Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 16, 2021, 05:01:52 AM

Title: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Malam90 on January 16, 2021, 05:01:52 AM
ডুপ্লিকেট একাউন্ট ততক্ষন স্বাভাবিক যদি আপনি সেগুলোকে ঘোষণা করেন এবং ডুপ্লিকেট/ক্লোন ট্যাগ দিয়ে নেন। কিন্তু একাউন্ট ফার্মিং করা ঠিক না।
একজন ব্যবহারকারী ৫ এর অধিক একাউন্ট করতে পারবেনা এবং সেগুলোকে ছল চাতুরীর মাধ্যমে স্বাধীন একাউন্ট হিসেবে চালাবে-সেটা গ্রহণযোগ্য হবেনা। ইংরেজি টপিক পড়ুন। (https://www.altcoinstalks.com/index.php?topic=187804.0)


* আপনার ডুপ্লিকেট একাউন্ট ঘোষণা করুন।

ডুপ্লিকেট একাউন্ট নিয়ে আমাদের সমস্যা নেই।
যাই হোক অনেকেই দ্রুত লো কোয়ালিটি পোস্টের মাধ্যমে র‌্যাংক বৃদ্ধির চেষ্টা করে। এ কারণে আমরা আপনাদের বলতেছি-ডুপ্লিকেট একাউন্ট ঘোষণা করার জন্য। এর জন্য আপনি শুধু এডমিনকে পিএম দিয়ে আপনার ডুপ্লিকেট একাউন্ট গুলো সম্পর্কে অবহিত করুন।
যদি এটা করতে ব্যর্থ হন, আর আমরা যদি ধরতে পারি তাহলে আপনার সব একাউন্টগুলোতে (প্রধান একাউন্ট সহ) ডুপ্লিকেট লেভেল লাগিয়ে দেওয়া হবে।
কিছু বাউন্টি, এয়ারড্রপ এবং ALTS টোকেন সহ ডুপ্লিকেট একাউন্টের কিছু সীমাবদ্ধতা আছে।
এডমিনের পোস্ট: https://www.altcoinstalks.com/index.php?topic=33059.0
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Angel jara on January 16, 2021, 08:03:38 AM
আমি যতদূর জানি ডুপ্লিকেট একাউন্ট ফার্মিং চলবেনা।ডুপ্লিকেট একাউন্ট একের অধিক অ্যাকাউন্ট খুললে সেগুলোকে ছল চাতুরীর মাধ্যমে স্বাধীন একাউন্ট হিসেবে চালাবে-সেটা গ্রহণযোগ্য হবেনা। এছাড়া বিস্তারিত জানার জন্য সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করুন।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Malam90 on January 17, 2021, 02:25:00 AM
তাই আমার পরামর্শ হচ্ছে-যারা মাল্টিপল আইডি ব্যবহার করেন সমস্যা নেই। আপনি আপনার মেইন আইডি দিয়ে এডমিনকে পিএম দিবেন মাল্টিপল আইডিগুলোর প্রফাইল উল্লেখ করে তাহলে আপনার মেইন আইডি সুরক্ষিত থাকবে, অন্যগুলো ডুপ্লিকেট বা ক্লোন ট্যাগ দিবে। তখন আপনি চাইলে ক্লোন আইডিও ব্যবহার করতে পারবেন যদি বাউন্টি, এয়ারড্রপে আপনাকে একসেপ্ট করে।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Milon626 on March 04, 2021, 04:57:16 PM
 আমার মনে হয় মেইন আইডি সুরক্ষিত রাখার জন্য, মাল্টিপল আইডি সম্পর্কে  এডমিন কে পিএম দিয়ে জানিয়ে রাখা  উচিৎ। এতে করে পরবর্তীতে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি তা না করা হয় তবে মাল্টিপল আইডির সাথে সাথে মেইন একাউন্টও ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।                       
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Nostoman on March 04, 2021, 05:41:23 PM
আমার মনে হয় মেইন আইডি সুরক্ষিত রাখার জন্য, মাল্টিপল আইডি সম্পর্কে  এডমিন কে পিএম দিয়ে জানিয়ে রাখা  উচিৎ। এতে করে পরবর্তীতে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি তা না করা হয় তবে মাল্টিপল আইডির সাথে সাথে মেইন একাউন্টও ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।                     
+1

Many in the  bengali community have abused the forum rules,
We wanted this forum to be friendly, so we allowed users to have more than 1 account as long as they declare them so we can tag them,

But what i have been discovering in the bengali section is not acceptable,
many users have created many accounts, to join many bounties or many time the same bounty.

This is not acceptable, and will no longer be allowed.

Till next weekend, anyone that has more than 1 account needs to send me the list of his accounts by message.
and chose which of the accounts will be kept as main, all others will get duplicate tag.

If you have more than 1 account and you do not send me the list, all your accounts will be banned - ALL OF THEM

I can track the ip and device of every post and login, there is no way you can hide your accounts on me.
This is your chance for redemption .

@Admin
I think it is not just in the Bengali section. Check in the Global section. I think all users should be tagged manually. So don't just continue the trend of warning for Bangladeshis. I think need more time.
true
but here, few individuals were much aggressive in creating  multiple accounts
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Rockalo on March 05, 2021, 03:10:44 PM
বিষয়টা অত্যন্ত দুঃখের। শুধু আমাদের বাংলাদেশীদের জন্য এডমিন ওয়ার্নিং দিয়েছে।আমি মনে করি আমাদের বাঙ্গালীদের সতর্ক হওয়া উচিত। সবাই একাধিক অ্যাকাউন্ট চাষ করা থেকে বিরত থাকলে এ ধরনের সমস্যা হবে না। আমি বুঝে পাইনা,একটি একাউন্ট এর পদমর্যাদা যেখানে বৃদ্ধি করা কষ্টকর সেখানে অনেকগুলি একাউন্টের চাষ কিভাবে করে।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Goldlife on March 05, 2021, 06:05:45 PM
বিষয়টা অত্যন্ত দুঃখের। শুধু আমাদের বাংলাদেশীদের জন্য এডমিন ওয়ার্নিং দিয়েছে।আমি মনে করি আমাদের বাঙ্গালীদের সতর্ক হওয়া উচিত। সবাই একাধিক অ্যাকাউন্ট চাষ করা থেকে বিরত থাকলে এ ধরনের সমস্যা হবে না। আমি বুঝে পাইনা,একটি একাউন্ট এর পদমর্যাদা যেখানে বৃদ্ধি করা কষ্টকর সেখানে অনেকগুলি একাউন্টের চাষ কিভাবে করে।
হ্যাঁ আপনি কি কথা বলেছেন নেই কারণ হলো যে আমরা বাংলাদেশীরা যেখানে ঢুকেছি সেখানকার সর্বনাশ না করে আমাদের শান্তি হয় না তাই আমরা এই বাংলা প্রোগ্রামকে একটু সেক্রিফাইস করব এবং পান্না ফোরামের উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য কাজ করব।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Goldlife on March 10, 2021, 10:05:03 AM
ডুপ্লিকেট একাউন্ট ততক্ষন স্বাভাবিক যদি আপনি সেগুলোকে ঘোষণা করেন এবং ডুপ্লিকেট/ক্লোন ট্যাগ দিয়ে নেন। কিন্তু একাউন্ট ফার্মিং করা ঠিক না।
একজন ব্যবহারকারী ৫ এর অধিক একাউন্ট করতে পারবেনা এবং সেগুলোকে ছল চাতুরীর মাধ্যমে স্বাধীন একাউন্ট হিসেবে চালাবে-সেটা গ্রহণযোগ্য হবেনা। ইংরেজি টপিক পড়ুন। (https://www.altcoinstalks.com/index.php?topic=187804.0)


* আপনার ডুপ্লিকেট একাউন্ট ঘোষণা করুন।

ডুপ্লিকেট একাউন্ট নিয়ে আমাদের সমস্যা নেই।
যাই হোক অনেকেই দ্রুত লো কোয়ালিটি পোস্টের মাধ্যমে র‌্যাংক বৃদ্ধির চেষ্টা করে। এ কারণে আমরা আপনাদের বলতেছি-ডুপ্লিকেট একাউন্ট ঘোষণা করার জন্য। এর জন্য আপনি শুধু এডমিনকে পিএম দিয়ে আপনার ডুপ্লিকেট একাউন্ট গুলো সম্পর্কে অবহিত করুন।
যদি এটা করতে ব্যর্থ হন, আর আমরা যদি ধরতে পারি তাহলে আপনার সব একাউন্টগুলোতে (প্রধান একাউন্ট সহ) ডুপ্লিকেট লেভেল লাগিয়ে দেওয়া হবে।
কিছু বাউন্টি, এয়ারড্রপ এবং ALTS টোকেন সহ ডুপ্লিকেট একাউন্টের কিছু সীমাবদ্ধতা আছে।
এডমিনের পোস্ট: https://www.altcoinstalks.com/index.php?topic=33059.0
সবাইকে সচেতন করার জন্য আপনি এই প্রভৃতি তৈরি করেছেন এ জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা এখানে সদস্য আছি তারা যেন ডুবলিকেট একাউন্ট ব্যবহার করি এজন্য আপনি আমাদেরকে সতর্ক করছেন তাই আমি বলবো যে যাদের ডুপ্লিকেট অ্যাকাউন্ট আছে তাদেরকে তাদের তারা যেন সবাই মামুন ভাইকে পিএম দিয়ে থামিয়ে দেয় তা নাহলে সমস্যা হয়ে যাবে
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Tubelight on March 20, 2021, 10:13:52 AM
সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে এই সতর্কতামূলক একটি পোস্ট করার জন্য আপনাকে জানাচ্ছি সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করছি সকলেই আপনার এই নিয়ম মেনে চলবে।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: EKRA13 on March 20, 2021, 03:59:59 PM
আসলে আমাদের কারো একাধিক একাউন্ট ব্যবহার করা উচিত নয়। কারণ এতে ফোরামের ভারসাম্য নষ্ট হয় এবং ফোরাম এর রুলস একটি কাজ করা হয়। আমি মনে করি আমাদের সকলের একটি করে আইডি বা একাউন্ট ব্যবহার করা উচিত। তাহলে ফোরাম অনেক সুন্দর গোছালো থাকবে।
Title: Re: কোন একাউন্ট ফার্মিং চলবেনা।
Post by: Password on March 20, 2021, 04:01:31 PM
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এমন একটি মূল্যবান পোষ্ট তৈরি করেছেন যা থেকে সবাই সচেতন হয়ে থাকবে। কারণ ডুপ্লিকেট অ্যাকাউন্ট ব্যবহার করলে অনেক সমস্যায় পড়তে হয়। যদি বাউন্টি চলাকালীন ডুবলিকেট অ্যাকাউন্ট দেখা যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমরা সবাই ডুপ্লিকেট অ্যাকাউন্ট না ব্যবহার করে আর নিশ্চিন্তে বাউন্টি সেকশন এ কাজ চালিয়ে যাই।