Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: babu10 on October 24, 2020, 05:49:24 PM

Title: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: babu10 on October 24, 2020, 05:49:24 PM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: JISAN on October 24, 2020, 05:57:21 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Casual on October 24, 2020, 06:52:41 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট ডিলিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: kulkhan on October 24, 2020, 10:11:54 PM
প্রথম দিকে যেভাবে পেমেন্ট পাওয়া যেতো সেই অনুপাতে এখন কম পেমেন্ট পাওয়া যায় কিন্তু এ্টা নিয়ে খুব চিন্তিত নই আমি। কারন অনেক খারাপ প্রজেক্টের মধ্যেও ভালো কিছু প্রোজেক্ট ও আসছে। এবং এর মধ্যে আমরা বাউন্টি ডিটেকটিভ এর মত ভালো আস্থার কিছু  যায়গা ও পেয়েছি যারা আমাদের জন্য অনেক ভালো ভালো প্রোজেক্ট নিয়ে আসতেছে। আমরা যদি বেছে বেছে কিছু প্রোজেক্ট করতে পারি তাহলে আামাদের পেমেন্ট নিয়ে খুব বেশি দূরচিন্তা করা লাগবে বলে আমি মনেকরি ন। আমি সবসময় পজিটিভ চিন্তা করতে ভালোবাসি। আমি মনেকরি বাউন্টিতে আবার সুদিন ফিরে আসবে।                                                     
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Casual on October 25, 2020, 03:18:46 AM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট ডিলিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
[/quot

অনেক দুঃখিত ভাই। আমি লিখতে চেয়েছি পার্টিসিপেট লিমিট করে দেওয়া কিন্তু হয়েছে ডিলিট করে দেওয়া। দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: mahid on October 25, 2020, 03:41:13 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Zero0 on October 25, 2020, 03:59:46 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
ভাইয়া আমি আপনার সাথে একমত কারণ এখন ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসছে আমরা যদি সকলে একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে ভবিষ্যতে আরো ভালো বাউন্টি আসবে এগুলো দেখে দেখে জয়েন করলে ভালো প্রেমেন্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Malam90 on October 25, 2020, 08:27:58 AM
বাউন্টিতে আর আগের মত বড় বড় পেমেন্ট পাওয়া যাবে বলে মনে হয়না। বর্তমানে প্রায় সব প্রজেক্টের বাজেট এতই কম যে দেখে হাসি পায়। তাই এখন আর বড় পেমেন্ট এর আশা করিনা। যা পাই তাই লাভ এমন হয়ে গেছ। তাই বাউন্টি ম্যানেজারদেও উচিৎ বাজেট অনুযায়ী পাটিসিপেন্ট লিমিট করে দেওয়া যাতে সবাই কিছুনা কিছু পায় কাজ করে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ttcsalam on October 25, 2020, 11:57:17 AM
বিশেষ করে কভিড19 পিরিয়ডে অনেক বেশি পারটিসিপেন্ট বেড়েছে এটা সত্য সে হিসাবে আমরা আশা করেছিলাম বেশ কিছু ভালো প্রজেক্ট আসবে এবং আমরা পেমেন্ট পাবো কিন্তু না সেটা হলো না অধিকাংশ প্রজেক্ট ই স্ক্রাম এবং ফল্ট করছে।আশানুরুপ পেমেন্ট পাওয়া গেল না। +1 কারমা দিলাম হতাশ না হই আমরা।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ranaprime on October 25, 2020, 03:00:41 PM
বাউন্ট পেমেন্ট নিয়ে সবসময় ই একটা টেনশন থাকে যে পেমেন্ট পাব কি পাব না। দিবে কি দেবে না। আর এর জন্য 100% কন র্ফাম হওয়ার কোন কিছুই নেই যাতে আপনি টেনশন ফ্রিথাকতে পারেন। তবে চেস্ট করবেন ভাল ম্যানেজার দেখে বাউন্টি করা।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Blue_sea on October 25, 2020, 03:06:58 PM
আমরা বোনটির কাজ করে সিওর কখনোই বলতে পারবো না যে এই কাজটি করে আমি শিওর প্রেম পাব কিন্তু বাউন্টির ম্যানেজার যদি ভাল হয় সে ক্ষেত্রে পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Nostoman on October 25, 2020, 03:09:00 PM
2017 সাল , বাউন্টি এর জন্য অনেক ভাল ছিল। তবে 2017 সালে বেশিরভাগ প্রোজেক্টের আইসিও ছিল না তখন বেশিরভাগ প্রযুক্তিতে আইপিও ছিল। যার ফলশ্রুতিতে কোন টোকেন এর উপর বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হওয়া যেত। কিন্তু বর্তমানে সাধারণত বাউন্টি হান্টারদের টোকেন দেয় না। সে জায়গায় ইনভেস্ট করলে তো ফকির হওয়ার সম্ভাবনা থাকে। ইতোমধ্যেই আমেরিকান কমিউনিটির একটি টোকেন আমি কিনেছিলাম। যে লোকের মাধ্যমে আমি টোকেনটি কিনেছিলাম সে লোকটি আমার বিশ্বাসী ছিল। কিন্তু‌ global market এ মানুষ আমেরিকান কোন প্রজেক্টে খুব একটা বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে না। তাই সে প্রজেক্টটি তারা বন্ধ করে দিয়েছে।এরকম প্রজেক্টর কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু বর্তমানে আমি ফোরামে কিছু সিগনেচার এ কাজ করেছি। যেগুলো ইতোমধ্যেই স্কাম হয়েছে। তাই আমি হতাশ। ক্রিপ্টোকারেন্সি অনেকদিন থাকার পরেও ফোরাম থেকে খুব একটা পেমেন্ট পাইনি। তবে যা পেয়েছিলাম তা 2017 সালে। বর্তমানে ম্যানেজমেন্টের কাজ করতে পারলে খুবই লাভবান। তবে এখন বেশিরভাগ বাউন্টি পেমেন্ট দেয় না। পেমেন্ট দিলেও সাকসেস হয় না। এটা বাউন্টি হ্যাকারদের জন্য হতাশাজনক, দুঃখজনক।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: babu10 on October 26, 2020, 05:20:02 AM
বর্তমানে ম্যানেজমেন্টের কাজ করতে পারলে খুবই লাভবান

মডারেটর ভাই আপনার এই কথাটা আমার একদম মনের কথা। আমিও বাউন্টি আর ম্যাানেজমেন্ট নিয়ে অনেক চিন্তা করেছি। ম্যনেজমেন্ট ই এখন একমাত্র লাভ তাতে বাউন্টি পেমেন্ট পাক আর না পাক কোন চিন্তা থাকেনা যদিও এই পদে কিছু বিপদও আছে ক্যম্পেইন স্কেম করলে চাপ চলে আসে সেক্ষেত্রে প্রথম থেকে সাবধানে কাজ করতে হবে। আরেকটা বিষয় হলো যদি কোডিং জানা থাকে এপথে খুব কম সময়ে বেশী সাফল্যও পাওয়া যায়। তাই যাদের অভিজ্ঞতা আছে তাদের আমি মনে করি ম্যনেজমেন্ট এ নামা দরকার এখনই।

ধন্যবাদ
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: JISAN on October 26, 2020, 05:37:31 AM
2017 সাল , বাউন্টি এর জন্য অনেক ভাল ছিল। তবে 2017 সালে বেশিরভাগ প্রোজেক্টের আইসিও ছিল না তখন বেশিরভাগ প্রযুক্তিতে আইপিও ছিল। যার ফলশ্রুতিতে কোন টোকেন এর উপর বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হওয়া যেত। কিন্তু বর্তমানে সাধারণত বাউন্টি হান্টারদের টোকেন দেয় না। সে জায়গায় ইনভেস্ট করলে তো ফকির হওয়ার সম্ভাবনা থাকে। ইতোমধ্যেই আমেরিকান কমিউনিটির একটি টোকেন আমি কিনেছিলাম। যে লোকের মাধ্যমে আমি টোকেনটি কিনেছিলাম সে লোকটি আমার বিশ্বাসী ছিল। কিন্তু‌ global market এ মানুষ আমেরিকান কোন প্রজেক্টে খুব একটা বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে না। তাই সে প্রজেক্টটি তারা বন্ধ করে দিয়েছে।এরকম প্রজেক্টর কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু বর্তমানে আমি ফোরামে কিছু সিগনেচার এ কাজ করেছি। যেগুলো ইতোমধ্যেই স্কাম হয়েছে। তাই আমি হতাশ। ক্রিপ্টোকারেন্সি অনেকদিন থাকার পরেও ফোরাম থেকে খুব একটা পেমেন্ট পাইনি। তবে যা পেয়েছিলাম তা 2017 সালে। বর্তমানে ম্যানেজমেন্টের কাজ করতে পারলে খুবই লাভবান। তবে এখন বেশিরভাগ বাউন্টি পেমেন্ট দেয় না। পেমেন্ট দিলেও সাকসেস হয় না। এটা বাউন্টি হ্যাকারদের জন্য হতাশাজনক, দুঃখজনক।
আগে প্রত্যেক প্রজেক্টের রোডম্যাপ ভালো ছিলো। টিম ছিলো সৎ আর প্রজেক্টেে ইনভেস্টও হতো অনেক। তাই প্রজেক্ট সহজেই সাকসেসফুল হতো। কিন্তু এখন স্কাম বেড়েছে। তাই ইনভেস্টরসরা ইনভেস্ট করতে ভয় পায়। যার কারনে যদি কোনো প্রজেক্ট ভালো উদ্দেশ্য নিয়ে আছে সেগুলোও ইনভেস্টমেন্ট এর অভাবে মাথা তুলে দারাতে পারে না। অবশেষে। টিম তাদের পকেটের টাকা খরচ করে কুলাইতে না পেরে প্রজেক্ট বন্ধ করে দেয়। এই হচ্ছে বর্তমান সময়ের প্যমেন্ট না পাওয়ার    কারন।                 
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on October 26, 2020, 07:16:23 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন যদিও বাউন্টি জগত এখন প্রায় স্ক্যাম প্রজেক্ট এ ভরে গেছে তার পরেও এখন অনেক ভালো ভালো বাউন্টি আসছে যেগুলোতে দেখে দেখে জয়েন করে খুব বড় ধরনের প্রফিট না পেলেও মোটামুটি প্রফিট পাওয়া যায় এমনিতে খুব বড় ধরনের প্রফিট পাওয়া যায় এমন বাউন্ট এখন আসে না বললেই চলে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triedboy on October 26, 2020, 07:57:52 AM
2017 সাল , বাউন্টি এর জন্য অনেক ভাল ছিল। তবে 2017 সালে বেশিরভাগ প্রোজেক্টের আইসিও ছিল না তখন বেশিরভাগ প্রযুক্তিতে আইপিও ছিল। যার ফলশ্রুতিতে কোন টোকেন এর উপর বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হওয়া যেত। কিন্তু বর্তমানে সাধারণত বাউন্টি হান্টারদের টোকেন দেয় না। সে জায়গায় ইনভেস্ট করলে তো ফকির হওয়ার সম্ভাবনা থাকে। ইতোমধ্যেই আমেরিকান কমিউনিটির একটি টোকেন আমি কিনেছিলাম। যে লোকের মাধ্যমে আমি টোকেনটি কিনেছিলাম সে লোকটি আমার বিশ্বাসী ছিল। কিন্তু‌ global market এ মানুষ আমেরিকান কোন প্রজেক্টে খুব একটা বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে না। তাই সে প্রজেক্টটি তারা বন্ধ করে দিয়েছে।এরকম প্রজেক্টর কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু বর্তমানে আমি ফোরামে কিছু সিগনেচার এ কাজ করেছি। যেগুলো ইতোমধ্যেই স্কাম হয়েছে। তাই আমি হতাশ। ক্রিপ্টোকারেন্সি অনেকদিন থাকার পরেও ফোরাম থেকে খুব একটা পেমেন্ট পাইনি। তবে যা পেয়েছিলাম তা 2017 সালে। বর্তমানে ম্যানেজমেন্টের কাজ করতে পারলে খুবই লাভবান। তবে এখন বেশিরভাগ বাউন্টি পেমেন্ট দেয় না। পেমেন্ট দিলেও সাকসেস হয় না। এটা বাউন্টি হ্যাকারদের জন্য হতাশাজনক, দুঃখজনক।
আগে প্রত্যেক প্রজেক্টের রোডম্যাপ ভালো ছিলো। টিম ছিলো সৎ আর প্রজেক্টেে ইনভেস্টও হতো অনেক। তাই প্রজেক্ট সহজেই সাকসেসফুল হতো। কিন্তু এখন স্কাম বেড়েছে। তাই ইনভেস্টরসরা ইনভেস্ট করতে ভয় পায়। যার কারনে যদি কোনো প্রজেক্ট ভালো উদ্দেশ্য নিয়ে আছে সেগুলোও ইনভেস্টমেন্ট এর অভাবে মাথা তুলে দারাতে পারে না। অবশেষে। টিম তাদের পকেটের টাকা খরচ করে কুলাইতে না পেরে প্রজেক্ট বন্ধ করে দেয়। এই হচ্ছে বর্তমান সময়ের প্যমেন্ট না পাওয়ার    কারন।               

আপনার কথাগুলো একদম সঠিক। বর্তমানে প্রায় প্রজেক্টগুলো স্কাম হচ্ছে যে কারণে ইনভেস্টাররা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। আর কোন টোকেন যদি পাওয়া যায় তাহলে সেই টোকেন এর প্রাইস একদম কম। যা বিক্রি করে এমবি খরচে উঠে না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Em00n01 on October 26, 2020, 02:32:50 PM
বর্তমানে বাউন্টির অবস্থা খুব বাজে! আমি গত কয়েক মাস টানা কাজ করে যাচ্ছি কিন্তু কিছু পাইনি। হয় প্রজেক্ট ফেইল নয়তো পেমেন্ট কবে দিবে তার কোনো খবর নাই। এতে মোটামুটি আশাহত হলাম আর আগ্রহ ও কমে যাচ্ছে। ইদানীং আবার স্ক্যামিং বেড়ে যাচ্ছে প্রচুর।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ranaprime on October 27, 2020, 05:00:30 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
আমি আপনার সাথে একমত পোষন করছি। ভাল বিউন্টিতে কাজ করতে পারলে পেমেন্ট ভাল পাওয়া যাবে। এটা খুব স্বাভাবিক একটি বিষয় আমি মনে করি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ranaprime on October 29, 2020, 04:02:50 AM
আমি মাঝখানে চিন্তিত ছিলাম এখন আর করি না। এটি কে স্বাভাবিক হিসেবে মানিয়ে নিয়েছি।তাছাড়া বর্তমানে বেশি কিছু বাউন্টি পেমেন্ট হান্টারসরা পেয়েছেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Psycho on October 29, 2020, 04:37:59 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
আপনার সাথে আমি একমত। এখন বাউন্টি করে খুব একটা বেশি পেমেন্ট পাওয়া যায় না। 2017 সালে যারা বাউন্টি করছে তারাই বুঝে বান্টির মর্ম টা। 2017 সালে বান্টি করে অনেক পেমেন্ট পাওয়া গেছে। আর পার্টিসিপেন্ট ছিল 200 থেকে 300 জন। আর এখনকার বাউন্টিতে পার্টিসিপেন্ট হয় এক হাজার থেকে পনেরশো জন। বর্তমানে দশটা বাউন্টি করলে দুইটা পেমেন্ট দেওয়ার সম্ভাবনা থাকে। তাও আবার পার্টিসিপেন্ট বেশি হওয়ার কারণে পেমেন্টের পরিমাণ কমে গেছে। যে কয়েন গুলো পায় তাও আবার পাল্লা ধরে বিক্রি করে। বাউন্টি ম্যানেজারা ভালো একটি উদ্যোগ নিয়েছে যেটি হল লিমিটেড পার্টিসিপেন্ট জয়েন করা। এটি খুবই ভালো কাজ করছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Monstar Shawon on October 29, 2020, 06:01:55 AM
আমি বাউন্টি ফোরামে 2018 থেকে কাজ করা শুরু করেছি তখন 50 টা বললে দশটা পেমেন্ট পাওয়া যেত তারপর 2019 সালে 50 টা বাউন্টি করলে পাঁচটা বাউন্টি এর পেমেন্ট পাওয়া কষ্টকর হয়ে যেত বলতে কি সত্যি বলতে গিয়ে প্রেমেন্ট করতনা তারা যদি কোন সপ্তাহে স্টেক না বসাতো তাহলে তাদেরকে বললে তারা এমন ভাব ধরত যে তারা কোন দেশের এমপি বা মন্ত্রী 2020 এর শেষের দিকে বাউন্টি গুলো খুব ভালো হয়েছে আমি মনে করি এখন 50 টা বাউন্টি করলে 20 পেমেন্ট পাওয়া যাবে
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Nostoman on October 29, 2020, 06:21:06 AM
আমি বাউন্টি ফোরামে 2018 থেকে কাজ করা শুরু করেছি তখন 50 টা বললে দশটা পেমেন্ট পাওয়া যেত তারপর 2019 সালে 50 টা বাউন্টি করলে পাঁচটা বাউন্টি এর পেমেন্ট পাওয়া কষ্টকর হয়ে যেত বলতে কি সত্যি বলতে গিয়ে প্রেমেন্ট করতনা তারা যদি কোন সপ্তাহে স্টেক না বসাতো তাহলে তাদেরকে বললে তারা এমন ভাব ধরত যে তারা কোন দেশের এমপি বা মন্ত্রী 2020 এর শেষের দিকে বাউন্টি গুলো খুব ভালো হয়েছে আমি মনে করি এখন 50 টা বাউন্টি করলে 20 পেমেন্ট পাওয়া যাবে
2018 scam year ছিল। তাই আমি মনে করি আপনার কোন বিকল্প নেই। সারা ফোরামে বাউন্টি করে তাদের উত্থান-পতন আমি জানি। আপনি আমাদের ফোরামে কিছুদিন আগে জয়েন করেছেন। আর বিটকয়েন ফোরামে কবে জয়েন করেছেন সেটাও জানি। মিথ্যে বললে ধরা খেতে হয়। 2018 ও 1900 সালে বেশিরভাগ প্রজেক্ট স্কাম। তাই আমি মনে করি সে সময় আপনি বাউন্টি করেননি। রেপুটেশন নিজে নিজে বৃদ্ধি করার দরকার নেই। কে কত বড় খেলোয়ার সেটা আমাকে বোঝাতে হবেনা। বেশিরভাগ বাউন্টি ম্যানেজার ও হান্টার সম্পর্কে কিছুটা হলেও জানি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Btceth01 on October 29, 2020, 07:20:52 AM
বর্তমানে আমরা বাউন্টি ক্যাম্পেইনের শুধু কাজ করে যাচ্ছি। কোন পেমেন্ট ভালো করে পারছি না আর যদিও পাচ্ছি তাহলে সেটা সেল করতে পারতেছিনা দাম অনেক কম। এ নিয়ে আমরা অনেক চিন্তিত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Jaya60 on October 30, 2020, 10:06:58 AM
আমি বর্তমানে অনেক গুলি বাউন্টি করতেছি এবং আগেও করেছি। কিছু প্রেমেন্ট ও পেয়েছি যে প্রেমেন্ট পেয়েছি সেগুলো দিয়ে আমার এমবি খরচ ওঠেনি। বাউন্টি দিন বোধ হয় শেষ হতে চলল।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ranaprime on October 30, 2020, 03:02:02 PM
আমি বর্তমানে অনেক গুলি বাউন্টি করতেছি এবং আগেও করেছি। কিছু প্রেমেন্ট ও পেয়েছি যে প্রেমেন্ট পেয়েছি সেগুলো দিয়ে আমার এমবি খরচ ওঠেনি। বাউন্টি দিন বোধ হয় শেষ হতে চলল।
এটি অস্বিকার করার কিছু নেই কারণ বর্তমান বাউন্টির অবস্থা খুবই খারাপ । যেগুলো করা হয় সেগুলোর পেমেন্ট ঠিকমতো পাওয়া যায় না। আর যেটা পাওয়া যায় তা দিয়ে এমবি খরচ হয় না ।কাজেই এটি বলাই যায় যে বাউন্টির অবস্থা খুব খারাপ । তবে আমি আশাবাদী যে ফিউচারের অবস্থার পরিবর্তন হবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Blue_sea on November 01, 2020, 03:54:20 AM
এটি নিয়ে চিন্তার কিছু নেই। প্রজেক্ট স্ক্যাম না হলে পেমেন্ট পাবেন হইতো আগে নয়তো পরে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: XM8 on November 01, 2020, 06:12:17 AM
বর্তমান সময়ে অধিকাংশ বাউন্টি সাকসেস হই না যে অল্প পরিমাণ বাউন্টি সাকসেস হয় । সেখান থেকে ভালোভাবে পেমেন্ট পাওয়া যায় না। 2017 সালে যে বাউন্টি গুলো ছিল তার অধিকাংশ বাউন্টি গুলোর পার্টিসিপেন্ট লিমিট করা থাকত তার ফলে বাউন্টি সাকসেস হলে সকল পার্টিসিপেন্ট কিছু না কিছু প্রেমেন্ট পেত। কিন্তু বর্তমান সময়ের বান্টি গুলো থেকে প্রেমেন্ট পাওয়া যায় না বললেই চলে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: sky20 on November 03, 2020, 05:25:47 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন যদিও বাউন্টি জগত এখন প্রায় স্ক্যাম প্রজেক্ট এ ভরে গেছে তার পরেও এখন অনেক ভালো ভালো বাউন্টি আসছে যেগুলোতে দেখে দেখে জয়েন করে খুব বড় ধরনের প্রফিট না পেলেও মোটামুটি প্রফিট পাওয়া যায় এমনিতে খুব বড় ধরনের প্রফিট পাওয়া যায় এমন বাউন্ট এখন আসে না বললেই চলে।
লেগে থাকুন বাউন্টি আসবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: JISAN on November 03, 2020, 07:16:32 AM
এটি নিয়ে চিন্তার কিছু নেই। প্রজেক্ট স্ক্যাম না হলে পেমেন্ট পাবেন হইতো আগে নয়তো পরে।
প্রজেক্ট সাকসেল হলেও কিছু প্রজেক্ট থেকে প্যমেন্ট দেয় না। জেই হান্টারদের কষ্টের মার্কেটিং এর জন্য তারা সাকসেস হয়। সাকসেস হওয়ার পর তাদেরি ভুলে যায় এরকম অনেক প্রজেক্ট দেখছি
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: mahid on November 03, 2020, 07:53:36 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
বাউন্টি করে যদি পেমেন্ট পেতে দেরি হয় তাহলে চিন্তার ই বিষয় । তাছাড়া বেশির ভাগ বাউন্টি পেমেন্ট না দিয়ে মার্কেট থেকে চলে যায়। এই অবস্থায় বাউন্টি নিয়ে চিন্তার একটি বিষয় থাকে। তারপরও আমি বলব যে  বাউন্টি করার পূর্বে ভাল করে দেখে নিন। যাতে কিছা হলেও সর্তকতা অবলম্বন করা যায়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: JISAN on November 03, 2020, 08:13:22 AM
বোঝা মুসকিন যে কোন প্রজেক্ট ভালো হবে আর কোনটা স্কাম করবে কারন যখন বাউন্টি চালায় তখন খুব এক্টিব থাকে টিম কিন্তু বাউন্টি শেষ হলে আর খোজ পাওয়া যায় না
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Psycho on November 03, 2020, 08:53:02 AM
বোঝা মুসকিন যে কোন প্রজেক্ট ভালো হবে আর কোনটা স্কাম করবে কারন যখন বাউন্টি চালায় তখন খুব এক্টিব থাকে টিম কিন্তু বাউন্টি শেষ হলে আর খোজ পাওয়া যায় না
কিছু কিছু বাউন্টি যখন চলে তখন একটি থাকেনা বাউন্টি কমিটির লোক। আবার কিছু কিছু বাউন্টিতে বাউন্টি শেষ হওয়ার আগে অনেকে এক্টিভ দেখায় কিন্তু বাউন্টি শেষ হলে তখন আর কোন খোঁজ খবর পাওয়া যায় না। স্কাম করে চলে যায়। কিন্তু বর্তমানে প্রায় সবগুলা বাউন্টি সাকসেস হচ্ছে পেমেন্ট করতেছে। আশাকরি 2017 সালের মতো হয়ে যাবে আবার বাউন্টি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on November 03, 2020, 09:26:47 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
ভাইয়া বর্তমানে ফোরামে বান্টির অবস্থা 2017 সালের মত না হলেও, এখন অনেক ভালো ভালো বাউন্টি চলছে। এগুলো দেখে দেখে যদি জয়েন করা হয়, তাহলে অবশ্যই পেমেন্ট পাওয়া যাবে। তাই এখন আর বাউন্টি পেমেন্ট নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় না বলে আমি মনে করি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Hasan986 on November 04, 2020, 08:13:45 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
ভাইয়া বর্তমানে ফোরামে বান্টির অবস্থা 2017 সালের মত না হলেও, এখন অনেক ভালো ভালো বাউন্টি চলছে। এগুলো দেখে দেখে যদি জয়েন করা হয়, তাহলে অবশ্যই পেমেন্ট পাওয়া যাবে। তাই এখন আর বাউন্টি পেমেন্ট নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় না বলে আমি মনে করি।
জি ভাই আপনার একটা কথার সাথে আমি একমত যে ২০১৭ সালের পর বাউন্টির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিলো। যদি ১০০ নতুন প্রজেক্ট আসতো এর মধ্যে ৯৯ টা স্কাম। তবে ২০২০ এ তা অনেক খানি কমেছে। তবে ভালো বাউন্টি করলে যে ভালো পেমেন্ট পাওয়া যাবে তা কিন্তু না। ১০০$ এর জন্য ১০০০ পার্টিসিফেট হয় তাহলর কি ওই পেমেন্টের মূল্য আছে.? তাই সকল ম্যানেজারদের প্রয়োজন পার্টিসিফেট লিমিটেড করে দেওয়া।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on November 04, 2020, 08:25:52 AM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট ডিলিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
জি ভাইয়া ঠিক বলেছেন আপনার সাথে আমিও একমত, প্রত্যেকটা বাউন্টিতে যদি পার্টিসিপেট নেয়ার পর বন্ধ করে দেয়া হয় তাহলে ভাল প্রফিট আশা করা যাবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on November 04, 2020, 08:31:48 AM
প্রথম দিকে যেভাবে পেমেন্ট পাওয়া যেতো সেই অনুপাতে এখন কম পেমেন্ট পাওয়া যায় কিন্তু এ্টা নিয়ে খুব চিন্তিত নই আমি। কারন অনেক খারাপ প্রজেক্টের মধ্যেও ভালো কিছু প্রোজেক্ট ও আসছে। এবং এর মধ্যে আমরা বাউন্টি ডিটেকটিভ এর মত ভালো আস্থার কিছু  যায়গা ও পেয়েছি যারা আমাদের জন্য অনেক ভালো ভালো প্রোজেক্ট নিয়ে আসতেছে। আমরা যদি বেছে বেছে কিছু প্রোজেক্ট করতে পারি তাহলে আামাদের পেমেন্ট নিয়ে খুব বেশি দূরচিন্তা করা লাগবে বলে আমি মনেকরি ন। আমি সবসময় পজিটিভ চিন্তা করতে ভালোবাসি। আমি মনেকরি বাউন্টিতে আবার সুদিন ফিরে আসবে।                                                   
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন, প্রথমদিকে বাউন্টিতে ভালো পেমেন্ট পাওয়া যেত কারণ তখন পার্টিসিপেট এর সংখ্যা কম ছিল। তাই তখন ভাল প্রফিট পাওয়া যেত। কিন্তু এখন পার্টিসিপেট এর সংখ্যা অনেক বেশি হয় তাই বাউন্টি করে তেমন কোনো প্রফিট হয় না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Nusrat on November 04, 2020, 08:33:57 AM
সব প্রজেক্ট এর চেয়ে বান্টির প্রজেক্ট যখন মার্কেটে আসে তখন তখন সবাই বাউন্টিতে কাজ করা শুরু করে। বেশ কিছুদিন আগে ভারতের অবস্থা ভালো ছিল না। কিন্তু তখন ভালো পেমেন্ট পাওয়া যেত। এখন বান্টির অবস্থা ভালো হলেও সেরকম প্রেমেন্ট পাওয়া যাচ্ছে না। কেননা আগে অনেক কম লোকেই বাউন্টি করত কিন্তু। কিন্তু এখন লোক সংখ্যা অনেক বেড়েছে তাই বান্টির অবস্থাও বাড়তে হবে। তা না হলে ভালো পেমেন্ট পাওয়া সম্ভব নয়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Apower$ on November 17, 2020, 01:16:54 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি একদম ঠিক বলেছেন ব্রো আমি আপনার সাথে একমত। বর্তমানে ভালো বাউন্টি যেগুলো আসে সেগুলাতে 1500-2000 জন করে মেম্বার এড হয়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Rain075 on November 17, 2020, 01:35:23 PM
বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে কোন কাজ করলে সেটা সঠিক পেমেন্ট পাওয়া যায় না।আবার কিছু কিছু কাজ রয়েছে যেটা সঠিক ভাবে ডিস্ট্রিবিউশন করে। তবে এ নিয়েই আমরা অনেক চিন্তিত। যে আগের মত কোন পেমেন্ট পাওয়া যায় না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Primo1760 on November 17, 2020, 04:01:11 PM
কোন কোন বাউন্টিতে ইউজার সংখ্যা নির্দিষ্ট করা থাকে। সেই সমস্ত বারনটেক গুলা কাজ করে মজা পাওয়া যায়। এখনো ও রকম বাউন্টি চালু আছে,। কিন্তু বর্তমানে চিটারের পরিমাণ বেড়ে যাওয়াতে অনেক বাউন্টিতে অ্যাড হয়। আপনি যদি 30 থেকে 40 টা 12 টি কোম্পানির যখন তাহলে 5 থেকে 6 টি বাউন্টি পাওয়া যায়। আর এই 5_6 টি বান্টির টোকেন এক্সচেঞ্জে লিস্ট হতে এই টোকেনের দাম কমে যায়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Ak600 on November 17, 2020, 04:50:11 PM
প্রথম দিকে যেভাবে পেমেন্ট পাওয়া যেতো সেই অনুপাতে এখন কম পেমেন্ট পাওয়া যায় কিন্তু এ্টা নিয়ে খুব চিন্তিত নই আমি। কারন অনেক খারাপ প্রজেক্টের মধ্যেও ভালো কিছু প্রোজেক্ট ও আসছে। এবং এর মধ্যে আমরা বাউন্টি ডিটেকটিভ এর মত ভালো আস্থার কিছু  যায়গা ও পেয়েছি যারা আমাদের জন্য অনেক ভালো ভালো প্রোজেক্ট নিয়ে আসতেছে। আমরা যদি বেছে বেছে কিছু প্রোজেক্ট করতে পারি তাহলে আামাদের পেমেন্ট নিয়ে খুব বেশি দূরচিন্তা করা লাগবে বলে আমি মনেকরি ন। আমি সবসময় পজিটিভ চিন্তা করতে ভালোবাসি। আমি মনেকরি বাউন্টিতে আবার সুদিন ফিরে আসবে।                                                   
জি ভাই আপনার চিন্তাভাবনা এবং আমার চিন্তা ভাবনা একই রকম এবং আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হলাম ধন্যবাদ
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Markuri33 on November 17, 2020, 05:05:19 PM
2017 সালে ক্রিপ্টোকারেন্সি সবথেকে ভালো সময় গিয়েছিল। পর আস্তে আস্তে অনেক খারাপের দিকে গিয়েছিল প্রায় তিন বছর। বর্তমানে আবারও ক্রিপ্টোকারেন্সি অবস্থা ভাল হচ্ছে যার ফলে আমি বিশ্বাস করি যে 2017 সাল রিপিট হবেই ইনশাল্লাহ।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 05:08:48 PM
2017 সালে ক্রিপ্টোকারেন্সি সবথেকে ভালো সময় গিয়েছিল। পর আস্তে আস্তে অনেক খারাপের দিকে গিয়েছিল প্রায় তিন বছর। বর্তমানে আবারও ক্রিপ্টোকারেন্সি অবস্থা ভাল হচ্ছে যার ফলে আমি বিশ্বাস করি যে 2017 সাল রিপিট হবেই ইনশাল্লাহ।
আপনি ঠিক বলেছেন, বর্তমান ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই ধারণা করা যাচ্ছে বাউন্টি সাইট আবার 2017 সালের মতো হলেও হতে পারে। তবে এটা আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের জন্য অনেক বড় একটা সুখবর।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: salukhe on November 18, 2020, 04:06:59 PM
আমি বাউন্টি  করছিলাম তবে সেখান থেকে কোন প্রফিট পাইনি। হয়তো বাউন্টি   গোলা ভালো ছিল না। তাই কোন প্রফিট পাইনি। ভালো বাউন্টি  চেনার উপায় কি? বুঝবো কেমনে যে কোনটা ভাল আর কোনটা খারাপ বাউন্টি। আপনাদের মতামত আশা করছি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Chita76 on November 18, 2020, 04:19:30 PM
প্রথমে খুব টেনশানে থাকি কারণ সব বাউন্টিতে প্রায়ই কাজ করে থাকি কিন্তু পেমেন্ট পাইনি।প্রায়ই কিছু বাউন্টি সাকসেস হয় কিন্তু টোকেন দিস্ট্রিবিউশন করেনা টোকেন ডিস্ট্রিবিউশনের কিছুদিন আগ দিয়ে স্কাম ঘোষণা করে চলে যা। প্রায় গুলোই বাউন্টি কাজ করলে এই সমস্যা গুলো দেখা যাচ্ছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triedboy on November 18, 2020, 06:57:29 PM
আমি বাউন্টি  করছিলাম তবে সেখান থেকে কোন প্রফিট পাইনি। হয়তো বাউন্টি   গোলা ভালো ছিল না। তাই কোন প্রফিট পাইনি। ভালো বাউন্টি  চেনার উপায় কি? বুঝবো কেমনে যে কোনটা ভাল আর কোনটা খারাপ বাউন্টি। আপনাদের মতামত আশা করছি।

আপনি এখন সব বাউন্টি সেকশনে অ্যাড হবেন।এবং প্রত্যেক বাউন্টি গুলো করবেন আশা করি আপনি ভাল প্রফিট পাবেন। আসলে দু-একটা বাউন্টি করে বোঝা যায় না যে বাউন্টি করে বেশি প্রফিট পাওয়া যায় না। অতএব আমি বলব আপনি বাউন্টিতে কাজ করেন তাহলে দেখা যাবে এক সময় ভালো পেমেন্ট পাবেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Magepai on November 19, 2020, 06:51:27 PM
বর্তমান সময়ে দেখা যায় বাউন্টি করে ভালো কোন পেমেন্ট পাওয়া যাচ্ছে না।আমি মনে করি এটার মূল সমস্যা হচ্ছে বর্তমানে বাউন্টি পার্টিসিপেট অতিরক্ত অংশগ্রহণ করে। প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট লিমিট করে দেয়া হয় তাহলে হয়তো ভালো পেমেন্ট পাওয়া যেতে পারে।বর্তমানে যেহেতু মার্কেটের পজিশন অনেক ভালো হচ্ছে অতএব আমি মনে করি এখন বাউন্টি ভালো সাকসেস হবে। এখান থেকে সবাই ভালো প্রেমেন্ট পাবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: sky20 on November 19, 2020, 07:34:33 PM
আমি মোটেও চিন্তিত নই। কারন বর্তমানে বেশির ভাগ বাউন্টিতে পেমেন্ট করছে এবং বর্তমানে বাজার অনেক ভাল হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কোন প্রজেক্ট ই পেমেন্ট না দিয়ে যাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমার কোন চিন্তা  নেই বললেই চলে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Nostoman on November 19, 2020, 07:55:17 PM
আমি মোটেও চিন্তিত নই। কারন বর্তমানে বেশির ভাগ বাউন্টিতে পেমেন্ট করছে এবং বর্তমানে বাজার অনেক ভাল হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কোন প্রজেক্ট ই পেমেন্ট না দিয়ে যাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমার কোন চিন্তা  নেই বললেই চলে।
বেশিরভাগ বাউন্টি গুলো থেকে বর্তমানে পেমেন্টে দেয়। বর্তমানে যেসব প্রচারণা সাকসেসফুল হয়, সাকসেসফুল হওয়ার পরে বেশিরভাগ জালিয়াতি করে না। এ বিষয়ে আমি আপনার সাথে একমত। বেশিরভাগ বাউন্টি গুলো বর্তমানে সাকসেসফুল হয়, ফোরামে বাউন্টি চালিয়ে প্রজেক্ট উন্নতি লাভ করে। এ জন্য মূলত বাউন্টি পেমেন্ট করে। আর ম্যানেজারদের কাছে বেশিরভাগ টিম প্রতিশ্রুতিবদ্ধ। কারণ অনেক সময় স্কামিং এরপর, সব ম্যানেজাররা ভালো বাউন্টি আনার জন্য চেষ্টা করে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Malam90 on November 20, 2020, 03:40:47 PM
আমি মোটেও চিন্তিত নই। কারন বর্তমানে বেশির ভাগ বাউন্টিতে পেমেন্ট করছে এবং বর্তমানে বাজার অনেক ভাল হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কোন প্রজেক্ট ই পেমেন্ট না দিয়ে যাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমার কোন চিন্তা  নেই বললেই চলে।
বেশিরভাগ বাউন্টি গুলো থেকে বর্তমানে পেমেন্টে দেয়। বর্তমানে যেসব প্রচারণা সাকসেসফুল হয়, সাকসেসফুল হওয়ার পরে বেশিরভাগ জালিয়াতি করে না। এ বিষয়ে আমি আপনার সাথে একমত। বেশিরভাগ বাউন্টি গুলো বর্তমানে সাকসেসফুল হয়, ফোরামে বাউন্টি চালিয়ে প্রজেক্ট উন্নতি লাভ করে। এ জন্য মূলত বাউন্টি পেমেন্ট করে। আর ম্যানেজারদের কাছে বেশিরভাগ টিম প্রতিশ্রুতিবদ্ধ। কারণ অনেক সময় স্কামিং এরপর, সব ম্যানেজাররা ভালো বাউন্টি আনার জন্য চেষ্টা করে।

হা, আগের চেয়ে ২০২০ সালের ফেব্রুয়ারী মাস থেকে বাউন্টি যেগুলো আসতেছে তার অধিকাংশই সাকসেস হচ্ছে। সামান্য হলেও পেমেন্ট দিচ্ছে অনেক প্রজেক্ট যা গতবছর ছিলো অকল্পনীয়। এজন্য একটা কথা আমি গত ২ বছর ধরে বলে আসতেছি যে- বাউন্টিতে লেগে থাকতে হবে। ছেড়ে দিলে হবেনা। লেগে থাকলে সামান্য হলেও আয় আসবে এবং মাঝে মাঝে বড় পেমেন্টও আসবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triedboy on November 24, 2020, 12:35:25 AM
আমি মোটেও চিন্তিত নই। কারন বর্তমানে বেশির ভাগ বাউন্টিতে পেমেন্ট করছে এবং বর্তমানে বাজার অনেক ভাল হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কোন প্রজেক্ট ই পেমেন্ট না দিয়ে যাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমার কোন চিন্তা  নেই বললেই চলে।
বেশিরভাগ বাউন্টি গুলো থেকে বর্তমানে পেমেন্টে দেয়। বর্তমানে যেসব প্রচারণা সাকসেসফুল হয়, সাকসেসফুল হওয়ার পরে বেশিরভাগ জালিয়াতি করে না। এ বিষয়ে আমি আপনার সাথে একমত। বেশিরভাগ বাউন্টি গুলো বর্তমানে সাকসেসফুল হয়, ফোরামে বাউন্টি চালিয়ে প্রজেক্ট উন্নতি লাভ করে। এ জন্য মূলত বাউন্টি পেমেন্ট করে। আর ম্যানেজারদের কাছে বেশিরভাগ টিম প্রতিশ্রুতিবদ্ধ। কারণ অনেক সময় স্কামিং এরপর, সব ম্যানেজাররা ভালো বাউন্টি আনার জন্য চেষ্টা করে।

হা, আগের চেয়ে ২০২০ সালের ফেব্রুয়ারী মাস থেকে বাউন্টি যেগুলো আসতেছে তার অধিকাংশই সাকসেস হচ্ছে। সামান্য হলেও পেমেন্ট দিচ্ছে অনেক প্রজেক্ট যা গতবছর ছিলো অকল্পনীয়। এজন্য একটা কথা আমি গত ২ বছর ধরে বলে আসতেছি যে- বাউন্টিতে লেগে থাকতে হবে। ছেড়ে দিলে হবেনা। লেগে থাকলে সামান্য হলেও আয় আসবে এবং মাঝে মাঝে বড় পেমেন্টও আসবে।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন।আমাদেরকে ধৈর্য হারালে চলবে না অবশ্যই ধৈর্য ধরে এই ফোরামে টিকে থাকতে হবে তাহলে অবশ্যই কোনো এক সময় দেখা যাবে অনেক ভালো ভালো প্রেমের পাবো। আর বিশেষ করে দেখা যায় যে বর্তমানে কিন্তু বাউন্টি গুলো মোটামুটি ভালই সাকসেস হয়েছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Salauddin on November 24, 2020, 04:06:02 AM
সব বউনটি পেমেন্ট এ  নিশচিত হওয়া জাইয়নবনা কারন এখানে অনেক কারন থাকে বাউন্টি বেশিরভাগ এখনো সাকসেস হয়না, এখন পর্যন্ত প্রাই ৮০% বাউন্টি সাকসেস হয়না আবার এমন অনেক বাউন্টি আছে জেগুলা মোটামোটি ভালো বা সেল হয় কিন্তু শেষ পর্যন্ত সাকসেস হয়না, সবকিছু মিলায়ে বলা  জায় যে এখন সব বাউন্নটির পেমেন্ট সাকসেস হবে এতার আশা করা ঠিক না ।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Danishpower on November 24, 2020, 04:11:10 AM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। প্রত্যক বাউন্টিতে যদি 100-200 জন লিমিট করে দেয় তাহলে হয়তো ভালো প্রজেক্টে এক্সচেঞ্জ করা যেতে পারে ইনশা আল্লাহ।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: AGM on November 24, 2020, 06:16:25 AM
ইদানিং বাউন্টি পেমেন্ট নিয়ে দুঃশ্চিন্তা ‍কিছুটা হলেও কমেছে। এখন বলা চলে যে বাউন্টি পেমেন্ট এখন রিগুলোর হয়েছে। নতুন প্রায় সব প্রজেক্টে পেমেন্ট দিয়েছে এবং কিছু আছে প্রসেসিং এর জন্য দেরি হচ্ছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triedboy on November 25, 2020, 01:43:34 AM
আসলে বর্তমানে কিন্তু বাউন্টি করে মোটামুটি ভালই প্রেমেন্ট পাওয়া যাচ্ছে। তার কারণ হলো আবারও ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট ভালো হতে চলেছে। কারণে আমার বিশ্বাস অবশ্যই 2017 সালের থেকে মার্কেট এর অবস্থা ভালো হবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Ak600 on November 27, 2020, 03:20:51 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কারণ বর্তমান অনেক মেম্বার হওয়ার কারণে এবং একই প্রজেক্টে এড হওয়ার কারণে কয়েন পাওয়ার পরে এক্সচেঞ্জ করার সময় কিভাবে করতে পারে এই কারণে কয়েনের দাম নষ্ট হয়ে যায়
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ranaprime on November 27, 2020, 04:05:20 PM
এই মূর্হেুর্তে আমি কিছুটা চিন্তিত আবার খুব একটা না। কারন দেখেছি অনেক বাউন্টি পোমেন্ট করে দিয়েছে। আবার কিছু আছে কোন পেমেন্ট করে নি। এগুলো করবে কি না তাও বলাও মুশকিল। তবে এর সবাই যে করবে তা না কারন কিছু আছে স্ক্যাম প্রজেক্ট তাই সবগুলোর আশা করা মোটেও ঠিক হবে না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: JISAN on November 27, 2020, 04:16:17 PM
এই মূর্হেুর্তে আমি কিছুটা চিন্তিত আবার খুব একটা না। কারন দেখেছি অনেক বাউন্টি পোমেন্ট করে দিয়েছে। আবার কিছু আছে কোন পেমেন্ট করে নি। এগুলো করবে কি না তাও বলাও মুশকিল। তবে এর সবাই যে করবে তা না কারন কিছু আছে স্ক্যাম প্রজেক্ট তাই সবগুলোর আশা করা মোটেও ঠিক হবে না।
এখন প্যমেন্ট দিচ্ছে অনেক বাউন্টি থেকে আবার প্রজেক্ট মোটামুটি সাকসেসও হচ্ছে। যে প্রজেক্ট যে কম্পানি রিয়েল বিজনেস করতে আসে তারা ঠিকি প্যমেন্ট করে। স্কামাররা শুধু করে না। তারা করবেও না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Rubel007 on November 27, 2020, 06:47:52 PM
বাউন্টি পোমেন্ট নিয়ে আমি চিন্তিত। কারন বেশ কিছু বাউন্টি করেছি কিন্তু পেমেন্ট পায়নি। যোগাযোগ করে কোন আশার আলো দেখতে পেলাম না। তবুও আশা ছাড়িনি। যার ফলে চিন্তা বা সঙ্কা মুক্ত হতে পারিনি যে পেমেন্ট পাব কি না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Crypto_Somrat on November 27, 2020, 07:50:04 PM
আমি মোটেও চিন্তিত নই। কারন বর্তমানে বেশির ভাগ বাউন্টিতে পেমেন্ট করছে এবং বর্তমানে বাজার অনেক ভাল হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কোন প্রজেক্ট ই পেমেন্ট না দিয়ে যাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমার কোন চিন্তা  নেই বললেই চলে।
আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত। কারণ এই ফোরামে এখন অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। যেগুলোতে জয়েন করে ঠিকঠাক কাজ করতে পারলে অবশ্যই ভালো প্রফিট আশা করা যায়। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটও উন্নতির পথে। তাই আমি বাউন্টি পেমেন্ট নিয়ে কোনরকম চিন্তিত নই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Runa on November 28, 2020, 10:01:02 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট ডিলিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
সে ক্ষেত্রে আমাদের মত নতুন ইউজারদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। আমরা যারা আছি তারা তো সেইরকম তেমন কোনো কিছু বুঝিনা। বুঝতে বুঝতে তো দের 200 পার্টিসিপেট জয়েন করা হয়ে যাবে। তাহলে আমরা আর জয়েন করতে পারবোনা।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: warhero on November 28, 2020, 10:26:22 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             

আপনি ঠিকই বলেছেন প্রত্যেকটা বাউন্টি তে যদি পার্টিসিপেট ডিলিট করে দেয়া হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
সে ক্ষেত্রে আমাদের মত নতুন ইউজারদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। আমরা যারা আছি তারা তো সেইরকম তেমন কোনো কিছু বুঝিনা। বুঝতে বুঝতে তো দের 200 পার্টিসিপেট জয়েন করা হয়ে যাবে। তাহলে আমরা আর জয়েন করতে পারবোনা।
এইজন্য আপনাকে ফোরামে একটি থেকে বিভিন্ন নতুন নতুন বাউন্টি ক্যাম্পেইনের খবরা-খবর নিতে হবে। যাতে সবার আগে না হলেও আপনি বাউন্টি ক্যাম্পাসগুলোতে যোগ হতে পারেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Cz Rock on December 18, 2020, 04:57:22 PM
বাউন্টি পেমেন্ট নিয়ে কোন চিন্তা করার প্রয়োজন নেই। বাউন্টি দীর্ঘসময়ের প্রজেক্ট চলে। এই প্রজেক্ট শেষ হলে বাউন্টি পেমেন্ট করে থাকে। বাউন্টিতে কাজ করলে বেশি স্ক্যাম কম হয়। বাউন্টিতে কাজ করলে পেমেন্ট নিয়ে কোন চিন্তা করো না দরকার নেই। বাউন্টি সর্বদাই পেমেন্ট দিয়ে থাকে ‌।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Perfect540 on December 18, 2020, 07:23:40 PM
অনেক লোক বাউন্টি করে জীবিকা নির্বাহ করে ‌ তাই আমি মনে করি অনেক ইউ স্বার্থের জন্য বাউরি পেমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে অনেক ইউজার বাউন্টি করে পেমেন্ট পায় না। অনেক সাকসেসফুল হয়না। তবে আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত নয়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 07:47:29 AM
আসলে কিছুদিন আগে দেখা গিয়েছে বাউন্টি করলে কোন পেমেন্ট পাওয়া যেত না। কিন্তু বর্তমানে যেহেতু বিটকয়েন ওইথেরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে অনেক সেহেতু ক্রিপ্টোকারেন্সি সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে বর্তমানের জীবনটাই আসুক না কেন সব সাকসেস হবে। তো আপনার এখন সবাই অ্যাড হয়ে যাবেন আশা করা যায় ভাল প্রফিট মিলবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mrkadir85 on December 19, 2020, 01:37:03 PM
বর্তমানে বাউন্টি প্রজেক্ট এর অবস্থা খুব একটা ভালো নয়।দু'চারটে প্রজেক্ট যাও সাকসেস হয় খুব একটা পেমেন্ট পাওয়া যায় না। কারণ হয় বাজেট কম থাকে না হলে পার্টিসিপেট অনেক বেশি হয় ।অনেক বেশি পার্টিসিপেট এ কারণে পেমেন্ট খুব সামান্য পাওয়া যায় যা থেকে গ্যাস ফি উঠে না। তাই সামনে আমিও আপনার মত বাউন্টি পেমেন্ট নিয়ে ভীষণ চিন্তায় আছি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Bony11 on December 19, 2020, 01:46:35 PM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই

হ্যাঁ ভাই 2017 সালে বাউন্টি গুলো অনেক ভাল ছিল ।সেই সময় বাউন্টি করে ভালো পেমেন্ট পাওয়া যেত কিন্তু বর্তমানে বাউন্টি করে কোন পেমেন্ট পাওয়া যায় না ।কারণ বেশিরভাগ বাউন্টি স্কাম হয়ে থাকে। দুই-একটা বাউন্টি ভালো হলেও এর থেকে যেটুকু দেওয়া হয় তা থেকে টাকা টান্সফার করতে গিয়ে কিছুই থাকেনা। তবে আমি মনে করি যদি বাউন্টি গুলোতে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেয়া হয় তাহলে সেখান থেকে কিছু প্রফিট আশা করা যায়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Bony11 on December 19, 2020, 01:55:37 PM
2017 সাল , বাউন্টি এর জন্য অনেক ভাল ছিল। তবে 2017 সালে বেশিরভাগ প্রোজেক্টের আইসিও ছিল না তখন বেশিরভাগ প্রযুক্তিতে আইপিও ছিল। যার ফলশ্রুতিতে কোন টোকেন এর উপর বিনিয়োগ করলে অনেক বেশি লাভবান হওয়া যেত। কিন্তু বর্তমানে সাধারণত বাউন্টি হান্টারদের টোকেন দেয় না। সে জায়গায় ইনভেস্ট করলে তো ফকির হওয়ার সম্ভাবনা থাকে। ইতোমধ্যেই আমেরিকান কমিউনিটির একটি টোকেন আমি কিনেছিলাম। যে লোকের মাধ্যমে আমি টোকেনটি কিনেছিলাম সে লোকটি আমার বিশ্বাসী ছিল। কিন্তু‌ global market এ মানুষ আমেরিকান কোন প্রজেক্টে খুব একটা বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে না। তাই সে প্রজেক্টটি তারা বন্ধ করে দিয়েছে।এরকম প্রজেক্টর কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু বর্তমানে আমি ফোরামে কিছু সিগনেচার এ কাজ করেছি। যেগুলো ইতোমধ্যেই স্কাম হয়েছে। তাই আমি হতাশ। ক্রিপ্টোকারেন্সি অনেকদিন থাকার পরেও ফোরাম থেকে খুব একটা পেমেন্ট পাইনি। তবে যা পেয়েছিলাম তা 2017 সালে। বর্তমানে ম্যানেজমেন্টের কাজ করতে পারলে খুবই লাভবান। তবে এখন বেশিরভাগ বাউন্টি পেমেন্ট দেয় না। পেমেন্ট দিলেও সাকসেস হয় না। এটা বাউন্টি হ্যাকারদের জন্য হতাশাজনক, দুঃখজনক।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বিষয়টি সত্যিই অনেক দুঃখজনক ।কোন প্রজেক্টে অনেক পরিশ্রম করে এবং আশা নিয়ে একজন ইউজার কাজ করে থাকে। সেই প্রজেক্টে থেকে যদি সে কোন প্রফিট না পেয়ে থাকে । কাজ করার পর সেটা যদি স্কাম  হয় তাহলে তার জন্য  সত্যি হতাশাজনক ব্যাপার ।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: bmr on December 19, 2020, 03:57:01 PM
আমি মোটেও বাউন্টি পেমেন্ট নিয়ে এখন চিন্তিত না। কারন এখন ক্রিপ্টো নতুন প্রাণ ফিরে পেয়েছে। এখানে এখন পেমেন্ট পাওয়া যাচ্ছে যা কিছুদিন আগেও পেমেন্ট শূণ্য ছিল। বর্তামন মার্কেটের অবস্থা খুবই ভাল তাই পেমেন্ট ঠিক ঠাক মত হচ্ছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Tunir Baap on December 19, 2020, 04:00:34 PM
আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন আমি ফোরামের নতুন নতুন সদস্য তারপরও আমি কিছু সংখ্যক বাউন্টিতে অ্যাড হয়েছি এবং সেখানে দেখেছি বিভিন্ন ক্যাম্পেইনে অনেক সংখ্যক পাট নিচ্ছে তাহলে সেখান থেকে আমি কোন পেমেন্ট পাবো না দয়া করে আমাকে একটু জানাবেন
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Nhaila on December 19, 2020, 04:02:15 PM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
বাউন্টি পেমেন্ট নিয়ে আমি নিশ্চিত  না কারন অনেক ভালো ভালো প্রজেক্ট গুলা অনেক সময় পেমেন্ট  দেয় না কিন্তু এটা আমি মনে করি মেনেজারের দোষ কারন প্রজেক্ট এর সিও রা সব মেনেজারদের দিয়ে দেয় আর যদি মেনেজার ভালো  থাকে তা হলে পেমেন্ট দেয় তা না হলে দিতে চায় না তাই আমি পেমেন্ট নিয়ে নিশ্চিত না
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Ricky on December 19, 2020, 07:10:05 PM
বর্তমান বাউন্টি জগত ধীরে ধীরে ভালো হতে চলেছে। ধীরে ধীরে এখন ফোরামে অনেক বাউন্টি আসতে শুরু করেছে এবং কিছু কিছু সাকসেস ও হচ্ছে। আমি মনে করি এখন আর বাউন্টি পেমেন্ট নিয়ে চিন্তার কোন কারণ নেই। ইনশাআল্লাহ বাউন্টি জগত আবার তার আগের পজিশনে ফিরে যেতে শুরু করেছে। এবং ভবিষ্যতে আরও ভালো হবার সম্ভাবনা রয়েছে বলে আশা করা যায়। আমরা চাই বাউন্টি জগত আরো ভালো হোক।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Sharpmax on December 19, 2020, 07:32:17 PM
আমরা বর্তমানে যে সমস্ত বাউন্টি ক্যাম্পেইনে কাজ করে যাচ্ছি উল্টো ক্যাম্পেইন থেকে আশানুরূপ কোন পেমেন্ট পাচ্ছি না। আমরা শুধু কাজ করেই যাচ্ছি কিন্তু পেমেন্টের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছি। 20 থেকে 25 টা বাউন্টি করলে সেখান থেকে ২ থেকে ৩ প্রজেক্ট এর পেমেন্ট পাওয়া যায়।প্রেমেন্ট পেলেও মার্কেটে তার কোন দাম থাকে না। সত্যিই এ নিয়ে আমরা অনেক চিন্তিত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Jaya60 on December 21, 2020, 01:31:11 AM
বর্তমান বাউন্টি জগত ধীরে ধীরে ভালো হতে চলেছে। ধীরে ধীরে এখন ফোরামে অনেক বাউন্টি আসতে শুরু করেছে এবং কিছু কিছু সাকসেস ও হচ্ছে। আমি মনে করি এখন আর বাউন্টি পেমেন্ট নিয়ে চিন্তার কোন কারণ নেই। ইনশাআল্লাহ বাউন্টি জগত আবার তার আগের পজিশনে ফিরে যেতে শুরু করেছে। এবং ভবিষ্যতে আরও ভালো হবার সম্ভাবনা রয়েছে বলে আশা করা যায়। আমরা চাই বাউন্টি জগত আরো ভালো হোক।
আসলে আপনি যে ধারণাটা দিয়েছেন বর্তমান এর সাথে মিল আছে। আমরা লক্ষ্য করেছি মার্কেট এর পজিশন ভালো হতে শুরু হওয়ার সাথে সাথে ভালো বাউন্টি ম্যানেজার আবারো ক্যাম্পিয়ান আনতে শুরু করেছে।তারা যে বারোটি ক্যাম্পেন আনে তা প্রায় 90% সাকসেস হয় যে কারণে এখন আর বাউন্টি সাকসেস হবে কিনা এই নিয়ে চিন্তা করতে হবে না। এখন যেকোন বাউন্টি করলেই সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Cz Rock on December 21, 2020, 02:00:20 AM
বাউন্টিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে পেমেন্ট নিয়ে কোন চিন্তা করার দরকার নেই। বাউন্টি একটি দীর্ঘ সময় এর প্রজেক্ট এই প্রজেক্ট শেষ হওয়ার পরে আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Irfan12@ on December 21, 2020, 02:48:39 AM
হ্যাঁ ভাই ইদানিং পার্টিসিপেট এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এখনকার বাউন্টি গুলোর বাজেট খুবই কম থাকে এবং পার্টিসিপেট সংখ্যা অনেক হয়ে যায় সে ক্ষেত্রে যদি কোন বাউন্টি সাকসেসফুল হয় তবে সেখান থেকে তেমন কোন পেমেন্ট পাওয়া যায় না আবার ইদানিং কিছু বাউন্টি লিমিটেড পার্টিসিপেট করে দেয় এক্ষেত্রে অনেক হান্টার সেই বাউন্টি গুলোতে জয়েন করতে পারে না কেননা সবসময় অনলাইনে থাকা যায়না তো এ ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারছি না ভবিষ্যতে আমরা বাউন্টি গুলো থেকে কেমন পেমেন্ট পেতে পারে এ বিষয়ে
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Tunir Baap on December 22, 2020, 04:59:47 PM
আপনার সাথে আমি এ বিষয়ে একমত কারণ এ বিষয়ে আমি যতটুকু জানি যে 2017 সালে ছিল বিটকয়েনের স্বর্ণযুগ।অর্থাৎ তখন যদি আপনি ত্রিশটা বাউন্টি করতেন সেখান থেকে আপনি পঁচিশটা বাউন্টি পেমেন্ট পেতেন কিন্তু বর্তমান সময় দেখা যায় যদি আমি 30 থেকে 40 টা বাউন্টি প্রজেক্টে এড হই তাহলে সেখান থেকে চারটা থেকে পাঁচটা বাউন্টি সাকসেসফুল হয় এবং বাকিগুলো থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না তবে আশা করি সামনের দিনগুলোতে ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইন আসবে এবং সেগুলো সাকসেসফুল হবে
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Lutera94 on December 22, 2020, 06:40:54 PM
হ্যাঁ ভাই ইদানিং পার্টিসিপেট এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এখনকার বাউন্টি গুলোর বাজেট খুবই কম থাকে এবং পার্টিসিপেট সংখ্যা অনেক হয়ে যায় সে ক্ষেত্রে যদি কোন বাউন্টি সাকসেসফুল হয় তবে সেখান থেকে তেমন কোন পেমেন্ট পাওয়া যায় না আবার ইদানিং কিছু বাউন্টি লিমিটেড পার্টিসিপেট করে দেয় এক্ষেত্রে অনেক হান্টার সেই বাউন্টি গুলোতে জয়েন করতে পারে না কেননা সবসময় অনলাইনে থাকা যায়না তো এ ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারছি না ভবিষ্যতে আমরা বাউন্টি গুলো থেকে কেমন পেমেন্ট পেতে পারে এ বিষয়ে
আসলে ভাই সবকিছুর ই ভালো খারাপ দিক আছে, আর বাউন্টির ভালো সময়টা আমরা পার করে এসেছি। এটাই বাস্তবতা ও এটা মেনেই আমাদের কাজ করতে হবে। আগে কি ছিলো তা নিয়ে হা হুতাশ করে লাভ নেই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Bad leyar on December 23, 2020, 03:44:15 AM
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে ইদানিং যে সব বাউন্টি গুলো আসতেছে তার মধ্যে বেশিরভাগ বাউন্টি ই লিমিট থাকে না যার কারণে ইউজারদের সংখ্যা অতিরিক্ত হয়ে যায় এবং পেমেন্ট কম পাওয়া যায় আমি মনে করি যদি সব বাউন্টিতে লিমিট থাকতো তাহলে অনেক ভালো হতো এবং বাউন্টি এগুলো করলে অনেক লাভবান হওয়া যেত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: bmw1 on December 23, 2020, 05:44:03 AM
বাউন্টি পেমেন্ট নিয়ে প্রায় সবাই চিন্তিত থাকে কারণ বাউন্টি ম্যানেজার যদি বাউন্টি এর দিস্ট্রিবিউশন না করে তাহলে কিছুই করার থাকেনা এ কারণে সবাই মোটামুটি চিন্তিত থাকে এবং আমিও থাকি লেডিস টিউশন যদি না করে কিছু করার নাই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Damrai5$ on December 23, 2020, 07:50:25 AM
আমরা আসলে যারা বাউন্টি হান্টার দেখা যায় কোন প্রজেক্ট চার থেকে ছয় সপ্তাহ কষ্ট করে বাউন্টি করে থাকি। বাইরে থেকেও বেশি সময় ধরে আমরা বাউন্টি করে থাকি কিন্তু পরবর্তীতে দেখা যায় বাহনটির প্রেমেন্ট পাওয়া যায় না। টোকেন গুলো বাউন্টি হান্টারদের মাঝে ডিসট্রিবিউশন করে দেয় না কিন্তু অনেক সময় লক্ষ্য করি বাউন্টি ম্যানেজার ও ভালো তারপরও এরকম হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে সম্পন্ন বিষয়টা আলাদা এখন বাউন্টি করলে কিছু না কিছু প্রেমেন্ট পাওয়া যায়। আগের থেকে বর্তমানে কিছুটা ভিন্ন যেহেতু মার্কেট এর অবস্থা অনেকটা ভালো।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mrkadir85 on December 23, 2020, 09:18:13 AM
2019 সালের তুলনায় বর্তমানে মার্কেট কিছুটা ভালো। কিছু কিছু বাউন্টি সাকসেস হচ্ছে এবং তারা পেমেন্ট করছে। কিন্তু প্রজেক্ট গুলোতে পার্টিসিপেট বেশি থাকায় খুব একটা পেমেন্ট পাওয়া যাচ্ছে না ।তাই যদি পার্টিসিপেট লিমিট করে দেয়া হতো তবে বাউন্টি হান্টারার ভালো পেমেন্ট পেত। আমি মনে করি বাউন্টি প্রজেক্ট গুলোতে পার্টিসিপেট লিমিট করে দেয়া উচিত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mayajal on December 23, 2020, 04:55:20 PM
এখানে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে দেখলাম যে তারা 2017 সালে বাউন্টি করলেই পেমেন্ট পেয়েছে কিন্তু বর্তমান যেগুলো বাউন্টি চলে অধিকাংশই পেমেন্ট পায় না। শুধু স্পাম হচ্ছে এর কারণ আমি জানি না তারা অনেক টোকেন বিক্রি করে ফেলে লাস্টে বলে দেয় যে প্রজেক্ট স্পাম। আমাদের আর কিছু করার থাকে না তাই বর্তমানে বাউন্টি করে কোন ইনকাম করা সম্ভব না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Irfan12@ on December 24, 2020, 07:56:58 AM
এখানে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে দেখলাম যে তারা 2017 সালে বাউন্টি করলেই পেমেন্ট পেয়েছে কিন্তু বর্তমান যেগুলো বাউন্টি চলে অধিকাংশই পেমেন্ট পায় না। শুধু স্পাম হচ্ছে এর কারণ আমি জানি না তারা অনেক টোকেন বিক্রি করে ফেলে লাস্টে বলে দেয় যে প্রজেক্ট স্পাম। আমাদের আর কিছু করার থাকে না তাই বর্তমানে বাউন্টি করে কোন ইনকাম করা সম্ভব না।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অনেক অনেক বাউন্টি থেকে প্রেমেন্ট করে না তবে আমি মনে করি বর্তমান সময়ে বাউন্টি এর অবস্থা অনেকটা ভালো কেননা 2019 সালে পঞ্চাশটা বাউন্টি করলে তার থেকে পাঁচটা বাউন্টি সাকসেস হত না কিন্তু 2020 সালের শেষের দিকে বারণ্ডি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং কিছু কিছু বাউন্টি প্রেমেন্ট করছে
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Bad leyar on December 24, 2020, 10:35:19 AM
আমিও বাউন্টি পেমেন্ট নিয়ে অনেকটা চিন্তিত আছি কেননা অনেকদিন হলো ভিন্টেক্স ক্যাম্পেইনটি শেষ হয়েছে এটা থেকে কবে পেমেন্ট দেবে এখনো ডেট ফিক্সট হয়নি। তাই আমি অনেক চিন্তিত আছি। আর এখনকার বাউন্টি গুলো থেকে ভালরকম পেমেন্ট পাওয়া যায় না 2017 সালের বাউন্টি গুলোতে ভালো রকম পেমেন্ট দিয়েছি কিন্তু এখনকার বাউন্টি গুলো খুব একটা ভালো পেমেন্ট দিচ্ছে না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Angel jara on December 24, 2020, 10:38:16 AM
বাউন্টির পেমেন্ট নিয়ে আমি চিন্তিত না। কারণ বাউন্টি সর্বদায় পেমেন্ট করে থাকে। বাউন্টি একটি দীর্ঘ সময় এর প্রজেক্ট। এই প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর বাউন্টি পেমেন্ট করে থাকে। বান্টির পেমেন্ট নিয়ে কোন চিন্তা করার দরকার নেই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: EKRA13 on December 24, 2020, 11:36:32 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
। 


বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। বর্তমানে ফোরামে স্পামার দিয়ে ভরে যাচ্ছে।বাজেটের তুলনায় প্রজেক্ট গুলোতে পার্টিসিপেট অনেক বেশি থাকে তাই পেমেন্ট খুব একটা পাওয়া যায় না। আমি মনে করি ম্যানেজারদের উচিত প্রজেক্টগুলো পার্টিসিপেট লিমিট করে দেয়া যাতে প্রজেক্টগুলো থেকে বাউন্টি হান্টাররা ভালো পেমেন্ট পেতে পারে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Retina on December 24, 2020, 11:40:46 AM
আপনি ২০১৭ সালের সাথে এখন তুলনা করতে পারেন না তখন কার বাউন্টি গুলা আর এখন কার বাউন্টি গুলার মধ্যে অনেক পার্থ্যক্য রয়েছে, আর এখন আগের থেকে অনেক বেশি স্ক্যাম হচ্ছে তখন খুব সহজে পেমেন্ট পাওয়া যেতো ।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: saidul2105 on December 24, 2020, 03:43:53 PM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
ভাই আপনি ঠিকই বলেছেন।  এখন বাউন্টির যে অবস্থা তাতে করে পেমেন্ট পাওয়া যাবে কিনা সেটাও বলা মুশকিল।  এখন তো বেশির ভাগ প্রজেক্টই স্ক্যাম হয়ে থাকে।  আর যে দু'একটা প্রজেক্ট সাকসেসফুল হয় তার মধ্যেও পয়েন্ট নিয়ে থাকে অনেক শঙ্কা যে পেমেন্ট কি রকম পাওয়া যাবে।  এভাবে চলতে থাকলে সবাই বাউন্টি করার আগ্রহটাই হারিয়ে ফেলবে।  তাই এই দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়াটা খুবই প্রয়োজন।                               
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Goldlife on December 24, 2020, 04:28:41 PM
আপনি ২০১৭ সালের সাথে এখন তুলনা করতে পারেন না তখন কার বাউন্টি গুলা আর এখন কার বাউন্টি গুলার মধ্যে অনেক পার্থ্যক্য রয়েছে, আর এখন আগের থেকে অনেক বেশি স্ক্যাম হচ্ছে তখন খুব সহজে পেমেন্ট পাওয়া যেতো ।
2017 এবং 18 সালের মাঝামাঝিতে  মে বাউন্টি ছিল তারা হান্ডেট পার্সেন্ট পেমেন্ট কোরতো । এবং ভালো ধরনের মুনাফা পাওয়া যেত। আর এখন সব স্কামার দিয়ে ভরে গেছে ফোরামে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Markuri33 on January 13, 2021, 12:58:32 AM
আপনি ২০১৭ সালের সাথে এখন তুলনা করতে পারেন না তখন কার বাউন্টি গুলা আর এখন কার বাউন্টি গুলার মধ্যে অনেক পার্থ্যক্য রয়েছে, আর এখন আগের থেকে অনেক বেশি স্ক্যাম হচ্ছে তখন খুব সহজে পেমেন্ট পাওয়া যেতো ।
2017 এবং 18 সালের মাঝামাঝিতে  মে বাউন্টি ছিল তারা হান্ডেট পার্সেন্ট পেমেন্ট কোরতো । এবং ভালো ধরনের মুনাফা পাওয়া যেত। আর এখন সব স্কামার দিয়ে ভরে গেছে ফোরামে।
তখনকার সময় যেকোনো একটা বাউন্টি থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়া যেত।কিন্তু তার থেকেও ভালো মার্কেট পজিশন কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু তারপরেও সেরকম ভাল বাউন্টি আসতেছে না। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো 2-3 সপ্তাহ চলার পর সেগুলো স্প্যাম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি মনে করি বাউন্টি সেকশন ধ্বংস হয়ে যাবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mahindra on January 13, 2021, 04:24:52 AM
আমিও বর্তমানের যেসকল বাউন্টি আছে এইসব বাউন্টি এর পেমেন্ট নিয়ে চিন্তিত আছি। কেননা বর্তমানে যে সকল বাউন্টি গুলো আছে এগুলো থেকে এখনো কোনো পেমেন্ট পাইনি। আগের তুলনায় এখন যেসব বাউন্টি আছে এগুলোতে পেমেন্ট দেয় না আগের বাউন্টি গুলোতে ভালরকম পেমেন্ট কোরতো কিন্তু এখনকার বান্টি গুলো থেকে পেমেন্ট পাওয়া খুবই মুশকিল তাই আমি চিন্তিত আছি।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Dark Knight on January 13, 2021, 04:47:14 AM
এখন আর আমি বাউন্টি পেমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
[/quote আগে যে সকল বাউন্টি ক্যাম্পেইন ছিল সেগুলো থেকে ভালো পেমেন্ট পাওয়া যেত কিন্তু এখন আগের মত পেমেন্ট পাওয়া যায় না। 2017 এবং 2018 সালের মাঝামাঝি যে বাউন্টিগুলো ছিল সেগুলো করে হান্ডেট পার্সেন্ট পেমেন্ট পাওয়া যেত কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না । কারণ এখন ফোরামে স্ক আমার দিয়ে ভরে গেছে।তখনকার থেকেও কিন্তু এখন মার্কেট পজিশন ভালো আছে কিন্তু এখন ভালো মানের বাউন্টি আসছে না । এগুলো দুই থেকে তিন সপ্তাহ চলার পর স্প্যাম হিসেবে বিবেচনা করা হচ্ছে । এভাবে চলতে থাকলে বাউন্ট এর ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triple333 on January 13, 2021, 05:05:45 AM
আপনার মত আমিও বাউন্টি পেমেন্ট নিয়ে অনেক চিন্তিত ।কারণ বর্তমানে বাউন্টি করে তেমন পেমেন্ট পাওয়া যায় না বেশিরভাগ প্রজেক্ট সাকসেস হয় না। দুই থেকে চারটা বাউন্টি প্রজেক্ট সাকসেস হলেও অতিরিক্ত পার্টিসিপেট থাকার কারণে খুব একটা পেমেন্ট পাওয়া যায় না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Triple333 on January 13, 2021, 05:10:52 AM
আপনি ২০১৭ সালের সাথে এখন তুলনা করতে পারেন না তখন কার বাউন্টি গুলা আর এখন কার বাউন্টি গুলার মধ্যে অনেক পার্থ্যক্য রয়েছে, আর এখন আগের থেকে অনেক বেশি স্ক্যাম হচ্ছে তখন খুব সহজে পেমেন্ট পাওয়া যেতো ।
2017 এবং 18 সালের মাঝামাঝিতে  মে বাউন্টি ছিল তারা হান্ডেট পার্সেন্ট পেমেন্ট কোরতো । এবং ভালো ধরনের মুনাফা পাওয়া যেত। আর এখন সব স্কামার দিয়ে ভরে গেছে ফোরামে।
তখনকার সময় যেকোনো একটা বাউন্টি থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়া যেত।কিন্তু তার থেকেও ভালো মার্কেট পজিশন কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু তারপরেও সেরকম ভাল বাউন্টি আসতেছে না। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো 2-3 সপ্তাহ চলার পর সেগুলো স্প্যাম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি মনে করি বাউন্টি সেকশন ধ্বংস হয়ে যাবে।



আপনি যে সকল কারণে উল্লেখ করেছেনএসব বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক সমস্যায় আছি। নতুন করে আরেকটি সমস্যা শুরু হয়েছে সেটি হলো গ্যাস ফি। এর ফলে দু'চারটে প্রজেক্ট থেকে যাওয়া পেমেন্ট দেওয়া হয় তার ট্রানজেকশন করা যাচ্ছে না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: XM8 on January 13, 2021, 06:44:43 AM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।             
আপনি একদম ঠিক কথা বলেছেন যদি পার্টিসিপেন্ট লিমিট করা না থাকে তাহলে সে বাউন্টি প্রজেক্ট থেকে খুব একটা ভাল প্রফিট পাওয়া যায় না। তবে বর্তমানে অনেক ভালো ভালো বাউন্টি ম্যানেজাররাতাদের বাউন্টি ক্যাম্পেইনে পার্টিসিপেন্ট লিমিট করে দিয়ে থাকে।যার ফলে এখন যদি প্রজেক্ট সাকসেসফুল হয় তাহলে সেখান থেকে ভালো পেমেন্ট পাওয়া যায়। আশা করছি ভবিষ্যতে বাউন্টি প্রজেক্টগুলো ভালো আকারে পেমেন্ট করবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Emon khan on January 13, 2021, 04:41:00 PM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mental on January 13, 2021, 06:43:24 PM
এখন আমি বাউন্টি পেমেন্ট নিয়ে চিন্তিত না।কারণ অনেক সিনিয়ার ভাই আছেন তারা আমাদেরকে সাহায্য করবেন। কারন এখন দেখে দেখে বাউন্টিতে এড হয়ে কাজ করলে পেমেন্ট পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে এখন আর চিন্তার কোন কারন নেই।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Alvida on January 25, 2021, 04:16:43 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে বাউন্টি করে খুব একটা অর্থ পাওয়া যায় না। কারণ দিন দিন বাউল টির মেম্বার বেড়েই চলছে। তাই চূদি বাউন্টি পার্টিসিপেট লিমিট করে দেওয়া হয় তাহলে বাউন্টি সাকসেস হলে কিছু পেমেন্ট পাওয়া যাবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Mahindra on January 25, 2021, 05:30:00 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে বাউন্টি করে খুব একটা অর্থ পাওয়া যায় না। কারণ দিন দিন বাউল টির মেম্বার বেড়েই চলছে। তাই চূদি বাউন্টি পার্টিসিপেট লিমিট করে দেওয়া হয় তাহলে বাউন্টি সাকসেস হলে কিছু পেমেন্ট পাওয়া যাবে।
ভাই আপনার পোস্টের বানানগুলো অনেক ভুল আছে তাই আপনি সর্বপ্রথম বানান গুলো ঠিক করুন। এই ধরনের পোস্ট করলে নেগেটিভ কার মার সম্মুখীন হতে পারেন ‌ তাই আগে থেকে নিজের বানান সঠিক করে লিখুন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: babu10 on January 25, 2021, 05:46:21 AM
আমার মনে হয় না আর বাউন্টি ভালো হবে। কেনোনা স্কাম প্রজেক্ট এ ভরে গেছে এখন আর জেগুলা ভালো বাউন্টি আসে সেগুলাতে ১৫০০-২০০০ করে মেম্বার জয়েন হয় আর টোকেন পেলে সবাই প্রতিজগিতা করে সেল দেয় কে আগে সেল দিতে পাড়ে এভাবেই দাম একদম নষ্ট করে ফেলে। তাই এখন বাউন্টি থেকে প্যমেন্ট পেয়েও তা এক্সচেঞ্জ করে টাকা পাওয়া কঠিন বেপার হয়ে পরেছে। এখন বাউন্টি থেকে প্যমেন্ট পাওয়া যাবে এভাবে যদি প্রত্যেক বাউন্টিতে ১০০-১৫০-২০০ জন লিমিট করে দেয়। তাহলে হয়তো ভালো প্রজেক্ট হলে এক্সচেঞ্জ করে কিছু পাওয়া যেতে পারে।

বাউন্টিতে এখন লিমিট করা আরম্ভ হয়েছে বিশেষ করে বাউন্টি ডিটেকটিভ এর সবগুলো ক্যাম্পেইন এ এখন লিমিট করা হচ্ছে। অন্য ম্যানেজারের কথা জানিনা কিন্তু বর্তমান সময়ে বাউন্টি ডিটেকটিভ চেষ্টা করে পেমেন্ট দেয়ার যেটা সবসময় ভালো লাগে আমার। হতে পারে সেটা বড় বা ছোট পেমেন্ট। আশা করি আগামী সব ম্যানেজারও লিমিটেড পার্টিসিপেন্ট করে হলেও পেমেন্ট দেয়ার চেষ্টা করবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: NANCY on February 07, 2021, 10:50:51 AM
এখন দেখা যায় যে অনেক বাউন্টি আসে কিন্তু সেই বাউন্টি গুলোর পেমেন্ট ঠিকমতো পাওয়া যায় না। আগের তুলনায় বাউন্টি এখন অনেক বেশি আসে কিন্তু সবগুলা প্রেমেন্ট সাকসেস হয় না কেন যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু আলোচনা করবেন তাহলে আমরা অনেক সহজেই জানতে পারবো।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: AlviNess on February 07, 2021, 04:25:30 PM
সিনিয়র ভাইদের পোস্ট করে যতটুকু জানতে পেরেছি যে অতীতের তুলনায় বর্তমানে বিটকয়েনের প্রেমের হার অনেকটাই কম।অর্থাৎ 2017 সালের নাকি অধিকাংশ মানুষ গুলোই সাকসেসফুল হতো এবং যা থেকে সকল বাউন্টি হান্টার রা ভালো প্রেমেন্ট পেত। কিন্তু বর্তমানে 2017 সালের তুলনায় পেমেন্টের হার একদমই কম। সম্প্রতি অনেকগুলো উন্নত মানের ভালো ভালো বাউন্টি প্রজেক্ট আছে। আশা করছি প্রজেক্টগুলো সাকসেসফুল হবে এবং প্রেমেন্ট করবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: SMACK on February 11, 2021, 02:50:06 PM
অনেক সুন্দর মন্তব্য আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি অনেক ধন্যবাদ আপনাকে। বাউন্টি পেমেন্ট নিয়ে আমিও চিন্তিত কারণ এখন যতগুলা বাউন্টি আসে সবগুলো বাউন্টি এর পেমেন্ট সাকসেস হচ্ছে না এর কারণটা কি যদি কোন সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু হেল্প করবেন।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Herry on February 11, 2021, 03:16:51 PM
এখন দেখা যায় যে অনেক বাউন্টি আসে কিন্তু সেই বাউন্টি গুলোর পেমেন্ট ঠিকমতো পাওয়া যায় না। আগের তুলনায় বাউন্টি এখন অনেক বেশি আসে কিন্তু সবগুলা প্রেমেন্ট সাকসেস হয় না কেন যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই একটু আলোচনা করবেন তাহলে আমরা অনেক সহজেই জানতে পারবো।
আগে বাউন্টি সাকসেসফুল না হওয়ার অনেকগুলো কারণ ছিল। তবে আমি মনে করি বর্তমানে যে সকল বাউন্টি আসে সকল বাউন্টি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক ভালো একটা অবস্থানে রয়েছে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Batch18-19 on February 11, 2021, 04:48:38 PM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
কয়েকদিন হল ফোরামে এসেছে এখন পর্যন্ত ফোরামের যাবতীয় রুলসগুলো জানলাম না। তাহলে বাউন্টি প্রেমেন্ট সম্পর্কে কিভাবে জানব।তবে সিনিয়রভাইদের পোস্টগুলো পড়ে যতদূর জানতে পেরেছি যে অতীতের তুলনায় বর্তমানে বাউন্টি প্রজেক্টগুলোর  প্রেমেন্ট এর হার অনেক কম।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Tubelight on March 18, 2021, 05:01:06 PM
বর্তমানে বাউন্টি প্রজেক্টগুলোর পেমেন্ট করার হার অত্যন্ত কম।দেখা যায় 10 থেকে 12 টা বাউন্টি প্রজেক্ট করলে মাত্র একটা অথবা দুইটা প্রজেক্ট সাকসেসফুল হয়।যদি নিয়মিত বাউন্টি প্রজেক্টগুলো সাকসেসফুল না হয় তাহলে অনেক পার্টিসিপেন্ট হতাশ হয়ে ক্রিপ্টোকারেন্সি বিদায় জানাবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Rockalo on March 19, 2021, 07:12:18 AM
কাজের উদ্দেশ্যে ফোরাম এসেছি। যেকোনো প্রোজেক্টের দল যদি সৎ হয়, তাহলে বাউন্টি পেমেন্ট পাওয়া সম্ভব। প্রজেক্টর দাম যদি কেলেঙ্কারি করে তাহলে পেমেন্ট পাওয়া যায় না। তাই এগুলো নিয়ে আমি চিন্তা করিনা।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: HeartBit143 on March 31, 2021, 04:02:58 AM
আগের তুলনায় এখন ফোরামের ইউজার কয়েক গুন বেড়ে গেছে।  এখন ফোরামে প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে যে কোন প্রজেক্টের ক্ষেত্রে।  আগে তেমন ইউজার ছিলো না বলে বাউন্টিতে জয়েন হয়ে কাজ করলেই অনেক পেমেন্ট পাওয়া যেতো।  কিন্তু এখন ইউজার সংখ্যা বেশি হওয়ার ফলে পেমেন্ট কম পাওয়া যায়।                           
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: bmr on March 31, 2021, 08:24:10 PM
আমার এখন মনে হচ্ছে যে বাউন্টি পেমেন্ট হাতে না পাওয়া পর্যন্ত সবাই চিন্তিতই থাকে। এটি একটি ন্যাচারাল ব্যপার হয়ে দাড়িয়েছে। কারন  আপনি কাজ করেছেন কিন্তু পেমেন্ট না পেলে বা না পাওয়া পর্যন্ত কিন্তু টেনশন কাজ করে যে পেমেন্ট দিবে কি দিবে না। তাই আমার মনে হয় সবাই এটি নিয়ে চিন্তিত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: ExtraPoint on April 01, 2021, 08:26:29 AM
২০১৭ সালের দিকে যখন আমি ফোরামে কাজ করা আরম্ভ করি তখন বাউন্টি এর একটা সেকশনের দেখতার সর্বোচ্চ 200-250 জন জয়েন করতেছে তাই যেকোন বাউন্টি করলে সবাই কিছু না কিছু পাইতাম। এখন বাউন্টি করার লোকের সংখ্যা এত পরিমান বাড়ছে পজেক্ট সাকসেস হলেও তেমন কিছু পাওয়া যায়না তার মধ্যে টিম পেমেন্ট দেয় ৬ মাস পর অথবা কিস্তিতে কিস্তিতে। বলে মার্কেট ডাউন হয়ে যাবে যেটা আদোই সত্য নয় কারন বাউন্টি বাজেট থাকে ২% বা তার একটু বেশী। ইদানিং একটা কাজ ভালো করতেছে দেখলাম তা হলো লিমিটেড পার্টিসিপেন্ট কিন্তু তাতে হানটারদের অনেকে আবার জয়েন করতে পারছেনা কারন সবসময় অনলাইনে থাকা সবার পক্ষে সম্ভবপর হয়না।

তাই ভবিষ্যতে বাউন্টি পেমেন্ট পাওয়া যাবে কিনা নাকি চিটার আর বেশী লোকের মাঝে পেমেন্ট তেমন পাওয়াই যাবেনা? মতামত চাই
আপনার মত আমরাও চিন্তিত। এই ফোরামে কয়েকটি বাউন্টি চলছিল। সেগুলোর মধ্যে প্রায় শেষ হয়ে গেছে অনেকগুলো। কিন্তু একটি বাউটি প্রজেক্ট থেকেও প্রেমেন্ট করেনি। পেমেন্ট না পেলে কাজের উৎসাহ হারিয়ে যায়।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Irfan12@ on April 03, 2021, 08:06:34 PM
আমিও বাউন্টি ক্যাম্পেইন এর প্রেমেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করি। কিছু কিছু বাউন্টি সাকসেসফুল ভাবে পরিচালনার পর। যখন প্রেমেন্ট করার সময় আসে তখন টিম বলে ছয় মাস পরে প্রেমেন্ট দিবে। আমার একটাই কথা যে যদি ছয় মাস পরেই পেমেন্ট দেয় তাহলে আগে কেন তারা তাদের বাউন্টি ক্যাম্পেইনে প্রিন্টেট মেসেজ দিয়ে বলে দিল না কেন। যে আমরা ছয় মাস পর প্রেমেন্ট করব বাউন্টি শেষ হওয়ার পর। তাহলে কেউ তাদের বাহনটি ক্যাম্পেইনে কাজ করতই না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Centus on March 19, 2022, 12:51:49 PM
আগের থেকে বর্তমানে বাউন্টি করে ভালো পেমেন্ট পাওয়া যায়। বর্তমানে বেশিরভাগ বাউন্টি প্রজেক্ট গুলোতে কাজ করলে পেমেন্ট দিয়ে থাকে। আবার মাঝেমধ্যে কত বাউন্টি প্রজেক্ট আছে সেগুলোতে কাজ করার পর  পেমেন্ট দিতে চায় না। আবার বর্তমানে বাউন্টিতে কাজ করে খুব একটা বেশি পেমেন্ট দেয় না। কারণ বর্তমানে ফোরামে ইউজার শত শত বেড়ে গেছে। তাদের বাজেট কম থাকার কারণে পেমেন্ট বেশি পাওয়া যায় না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Cinno3 on April 03, 2022, 10:38:07 AM
আমি যখন প্রথম বাউন্টিতে কাজ করা শুরু করি তখন দেখতাম একটা ক্যাম্পাইনে 200 থেকে 300 জন জয়েন হয়ে যেত। তখন বাউন্টি করে ভালো পেমেন্ট পাওয়া যেত। কিন্তু বর্তমানে একটা ক্যাম্পেইনে হাজারের উপরে মানুষ জয়েন হচ্ছে। খুব একটা পেমেন্ট পাওয়া যাচ্ছে না। যাও পাওয়া যায় তা সেল করতে উল্টো আবার ঋণ হওয়া লাগে। এখন যদি প্রত্যেকটা বাউন্টি ক্যাম্পেইনে পার্টিসিপেন্ট লিমিট করে দিত তাহলে সবাই কিছু না কিছু পেমেন্ট পেত।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Fulshai on June 20, 2022, 06:12:06 PM
বর্তমানে বাউন্টি আগের তুলনায় অনেকটাই কম সাকসেস হয়। আর পেমেন্টও কম দেয়। বর্তমানে বাউন্টি ফোরামে কাজ আসলে দেখা যায় যে অনেক লোকের উপস্থিতি। এজন্য বাউন্টি কম সাকসেস হয় আর পেমেন্টও কম পাওয়া যায়। এজন্য আমি অনেক চিন্তিত। কারণ ভবিষ্যতে কোন পর্যায়ে পৌঁছাবে তা বোঝা যায় না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Diknel on June 30, 2022, 04:16:08 PM
বর্তমানে বাউন্টি প্রকল্পগুলো নিয়ে আমি খুবই চিন্তিত। এবং আপনার সাথে একমত। কারণ বর্তমানে মার্কেটের অবস্থা অনেক খারাপ এবং বাউন্টি প্রকল্প গুলোর অবস্থা অনেক খারাপ। বর্তমানে নতুন প্রকল্প গুলো সাকসেসফুল হচ্ছে না। বেশিরভাগ প্রকল্পগুলো স্ক্যাম হচ্ছে। তাই আমি মনে করি এই মুহূর্তে বাউন্টি করে এমবি খরচ অর্থাৎ ইন্টারনেট বিল উঠানো অনেক কষ্টসাধ্য। তাই অন্য পন্থা অবলম্বন করতে হবে। তবে হঠাৎ করে দুই একটা ভালো বোঝে একটা আসতে পারে। তাই নিজের রিসার্চ অনুযায়ী দুই একটা ভালো প্রকল্প তে কাজ করতে হবে।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Web Designer on December 19, 2023, 05:57:59 PM
এখন বাউন্টির যেই অবস্থা লিমিটেড দেয় অনেক বেশি কিন্তু বাজেট অনেক স্বপ্ল। গড়ে হান্টারদের ২ ডলারও পড়ে না।
Title: Re: বাউন্টি পেমেন্ট নিয়ে আমি চিন্তিত, আপনি?
Post by: Spyroo on December 20, 2023, 02:15:50 PM
এখন বাউন্টির যেই অবস্থা লিমিটেড দেয় অনেক বেশি কিন্তু বাজেট অনেক স্বপ্ল। গড়ে হান্টারদের ২ ডলারও পড়ে না।
একদম সত্যি কথা বলেছেন দেখা যায় কাজ করতে হয় প্রায় একমাস কিন্তু পেমেন্ট পাওয়ার সময় দুই ডলার অথবা তিন ডলার সারা মাসের এমবি খরচ উঠে না। এটা হাস্যকর হলে এটাই ঠিক।

তবে ২০১৭ সালের দিকে যারা বাউন্টি ক্যাম্পেইন করেছে তারা প্রত্যেক প্রজেক্ট থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার করে টাকা পেয়েছে সর্বনিম্ন।