Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Malam90 on February 16, 2021, 06:44:44 AM

Title: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Malam90 on February 16, 2021, 06:44:44 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Lukamaxin on February 16, 2021, 07:08:38 AM
মার্কেটে কয়েনের উত্থানের যে গতি দেখা যাচ্ছে তাতে এটি খুবই পরিস্কার যে ইথিরিয়াম 2500 ডলার অতিক্রম করবে। আমার মনে হয় আগামি 3-4 মাসের মধ্যে এই দাম হওয়া অস্বাভাবিক কিছু না।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Danilo Malaggay on February 16, 2021, 09:04:56 AM
হ্যা ইথারিয়াম ২৫০০ যাবে এটা বলা যায় তবে আরোও ৩-৪ মাস সময় ও লাগতে পারে তবে হবেই আশা করা যায় ২৫০০ তে যাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: kulkhan on February 17, 2021, 05:41:44 AM
ইথারিয়ামের মূল্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যেটা অল্প কিছুদিন আগেও আমরা কল্পনাও করতে পারিনি। এর মূল্য এখন $১৮০০ ডলারের কাছাকাছি। ইথারের মূল্য এখন ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। আর এই গতি থাকলে $২৫০০ নয় ইথার $৪০০০ - $৫০০০ ডলারে গিয়ে ঠেকতে পারে বলে আমি মনেকরি।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: iRan Chy on February 17, 2021, 05:44:59 AM
বর্তমান মার্কেট যেই গতিধারার মাধ্যমে অগ্রসর হচ্ছে এভাবে চলতে থাকলে অচিরেই $2500 অতিক্রম করবে। আর যদি বিটকয়েন ডাম্প হয়ে যায়, তাহলে সম্ভব না। আমার মনে হয়না পারবে। তবুও হ্যাঁ ভোট দিয়েছি।  :-X
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Ogma on February 18, 2021, 06:49:45 AM
বর্তমানে ইথার এর দাম ১৯০১.৭১ ডলার তা ৮.৭% বেড়ে হয়েছে । তাই এটা অসম্ভব নয় যে ২৫০০ ডলার স্পর্শ করবে না ।মার্চের দিকে ২৫০০ ডলার হওয়ার সম্ভাবনা আছে
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Dark Knight on February 18, 2021, 06:55:47 AM
ইথেরিয়াম এখন সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। ইথেরিয়াম এর দাম গত কয়েকদিন যাবত যেরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো 2500 ডলার হলে ও হতে পারে। এটি ইতিমধ্যেই ১৯০০ ডলারে পৌঁছেছে। এভাবে বৃদ্ধি পেতে থাকলে কয়েকদিনেই 2500 ডলার হবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Review Master on February 22, 2021, 09:35:45 AM
একটু সময় লাগবে, কিন্তু আশা করা যায় ইথিরিয়াম $২৫০০ মূল্যে পৌছাবে। কারণ এখনো অল্টকয়েনের ডোমিন্যান্স বৃদ্ধি পায় নাই এবং বিটকয়েনের ডোমিন্যান্স অনেক থাকায় বিটকয়েনের মূল্যে বৃদ্ধির সাথে সাথে ইথিরিয়ামসহ সকল অল্টকয়েনও সময় নিয়ে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে । আর সেই হিসেবে, ইথিরিয়ামও একটু সময় নিয়ে $২৫০০ এ পৌছাবে। এমনকি এর থেকে বেশি মূল্যে চলে যেতে পারে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Mrkadir85 on February 22, 2021, 04:18:52 PM
মালাম ভাই ইথেরিয়াম যেকোনো সময় 2500 ডলার অতিক্রম করতে পারে। ইথেরিয়াম এর দাম যেভাবে বাড়তেছে তাতে মনে হয় যেকোনো সময় 2500 ডলার স্পর্শ করবে। অলরেডি ইথেরিয়াম 2000 ডলার অতিক্রম করেছে। ভবিষ্যতে ইথেরিয়াম 2500 ডলার নয় তিন হাজার ডলার স্পর্শ করতে পারে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: LeziT on February 25, 2021, 11:22:30 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
কিছুদিন আগেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই পাম্পিং এর হয়েছিল। কিন্তু বর্তমানে বড় রকমের একটি ডাম্পিং খেয়েছে। ক্রিপ্টোকারেন্সি বাজার আগের মতো এখন আর নেই। মার্কেটে গেলে দেখতে হয় সব কয়েনের দাম কমে যাওয়ার মধ্যে রয়েছে। ইথেরিয়াম 2000 ডলার ছাড়িয়ে গিয়েছিল। 2500 ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মার্কেট খারাপ হওয়াতে সেটিয়া ছাড়িয়ে যেতে পারেনি। তবে আশা করছি আগামী দিনগুলোতে ছাড়িয়ে যাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Mj joy on February 27, 2021, 06:04:19 PM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
  আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই খুব দ্রুত  ইথেরিয়াম ২৫০০ কে ছাড়িয়ে যাবে  কারণ যেভাবে  ইথেরিয়াম এর  পরিচিতি এবং বাজার বৃদ্ধি পাচ্ছে তাতে আমার মনে হয় খুব দ্রুত এটা ঘটবে  যদিও   ইথেরিয়াম এর  গ্যাস ফি টা একটু বেশি বর্তমানে তবে এটাও মনে হয় খুব বেশিদিন থাকবে না ।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Milon626 on February 28, 2021, 09:02:12 AM
আমার মনে হয় ইথেরিয়াম খুব শীগ্রই ২৫০০ ডলার স্পর্শ করতে চলেছে।  ইথেরিয়ামের অবস্থা এখন অনেকটা ভালো আছে, আশা করা যায় ধিরে ধিরে আরও ভালো অবস্থানে যাবে।  এখন ইথারের দাম ২৫০০ ডলার হওয়া টা সময়ের ব্যাপার মাত্র।                               
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: EKRA13 on February 28, 2021, 04:49:11 PM
ইথেরিয়ামের দাম 2500 ডলার স্পর্শ করবে কিনা তা এখনই বলা কঠিন। কয়েকদিন ধরে ইথেরিয়াম এর দাম কমতে শুরু করেছে।  কিছুদিন আগে ইথেরিয়াম প্রায় 2100 ডলার স্পর্শ করলেও বর্তমানে ইথেরিয়ামের দাম 1300 ডলারের কিছু উপড়ে রয়েছে। দাম যদি পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে তবেই 2500 ডলারে পৌঁছানো সম্ভব।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Alt20 on March 01, 2021, 07:25:44 AM
বর্তমান অবস্থা দেখে আমি কোন ভাবেই আশা করা যায় না যে ইথার 2500 ডলার যেতে পারবে। এর অতিরিক্ত গ্যাস ফি এখন ইথারের অধপতের মূল হিসেবে পরিলক্ষিত হয়েছে। যদি তারা অতিরিক্ত গ্যাস ফি কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে ইথার এর দাম বাড়তে পারে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Lovepro Max on March 02, 2021, 02:36:02 AM
ইথেরিয়াম এর দাম 2400 স্পর্শ করেছিল। যেহেতু ইথেরিয়াম এর দাম 2000 ডলার হিট করেছিল সে জন্য বলা যায় যে ইথেরিয়াম এর দাম অবশ্যই 2500 ডলার পৌঁছাতে পারে। আমি আশাবাদী খুব দ্রুতই ইথেরিয়াম এর দাম 2500 ডলার হয়ে যাবে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 1552 ডলার।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: AGM on March 02, 2021, 07:29:29 AM
মার্কেট কিছুটা ভাল হলে আমার মনে হয় ইথারের দাম আবার অনেক বেশি হবে। সেক্ষেত্রে 2500 ডলার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এটি সম্পূর্ণভাবে মার্কেটৈর অবস্থার উপর নির্ভর করছে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: raisajahan on March 04, 2021, 09:10:53 AM
ইথারিয়াম ২৫০০ ডলারের উপরে যাবে এটা আমি মনে করি কিন্তু সময় লাগবে সে সময় পযন্ত ধৈয ধরে থাকতে হবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: ExtraPoint on March 05, 2021, 01:44:11 PM
ক্রিপ্টো জগতে ইথেরিয়াম কিন্তু আরেকটি জনপ্রিয় কয়েনের নাম। এটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইথেরিয়াম এর দাম 2000 ডলার স্পর্শ করেছিল কিন্তু সেখান থেকে আবার কমে চৌদ্দশ ডলারে নেমে এসেছে। যদি ইথিরিয়াম এর দাম আবারো বৃদ্ধি পায় তাহলে হয়তো 25 শো ডোলারে পৌঁছাতে পারবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: LazY on March 06, 2021, 06:04:26 PM
ইথেরিয়াম অবশ্যই 2500 ডলার ছাড়িয়ে যাবে। শুধু আমাদেরকে ধৈর্য্য ধারণ করে থাকতে হবে।দুদিন আগে হোক আর দুদিন পরে হোক ইথেরিয়াম একদিন ঠিক হই 25 শো ডলার ছাড়িয়ে যাবে। যেরকমটা বিটকয়েনের মধ্যে হয়েছে। কেউ কখনো কল্পনা করে ছিলনা বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে এত অল্প সময়ে। সেই একইভাবে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: bmr on March 08, 2021, 12:41:37 PM
এবছর ইথার 2500 ডলারে যেতে পারবে না। কারন অনেকেই ইথার প্লাটফরম বাদ দিয়ে অন্যদিকে মুভ করছে সেক্ষেত্রে এর ডেভলোপমেন্ট হবে না এটাই বাস্তবতা। তবে ক্রিপ্টোকারেন্সিতে ইথার 2য় নম্বরধারী একটি নাম। তাই মনে হয় অথোরিটি ভাল কিছু ভাবছে তারা সম্ভবত চেস্টা চালিয়ে যাচ্ছে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Goldlife on March 10, 2021, 07:11:04 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
ইথেরিয়াম দাম বৃদ্ধির জন্য আমরা সবাই কিন্তু খুশি আরো বৃদ্ধি করুন আর দাম আর কিছুদিনের ভিতরেই হয়তো 25 কিংবা 3000 ডলার কিন্তু ক্রস করবে এটা আমাদের জন্য অত্যান্ত খুশি হব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রানজেকশন তিনি এখানে কি কোন অফিশিয়াল ভাবে তাহলে আমরা অনেক মজা পেতাম কিন্তু শেষ পর্যন্ত কি পৃথিবীটাকে কমিয়ে দেবে আপনার কি মন্তব্য
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Rubel007 on March 10, 2021, 07:15:39 AM
ইথার অথোরিটি প্রাণ পনে চেস্টা করছে তাদের গ্যাস ফি কমিয়ে আনান জন্যে। তারা যদি এটি সেন্টের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে ইথার 2500 নয় আমার মনে তার চেয়েও বেশি হবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Rothi roy on March 10, 2021, 04:44:36 PM
ক্রিপ্টোকারেন্সিতে দ্বিতীয় অবস্থানে আছে ইথেরিয়াম। 2020 সালের শেষের দিক থেকে 2021 সালের শুরুর দিক থেকে বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম এর দাম ও প্রচুর বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি ইথেরিয়াম এর মূল্য 18 শত ডলারের উপরে। ইথেরিয়াম এর দাম 25 শত ডলার ছাড়াবে বলে আমি মনে করি। কারণ 2021 সালের শুরু থেকে ক্রিপ্টো মার্কেট এর অবস্থা খুবই ভালো আশা করা যায় ইথেরিয়াম 25 শত ডলার খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: captan75 on March 14, 2021, 06:06:56 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
আমার মনে হয় ইথিরিয়াম এখন অনলাইন জগতের রাজা তা মনে হয় থাকতে পারে ইতিহাসের দাম যেভাবে বাড়ছে তাতে ২৫০০ থেকেও বেশি যাবে 3000 ডলার পর্যন্ত থাকতে পারে। ইথেরিয়াম এখন অনলাইন জগতের রাজা তা কতদিন থাকবে তাকে বলা সম্ভব না। ইতি আমের দাম বাড়তেও পারে আবার একেবারে আগের মত কমে যেতে পারে। তাই আমার মতে ইথিরিয়াম কে রাজা না বললেই হয়।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Tubelight on March 16, 2021, 06:08:25 AM
আমি ক্রিপ্টোকারেন্সি যে যত দিন যাবত আছি কতদিন যাবৎ একটা কথা শুনে আসছি যে ক্রিপ্টোকারেন্সি অসম্ভব বলে কিছু নাই। আমি নিজেও এটা বিশ্বাস করি যে ক্রিপ্টোকারেন্সি পক্ষে সবকিছুই সম্ভব। ইথেরিয়াম এর মূল্য বর্তমানে হাজার 1800 থেকে 1900 ডলারের মধ্যে ওঠানামা করছে। আশা করছি খুব শীঘ্রই 2500 ডলার স্পর্শ করবে ইথেরিয়াম।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: alpian on March 17, 2021, 10:24:29 AM
বর্তমানে ইথিরিয়াম এর দাম অগের চেয়ে কিছু টা কম। এবং বর্তমানে ইথুরিয়াম এর দাম সব সময় উঠানামা করছে।তবে আমার যেটা মনে হয় সেটা হলো ইথিরিয়াম এর দাম অবশ্যই ২৫০০$ যাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Mist Joya on March 18, 2021, 06:48:35 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
  হ্যাঁ ভাই আমি নির্দ্বিধায় বলতে পারি ইথেরিয়াম 2500 কে ছাড়িয়ে যাবে কারণ যেভাবে বর্তমানে ইথেরিয়াম  যেভাবে  পরিচিতি লাভ করেছে মার্কেটে এটা হওয়া খুব কঠিন একটা বিষয় নয় ।  ইথেরিয়াম বর্তমানে মার্কেটে বিটকয়েনের সাথে তাল মিলিয়ে দাম বেড়ে যাচ্ছে তাই এটা নিঃসন্দেহে বলা যায় ।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Sonjoy on March 18, 2021, 01:12:39 PM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো 2000 ডলার কিন্তু ক্রস করে যাবে বলে আমার মনে হচ্ছে।ফ্লাট গানের রাজা হচ্ছে গিয়া ইথেরিয়াম এটি কি এখনো আরো বাড়বে না কমবে এ বিষয়ে আরো চীনের ভাইদেরকে মন্তব্য পেশ করার জন্য বলা হলো আর আপনাকে একটু কথা জিজ্ঞেস করবো যে আর করা হচ্ছে ইথেরিয়াম আর অল্প কিছুদিনের মধ্যে 3000 ডলার করে যেতে পারবে কিনা
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Tepona on March 19, 2021, 03:58:54 AM
ইথেরিয়াম এর এর প্রতিরোধ অঞ্চলটি যখন 2500$ এ অবস্থান করবে। তখন অন্যান্য মুদ্রাগুলো ভালো অবস্থানে যাবে। তবে আমি মনে করি এই মূহূর্তে এত বেশি দাম বৃদ্ধির প্রবণতা নেই। এই মুহূর্তে ইথেরিয়াম এর দাম নিচের দিকে তরঙ্গ চলে। বাজারে কি লক্ষ করুন তাহলে বুঝতে পারবেন। কারণ বর্তমানে দাম খুব একটা বৃদ্ধি পায়নি। শুধু বিটকয়েনের দাম উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা রয়েছে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Fighter on March 19, 2021, 10:25:23 AM
একটু সময় লাগবে যেতে। ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছিল কয়েকদিন যাবত। আবারো ইথেরিয়াম এর দাম দাম কমতে শুরু করেছে। আবার থেকে যখন ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে তখন ইথেরিয়াম 2500 ডলারে যেতে পারবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: EKRA13 on March 19, 2021, 04:54:59 PM
মার্কেটে ইথেরিয়াম এর দাম অনেক বেশি ওঠানামা করছে। তা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না এটিএম এর দাম 2500 ডলার হবে কিনা। যদিও কিছুদিন আগে ইথেরিয়াম এর দাম প্রায় 2 হাজার 200 ডলার স্পর্শ করেছিল। তারপর থেকে 2000 ডলারের নিচে অবস্থান করছে বর্তমানে ইতি রামের দাম 1800 ডলার এর উপরে। তবে যে কোন সময় দাম উত্থান হতে পারে। এবং অনেকে ধারনা করছে ইথেরিয়াম 2500 ডলার অতিক্রম করে 3000 ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Rafiq on March 19, 2021, 07:37:54 PM
ইতোমধ্যে ইথারিয়াম এর দাম 2000 ডলার স্পর্শ করেছিল, যদিও তা আবার কমে যায়। আজ ইথারিয়ামের দাম ১৮০০ ডলারের উপরে আছে। ক্রিপ্টোকারেন্সির বাজার এ হ্রাস-বৃদ্ধি ঘটবে এটাই স্বাভাবিক; তারপরও যদি মার্কেটের বর্তমান ক্রমবর্ধমান ধারা অব্যাহত থাকে তাহলে ২০২১ সালের মধ্যেই ইথারিয়ামের দাম ২৫০০ ডলার স্পর্শ করবে বলে আমার বিশ্বাস।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Rockalo on March 20, 2021, 05:40:28 AM
মার্কেটের গতিবিধি দেখে মনে হয় খুব একটা উচ্চ পর্যায়ে যেতে পারবেনা। কারণ বেশিরভাগ ব্যবসায়ীদের ট্রাফিক অনেক কম। অতিরিক্ত gas ফি প্রত্যাহার না করলে এর অবস্থা আরো খারাপ হতে পারে। তাই খুব একটা দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Azharul on April 01, 2021, 03:13:47 AM
আমরা জানি যে ইথারিয়াম হলো ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা।যা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মুদ্রা।ইথারিয়াম এর দাম ২০২০ সালে যেমন ছিল ২০২১ সালে তার থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে,যেহেতু বিগত দিনগুলোতে ২০০০ ডলার স্পর্শ করেছে,আমরা আশা করি খুব তাড়াতাড়ি ইথারিয়াম এর দাম বেড়ে ২৫০০ ডলার এ উন্নীত হতে পারবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Random203 on April 01, 2021, 04:34:06 AM
 ইথেরিয়াম হলো এলোটকয়েনের সেরা কয়েন। এই কয়েনের জনপ্রিয়তা অন্যান্য কয়েনের থেকে অনেক বেশি। ২০২০ সালে ইথেরিয়ামের দাম অনেক কম ছিল কিন্তু ২০২১ সালে ইথেরিয়ামের দাম অনেক বেড়ে গেছে।  আমার মনে হয় ইথেরিয়াম ২৫০০$ এ অবশ্যই যেতে পারবে, তবে সেক্ষেত্রে হয়তো আরও  কিছুটা সময় লাগবে।       
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Sumi on April 01, 2021, 05:43:57 PM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
ইথেরিয়াম মার্কেট টা যদি আপনি ভালভাবে লক্ষ করেন তাহলে দেখতে পারবেন যে এরকম ক্ষতি কতদূর পর্যন্ত যাচ্ছে এবং যাবে আমার মনে হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই 3000 ডলার কিন্তু পেরিয়ে যাবে ইথেরিয়াম
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: HeartBit143 on April 03, 2021, 10:46:45 AM
ইথারিয়াম গত কয়েকমাস যাবৎ সেই ১৫০ ডলার থেকে বাড়তে বাড়তে এখন ১৮০০ এর উপরে। যে কোন সময়ে ইথারিয়াম ২০০০ ডলার ছুঁয়ে যেতে পারে। অনেকের মধ্যে হতাশা আছে ইথারিয়ামের গ্যাস ফি নিয়ে কিন্তু ইথারিয়ামকে নিয়ে কারো কোন সন্দেহ নেই। এখনো ইথারিয়াম অলটকয়েনের রাজা এবং রাজা হয়েই রাজার মতই থাকছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে-
ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?

ভোট দিন ও মতামত জানান।
ইথেরিয়াম এলোটকয়েনে সেরা কয়েন। ইথেরিয়াম প্লাটফর্মের জনপ্রিয়তা দিন কে দিন বৃদ্ধি পাচ্ছে।  এর দাম আগের তুলনায় এখন অনেক ভালো অবস্থানে আছে।  আশা করা যায় খুব শীগ্রই ইথেরিয়ামের দাম ২৫০০ ডলার হিট করবে।                   
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Irfan12@ on April 04, 2021, 07:50:05 AM
কালকে আমি দেখেছিলাম ইথেরিয়াম এর দাম 2100 ডলার এর উপরে উঠেছিল। তবে আজকে ইথেরিয়াম এর দাম একটু ডাম্পিং করেছে। আমি মনে করি অবশ্যই ইথেরিয়াম এর দাম 2500 ডলার হিট করবে। যেহেতু বর্তমানে বিটকয়েনের দাম একটু নিম্ন মুখী সেইজন্য সকল ক্রিপ্টো মুদ্রার দাম কমে গেছে আবার যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে অবশ্যই ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Centus on April 08, 2021, 07:38:53 AM
ইথেরিয়াম এর দাম এক সময় কোথায় ছিল। আর বর্তমানে কোথায় এসেছে। আপনি যদি বিষয়টি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। ইথেরিয়াম এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যা সাধারণ অন্যান্য পয়েন্টগুলোর তুলনায় অনেক বেশি। তাই ধারণা করা হচ্ছে ইথেরিয়াম এর দাম তিন হাজার ডলারের কাছাকাছি চলে যাবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Herry on April 08, 2021, 05:11:14 PM
অবশ্যই ইথেরিয়াম 2500 ডলারে হিট করবে শুধু সময়ের অপেক্ষা। বর্তমানে ইতিহাস এর দাম 2048 ডলার। হ্যাঁ আমরা দেখেছি গত কয়েক মাসে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। করোনার প্রথম শুরুতে ইথেরিয়াম এর দাম একেবারে কমে 100 ডলারে নেমে গিয়েছিল। সেই ইথেরিয়াম এর দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে 2000 ডলার ছাড়িয়ে গেছে। আশাকরি 2500 ডলারে খুব তাড়াতাড়ি পৌঁছাবে
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Irfan12@ on April 11, 2021, 05:09:28 PM
আজকে ইথেরিয়াম এর দাম এনালাইসিস করে বুঝতে পারলাম খুব তাড়াতাড়ি ইথেরিয়াম এর দাম 2500 ডলারে পৌঁছাবে। আজকেই ইথেরিয়াম এর দাম 2146 ডলার দাঁড়িয়েছে এবং ইথিরিয়াম এর দাম 0.85 শতাংশ কমে গেছে। হয়তো কমে যাওয়ার কারণ ইথেরিয়াম এর দাম বড় রকম পাম্পিং করবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Sumi on April 16, 2021, 02:01:27 PM
বর্তমান বিটকয়েন এবং ইথিরিয়াম এর যে অবস্থা এতে করে কিন্তু অনুমান করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে আর দামবৃদ্ধির গতিবিধি দেখে অনুমান করা সহজ বলে মনে হচ্ছে কারণ ইথেরিয়াম কিন্তু 24 ডলার কিন্তু করেছে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো 3000 ডলার কিন্তু কাজ করে যাবে ইথেরিয়াম এর দাম সে ক্ষেত্রে অবশ্য অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেনা অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু দাম বৃদ্ধি পাবে বর্তমানে এখন আজকের বাজারে একটু কমছে ইথেরিয়াম কিন্তু ভবিষ্যতে কিন্তু এটি 3000 ডলার পার করে যাবে বলে আমি মনে করি
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Mistroy on May 29, 2021, 06:50:40 PM
ক্রিপ্টোকারেন্সি বিশ্বে কোন কয়েনের দাম বৃদ্ধি  পাবে না এর মূল্য কমে যাবে তা আগে থেকে বলা ঠিক না। কখন কোন কয়েনের দাম ডাম্পিং করে বা পাম্পিং করে তা আগে থেকে বলা মুশকিল। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে  বিটকয়েন ও ইথেরিয়াম সামঞ্জস্য রেখে চলে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সাথে সাথে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পায়। আগে  ইথারিয়াম এর মূল্য অনেক কম ছিল। এখন ইথারিয়াম এর বাজার মূল্য 2331 ডলার হয়েছে। ইথেরিয়াম এর মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে আরো অনেক বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি সামনে কয়েক মাসের মধ্যে 3000 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: RSRS on June 27, 2021, 03:34:07 PM
ক্রিপ্টোকারেন্সিতে কয়েন গুলো কখন কোন অবস্থানে পৌঁছায় তা বোঝা দায়। আবার কখনো কখনো কোন কয়েন অসম্ভবকে সম্ভব করে তোলে। ইথেরিয়াম যেহেতু বিটকয়েনের পরে অবস্থান করে তাই ইথেরিয়াম 2500 ডলার স্পর্শ করা অসম্ভব কিছু নয়। আমার বিশ্বাস খুব শীঘ্রই ইথেরিয়াম 2500 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথারিয়াম কি ২৫০০ ডলারে যেতে পারবে?
Post by: Diknel on July 24, 2021, 10:56:14 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলোর দাম কখন কোন অবস্থায় যায় তা বোঝা মুশকিল। আমি মনে করি, যেহেতু ইথেরিয়াম বিটকয়েন এর পরের অবস্থানে আছে তাই ইথেরিয়াম এর দাম 2500 ডোলারে যেতে অসম্ভব বলে আমি মনে করি না। আমার মনে হয়, খুব শীঘ্রই ইথেরিয়ামের দাম 2500 ডলারের বেশি হবে।