Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Malam90 on May 03, 2021, 04:36:29 PM

Title: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Malam90 on May 03, 2021, 04:36:29 PM
বিটকয়েনের মূল্য শুক্রবার ৬.৫৪ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা লেনদের বন্ধের আগের মূল্যের সঙ্গে তিন হাজার পাঁচশ চার দশমিক ১১ ডলার বেশি।

বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত ৪ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন ২৭ হাজার সাতশ' ৩৪ ডলার থেকে এখন পর্যন্ত ১০৫.৯ শতাংশ উপরে আছে। গত ১৪ এপ্রিল এটি বছরের সর্বোচ্চ ৬৪ হাজার আটশ' ৯৫ দশমিক ২২ ডলারে পৌঁছেছিল। বর্তমান মূল্য অবশ্য সেখান থেকে ১২ শতাংশ কম বলে জানিয়েছে রয়টার্স।

ইথার, ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত মুদ্রা, শুক্রবার ১.০৬ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ' ৮৭ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষের মূল্যের সঙ্গে ২৯ দশমিক ২৯ ডলার মূল্য বেড়েছে মূদ্রাটির।

বিটকয়েনের ঊর্ধ্বমুখী দরে পাগলা ঘোড়ার গতি নতুন নয়। ২০০৯ সালে বাজারে আসার পর বেশ কয়েকবার ব্যাপক উত্থান-পতন হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েবসাইট কয়েনডেস্কের হিসাবে, মোটামুটি ৮ হাজার ৯০০ ডলার দিয়ে বিটকয়েনের বছর শুরু হয়েছিল।

জানুয়ারির শুরুতে কিছু দিনের মধ্যে এটা ৪০ হাজার ডলার ছাড়ালেও শেষ দিকে এসে দর পড়ে গিয়ে ৩০ হাজার ডলারের কাছাকাছি নেমে যায়।

তবে এর আগে বিটকয়েনের দরবৃদ্ধিতে কোভিড-১৯ বড় ভূমিকা রেখেছে। গত বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে এ মহামারী হানা দেওয়ার পর ভার্চুয়াল কেনাকাটা বেড়েছে; কাগজের নোট ও ধাতব কয়েন কয়েন থেকে মানুষ আরও দূরে সরেছে।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মার্কিন শেয়ারবাজারে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ আইপিও ছাড়ার ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে বিটকয়েনের। সে সময় ৬২ হাজার ৭৪১ ডলারে উঠে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।  সূত্র: বিডিনিউজ (https://bangla.bdnews24.com/tech/article1886421.bdnews)
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: HeartBit143 on May 03, 2021, 06:19:18 PM
যতই দিন যাচ্ছে ততই বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। পূর্বের তুলনায় বিটয়েনের দাম কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বিটকয়েন পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ডও গড়েছে কয়েক বার। এভাবে চলতে থাকলে সামনে বিটকয়েন প্রতি দিন নতুন নতুন রেকর্ড গড়বে। আশা করি এই বছরের শেষের দিকে বিটকয়েনের দাম ৯০০০০$ হতে পারে।                                     
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Rothi roy on May 08, 2021, 06:58:07 PM
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। 2013 সালের দিকে এই মুদ্রা 10 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর থেকে সবার জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে।
বর্তমানে প্রতিটি বিট কয়েনের মূল্য 58 হাজার ডলার। কিন্তু কিছুদিন আগে বিট কয়েনের মূল্য 60k$ স্পর্শ করেছিল। আমার মনে হয় বিটকয়েন 70 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: AVATAR on May 09, 2021, 03:08:41 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে যতগুলা কয়েন রয়েছে তার মধ্যে সর্বপ্রথম কয়টি হলো এই বিটকয়েন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কখনো এই বিটকয়েনের দাম ডাম্পিং করতেছে এবং কখনও পাম্প করতেছে। সব কয়েন এর তুলনায় এই বিটকয়েন অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Papusha20 on May 12, 2021, 02:23:01 PM
বর্তমান বিটকয়েনের দাম 56 হাজার 670 ডালা। কিছুদিন আগে বিটকয়েনের দাম আরো বেশি বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমান এখন কম। তবে বিটকয়েনের দাম কিছুদিনের মধ্যে 70 হাজার ডলার থেকে 80 হাজার ডলার পর্যন্ত সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Random203 on May 13, 2021, 11:08:37 AM
বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির জগতে যতো গুলো কয়েন আছে তাদের মধ্যে সেরা কয়েন। এই কয়েনটি সিএমসি তে প্রথম অবস্থানে আছে। এর জনপ্রিয়তা সকল কয়েনের থেকে কয়েক গুন বেশি। এর দামও অন্যান্য কয়েনের থেকে অনেক বেশি।  সামনে বিটকয়েনের দাম ৯০০০০$ হওয়ার সম্ভাবনা রয়েছে।                               
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Mayajal on June 02, 2021, 08:02:29 AM
দাম বৃদ্ধি পেয়ে বিটকয়েনের দাম 61 হাজার ডলারে পৌঁছেছে। বিটকয়েনের দাম ব্যাপক উন্নতির শিখরে পৌঁছে ছিল কিন্তু বর্তমানে একটু কম এর দিকে। ক্রিপ্টোকারেন্সি বাজার আপডাউন করবে এটা স্বাভাবিক যার কারণে দাম কম বেশি হতে পারে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Logitech50 on June 07, 2021, 10:40:16 AM
বিটকয়েন সর্বোচ্চ 61 হাজার 732 ডলার হয়েছিল। কিন্তু সেখান থেকে বিটকয়েনের দাম কমে 36105 ডলারে এসেছে। তবে বিটকয়েন দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Brithyislam on July 02, 2021, 06:32:17 AM
বিটকয়েনের দাম নির্ধারিত হয় বিক্রয়ের উপর ভিত্তি করে। পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এলমোক্স যখন বের করেন কিন্তু শুরু করেন তখন বিটকয়েনের দাম আকাশ ছোঁয়ার মতো বাড়তে থাকে। যখন বিটকয়েনের দাম 17 হাজার ডলার থেকে 60 হাজার ডলারে এসে পৌঁছায় তখন বিটকয়েন কেনাটাই বাহুল্য হয়ে যাই। কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের দাম অনেকটা কমে গেছে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Diknel on August 03, 2021, 12:22:22 PM
বর্তমানে বিটকয়েনের দাম 38 হাজার ডলার থেকে 40 হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে । কিন্তু কিছুদিন আগে এই ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছিল। যার দাম বেড়ে  64 হাজার ডলার হয়েছিল। তবে বিটকয়েনের দাম আবারো বৃদ্ধি পাবে। এবং আমার মনে হয়, 70 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Rockalo on October 21, 2021, 09:51:50 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে, ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। কিছুদিন আগে এই কয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিটকয়েনের দাম আগের তুলনায় অনেক পাম্পিং করেছে। বিটকয়েনের দাম 60 হাজার ডলারের উপরে। ভবিষ্যতে এই ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Papusha20 on October 27, 2021, 02:17:03 PM
যদিও এটা অনেকদিন আগের টপিক। কিন্তু তখন বিটকয়েনের দাম ছিল 57 হাজার ডলারে। এখন বর্তমান বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 66 হাজার ডলারে স্পর্শ করেছিল। তাই বিটকয়েনের দাম ক্রমেই বৃদ্ধি পেতে চলেছে কারণ ক্রিপ্টোকারেন্সি এখন উন্নতির দিকে প্রায় সকল দেশের মানুষই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। যার কারনে এর দাম শুধু বৃদ্ধি পেতে চলেছে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Fighter on October 27, 2021, 03:21:14 PM
বিটকয়েনের দাম কয়েকদিন আগে 67 হাজার ডলারে পৌঁছে গিয়েছিল কিন্তু এখান থেকে আবার কিছুটা কমে বর্তমানে 58 হাজার থেকে 59 হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে।
বিটকয়েনের দাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট ধীরে ধীরে আরও উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Cinno3 on October 28, 2021, 12:02:21 PM
যদিও টপিকটা পুরনো। বর্তমানে বিটকয়েনের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের দাম বর্তমানে 58 হাজার ডলারের উপরে অবস্থান করে। এবং গত কয়েক মাসের তুলনায় বিটকয়েনের দাম জীবনের চেয়েও বেশি। কারণ 65 হাজারের উপরে উঠেছিল। বাজারে যারা বিশেষজ্ঞ আছেন, তারা ধারণা করেন বিটকয়েনের দাম খুব তাড়াতাড়ি এক লক্ষ ডলারে উঠে যাবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Sumaiya2 on October 28, 2021, 02:09:11 PM
যেহেতু এটা অনেকদিন আগের পোস্ট ওই সময় বিটকয়েনের দাম 61 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু এখন বর্তমানে বিটকয়েনের দাম আবার পুনরায় বৃদ্ধি পেয়ে 66 হাজার ডলার অতিক্রম করেছে। অতীত ধাপে বিটকয়েনের দাম কম ছিল তারচেয়ে বৃদ্ধি পেয়ে একটু বেশি হয়েছে। এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Bony11 on November 07, 2021, 03:04:10 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিটকয়েনের মূল্য সর্বদা উঠানামা করে।2021 সালে এই বছরে বিটকয়েনের মূল্য সর্বোচ্চ রেকর্ড 66 হাজার ডলার হয়েছিল। কিন্তু বর্তমানে বিট কয়েনের মূল্য একটু কমে 61 হাজার ডলার হয়েছে। আশাকরি ভবিষ্যতে বিটকয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে। এবং ভবিষ্যতে বিটকয়েন নতুন রেকর্ড 1 লক্ষ ডলার পর্যন্ত পৌঁছাবে বলে মনে করি।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Meta on November 08, 2021, 06:22:27 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিটকয়েন কয়েকদিন আগে 68 হাজার ডলারে পৌঁছেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে নতুন একটি রেকর্ড তৈরি করেছে। যা অন্য কোন বছর আর ঘটেনি। বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকলে আমরা আশা করতে পারি বিটকয়েন 2021 সালের মধ্যে এক লক্ষ ডলার স্পর্শ করবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Centus on November 17, 2021, 04:03:42 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম প্রতিনিয়ত ওঠানামা করে ‌। বর্তমানে মার্কেটের দিকে তাকালে দেখা যায় যে বিটকয়েনের দাম একটু নিম্নগতির দিকে রয়েছে। বর্তমানে বিটকয়েনের দাম 57 হাজার ডলার থেকে 60 হাজার ডলার এর মধ্যে ওঠানামা করছে। কিছুদিন আগে বিটকয়েনের দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। আবারো আশা করি বিটকয়েন এর দাম বেড়ে আরও একটি নতুন রেকর্ড করবে ‌।
 
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Sumi on November 21, 2021, 07:52:37 AM
বর্তমান বিটকয়েনের পেক্ষাপটে যা বোঝা যায় তাহলো 2022 সালের মধ্যে বিটকয়েন 1 লাখ ডলারে পৌঁছানো সম্ভব না কিন্তু অনেকাংশে রয়েছে। কারণ আস্তে আস্তে বিটকয়েন কিন্তু তাদের সমস্ত দিক থেকে কিন্তু ডেভলপ হতে শুরু করে দিয়েছে। কয়েকদিনের আগেই কিন্তু বিটকয়েন 57 হাজার ডলার কিন্তু ক্রস করেছিল কিন্তু বর্তমানে একটু কমেছে সেক্ষেত্রে আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আবারও বিটকয়েন পাম্প করতে শুরু করবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: ttcsalam on January 06, 2022, 07:24:22 AM
বিটকয়েনের মূল্য শুক্রবার ৬.৫৪ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা লেনদের বন্ধের আগের মূল্যের সঙ্গে তিন হাজার পাঁচশ চার দশমিক ১১ ডলার বেশি।

বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত ৪ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন ২৭ হাজার সাতশ' ৩৪ ডলার থেকে এখন পর্যন্ত ১০৫.৯ শতাংশ উপরে আছে। গত ১৪ এপ্রিল এটি বছরের সর্বোচ্চ ৬৪ হাজার আটশ' ৯৫ দশমিক ২২ ডলারে পৌঁছেছিল। বর্তমান মূল্য অবশ্য সেখান থেকে ১২ শতাংশ কম বলে জানিয়েছে রয়টার্স।

ইথার, ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত মুদ্রা, শুক্রবার ১.০৬ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ' ৮৭ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষের মূল্যের সঙ্গে ২৯ দশমিক ২৯ ডলার মূল্য বেড়েছে মূদ্রাটির।

বিটকয়েনের ঊর্ধ্বমুখী দরে পাগলা ঘোড়ার গতি নতুন নয়। ২০০৯ সালে বাজারে আসার পর বেশ কয়েকবার ব্যাপক উত্থান-পতন হয়েছে।

ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েবসাইট কয়েনডেস্কের হিসাবে, মোটামুটি ৮ হাজার ৯০০ ডলার দিয়ে বিটকয়েনের বছর শুরু হয়েছিল।

জানুয়ারির শুরুতে কিছু দিনের মধ্যে এটা ৪০ হাজার ডলার ছাড়ালেও শেষ দিকে এসে দর পড়ে গিয়ে ৩০ হাজার ডলারের কাছাকাছি নেমে যায়।

তবে এর আগে বিটকয়েনের দরবৃদ্ধিতে কোভিড-১৯ বড় ভূমিকা রেখেছে। গত বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে এ মহামারী হানা দেওয়ার পর ভার্চুয়াল কেনাকাটা বেড়েছে; কাগজের নোট ও ধাতব কয়েন কয়েন থেকে মানুষ আরও দূরে সরেছে।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মার্কিন শেয়ারবাজারে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় লেনদেন এক্সচেঞ্জ কয়েনবেইজ আইপিও ছাড়ার ঠিক আগমুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে বিটকয়েনের। সে সময় ৬২ হাজার ৭৪১ ডলারে উঠে সবচেয়ে জনপ্রিয় এই মুদ্রার দাম।  সূত্র: বিডিনিউজ (https://bangla.bdnews24.com/tech/article1886421.bdnews)
মার্কেটের বর্তমান কন্ডিশন তো নিম্ন মুখি । অবশ্য বাড়া কমার মধ্যে দিয়েই তো এই মার্কে পরিচালনা হয়ে আসতেছে এবং হবে।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Tepona on February 20, 2022, 12:55:31 PM
যদিও এই টপিক টা অনেক দিন আগের। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটা ডাম্পিং করবে তা কখনো কেউ ভাবেও নাই। কিছুদিন আগেও বিটকয়েনের দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। আমরা জানি কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম একেবারে নিম্নগতির দিকে রয়েছে। তবে আমার মনে হয়, বিটকয়েনের এমন অবস্থা থাকবে না, কিছুদিনের মধ্যেই হয়তো বিটকয়েনের দাম আবারও পাম্পিং করবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকে না।
Title: Re: দাম বেড়ে বিটকয়েন এখন ৫৭ হাজার ডলারে।
Post by: Fulshai on February 27, 2022, 11:51:10 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েনের দাম এখন 57 হাজার ডলারে পরিণত হয়েছে। অতীতে বিটকয়েনের দাম আরো অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে এর দাম অনেকটাই কম। আবার ধীরে ধীরে বিটকয়েনের দাম পাম্পিং করছে। ভবিষ্যতে হয়তো অতীতের রেকর্ড গুলো ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। তাই বলা যায় বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। যার দাম কখনো ডাম্পিং করে আবার পাম্পিং করে। এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিয়ম। তাই আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জোরালোভাবে কাজ করতে হবে।