Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Cristiano on December 01, 2020, 05:57:10 AM

Title: বাউন্টি কি?
Post by: Cristiano on December 01, 2020, 05:57:10 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
Title: Re: বাউন্টি কি?
Post by: Bony11 on December 01, 2020, 06:24:18 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টটিতে বাউন্টি  সম্পর্কে এত সুন্দর ভাবে উদাহরণসহ বুঝিয়ে দিয়েছেন।পোস্টটি পড়ে বাউন্টি সম্পর্কে  অনেক কিছু জানতে পারলাম।
Title: Re: বাউন্টি কি?
Post by: Ricky on December 01, 2020, 06:46:48 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
ধন্যবাদ ভাই আমাদের মত নতুনদের বাউন্টি নিয়ে জানার অনেক আগ্রহ রয়েছে। আমরা পুরোপুরি ক্লিয়ার হতে চাই বাউন্টি কি এবং বাউন্টি কিভাবে করে। আপনার পোষ্ট থেকে ভালো ধারণা পেলাম বাউন্টি সম্পর্কে। আমি মনে করি আপনার পোস্টটি আমাদের জুনিয়র দের জন্য যারা বাউন্টি বিষয়ে জানতে আগ্রহী তাদের জন্য শিক্ষামূলক।
Title: Re: বাউন্টি কি?
Post by: Token@ on December 01, 2020, 07:07:32 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
সম্পর্কে। আজ পর্যন্ত এমন ভাবে কেউ ধারণা দিতে পারেনি।আপনি খুবই সুন্দর ভাবে ধারণা দিয়েছেন যেটা আমাদের জন্য শেখার জন্য খুবই প্রয়োজনীয় এবং বিষয়টি একদম সহজ ভাবে তুলে ধরেছেন।
Title: Re: বাউন্টি কি?
Post by: mahid on December 01, 2020, 07:37:55 AM
আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন আপনা কে অসংখ ধন্যবাদ। এখানে যদি কোন প্রজেক্ট ভাল হয় তাহলে সেই প্রজেক্ট থেকে বাউন্টি করেও অনেক আয় করা যায়। ইতিমধ্যে অনেকেই এই বিষয় নিয়ে কাজ করেছেন সেই সাথে ভাল পেমেন্টও পেয়েছেন। তাই বাউন্টি করুন যদি আর্থিক সলভেন্সি না থাকে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Nusrat on December 01, 2020, 07:43:02 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
[/quote
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আপনার পোষ্টটি পড়ে আমি অনেক আনন্দিত এবং উপকৃত আপনার পোস্টে আমার অনেক ভালো লেগেছে এবং কি আমার না জানা তথ্য ক্লিয়ার ভাবে জানা হয়ে গেল আপনার এত সুন্দর পোস্টের কারণে আমাদের মত জুনিয়রদের অনেক উপকার হচ্ছে। আপনাদের দ্বারা এরকম পোস্ট আরো আশাবাদী করছি আপনারা যদি এরকম ভাবে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেন তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: বাউন্টি কি?
Post by: Herry on December 01, 2020, 07:45:55 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই টপিকটা করে সত্যি বলতে আমি ক্রিপ্টোকারেন্সি সাথে সম্পৃক্ত অনেকদিন ধরেই তবে বাউন্টি মানে কি সেটাই আমার জানা ছিল না এটা কিভাবে কাজ করে সেটা কিছুটা জানতাম তবে এটার মানে জানা ছিল না আপনার অফিস থেকে জানতে পারলাম ধন্যবাদ ভাই এরকম মূল্যবান একটি পোস্ট দেওয়ার জন্য ভবিষ্যতে আরও ভালো পোস্ট করবেন আশা করি
Title: Re: বাউন্টি কি?
Post by: warhero on December 01, 2020, 10:31:51 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট। কোন কোম্পানি তাদের টোকেন লঞ্চ করার আগে তারা তাদের পরিচিতি বৃদ্ধির উদ্দেশ্যেতারা একটা প্রচার করে থাকে এই প্রথার টাই হলো বাউন্টি।
Title: Re: বাউন্টি কি?
Post by: Linda78 on December 01, 2020, 02:08:11 PM
বাউন্টি থাকি আসলে ক্লিয়ার ভাবে জানিনা। বাউন্টি মানে কি। কিন্তু আপনার পোস্ট থেকে অনেক কিছু বুঝতে পারলাম এবং জানতে পারলাম আগে জানতাম না আপনি এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।  আরো ক্লিয়ার ভাবে জানার জন্য আপনাদের কাছ থেকে ভালো পোস্ট আশা করছি। আগে জানতাম না এখানে কাজ করে টাকা উপার্জন করা যায়। আপনি যে পোস্ট করেছেন এটা নতুনদের জন্য একটা শিক্ষনীয় বিষয়।
Title: Re: বাউন্টি কি?
Post by: salukhe on December 01, 2020, 02:15:34 PM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।

ধন্যবাদ ভাইয়া। আমার বাউন্টি সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না। আপনার পোস্টটি পড়ে খুবই উপকার হয়েছে বাউন্টি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি।
Title: Re: বাউন্টি কি?
Post by: Magepai on December 02, 2020, 01:09:20 AM
বাউন্টি সম্পর্কে আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।আশা করি এই ফোরামে যারা একেবারেই নতুন তারা আপনার পোস্টটি থেকে বারটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।
Title: Re: বাউন্টি কি?
Post by: Jaya60 on December 16, 2020, 12:56:23 AM
আমার যেটা মনে হয় বাউন্টি করতে হলে আমাদের ফোরামে জীবনে আসুক না কেন সবগুলো বাউন্টি সেকশনে আমরা এড হব। বাউন্টি করে কিন্তু অনেক প্রেমেন্ট পাওয়া যায়। বর্তমানে আমি দেখেছি অনেক ম্যানেজার বাউন্টি নিয়ে আসে সেই প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভবনাই 92 শতাংশ।তারা মার্কেটের প্রজেকশন খারাপ ছিল বলে চলে গিয়েছিল এখন আবার মার্কেট পজিশন ভালো হচ্ছে বিদায় তারা আবার ফিরে আসতে শুরু করেছে। তাই এমন করে আস্তে আস্তে সবাই বাউন্টি ক্যাম্পে নিয়ে আসবে এবং বাউন্টি সে আগের মত সাকসেস হবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Sasa on December 16, 2020, 03:29:31 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
ভাই বাউন্টি সম্পর্কে আমার ততটা ধারণা ছিল না আপনার এই টপিক থেকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে বাউন্টি কি এবং বাউন্টি কেন ছাড়া হয় এবং এর কাজ কি অনেক অনেক ধন্যবাদ ভাই  এতো সুন্দর ধারনা দেওয়ার জন্য 
Title: Re: বাউন্টি কি?
Post by: Sumaiya2 on December 16, 2020, 04:27:39 AM
বাউন্টি হল কোন টোকেন পরিচিত ঘটানোর জন্য বাউন্টি চালানো হয় এবং আপনি যে তথ্য দিয়েছেন এ তথ্য সাথে আমি একমত এ ধরনের পোস্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: বাউন্টি কি?
Post by: Bad leyar on December 16, 2020, 06:03:10 AM
ভাই আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন এ পোস্টটি পড়ে আমি বাউন্টি সম্পর্কে বিশেষ ধারণা পেয়েছি এবং আরো জানতে পেরেছি বাউন্টি সম্পর্কে বিশেষ বিশেষ তথ্য আমি আগে বাউন্টি সম্পর্কে বুঝতাম না এবং মার্কেটিং ও ভালো বুঝলাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক সমস্যার সমাধান পেয়েছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Title: Re: বাউন্টি কি?
Post by: Irfan12@ on December 16, 2020, 06:06:32 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বিস্তারিত বাউন্টি নিয়ে আলাপ করার জন্য এটা থেকে আমি জানতে পারলাম যে আসলে বাউন্টি কি এবং এর কাজ কি এটা কেমন করে কাজ করে তার জন্য বাউন্টি ছাড়া হয় এই সম্পর্কে অনেকটা ধারণা পেলাম ভবিষ্যতে আরও সুন্দরভাবে তৈরি করুন থেকে আমরা কিছু শিখতে পারবো ধন্যবাদ ভাইয়া
Title: Re: বাউন্টি কি?
Post by: Bony11 on December 16, 2020, 06:26:37 AM
বাউন্টি সম্পর্কের ইতিপূর্বে অনেকগুলো পোস্ট পরেছি।কিন্তু আপনার পোষ্টটি পড়ে আরো অনেক ভালো লাগলো। আমার বাউন্টি সম্পর্কে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হলাম এত সুন্দর একটি পোস্ট করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বাউন্টি কি?
Post by: Heron on December 16, 2020, 06:34:16 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
ধন্যবাদ ভাই আপনি বাউন্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন। জুনিয়র ভাইদের যাদের বাউন্টি সম্পর্কে কোন ধারণা নেই আশা করি তারা আপনার পোস্টটি থেকে অনেকে উপকৃত হবেন এবং বাউন্টি সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ জুনিয়রদের জন্য এরকম শিক্ষামূলক পোস্ট উপস্থাপনা করার জন্য।
Title: Re: বাউন্টি কি?
Post by: Akhi600 on December 16, 2020, 04:24:42 PM
ভাই আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছেন ধন্যবাদ জানাই। কারণে সম্পর্কে এতোটুকু জানিনা তাই আজকে জানতে পারলাম আপনার পোস্ট দেখে। জানতে পারলাম বাউন্টি কি এবং মার্কেটিং কি তাই ভালোভাবে বুঝলাম আজকে ধন্যবাদ জানাই আপনাকে
Title: Re: বাউন্টি কি?
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:22:50 AM
বাউন্টি সম্পর্কে আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে তার কারণ হচ্ছে নতুনের অনেক ইউজার আসে যারা বাউন্টি সম্পর্কে ভালোভাবে বুঝে না তারা হয়তো আপনার পোস্টটি লক্ষ করলে অবশ্যই বাউন্টি সম্পর্কে সুন্দর ধারণা পাবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:24:28 AM
বাউন্টি সম্পর্কের ইতিপূর্বে অনেকগুলো পোস্ট পরেছি।কিন্তু আপনার পোষ্টটি পড়ে আরো অনেক ভালো লাগলো। আমার বাউন্টি সম্পর্কে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হলাম এত সুন্দর একটি পোস্ট করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন বান্টি সম্পর্কে এর আগে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে কিন্তু এই পোস্টটি বাংলাদেশ সম্পর্কে অনেক বেটার হয়েছে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Damrai5$ on December 17, 2020, 07:07:39 AM
বাউন্টি সম্পর্কের ইতিপূর্বে অনেকগুলো পোস্ট পরেছি।কিন্তু আপনার পোষ্টটি পড়ে আরো অনেক ভালো লাগলো। আমার বাউন্টি সম্পর্কে জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেল অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হলাম এত সুন্দর একটি পোস্ট করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন বান্টি সম্পর্কে এর আগে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে কিন্তু এই পোস্টটি বাংলাদেশ সম্পর্কে অনেক বেটার হয়েছে।

ভাই আসলেই আপনি কি বলেছেন সেই কথাগুলো কিছুই বুঝতে পারছিনা বাংলাদেশ সম্পর্কে কি বেটার হতো। দয়া করে পরবর্তী পোস্টে আপনি একটু বলে দেবেন।আপনি বাংলাদেশ সম্পর্কে কি বুঝাতে চেয়েছেন ভালোভাবে বুঝতে পারিনি ভাই।
Title: Re: বাউন্টি কি?
Post by: XM8 on December 17, 2020, 07:10:53 AM
বাউন্টি সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে ধারণা দিয়েছেন বাউন্টি সম্পর্কিত আপনার এই পোস্টটি পড়ে বাউন্টি কি সম্পর্কে আমি মোটামুটি ধারণা লাভ করতে পারলাম আশাকরি আমার মত যারা বাউন্টি সম্পর্কে আগে থেকে অতটা ভালো জানতো না আশা করি তারা বাউন্টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Title: Re: বাউন্টি কি?
Post by: Alvida on February 01, 2021, 03:57:35 AM
বাউন্টি সম্পর্কে আমার তেমন ধারনা ছিল না কিন্তু আপনার এই টপিকটি পরে ভালোভাবে বাউন্টি সম্পর্কে জানতে পারলাম।তাই আমার মত যারা নতুন ইউজার আছে তারা অনেকেই জানে না যে আসলে বাউন্টি টা কি। তো এরকম টপিক আশা করি আরও খোলা হোক কারণ আমরা যারা নতুন আছি। তাদের জন্য এরকম টপিক খোলা হলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে
Title: Re: বাউন্টি কি?
Post by: Herry on February 01, 2021, 07:03:42 AM
বাউন্টি হল কোন টোকেন পরিচিত ঘটানোর জন্য বাউন্টি চালানো হয় এবং আপনি যে তথ্য দিয়েছেন এ তথ্য সাথে আমি একমত এ ধরনের পোস্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বাউন্টি সাধারণত পরিচালনা করা হয় সেই টোকেন এর পরিচিতি পাওয়ার জন্য। আমি জানি যে কোন টোকেন এর 3% কেন বাউন্টি পরিচালনার কাজে ব্যবহৃত হয় অন্যসব টোকেন Pre sale করা হয়ে থাকে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Mj joy on February 01, 2021, 09:27:37 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
  ম্যাড ম্যাক্স ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ  এরকম গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করার জন্য ।  আমরা অনেকেই আছি শুধু Bounty করে যাচ্ছি কিন্তু Bounty মূলত কি সেটা অনেকেই জানিনা  আপনার পোস্ট থেকে অনেক সুন্দরভাবে বুঝতে পারলাম যে কাকে Bounty বলা  হয় ।  আবার অনেকেই ক্রিপ্টোকারেন্সিতে প্রশ্ন করে থাকি যে Bounty করলে  পেমেন্ট  ঠিকমত পাওয়া যায় না Bounty সাকসেস হয় না  পেমেন্ট পেতে সময় লাগে কেন  ।  এই সমস্ত সকল প্রশ্নের জবাব আপনার পোস্টে আছে তাই আমার খুব ভালো লাগলো ।

 ধন্যবাদ ভাই ।
Title: Re: বাউন্টি কি?
Post by: Acifix on February 01, 2021, 01:05:03 PM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত হলাম। কারণ আপনি যে কথাটি বলেছেন তা একদম ঠিক কথাই বলেছেন। বর্তমানে আমরা দেখছি যে বাউন্টি  প্রজেক্ট এর কাজ করলে কিভাবে  উন্নতি লাভ করতে পারব। বাউন্টি মার্কেটে প্রজেক্ট এর দাম কম ছিল। তাই তখন বাউন্টি এর প্রজেক্ট থেকে চলে গিয়েছিল। কিন্তু এখন আবার বাউন্টি প্রজেক্ট ভালো পজিশনে রয়েছে। আমার মনে হয় বাউন্টিতে আবার সবাই ফিরে আসবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Angel jara on February 01, 2021, 02:07:51 PM
বাউন্টি একটি প্রজেক্ট। আমরা বাউন্টির কথা মনে পড়লেই বুঝি একটি দীর্ঘ সময়ের প্রজেক্ট। বর্তমান সময়ে বাউন্টি গুলোর সবচাইতে জনপ্রিয়। কারণ বাউন্টি প্রজেক্ট গুলো সবচাইতে বেশি সাকসেস হওয়ার কথা শোনা যাচ্ছে। বাউন্টি প্রজেক্ট গুলো একটি দীর্ঘ সময়ের কাজ করে যেখানে তারা একটি প্রজেক্ট সাকসেস করতে 10 সপ্তাহের মত সময় নেই। এই প্রজেক্টগুলোর সাকসেস হওয়ার পর তারা পেমেন্ট করে থাকে না সবাই ধারণা করে বার্থডে একটি দীর্ঘ সময়ের প্রজেক্ট বলেই বাউন্টি গুলো বেশি সাকসেস অর কথা শোনা যায়।
Title: Re: বাউন্টি কি?
Post by: Mental on February 01, 2021, 07:19:17 PM
সিনিয়র ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বাউন্টি সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন আমি খুবই তাড়াতাড়ি বুঝতে পারছি ধন্যবাদ।
Title: Re: বাউন্টি কি?
Post by: Markuri33 on February 02, 2021, 02:11:19 AM
বাউন্টি সম্পর্কে অসাধারণ একটি পোস্ট দিয়েছেন।অনেক নতুন ইউজার ফোরামে আসে বাউন্টি কি বা কিভাবে কাজ করতে হয় কিছুই বুঝতে পারে না আশা করি তারা অবশ্যই আপনার এই পোস্টটি দেখে বাউন্টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
Title: Re: বাউন্টি কি?
Post by: LazY on February 02, 2021, 09:14:39 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
ধন্যবাদ ভাই বাউন্টি সম্পর্কে এমন ধারণা দেওয়ার জন্য। আমরা সবাই বাউন্টি করি কিন্তু জানিনা বাউন্টি শব্দের অর্থ কি। কেন আমরা বাউন্টি করি কেন আমাদের প্রফিট দেওয়া হয়। আপনার পোস্টটি থেকে সম্পূর্ণ ধারণা পেলাম। এত সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন যেটা একজন নতুন ইউজার খুব সহজেই বুঝে নিতে পারবে। এ রকমের পোস্ট আমাদের প্রিন্ট করে রাখা দরকার।
Title: Re: বাউন্টি কি?
Post by: bmw1 on February 04, 2021, 04:23:43 PM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন এর মাধ্যমে আমরা বাউন্টি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।
Title: Re: বাউন্টি কি?
Post by: Dark Knight on February 05, 2021, 04:37:54 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।
অসংখ্য ধন্যবাদ বাউন্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলো তুলে ধরার জন্য। যেসব নতুন ইউজার আছে তাদের কাছে এই পোস্ট গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতেও এই রকম তথ্যবহুল পোস্ট করবেন। ধন্যবাদ
Title: Re: বাউন্টি কি?
Post by: Malam90 on February 05, 2021, 05:46:45 AM
কারো রিপ্লাইকে কোয়েট করার সময় একদম নিচে গিয়ে যেখানে quote  লেখা আছে তার নিচে গিয়ে তারপর কমেন্ট করবেন ভাই।              quote এর আগে কমেন্ট করলে সেটাও কোয়েট এর মধ্যে হয়ে যায় যা ভালো দেখা যায়না। আশা করি সবাই এখন থেকে এটার প্রতি মনোযোগী হবেন।
Title: Re: বাউন্টি কি?
Post by: EKRA13 on February 09, 2021, 11:14:56 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।


বাউন্টি প্রজেক্ট সম্পর্কে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। যা বাউন্টি সম্পর্কে জানতে আমাদেরকে অনেক সহযোগিতা করবে। আপনার কাছ থেকে সব সময় এরকম তথ্যবহুল পোষ্ট আশা করছি।
Title: Re: বাউন্টি কি?
Post by: Tubelight on March 18, 2021, 05:02:50 PM
ধন্যবাদ ভাই আপনাকে বাউন্টি সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য। আসলে ভাই আপনি যেভাবে বাউন্টি সম্পর্কে আলোচনা করেছেন তারপরও এ বিষয়ে কারো কোন কনফিউজড থাকার কথা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বাউন্টি সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য।
Title: Re: বাউন্টি কি?
Post by: Rockalo on March 19, 2021, 07:09:28 AM
কোন প্রজেক্ট এর প্রচারণার জন্য ফোরামে যেকোনো প্রজেক্ট প্রমোট করাতে বাউন্টি প্রচারণা বলে। আমাদের দেশের অনেক লোক বাউন্টি প্রচারণায় অংশ নিয়ে থাকে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Centus on March 18, 2022, 11:14:49 AM
অনেক সুন্দর ভাবে বাউন্টি সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যারা বাউন্টি করি তাদের মধ্যে অনেকেই জানিনা বাউন্টি আসলে কি । বর্তমান সময়ে বাউন্টি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এবং ভবিষ্যতেও আরো উন্নত দিকে অগ্রসর হবে।  বেশিরভাগ বাউন্টি প্রজেক্টগুলো সাকসেস হচ্ছে। বাউন্টি করলে কমবেশি পেমেন্ট দিয়ে থাকে। এবং বর্তমানে বাউন্টি অনেক ভালো একটি পজিশনে রয়েছে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Cinno3 on March 19, 2022, 01:03:03 PM
ভাই বাউন্টি সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। খুবই সুন্দর ভাবে বাউন্টি সম্পর্কে উপস্থাপনা করেছেন। ফোরামে অনেক নতুন ইউজার আছে যারা বাউন্টি করে কিন্তু বাউন্টি আসলে কি সে সম্পর্কে অনেকের কোনো ধারণা নেই। কিন্তু আপনার পোস্ট থেকে বাউন্টি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। বর্তমানে বাউন্টি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আগের থেকে বাউন্টি বর্তমানে ভালো একটি পজিশনে রয়েছে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Fulshai on March 26, 2022, 06:58:35 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পেইন বাউন্টি। বর্তমান অনেক মানুষ বাউন্টি ক্যাম্পেইনে কাজ করছে। তারা বাউন্টি করে অনেক অর্থ উপার্জন করছে। বর্তমান প্রায় সব বাউন্টি সাকসেসফুল হয়। আর তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দেয়। এজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাউন্টি রয়েছে প্রথম স্থানে। তাই বাউন্টি সম্পর্কে ফোরামের মডারেটর সাহেব যে বক্তব্য বলেছেন। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। আশা করি ভবিষ্যতে বাউন্টি আরো এগিয়ে যাবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Perfect540 on July 28, 2022, 03:50:29 PM
পোস্টটা অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার পোস্ট থেকে তারা যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন এসেছে তারা বাউন্টি সম্পর্কে অনেক ধারণা পাবে আপনার এই পোস্ট থেকে। বাউন্টি হচ্ছে যাদের কোম্পানির কোন পণ্য বাজারে আনতে চায় তা প্রচারের জন্য বাউন্টি নামের এই প্রোগ্রাম চালিয়ে থাকে। এই বাউন্টির তারা বিভিন্ন পণ্য বাজারে আনে এবং তা মানুষের কাছে প্রচার চালিয়ে যায়। বর্তমানে বাউন্টি জনপ্রিয়তা পেয়েছে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Web Designer on December 19, 2023, 06:40:56 PM
অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নতুনদের জন্য অনেক উপকার হবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Spyroo on December 20, 2023, 02:14:16 PM
বাউনটি করে এখন আর কোন লাভ হয় না যারা এখন বিভিন্ন বাউন্টি প্রজেক্ট এ কাজ করে তাদেরকে দেখা যায় তারা যে মেগাবাইট খরচ করে সেই টাকা তুলতে হিমশিম খায়।

এখন বাউনটি ফোরামে অসৎ ম্যানেজার দিয়ে ভরপুর হয়ে গেছে অনেক রেপুটেবল ম্যানেজার আছে যারা বাউন্টি পরিচালনা করে না মূলত এমনটি হচ্ছে মার্কেট কন্ডিশনের জন্য। মার্কেট পরিস্থিতি ভালো হলে হয়তো তারা ভালো ভালো প্রজেক্ট পরিচালনা করবে।
Title: Re: বাউন্টি কি?
Post by: Web Designer on December 20, 2023, 05:24:16 PM
বাউনটি করে এখন আর কোন লাভ হয় না যারা এখন বিভিন্ন বাউন্টি প্রজেক্ট এ কাজ করে তাদেরকে দেখা যায় তারা যে মেগাবাইট খরচ করে সেই টাকা তুলতে হিমশিম খায়।

এখন বাউনটি ফোরামে অসৎ ম্যানেজার দিয়ে ভরপুর হয়ে গেছে অনেক রেপুটেবল ম্যানেজার আছে যারা বাউন্টি পরিচালনা করে না মূলত এমনটি হচ্ছে মার্কেট কন্ডিশনের জন্য। মার্কেট পরিস্থিতি ভালো হলে হয়তো তারা ভালো ভালো প্রজেক্ট পরিচালনা করবে।

মার্কেটের অবস্থা এখন মুটামুটি অনেকটা ভালো। কিন্তু কথা হলো ম্যানেজার বা প্রজেক্ট টিম তারা স্কেম করে। কিছুদিন আগে একটি বাউন্টিতে কাজ করেছি প্রায় ১৬ সপ্তাহ আর অবশেষে কি হলো জানেন? ১৬ সপ্তাহ হার্ড ওয়ার্ক করেছি আমরা আর বাউন্টি ম্যানেজার আমাদের ওলেট এড্যাস পরিবর্তন করে দিয়েছিলো। এই হলো বাউন্টির অবস্থা।
Title: Re: বাউন্টি কি?
Post by: Paragon2 on January 01, 2024, 03:54:58 AM
বাউনটি হল টোকেন গুলোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন হান্টার এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলোতে ওই সম্প্রচার ভাইরাল করা। সম্প্রচার দেখে অনেক বিনিয়োগকারী ওই টোকিনের প্রতি আকৃষ্ট হয়, পরবর্তীতে ওই প্রজেক্টে বিনিয়োগ করে এভাবেই ভিন্ন এক্সচেঞ্জ প্রিসেল হয়। এবং তারপর থেকে বাউন্ডারি আকারে মার্কেটে চলে আসে। প্রজেক্টগুলোতে হান্টাররা জয়েন হয়ে কিছু ইনকাম করতে পারে।
Title: Re: বাউন্টি কি?
Post by: LDL on January 07, 2024, 06:23:13 AM
বাউনটি হল টোকেন গুলোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন হান্টার এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলোতে ওই সম্প্রচার ভাইরাল করা। সম্প্রচার দেখে অনেক বিনিয়োগকারী ওই টোকিনের প্রতি আকৃষ্ট হয়, পরবর্তীতে ওই প্রজেক্টে বিনিয়োগ করে এভাবেই ভিন্ন এক্সচেঞ্জ প্রিসেল হয়। এবং তারপর থেকে বাউন্ডারি আকারে মার্কেটে চলে আসে। প্রজেক্টগুলোতে হান্টাররা জয়েন হয়ে কিছু ইনকাম করতে পারে।
বাউনটি এয়ারড্রোব সম্পর্কে খুবই ভালো বলেছেন ভাই। অনেক প্রজেক্টে কিন্তু বাউনটি চলে না কিন্তু এয়ারড্রোব আকারে কমিউনিটি বৃদ্ধি করার জন্য কিছু বাজেট রাখে। আপনারা প্রজেক্ট এর ওয়েবসাইটে গিয়ে টোকেন Distribution দেখে সহজে বুঝতে পারবেন। আসলে বাউন্টি বা এয়ারড্রোব মূলত কমিউনিটি বাড়ানোর জন্য বিশেষ এক প্রকার কৌশল।
Title: Re: বাউন্টি কি?
Post by: roksana.hee on January 20, 2024, 10:05:00 AM
বাউনটি হল টোকেন গুলোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন হান্টার এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলোতে ওই সম্প্রচার ভাইরাল করা। সম্প্রচার দেখে অনেক বিনিয়োগকারী ওই টোকিনের প্রতি আকৃষ্ট হয়, পরবর্তীতে ওই প্রজেক্টে বিনিয়োগ করে এভাবেই ভিন্ন এক্সচেঞ্জ প্রিসেল হয়। এবং তারপর থেকে বাউন্ডারি আকারে মার্কেটে চলে আসে। প্রজেক্টগুলোতে হান্টাররা জয়েন হয়ে কিছু ইনকাম করতে পারে।
বাউনটি এয়ারড্রোব সম্পর্কে খুবই ভালো বলেছেন ভাই। অনেক প্রজেক্টে কিন্তু বাউনটি চলে না কিন্তু এয়ারড্রোব আকারে কমিউনিটি বৃদ্ধি করার জন্য কিছু বাজেট রাখে। আপনারা প্রজেক্ট এর ওয়েবসাইটে গিয়ে টোকেন Distribution দেখে সহজে বুঝতে পারবেন। আসলে বাউন্টি বা এয়ারড্রোব মূলত কমিউনিটি বাড়ানোর জন্য বিশেষ এক প্রকার কৌশল।

আপনাদের দুজনের বক্তব্যে এটা স্পষ্ট যে, বাউন্টি বা বিভিন্ন এয়ারড্রোবগুলো কিভাবে মার্কেটে লঞ্চ হয় এবং কিভাবে মানুষের মধ্যে পরিচিতি লাভ করে।এর মধ্যে কিছু কিছু এয়ার্ডপ পরবর্তীতে অনেক ভালো পজিশনে বিলং করে এবং কিছু মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে প্রজেক্টটা স্টপ করে দেয়। যার কপাল ভালো সে লাভবান হন যার কপাল ভালো না সে লসে পড়েন।

আসলে সবাই নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্যই ব্যস্ত থাকেন। এইভাবে দেখা যায় যে, অনেকেই বিভিন্ন এয়ারড্রোবে টাকা ইনভেস্ট করে রাতে অনেকেই অনেক টাকার মালিক হয়ে যান আবার অনেকেই পথের ভিখারি হয়ে যান। যাই হোক, এসব আল্টকয়েনে বা এয়ার ড্রপ ইনভেস্ট করার আগে চিন্তাভাবনা করে নিবেন। কারণ আমাদের সবারই মনে রাখা উচিত ছোট একটা ভুল সারা জীবনের কান্না হয়ে যায়।
Title: Re: বাউন্টি কি?
Post by: hadi97bd on February 10, 2024, 04:38:55 AM
Bounty কি?
যেসব কম্পানি কোন ICO বা Private Sale অনুষ্টিত করার মাধ্যমে মার্কেটে আসতে চাই, তারা তাদের প্রজেক্টকে সকল ইনভেষ্টরদের দৃষ্টিগোচর করার জন্য Bounty নামের একটি প্রগ্রাম চালিয়ে থাকে। বিষয়টি সহজ করে বলতে হলে ছোট্ট একটি উদাহরন দেয়- মনে করেন আপনি কোন একটি কম্পানির মালিক এবং আপনি কোন একটি প্রোডাক্ট বাজার আনতে চান। এখন আপনি প্রোডাক্টটি হুট করে তো আর বাজারে ছাড়বেন না। কারন আপনি হুট করে বাজারে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসলে কেউ তা কেনার জন্য খোজ করবে না, তার সহজ কারন আপনার প্রোডাক্টির সাথে কেউ পরিচতই না। আর তাই আপনার প্রোডাক্টির পরিচিতির জন্য আপনি নিশ্চয় বেশ কিছু ব্যক্তি বা এ্যড কম্পানির মাধ্যমে আপনার প্রোডাক্টির এ্যড করবেন। আর এই এ্যড করার জন্য আপনি কিছু অর্থ খরচ করবেন। আপনি যে খরচ করে আপনার প্রোডাক্টির এ্যড করবেন এটাকেই বলা হচ্ছে Bounty । যা আমাদের সহজ কথাই মার্কেটিং।

সাধারন মার্কেটিং আর Bounty এর মধ্যে একটু পার্থক্য আছে। আর তা হল সচারচার যে এ্যড দিয়ে আমরা যে মার্কেটিং দেখি তা করার জন্য কম্পানি গুলো ক্যশ টাকা খরচ করে থাকে। কিন্তু টোকেন কম্পানি গুলো Bounty চালান তাদেরই সেই টোকেন গুলোই দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অর্থাৎ যারা তাদের Bounty তে অংশগ্রহন করেন তারা সাথে সাথেই তাদের পারিশ্রমিক পান না। যখন কম্পানিগুলো Private Sale এবং ICO শেষ করবে তারপর সেই সকল ব্যক্তিদের পেমেন্ট করা হবে যারা তাদের Bounty তে অংশগ্রহন করেছিলেন। এবং তাদের পারিশ্রমিক সেই প্রোজেক্টেরই টোকেন দ্বারা পরিশোধ করা হবে। Bounty করে ভাল একটা আয় করা যায়।

আপনার তথ্যপূর্ণ পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।  এখন থেকে আমি বাউন্টি ক্যাম্পিং সংক্রান্ত একটি পরিষ্কার বার্তা পেলাম।  কিন্তু এখন বাউন্টির দিনে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী পুরষ্কার পাচ্ছি না যেটি নতুন বাউন্টি হান্টারের জন্য বড় সমস্যা।