Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on May 21, 2021, 04:41:55 PM

Title: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: Malam90 on May 21, 2021, 04:41:55 PM
Hodlers Network বাউন্টিতে জয়েন করুন।
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি।
৪ সপ্তাহের ক্যাম্পেইন।
আমি সিগনেচার ও টুইটারে জয়েন করলাম।
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=212859.0
Title: Re: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: Cristiano on May 21, 2021, 04:48:15 PM
Hodlers Network বাউন্টিতে জয়েন করুন।
বাউন্টি ডিটেকটিভের নতুন বাউন্টি।
৪ সপ্তাহের ক্যাম্পেইন।
আমি সিগনেচার ও টুইটারে জয়েন করলাম।
বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=212859.0
ধন্যবাদ আপনাকে আপডেট জানানোর জন্য। ইতিমধ্যে এই বাউন্টিতে আমি জয়েন করেছি। সবাই চাইলে জয়েন করতে পারেন। লিমিটেড পার্টিসিপেন্ট।
টুইটারে নিব 250 জন
টেলিগ্রামে নিবো 200 জন।
আরো অনেক ক্যাম্পিয়ান রয়েছে।
যারা জয়েন করেছেন তারা সবাই সুন্দর ভাবে কাজ চালিয়ে যান।
Title: Re: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: HeartBit143 on May 21, 2021, 06:19:08 PM
বাউন্টি ডিটেকটিভ এর লাঞ্চ করা বাউন্টি মানেই প্রতিযোগিতার মাঠ।  এই বাউন্টিটা আসার কয়েক মিনিটের মধ্যেই স্লট বুক। শুধু এই বাউন্টিতে নয়, ডিটেকটিভ এর সব বাউন্টিতেই একই অবস্থা।  এই বাউন্টিতে সিগনেচার ক্যাম্পেইন এ ফরম পূরণ করেছি, এখন দেখার বিষয় একসেপ্ট করে কিনা!                             
Title: Re: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: Bony11 on May 24, 2021, 04:01:08 PM
বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেওয়া থাকে। ফলে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে জয়েন হওয়া খুব সহজ ব্যাপার নয়। বাউন্টি ডিটেকটিভের বাউন্টি আসার সাথে সাথে দেখা যায় বাউন্টিতে পার্টিসিপেট সংখ্যা সম্পূর্ণ হয়ে থাকে। বাউন্টি ডিটেকটিভের hodlers' নেটওয়ার্ক বাউন্টিতে আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে পেরে খুব আনন্দিত। আশা করি Hodlers Network বাউন্টি প্রজেক্টটি খুব ভালো হবে ।
Title: Re: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: Altcoin1998$ on May 24, 2021, 05:04:34 PM
বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেওয়া থাকে। ফলে বাউন্টি ডিটেকটিভের বাউন্টি গুলোতে জয়েন হওয়া খুব সহজ ব্যাপার নয়। বাউন্টি ডিটেকটিভের বাউন্টি আসার সাথে সাথে দেখা যায় বাউন্টিতে পার্টিসিপেট সংখ্যা সম্পূর্ণ হয়ে থাকে। বাউন্টি ডিটেকটিভের hodlers' নেটওয়ার্ক বাউন্টিতে আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে পেরে খুব আনন্দিত। আশা করি Hodlers Network বাউন্টি প্রজেক্টটি খুব ভালো হবে ।
বাউন্টি ডিটেকটিভ টেলিগ্রাম গ্রুপ এ শুনলাম তারা নাকি নিউবি ও কপার মেম্বার অ্যালাউ করবে না। এটি যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে ভবিষ্যতে বাউন্টি প্রজেক্টগুলো বাউন্টি হান্টার দের মারফত স্কাম হবে না। আবার বলতে গেলে অধিকাংশ প্রজেক্টগুলো অতি দ্রুত নিউবি ও কপার মেম্বারদের মারফত পূরণ হয়ে যায় ফলে হায়ার রেংকের মেম্বাররা অ্যাড হতে পারে না।
Title: Re: Hodlers Network বাউন্টি আপডেট।
Post by: rashedul426 on May 30, 2021, 05:58:11 PM
আমি শুধু  টুইটার ও টেলিগ্রাম করতেছি মনে হচ্ছে প্রোজেক্টা ভালোই হবে।সব সপ্তাহে কাজ করছি স্টেক ও পাচ্ছি। নতুন কোন আপডেট আসলে জানাবেন দয়া করে।