Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on February 05, 2021, 04:52:36 PM

Title: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on February 05, 2021, 04:52:36 PM
ইথারিয়ামের গ্যাস ফি আজকে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে পাশাপাশি ইথারিয়াম আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে নতুন সর্বচ্চ রেকর্ড ১৭৪৮ ডলারে হিট করেছে। মনে হচ্ছে যে কোন সময় ২০০০ ডলারে যাবে। যারা ইথারিয়াম হোল্ড করেছেন তাদের বসন্তকাল চলছে এখন। তবে একদিকে ইথারিয়ামের দাম আকাশ ছুঁয়ে গেছে পাশাপাশি ইথারিয়াম নেটওয়ার্কে ট্রানজেকশন ফিও আকাশে উঠে গেছে।


(https://i.imgur.com/AcdEVsW.jpg)


স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে বিনান্স থেকে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: babu10 on February 05, 2021, 05:04:01 PM
আপনার সর্বশেষ কথাটাই এখন একটা বড় বিষয় হয়ে দাড়িঁয়েছে। আমরা যারা ছোটখাটো ট্রেড বা বাউন্টি করে ইনকাম করি তাদেরতো এখন ইথারিয়ামকে ধরাই মুশকিল হয়েছে। তাই একদিকদিয়ে আনন্দের বিষয় হলেও অপরদিকে বিষাদেরও বটে। তবে আমরা চাই মার্কেট ভালো হোক কিন্তু গ্যাস ফি যাতে কমানো হয় তাতে হয়তো আমরা কিছু পাব না হলে আকাশের দিকে চাহিহা থাকতে হবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: salukhe on February 05, 2021, 06:29:55 PM
ইথেরিয়াম দিন দিন বিটকয়েনের মতো দাম বাড়তেই শুরু করেছে। ইথেরিয়াম তার সর্বকালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। আশা করি ইথেরিয়াম আরো অনেক দূর এগিয়ে যাবে।কেননা ইথেরিয়াম এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ইথেরিয়াম খুব শীঘ্রই 2000 ডলার ক্রস করে ফেলবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Ronald on February 05, 2021, 08:02:35 PM
এবসলিউটলি তাই। অতীতে ইথারের দাম এত বৃদ্ধি পাওয়ার কোন নজির আমরা দেখতে পারি না্ই। বর্তমানে ইথার যে অবস্থানে আছে। আসলে এখন মার্কেটের দিকে তাকালে বোঝা যায় কি অবস্থা। আমার মনে হয় 2021 সাল হবে পৃথিবীতে ক্রিপ্টো পরিচিতি পাওয়ার এক অনন্য বছর।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Acifix on February 06, 2021, 01:39:32 AM
 ইথেরিয়াম সর্বকালের একটা সব  রেকর্ড ভাঙতে সফল হবে।। আমরা সবাই জানি ইথেরিয়াম হলো দীর্ঘদিন সম্পন্ন   ঊর্ধ্বমুখী।। তাই এইটা যাই  ইথেরিয়াম সর্বকালের সব রেকর্ড  ভাঙতে  সফল হবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Triedboy on February 06, 2021, 02:19:57 AM
ভাই আসলে ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে এটা ভালো একটা নিউজ। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই 2000 ডলার হয়ে যাবে ইথারিয়াম প্রাইস।কিন্তু একটা দুঃখের কথা ভাই যেকোনো টা কেন্সেল দেওয়ার সময় দেখা যাচ্ছে যে টোকেন গুলো যে কয় ডলার বিক্রি করতে পারব তার থেকে বেশি গ্যাস ফ্রি শো করছে। ভাই আমার মনে হয় ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে বিদায় বোধ হয় গ্যাস ফ্রি এতটা বৃদ্ধি পাচ্ছে। এরকম গ্যাস ফ্রি বেশি হওয়ার কারণে কোন টোকেন সেল দিতে পারছিনা।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Rubel007 on February 06, 2021, 05:23:11 PM
বিটকয়েনের যেমন এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাল সময় যাচ্ছে ঠিক ইথারও একই পথে হাটা শুরু করেছে মাত্র। আমি মনে করি আগামিতে ইথার প্রতিদিন নুতন নুতন রেকর্ড করবে। বর্তমানে এটি শুরু হয়ে গেছে। ইথার এখন যদি বুল রান কনটিনিউ করে তাহলে এর 3000 ঢলার আশা করা যায়।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on February 07, 2021, 05:39:55 AM
বিটকয়েনের যেমন এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাল সময় যাচ্ছে ঠিক ইথারও একই পথে হাটা শুরু করেছে মাত্র। আমি মনে করি আগামিতে ইথার প্রতিদিন নুতন নুতন রেকর্ড করবে। বর্তমানে এটি শুরু হয়ে গেছে। ইথার এখন যদি বুল রান কনটিনিউ করে তাহলে এর 3000 ঢলার আশা করা যায়।

যাওয়া অসম্ভব কিছুনা যদি বুলরান চলমান থাকে কিংবা বিটকয়েনের দাম ৪০কে তে স্টেবল থাকে।তবে ২০০০ যাওয়া এখন সময়ের ব্যপার।

এবসলিউটলি তাই। অতীতে ইথারের দাম এত বৃদ্ধি পাওয়ার কোন নজির আমরা দেখতে পারি না্ই। বর্তমানে ইথার যে অবস্থানে আছে। আসলে এখন মার্কেটের দিকে তাকালে বোঝা যায় কি অবস্থা। আমার মনে হয় 2021 সাল হবে পৃথিবীতে ক্রিপ্টো পরিচিতি পাওয়ার এক অনন্য বছর।

আগে এমন পাম্প দেখিনি যতটা এখন দেখছি। আগে ১৪৫০ ডলার ছিলো যা গতকিছু দিন আগে ভেঙেছে এবং গত ২ দিন আগে সেসব আবার ভেঙ্গে ১৭৫০ ডলারে নিয়ে গেছে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: ttcsalam on February 07, 2021, 02:51:48 PM
আমি লক্ষ্য করে দেখেছি ইথিরিয়াম এবং এম কে আর ২ টা কয়েন  পাশাপাশি পাল্লা দিয়ে চলে কিন্তু এম কে আর 2600 ডলার ক্রস করলেও ইথিরিয়াম এখনও 2000 ডলার ক্রস করতে পারে নাই আশা করা যায় ইথিরিয়াম অচিরেই এই রেকড ছুয়ে যাবে কারন আমি মনে করি ইথিরিয়াম হচ্ছে সব চাইতে বেশি ব্যবহৃত কয়েন।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on February 08, 2021, 08:58:28 AM
আমি লক্ষ্য করে দেখেছি ইথিরিয়াম এবং এম কে আর ২ টা কয়েন  পাশাপাশি পাল্লা দিয়ে চলে কিন্তু এম কে আর 2600 ডলার ক্রস করলেও ইথিরিয়াম এখনও 2000 ডলার ক্রস করতে পারে নাই আশা করা যায় ইথিরিয়াম অচিরেই এই রেকড ছুয়ে যাবে কারন আমি মনে করি ইথিরিয়াম হচ্ছে সব চাইতে বেশি ব্যবহৃত কয়েন।

MKR এবং Ethereum দুটি ভিন্ন প্রজেক্ট।
MKR  হচ্ছে ডেফি প্রজেক্ট, খুবই ভালো প্রজেক্ট। আর ইথারিয়াম তো ইআরসি২০ এর জম্মদাতা।
MKR এর দাম অনেক বেড়ে গেছে যা আমি কখনো কল্পনা করিনি এত বাড়তে পারে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: babu10 on February 08, 2021, 11:45:27 AM
আমি লক্ষ্য করে দেখেছি ইথিরিয়াম এবং এম কে আর ২ টা কয়েন  পাশাপাশি পাল্লা দিয়ে চলে কিন্তু এম কে আর 2600 ডলার ক্রস করলেও ইথিরিয়াম এখনও 2000 ডলার ক্রস করতে পারে নাই আশা করা যায় ইথিরিয়াম অচিরেই এই রেকড ছুয়ে যাবে কারন আমি মনে করি ইথিরিয়াম হচ্ছে সব চাইতে বেশি ব্যবহৃত কয়েন।

MKR এবং Ethereum দুটি ভিন্ন প্রজেক্ট।
MKR  হচ্ছে ডেফি প্রজেক্ট, খুবই ভালো প্রজেক্ট। আর ইথারিয়াম তো ইআরসি২০ এর জম্মদাতা।
MKR এর দাম অনেক বেড়ে গেছে যা আমি কখনো কল্পনা করিনি এত বাড়তে পারে।

হুম একদম খাটি কথাই বলেছেন ভাই। আমিও কখনো চিন্তা করিনি ইথারিয়াম এর দাম এত বাড়তে পারে তবে যথন বিটিসির দাম ৪৩কে ডলার এ পেীছাল তখন মনে মনে চিন্তা কিরছিলাম এমন কিছু একটা হতে পারে। এখন সামনে দেখি কোথায় গিয়ে দাড়ায় তবে এমকেআর এর দামও যেই হারে বাড়তেছে তাতে মনে হচ্ছে সামনে যারা এই টোকেন হোল্ড বা ট্রেড করতেছেন ভালো একটা কিছু হতে পারে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Herry on February 09, 2021, 09:29:06 AM
আপনার সর্বশেষ কথাটাই এখন একটা বড় বিষয় হয়ে দাড়িঁয়েছে। আমরা যারা ছোটখাটো ট্রেড বা বাউন্টি করে ইনকাম করি তাদেরতো এখন ইথারিয়ামকে ধরাই মুশকিল হয়েছে। তাই একদিকদিয়ে আনন্দের বিষয় হলেও অপরদিকে বিষাদেরও বটে। তবে আমরা চাই মার্কেট ভালো হোক কিন্তু গ্যাস ফি যাতে কমানো হয় তাতে হয়তো আমরা কিছু পাব না হলে আকাশের দিকে চাহিহা থাকতে হবে।
ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমানে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি যেন আকাশ ছুঁয়েছে। কোন একটা টোকেন এক্সচেঞ্জ করতে গেলে টোকেন বিক্রি করে যে ডলার হবে তার থেকে বেশি ট্রানজেকশন ফ্রী চায় এতে করে টোকেন সেল দেওয়া সম্ভব হয় না। ভবিষ্যতে কি ইথেরিয়াম এর ট্রানজেকশন ফ্রী কমার সম্ভাবনা আছে। যদি জানেন তো সাহায্য করেন।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on February 13, 2021, 01:35:38 PM
আজকে ইথারিয়াম ১৮০০ ডলার ছাড়িয়ে গেছে। যে কোন সময়ে এটি ২০০০ ডলারে যাবে। ইথারিয়াম যারা হোল্ড করেছেন তারা অনেক লাভবান হয়েছেন তবে গ্যাস ফি এত বেশি হওয়ায় সবাই এখন লেনদেন করতে পারছেনা ফির কারণে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 10:47:45 AM
ইথারিয়ামের গ্যাস ফি আজকে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে পাশাপাশি ইথারিয়াম আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে নতুন সর্বচ্চ রেকর্ড ১৭৪৮ ডলারে হিট করেছে। মনে হচ্ছে যে কোন সময় ২০০০ ডলারে যাবে। যারা ইথারিয়াম হোল্ড করেছেন তাদের বসন্তকাল চলছে এখন। তবে একদিকে ইথারিয়ামের দাম আকাশ ছুঁয়ে গেছে পাশাপাশি ইথারিয়াম নেটওয়ার্কে ট্রানজেকশন ফিও আকাশে উঠে গেছে।


(https://i.imgur.com/AcdEVsW.jpg)


স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে বিনান্স থেকে।
আপনি ঠিক অনুমান করেছিলেন। ইথেরিয়াম অলরেডি তার অতীতের সব রেকর্ড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এবং ইথেরিয়াম এর প্রাইসও অলরেডি 2000 ডলার অতিক্রম করে ফেলেছে। আশা করছি ইথিরিয়াম খুব দ্রুতই আবার নতুন রেকর্ড গড়বে এবং 2500 ডলারের মাইলফলক স্পর্শ করবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: LeziT on February 25, 2021, 12:36:46 PM
ইথারিয়ামের গ্যাস ফি আজকে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে পাশাপাশি ইথারিয়াম আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে নতুন সর্বচ্চ রেকর্ড ১৭৪৮ ডলারে হিট করেছে। মনে হচ্ছে যে কোন সময় ২০০০ ডলারে যাবে। যারা ইথারিয়াম হোল্ড করেছেন তাদের বসন্তকাল চলছে এখন। তবে একদিকে ইথারিয়ামের দাম আকাশ ছুঁয়ে গেছে পাশাপাশি ইথারিয়াম নেটওয়ার্কে ট্রানজেকশন ফিও আকাশে উঠে গেছে।


(https://i.imgur.com/AcdEVsW.jpg)


স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে বিনান্স থেকে।
ইথেরিয়াম হঠাৎ করে এমন একটি খেলা দেখাবে এটা আমি কখনো ভাবি নি ‌। যেখানে ইথেরিয়াম এর দাম ছিল 300 ডলার সেখানে ইথেরিয়াম কিছুদিন আগে 2000 ডলার ছাড়িয়ে গেল। অন্যদিকে হঠাৎ করে এমন ইথেরিয়াম গ্যাস ফি বৃদ্ধি হওয়ার কারণটা বুঝতে পারলাম না।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: LazY on March 06, 2021, 07:31:46 PM
ইথেরিয়াম ইতোমধ্যে তাদের সর্বকালের সর্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে।যেখানেই থেরিয়াম এর দাম ছিল 300 ডলার সেখানে তাদের দাম এনে রেখেছে 2000 ডলার।ইথেরিয়াম ইতিমধ্যে তাদের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আবার নতুন করে রেকর্ড তৈরি করেছে। বর্তমানে ইথেরিয়াম এর দাম রয়েছে 1600 ডলারের কাছাকাছি।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Rothi roy on March 12, 2021, 04:20:03 AM
ক্রিপ্টোকারেন্সি তে ইথেরিয়াম দ্বিতীয় অবস্থানে আছেন। বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম এর মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে। আগে ঔ ইথেরিয়াম এর মূল্য ছিল 400 থেকে 500 ডলার সেই ইথেরিয়াম এর দাম বর্তমানে 17 শত ডলার এর উপরে। ইথেরিয়াম এর মূল্য আরো বৃদ্ধি পাবে বলে মনে করি।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Milon626 on March 13, 2021, 01:40:03 AM
ইতোমধ্যে ইথেরিয়ামের দাম ২০০০ ডলার পার করে গেছে এবং পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে। কিন্তু এই সুখের সংবাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি সমস্যা । সেই সমস্যা টা হলো এখন ইথারের গ্যাস ফি অনেক বেশি। ফলে আমাদের মতো ছোট খাটো ইউজারদের জন্য এটি খুব বড় একটা সমস্যা।                                 
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Tubelight on March 17, 2021, 09:49:42 AM
2021 সালের শুরুর দিকে বিট কয়েনের মূল্য বৃদ্ধির সাথে সাথে ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পেয়েছিল। সেই সময় ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পেয়ে প্রায় আড়াই হাজার ডলারের কাছাকাছি চলে গিয়েছিল। তবে বর্তমানে ইথারিয়াম এর মূল্য খুব একটা ভালো অবস্থানে নাই। তবে আশা করছি মার্কেট হয়তো আবার পরিবর্তন ঘটবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Azharul on April 08, 2021, 06:38:30 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথারিয়াম।আমরা জানি ক্রিপ্টো মার্কেট এ বিটকয়েন এর পরেই ক্রিপ্টো জগতে জায়গা করে নিয়েছে ইথারিয়াম।আমরা আরো দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ইথারিয়াম এর দাম বেড়েই চলছে।যা বর্তমান সময়ে নতুন রেকর্ড অর্জন করেছে।তাই আমি আশা করি ভবিষ্যতে ইথারিয়াম অন্য সকল রেকর্ড ভেঙ্গে আরো অনেক দূরে এগিয়ে যাবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Dark Knight on April 08, 2021, 07:25:46 AM
এখন ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেলেও ইথেরিয়াম এর গ্যাস ফি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে ইথেরিয়াম হলো দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় কয়েন। কয়েন মার্কেট ক্যাপে : ১ ইথেরিয়াম = ২০২১.৯২৮২৬২৪৯$ - ৩.৫৮% আছে। এখন গ্যাস ফি এর সমস্যা সবাইকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। ইথেরিয়াম এর দামবৃদ্ধি পেয়ে রেকর্ড সৃষ্টি করলেও এর অতিরিক্ত গ্যাস ফি বর্তমান সমস্যার কারণ।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Riddi on May 01, 2021, 07:57:55 AM
হ্যাঁ ভাই ইথেরিয়াম দাম পূর্বের সকল রেকর্ড কে ভেঙে বর্তমানে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। ইথেরিয়াম এর বর্তমান মূল্য 2800 ডলারে পৌঁছেছে আশা করি ভবিষ্যতে ইথিদিয়াম এর মূল্য আরো বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি ইথিরিয়াম এর মূল্য 3000 ডলারে পৌঁছাবে। কিন্তু ইথেরিয়ামের এই মূল্য বৃদ্ধির সাথে সাথে ইথেরিয়ামের ট্রানজেকশন ফ্রী ফ্রি আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমরা ইউজাররা কোন ধরনের ট্রানজেকশন করতে পারতেছি না।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Herry on May 02, 2021, 05:38:28 PM
ইথারিয়ামের গ্যাস ফি আজকে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে পাশাপাশি ইথারিয়াম আগের সব প্রাইস রেকর্ড ভেঙ্গে নতুন সর্বচ্চ রেকর্ড ১৭৪৮ ডলারে হিট করেছে। মনে হচ্ছে যে কোন সময় ২০০০ ডলারে যাবে। যারা ইথারিয়াম হোল্ড করেছেন তাদের বসন্তকাল চলছে এখন। তবে একদিকে ইথারিয়ামের দাম আকাশ ছুঁয়ে গেছে পাশাপাশি ইথারিয়াম নেটওয়ার্কে ট্রানজেকশন ফিও আকাশে উঠে গেছে।


(https://i.imgur.com/AcdEVsW.jpg)


স্ক্রিনশর্ট নেওয়া হয়েছে বিনান্স থেকে।
ভাই আজকের আপডেট নিউজ হচ্ছে ইথেরিয়াম এর দাম 2924 ডোলারে হিট করেছে। যেকোনো সময় তিন হাজার ডলার স্পর্শ করবে ইথেরিয়াম। ইথেরিয়াম সর্বকালের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড খুব তাড়াতাড়ি করে নেবে। আর যদি ইথেরিয়াম এর দাম 3000 ডলার স্পর্শ করে তাহলে আশা করা যায় ইথেরিয়াম এর দাম 4 হাজার ডলারে হিট করবে এই বছরে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on May 12, 2021, 05:27:19 AM
গত দুদিন আগে ইথারিয়াম ৪১০০ ডলার অতিক্রম করেছে। এখান থেকে ৩ বছরেরও কিছু বেশি সময় আগে বিটকয়েনের দাম ছিলো ৪হাজার বা তার চেয়ে নিচে আর আজকে ইথারিয়ামের দাম ৪১০০ ডলার ছাড়িয়ে গেছে। ভাবা যায়। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন ইথারিয়ামও ১০০০০ ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Rokon5 on June 06, 2021, 05:50:15 AM
আমরা জানি ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথারিয়াম।  হ্যাঁ ভাই ইথেরিয়াম দাম পূর্বের সকল রেকর্ড কে ভেঙে বর্তমানে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল কিন্তু হঠাৎ করে এর দাম কমেছে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Irfan12@ on June 10, 2021, 06:25:08 PM
2021 সালে ইথেরিয়াম এর দাম অনেকগুলো নতুন রেকর্ড তৈরি করেছে। এ বছরই ইথেরিয়াম সর্বকালের সকল রেকর্ড ভেঙে ফেলেছে এবং নতুন রেকর্ড তৈরি করেছে। কিন্তু মার্কেট ডাম্পিং করার কারণে ইথেরিয়াম এর দাম অনেক বেশি ডাম্প করে। বলা যাচ্ছে না যে মার্কেট আরো ডাম্পিং করবে কিনা। তবে আমরা আশাবাদী মার্কেট খুব তাড়াতাড়ি গ্রিন সিগন্যাল দেবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Mrkadir85 on June 12, 2021, 06:29:10 PM
2021 সাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে  অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সালে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় সকল কয়েন অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ দাম উঠেছে। ইথেরিয়ামের দাম প্রায় হাজার গুণ বৃদ্ধি পেয়েছিল। ইথেরিয়াম তার অতীতের সকল রেকর্ড ভেঙ্গে চার হাজার ডলারে স্পর্শ করে। যদিও বর্তমানে মার্কেট অনেকটা ডাম্পিং করেছে তথাপি ইথেরিয়ামের দাম এখনো মোটামুটি স্ট্রং রয়েছে মার্কেট আরো ডাম্পিং করবে কিনা তা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে যাই হোক ইথেরিয়াম এর দাম পুনরায় নতুন করে নতুন রেকর্ড তৈরি করবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Gentle on June 23, 2021, 03:51:10 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন এর পরেই পৃথিবীর অবস্থান। এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কন্টাক্ট প্ল্যাটফর্ম। অতীতের সব রেকর্ড অতিক্রম করে চার হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু বর্তমানে মার্কেট ডাম্পিং হওয়ার ফলে দাম কিছুটা পড়ে গেছে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 1950 বলার।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Malam90 on June 23, 2021, 06:41:46 AM
ইথারিয়াম সর্বচ্চ ৪৪০০ ডলারে উঠেছিলো তবে সাম্প্রতিক মার্কেট ধ্বসে আবার গতকাল ১৮০০ ডলারে নেমে আসে। পেনিক সেলাররা মার্কেট ধ্বস দেখলেই সেল মারে আবার দাম বাড়তে বাড়তে সর্বচ্চ পৌছালেও আরো বাড়বে আশা করে হোল্ড করে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Maxtel on July 01, 2021, 03:42:08 AM
আমরা 2021 সালে ইথেরিয়াম এর দুটি নতুন রেকর্ড লক্ষ করলাম। ইথেরিয়াম এর দাম অতীতের সকল রেকর্ড অতিক্রম করে চার হাজার ডলার অতিক্রম করেছিল এবং গ্যাস ফি সকল প্ল্যাটফর্ম কে পেছনে ফেলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বর্তমানে গ্যাস ফি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Diknel on July 31, 2021, 08:30:08 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের পরের অবস্থানে রয়েছে ইথারিয়াম এর অবস্থান। বর্তমানে ইথারিয়াম এর ও জনপ্রিয়তা অনেক। ইথারিয়াম এর অতীতের রেকর্ড ভেঙ্গে 4 হাজার ডলার অতিক্রম করেছিল। কিন্তু বর্তমানে ইথারিয়াম এর দাম কমে গেছে। ইথেরিয়াম এর দাম বর্তমানে 2000 ডলার এসে পড়েছে। তাই আমি মনে করি আবারও ইথারিয়াম এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Trumpet on October 25, 2021, 04:56:26 PM
ক্রিপ্টোকারেন্সি প্রত্যেকটা মুহূর্তেই কয়েন গুলো নতুন নতুন রেকর্ড স্পর্শ করে। ইথারিয়াম তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই ইথারিয়াম কিন্তু অনেকটাই উপরের দিকে উঠে এসেছে। বর্তমানে ইথারিয়াম এর মার্কেট মুভমেন্ট কিন্তু অনেকটাই পজেটিভ আছে। যদি এই পজেটিভ ব্যবস্থা মার্কেট ধরে রাখতে পারে তাহলে আমি মনে করি ইথারিয়াম এই বছরের মধ্যে নতুন একটি রেকর্ড স্পর্শ করবে। ইথারিয়াম এর সেই নতুন রেকর্ড দেখার অপেক্ষায় রইলাম।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Fighter on October 27, 2021, 03:52:45 PM
এখন বর্তমানে ইথেরিয়াম কয়েন এর দাম প্রায় 4 হাজার ডলারের উপরে রয়েছে। এটা ইথিরিয়াম ইতিহাসে অন্যতম একটি নতুন রেকর্ড বলে আমি মনে করি। কেননা 2020 সালের ইথেরিয়াম কয়েনের দাম ছিল মাত্র বারোশো থেকে তেরশো ডলারের মধ্যে। কিন্তু 2021 সালে এসে ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করে এবং বর্তমানে তার দ্বিগুণ হয়েছে দাম বৃদ্ধি পেয়ে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Coin63@ on October 27, 2021, 03:58:05 PM
এখন বর্তমানে ইথেরিয়াম কয়েন এর দাম প্রায় 4 হাজার ডলারের উপরে রয়েছে। এটা ইথিরিয়াম ইতিহাসে অন্যতম একটি নতুন রেকর্ড বলে আমি মনে করি। কেননা 2020 সালের ইথেরিয়াম কয়েনের দাম ছিল মাত্র বারোশো থেকে তেরশো ডলারের মধ্যে। কিন্তু 2021 সালে এসে ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করে এবং বর্তমানে তার দ্বিগুণ হয়েছে দাম বৃদ্ধি পেয়ে।
তুলনামূলকভাবে বিটকয়েন এর চেয়ে ইথেরিয়াম এর দাম এতটা বৃদ্ধি পায় নি। বিটকয়েনের দাম যখন 10000 ডলার তখন ইথেরিয়াম এর দাম  1000 ডলারের উপরে ছিল কিন্তু এখন বিশ্ববাজারে বিটকয়েনের দাম 60 হাজার ডলার অতিক্রম করলেও ইথেরিয়াম কিন্তু ছয় হাজার ডলারে থাকা উচিত ছিল। কিন্তু এটি 2000 ডলার কম বৃদ্ধি পেয়েছে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Bitrab on October 28, 2021, 09:54:32 AM
ইথেরিয়াম এর দাম ইতোমধ্যেই পাঁচ হাজার ডলারে পৌঁছেছিল। এবং সেটা ছিল ক্রিপ্টোকারেন্সি বাজারে ইথেরিয়াম এর সর্বোচ্চ রেকর্ড। আশা করা যায় ভবিষ্যতে এরকম মাঝে মাঝে রেকর্ড গড়বে। কারণ ক্রিপ্টোকারেন্সি এর দাম যদি নতুনভাবে রেকর্ড না করে তাহলে বিনিয়োগকারীরা কখনোই লাভবান হতে পারবে না। তাই একে এক সময়ে অর্থাৎ বিভিন্ন সময়ে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Tepona on November 08, 2021, 04:41:17 PM
বর্তমানে ইথারিয়াম কয়েনটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং ভবিষ্যতে আরও জনপ্রিয়তা লাভ করবে। বর্তমানে এই ইথারিয়াম কয়েনের দাম অনেকটাই উন্নতির দিকে রয়েছে। কিছুদিন আগে ইথারিয়াম এর দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। কিন্তু আমার মনে হয় ইথারিয়াম কয়েনটি আবার দাম বেড়ে নতুন রেকর্ড করবে।
Title: Re: Ethereum সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
Post by: Centus on November 09, 2021, 04:28:07 PM
ইতোমধ্যেই ইথেরিয়াম এসব রেকর্ড গুলো ভেঙ্গে ফেলেছে। ইথেরিয়াম 5000 ডলার এ প্রবেশ করেছিল। এবং সারা পৃথিবীব্যাপী বিভিন্ন বিনিয়োগকারীগণ 5 হাজার ডলারে কিনে রেখেছে। আমি মনে করি তারাও এক সময় লাভবান হবে। কারণ আমি অনেক নিউজ বা বড় ভাইদের আলোচনায় দেখেছি যে ইথেরিয়াম এর দাম 10 থেকে 15 হাজার ডলারে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সেটা হবে ক্রিপ্টোকারেন্সি বাজারে ইথেরিয়াম এর নতুন রেকর্ড।