Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sonjoy on January 02, 2021, 03:40:30 AM

Title: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Sonjoy on January 02, 2021, 03:40:30 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: XM8 on January 02, 2021, 05:37:06 PM
যদিও বাউন্টি ম্যানেজমেন্ট কি সম্পর্কে আগে থেকে জানতাম তবুও আপনার পোস্টটি পড়ার পর এ সম্পর্কে আরেকটু বেশি এবং ভালোভাবে জানতে পারলাম। আপনি অনেক তথ্যবহুল একটি পোস্ট করেছেন।আশা করি যারা বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে পূর্ণ ধারণা রাখে না তারা যদি আপনার পোস্ট পড়ে তাহলে অবশ্যই সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা লাভ করতে পারবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Mahindra on January 03, 2021, 01:12:38 PM
আপনার এই মূল্যবান আলোচনা থেকে জানতে পারলাম সার্ভিস বোর্ড কি এবং বাউন্টি ম্যানেজার সম্পর্কে বিশেষ তত্ত্ব এগুলো আগে খুব একটা ভালো জানতাম না আপনার এই টপিক থেকে সার্ভিস বোর্ড সম্পর্কে যতগুলো অজানা তথ্য ছিল সেগুলো মনোযোগ সহকারে পড়ে জেনে নিলাম এর আগে এক ভাই টপিকঃ তৈরি করেছিল সার্ভিস বোর্ড কি সেখানে কোন উত্তর পাইনি তাই আপনার এই তবে থেকে সম্পূর্ণ উত্তর পেয়েছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Riktakhanom on January 03, 2021, 01:18:43 PM
এই পোস্ট টা সত্যি অনেক সহায়ক বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা ছিল কিন্তু খুব বেশি জানতাম না কিন্তু আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। নতুনদের জন্য অনেক সুবিধা হবে. বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব সহজেই শিখতে পারে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Sumaiya2 on January 03, 2021, 01:26:46 PM
ভাই জানিনা আর কোন তথ্য পাওয়া যাচ্ছে কিনা আপনি সম্পূর্ণ তথ্য তুলে ধরেছেন ম্যানেজমেন্ট করতে যে সকল কাজ করতে হয় তার সবগুলোই আপনি উল্লেখ করেছেন। এই পোষ্টটি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Tamsialu$$ on January 04, 2021, 12:04:14 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে অসাধারণ পোস্ট দিয়েছেন। আপনি এখন পর্যন্ত জুনিয়ার মেম্বার হন নাই কিন্তু আপনার পোষ্ট এর মান অনেক ভালো। ভাই আসলে অনেক সময় দেখা যায় ভালো রেংক হওয়া সত্বেও অনেকেই আজে বাজে পোস্ট করে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত সবারই নতুন আপডেট কিছু খবরা খবর ফোরামে দেওয়া। এবং যাতে করে কোনো স্পামিং না হয় সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Goldlife on January 05, 2021, 05:47:13 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
bounty management  সম্পর্কে বিস্তারিত জানতে পারেরে অনেক ভালো লাগলো।আপনি যেভাবে এই পোস্টটি উপস্থাপনা করেছেন। আসলেই সম্পর্কে আমি জানতাম না তো আপনার পোস্টটি পড়ে আমি আরো নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Markuri33 on January 08, 2021, 12:33:18 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে পুরো বিষয় নিয়ে আলোচনা করার জন্য।আমি দেখেছি অনেকের বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা নেই তারা অবশ্যই আপনার পোস্টটি লক্ষ্য করবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: salukhe on January 10, 2021, 07:18:54 AM
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বাউন্টি নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। যাদের বাউন্টি সম্পর্কে তেমন কোন ধারণা নেই যদি আপনার এই পোস্টটি পড়ে ।তাহলে বাউন্টি সম্পর্কে সকল ধরনের অভিজ্ঞতা জেনে যাবেন। এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে একটা +কারমা দিলাম।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Triple333 on January 10, 2021, 07:23:55 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।



আপনার এ পোস্টের মাধ্যমে সার্ভিস বোর্ড সম্পর্কে অনেক তথ্য জানা যাবে এবং বাউন্টি ম্যানেজারদের সম্পর্কেবিভিন্ন তথ্য রয়েছে যা থেকে নতুনদের অনেক উপকার হবে এ বিষয়ে তারা বিস্তারিত জানতে পারবে। তাই অসাধারণ তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে থ্যাঙ্কস।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Cristiano on January 10, 2021, 06:34:43 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটি পোস্ট গুছিয়ে উপস্থাপনা করার জন্য ‌। পুষ্টি খুবই তথ্যবহুল হয়েছে। বাউন্টি  ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছেন। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সার্ভিস বোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনার পোষ্টটি পড়ে সবাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ এই ধরনের পোস্ট তৈরী করার জন্য।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Crypto Banglu on January 10, 2021, 06:37:47 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন। বাউন্টি ম্যানেজমেন্ট কি ভালোভাবে বুঝতে পারছিলাম না। আপনার পোস্ট থেকে মোটামুটি ক্লিয়ার হতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে এরকম শিক্ষামূলক পোস্ট করার জন্য।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: NANCY on January 23, 2021, 08:49:38 PM
অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনি এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে খুলেছেন। আমার কোন বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনি এই বিষয়ে খুব সহজেই আলোচনা করেছেন। আশা করি আমরা যারা নতুন সদস্য রয়েছে তার অনেকটাই ধারণা পাবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: AlviNess on February 23, 2021, 10:00:40 AM
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে কিভাবে বাউন্টি ম্যানেজমেন্ট করতে হয়। অনেকেই আছে যে জানেনা কিভাবে বাউন্টি ম্যানেজমেন্ট করতে হয়‌অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Dagsu93 on February 23, 2021, 10:40:20 AM
বাউন্টি ম্যানেজারদের সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন।আপনার পোস্টটি পড়ে সম্পূর্ণ জানতে পারলাম বাউন্টি ম্যানেজারদের সম্পর্কে। এ ধরনের একটি পোস্ট দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Goldlife on February 23, 2021, 11:24:39 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে এত সুন্দর একটি পন্টি সম্পুর্ন পোস্ট করার জন্য আপনার এই পোস্টটি পড়ে আমি ওয়ামন টিম ম্যানেজমেন্ট সম্পর্কে যা জানো তা সুন্দরভাবে জানতে পেরে গেলাম এবং বুঝতে পারলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণে যে যারা ছোট ছোট ইউজার আছে তারা এ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে বুঝতে পারবে করতে পারবে এভাবে সবার পাশে থেকে সাহায্য করবেন
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Linda78 on February 23, 2021, 12:48:11 PM
আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো। কারণ আপনি অতি সহজ করে সম্পূর্ণ ধারণাটি তুলে ধরেছেন এবং আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। আপনার এই পোস্টটা পড়ে ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ধারণা পেলাম। সত্যি বলতে কি আমার এই ম্যানেজমেন্ট সম্পর্কে এতটা ধারণা ছিল না। তাহলে বাউন্টি সম্পর্কে সকল ধারণা আপনার কাছ থেকে পেলাম। আমরা আপনার কাছে আরো ভালো ভালো পোষ্ট করার জন্য আশা রাখলাম।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Akhi600 on February 24, 2021, 02:32:02 AM
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
বাউন্টি সম্পর্কে এত কিছু আলোচনা করার জন্য।হয়তো আগে এগুলো সম্পর্কে জানতাম না তবে এখন আপনার এই পোস্ট থেকে জানতে পারলাম। এই পোস্টটা পড়ে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Tubelight on March 21, 2021, 05:02:07 PM
অসংখ্য ধন্যবাদ আপনাকে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সুন্দর ভাবে আলোচনায় করার জন্য। আমরা সাধারনত জানি কোন বাউন্টি প্রজেক্ট হয়েছে এত সহজে ম্যানেজমেন্ট করা যায় না। একটা বাউন্টি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে অনেক পরিশ্রমের ব্যাপার। যে কেউ চাইলে কোন বাউন্টি প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবে না।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Fighter on March 21, 2021, 05:06:48 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অসংখ্য ধন্যবাদ বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে বলার জন্য।আমি নতুন ইউজার হওয়ায় বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতাম না। ম্যানেজমেন্ট তো দূরের কথা আমি বাউন্টি সম্পর্কে এখনো ভালোভাবে জানতে পারিনি।কিন্তু আপনার পোস্ট পড়ে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এর থেকে ভবিষ্যৎ অনেক উপকৃত হব।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: RSRS on June 01, 2021, 12:18:04 PM
অনেক সুন্দর একটা টপিক তৈরি করেছেন। এতে না জানা সবারই সার্ভিস বোর্ড সম্বন্ধে জানা হবে। এবং আপনি যে কাজের লিংক গুলো দিয়েছেন তাতে কারো কাজের ইচ্ছা থাকলে খুব সহজেই করতে পারবে বলে আশা করি। থ্রেড সার্ভিস বোর্ড বাউন্টি ম্যানেজমেন্ট অনেক বিষয়ে আলোচনা করে আমাদের সবাইকে উপকৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Sr boy on June 01, 2021, 12:35:08 PM
আপনি বাংলা ফোরামে অনেক সুন্দর একই টপিক তৈরি করেছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।আমি চাইবো আপনি জেনো এভাবে সুন্দর সুন্দর টপিক তৈরি করতে পারেন।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Logitech50 on June 01, 2021, 01:09:49 PM
হ্যাঁ ভাই আপনার আলোচনা টা খুব সুন্দর হয়েছে আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বাউন্টি ম্যানেজ করতে। এবং আরও আপডেট কোন তথ্য থাকলে প্লিজ আমাদের জানাবেন।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: AIam333 on June 04, 2021, 03:43:49 AM
আপনাদের আলোচনা আমি শুনলাম। আপনাদের আলোচনা টা অনেক ভালো হয়েছে। সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করবো যে আপনারা এভাবে আপডেট নিউজ দিয়ে যাবেন।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: C 98 on June 04, 2021, 05:29:00 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আমরা শুধু বাউন্টি করি কিন্তু সার্ভিস বোর্ড কি সেটা জানিনা আপনি সেটা বুঝিয়ে দিয়েছেন।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Logitech50 on June 05, 2021, 05:02:39 AM
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে আগে জানতাম অল্প পরিমাণে কিন্তু বর্তমানে আপনার পোস্ট পড়ে আরো ভালো কিছু শিখতে পেরেছি। তাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Rifan Khan on June 17, 2021, 06:50:18 PM
আমি এটা সম্পর্কে অতটা ভালো জানিনা। আপনার পোস্ট পড়ে আমি কিছুটা ধারণা পেয়েছি। এখন আমি কিছুটা বুঝতে পারছি না। আপনার পোষ্ট অনেক ভালো হয়েছে। সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Mayajal on June 18, 2021, 02:56:24 PM
বাউন্টি কিভাবে ম্যানেজ করে আমি জানতাম না কিন্তু আপনি সব তথ্য তুলে ধরেছেন আপনার পোষ্ট থেকে বাউন্টি নিয়ন্ত্রণ সম্পর্কে আমি সব বিস্তারিত বুঝতে পেরেছি। এভাবে বুঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনার পোস্টে যে পড়বে সবাই বাউন্টি ম্যানেজ সম্পর্কে শিখতে পারবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Mosarof on June 18, 2021, 06:29:18 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে এত সুন্দর একটি পন্টি সম্পুর্ন পোস্ট করার জন্য আপনার এই পোস্টটি পড়ে আমি ওয়ামন টিম ম্যানেজমেন্ট সম্পর্কে যা জানো তা সুন্দরভাবে জানতে পেরে গেলাম এবং বুঝতে পারলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণে যে যারা ছোট ছোট ইউজার আছে তারা এ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে বুঝতে পারবে করতে পারবে এভাবে সবার পাশে থেকে সাহায্য করবেন
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্ট টি পড়ে আমরা নতুন ইউজার রা অনেক উপকৃত হলাম। আসলে এর আগে ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিলনা। এখন আপনার টপিকটি পড়ে আমরা মোটামুটি ভাবে কিছুটা হলেও আইডিয়া পেলাম। ধন্যবাদ
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: rashedul426 on June 20, 2021, 06:42:40 PM
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা ধারনা আগে থেকে থাকলেও আপনার পোস্ট পড়ে পুরো ধারণা টায় পেলাম। আপনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। বিষয়গুলো জানার ইচ্ছা আগে থেকেই ছিল আপনার পোস্ট পড়ে আজকে সবাই জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর টপিক তৈরি করার জন্য।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Farhana on June 28, 2021, 07:08:54 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার অসাধারন উপস্থাপনা সত্যিই নতুন্দের জন্য এক অনবদ্য উপস্থাপনা। অনেক কিছুই শিখলাম আপনার পোস্ট থেকে, আপনারা সিনিয়র ভাইয়েরা এভাবে আমাদের শেখালে আমরা অবশ্যই এখান থেকে একদিন অনেক ভাল কিছু করব। কৃতজ্ঞতা আপনার প্রতি ও সকল সিনিয়রদের প্রতি।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Gentle on June 28, 2021, 11:45:32 AM
ম্যানেজমেন্ট এবং সার্ভিস বোর্ড সম্পর্কে যে তথ্য-উপাত্ত আলোচনা করেছেন তা অসাধারণ হয়েছে। আমার ধারনা আপনার এই টপিকটি ভালোভাবে পড়লে তাহলে সার্ভিস বোর্ড এবং ম্যানেজমেন্ট সম্পর্কে কোন বিষয়ে কারো কাছে অজানা থাকার নয়। সার্ভিস বোর্ড এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আমার যতটুকু অজানা ছিল আপনার এই আলোচনা থেকে তা সুন্দর ভাবে জানতে পেরেছি। যা বউয়ের সাথে ক্রিপ্টোকারেন্সি দে আমার অনেক কাজে লাগবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Brithyislam on July 01, 2021, 12:22:39 PM
বর্তমান সময়ে বাউন্টি ম্যানেজমেন্ট খুব ভালো । এখন বাউন্টিতে কোন কাজ করলে বাউন্টি খুব তাড়াতাড়ি পেমেন্ট করে থাকে । এই কারনে সবাই বাউন্টিতে কাজ করে খুব আনন্দ পাচ্ছে ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Maxtel on July 02, 2021, 05:06:45 AM
সার্ভিস বোর্ড এবং বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার এ পোস্ট থেকে সকলে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Phython on July 02, 2021, 11:01:17 PM
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো বাউন্টি হলো কাজের নাম যেখানে কাজ পোষ্ট করা হয় । আর ম্যানেজমেন্ট হলো ওই বাউন্টির কাজের হল খরচ বহন করে যে তাকে ম্যানেজমেন্টটবলা হয় । বাউন্টির কাজ সম্পূন হওয়ারপর  ম্যানেজমেন্ট বোড কাজের পরিচমের দাম দিয়ে থাকে ।  কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট দায়িত্ব তারা রয়েছে তাদের বেশি চিটার করছে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Suma Islam on July 02, 2021, 11:31:35 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার অসাধারন উপস্থাপনা সত্যিই নতুন্দের জন্য এক অনবদ্য উপস্থাপনা। অনেক কিছুই শিখলাম আপনার পোস্ট থেকে, আপনারা সিনিয়র ভাইয়েরা এভাবে আমাদের শেখালে আমরা অবশ্যই এখান থেকে একদিন অনেক ভাল কিছু করব। কৃতজ্ঞতা আপনার প্রতি ও সকল সিনিয়রদের প্রতি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে বাউন্টি ম্যানেজম্টে বুঝিয়ে দিলো ।আমরা সবাই যখন বাউন্টিতে কাজ করি তখন আমাদের বাউন্টি ম্যানেজমেন্ট আমাদের পেমেন্ট করে । কিন্তু আমাদের দেশে কিছু বাউন্টি ম্যানেজমেন্ট আছে তারা আমাদের কোন ধরনের পেমেন্ট করতে চাই না । তারা চিটারের মত কাজ করে থাকে । প্রচুর পরিমাণ টাকা লোভ তারা সামলাতে পারে না তার জন্য তারা এই খারাপ কাজের দিকে অগ্রসর হচ্ছে।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: sohel8090 on July 03, 2021, 08:28:23 AM
বাউন্টি ম্যানেজমেন্ট বলতে আপনি বলতে পারেন এটি একটি মার্কেট। এখানে আপনি যে কোনো কাজ পোস্ট করতে পারবেন। আপনাকে কেউ বলতে পারে যে আমি একটি পোস্ট করবো এর বিনিময়ে আমি আপনাকে ডলার দেবো। বাউন্টি ম্যানেজমেন্ট বিশ্বে জনপ্রিয় হয়ে গেছে। ভবিষ্যতে এটি আরো জনপ্রিয় হবে আসা করি
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Salman y90 on July 03, 2021, 03:10:09 PM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।



ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যান্ত একটি সুন্দর মনের পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে ভেরি ভেরি থ্যাংকস। ভাইয়া আপনি অনেক ভাল থাকবেন ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Mistroy on July 18, 2021, 06:44:39 AM
সার্ভিস বোর্ড কি?
সার্ভিস বোর্ড টি হল মার্কেটপ্লেস বোর্ডের আন্ডারে একটি চাইল্ড বোর্ড। এটা একটা বাজারের মত কাজ করে। যেমনঃ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার তো আপনি এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল সেল করার পোস্ট করতে পারবেন আবার একজন ক্লায়েন্ট যার গ্রাফিক্স ডিজাইন লাগবে সে আপনাকে বা আপনার মত কাউকে হায়ার করতে চাইবে অথবা উনার কি ধরনের কাজ লাগবে তা নিয়ে একটি পোস্ট করবে আপনি ঐখানে আপনার কাজ দেখিয়ে কাজ নিতে পারেন। এটাই হল সার্ভিস বোর্ড।

সার্ভিস বোর্ড এ পোস্ট করতে হবে কিভাবে?
আগেই বলে দিসি আপনার যদি স্কিল না থাকে কোনো বিষয়ে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখানে। তো এখন আপনার একটি স্কিল আছে ধরেন হল ওয়েব ডিজাইন। এখন আপনার কাজ হবে প্রথমে একটি পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে হল আপনি আগে যে কাজ গুলো করেছেন ঐগুলোর একটি কালেকশন। মানে যা দেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। পোর্টফোলিও বানানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো হলো behance.net ওয়েবসাইট। এখানে ফ্রি তে আপনি সব কিছু করতে পারবেন।

এখন আপনার কাজ হল একটি সুন্দর করে পোস্ট বানানো সার্ভিস বোর্ডের জন্য। উদাহরনের জন্য আমার পোস্ট টি দেখতে পারেন এখানেঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount । এমন আরো কিছু পোস্ট আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি দেখে নিতে পারেন। তো আপনি চাইলে নিজেই গ্রাফিক্স এর কাজ করে সুন্দর করে থ্রেড বানাতে পারেন অথবা কারো থেকে পেমেন্ট করে ডিজাইন করে নিতে পারেন। আমার এক্ষেত্রে সাজেস্ট করব সার্ভিস বোর্ড এর কারো থেকে ডিজাইন করিয়ে নিতে। কারন তাদের এ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে।

থ্রেড বানানো শেষে কাজ?
এখন যেহেতু আপনার থ্রেড বানানো এবং পোস্ট করার কাজ শেষ তারমানে আপনি এখন একজন সার্ভিস প্রোভাইডার এই ফোরামে। এখন কাজ পাওয়ার অপেক্ষা। আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি শীঘ্রই কাজ পেয়ে যাবেন আশা করি। তবে শুরুর দিকে আমার সাজেশন থাকবে প্রথম কয়েকজন ক্লায়েন্ট কে একটি বিশেষ অফার দিয়ে আপনার কাজ দেখার তাহলে তারা নিজেরাই আপনার কাছে আসবে পরে এবং অন্যদেরকেও পাঠাবে। আশা করি আপনি সফল হবেন।

কিছু প্রশ্ন উত্তরঃ
১। আপনি পেমেন্ট কিভাবে নিবেন?
উঃ যেহেতু এটা বিটকয়েন ফোরাম তাই আপনার পোস্টে অবশ্যই একটি বিটকয়েন এড্রেস থাকতে হবে। এর পাশাপাশি আপনি ইথারিয়া, লাইট কয়েন এবং পেপাল ব্যবহার করতে পারেন পেমেন্ট নেওয়ার জন্য।
২। এসক্রো ব্যবহার করতে হবে?
উঃ অবশ্যই। আপনার সার্ভিসে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি এসক্রো এক্সেপ্ট করেন এতে আপনার প্রতি একটু বেশি বিশ্বাস স্থাপন হবে ক্লায়েন্ট এর মনে। কাজ পাওয়ার চান্স বাড়বে।
৩। নিউবাই/নতুন একাউন্টের কাজ কি করব?
উঃ নতুন একাউন্টের কেউ যদি আপনাকে কাজ দেয় তাহলে তা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আগে পেমেন্ট নিয়ে নিবেন অথবা ক্লায়েন্টকে বলবেন এসক্রো ব্যবহার করতে। না হলে আপনার স্ক্যাম হওয়ার চান্স বারবে।
৪। আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারব?
উঃ আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা যদি মোবাইল দিয়ে করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল দিয়ে এখানে কাজ করতে পারবেন।



আমার আগের পোস্টের উপর একটি প্রশ্নের উত্তরঃ
আমাকে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগই এখানে কম পাওয়ারের পিসি ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করে। তাই তাদের জন্য সহজ কিছু কাজ সাজেস্ট করতে। তাই আপনাদের জন্য কিছু কাজের লিস্ট নিচে দিয়ে দিলাম দেখে নিতে পারেন।
১। ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন করার জন্য খুব বেশি পাওয়ারফুল পিসির প্রয়োজন নেই। তাই আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং কোডিং এর কাজ জানেন তাহলে আপনি এখানে ভালো কাজ পাবেন।
২। কন্টেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং করার জন্য ও আপনি কম পাওয়ারের পিসি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এসইও এর জ্ঞান থাকতে হবে।
৩। কমিউনিটি ও সোস্যাল ম্যানেজারঃ এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারেন। এর জন্য আপনার ভালো ইংরেজি জানতে হবে এবং সোস্যাল মিডিয়া সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
৪। ভেক্টর প্রোট্রেইট ডিজাইনঃ এই সার্ভিস টা এখন আমি সেল করছি। এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করছি এর কাজ গুলো। এখান থেকে দেখতে পারেনঃ ✏ Digital Portrait Art Service💥💥 50% Discount
৫। সিগনেচার ডিজাইনিংঃ আপনি যদি HTML এ ভালো দক্ষ হন তাহলে সিগনেচার ডিজাইনিং ট্রাই করতে পারেন। এর জন্য আপনার কম পাওয়ারের পিসি হলেও চলবে। আমার মতে এটাই এই ফোরামে সবচেয়ে বেশি সেল হয়।

এমন আরো অনেক কাজ পাবেন যা আপনি মোবাইল অথবা কম পাওয়ারের পিসি দিয়ে করতে পারবেন। আপনি একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে লাগবে। এটা আমি ভবিষ্যতে আপডেট করব নতুন কোনো তথ্য পেলে । আশা করি সবাই কাজ করে ভালো কিছু উপার্জন করতে পারবেন। ভুলক্রটি ক্ষমার চোখে দেখবেন । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।


এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   এখানে আমি কিছু সার্ভিসের লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের ভালো ধারনার জন্যঃ
   
----JAYCE DESIGNS---- Logo, Avatar, Signature, Banner, etc.
Need a 🖥️Website or graphics? We offer FREE drafts.
✅⚡⭐️Affordable HQ Design Services,Websites,ANNs,WPs, Banners,infographics..⭐️⚡✅

এগুলা ছাড়াও সার্ভিস বোর্ডে গিয়ে আপনি আরো অনেক সার্ভিস দেখে নিন।
বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোন পূর্ব অভিজ্ঞতা বা কিছু জানা ছিল না। আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম  ম্যানেজমেন্ট সম্পর্কে। ধন্যবাদ সিনিয়র ভাই আপনার এই পোস্টের মাধ্যমে নতুনদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Diknel on July 20, 2021, 08:21:11 AM
আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমি সার্ভিস বোর্ড এবং বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে পারলাম। আপনার এই মূল্যবান তথ্য গুলোর মাধ্যমে আমরা যারা সার্ভিস বোর্ড এবং বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতাম না তারা আপনার এই পোস্ট এর মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ।
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Madmax789 on November 15, 2022, 08:18:22 PM
বাউন্টি ম্যানেজমেন্ট কি সম্পর্কে আগে থেকে জানতাম তবুও আপনার পোস্টটি পড়ার পর এ সম্পর্কে আরেকটু বেশি এবং ভালোভাবে জানতে পারলাম। বাউন্টি ম্যানেজার সম্পর্কে বিশেষ তত্ত্ব এগুলো আগে খুব একটা ভালো জানতাম না আপনার এই টপিক থেকে সার্ভিস বোর্ড সম্পর্কে যতগুলো অজানা তথ্য ছিল সেগুলো মনোযোগ সহকারে পড়ে জেনে নিলাম

 ধন্যবাদ
Title: Re: বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হলো।
Post by: Fulshai on December 15, 2023, 01:32:58 AM
আমি ফোরামের নতুন। তাই বাউনটি ম্যানেজমেন্ট সম্পর্কে তেমন কিছু আমার জানা নেই। কিন্তু ফোরাম এসে সিনিয়রদের কাছ থেকে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এতে করে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কারণ সিনিয়াররা যে সুন্দরভাবে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেছে। আশা করি ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করবেন।