো বিটকয়েন এর অনুমোদন দেয় নাই।  সেখানে বাংলাদেেেশ অনুমোদন দেয়া   অনেক দুরের  কথ।   
যদি বেশিরভাগ দেশই অনুমোদন দেয়, তখন হয়তো আমাদের বাংলাদেশ চিন্তা করতে পার।           
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rain075 on August 11, 2020, 05:57:54 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
আসলে বিটকয়েনের গুরুত্ব যদি বাংলাদেশের দেওয়া হয় তবে অনেক ভালো হত। কারণ বাংলাদেশের মানুষ এখন অনলাইনের উপর বেশি গুরুত্ব প্রেরণ করতে। আমার মতে বাংলাদেশের বিটকয়েনের বৈধতা দেওয়া উচিত
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Token@ on September 03, 2020, 07:04:26 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
আসলে বিটকয়েনের গুরুত্ব যদি বাংলাদেশের দেওয়া হয় তবে অনেক ভালো হত। কারণ বাংলাদেশের মানুষ এখন অনলাইনের উপর বেশি গুরুত্ব প্রেরণ করতে। আমার মতে বাংলাদেশের বিটকয়েনের বৈধতা দেওয়া উচিত
আসলে বিটকয়েনের গুরুত্ব যদি বাংলাদেশের দেওয়া হয় তবে অনেক ভালো হত। কারণ বাংলাদেশের মানুষ এখন অনলাইনের উপর বেশি গুরুত্ব প্রেরণ করতে। আমার মতে বাংলাদেশের বিটকয়েনের বৈধতা দেওয়া উচিত
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: mahid on September 03, 2020, 07:25:03 AM
বর্তমানে পৃথিবীতে কয়েকটি বিয়য়ে একযোগে উন্নয়ন হচ্ছে এদের মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ব্যাপক ভাবে এগোচ্ছে। বর্তমান বিশ্বে বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সি ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে সেখানে আমাদের দেশে এই ব্যপারে  তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি। তবে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আশা রাখি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এর প্রতিফলন দেখতে পারব। আমাদের দেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। সাম্প্রতিক কালে আমাদের দেশের সরকার এই বিষয় নিয়ে গবেষনা শুরু করেছে। আশা করা যায় অচিরেই আমরা একটা ভাল সংবাদ পাব।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: JISAN on September 03, 2020, 07:27:21 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা হচ্ছে ২-৩ বছরের মধ্যে আশা করা যায় যে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির বৈধতা দিবে সরকার। কারন এখন বাংলাদেশের ৮০% যুবক ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করছে         
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Magepai on September 21, 2020, 10:17:40 AM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।

ভাই এমত অবস্থায় বাংলাদেশের সরকার কি বিটকয়েনের পারমিশন দেবে কি?
যদি কখনো বাংলাদেশ সরকার বিটকয়েন এর পারমিশন দেয় তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে সবার জন্যই মঙ্গল। কারণ তখন কোন প্রশাসনে চাপ থাকবে তখন সবাই সব কয়েনের ন্যায্য দাম পাবে বলে আমার বিশ্বাস।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Crypto_Somrat on September 21, 2020, 03:30:54 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।
Vai money laundering Korle to police Dorbey...money laundering 1971 bank law te sompurno nisiddo.
ভাইয়া যাই হোক তার পরেও আমরা আশাবাদী আমাদের দেশে সব কিছু না হোক অন্তত বিটকয়েন আর ইথারিয়াম টা যেন চালু হয়
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nusrat on September 23, 2020, 03:40:44 PM
আমি নতুন ইউজার ভবিষ্যতের কথা আর কি বলব তবে এটুকু বলতে পারি যে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ এর গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি বৈধতা পায় তাহলে অনেক ভালো হয়।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Mrkadir85 on September 23, 2020, 06:05:13 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিগ বিগ ইনভেস্ট করা দেশ যেমন চায়না জাপান কানাডা ইত্যাদি দেশে বিটকয়েন লেনদেন নিষিদ্ধের দাবি উঠে । এছাড়া পৃথিবীর আরো  দেশে বিটকয়েন লেনদেন মোটামুটি নিষিদ্ধ। বাংলাদেশ বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ।কয়েক মাস আগে বিটকয়েন লেনদেন ও প্রতারণার অভিযোগে সাইবার পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে তারপর থেকে বিটকয়েন লেনদেন 90% কমে গেছে ।যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত তারা সবাই আতঙ্কআছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিটকয়েন লেনদেন চালু হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি পৃথিবীর বিভিন্ন দেশে বিটকয়েন প্রচলন করা হয় তারপরে বাংলাদেশ লেনদেন চালু হওয়ার সম্ভাবনা কম কারণ বাংলাদেশে সবকিছুই সবার পরে চালু হয়ে থাকে। আশা করছি আগামীতে বাংলাদেশের বিটকয়েন লেনদেন প্রচলিত হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rakin343 on September 23, 2020, 06:12:57 PM
বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এ দেশের শতকরা 90 ভাগ মানুষ কৃষি কাজ করে থাকে। এদেশে বিটকয়েনের বৈধতা দিলে এর ভবিষ্যত কতটা ভালো হতে পারে সেটা আপনারাই বিবেচনা করতে পারেন। কেননা আমি আগেই বলেছি যে বাংলাদেশের মানুষ শতকরা নব্বই শতাংশ কৃষি কাজ করে। বাংলাদেশের যদি বিটকয়েন এর বৈধতা দেওয়া হয়। বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেকটাই কমে যাবে। এবং এই সমস্ত সাইট থেকে মানুষ কাজ করে তবে মানুষের বেকারত্ব অনেকটাই কমে যাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: LifeOK on September 23, 2020, 06:24:09 PM
আমি নতুন ইউজার ভবিষ্যতের কথা আর কি বলব তবে এটুকু বলতে পারি যে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ এর গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি বৈধতা পায় তাহলে অনেক ভালো হয়।
নুসরাত আপা, বাংলাদেশে ক্রিপ্টোকারেরেন্সি বৈধতা পাবার কোনো চান্স নেই। অবৈধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সেই আদিম কাল থেকেই। বাংলাদেশে অনেক মানুষ ক্রিপ্টোকারেরেন্সি ব্যবহার করে এবং আগামীতে আরো অনেক মানুষ এই জগতে আসবে তা সহজেই অনুমান করা যায়। আপাতত এটাই আমাদের জন্য আশা ব্যাঞ্জক।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Fawpac2 on September 23, 2020, 09:00:48 PM
বাংলাদেশ হল একটি স্বল্পোন্নত দেশ। এই দেশের শতকরা 80 থেকে 90 পারসেন্ট মানুষ কৃষি কাজ করে খায়। এই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা পেলে মানুষ একটু খারাপ দিকে বেশি ব্যবহার করবে। তারা হয়তো বুঝে না বুঝে এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবে। তাই বাংলাদেশ  তাহলে এই সমস্ত কাজই বেশি করবে। বুজে না বুজে ইনভেস্ট করার ফলে তারা ক্রিপ্টোকারেন্সি তে বড় ধরনের লসে পড়ে যাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nusrat on September 24, 2020, 09:34:58 AM
বাংলাদেশের যদি বিটকয়েনের বৈধতা দেওয়া যায়। তাহলে বাংলাদেশে যারা বেকার আছে তারা বেকারত্ব থেকে অনেকটাই এগিয়ে যাবে। এই ফোরামে  কাজ করে সবাই কাজ করে বেকারত্ব থেকে মুক্তি পাবে। সবাই বিটকয়েনের সময় দিন বেশি বেশি কাজ করেন।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nostoman on September 24, 2020, 06:59:28 PM
বাংলাদেশের যদি বিটকয়েনের বৈধতা দেওয়া যায়। তাহলে বাংলাদেশে যারা বেকার আছে তারা বেকারত্ব থেকে অনেকটাই এগিয়ে যাবে। এই ফোরামে  কাজ করে সবাই কাজ করে বেকারত্ব থেকে মুক্তি পাবে। সবাই বিটকয়েনের সময় দিন বেশি বেশি কাজ করেন।
হ্যাঁ বাংলাদেশের যদি বিটকয়েনের বা cryptocurrency এর বৈধতা দেওয়া হয় তাহলে কাজের চাহিদা বেশি হবে। বেকার লোকজন জীবিকা নির্বাহ করবে। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি অনলাইন প্রকল্পের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে বেশিরভাগ বাংলাদেশীরাই কাজ করছে। কারণ freelancer.com থেকে শুরু করে যেকোন সাইটে বাংলাদেশি রয়েছে। এমনিতে আমাদের দেশের জন্য অনেক সাইট এ কাজ রয়েছে। আর অনুমোদন দিলে + পয়েন্ট।

আমি নতুন ইউজার ভবিষ্যতের কথা আর কি বলব তবে এটুকু বলতে পারি যে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ এর গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশের যদি ক্রিপ্টো কারেন্সি বৈধতা পায় তাহলে অনেক ভালো হয়।
নুসরাত আপা, বাংলাদেশে ক্রিপ্টোকারেরেন্সি বৈধতা পাবার কোনো চান্স নেই। অবৈধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সেই আদিম কাল থেকেই। বাংলাদেশে অনেক মানুষ ক্রিপ্টোকারেরেন্সি ব্যবহার করে এবং আগামীতে আরো অনেক মানুষ এই জগতে আসবে তা সহজেই অনুমান করা যায়। আপাতত এটাই আমাদের জন্য আশা ব্যাঞ্জক।
হ্যাঁ আপনার ধারনা ঠিক।  আমাদের দেশে অনুমোদন বা বৈধতা মিলবে না বললেই চলে। কারন আমাদের দেশ বাংলাদেশ। অন্যান্য দেশের মতো উন্নত নয়। তাই আমি মনে করি এখানে প্রচুর জালিয়াতি হবে। মানি লন্ডারিং করে সুযোগ পাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nusrat on September 24, 2020, 08:47:27 PM
আমার মনে হয় বাংলাদেশের যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয়। তাহলে অনেক বেকার মানুষ বেকারত্ব থেকে মুক্ত পাবে। আর বেশি বেশি কাজ করব এই ফোরামে বেশি বেশি সময় দিব।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Greatwall on October 14, 2020, 07:24:30 AM
বাংলাদেশে বিটকয়েনের কোনো বৈধতা নেই। বিটকয়েন ফোরামে যারা কাজ করে তারা সবাই চুপে চুপে লেনদেন করে থাকে। আমার মনে হয় বাংলাদেশের কোনদিনও বিটকয়েনের বৈধতা দেবে না।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Psycho on October 14, 2020, 02:34:34 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
বাংলাদেশের বিটকয়েনের অবস্থা অনেকটাই খারাপ। বাংলাদেশের যদি বিটকয়েনের পারমিশন দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। কারণ এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ অনলাইনে কাজ করে তাদের জন্য অনেক সুবিধা হবে। কয়েকদিন আগে দেখতে পারলাম বাংলাদেশ সরকার বিটকয়েন নিয়ে আলোচনা করছে। বাংলাদেশে বৈধ করার জন্য।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rubel007 on October 23, 2020, 07:18:11 AM
Ami mone kori Bangladesh bitcoin onumodon pabo. Ami R TV te ek report dekheci. Aro onek report dekci jekhane bitcoin niya kotha hoice.
1.

2.

3.

আপনা কে অনেক ধন্যবাদ এত সুন্দর করে রেফারেন্স গুলো দিয়েছেন।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Herry on October 24, 2020, 07:12:56 AM
সম্প্রতি বাংলাদেশের বিটকয়েন লেনদেন নিষিদ্ধ বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সকল মুদ্রা মধ্যে বিটকয়েন হল সবচেয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ সরকার মনে করেন যে বিটকয়েন কে স্বীকৃতি দিলে ক্রাইম এর হার সংখ্যা বেড়ে যাবে তাই বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দিতে চান না আমি মনে করি সারাবিশ্বে করেন বিটকয়েন কে স্বীকৃতি দিলেও বাংলাদেশ সরকার স্বীকৃতি দিতে চাইবেন। না
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Zero0 on October 24, 2020, 02:32:34 PM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়।
ভাই আপনার সাথে আমি একমত আপনি একদম ঠিক কথা বলেছেন বাংলাদেশ সহজে কোনো কিছু মেনে নেয় না তার পরেও আমরা আশাবাদী বাংলাদেশ একদিন এসব মেনে নেবেন
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Malam90 on October 24, 2020, 03:44:58 PM
সম্প্রতি বাংলাদেশের বিটকয়েন লেনদেন নিষিদ্ধ বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সকল মুদ্রা মধ্যে বিটকয়েন হল সবচেয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ সরকার মনে করেন যে বিটকয়েন কে স্বীকৃতি দিলে ক্রাইম এর হার সংখ্যা বেড়ে যাবে তাই বাংলাদেশ সরকার বিটকয়েন কে স্বীকৃতি দিতে চান না আমি মনে করি সারাবিশ্বে করেন বিটকয়েন কে স্বীকৃতি দিলেও বাংলাদেশ সরকার স্বীকৃতি দিতে চাইবেন। না

আপনার পোস্টটি সুন্দর করে লিখুন। দাড়ি, কমা না থাকায় আপনার কমেন্ট পড়া যাচ্ছেনা। ভবিষ্যতে এরকম করে লিখবেন না। শুদ্ধ করে লিখুন মাতৃভাষা।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Casual on October 25, 2020, 03:06:15 AM
 বাংলাদেশ বিটকয়ে চালানো অবৈধ। তার পরেও অনেকেই আমরা বিটকয়েন এ কাজ করে থাকি কিন্তু তথ্যগুলো গোপন রেখে। বাংলাদেশ যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশটি এগিয়ে যাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Casual on October 25, 2020, 03:09:24 AM
বাংলাদেশে বিটকয়েনের কোনো বৈধতা নেই। বিটকয়েন ফোরামে যারা কাজ করে তারা সবাই চুপে চুপে লেনদেন করে থাকে। আমার মনে হয় বাংলাদেশের কোনদিনও বিটকয়েনের বৈধতা দেবে না।

বাংলাদেশের বিটকয়েনের বৈধতা দেয়নি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাংলাদেশ kucoin ব্যবস্থা চালু করেছে যার ফলে এখান থেকে ডলার বিক্রি করে যার যার একাউন্টে টাকা আনা যাবে সাথে সাথে। এমত অবস্থায় আমার মনে হয় কোন একদিন বিটকয়েনের বৈধতা দেবে আমাদের বাংলাদেশের সরকার।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: mahid on October 25, 2020, 03:24:15 AM
যদিও এই দেশে বিটকেয়েনের ব্যাপক ট্রানজেকশন হয় এদেশের মানুষ এর প্রতি খুবই আগ্রহি তবুও মনে হয় এই দেশে খুব তাড়াতাড়িই যে ভাল কোন কিছু আশা করা যায় তা না। কারন বিটকয়েন সম্পর্কে সরকার খুব একটা আগ্রহ প্রকাশ করে নি। তাড়াছা এই বিষয় তাদের জ্ঞনসীমা খুব একটা বেশি না। তাই আমার মনে হয়ে এই বিষয় টা সম্পর্কে তারা সম্পুর্ন অবগত হওয়ার পর এই দেশে এর পরিস্থিতি ভাল হবে বলে আমি আশাবাদি।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: ranaprime on October 25, 2020, 03:44:24 PM
বাংলাদেশ বলতে কথা নয় বিটকয়েনের অবস্থা টা পৃথিবী ব্যাপী একই। আর বাংলাদেশ এ যেহেতু এর অনুমোদন নেই তাই যেমন চলছে তেমন ই চলবে বাংলাদেশে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Blue_sea on October 25, 2020, 03:53:15 PM
আমাদের দেশ বলে কোন কিছু নেই বিটকয়েন সারা দেশেই ছড়িয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ বিটকয়েন এখনো সরকারিভাবে অনুমোদন দেয়নি যদি কখনো বাংলাদেশে অনুমোদন দেয় তাহলে আগের চেয়ে অনেক বেশি ভালো হবে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Nostoman on October 25, 2020, 04:01:02 PM
আমাদের দেশ বলে কোন কিছু নেই বিটকয়েন সারা দেশেই ছড়িয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ বিটকয়েন এখনো সরকারিভাবে অনুমোদন দেয়নি যদি কখনো বাংলাদেশে অনুমোদন দেয় তাহলে আগের চেয়ে অনেক বেশি ভালো হবে আমি মনে করি।
আপনার পোস্টে কোন দাড়ি-কমা নেই। ভাষাগত কোন মিল নেই। কি ধরনের পোস্ট করেন। বাঙালি হয়ে বাংলা ভাষার যদি লিখতে মিল না থাকে, তাহলে এটা দুঃখজনক। সতর্ক হোন। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়বার কিন্তু সুযোগ দেওয়া হবে না।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Jaya60 on November 01, 2020, 05:04:29 AM
বাংলাদেশ বিটকয়েনের কোনো বৈধতা দেয়নি আমাদের সরকার। এখনো সঠিক করে বলা যায় না কোনদিন এর বৈধতা দেবে কি দেবে না।কিন্তু বর্তমানে যেহেতু পেপাল এর প্রচলন বাংলাদেশের চালু হয়েছে তো আমার ধারণা হয়তো দু-এক বছরের মধ্যেই বিটকয়েনের বৈধতা বাংলাদেশ দিয়ে দেবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 05:31:15 AM
পৃথিবীর বড়ো বড়ো  দেশগুলো  এখনো বিটকয়েন এর অনুমোদন দেয় নাই।  সেখানে বাংলাদেেেশ অনুমোদন দেয়া   অনেক দুরের  কথ।   
যদি বেশিরভাগ দেশই অনুমোদন দেয়, তখন হয়তো আমাদের বাংলাদেশ চিন্তা করতে পার।           
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন, উন্নত দেশগুলোর মধ্যে জাপান ব্যতীত আর কোন দেশ বিটকয়েন কে অনুমোদন দেয়নি। সেখানে বাংলাদেশে কিভাবে দেবে আমাদের আশেপাশের দেশ গুলো যখন বিটকয়েন কে অনুমোদন দেয়া শুরু করবে, তখন হয়তো আশা করা যায় যে বাংলাদেশ বিটকয়েন কে অনুমোদন দেবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Triedboy on November 26, 2020, 12:41:57 AM
আসলে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি সবাই কিন্তু জানি যে বিটকয়েনের বৈধতা আমাদের বাংলাদেশে এখনও নেই। আমরা যারা আসলে কাজ করে থাকি তারা কিন্তু চুপিসারে কাজ করি। যদি কখনো বাংলাদেশেবিটকয়েনের বৈধতা দেয়া হয় তখন হয়তোবা বিটকয়েনের ভবিষ্যৎ সম্পর্কে বলা সম্ভব হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Triedboy on November 26, 2020, 12:44:47 AM
বাংলাদেশ বিটকয়ে চালানো অবৈধ। তার পরেও অনেকেই আমরা বিটকয়েন এ কাজ করে থাকি কিন্তু তথ্যগুলো গোপন রেখে। বাংলাদেশ যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে অন্যান্য উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশটি এগিয়ে যাবে।

হ্যাঁ আপনার ধারণাটা ঠিক আছে।বাংলাদেশ কখনো যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে আস্তে আস্তে সকল উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশটা ও উন্নয়নশীল হবে। অতএব আমি মনে করি আমাদের সরকারের উচিত বাংলাদেশের বিটকয়েনের বৈধতা দেওয়ার।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Primo1760 on November 26, 2020, 12:45:47 AM
আপনার কথাগুলো ঠিক আছে। কিন্তু দেখা গেছে আমরা সকলে বাঙালি জাতি একটু সুযোগ পেলেই এর অপব্যবহার শুরু করে দিব। এ কথা চিন্তা করে বাংলাদেশের ব্যবহার অবৈধ বলে গণ্য করা হয়।কিছুদিন আগে শোনা গেল সাত-আট বছরের বাচ্চাকে অপহরণ করে বিটকয়েন মুক্তিপণ চেয়েছিল। বৈধতা পাওয়ার আগেই যদি এই সমস্ত কাজ করে তাহলে বৈধতা পাওয়ার পরে কি কি করবে একবার চিন্তা করুন।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: XM8 on December 07, 2020, 01:40:53 PM
আমার মনে হয় না যে বিটকয়েন কে বাংলাদেশের বৈধ ঘোষণা করতে পারে। কেননা এর মূল কারণ হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের দুর্নীতিবাজ চক্র। বিটকয়েন কে বাংলাদেশের বৈধ ঘোষণা করলে এ নিয়ে অনেক দুর্নীতিমূলক কাজের সৃষ্টি হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Milon626 on December 07, 2020, 01:51:25 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
বাংলাদেশে বিটকয়েন সম্পুর্ন ভাবে নিষিদ্ধ করে রেখেছে আমাদের সরকার।  আমাদের বাংলাদেশের সরকার বিটকয়েন থেকে কোন বেনেফিট পায় না , বরং মানিলন্ডারিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় নিষিদ্ধ করে রেখেছে।  তবে ভবিষ্যতে বিটকয়েনের বৈধতা দিতে পার।               
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Ricky on December 07, 2020, 07:00:56 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
আপনি ঠিক বলেছেন বর্তমান এই ডিজিটাল যুগে ক্রিপ্টোকারেন্সি এর গুরুত্ব অনেক। যেখানে উন্নত রাষ্ট্র গুলো ক্রিপ্টোকারেন্সি এর গুরুত্ব বুঝতে পেরে ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দিয়েছে এবং এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের পিছিয়ে থাকা উচিত নয়। দেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল করতে হলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করতে হবে ডিজিটাল লেনদেন বাস্তবায়িত করতে হলে ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করতে হবে। আশা করব বাংলাদেশও এর গুরুত্ব একদিন বুঝবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Markuri33 on December 08, 2020, 02:10:43 AM
আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ কখনোই বিটকয়েনের বৈধতা দেবে না।তার প্রধান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ খুবই স্বল্প উন্নত দেশ। তার কারণে মনে করি কোনদিনও এটাকে সামাল দিতে পারবে না। তারপরেও ভবিষ্যতে হয়তো হতে পারে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Magepai on December 12, 2020, 01:58:33 AM
আমি মনে করি বাংলাদেশ সরকার বিটকয়েনের বৈধতা হয়তো কোনদিন দেবে না। বাংলাদেশ খুবই স্বল্প উন্নয়নশীল দেশ তার পরেও সব থেকে মানিলন্ডারিং বেশি হয় আমাদের বাংলাদেশ। তাই বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দিলে আর্থিক অবস্থা অনেক আরো খারাপ হতে পারে। আমি মনে করি বাংলাদেশ কখনোই বিটকয়েনের বৈধতা বাংলাদেশ সরকার দেবে না।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Salauddin on December 12, 2020, 05:29:55 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           

বাংলাদেশে এখন অনেকেই বিটকইয়েন ব্যাবহার করে বাংলাদেশ সরকার এখন পর্জন্ত বিটকয়েন বৈধতার ব্যাপারে  কোনো সিদ্ধান্ত গ্রহন করেনি তাই বলা জাচ্ছেনা যে ভবিশ্যেতে বাংলাদেশের বিতকয়েনের অবস্থান আসলেও কোথায় জেয়ে দারাবে তবে এখন কার থেকে ভালো হবে এটা আশা করা যায়।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Maxtel on December 12, 2020, 06:15:43 AM
বাংলাদেশ বিটকয়েন তথা ক্রিপ্টোকারেন্সি লেনদেন সম্পূর্ণভাবে অবৈধ।যদি কোনদিন বাংলাদেশ বিটকয়েন লেনদেনে অনুমোদন দেওয়া হয় তাহলে এদেশে বিটকয়েনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।আর যদি বর্তমান অবস্থা চলতে থাকে তাহলে সামনের দিনগুলোতে বাংলাদেশী যারা ক্রিপ্টো রিলেটেড আছে তাদের জন্য আরও খারাপ পরিস্থিতি হতে পারে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Angel jara on December 18, 2020, 03:05:36 AM
বিটকয়েনের একটি ক্রিপ্টোকারেন্সি ।বাংলাদেশ বিটকয়েনের বৈধতা নেই ।কিন্তু যে পরিমাণ বিটকয়েন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে বিট কয়েন অবৈধ এতে বিটকয়েন লেনদেন করার সময় অনেক সমস্যা হয়। বর্তমানে বিটকয়েন বৈধতা না থাকলেও ভবিষ্যতে বিটকয়েনের বৈধতা করা হবে বাংলাদেশে থেকে। বিটকয়েনের বৈধতার নির্ভর করেন একটি দেশের সরকার ও ব্যাংক খাতের উপর ভিত্তি করে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Perfect540 on December 18, 2020, 03:13:55 AM
বাংলাদেশের 10% বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থাকে।তাই আমি মনে করি বিশাল জনসংখ্যার 10 পার্সেন্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে জড়িত। তবে যেসব ইউজারগন রয়েছে বেশিরভাগ ইউজারগন অনেক বেশি ইয়ং। তাই আমি মনে করি বাংলাদেশে বিটকয়েনের দারুন ভবিষ্যৎ রয়েছে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rony on December 18, 2020, 03:19:09 AM
বাংলাদেশের বিটকয়েনের বর্তমানে খারাপ কিন্তু ভবিষ্যতে ভালো হবে। বর্তমানে বাংলাদেশি বিটকয়েন অবৈধ থাকলেও সরকার বিটকয়েন এর বৈধতা নিয়ে কাজ করতেছে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা বিটকয়েন এর বৈধতা পাব।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Princeraju on December 18, 2020, 03:22:33 AM
পরবর্তী যে কোন এক সময়ে বাংলাদেশে বিটকয়েনের অনুমোদন দেবে। বিটকয়েন লেনদেনের মাত্রা বাংলাদেশ অনেকটাই বৃদ্ধি পাবে। বিটকয়েন আরো বেশি জনপ্রিয়তা পাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Cz Rock on December 18, 2020, 03:36:25 AM
বিটকয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রের মতো। বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এর দাম কেমন হবে সেটা বলা যায় দুষ্কর। 2021 সালে বিটকয়েনের দাম 30000 থেকে 35 হাজার ডলার হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Irfan12@ on December 18, 2020, 05:20:35 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বাংলাদেশ সরকার একদিন এর প্রয়োজনীয়তা বুঝবে এবং এটা অবশ্যই স্বীকৃতি দিবে একটা জিনিশ সবসময় মাথায় রাখতে হবে যে যে কোন জিনিসের দুটি ভাল এবং মন্দ দিক রয়েছে তেমনি বিটকয়েনের ভালো দিক এবং মন্দ দিক আছে কিছু কিছু দেশ সেই মন্দ দিকটাই বেশি প্রাধান্য দিয়ে থাকে সেজন্য বিটকয়েন কে স্বীকৃতি দিতে চান না তবে আমি মনে করি যে তারা যদি বিটকয়েনের ভালো দিকটা বিবেচনা করে তাহলে অবশ্যই একদিন বিটকয়েন ক্যাশ স্বীকৃতি দিবে
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Mahindra on December 29, 2020, 04:32:29 PM
বাংলাদেশে যেহেতু বিটকয়েন নিষিদ্ধ তাই আমি ভাবি বাংলাদেশের যদি বিটকয়েন বৈধ করা হতো তাহলে অবশ্যই এটি অনেক এগিয়ে যেত সব বিষয়েই ব্যবসা বাণিজ্য শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সমস্ত প্রযুক্তি ক্ষেত্রে ই বিটকয়েন বাংলাদেশ ব্যবহৃত হতো যদি বাংলাদেশ বিটকয়েন স্বীকৃতি দেয়া হতো তাহলে ভবিষ্যতে বাংলাদেশে বিটকয়েনের এমন অবস্থাই হত তাই আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে বিটকয়েন কে স্বীকৃতি দেয়া হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Emon khan on December 29, 2020, 05:24:52 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজিনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
বাংলাদেশের বিটকয়েনের অবস্থা কেমন হবে এটা আমার জানা নেই। আমি এই ফর্মে নতুন এসেছি সকল বড় ভাইদের কাছে আমি জানতে চাই যে বাংলাদেশি বিটকয়েনের অবস্থা কেমন হবে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানান দয়া করে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:09:15 AM
বাংলাদেশ যেভাবে বিটকয়েনের ইউজার বৃদ্ধি পাচ্ছে সেদিকে মনে হয় অবশ্যই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা হবে। দুদিন আগে দেখলাম ভারত সরকার বিটকয়েন এর বৈধতা দিয়েছে। যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে অবশ্যই বিটকয়েনের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা বিটকয়েনের প্রতি আরো বেশি মনোযোগী হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:10:48 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজিনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
বাংলাদেশের বিটকয়েনের অবস্থা কেমন হবে এটা আমার জানা নেই। আমি এই ফর্মে নতুন এসেছি সকল বড় ভাইদের কাছে আমি জানতে চাই যে বাংলাদেশি বিটকয়েনের অবস্থা কেমন হবে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানান দয়া করে।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখবেন যে ভারত বিটকয়েনের বৈধতা দিয়েছে। চায়নারা ডিজিটাল কারেন্সি আরো উন্নতি করতে চাচ্ছে এজন্য হয়তো বাংলাদেশের জন্য ভালো সংবাদ।আমরা কিন্তু সবাই জানি ভারত এবং চীনের সাথে আমাদের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য কাজকর্ম সব থেকে বেশি চলে‌।পুরোপুরিভাবে যখন বিটকয়েনের বৈধতা সরে যাবে তখন অবশ্যই আমাদের বাংলাদেশেও বিটকয়েনের বৈধতা হবে ইনশাল্লাহ।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Goldlife on January 05, 2021, 01:07:39 PM
 আমি আশাবাদী এক দিন বাংলাদেশ ও বৈধতা দেয়া হবে। পৃথিবীর বড়ো বড়ো  দেশগুলো  এখনো বিটকয়েন এর অনুমোদন দেয় নাই।  সেখানে বাংলাদেেেশ অনুমোদন দেয়া   অনেক দুরের  কথ।   
যদি বেশিরভাগ দেশই অনুমোদন দেয়, তখন হয়তো আমাদের বাংলাদেশ চিন্তা করতে পার
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Azharul on February 17, 2021, 02:21:15 PM
আমরা মনে করি বিটকয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রের মতো। বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় কোনো এক সময় এর গ্রহণযোগ্যতা সারা বিশবব্যাপী বিস্তার লাভ করবে। যদিও বাংলাদেশ সরকার এর অনুমোদন দেইনি। তবুও আমরা আশা করি বাংলাদেশে বিটকয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Alvida on February 17, 2021, 02:47:41 PM
বাংলাদেশ সরকার যদি বিটকয়েন কে অনুমোদিত করে দেয় তাহলে খুব ভালো হতো আমাদের জন্য।কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিটকয়েন অনুমতি দেওয়ার কোনো আশঙ্কাই দেখতে পাচ্ছি না। বাংলাদেশ বিটকয়েনের চাহিদা তেমন নেই। এবং বাংলাদেশের মানুষের এ বিটকয়েন সম্পর্কে তেমন খুব বোঝেনা। তবে আস্তে আস্তে যেভাবে বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি প্রতি মানুষ আকর্ষিত হচ্ছে তাতে  আগামী কয়েক বছরে ভিতরে বিটকয়েন অনুমোদিত হবে। ইনশাআল্লাহ
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Acifix on February 17, 2021, 03:28:41 PM
আমার মনে হয় বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও উন্নতির দিকে যাবে।বর্তমানে বিটকয়েনের দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বিট কয়েনের দাম অনেক বিস্তার লাভ করবে। আশাকরি বাংলাদেশের বিটকয়েনের দাম বৈধতা দেবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: bmw1 on February 17, 2021, 04:46:38 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
হ্যাঁ আপনি একটা সঠিক যে বাংলাদেশ সার্বিক অবস্থা বিবেচনা করে বিটকয়েনের ভবিষ্যৎ হতে পারে অনেক ভালো, এর কারণ হলো আমি এ পর্যন্ত যে কটা  দেখেছি বিটকয়েনের দিকে বা ক্রিপ্টোকারেন্সি এর দিকে নজর দিয়েছে তারা খুব উন্নতি লাভ করেছে তাই বলা যেতে পারে যদি বিটকয়েনের প্রয়োজনীয়তা বাংলাদেশ বুঝে তাহলে অবশ্যই উন্নতি হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: AlviNess on February 21, 2021, 04:58:15 PM
বাংলাদেশের শুধু বিটকয়েন না সকল ক্রিপ্টো মুদ্রার ভবিষ্যৎ অনেক অন্ধকার। কারণ বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ অবৈধ। যদি কোনদিন বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে বাংলাদেশ অনুমোদন দেয় তাহলে সে ক্ষেত্রে সকল মুদ্রার ভবিষ্যৎ অনেক ভালো হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Acifix on February 22, 2021, 04:21:17 AM
ভবিষ্যতে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। এখন বর্তমানে বিটকয়েনের দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে আমার মনে হয় ভবিষ্যতে বিটকয়েন আরো অনেক বিস্তার লাভ করবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Tubelight on March 22, 2021, 05:40:51 AM
বাংলাদেশের এখন পর্যন্ত বিটকয়েনের লেনদেন সম্পূর্ণ অবৈধ। ভবিষ্যতে যদি কোন দিন বাংলাদেশের বিটকয়েন অনুমোদন না পায় তাহলে এর ভবিষ্যৎ অন্ধকার থেকে যাবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: CryptoRiders on April 26, 2021, 04:27:54 AM
বাংলাদেশ সরকার এখনও বিটকয়েন লেনদেন সম্পূর্ণ অবৈধ করে রেখেছে। তবে বিটকয়েন দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এভাবে বেঁচে থাকলে হয়তো একদিন বাংলাদেশ বিটকয়েন বৈধ করবে কেননা প্রত্যেকটা দেশের যদি বিটকয়েন লেনদেন বৈধকরে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের দেশে বিটকয়েনের বৈধতা দিতেই হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Angel julian on April 26, 2021, 06:01:51 AM
আসসালামুয়ালাইকুম বাংলাদেশের বিটকয়েনের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। কারণ প্রায় অনেক দেশেই এই বিটকয়েন কে সরকার বৈধ করেছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধ করে নি অবৈধ হিসেবে রেখে দিয়েছে। তারপরও আমাদের বাংলাদেশের বিটকয়েন এর উপর কাজ চলতেছে। এবং আমাদের বাংলাদেশের এটি বৈধ করা হয়নি বলে কাজ করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রায় কিছুদিন আগে একটা নিউজে দেখলাম বগুড়ার তিনটি ভাইকে পুলিশ আটক করেছে এই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য। এবং আরো বিভিন্ন চ্যানেলে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমি মনে করি যে এটি সরকারের চোখে পড়বে কারণ অনেক বেশি আলোচনা হচ্ছে এখন। তাই আমি মনে করি যে আমাদের বাংলাদেশ সরকার এটি বৈধ করবেন বলে আমি মনে করি। বিটকয়েনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বাংলাদেশ ভবিষ্যতে বিটকয়েনের অবস্থা আমি মনে করি ভালই হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: saidul2105 on April 26, 2021, 09:36:44 AM
ভাই বাংলাদেশে এখন বিটকয়েন মানেই 'বিপদের একটা ফাদ'।  আমাদের দেশে বিটকয়েন অবৈধ, যার    ফলে আমরা বিটকয়েন নিয়ে খুব বেশি কৌতূহল প্রকাশ করতে পারি না।  এর মাধ্যমে বিভিন্ন অপরাধ হচ্ছে, মানি লন্ডারিংয় হচ্ছে, বাচ্চা গুমের মুক্তিপন হিসেবেও আজকাল বিটকয়েন চাচ্ছে।  আর এই সব কারনে আমাদের বাংলাদেশে বিটকয়েন এর অবস্থান খুবই খারাপ।  তবুও আমাদের মতো অনেকেই গোপনে গোপনে বিটকয়েনের সাথে জড়িত আছে।                           
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Afnan on April 26, 2021, 10:38:14 AM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
বাংলাদেশে বিটকয়েন এখনোও অবৈধ হিসিবে বিবচিত হয়ে আছে। বাংলাদেশে বিটকয়েনের বৈধতা পাওয়া খুবই কঠিন। সারাবিশ্বে এখনোও অনেক দেশে বিটকয়েনের বৈধতা পায়নি সেখানে বাংলাদেশ এত তাড়াতাড়ি বিটকয়েনের বৈধতা পাবে বলে আমার মনে হয় না। আর যদি কখনো বাংলাদেশে বিটকয়েনের বৈধতা পায় তাও অনেক সময় এবং ধৈর্যের দরকার।                 
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Ridoy Ahmed Santo on April 26, 2021, 03:18:14 PM
বাংলাদেশ বিটকয়েন সম্পূর্ণ নিষেধ। বাংলাদেশ সরকার বিটকয়েন কে বাংলাদেশ অবৈধ ঘোষণা করেছে। অনেক দেশে বিটকয়েন কে বৈধ হিসেবে ঘোষণা করেছেন। জানিনা বাংলাদেশকে কবে বিটকয়েন কে বৈধ ঘোষণা করবেন। তবে খুব শীঘ্রই হত বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৈধ করবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Mr.Eit on April 26, 2021, 07:01:53 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           

ভাই আমি আপনার সাথে এক মত। আমিও মনে করি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে এবং কি এই বিটকয়েন কে অনুমোদন দিবে। আশা করি খুব তারাতারাতি আমারা সুখবর পাবো।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Angel julian on April 27, 2021, 06:53:35 AM
বাংলাদেশের বিটকয়েনের অবস্থা খুব একটা ভালো নয়। 2014 সালের 15 আগস্ট বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে নিযুক্ত হয়। তো আমাদের বাংলাদেশ সরকার এই বিটকয়েন কে বৈধ করেননি। বাংলাদেশ সরকার এটি অবৈধ হিসেবে রেখে দিয়েছে। প্রায় অনেক দেশেই এই বিটকয়েন কে বৈধ ঘোষণা করে এ কাজ করেছে তার জন্য তারা আমাদের বাংলাদেশে থেকে অনেক এগিয়ে আসছে। আমাদের বাংলাদেশে এই বিটকয়েন এর ভবিষ্যৎ ভালো না। কিছুদিন আগে লক্ষ্য করছিলাম যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ বগুড়ার তিনটি ভাই একটু কারেন্ট এর উপর কাজ করার জন্য তাদের ওপর পুলিশ আটক করেছে। এটি অবৈধ তার জন্য তাদের আটক করে ফেলো তো তার জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমি মনে করি খুব তাড়াতাড়ি এটি সরকারের চোখে পড়বে। দীর্ঘ বিশ্বাস যে বাংলাদেশ সরকারের যত বেশি চোখে পড়বে তত তিনি একটির বেশি নজর দিবেন। তো সেভাবে আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কে বৈধ ঘোষণা করবেন। নামটা অনেক সুন্দর ভাবে কাজ করতে পারব। আমি মনে করি যে বিটকয়েন এর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভালো হবে ইনশাআল্লাহ।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Jacksoon99 on April 27, 2021, 09:21:36 AM
বাংলাদেশ বিটকয়েনের অবস্থা খুব একটা ভালো নয়. 2014 সালের 15 আগস্ট বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে নিযুক্ত হয়. তো আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৌদ্ধ করেননি. বাংলাদেশ সরকার এটি অবৈধ হিসেবে রেখে দিয়েছে। প্রায় অনেক বেশি এ বিটকয়েন কে বধু ঘোষণা করে এ কাজ করছে তার জন্য তারা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আসছে।আমাদের বাংলাদেশের এই বিটকয়েন এর ভবিষ্যৎ ভালো না। কিছুদিন আগে লক্ষ্য করছিলাম যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ বগুড়ার তিনজন ভাই একটু কারেন্ট এর উপর কাজ করার জন্য তাঁদের উপর পুলিশ আটক করেছে। এটি অবৈধ তার জন্য তাদের আটক করে ফেলল তো তার জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে।   
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Random203 on April 27, 2021, 09:41:04 AM
বাংলাদেশ বিটকয়েনের অবস্থা খুব একটা ভালো নয়. 2014 সালের 15 আগস্ট বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে নিযুক্ত হয়. তো আমাদের বাংলাদেশ সরকার বিটকয়েন কে বৌদ্ধ করেননি. বাংলাদেশ সরকার এটি অবৈধ হিসেবে রেখে দিয়েছে। প্রায় অনেক বেশি এ বিটকয়েন কে বধু ঘোষণা করে এ কাজ করছে তার জন্য তারা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আসছে।আমাদের বাংলাদেশের এই বিটকয়েন এর ভবিষ্যৎ ভালো না। কিছুদিন আগে লক্ষ্য করছিলাম যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ বগুড়ার তিনজন ভাই একটু কারেন্ট এর উপর কাজ করার জন্য তাঁদের উপর পুলিশ আটক করেছে। এটি অবৈধ তার জন্য তাদের আটক করে ফেলল তো তার জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে।   
কপি পেস্ট বন্ধ করুন। আপনার এই কপি পেস্ট এক ধরনের অপরাধ।  এই কারনে আপনি আপনার আইডি তে স্ট্রাইক পেতে পারেন, নেগেটিভ কারমা পেতে পারেন এবং কি আপনি আপনার আইডি টাও হারাতে পারেন। তাই ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন না।                       
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Ridoy Ahmed Santo on April 27, 2021, 10:28:28 AM
বাংলাদেশের বিটকয়েনের অবস্থা খুব একটা ভালো নয়। 2014 সালের 15 আগস্ট বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে নিযুক্ত হয়। তো আমাদের বাংলাদেশ সরকার এই বিটকয়েন কে বৈধ করেননি। বাংলাদেশ সরকার এটি অবৈধ হিসেবে রেখে দিয়েছে। প্রায় অনেক দেশেই এই বিটকয়েন কে বৈধ ঘোষণা করে এ কাজ করেছে তার জন্য তারা আমাদের বাংলাদেশে থেকে অনেক এগিয়ে আসছে। আমাদের বাংলাদেশে এই বিটকয়েন এর ভবিষ্যৎ ভালো না। কিছুদিন আগে লক্ষ্য করছিলাম যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ বগুড়ার তিনটি ভাই একটু কারেন্ট এর উপর কাজ করার জন্য তাদের ওপর পুলিশ আটক করেছে। এটি অবৈধ তার জন্য তাদের আটক করে ফেলো তো তার জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার এই ক্রিপ্টোকারেন্সি বিষয়টা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমি মনে করি খুব তাড়াতাড়ি এটি সরকারের চোখে পড়বে। দীর্ঘ বিশ্বাস যে বাংলাদেশ সরকারের যত বেশি চোখে পড়বে তত তিনি একটির বেশি নজর দিবেন। তো সেভাবে আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার এই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কে বৈধ ঘোষণা করবেন। নামটা অনেক সুন্দর ভাবে কাজ করতে পারব। আমি মনে করি যে বিটকয়েন এর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভালো হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া আপনার কথা আমিও একমত পোষণ করছি। আপনি অনেক যুক্তি সংগত কথা গুলো তুলে ধরেছেন এবং বাংলাদেশ ভবিষ্যতে কি হবে সেটাও আপনি বলেছেন এবং আমি জানতে পেরেছি। ধন্যবাদ
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Asad72 on April 29, 2021, 10:19:13 AM
ভবিষ্যতে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। এখন বর্তমানে বিটকয়েনের দাম যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে আমার মনে হয় ভবিষ্যতে বিটকয়েন আরো অনেক বিস্তার লাভ করবে। এবং বিটকয়েন বাংলাদেশ সরকার বৈধ হিসেবে বিস্তারিত লাভ করবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Irfan12@ on April 29, 2021, 12:47:17 PM
বাংলাদেশে সারবিক অবস্থা বিবেচনা করে এদেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি হতে পারে বলে মনেকরেন। আমি মনেকরি কতৃপক্ষ একদিন এর প্রয়োজনিয়তা বুঝবে। আপনাদের মতামত কি?           
আমি মনে করি বাংলাদেশ বিটকয়েন এর গুরুত্ব বিশ্লেষণ করা হবে বাংলাদেশ সরকার বুঝবে বিটকয়েন এর প্রয়োজনীয়তা আছে। বিশ্বের উন্নত দেশগুলোতে বর্তমানে বিটকয়েন এর লেনদেন স্বীকৃতি দেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ সরকার এই ক্রিপ্টোকারেন্সি কে স্বীকৃতি দেবে
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Angel julian on April 30, 2021, 06:46:54 AM
বাংলাদেশে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিটকয়েন লেনদেন এবং কিছু প্রতারণার কারণে ৩ জনকে বগুড়া সাইবার পুলিশ আটক করে। তারপর থেকে বাংলাদেশে বিটকয়েন লেনদেন মারাত্নকভাবে কমে গেছে। ইদানিং পারসন টু পারসন লেনদেন একেবারে প্রায় 90% কমে গেছে। লেনদেনকারীরাও আতঙ্কে আছেন। বাংলাদেশের কোন ব্যাংকে বিটকয়েন বা ইথারিয়ামের পেমেন্ট নেওয়ার কোন বৈধ পদ্ধতি নেই। কিছু একচেঞ্জার আছে সেখানে ফি দিয়ে ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার আবার বাংলাদেশের ব্যাংকে পাঠানোর জন্য ফি দিয়ে পাঠাতে হয়। এই ডাবল ফি দিয়ে পাঠাতে প্রায় ১৫% চলে যায় তারপরেও সব সময় নিরাপদ নয়, প্রতারণার আশাঙ্কা সেখানেও আছে। বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিটকয়েন বৈধ করা বা বৈধ পদ্ধতিতে বিটকয়েনের পেমেন্ট আনার বৈধ পন্থা হবে বলে আমার আপাতত মনে হচ্ছেনা। তবে সারাবিশ্বে যখন সবাই গ্রহণ করবে তখনও বাংলাদেশে বৈধ হবে কিনা আমার সন্দেহ। কারণ বাংলাদেশ সবার শেষে বুঝতে পারে যেমনটি ঘটেছিল সাবমেরিন কেবলের বেলায়। +1 কারমা
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার সাথে একমত। অনেক যুক্তি সংগত কথা বলেছেন। বাংলাদেশের বিটকয়েন এর লেনদেন একদম নিষিদ্ধ। বিটকয়েন লেনদেন করার জন্য বগুড়া তিনটি ভাগে পুলিশ আটক করেছে এ বিষয়ে আমি জানতে পেরেছি। অনেক সুন্দর একটি পোস্ট করেছেন এবং সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার পোষ্টটি পড়ে আমি অনেক বিষয়ে সতর্ক হলাম। বিভিন্ন প্রকার প্রতারণার আশঙ্কার ওপর পড়তে হয় এ বিষয়ে আপনি তুলে ধরেছেন। ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্টটি তুলে ধরার জন্য আপনার পোষ্ট থেকে অনেক কিছু বুঝতে পারলাম এবং অনেক বিষয়ে ধারণা লাভ করলাম।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rifan Khan on April 30, 2021, 10:05:13 AM
এখন বর্তমানে আমি বাংলাদেশের যে রকম পরিস্থিতি দেখতে পারছি। তো আমার মনে হচ্ছে ভবিষ্যতে কোনদিন বাংলাদেশ বিটকয়েন বৈধ করতে পারে। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে বিটকয়েন অবৈধ। আমি চাইবো বাংলাদেশ বিটকয়েন যেন বৈধ করে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rifan Khan on May 02, 2021, 01:40:46 PM
বাংলাদেশের বিটকয়েন অবস্থা ভালো নয়। কারণ বাংলাদেশী বিটকয়েন অবৈধ করেছেন। বাংলাদেশের বিটকয়েন বৈধ নয়। তাই আমি বলতে পারি যে বাংলাদেশের বিটকয়েনের ভবিষ্যৎ কি হবে তার কোনো কিছুই বলা যাচ্ছে না বা যাবে না।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Rifan Khan on May 03, 2021, 06:36:25 AM
বাংলাদেশের বিটকয়েন এর ভবিষ্যত ততটা ভালো না। কারণ বাংলাদেশের বিটকয়েন বৈধ নয়। তাই আমি মনে করব কোনদিন বাংলাদেশের বিটকয়েন বৈধ করা হয়। তাহলে ভালো হবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Dilshan on May 03, 2021, 06:48:15 AM
বাংলাদেশে বিটকয়েনের অবস্থা অনেকটাই খারাপ। কারণ বাংলাদেশ সরকার বিটকয়েনের ব্যবহার বাংলাদেশে অবৈধ বলে ঘোষণা করেছেন। ভবিষ্যৎ বৈধ হবে কিনা তাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে বিশ্বের বহু দেশেই বিটকয়েনের ব্যবহারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমার মনে হয় বাংলাদেশ সরকার ও এদিকটা বিবেচনা করে খুব তাড়াতাড়ি বিটকয়েন কে বৈধ করে দেবে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Ricky on May 03, 2021, 08:05:11 AM
বাংলাদেশে এখনও যেহেতু বিটকয়েনকে অবৈধ করে রাখা হয়েছে সেহেতু ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। যেখানে বিশ্বের অনেক উন্নত রাস্ট্র গুলো বিটকয়েন কে বৈধ করেছে এবং বিটকয়েন নিয়ে পজিটিভ কথা বলেছেন, সেখানে বাংলাদেশ কেনো নয়। বিটকয়েন নিয়ে বাংলাদেশ সরকারের শুধু নেগেটিভ ধারনাই রয়েছে। যাইহোক আশা করি বাংলাদেশ এটা নিয়ে অবশ্যই ভাববে।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: raisajahan on May 03, 2021, 10:53:24 AM
বর্তমান সময়ে বাংলাদেশ সরকার বিটকয়েন লেনদেন এর ব্যাপারে মারাত্নক নেগেটিভ। বাংলাদেশ সরকার কোন ভাবেই চায় না বাংলাদেশে বিটকয়েন তথা ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার প্রচলন বৃদ্ধি পায়। সেজন্য তারা বিভিন্ন ভাবে এই মুদ্রার প্রচলন ঠেকাতে বিভিন্ন ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ থেকে এই ধরনের মুদ্রার প্রচলন বন্ধ করার ব্যাবস্থা করছে। সুতরাং আমরা আপাতত ভেবে নিতে পারি বিটকয়েন বাংলাদেশে এই মুহুর্তে বৈধতা পাবে না। তাই বাংলাদেশে বিটকয়েন তথা ক্রিপ্টো কারেন্সি এর লেনদেন এর ব্যাপারে মারাত্নক সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে বিপদের সমুখীন হতে হবে বলে আমি মনে করি।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Azharul on May 03, 2021, 04:26:41 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা টি হলো বিটকয়েন।যেটাকে বিশ্বের অন্যতম সেরা ডিজিটাল মুদ্রা হিসাবে আখ্যায়িত করা হয়েছে।তবে দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে এটি এখনও বৈধ ঘোষণা করা হয়নি।কেননা বাংলাদেশ সরকার কর্তৃক আগে থেকে এটিকে অবৈধ ঘোষণা করে দিয়েছে।যা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়।আমরা বিভিন্ন সময়ে জানতে পেরেছি যে আমাদের দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিটকয়েনের লেনদেন কারি আটক করা হয়েছে।তাছাড়া আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ও বিটকয়েনের বিষয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়া।তবে আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ সরকার কর্তৃক যদি বিটকয়েন অনুমোদিত হয় তাহলে আমাদের দেশ অনেক বেশি সম্মৃদ্ধশালি হবে।তাই আমি বর্তমান প্রেক্ষাপটে বলতে পারি যে বিটকয়েন আমাদের দেশের জন্য ভবিষ্যতে কল্যাণকর হওয়ার সম্ভাবনা খুবই কম।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Mental on May 03, 2021, 04:38:21 PM
আমার মনে হয় বাংলাদেশে বিটকয়েন কখনোই বৈধতা দেবে না। যখন সারা পৃথিবীতে বিটকয়েন কে বৈধতা দিবে তখন হয়তো দিতে পারে। তবে এটা আশা করা যাচ্ছে যে বিটকয়েন এক সময় সারা পৃথিবীতে বৈধতা দিবে। সবার লাস্টের দিকে দিবে আমাদের বাংলাদেশ।
Title: Re: বাংলাদেশে বিটকয়েনর ভবিষ্যৎ কি?
Post by: Najmul on May 03, 2021, 06:31:09 PM
ক্রিপ্টো জগতে সবচেয়ে উন্নত কয়েন হল বিটকয়েন। এখন বর্তমান বিটকয়েনের দাম প্রায় 57 হাজার ডলারের কাছাকাছি।তবে বিটকয়েন বাংলাদেশের বৈধ নয়। কিন্তু যেভাবে দিন যাচ্ছে সেভাবেই বিটকয়েনের জনপ্রিয়তা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। আরে বৃদ্ধির কারণে অনেক অনেক দেশ আছে যারা ক্রিপ্ত জগতকে বৈধ হিসেবে গণ্য করেছেন। আর তাতে আমার মনে হয়েছে 2025 সালের মধ্যে বিটকয়েন কে বাংলাদেশ বৈধ হিসেবে গণ্য করা হবে।